Al-Reza Global Consultant

Al-Reza Global Consultant Immigration, Student, Medical, Tourist, Business, double entry etc. visa file processing service
(17)

World wide education, immigration, business, tourist & medical visa documents processing and counceling services.

Air ticket ✈ Alreza Travels & Tourশহীদপার্ক মসজিদ কমপ্লেক্স এর ৩য় তলায়, টউনহল, মোহাম্মদপুর, ঢাকা ১২০৭।☎ 01972-693772
11/06/2024

Air ticket ✈ Alreza Travels & Tour
শহীদপার্ক মসজিদ কমপ্লেক্স এর ৩য় তলায়, টউনহল, মোহাম্মদপুর, ঢাকা ১২০৭।
☎ 01972-693772

Stay with Alreza Travels & Tour ✈✈✈✈✈◾ Air ticket ✈ available ✈শহীদপার্ক মসজিদ কমপ্লেক্স এর ৩য় তলায়, টউনহল, মোহাম্মদপুর,...
11/06/2024

Stay with Alreza Travels & Tour ✈✈✈✈✈
◾ Air ticket ✈ available ✈
শহীদপার্ক মসজিদ কমপ্লেক্স এর ৩য় তলায়, টউনহল, মোহাম্মদপুর, ঢাকা ১২০৭।
☎ 01972-693772

◆ অনলাইনে প্রথমবার জমির খাজনা দিতে কি কি ডকুমেন্টস লাগে?☆☆খাজনা দেয়ার জন‍্য নিম্নলিখিত পেপার এর প্রয়োজন হবেঃভূমি তথ্য ও ...
06/06/2024

◆ অনলাইনে প্রথমবার জমির খাজনা দিতে কি কি ডকুমেন্টস লাগে?
☆☆খাজনা দেয়ার জন‍্য নিম্নলিখিত পেপার এর প্রয়োজন হবেঃ
ভূমি তথ্য ও সেবা কেন্দ্র।
1. সর্বশেষ রেকর্ড/খারিজ খতিয়ানের কপি
2. পূর্ববর্তী দাখিলার কপি
3. জাতীয় পরিচয়পত্র
4. একটি স্মার্টফোন/কম্পিটার ও ইন্টারনেট কানেকশন।
5. মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড
6. জমির অবস্থান অনুযায়ী-বিভাগ,জেলা, উপজেলা, মৌজার তথ্য, খতিয়ান নং ও হোল্ডিং নং।
N.B: বকেয়ার সাল চার এর অধিক হলে এবং পূর্ববর্তী খাজনার রশিদ আপনার নিকট থাকলে (যা অনলাইন নয়) প্রথম বার ইউনিয়ন ভূমি অফিস থেকে খাজনা দিন।

◆ অনলাইনে খাজনা দেয়ার ধাপ সমূহঃ
☆ ধাপ ১- ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রবেশ করুন ( ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট https://ldtax.gov.bd )
☆ ধাপ ২- নাগরিক নিবন্ধন করুন ( মোবাইল নং, জন্ম তারিখ, আইডি নং দেয়ার পর ওটিপি নং পাবেন)
☆ ধাপ ৩- প্রোফাইল সেটিং করুন ( প্রফাইলের তথ‍্যগুলি পুরন করুন)
☆ ধাপ-৪ জমির খতিয়ান যুক্ত করুন
☆ ধাপ-৫ হোল্ডিং ও ভূমি উন্নয়ন করের তথ্য পূরণ করুন
☆ ধাপ-৬ পেমেন্ট অপশন সিলেক্ট করুন
☆ ধাপ-৭ ই-পেমেন্ট করুন
☆ ধাপ-৮ খাজনা রশিদ ডাউনলোড করুন

◆ খতিয়ানে নাম থাকা যে কোন একজন খাজনা দিতে পারবেন।
◆ ওয়ারিশান হলে ওয়ারিশ সনদ সংযুক্ত করে খাজনা দেয়া যাবে।
◆ যাদের আইডি কার্ড নেই তারা প্রতিনিধির মাধ‍্যমে খাজনা দিতে পারবেন।
◆ খতিয়ানে থাকা সব জমির খাজনা দিতে হবে। আংশিক খাজনা দেয়ার নিয়ম নেই।

👉গুরুত্বপূর্ণ এই পোস্টটি শেয়ার করে রেখে দিন যাদের জানা নেই উপকারে আসবে।।

ভূমি উন্নয়ন কর (খাজনা) দিন ঘরে বসে হাতে থাকা ফোন দিয়ে।

✅ ইউরোপ যাওয়া আহামরি কোনো বিষয় না!▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪আপনার যদি উদ্দেশ্য হয় ইউরোপ তাহলে এই পোস্ট আপনার জন্য।ইউরোপের ভিসার জন্য...
05/06/2024

✅ ইউরোপ যাওয়া আহামরি কোনো বিষয় না!
▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪
আপনার যদি উদ্দেশ্য হয় ইউরোপ তাহলে এই পোস্ট আপনার জন্য।

