Zayaan Holidays

Zayaan Holidays Worldwide Air Ticketing. Tourist visa processing. Worldwide tour package. worldwide hotel reservation

ধরুন আপনি ঢাকা থেকে কক্সবাজার যাবেন। অনলাইনে এয়ারটিকিট সার্চ করলেন। টিকিট এর ভাড়া ৩,৮০০ টাকা কিন্তু আমাদের দেশের কোন এক ...
20/03/2024

ধরুন আপনি ঢাকা থেকে কক্সবাজার যাবেন। অনলাইনে এয়ারটিকিট সার্চ করলেন। টিকিট এর ভাড়া ৩,৮০০ টাকা কিন্তু আমাদের দেশের
কোন এক পোর্টাল তাদের সার্চ পেজে দেখালো ভাড়া ৩,৪০০ টাকা।

এটা দেখে আপনি মহাখুশী। আপনি নেক্সট পেজে অর্থাৎ বুকিং পেজে না গিয়েই ধরে নিলেন টিকিট এর মূল্য ৩,৪০০ টাকা কিন্তু বাস্তব চিত্র একটু ভিন্ন।

আপনি বুকিং পেজে গেলেই ৩৪০০ টাকার সাথে আরও কিছু অদ্ভুত জিনিস দেখবেন এই যেমন,
টিকিট বেজ ফেয়ার: ৩২০০
টিকিট এর ট্যাক্স: ৫০০
সার্ভিস চার্জ: ২০০
মোট: ৩,৯০০ টাকা
(যদি নির্দিষ্ট ব্যাংক এর ক্রেডিট কার্ড থাকে তাহলে ডিসকাউন্ট ৫০০ টাকা)

এখন আপনার কাছে ঐ ব্যাংক এর কার্ড নাই তাহলে উপায়?
না থাকলে আপনাকে যারা ৩৪০০ টাকা দেখালো তাদের কেই টিকিট এর মূল দামের থেকেও ১০০ টাকা বেশি অর্থাৎ ৩৯০০ টাকা পেমেন্ট করতে হবে সব চার্জ মিলিয়ে আর না হয় কারও হাতে পায়ে ধরে সেই ব্যাংক এর কার্ড ব্যবস্থা করতে হবে।

কার্ড না হয় ব্যবস্থা করলেন, কিন্তু কাহানী আভি বাকী হেয়, এই ধরেন আপনি আন্তর্জাতিক কোন ভ্রমণের টিকিট নিলেন এখন ক্রেডিট কার্ড আপনার না, সেই ক্ষেত্রে ক্রেডিট কার্ড হোল্ডার থেকে বিশেষ ভাবে ডিক্লারেশন ফর্ম নিতে হবে কার্ড এর ছবি সহ। এখন নিরাপত্তার স্বার্থে আমিতো কখনো আমার কার্ডের ছবি কাউকে দিবো না। হয়তো কেউ না বুঝে দিয়েও দিতে পারে। আর এই কাজটা না করলে যে কোন সময় আপনি প্রশ্নের সম্মুখীন হতে পারেন যে কার্ড এর মালিক কে? আপনি কি ভাবে এই কার্ড পেলেন কারণ আন্তর্জাতিক বিমান সংস্থা ষ্ট্যাণ্ডার্ড পলিসি হিসেবেই এই ভ্যারিফিকেশন গুলো করে থাকে ভ্রমণের পূর্বে।

এখন মূলত বিষয়টা দাঁড়ালো যে, আপনাকে যা দেখানো হচ্ছে বাস্তবে আসলে এমনটা নয়। এই সব আসলে মানুষ বোকা বানানোর পলিসি মাত্র। দিন শেষে লস দিয়ে কেউ বিজনেস করবে না আর করলেও সে টিকে থাকতে পারবে না। এটাই বাস্তব।

