11/05/2024
থাইল্যান্ড ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস:
ব্যবসায়ীদের জন্য:
১। পার্সপোর্ট (সর্ব নিম্ন ০৭ মাস মেয়াদ সহ) পূরাতন পার্সপোর্ট থাকেলে সাথে দিতে হবে।
২। সম্প্রতি তোলা ২কপি ছবি সাদা ব্যাকগ্রাউন্ড (ফটো সাইজ ৩৫ এমএম X ৪৫ এমএম)
৩। ব্যাক্তিগত অথবা প্রতিষ্ঠানের ব্যাংক ষ্টেটমেন্ট (লাষ্ট ০৬ মাসের) সর্বনিম্ন ব্যালেন্স ৭০,০০০/- ফ্যামিলি ১,২০,০০০/- টাকা থাকতে হবে।
৪। ব্যাংক সলভেন্সী সার্টিফিকেট।
৫। ট্রেড লাইসেন্স এর কপি মেয়াদসহ। লিমিটেড কোম্পানী হলে মেমোরেন্ডাম এর কপি।
৬। ভিজিটিং কার্ড।
৭। প্রতিষ্ঠানের লেটারহেড প্যাড।
**********************************************************************
চাকুরীজিবীদের জন্য:
১। পার্সপোর্ট (সর্ব নিম্ন ০৭ মাস মেয়াদ সহ) পূরাতন পার্সপোর্ট থাকেলে সাথে দিতে হবে।
২। সম্প্রতি তোলা ২কপি ছবি সাদা ব্যাকগ্রাউন্ড (ফটো সাইজ ৩৫ এম এম X ৪৫ এম এম)
৩। ব্যাক্তিগত ব্যাংক ষ্টেটমেন্ট (লাষ্ট ০৬ মাসের) সর্বনিম্ন ব্যালেন্স ৭০,০০০/- টাকা থাকতে হবে।
৪। ব্যাংক সলভেন্সী সার্টিফিকেট।
৫। প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত নো অবজেকশন লেটার (এনওসি)
৬। প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত আই.ডি কার্ডের কপি।
৭। সেলারী ব্যাংক এ না হলে সেলারী সার্টিফিকেট অথবা ০৬ মাসের পে স্লিপের কপি।
৮। ভিজিটিং কার্ড।