ইউরোপের ভিসার জন্য আপনাকে কি কি করতে হবে তা বলে দিচ্ছি
১/ নিজেকে মানষিক ভাবে প্রস্তুত করতে হবে
২/ কে কি বলছে বা বলবে তা পরিহার করতে হবে।

নিম্নে আবেদনের প্রক্রিয়ার একটা সেম্পল দেওয়া হইলো

সেনজেন টুরিস্ট ভিসা আবেদন প্রক্রিয়াঃ

সেনজেন টুরিস্ট ভিসা আবেদন করতে প্রয়োজনীয় ডকুমেন্টস,

সেনজেন টুরিস্ট ভিসা পেতে যে সকল ডকুমেন্ট প্রয়োজন হয়, তার সম্পূর্ণ তালিকা ও বিস্তারিত তথ্য নিচে দেয়া হলো। এই নির্দেশিকাটি আপনাকে সহজে এবং সঠিকভাবে ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে সহায়তা করবে।

প্রয়োজনীয় ডকুমেন্টসের তালিকা:

১. পাসপোর্ট
- মেয়াদ: আবেদন করার সময় পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ৬ মাস থাকতে হবে।
- খালি পাতা: পাসপোর্টে কমপক্ষে দুটি খালি পাতা থাকতে হবে।
- পূর্বের ভিসা কপি: পূর্বের শেঞ্জেন বা অন্য দেশের ভিসা থাকলে তার কপি সংযুক্ত করতে হবে।

২.সেনজেন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম
- ডাউনলোড: পর্তুগিজ MFA ওয়েবসাইট থেকে ফর্মটি ডাউনলোড করতে হবে। অথবা যে দেশের জন্য জমা দিবেন ঐদেশের ওয়েবসাইটে পাবেন।
- পূরণ ও সাইন: ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে এবং স্বাক্ষর করতে হবে। যদি আবেদনকারীর বয়স ১৮ বছরের কম হয়, তবে গার্ডিয়ানের সাইন প্রয়োজন।

৩. ছবি
- সাইজ: ভালো কোয়ালিটির ছবি, ৩৫x৪৫ মিমি সাইজ।
- ব্যাকগ্রাউন্ড: সাদা ব্যাকগ্রাউন্ডে তোলা।

৪. ট্রাভেল হেলথ ইন্সুরেন্স
- কভারেজ: কমপক্ষে ৩০,০০০ ইউরো সমপরিমাণ মেডিকেল এবং ইমারজেন্সি সিচুয়েশন কাভার করবে।
- ভ্যালিডিটি: শেঞ্জেনভুক্ত সব দেশে কাভার হবে এবং ভ্রমণের জন্য নির্ধারিত সময়ের চেয়েও বেশি সময়ের জন্য ভ্যালিড থাকবে।

৫. পেমেন্ট
- ফি: আশি ইউরো (প্রায় ১০,৪০০ টাকা)।
- পেমেন্ট মেথড: ভিসা আবেদন কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী পেমেন্ট করতে হবে।

৬. রিটার্ন এয়ার টিকেট
- বুকিং প্রমাণ: রিটার্ন এয়ার টিকেটের কপি সংযুক্ত করতে হবে।

৭. সেনজেন টুরিস্ট ভিসা কাভার লেটার
- ব্যক্তিগত তথ্য: আবেদনকারীর ব্যক্তিগত তথ্য প্রদান করতে হবে।
- ভ্রমণের কারণ: সেনজেন ভ্রমণের কারণ উল্লেখ করতে হবে।
- ভ্রমণের সময়সূচি: কোন তারিখে ভ্রমণ করবেন এবং কত তারিখে ফিরে আসবেন তা উল্লেখ করতে হবে।
- অন্য দেশ ভ্রমণ: পর্তুগাল ছাড়াও শেঞ্জেনের অন্য কোন দেশ ভ্রমণ করবেন কিনা তা উল্লেখ করতে হবে।
- পর্যটন পরিকল্পনা: কোন কোন দেশ ভ্রমণ করবেন তার তথ্য প্রদান করতে হবে।

৮. ব্যাংক স্টেটমেন্ট
- সাধারণত ৩-৬ মাসের: সাম্প্রতিক ৩-৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট প্রদান করতে হবে।

৯. হোটেল রিজার্ভেশন বা টুরিস্ট অ্যাপার্টমেন্ট বুকিং কপি
- বুকিং প্রমাণ: থাকার ব্যবস্থা প্রমাণ করার জন্য হোটেল বা অ্যাপার্টমেন্ট বুকিংয়ের কপি সংযুক্ত করতে হবে।

১০. প্রোফেশন সম্পর্কিত তথ্য
- পেশাগত প্রমাণ: আপনার বর্তমান পেশা সম্পর্কিত সকল তথ্য প্রদান করতে হবে। যেমনঃ চাকরির সার্টিফিকেট, ব্যবসা হলে ব্যবসার লাইসেন্স।

