Jahid Alom Rifat

Jahid Alom Rifat Never Give Up
I Make My Own Dream.

⮞ ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ০১. ৬ মাসের মেয়াদসহ পাসপোর্ট। একাধিক/পুরাতন পাসপোর্ট থাকলে সেটিও জমা ...
05/02/2024

⮞ ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ
০১. ৬ মাসের মেয়াদসহ পাসপোর্ট। একাধিক/পুরাতন পাসপোর্ট থাকলে সেটিও জমা দিতে হবে।
০২. ভিসাসহ (যদি থাকে) পাসপোর্টের প্রথম দুই পৃষ্ঠার ফটোকপি।
০৩. দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি সাইজের ল্যাব প্রিন্ট ছবি, ব্যাকগ্রাউন্ড সাদা।
০৪. ৬ মাসের ব্যাংক ষ্টেটমেন্ট। ব্যালেন্স কমপক্ষে ৩০,০০০/= টাকা। ব্যাংক হিসাব না থাকলে ১৫০ ডলার এন্ডোর্সমেন্ট ।
০৫. বর্তমান ঠিকানা নিশ্চিতকরণের জন্য ইলেক্ট্রিক/গ্যাস/পানি বিলের মূল ও ফটোকপি।
০৬. ন্যাশনাল আইডি কার্ড অথবা ১৮ বছরের কম হলে জন্ম নিবন্ধন সনদের ফটোকপি।
০৬. হালনাগাদ ট্রেড লাইসেন্সের ফটোকপি। লিমিটেড কোম্পানি হলে আর্টিকেল অব মেমোরেন্ডামের ফটোকপি।(ব্যবসায়ীদের ক্ষেত্রে)।
০৭. নো অবজেকশন সার্টিফিকেটের মূল কপি (চাকরিজীবীদের ক্ষেত্রে)।
০৮. ভিজিটিং কার্ড।
০৯. অফিস আইডি কার্ড (চাকরিজীবীদের ক্ষেত্রে)।
১০. স্টুডেন্ট আইডি কার্ড (ছাত্রদের ক্ষেত্রে)।
* আবদনের ছবি সংক্রান্তঃ:
১। ছবি সদ্য তোলা হতে হবে।
২। ছবিতে কাপড় দ্বারা কান ঢাকা বা মুখমন্ডলের বিশিরভাগ অংশ আবৃত থাকা যাবেনা।
৩। পূর্বের ভিসাতে প্রদানকৃত ছবি পূনরায় নতুন আবেদনের সাথে না দেয়াই শ্রেয়।
৪। ছবি ল্যাব প্রিন্ট হতে হবে এবং ছবি হতে পূনরায় ছবি তৈরী করলে তা অষ্পষ্ট হয়, এতে সমস্যা হতে পারে।
দেরি না করে এখনই যোগাযোগ করুন ।

একজন বাংলাদেশি একটা সাদা পাসপোর্টে যে সকল দেশ ভ্রমন করতে পারবে। ভারত,শ্রীলঙ্কা, মালদ্বীপ, দুবাই,সিঙ্গাপুর, মালেশিয়া, থাই...
27/01/2024

একজন বাংলাদেশি একটা সাদা পাসপোর্টে যে সকল দেশ ভ্রমন করতে পারবে। ভারত,শ্রীলঙ্কা, মালদ্বীপ, দুবাই,সিঙ্গাপুর, মালেশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন,ভিয়েতনাম, ককম্বোডিয়া ইত্যাদি৷
বি: দ্র : যেকোন ৩-৪ টি দেশ ভ্রমন করলে একজন বাংলাদেশি ইউরোপের যেকোন দেশে ভ্রমনের জন্য যেতে পারবে।

নন ইমিগ্র্যান্ট ভিসা কি?অভিবাসী ভিসা বিদেশী নাগরিকদের জারি করা হয় যারা মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করতে চায...
09/01/2024

