10/01/2023
বরফের রাজ্যে সিকিম ভ্রমন 🌨️❄️ ☃️🌬️
ঢাকা - শিলিগুড়ি - গ্যাংটক - লাচুং - ইয়াম্থাং ভ্যালী!!
ইভেন্ট ফিঃ
ঢাকা - শিলিগুড়ি - সিকিম - ঢাকাঃ- ১৯,০০০/- (এসি বাস)
ঢাকা - শিলিগুড়ি - সিকিম - ঢাকাঃ- ১৭,০০০/- (নন এসি বাস)
শিলিগুড়ি - সিকিম - শিলিগুড়িঃ- ১৫,০০০/-
🍀 ভ্রমনের তারিখঃ ২২ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা ৭ টা থেকে ২৭ ফেব্রুয়ারি সোমবার ভোর ৬ টা।
#বুকিং_মানিঃ প্রথমে ৫১০০ টাকা দিয়ে বুকিং কনফার্ম করতে হবে। ট্যুরের ৭ দিন আগে বাকি টাকা পরিশোধ করতে হবে।
(ডেডলাইনঃ ২০ জানুয়ারি ২০২৩, বুকিং মানি অফেরতযোগ্য )
★ ট্যুরে আমরা যা যা দেখবোঃ
~~~~~~~~
~ গ্যাংটক শহর
~ অমিতাভ বচ্চন ওয়াটারফল
~ সেভেন সিস্টার ওয়াটারফল
~ বাটারফ্লাই ওয়াটারফল
~ নাগা ওয়াটারফল
~ ভিম ওয়াটারফল
~ লাচুং শহর
~ ইয়ামথাং ভ্যালী
~ জিরো পয়েন্ট, কাটাও ভ্যালী (পারমিশন পেলে জীপ খরচ জনপ্রতি আনুমানিক ৫০০/- যা ইভেন্ট ফি এর বাইরে)
*** সিকিমের প্রতিটা স্পটের ভ্রমনের নিশ্চয়তা ডিপেন্ড করে প্রাকৃতিক আনুকূল্য এবং রুট পার্মিশন পাওয়ার উপর। এ সংক্রান্ত জটিলতার দরুন যেকোন স্পট ভ্রনের সুযোগ না পাওয়া গেলে সবার সাথে আলোচনা সাপেক্ষে অলটারনেট ট্যুর প্ল্যান করা হবে।
#ভ্রমন_বিস্তারিতঃ
~~~~
রাত ০১: ঢাকা - চ্যাংড়াবান্ধা
সন্ধ্যা ৬ টার এসি বাসে ঢাকা থেকে চ্যাংড়াবান্ধা বর্ডারের উদ্দেশ্যে রওনা দিবো।
দিন ০১:
সকালে নেমে ফ্রেশ হয়ে, হোটেলে নাস্তা সেরে নিবো। ইমিগ্রেশন ও কাষ্টমস এর সকল ফর্মালিটিজ শেষ করে বাস শিলিগুড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। শিলিগুড়ি পৌছে রেস্টুরেন্টে লাঞ্চ করে গ্যাংটকের উদ্দেশ্যে যাত্রা শুরু। সন্ধ্যায় গ্যাংটক পৌঁছে হোটেলে চেকইন করে রেষ্ট নিবো। সময় পেলে কেউ চাইলে গ্যাংটক এর বিখ্যাত শপিং মল M.G Marg এ ঘুরে আসতে পারবেন।
খাবারঃ সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার।
দিন ০২: গ্যাংটক - লাচুং
সকাল ৯ টার মধ্যে আমরা লাচুং এর উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। যাত্রাপথে বাটারফ্লাই, সেভেন সিস্টার, নাগা ও অমিতাভ বচ্চন ফলস দেখে সন্ধ্যার মধ্যে লাচুং পৌছে যাবো। লাচুং হোটেলে চেকইন করে ফ্রেশ হয়ে নিবো। বিকেল/সন্ধা ফ্রি টাইম। নিজেদের মত আশেপাশে ঘুরে দেখবো।
খাবারঃ সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার।
দিন ০৩: ইয়ামথাং ভ্যালী
প্রায় ১৪০০০ ফিট উচ্চতার অপূর্ব সৌন্দর্য ইয়ামথাং ভ্যালীর উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। কথা দিচ্ছি ইয়ামথাং ভ্যালী আপনার জন্য এক স্বর্গীয় অনুভূতি দিবে। বরফের রাজ্যে কল্পনাতীত সৌন্দর্য উপভোগ করে লাচুং এ ফিরে লাঞ্চ। পার্মিশন ও রাস্তার কন্ডিশন ঠিক থাকলে জীপ খরচ শেয়ার করে ঘুরে আসতে পারবেন কাটাও ভ্যালী ও জিরো পয়েন্ট। সন্ধ্যার মধ্যে গ্যাংটক ফিরে ডিনার।
খাবারঃ সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার।
দিন ০৪: গ্যাংটক - শিলিগুড়ি
সকালে ফ্রেশ হয়ে নাস্তা করে শিলিগুড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু। দুপুরের মধ্যে শিলিগুড়ি পৌছে লাঞ্চ করে চ্যাংড়াবান্ধা পৌঁছে বর্ডার পার হয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবো।