সবগুলো ডকুমেন্ট অবশ্যই ইংরেজিতে সাবমিট করতে হবে। যে ডকুমেন্টগুলো বাংলায় রয়েছে সেগুলো ট্রান্সলেট করে ইংরেজিতে করতে হবে।

সেনজেন ভিসার সুবিধা:

একটি মাত্র শেঞ্জেন ভিসা দিয়ে ইউরোপের ২৯টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করতে পারবেন। এটি আপনাকে ইউরোপীয় দেশগুলোতে অবাধে ঘুরতে এবং উপভোগ করতে সহায়তা করবে।

সেনজেন টুরিস্ট ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে এই ডকুমেন্টগুলি সঠিকভাবে প্রস্তুত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি ধাপ সতর্কতার সাথে অনুসরণ করুন এবং প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্ট সঠিকভাবে জমা দিন। এতে আপনার ভিসা আবেদন প্রক্রিয়া সহজ এবং সফল হবে।
©

◾বাংলাদে‌শি পর্যটকদের জন্য ভ্রমণ ফি কমাল ভুটান। দেশ‌টি ভ্রমণে এখন থেকে প্রতি‌দিন বাংলাদে‌শিদের ১৫ মা‌র্কিন ডলার ফি দিতে ...
03/06/2024

◾বাংলাদে‌শি পর্যটকদের জন্য ভ্রমণ ফি কমাল ভুটান। দেশ‌টি ভ্রমণে এখন থেকে প্রতি‌দিন বাংলাদে‌শিদের ১৫ মা‌র্কিন ডলার ফি দিতে হবে, যা আগে ২০০ ডলার ছিল। ভুটানের পর্যটন বিভাগের বরাত দিয়ে সোমবার (৩রা জুন) এ তথ্য জা‌নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বাংলাদে‌শি পর্যটকদের জন্য ভ্রমণ ফি কমাল ভুটান। দেশ‌টি ভ্রমণে এখন থেকে প্রতি‌দিন বাংলাদে‌শিদের ১৫ মা‌র্কিন ডলার...

Stay with Al-Reza Global Consultant
24/05/2024

Stay with Al-Reza Global Consultant

✅আর্জেন্ট মেডিকেল ভিসা ফাইল প্রসেসঃ      ***************** ইন্ডিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর। #মেডিকেল ভিসা প্রসেস ও সঠিক গ...
19/05/2024

✅আর্জেন্ট মেডিকেল ভিসা ফাইল প্রসেসঃ
***************** ইন্ডিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর।
#মেডিকেল ভিসা প্রসেস ও সঠিক গাইডলাইন পেতে আল-রেজা গ্লোবাল এর সাথেই থাকুন......
-REZA 📞 01972693772

🔘 ভিসা প্রসেস, ভিসা পরামর্শ, ডাঃ এপোয়েন্টমেন্ট, ভিসা ইনভাইটেশন লেটার, সঠিক হাসপাতাল ও বিশেষজ্ঞ ডাক্তার নির্বাচন, স্বল্প মূল্যে বিমান টিকেট, ইন্ডিয়ান অভ‍্যন্তরিন রেল ও বিমান টিকেট, হোটেল/বাসা/লজ বুকিং সহ অন‍্যান‍্য ফুল গাইড লাইন সাপোর্ট।

🔘CMC, SIMS, APOLLO, MIOT, Narayana Health, Fortice, Tata Memorial, Monipal, Shankar Nethralaya, and many more Hospitals in India as you choice...

☔We care especially for medical patient/attender........🖋
🔸 চেন্নাই,কেরালা
🔸 ভেলর, ব‍্যাঙ্গালুর
🔸 মুম্বাই, দিল্লি, হরিয়ানা
🔸 কলকাতা ও অন‍্যান‍্য।
===================================
For more details contact:- আল-রেজা।
✔AL-REZA GLOBAL, Office-4, 2nd Floor, Shahidpark Masjid Complex, Townhall, Mohammadpur, Dhaka-1207(Opposite of the 31No. Word Councelor Office)
☎01972693772, 01712-693772
☎01964685900
email : [email protected]
web: www.alrezaglobal.com

হঠাৎ করেই দাম বৃদ্ধি!
09/05/2024

হঠাৎ করেই দাম বৃদ্ধি!

