27/08/2024
আর্থিক ভাবে খুবই অসচ্ছল এক ভাই সম্পূর্ন অপ্রত্যাশিত ভাবেই এবার আমাদের সাথে উমরাহতে এসেছেন। কোন এক আল্লাহর বান্দী তার উমরাহর যাবতীয় খরচের ব্যবস্থা করে দিয়েছেন।
তো গতকাল যখন তিনি তাওয়াফ করার জন্য মসজিদুল হারামে পৌছলেন, আমাকে ডেকে জিজ্ঞেস করতেসেন, ভাই এই কালো চাদরের দেয়ালটা কিসের।
আশেপাশে কালো চাদরের দেয়াল অনেক খুজেও পেলাম না। দুই তিনবার করে এদিক সেদিক তাকালাম। উনি বলতেসেন, এই যে সামনে। কিন্তু সামনেও তো এমন কিছু নেই।
হঠাৎ মনে হলো, তাহলে কি উনি এই কালো গিলাফের কাবা ঘরকেই মিন করছেন? একবার উনার দিকে তাকাই, একবার কাবার দিকে। পাগল টাগল হয়ে গেলো নাতো। কাবা ঘরকে চিনে না?
বললাম, ভাই, এটা কাবা ঘর! আপনি চিনেন না?
যেন সম্বিত ফিরে পেলেন। ও এটাই কাবা ঘর! এটা কাবা ঘর! ভাল করে তাকালাম। অবিরাম গড়িয়ে পড়ছে চোখের পানি। তার বিশ্বাস হচ্ছে না, তিনি কাবার সামনে।
সুরা আদ-দ্বুহার একটা আয়াত আছে, যার অনুবাদ করা হয়, “শীঘ্রই আপনার রব আপনাকে যা দিবেন, আপনি খুশি হয়ে যাবেন।”
কেবল “খুশি” বললে কি এপ্রোপ্রিয়েট হয়? আপনার রব যখন আপনাকে দিবেন, আপনি কেবল খুশিই হবেন না, হয়ে পড়বেন বাকরুদ্ধ। ঠোট কৃতজ্ঞতা জানানোর ভাষা খুজে পাবে না। চোখের অশ্রুগুলো তখন প্রকাশ করে দিবে সব।…
ওয়ালিল্লাহিল হামদ।
কার্টেসিঃ রিজওয়ানুল কবির ভাই