-Copy

Nepal Group Tour 30 Pax 22th February to 26 February 2024
04/03/2024

Nepal Group Tour 30 Pax 22th February to
26 February 2024

16/12/2023
৮ মার্চ থেকে বাংলাদেশে ফ্লাইট চালাবে ইথিওপিয়ান এয়ারলাইন্স
14/12/2023

৮ মার্চ থেকে বাংলাদেশে ফ্লাইট চালাবে ইথিওপিয়ান এয়ারলাইন্স

05/12/2023
নভেম্বরই চালু হচ্ছেস্বপ্নের ঢাকা-কক্সবাজার রেল পথ।
01/11/2023

নভেম্বরই চালু হচ্ছে
স্বপ্নের ঢাকা-কক্সবাজার রেল পথ।

বাংলাদেশ থেকে একবার সিকিম ভ্রমণ শেষে পুনরায় ভ্রমণ করতে চাইলে কত দিন পরে পারমিট পাওয়া যায়?
09/10/2023

বাংলাদেশ থেকে একবার সিকিম ভ্রমণ শেষে পুনরায় ভ্রমণ করতে চাইলে কত দিন পরে পারমিট পাওয়া যায়?

বিশেষ ঘোষণা : সৌদিয়া এয়ারলাইন্সের যাত্রীদেরকে ফ্লাইটের সময়ের ৬ ঘন্টা আগে চেকিং করার জন্য বলা হয়েছে।
04/09/2023

বিশেষ ঘোষণা :
সৌদিয়া এয়ারলাইন্সের যাত্রীদেরকে ফ্লাইটের সময়ের ৬ ঘন্টা আগে চেকিং করার জন্য বলা হয়েছে।

🇦🇪 প্রতি মাসে 𝐔𝐀𝐄 এর ভিজিট ভিসার ঝামেলায় না গিয়ে মাত্র ২৪ ঘন্টায় ৫ বছরের Golden Multiple Tourist Visa করে নিন ZAYAAN HOL...
08/08/2023

🇦🇪 প্রতি মাসে 𝐔𝐀𝐄 এর ভিজিট ভিসার ঝামেলায় না গিয়ে মাত্র ২৪ ঘন্টায় ৫ বছরের Golden Multiple Tourist Visa করে নিন ZAYAAN HOLIDAYS এর মাধ্যমে।
🔖 5 Years Golden Multiple UAE Visit Visa Requirements:
◾ Passport Scan Copy. (পাসপোর্ট স্ক্যান কপি)
◾ New Photo Scan Copy. (নতুন রঙিন ছবি সাদা ব্যাকগ্রাউন্ড)
📢 সুবিধাসমূহ:
☑️ আপনি বছরে যতবার ইচ্ছে ততোবার দুবাই ভ্রমণ করতে পারবেন।
☑️ আপনি প্রতিবার দুবাই ভ্রমণে সর্বোচ্চ ০৩ মাস (৯০দিন) পর্যন্ত অবস্থান করতে পারবেন।
বিঃদ্রঃ ৩,০২৫ দিরহাম সমপরিমাণ টাকা সিকিউরিটি ডিপোজিট হিসেবে UAE ইমিগ্রেশনে জমা থাকিবে (যা ফেরতযোগ্য)।
📢ভিসা ইস্যু হওয়ার প্রথম ৫৫দিনের মধ্যে ১ম বার দুবাই এন্ট্রি করতে হয় পরবর্তীতে আর যাওয়ার ক্ষেত্রে কোন কন্ডিশন নেই।
🚩 অফিস ঠিকানা: ৬৮-৬৯, গ্রীন রোড, দ্বিতীয় তলা, রুম ২৩৫, ঢাকা - ১২০৫
☎️ হটলাইন: ০২৯৬৪১৩৯৮, ০১৭৮১২৮৩৩৩৩

📢 Warning message to All 📢
01/08/2023

📢 Warning message to All 📢

বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। এক কোটি ২০ লক্ষ্য যাত্রীকে সেবা দিতে পারবে এই টার্মিনাল।হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্...
24/07/2023

বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। এক কোটি ২০ লক্ষ্য যাত্রীকে সেবা দিতে পারবে এই টার্মিনাল।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণকাজ ৬০ শতাংশের বেশি সম্পন্ন হয়েছে। ইতিমধ্যেই দৃশ্যমান হয়েছে দৃষ্টিনন্দন টার্মিনাল ভবন। এখন অভ্যন্তরীণ সাজসজ্জা এবং বিভিন্ন ধরনের যন্ত্রপাতি স্থাপনের কাজ চলছে। আগামী অক্টোবরে এই টার্মিনালের আংশিক উদ্বোধন হবে বলে জানা গেছে। বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পুরোপুরি চালু হলে এক কোটি ২০ লক্ষ্য যাত্রীকে সেবা দিবে এই টার্মিনাল।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, আগামী অক্টোবরে টার্মিনালটির আংশিক উদ্বোধন হবে। পুরোপুরি চালু হবে আগামী বছর। এটি চালু হলে এক কোটি ২০ লক্ষ্য যাত্রীদের আধুনিক সুযোগ-সুবিধা দেওয়া যাবে। উড়োজাহাজ চলাচল এবং যাত্রীর সংখ্যাও বাড়বে। হজরত শাহজালাল বিমানবন্দরে এখন প্রতিদিন ৩০টির বেশি বিমান সংস্থার ১২০-১৩০টি বিমান উড্ডয়ন ও অবতরণ করে। প্রতিদিন এসব বিমানের ১৯ থেকে ২১ হাজার যাত্রী বিমানবন্দরের দুটি টার্মিনাল (টার্মিনাল ১ ও ২) ব্যবহার করেন। বর্তমানে বছরে প্রায় ৮০ লাখ যাত্রীর সেবা দেওয়ার সুযোগ আছে। তৃতীয় টার্মিনাল চালু হলে আরও ১ কোটি ২০ লাখ যাত্রীকে সেবা দেওয়া সম্ভব হবে বলে কর্তৃপক্ষ দাবি করছে।

বেবিচকের তথ্য অনুযায়ী, তৃতীয় টার্মিনালে মোট ২৬টি বোর্ডিং ব্রিজের ব্যবস্থা থাকবে। আগামী অক্টোবরে ১২টি বোর্ডিং ব্রিজ চালু করা হবে। বহির্গমনের জন্য মোট ১১৫টি চেক-ইন কাউন্টার থাকবে (১৫টি সেলফ সার্ভিস চেক-ইন কাউন্টারসহ)। এ ছাড়া ১০টি স্বয়ংক্রিয় পাসপোর্ট নিয়ন্ত্রণ কাউন্টারসহ বহির্গমন ইমিগ্রেশন কাউন্টার থাকবে ৬৬টি। আগমনীর ক্ষেত্রে ৫টি স্বয়ংক্রিয় চেক-ইন কাউন্টারসহ মোট ৫৯টি কাউন্টার থাকবে। টার্মিনালে ১৬টি ব্যাগেজ বেল্ট স্থাপন করা হবে। অতিরিক্ত ওজনের ব্যাগেজের জন্য থাকবে চারটি পৃথক বেল্ট। ১ হাজার ৪৪টি গাড়ি ধারণ ক্ষমতা সম্পন্ন বহুতল কার পার্কিং তৈরি করা হচ্ছে। এই টার্মিনালে একসঙ্গে ৩৭টি উড়োজাহাজ পার্ক করে রাখা যাবে। টার্মিনাল ভবনটির নকশা করেছেন সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের নকশাকার স্থপতি রোহানি বাহারিন। বিমানবন্দর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কাজের একটি অংশ গ্রাউন্ড হ্যান্ডলিং। বিমানবন্দরে উড়োজাহাজ অবতরণের পর পথ দেখিয়ে পার্কিং বে–তে নেওয়া, দরজায় সিঁড়ি লাগানো, যাত্রীদের মালপত্র ওঠানো-নামানো, উড়োজাহাজের ভেতর পরিষ্কার করা, চেকইন কাউন্টারে সেবার মতো কাজ এই বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের অন্তর্ভুক্ত থাকবে।