আল-রেজা এন্ড এসোশিয়েটস -  ল' ফার্ম  ওআল-রেজা অনুবাদ কেন্দ্র। সরকার অনুমোদিত নির্ভরযোগ‍্য ভাষা অনুবাদ সংস্থা। অফিসঃশহীদপা...
09/05/2024

আল-রেজা এন্ড এসোশিয়েটস - ল' ফার্ম ও
আল-রেজা অনুবাদ কেন্দ্র।
সরকার অনুমোদিত নির্ভরযোগ‍্য ভাষা অনুবাদ সংস্থা। অফিসঃ
শহীদপার্ক মসজিদের ৩য় তলায়, টাউনহল, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।
প্রতিষ্ঠাতা ও পরিচালকঃ
অ‍্যাডভোকেট মোহাম্মদ আল-আমিন রেজা।
📞 01712693772, 01972-693772

08/05/2024

◾একলাফে ৭ টাকা বাড়িয়ে ডলারের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এতদিন ১১০ টাকায় থাকা ডলারের অফিসিয়াল দাম একদিনে ১১৭ টাকায় উন্নীত করেছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার (৮ মে) একটি সার্কুলার জা‌রি করে এ দাম ঘোষণা করেছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি

আল-রেজা অনুবাদ কেন্দ্র। টাউনহল শহীদপার্ক মসজিদের ৩য় তলায়।
06/05/2024

আল-রেজা অনুবাদ কেন্দ্র। টাউনহল শহীদপার্ক মসজিদের ৩য় তলায়।

  MIOT International @ Alreza Global Consultant.🔹 It was really a pleasure meeting with you (Mr. Ibrahim Khalil - Assist...
22/04/2024


MIOT International @ Alreza Global Consultant.
🔹 It was really a pleasure meeting with you (Mr. Ibrahim Khalil - Assistant Manager International Patient Bangladesh Section, MIOT International, Chennai) Thanks and gratitude for giving me the opportunity to work as an Associate Partner. I'm happy for more than two years with you.
🔹 Many many thanks & heartiest felicitation to Mr. Thoufeeq Ahmed - General Manager MIOT International.
✨✨✨✨✨✨✨
# Stay happy, Stay blessed with Alreza Global
Consultant.

✅ভারতে উন্নত চিকিৎসা✈ আর্জেন্ট ভিসা প্রসেস✈☎ আল-রেজাঃ 01972693772, 01964685900=====================================🔹আমরা...
05/04/2024

✅ভারতে উন্নত চিকিৎসা✈ আর্জেন্ট ভিসা প্রসেস✈
☎ আল-রেজাঃ 01972693772, 01964685900
=====================================
🔹আমরা আপনাকে দিচ্ছি ২৪ ঘন্টার মধ্যে ভারতের শীর্ষ হাসপাতালের বিশেষজ্ঞের পরামর্শ সহায়তা এবং চিকিৎসা সম্ভ‍াব‍্য খরচের হিসাব, ডাক্তার এ‍্যপোয়েন্টমেন্ট সহ ভিসা লেটার, দ্রুত সময়ে ভিসা ফাইল প্রসেস।
🔹যে সেবাসমূহ ও সহায়তা আপনি নিতে পারেন-
✅সাধারণ চেক-আপ
✅সব ধরনের টেস্ট
✅হাসপাতালে ভর্তি
✅ডাক্তার অ্যাপোয়েন্টমেন্ট
🔹হাসপাতাল নির্বাচনে সহায়তা - যেমন:
✅ সি এম সি হাসপাতাল (ভেলর)
✅ সিমস হাসপাতাল (চেন্নাই)
✅ মনিপাল হাসপাতাল
✅ মাইয়ট হাসপাতাল (চেন্নাই)
✅ অ্যাপোলো হাসপাতাল (চেন্নাই -দিল্লী)
✅ কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতাল
✅ নারায়নি হাসপাতাল
✅ টাটা মেমোরিয়াল হাসপাতাল ইত‍্যাদি।
🔹ডিপার্টমেন্টঃ
✅ কার্ডিওলজি
✅ অর্থোপেডিকস
✅ গ্যাস্ট্রোএন্টারোলজি
✅ অঙ্গ প্রতিস্থাপন
✅ নিউরো সার্জারি
✅ নেফ্রোলজি
✅ ক্যান্সার ইত্যাদি।
ভারতে চিকিৎসা করার সিদ্ধান্ত নেওয়ার পর,
আমরা প্রস্তুত আপনাকে নিম্নলিখিত সহায়তা দিতে-
✅ হাসপাতালের ডাক্তার অ্যাপোয়েন্টমেন্ট ও ভিসা ফাইল প্রসেস।
✅ ভ্রমণ গাইডলাইন ও ভিসা সহায়তা
✅ বিমানবন্দর থেকে পিক-আপ, ড্রপ-আপ, দোভাষী ও গাইড।
✅ ভাল মানের হোটেল/বাসা বুকিং সুবিধা।
✅ স্বল্পমূল্যে বিমান ও রেল টিকিট ইত্যাদি।
যার যেটুকু প্রয়োজন ।
◾আমাদের টিম সবসময় প্রস্তুত রোগীদের সেবায়....
☺Your smiling face is our happiness...🖋
@ AL-REZA🍂🍂
🔹হোয়াটসঅ্যাপ অথবা ফোন করতে :
☎আল-রেজা +8801712693772, 01972693772 শহীদপার্ক মসজিদের ৩য় তলায় আল-রেজা অফিস নং-৪, টাউনহল, মোহাম্মদপুর, ঢাকা -১২০৭।

