জান্নাতুল বাকী- ওমরাহ হজ সার্ভিস

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • জান্নাতুল বাকী- ওমরাহ হজ সার্ভিস

জান্নাতুল বাকী- ওমরাহ হজ সার্ভিস প্রস্তুত আছি- (ওমরাহ হজ সেবা প্রদানে)

আলহামদুলিল্লাহ, উন্মুক্ত হাজরে আসওয়াদ۔
08/08/2022

আলহামদুলিল্লাহ, উন্মুক্ত হাজরে আসওয়াদ۔

04/08/2022

আলহামদুলিল্লাহ।
এখন থেকে হাজরে আসওয়াদ ও পবিত্র কাবাকে স্পর্শ ও চুমু দেওয়ার আর কোন বাধা রইল না। তুলে নেয়া হয়েছে দীর্ঘ আড়াই বছর পর পবিত্র কাবার সম্মুখের ব্যারিকেড।

31/07/2022

উমরাহ
করতে বয়স ৬৫ এর উর্ধে হলেও কোন বাধা নেই।
ভিসার মেয়াদ ৩ মাস।

30/07/2022

শুভ
নববর্ষ
১৪৪৪ হিজরি

29/07/2022

চালু হয়ে গেলো বাংলাদেশীদের জন্য ৯০ দিনের উমরাহ ভিসা

পাকিস্তান এবং ইন্দোনেশিয়াকে উমরাহ ভিসা দেয়ার মাদ্ধমে এবছর উমরাহ ভিসা চালু করলো সৌদি সরকার। ভিসার মেয়াদ ৯০ দিন, দেখা যাক ...
29/07/2022

পাকিস্তান এবং ইন্দোনেশিয়াকে উমরাহ ভিসা দেয়ার মাদ্ধমে এবছর উমরাহ ভিসা চালু করলো সৌদি সরকার। ভিসার মেয়াদ ৯০ দিন, দেখা যাক বাংলাদেশের জন্য কি অপেক্ষা করছে।

বাংলাদেশিরাও ওমরাহ ভিসায় পুরো সৌদি আরব ভ্রমণ করতে পারবেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ...
11/06/2022

বাংলাদেশিরাও ওমরাহ ভিসায় পুরো সৌদি আরব ভ্রমণ করতে পারবেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। বুধবার (৮ জুন) রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রদূত জানিয়েছেন, অনলাইনে আবেদনের একদিনের মধ্যে ভিসা পাওয়া যাবে। ভিসার মেয়াদ হবে তিন মাস।

উমরাহ পালন সংক্রান্ত জরুরী ঘোষণা-১ মুহাররাম ১৪৪৩ হিজরী মোতাবেক ১০ অগাষ্ট ২০২১ ঈসায়ী থেকে পুনরায় বহির্বিশ্বের উমরাহ চালু ...
26/07/2021

উমরাহ পালন সংক্রান্ত জরুরী ঘোষণা-

১ মুহাররাম ১৪৪৩ হিজরী মোতাবেক ১০ অগাষ্ট ২০২১ ঈসায়ী থেকে পুনরায় বহির্বিশ্বের উমরাহ চালু হতে যাচ্ছে ইনশাআল্লাহ্।

🕋 উমরাহ খোলার বিষয়ে বিস্তারিতঃ

করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন উমরাহ এর কার্যক্রম বন্ধ থাকার পর আগামী ১ লা মুহাররাম ১৪৪৩ হিজরী মোতাবেক ১০ অগাষ্ট ২০২১ ঈসায়ী থেকে কতিপয় শর্তে পুনরায় আন্তর্জাতিক উমরাহ খোলার ঘোষণা দিয়েছে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়।

শর্ত সমূহঃ

🔴 নয়টি দেশ ব্যতীত বাকি সকল দেশ থেকে সরাসরি উমরাহ এর ফ্লাইট পরিচালনা করতে পারবে।

এক্ষেত্রে শর্ত হলোঃ
কোভিড ১৯ প্রতিরোধী টিকা পুর্ণ ডোজ গ্রহণ করতে হবে।

গ্রহণযোগ্য টিকা সমূহ হলোঃ
ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা অথবা জনসন এন্ড জনসন।

🔴 (চীনের আবিষ্কৃত টিকা পুর্ণ ডোজ গ্রহণের পর যদি বোস্টার ডোজ হিসেবে উপরোক্ত টিকাগুলোর কোনো একটি নিয়ে থাকেন তাহলে তা গ্রহণযোগ্য হবে অন্যথায় নয়।)

💔 উমরাহ যাত্রীর বয়স ১৮ বছরের উপরে হতে হবে,
১৮ এর নিচে গ্রহণযোগ্য নয়।

🔴 নিষিদ্ধ নয়টি দেশ হলোঃ
ইন্ডিয়া,
পাকিস্তান,
ইন্দোনেশিয়া,
মিশর,
তুর্কি,
আর্জেন্টিনা,
ব্রাজিল,
দক্ষিণ আফ্রিকা এবং
লেবানন।
👉উল্লেখিত দেশগুলো থেকে উমরায় আসতে হলে তৃতীয় কোনো দেশে গিয়ে ১৪ দিন কোয়ারেন্টাইন সম্পন্ন করে তারপর আসতে হবে। এক্ষেত্রেও ভ্যাক্সিনের শর্ত ও বহাল থাকবে।

🌺আল্লাহ্ সবকিছু দ্রুত স্বাভাবিক করে দিন, উমরাহ এর কার্যক্রম সহজ করে দিন এবং কবুল করে নিন. আমীন।

আমরা আছি আপনার পাশে...

(Collected )

Address

Rupayan Taz Building, 6th Floor, Culvart Road, Noyapaltan
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when জান্নাতুল বাকী- ওমরাহ হজ সার্ভিস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category

Nearby travel agencies