![৮ জেলা জুড়ে ছড়িয়ে আছে আমাদের হাওরাঞ্চল তবে মেঘালয়ের পাহাড়ের দৃষ্টিনন্দন ভিউ এর কারণেই বোধহয় সীমান্ত সংলগ্ন সুনামগঞ্জের হ...](https://img5.travelagents10.com/932/644/794954029326446.jpg)
02/06/2024
৮ জেলা জুড়ে ছড়িয়ে আছে আমাদের হাওরাঞ্চল তবে মেঘালয়ের পাহাড়ের দৃষ্টিনন্দন ভিউ এর কারণেই বোধহয় সীমান্ত সংলগ্ন সুনামগঞ্জের হাওরগুলো সবচে বেশি মহিমাময়। হাওরের পানি এখন কম থাকলেও দেশের অন্যতম সুন্দর নদী জাদুকাটা, রক্তি, বাউলাই, পাতলাই, ধোপাজান আর সুরমা বিধৌত এই অঞ্চলে নদীপথে সারাদিন ঘুরলেও ক্লান্ত হবেন না একবিন্দু কারণ দুপাশের নদীমাতৃক জীবনযাপন, দিগন্তবিস্তৃত পাহাড়ছোঁয়া ধানক্ষেত আর জলাভূমি। হিজল করচের বনগুলো এখন আর জলে ডুবা নয়; পুরোপুরি দৃশ্যমান। হাওরে নতুন ধান উঠা নবান্ন এখন তাই হাওরাঞ্চল উপভোগের সময়!
সুনামগঞ্জ শহর থেকে নৌকা ভাসাবো সকাল নয়টায়, এর পরের দুইদিন ধরে বিছানায় শুয়ে বসে কাটাবেন, বই পড়বেন, খাবেন দাবেন যা ইচ্ছা তাই করে কাটিয়ে ফিরবেন দ্বিতীয় দিন রাত ৯টায়। সুরমা রক্তি যাদুকাটা অথবা সুরমা বাউলাই নদীপথের যেকোন একটিতে আমরা যাবো। পানি থাকলে দুই পথেই। থাকা খাওয়া সবই হবে হাউজবোটে। থাকছে কেবিন, লাউঞ্জ, জেনারেটর সোলারসহ প্রয়োজনীয় সব সুবিধা। আমাদের নৌকায় থাকছে সুপরিসর ইংলিশ কমোডসমেত ছেলে ও মেয়েদের জন্য আলাদা টয়লেট৷ তাই পরিবারের সবাইকে নিয়ে নিশ্চিন্তে আসতে পারেন।
খরচঃ
৭৫০০ টাকা (সিঙ্গেল) এক কেবিনে তিনজন শেয়ার করলে
এসি বাসে আসা যাওয়া সহ
এক কেবিনে দুইজন থাকতে চাইলে খরচ বাড়বে।
এই টাকায় পাবেনঃ
আসা যাওয়ার এসি পরিবহন (শিডিউল বিপর্যয় বা ট্রিপ অমিট হলে নন এসি)
হাউসবোটে রাত্রিযাপন
দুইটা ব্রেকফাষ্ট, দুইটা লাঞ্চ, একটা ডিনার, দুইটা স্ন্যাক্স, বেশ কয়েকবার চা
আমরা মূলত নদী ও হাওরের নানারকম মাছ খাওয়াবো। কমতি থাকবেনা আশা করি।
মাঝি-বাবুর্চি-গাইডের খরচ
পাবেন নাঃ
ব্যক্তিগত যেকোন খরচ
কোন এন্ট্রি ফি
অটো বা বাইকে করে সাইট সিয়িং করলে তার খরচ।
আসা যাওয়ার সময় হাইওয়ে ফুড ও শুক্রবার রাতে ডিনার।
বুকিংঃ ৩ তারিখের মধ্যেই ৫১০০ টাকা নগদ, বিকাশ, রকেট ব্যাংক মারফত পাঠিয়ে দিবেন। বাকী টাকা ট্যুর শুরুর আগে পরিশোধ করতে হবে।
বিস্তারিত জানতে ইভেন্ট পেজে পোষ্ট করুন কিংবা ম্যাসেজ দিন ইনবক্সে, কিংবা কল করুন 01819-384744
এই ট্যুরে কোন বহনযোগ্য স্পিকার বা মোবাইলে গান বাজানো নিষেধ৷ নিজেরা নিজেরা গান গাইবো, প্রকৃতির গান শুনবো। অন্যের বিরক্তির কারণ হবোনা
মাদক নিষিদ্ধ। ধূমপান চলতে পারে বাট সেটাও বোটের ছাদে বা সামনের খোলা জায়গায় অন্যের অসুবিধার কারণ না হয়ে। এ যুগে সবাই শিক্ষিত, এই বিষয়ে বিবেকবোধের পরিচয় আশা করছি৷
কোন ময়লা আবর্জনা পানিতে নিক্ষেপ করা যাবেনা৷ কোনভাবেই পরিবেশবিনাশী কর্মকান্ডে যুক্ত হওয়া যাবেনা।