Process your visa file with ALREZA
04/04/2024

Process your visa file with ALREZA

◾বাংলাদেশী পাসপোর্ট দিয়ে কোনও ভিসা ছাড়াই যেতে পারবেন যে দেশগুলিতে (NO VISA REQUIRED or NVR Countries with Bangladeshi Pa...
30/03/2024

◾বাংলাদেশী পাসপোর্ট দিয়ে কোনও ভিসা ছাড়াই যেতে পারবেন যে দেশগুলিতে (NO VISA REQUIRED or NVR Countries with Bangladeshi Passport)

ভিসা ছাড়াও যে বিশ্বের অনেকগুলো দেশে যাওয়া যায়, তা হয়তো অনেকেই জানেন। তবে বাংলাদেশী পাসপোর্ট থাকলেই আপনি কোনো ধরনের ভিসার ছাড়াই ভ্রমণের সুযোগ পাবেন ২০টি চমৎকার দেশে আর এটি অবশ্যই যেকোনো ট্রাভেলারের জন্য দারুণ সুখবর। তবে ভিসা ছাড়াই তালিকায় থাকা ৪২টি দেশের যেকোনো একটিতে যেতে হলে আপনাকে শুধুমাত্র কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে, যেমনঃ

আপনার পাসপোর্টটি অবশ্যই বৈধ হতে হবে। সাধারণত, বেশিরভাগ দেশের ক্ষেত্রেই বাংলাদেশী পাসপোর্টটি ডেস্টিনেশন থেকে এক্সিটের তারিখ , অর্থাৎ দেশটি ছেড়ে আসার তারিখের পর থেকে ৬ মাসের জন্য বৈধ হতে হয় এবং
ট্রাভেল করার আগে যে দেশে যাচ্ছেন সেটির জন্য সঠিক স্বাস্থ্য বীমা (Health Insurance) কিনে রাখা জরুরি। আপনি কোথায় যাচ্ছেন তার উপর নির্ভর করে বীমার ধরন এবং মূল্য ভিন্ন হতে পারে।
সব রিকোয়ারমেন্ট জেনে নেওয়ার পর বাংলাদেশি পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়া যে ৪২টি দেশে খুব সহজেই যেতে পারেন


এশিয়া - ৬টি দেশ - ভুটান, কম্বোডিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, পূর্ব তিমুর।
দক্ষিণ আমেরিকা - ১টি দেশ - বলিভিয়া।
উত্তর আমেরিকা (ক্যারাবিয়ান অঞ্চল) - ১১ টি দেশ - বাহামাস, বার্বাডোস, ব্রিটিশ ভার্জিন দ্বীপসমূহ, ডোমিনিকা, গ্রেনাডা, হাইতি, জামাইকা, মন্টসেরাট, সেন্ট কিটস এবং নেভিস, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস, ট্রিনিডাড ও টোব্যাগো।
ওশিয়ানিয়া - ৮টি দেশ - কুক দ্বীপপুঞ্জ, ফিজি, কিরিবাস বা কিরিবাটি, মাইক্রোনেশিয়া, নিউয়ে, সামোয়া, ভানুয়াটু, টুভালু।
আফ্রিকা - ১৬টি দেশ - লেসোথো, গাম্বিয়া, বুরুন্ডি, কেপ ভার্দে, কমোরো দ্বীপপুঞ্জ, জিবুতি, গিনি-বিসাউ, লেসোথো, মাদাগাস্কার, মৌরিতানিয়া, মোজাম্বিক, রুয়ান্ডা, সেশেল, সিয়েরা লিওন, সোমালিয়া, টোগো।
তথ্যসূত্র: visaguide.world

--------------------------

বাংলাদেশি পাসপোর্ট থাকলে ভিসা অন-অ্যারাইভাল (Visa on Arrival বা VoA) নিয়ে ঘুরে আসতে পারবেন যেসব দেশে


আগে থেকে কোনও প্রকার ভিসা আবেদন ছাড়াই বাংলাদেশী পাসপোর্ট দিয়ে উপভোগ করতে পারবেন অসাধারণ কিছু স্পট- এটা হয়তো অনেক ভ্রমণপ্রেমীরই শুধু কল্পনায় ছিল। ব্যাপারটা এখন পুরোপুরি সত্যি আর তা হয়তো অনেকে জেনেও থাকবেন। কিন্তু বাংলাদেশিদের জন্য অন এরাইভাল ভিসা ঠিক কোন কোন দেশে আছে তা নিয়ে বিভ্রান্তি থাকতে পারে। আজকে একনজরেই দেখে নিতে পারবেন সেই দেশগুলোর তালিকা আর চট করে প্ল্যান করে ফেলতে পারবেন আপনার পরবর্তি ট্রিপ।