নন ইমিগ্র্যান্ট ভিসা কি?
অভিবাসী ভিসা বিদেশী নাগরিকদের জারি করা হয় যারা মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করতে চায়। অ-অভিবাসী ভিসাগুলি অস্থায়ী ভিত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে ইচ্ছুক বিদেশী নাগরিকদের জন্য - পর্যটন, চিকিৎসা, ব্যবসা, অস্থায়ী কাজ, অধ্যয়ন বা অন্যান্য অনুরূপ কারণে।

Good Morning.  It's Cappuccino time. 🙂
06/01/2024

Good Morning. It's Cappuccino time. 🙂

04/01/2024

মেডিকেল ভিসাঃ

যারা চিকিৎসার জন্য বিদেশে যেয়ে থাকেন তাদের জন্য মেডিকেল ভিসার প্রয়োজন হয়ে থাকে। অর্থাৎ বিদেশে চিকিৎসার জন্য যেতে গেলে জাল ভিসার জন্য আবেদন করতে হয় সেটি হচ্ছে মেডিকেল ভিসা।
প্রয়োজনীয় কাগজপত্র হল-
6 মাসের বৈধতা এবং 2 ফাঁকা পৃষ্ঠাগুলির সাথে পাসপোর্ট।
সাম্প্রতিক পাসপোর্ট আকারের ফটোগ্রাফ
পাসপোর্টের ফটোকপি
ভিসা আবেদন ফর্ম প্রিন্ট আউট
আবাসিক ঠিকানা প্রুফ
দেশীয় দেশ থেকে একটি চিকিৎসা নথি চিকিৎসার জন্য একটি নির্দিষ্ট চিকিৎসা কেন্দ্র সুপারিশ।

24/12/2023

ভিসার ধরন?
শিক্ষার্থী ভিসা: এটি এমন একটি ভিসা যা শিক্ষার্থীদের শিক্ষার জন্য বিদেশে যেতে চায়।
কর্ম ভিসা: ওয়ার্ক পারমিট নামেও পরিচিত। এটি একটি ভিসা যারা বিদেশে কাজ করতে যান।
পর্যটন ভিসা: এটি একটি ভিসা যারা পর্যটন কারণে ভ্রমণ করতে চান।
ট্রানজিট ভিসা: এটি একটি স্বল্পমেয়াদী ভিসা যে ক্ষেত্রে ইস্যু করা হয় যেখানে একটি দেশে ভ্রমণ করার সময় অন্য দেশ থেকে ট্রানজিট বা স্থানান্তর প্রয়োজন হয়।
অফিসিয়াল ডিউটি ​​ভিসা: কূটনৈতিক মিশনের জন্য অন্য দেশে পাঠানো কর্মকর্তাদের একটি ভিসা।

23/12/2023

ভিসা এবং পাসপোর্টের মধ্যে পার্থক্য?
ভিসা হলো একটি অনুমতি পত্র যা একটি দেশ কোন বিদেশী নাগরিককে ঐ দেশে প্রবেশ ও অবস্থানের জন্য দিয়ে থাকে। ভিসা ছাড়া ভিন দেশে প্রবেশ ও অবস্থান অবৈধ অভিবাসন হিসাবে পরিগণিত। পাসপোর্ট একটি আইনী দলিল যা বিদেশে ভ্রমণ করতে হবে। পাসপোর্ট হলো আপনার পরিচয় পত্র যেটা অন্য দেশে গেলে আপনার পরিচয় বহন।

20/12/2023

এই শীতের ছুটিতে কে কোথায় ঘুরতে যাচ্ছো জানাও।
আমি কক্সবাজার যাচ্ছি৷

20/12/2023

শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই৷

No caption 🤫🤫🤫
11/12/2023

No caption 🤫🤫🤫

আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য, আপনারা খেয়েছেন তো বন্ধুরা?
11/12/2023

আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য, আপনারা খেয়েছেন তো বন্ধুরা?

11/12/2023

আসসালামু আলাইকুম বন্ধুরা , সবাই কেমন আছো? আমার নতুন পেজে সবাইকে স্বাগতম।

Address

12/2 Middle Begun Bari Tejgaon Industrial Area
Dhaka
1208

Telephone

+8801785854606

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jahid Alom Rifat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jahid Alom Rifat:

Share

Category

Nearby travel agencies



You may also like