খাবারঃ সকালের নাস্তা, দুপুরের খাবার।
দিন ০৫: ঢাকা
পরদিন সকাল ৬/৭ টার মধ্যে ঢাকায় পৌছে যাব ইনশাআল্লাহ।
---------------------------------------------------------------------------
#শিশু_পলিসি
~~~~
# ০-৪ বছর কোন খরচ লাগবে না (বাবা মায়ের সাথে থাকবে)
# ৫-৮ বছর বয়সের শিশুদের জন্য ৭৫% খরচ বহন করতে হবে ।
# ৮+ বছরের সকলকে প্রাপ্ত বয়ষ্ক হিসেবে গণ্য করা হবে।
★ বুকিং মানি জমা দেয়ার উপায়ঃ
মৌখিক বুকিং গ্রহনযোগ্য নয়। বিকাশ অথবা ব্যাংক একাউন্ট অথবা ইভেন্ট হোস্টের সাথে দেখা করে অথবা আমাদের অফিসে এসেও বুকিং মানি দিতে পারবেনঃ
Uttarkhan Masterpara Uttara Dhaka 1230
☎️ Contact: +8801842121989, +8801925947358
★ প্যাকেজে যা থাকছেঃ
- ঢাকা থেকে আপ-ডাউন বিজনেস ক্লাস এসি বাস
- ৩ রাত তিন তারকা মানের হোটেলে থাকা।
- প্রতিদিন ৩ বেলা খাবার (যেদিন বর্ডারে পৌছাবো সেদিন সকালের নাস্তা থেকে খাবার শুরু এবং যেদিন শিলিগুড়ি ব্যাক করেবো সেদিন দুপুর পর্যন্ত আমাদের ফুড সার্ভিস চালু থাকবে।
- রিজার্ভ জীপে ঘোরাঘুরি।
- সিকিমের পারমিশন।
★ প্যাকেজে অন্তর্ভুক্ত নয়ঃ
- ভিসা ফি - ৮৩০/-
- ট্রাভেল ট্যাক্স - ৫০০/-
- বর্ডার টিপস আপডাউন ৬০০ বা ৮০০/-
- প্রাকৃতিক/রাজনৈতিক কারনে সৃষ্ট জটিলতাজনিত বর্ধিত খরচ।
---------------------------------------------------------------------------
ভারতের উত্তর-পূর্বাঞ্চলে মহিমাম্বিত হিমালয়ের পাদদেশে দূষণহীন ঘুমন্ত ছোট রাজ্য সিকিম ছবির ন্যায় নিখুঁত পরিপাটি সাজানো। আকর্ষণীয় আলপাইন সৌন্দর্যের জন্য একে প্রায়ই “পূর্বের সুইজারল্যান্ড” হিসেবে অভিহিত করা হয়। এর উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বত, পূর্বে ভুটান, পশ্চিমে নেপাল এবং দক্ষিণে ভারতের অপর একটি রাজ্য পশ্চিমবঙ্গ।
ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার কোলে সুউচ্চ জুনিপার এবং রডোডেনড্রন অরণ্যে বরফে ঢাকা অদ্ভূত সুন্দর গ্রামসমূহ ভারতের একমাত্র অর্গানিক জনপদ। কাঞ্চনজঙ্ঘা ভারতের সর্বোচ্চ, বিশ্বের তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ এবং অভিভাবক দেবতাদের ভূমি হিসাবে পরিচিত।পাহাড়ি উপত্যকায় মেঘের খেলা, সূর্যোদয় অথবা সূর্যাস্তের বর্নিল আলোকছটা, প্রশান্ত হ্রদ এবং রহস্যময় প্রাচীন মঠে বাতাসের সাথে ছোট ছোট পতাকার ঝাপটানিতে প্রার্থনা ঘন্টাধ্বনির আওয়াজ সব মিলিয়ে এখানে পৌরাণিক কাহিনী এবং প্রাকৃতিক ঐশ্বর্য একে অপরের সাথে মিলে মিশে একাকার।
সিকিম এবং সিল্ক রুটের ইতিহাস অত্যন্ত তাত্পর্যপুর্ন এবং সুপ্রাচীন। আসলে প্রাচ্য ও পাশ্চাত্যের সভ্যতার যে বিনিময় - বিশেষ করে প্রাচীন গ্রিক ও রোমান, চীনা, ভারতীয়, ফার্সি, আরব, সংস্কৃতির আদান প্রদান করা চৈনিক বানিজ্য পথ- সেই সিল্ক রুট ও তার আশেপাশের অনন্ত পরিবেশ ও উপত্যকা এইবার আমাদের ভ্রমণের তালিকায়।
★ পোশাকঃ
* সিকিমে শীত তাই শীতের পোশাক অবশ্যই সাথে রাখতে হবে।
* বৃষ্টি থেকে নিরাপদ থাকতে ছাতা/ রেইনকোট,
পাহাড়ি পথে হাটার জন্য কেডস।
