26/07/2021
উমরাহ পালন সংক্রান্ত জরুরী ঘোষণা-
১ মুহাররাম ১৪৪৩ হিজরী মোতাবেক ১০ অগাষ্ট ২০২১ ঈসায়ী থেকে পুনরায় বহির্বিশ্বের উমরাহ চালু হতে যাচ্ছে ইনশাআল্লাহ্।
🕋 উমরাহ খোলার বিষয়ে বিস্তারিতঃ
করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন উমরাহ এর কার্যক্রম বন্ধ থাকার পর আগামী ১ লা মুহাররাম ১৪৪৩ হিজরী মোতাবেক ১০ অগাষ্ট ২০২১ ঈসায়ী থেকে কতিপয় শর্তে পুনরায় আন্তর্জাতিক উমরাহ খোলার ঘোষণা দিয়েছে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়।
শর্ত সমূহঃ
🔴 নয়টি দেশ ব্যতীত বাকি সকল দেশ থেকে সরাসরি উমরাহ এর ফ্লাইট পরিচালনা করতে পারবে।
এক্ষেত্রে শর্ত হলোঃ
কোভিড ১৯ প্রতিরোধী টিকা পুর্ণ ডোজ গ্রহণ করতে হবে।
গ্রহণযোগ্য টিকা সমূহ হলোঃ
ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা অথবা জনসন এন্ড জনসন।
🔴 (চীনের আবিষ্কৃত টিকা পুর্ণ ডোজ গ্রহণের পর যদি বোস্টার ডোজ হিসেবে উপরোক্ত টিকাগুলোর কোনো একটি নিয়ে থাকেন তাহলে তা গ্রহণযোগ্য হবে অন্যথায় নয়।)
💔 উমরাহ যাত্রীর বয়স ১৮ বছরের উপরে হতে হবে,
১৮ এর নিচে গ্রহণযোগ্য নয়।
🔴 নিষিদ্ধ নয়টি দেশ হলোঃ
ইন্ডিয়া,
পাকিস্তান,
ইন্দোনেশিয়া,
মিশর,
তুর্কি,
আর্জেন্টিনা,
ব্রাজিল,
দক্ষিণ আফ্রিকা এবং
লেবানন।
👉উল্লেখিত দেশগুলো থেকে উমরায় আসতে হলে তৃতীয় কোনো দেশে গিয়ে ১৪ দিন কোয়ারেন্টাইন সম্পন্ন করে তারপর আসতে হবে। এক্ষেত্রেও ভ্যাক্সিনের শর্ত ও বহাল থাকবে।
🌺আল্লাহ্ সবকিছু দ্রুত স্বাভাবিক করে দিন, উমরাহ এর কার্যক্রম সহজ করে দিন এবং কবুল করে নিন. আমীন।
আমরা আছি আপনার পাশে...
(Collected )