বাংলাদেশী পাসপোর্ট থাকলে ভিসা অন-অ্যারাইভাল (VoA) পাবেন যেসব দেশে


এশিয়া - মালদ্বীপ, ভুটান, নেপাল, টিমর-লেস্টে, শ্রীলঙ্কা
আফ্রিকা - কাবো ভার্দে, মৌরিতানিয়া, বুরুন্ডি, কমোরোস, গিনি-বিসাউ, মাদাগাস্কার, রুয়ান্ডা, সিশেলস, সিয়েরা লিওন, সোমালিয়া
দক্ষিণ আমেরিকা - বলিভিয়া
ওশিয়ানিয়া - টুভালু
তথ্যসূত্র: visaguide.world
------------------------------
ভিসা অন-অ্যারাইভাল এমন এক ধরনের ভিসা যেটির মাধ্যমে ডেস্টিনেশনে পৌঁছানোর আগে আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে না । অর্থাৎ, আপনাকে আগে থেকে কোনো ডকুমেন্ট সংগ্রহ করার দরকার নেই। আপনি যেই দেশে যাচ্ছেন সেখানে পৌঁছে একটি অনুমোদিত পয়েন্টে প্রয়োজনীয় ফি দিয়েই আপনি আপনার ভিসাটি কালেক্ট করে নিতে পারবেন। এই সম্পূর্ণ প্রসেসটি দেশভেদে কিছুটা পরিবর্তিত হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই আপনি আপনার আবেদন জমা দেওয়ার ১০ মিনিটের মধ্যে আপনার ভিসা হাতে পেয়ে যাবেন। ভিসা অন-অ্যারাইভাল সাধারণত ট্যুরিস্টরাই ব্যবহার করে থাকেন এবং এর মেয়াদ থাকে ১৪ থেকে ৩০ দিন পর্যন্ত। তবে ভিসা অন-অ্যারাইভালের যেকোনো শর্ত উক্ত দেশগুলোর সিধান্ত অনুযায়ী চেঞ্জ হতে পারে।

বাংলাদেশী পাসপোর্ট দিয়ে ভিসা অন-অ্যারাইভালের জন্য আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন?


একটি বৈধ পাসপোর্ট
রিসেন্ট ছবি (সাধারণত ৩ মাসের বেশি পুরানো নয়)। ছবির সাইজ নির্ভর করবে যেই দেশে যাচ্ছেন সেখানকার রিকোয়ারমেন্ট অনুযায়ী
ভিসা আবেদনপত্র (Visa Application Form)
প্রয়োজনীয় ফি দিতে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড কিংবা ক্যাশ
ফ্লাইট টিকিট এবং হোটেল রিজার্ভেশনের কপি
ভ্রমণসূচী (Travel Itinerary) ইত্যাদি।
বাংলাদেশী পাসপোর্ট দিয়ে ই-ভিসায় ঘুরে আসতে পারবেন যে দেশগুলো থেকে

বর্তমান সময়ে প্রায় সব ট্রাভেলারদের মধ্যেই ই-ভিসা বেশ পরিচিত। ই-ভিসা মূলত সাধারণ ভিসার একটি ইলেক্ট্রনিক ভার্সন । এটি একটি নিয়মিত ভিসার মতোই কাজ করে তবে নিয়মিত ভিসার তুলনায় কিছু এটির সুযোগ-সুবিধা কিছুটা বেশি, কেননা ই-ভিসার আবেদনের জন্য আপনাকে এম্বাসির লম্বা লাইনে মোটেই দাঁড়িয়ে থাকতে হবে না। যেই দেশে যেতে চান, সেখানের এম্বাসির পোর্টালে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করলেই আপনার কাজ শেষ। অর্থাৎ, আপনাকে আর এম্বাসিতে সশরীরে উপস্থিত থাকতে হবে না বা ডকুমেন্টের কোনো হার্ড কপিও জমা দিতে হবে না। তাই বুঝতেই পারছেন, ই-ভিসা প্রক্রিয়াটি কতটা ঝামেলামুক্ত, সহজ এবং সময় সাশ্রয়ী!

বাংলাদেশী পাসপোর্টে ই-ভিসা অনুমোদনকারী দেশের তালিকা


এশিয়া: বাহরাইন, কাজাখস্তান, কিরগিজস্তান, মালয়েশিয়া, মায়ানমার, কাতার, তাজিকিস্তান, ভিয়েতনাম
ইউরোপ: আলবেনিয়া
আফ্রিকা: বেনিন, বটসোয়ানা, বুর্কিনা ফাসো, ক্যামেরুন, কঙ্গো জাতীয় প্রজাতন্ত্র, আইভরি কোস্ট (কোট ডিভোয়ার), জিবুটি, ইকুয়েটোরিয়াল গিনি, ইথিওপিয়া, গাবন, গিনি, কেনিয়া, মালাউই, মোজাম্বিক, নাইজেরিয়া, সাও টোমে এবং প্রিন্সিপে, দক্ষিণ সুদান, টোগো, উগান্ডা, জাম্বিয়া, জিম্বাবুয়ে
উত্তর আমেরিকা (ক্যারাইবিয়ান অঞ্চল): অ্যান্টিগুয়া এবং বারবুডা
দক্ষিণ আমেরিকা: সুরিনাম
তথ্যসূত্র: visaguide.world