* রোদ থেকে নিরাপদ থাকতে সানগ্লাস/সানক্যাপ।
* অন্যান্য: বাইনোকুলার, ক্যামেরা, টুথপেস্ট, টুথব্রাশ, তাওয়েল, স্লিপার।
* জরুরি ঔষধ এবং ফার্স্ট এইড ব্যান্ডেজ।
★ ভিসা সংক্রান্ত তথ্যঃ
* সড়কপথে সিকিম ট্যুরের জন্য অবশ্যই চ্যাংড়াবান্ধা বর্ডার দিয়ে ভিসা করা থাকতে হবে।
* ভিসা করা না থাকলে দ্রুত এপ্লাই করে ফেলুন।
* অন্য কোন পোর্ট দিয়ে ইন্ডিয়ার ভিসা থাকলে ৩০০ টাকায় এক্সট্রা দুটি পোর্ট এড করে নেয়া যাবে।
★ ভিসা প্রসেসিং করার প্রয়োজনীয় ডকুমেন্টসের তালিকাঃ
~~~~~~~~~~~~~
১। কারেন্ট পাসপোর্ট (নূন্যতম ৬ মাস মেয়াদ) এবং সকল পুরাতন পাসপোর্ট (যদি থাকে) ।
২। পাসপোর্ট এর ফটোকপি এবং পূর্ববর্তি ইন্ডিয়ান ভিসা নেয়া থাকলে তার ফটোকপি।
৩। সদ্যতোলা ছবি ১ কপি রঙ্গিন (২x২ সাইজ, ব্যাকগ্রাউন্ড সাদা) ।
৪। ন্যাশনাল আইডি কার্ড/ জন্ম সনদ কপি (পাসপোর্টে এই কার্ডের নাম্বার উল্লেখ থাকতে হবে) ।
৫। বিদ্যুৎ/পানি/টেলিফোন অথবা যেকোনো একটি Utility বিলের কপি (বর্তমান ঠিকানার প্রমানপত্র হিসেবে) ।
৬। ট্রেড লাইসেন্স (ব্যবসায়ী) / NOC (চাকুরীজীবী)/ স্টুডেন্ট আইডি কার্ড (ছাত্র) ।
৭। ৬ মাসের ব্যাংক ষ্টেটম্যান্ট (ন্যুন্যতম ব্যালেন্স ২০০০০/-) অথবা ডলার এন্ড্রোসমেন্ট রশিদ (২০০ ডলার)।
★ সিকিমের লোকাল ফুডঃ
নিজ খরচে যেসব খাবার ট্রাই করতে পারেনঃ-
- ভেজিটেবল মমো
- থুকপা (তিব্বতিয়ান স্টাইল এগ নুডল স্যুপ)
- গুন্দ্রুক স্যুপ (নেপালি গোর্খা স্টাইল ভেজিটেবল স্যুপ)
- থেনথাক (হাতে বানানো নুডল স্যুপ)
- সায়েল রুটি (জিলাপি/ডোনাটের মতো দেখতে এক প্রকার রুটি)
- ফাগশাপা: (শুধুমাত্র যারা পর্ক খেতে ভালবাসেন তাঁদের জন্য)
- সিনকী (এক রকম এর সবজি আঁচার/ স্যুপ)
- চুরপি (এক রকম এর সন্দেশ)
★ কোথায় খাবেনঃ
এমজি মার্গ নিউমার্কেটের আসেপাশে কিছু লোকাল রেস্টুরেন্ট এর সাজেশন দেয়া হলঃ-
• Taste of Tibet
• Thakali
• Wachipa Corner
#জরুরী_নোটঃ
~~~~~
• কোনো রকম আইন বিরোধী কাজে সম্পৃক্ত থাকা যাবেনা।
• নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কিছু কোনভাবেই করা যাবেনা।
• সমালোচনা বা মজা করতে গিয়ে কাউকে ব্যক্তিগত আক্রমন বা অসম্মান করা যাবেনা। পরিবেশ নষ্ট হয় এমন কাজ করা যাবে না।
• যারা ভ্রমনে ছোট খাটো সমস্যাগুলো নিজের মনে করে মেনে নিতে পারেন না তাদের কোন গ্রুপ ভ্রমনে না যাওয়াই শ্রেয়।
• কোন ভাবেই অতিরিক্ত দু:সাহসিকতা দেখানো যাবেনা।
• দলছাড়া হয়ে ঘুরা যাবে না। বিশেষ প্রয়োজনে দলকে জানিয়ে যাওয়া যেতে পারে।
• অন্য কোন সদস্যের সাথে আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। করার পর ক্ষতিগ্রস্ত হলে তার দায়ভার নিজের উপরেই বর্তাবে।
• ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে।
• Admin/Host এই ভ্রমণ সংক্রান্ত যেকোন সিদ্ধান্ত গ্রহনের একক ক্ষমতা রাখে।
• ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য সবার সর্বাত্মক সহায়তা কাম্য।
আমাদের গ্রুপ লিংকঃ
https://www.facebook.com/groups/1737414359905185/?ref=share_group_link
🇧🇩 কম খরচে ভ্রমণ হোক স্বরণীয় 🇧🇩
---------------------------------------------------------------------------