We are GOLLACHUTT!
কোন এক অলস বিকেলে, পাহাড়ি কন্যা সাজেকের একটি রিসোর্টের বারান্দায় বসে চা খাচ্ছিলাম আর মেঘের খেলা দেখছিলাম। ঠিক তখনই মাথায় বুদ্ধি চেপে বসে, কেননা একটা ট্রাভেল গ্রুপ খোলা যাক যেখানে সবাই তাদের ভ্রমন পরিকল্পনা সবার সাথে আলোচনা করতে পারবে। চিন্তা করা মাত্র কাজ, খুলে ফেলা হল গ্রুপ আর নাম দেয়া হল গোল্লাছুট। এমনি ভাবে শুরু হয় আমাদের পথচলা ফখরুল হাসান মাসুম এর হাত ধরে।
গ্রুপ থেকে আজ বাণিজ্যিক ভাবে প্রকাশ পেল গোল্লাছুট। সবাইকে ট্রাভেল সেবা প্রদান করছে সাজেক, বান্দারবান, কক্সবাজার সহ বাংলাদেশ এর অনেক জায়গায়। ইভেন্ট পরিচালনা করা হচ্ছে নিয়মিত।
এভাবেই শুরু, আজ ও চলছে আর আগামিতেও চলবে।।