-----------------------------
বাংলাদেশী পাসপোর্ট থাকলেও যেসব দেশ ভ্রমণ করতে আপনাকে ট্যুরিস্ট ভিসা নিতে হবে


নো-ভিসা, ই-ভিসা এবং ভিসা অন-অ্যারাইভাল নিয়ে সব প্রয়োজনীয় তথ্য জানার পর এবার পালা ভিসাসহ ট্রাভেল নিয়ে জানার। আপনার যদি একটি বৈধ বাংলাদেশী পাসপোর্ট এবং একটি ভিসা থাকে, তাহলে আপনি ঘুরে দেখতে পারেন পৃথিবীর অনন্য ১৬১টি দেশ! প্রকৃতির ভিন্ন ভিন্ন রূপ, চোখ ধাঁধানো আর্কিটেকচারসহ বিভিন্ন জনপ্রিয় স্পটের ছবিগুলো মডার্ন ডিভাইসটিতে ক্যাপচার করতে বেশ ভালোই লাগবে! চলুন তবে জেনে নেওয়া যাক এই নিয়ে সব গুরুত্বপূর্ণ তথ্য।

বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসা আবেদনের জন্য কিছু বেসিক ডকুমেন্ট


ভিসা আবেদনপত্র (Visa Application Form)
একটি বৈধ পাসপোর্ট (অন্তত ছয় মাসের বৈধতা) যেখানে পরিদর্শনকারী দেশটির জন্য প্রয়োজনীয় কয়েকটি ফাঁকা পৃষ্ঠা রয়েছে।
পুরানো পাসপোর্ট (যদি থাকে)
রিসেন্ট ছবি (সাধারণত ৩ মাসের বেশি পুরানো নয়)। ছবির সাইজ নির্ভর করবে যেই দেশে যাচ্ছেন সেখানকার রিকোয়ারমেন্ট অনুযায়ী
ফ্লাইট টিকিট এবং হোটেল রিজার্ভেশনের কপি
ভ্রমণসূচী (Travel Itinerary) ইত্যাদি
আর্থিক স্বচ্ছলতার প্রমাণ (সাধারণত লাস্ট ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট)
ম্যারেজ সার্টিফিকেট।
Thanks@
©

✅ভারতে উন্নত চিকিৎসা✈ আর্জেন্ট ভিসা প্রসেস✈☎ আল-রেজাঃ 01972693772, 01964685900=====================================🔹আমরা...
28/03/2024

✅ভারতে উন্নত চিকিৎসা✈ আর্জেন্ট ভিসা প্রসেস✈
☎ আল-রেজাঃ 01972693772, 01964685900
=====================================
🔹আমরা আপনাকে দিচ্ছি ২৪ ঘন্টার মধ্যে ভারতের শীর্ষ হাসপাতালের বিশেষজ্ঞের পরামর্শ সহায়তা এবং চিকিৎসা সম্ভ‍াব‍্য খরচের হিসাব, ডাক্তার এ‍্যপোয়েন্টমেন্ট সহ ভিসা লেটার, দ্রুত সময়ে ভিসা ফাইল প্রসেস।
🔹যে সেবাসমূহ ও সহায়তা আপনি নিতে পারেন-
✅সাধারণ চেক-আপ
✅সব ধরনের টেস্ট
✅হাসপাতালে ভর্তি
✅ডাক্তার অ্যাপোয়েন্টমেন্ট
🔹হাসপাতাল নির্বাচনে সহায়তা - যেমন:
✅ সি এম সি হাসপাতাল (ভেলর)
✅ সিমস হাসপাতাল (চেন্নাই)
✅ মনিপাল হাসপাতাল
✅ মাইয়ট হাসপাতাল (চেন্নাই)
✅ অ্যাপোলো হাসপাতাল (চেন্নাই -দিল্লী)
✅ কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতাল
✅ নারায়নি হাসপাতাল
✅ টাটা মেমোরিয়াল হাসপাতাল ইত‍্যাদি।
🔹ডিপার্টমেন্টঃ
✅ কার্ডিওলজি
✅ অর্থোপেডিকস
✅ গ্যাস্ট্রোএন্টারোলজি
✅ অঙ্গ প্রতিস্থাপন
✅ নিউরো সার্জারি
✅ নেফ্রোলজি
✅ ক্যান্সার ইত্যাদি।
ভারতে চিকিৎসা করার সিদ্ধান্ত নেওয়ার পর,
আমরা প্রস্তুত আপনাকে নিম্নলিখিত সহায়তা দিতে-
✅ হাসপাতালের ডাক্তার অ্যাপোয়েন্টমেন্ট ও ভিসা ফাইল প্রসেস।
✅ ভ্রমণ গাইডলাইন ও ভিসা সহায়তা
✅ বিমানবন্দর থেকে পিক-আপ, ড্রপ-আপ, দোভাষী ও গাইড।
✅ ভাল মানের হোটেল/বাসা বুকিং সুবিধা।
✅ স্বল্পমূল্যে বিমান ও রেল টিকিট ইত্যাদি।
যার যেটুকু প্রয়োজন ।
◾আমাদের টিম সবসময় প্রস্তুত রোগীদের সেবায়....
☺Your smiling face is our happiness...🖋
@ AL-REZA🍂🍂
🔹হোয়াটসঅ্যাপ অথবা ফোন করতে :
☎আল-রেজা +8801712693772, 01972693772 শহীদপার্ক মসজিদের ৩য় তলায় আল-রেজা অফিস নং-৪, টাউনহল, মোহাম্মদপুর, ঢাকা -১২০৭।