২০১৭ সালে তৃতীয় টার্মিনাল নির্মাণের প্রকল্পটি হাতে নেওয়া হয়। নির্মাণকাজ শুরু হয় ২০১৯ সালের ২৮ ডিসেম্বর। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ২১ হাজার ৩৯৮ কোটি টাকা। এর মধ্যে জাপানি সহযোগিতা সংস্থা জাইকা ঋণ হিসেবে দিচ্ছে ১৬ হাজার ১৪১ কোটি টাকা। আর বাকি টাকা দিচ্ছে বাংলাদেশ সরকার। এই নির্মাণকাজ করছে জাপানের মিতসুবিশি ও ফুজিতা এবং দক্ষিণ কোরিয়ার স্যামসাং।
©️

11/07/2023

ব্রেকিং নিউজ।
আমাদের ভিসা পদ্ধতিকে আরও সহজ করতে এবং দীর্ঘ লাইনের কারণে ভিসা আবেদনকারীগণের অসুবিধা কমানোর লক্ষ্যে, ভারতীয় হাই কমিশন কর্তৃক ১১ জুলাই ২০২৩ থেকে নিম্নলিখিত ব্যবস্থাসমূহ চালু করতে যাচ্ছে।

(i) যে সকল আবেদনকারী তাঁদের ভিসা আবেদন হাই কমিশন কর্তৃক প্রক্রিয়াকরণ চলাকালে অন্য কাজে ব্যবহার করার জন্য নিজেদের পাসপোর্ট ফেরত পেতে চান, তাঁদের জন্য এখন আইভ্যাক-এ ভিসা আবেদন জমা দেওয়ার সময় পাসপোর্ট ফেরত নেওয়ার সুবিধা থাকবে। ভিসা টোকেনে প্রদর্শিত সম্ভাব্য ডেলিভারির তারিখের ০৭ দিন আগে আইভ্যাক-এ তাঁদের পাসপোর্ট পুনরায় জমা দিতে হবে।

(ii) ভিসা প্রসেসিং ফি অনলাইনে পরিশোধ করার সময় আবেদনকারীগণ এখন আইভ্যাক-এ তাঁদের ভিসা আবেদন জমা দেওয়ার জন্য সুনির্দিষ্ট টাইম স্লট আগে থেকে বেছে নেওয়ার সুযোগও পাবেন। এটি আবেদনকারীগণকে আবেদন জমা দেওয়ার সময় আইভ্যাক-এ দীর্ঘসময় অপেক্ষা করা থেকে মুক্তি দেবে।

আমরা আশা করি, এই পদক্ষেপগুলো আপনাদের ভিসা আবেদন প্রক্রিয়াকে আরও সুবিধাজনক করে তুলবে৷
১০ জুলাই ২০২৩

, , , ,

❤️New Update ❤️ভ্রমণ প্রেমীদের জন্য সুখবর!...ঢাকায় এবার ইউরোপের দেশ গ্রিসের ভিসাকেন্দ্র চালু হয়েছে। ভ্রমণ, কর্মসংস্থান,...
10/07/2023

❤️New Update ❤️

ভ্রমণ প্রেমীদের জন্য সুখবর!...

