Street Travelers

Street Travelers আমরা Street Travelers বেড়িয়েছি পৃথিবীর পথে। পৃথ?

স্বপ্ন নাকি স্বপ্নই, তাই আমরা কখনো স্বপ্ন দেখে স্বপ্ন ছোঁয়ার পথে পা বাড়াই না, খুব বেমানান লাগে। তারপরও কাকতালীয় ভাবে আমাদের কয়েকজন যুবকের স্বপ্ন এক হয়ে গেছে, আমাদের পৃথিবী দেখার স্বপ্ন, পৃথিবীর অলিগলি, আনাচে কানাচে নিজেদের পায়ের ছাপ ফেলে দেয়ার স্বপ্ন, পৃথিবীর হাজার রকম মানুষের সাথে নিজেদের আত্মাকে মিশিয়ে এক করে দেয়ার স্বপ্ন, আলাদা আলাদা খাবারের স্বাদ নেয়ার স্বপ্ন, প্রতিটা জায়গার ইতিহাস খুঁড়ে বের ক

রে ইতিহাস জানার স্বপ্ন।

তাই স্বপ্ন যতই বেমানান লাগুক কিনবা স্বপ্ন স্বপ্নই হোক, আমরা ঠিক করেছি আমরা আমাদের স্বপ্ন ছোঁয়ার পথে পা বাড়াবোই।

তাই সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে আমরা সবাই মিলে তৈরি করেছি street Traveler । আমরা শুরু করেছি স্বপ্নের পথে হাঁটা, আর শুরুটা করেছি দেশের অলিগলি থেকে। আগে দেশের প্রতিটা জায়গাকে ভাল করে দেখতে হবে, তারপর ধীরে ধীরে দেশ থেকে দেশের বাইরে হবে আমাদের পথচলা। আশা করছি এভাবেই হয়তো ছোট ছোট পদক্ষেপেই আমরা একদিন আমাদের পৃথিবী দেখা আর পৃথিবীর স্বাদ নেয়ার স্বপ্ন পূরণ করে ফেলবো।

একটা মানুষ একা পুরো পৃথিবী দেখার স্বপ্ন দেখতে পারলেও হয়তো কখনো স্বপ্ন ছোঁয়ার দুঃসাহস করে না, কারন অনেক ধরণের প্রতিবন্ধকতা আসে, তাই একা না, যদি মনে হয় যৌথ ভাবে আপনাদেরও ইচ্ছা আছে স্বপ্ন ছোয়ার তাহলে Street Traveler এর পক্ষ থেকে আপনার জন্য আমাদের দরজা সবসময় খোলা থাকবে।

সবিশেষে আপনাদের কাছে আমাদের চাওয়া , আমাদের জন্য শুভ কামনা, দোয়া এবং আশীর্বাদ রাখবেন, যেনো স্বপ্নের হাতে হাতকড়া রেখে স্বপ্নের হাতে বন্দী না হই, যেনো স্বপ্নকে বাস্তবতায় নামিয়ে স্বপ্নটাকে খুব ভাল ভাবে ছুঁতে পারি।

Address

Dhaka
1216

Opening Hours

Monday 11:00 - 17:00
Tuesday 11:00 - 17:00
Wednesday 11:00 - 17:00
Thursday 11:00 - 17:00
Saturday 11:00 - 17:00
Sunday 11:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Street Travelers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category