মহাকাশে রেস্টুরেন্টে!!🙄
21/03/2024

মহাকাশে রেস্টুরেন্টে!!🙄

19/03/2024
13/03/2024
12/03/2024

"হে দয়াময় আল্লাহ"
আমাদেরকে ক্ষমা করে দিন এবং প্রকৃত রোজাদার হওয়ার তৌফিক নসীব করুন।। আমীন 🤲

✅আর্জেন্ট মেডিকেল ভিসা ও বিমানের টিকিট এখনই বুক করুন।✈ ডাক্তার এপোয়েন্টমেন্ট, সঠিক হাসপাতাল নির্বাচন, বাসা ও হোটেল বুকিং...
10/03/2024

✅আর্জেন্ট মেডিকেল ভিসা ও বিমানের টিকিট এখনই বুক করুন।✈ ডাক্তার এপোয়েন্টমেন্ট, সঠিক হাসপাতাল নির্বাচন, বাসা ও হোটেল বুকিং সহ এয়ারপোর্ট পিকআপ-ড্রপআপ সবকিছুই পাচ্ছেন খুব সহজেই। পাশে থাকুন, সাথে থাকুন @ আল-রেজা📞 01972693772, 01712693772, 01964685900

ই-পাসপোর্টে ‘স্পাউসেস নেম’ ঘরটি আর থাকছে না। এর বদলে সেখানে লেখা থাকবে ‘লিগ্যাল গার্ডিয়ান’। যা কেবল দত্তক সন্তানের ক্ষেত...
10/03/2024

ই-পাসপোর্টে ‘স্পাউসেস নেম’ ঘরটি আর থাকছে না। এর বদলে সেখানে লেখা থাকবে ‘লিগ্যাল গার্ডিয়ান’। যা কেবল দত্তক সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

তবে ‘লিগ্যাল গার্ডিয়ান নেম’ অন্তর্ভুক্তকরণের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে আইনত অভিভাবকের অনাপত্তি সনদ আর তার জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের কপি প্রমাণপত্র হিসেবে পাসপোর্টের আবেদনের সময় জমা দিতে হবে।

🔘 আল-রেজা অনুবাদ কেন্দ্র।নোটারী-অনুবাদ সহ সকল দেশের ভিসা ফাইল প্রসেসিং এর বিশ্বস্ত অনুবাদ কেন্দ্র ও 'ল' ফার্ম আল-রেজা।
03/03/2024

🔘 আল-রেজা অনুবাদ কেন্দ্র।
নোটারী-অনুবাদ সহ সকল দেশের ভিসা ফাইল প্রসেসিং এর বিশ্বস্ত অনুবাদ কেন্দ্র ও 'ল' ফার্ম আল-রেজা।

AL-REZA@টাউনহল, মোহাম্মদপুর, ঢাকা -১২০৭
18/02/2024

AL-REZA@টাউনহল, মোহাম্মদপুর, ঢাকা -১২০৭

18/02/2024

স্বাস্থ্যখাতে বছরে বছরে বরাদ্দ বাড়লেও, বাড়ছে না রোগীদের আস্থা। কোন কোন ক্ষেত্রে রোগনির্ণয় এবং চিকিৎসাপত্রে বড় ত....

আর্জেন্ট মেডিকেল ভিসা প্রসেস করুন।আল-রেজার সাথেই থাকুন।☎ 01712693772, 01972693772
07/02/2024

আর্জেন্ট মেডিকেল ভিসা প্রসেস করুন।
আল-রেজার সাথেই থাকুন।
☎ 01712693772, 01972693772

Address

Shahidpark Masjid Market, Townhall, Azam Road, Mohammadpur
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Al-Reza Global Consultant posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al-Reza Global Consultant:

Videos

Share

Category

Nearby travel agencies