ঢাকায় এবার ইউরোপের দেশ গ্রিসের ভিসাকেন্দ্র চালু হয়েছে। ভ্রমণ, কর্মসংস্থান, ফ্যামিলি, শিক্ষার্থী ও ডিজিটাল যাযাবরের (নোম্যাড) মতো সব ধরনের ক্যাটাগরিতে বাংলাদেশের নাগরিকরা ঢাকায় এ ভিসা কেন্দ্রে আবেদন করতে পারবেন।

ঢাকার বোরাক মেহনুর (৮ম তলা), ৫১/বি, কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের ভিএফএস গ্লোবাল জয়েন্ট ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (জেভিএসি) গ্রিসের ভিসা আবেদন জমা দিতে এবং সেখানে বায়োমেট্রিক নিবন্ধন করতে হবে। তার আগে অনলাইনে (লিংক: https://bd-gr.gvcworld.eu/en/online-visa-application) অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।
©️©️

ঢাকায় এবার ইউরোপের দেশ গ্রিসের ভিসাকেন্দ্র চালু হয়েছে। ভ্রমণ, কর্মসংস্থান, ফ্যামিলি, শিক্ষার্থী ও ডিজিটাল যাযাবরের (নোম...
08/07/2023

ঢাকায় এবার ইউরোপের দেশ গ্রিসের ভিসাকেন্দ্র চালু হয়েছে। ভ্রমণ, কর্মসংস্থান, ফ্যামিলি, শিক্ষার্থী ও ডিজিটাল যাযাবরের (নোম্যাড) মতো সব ধরনের ক্যাটাগরিতে বাংলাদেশের নাগরিকরা ঢাকায় এ ভিসা কেন্দ্রে আবেদন করতে পারবেন।

১৫,০০০ ফুট উপর থেকে আমাদের পদ্দা সেতু। 😍
08/07/2023

১৫,০০০ ফুট উপর থেকে আমাদের পদ্দা সেতু। 😍

03/07/2023

ইউএস বাংলা বিমান ভয়ংকর দূর্ঘটনার কবলে !! উড়ন্ত অবস্থায় বিমানের পাখির আঘাত,শুরু হয়েছে শতশত যাত্রীদের চিৎকার।

26/06/2023

বিশেষ ঘোষণা
১লা জুলাই 2023 থেকে বর্ধিত UT - TAX যাত্রীকে এয়ারপোর্টে পরিশোধ করতে হবে

Not Everything is good in discount , be carefull and be safe . 😌
25/06/2023

Not Everything is good in discount , be carefull and be safe . 😌

EID HOLIDAYS START ON 27 JUNE .
19/06/2023

EID HOLIDAYS START ON 27 JUNE .

19/06/2023

টিকিট বিক্রির নামে প্রতারণা; ১০ কোটি টাকা নিয়ে গা ঢাকা !

বিভিন্ন এয়ারলাইনসের গ্রুপ টিকিট বিক্রির নামে, ৩৮টি ট্রাভেল এজেন্সির কাছ থেকে প্রায় ১০ কোটি টাকা নিয়ে গা ঢাকা দিয়েছে একটি প্রতারক চক্র। এতে অনিশ্চিত হয়ে পড়েছে মালয়শিয়াগামী হাজারো ব্যক্তির যাত্রা। প্রতারক চক্রটি রাজধানীর রামপুরায় লেটস ফ্লাই নামের একটি এজেন্সি খুলে এই প্রতারণা করেছে। ওই প্রতিষ্ঠানের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের আসল পরিচয় শনাক্ত করে গ্রেপ্তারের অভিযান চলছে।

দামে কম হলেই । মানে ভালো হয়না সবকিছু। Sad for them 😞
19/06/2023

দামে কম হলেই । মানে ভালো হয়না সবকিছু। Sad for them 😞

17/06/2023

Address

68-69, Green Road, (1st Floor), Suite-235 Dhanmondi
Dhaka
1205

Opening Hours

Monday 10:00 - 19:00
Tuesday 10:00 - 19:00
Wednesday 10:00 - 19:00
Thursday 10:00 - 19:00
Saturday 10:00 - 18:00
Sunday 10:00 - 19:00

Telephone

+8801781283333

Alerts

Be the first to know and let us send you an email when Zayaan Holidays posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zayaan Holidays:

Videos

Share

Category

Nearby travel agencies


Other Travel Agencies in Dhaka

Show All