Travel Air-ট্রাভেল এয়ার

Travel Air-ট্রাভেল এয়ার Our service are Tours & Travels.
(12)

02/02/2024
23/01/2024

বাংলাদেশী পাসপোর্ট দিয়ে কোনও ভিসা ছাড়াই যেতে পারবেন যে দেশগুলিতে (NO VISA REQUIRED or NVR Countries with Bangladeshi Passport)

ভিসা ছাড়াও যে বিশ্বের অনেকগুলো দেশে যাওয়া যায়, তা হয়তো অনেকেই জানেন। তবে বাংলাদেশী পাসপোর্ট থাকলেই আপনি কোনো ধরনের ভিসার ছাড়াই ভ্রমণের সুযোগ পাবেন ২০টি চমৎকার দেশে আর এটি অবশ্যই যেকোনো ট্রাভেলারের জন্য দারুণ সুখবর। তবে ভিসা ছাড়াই তালিকায় থাকা ৪২টি দেশের যেকোনো একটিতে যেতে হলে আপনাকে শুধুমাত্র কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে, যেমনঃ

আপনার পাসপোর্টটি অবশ্যই বৈধ হতে হবে। সাধারণত, বেশিরভাগ দেশের ক্ষেত্রেই বাংলাদেশী পাসপোর্টটি ডেস্টিনেশন থেকে এক্সিটের তারিখ , অর্থাৎ দেশটি ছেড়ে আসার তারিখের পর থেকে ৬ মাসের জন্য বৈধ হতে হয় এবং
ট্রাভেল করার আগে যে দেশে যাচ্ছেন সেটির জন্য সঠিক স্বাস্থ্য বীমা (Health Insurance) কিনে রাখা জরুরি। আপনি কোথায় যাচ্ছেন তার উপর নির্ভর করে বীমার ধরন এবং মূল্য ভিন্ন হতে পারে।
সব রিকোয়ারমেন্ট জেনে নেওয়ার পর বাংলাদেশি পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়া যে ৪২টি দেশে খুব সহজেই যেতে পারেন


এশিয়া - ৬টি দেশ - ভুটান, কম্বোডিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, পূর্ব তিমুর।
দক্ষিণ আমেরিকা - ১টি দেশ - বলিভিয়া।
উত্তর আমেরিকা (ক্যারাবিয়ান অঞ্চল) - ১১ টি দেশ - বাহামাস, বার্বাডোস, ব্রিটিশ ভার্জিন দ্বীপসমূহ, ডোমিনিকা, গ্রেনাডা, হাইতি, জামাইকা, মন্টসেরাট, সেন্ট কিটস এবং নেভিস, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস, ট্রিনিডাড ও টোব্যাগো।
ওশিয়ানিয়া - ৮টি দেশ - কুক দ্বীপপুঞ্জ, ফিজি, কিরিবাস বা কিরিবাটি, মাইক্রোনেশিয়া, নিউয়ে, সামোয়া, ভানুয়াটু, টুভালু।
আফ্রিকা - ১৬টি দেশ - লেসোথো, গাম্বিয়া, বুরুন্ডি, কেপ ভার্দে, কমোরো দ্বীপপুঞ্জ, জিবুতি, গিনি-বিসাউ, লেসোথো, মাদাগাস্কার, মৌরিতানিয়া, মোজাম্বিক, রুয়ান্ডা, সেশেল, সিয়েরা লিওন, সোমালিয়া, টোগো।
তথ্যসূত্র: visaguide.world

--------------------------

বাংলাদেশি পাসপোর্ট থাকলে ভিসা অন-অ্যারাইভাল (Visa on Arrival বা VoA) নিয়ে ঘুরে আসতে পারবেন যেসব দেশে


আগে থেকে কোনও প্রকার ভিসা আবেদন ছাড়াই বাংলাদেশী পাসপোর্ট দিয়ে উপভোগ করতে পারবেন অসাধারণ কিছু স্পট- এটা হয়তো অনেক ভ্রমণপ্রেমীরই শুধু কল্পনায় ছিল। ব্যাপারটা এখন পুরোপুরি সত্যি আর তা হয়তো অনেকে জেনেও থাকবেন। কিন্তু বাংলাদেশিদের জন্য অন এরাইভাল ভিসা ঠিক কোন কোন দেশে আছে তা নিয়ে বিভ্রান্তি থাকতে পারে। আজকে একনজরেই দেখে নিতে পারবেন সেই দেশগুলোর তালিকা আর চট করে প্ল্যান করে ফেলতে পারবেন আপনার পরবর্তি ট্রিপ।

বাংলাদেশী পাসপোর্ট থাকলে ভিসা অন-অ্যারাইভাল (VoA) পাবেন যেসব দেশে


এশিয়া - মালদ্বীপ, ভুটান, নেপাল, টিমর-লেস্টে, শ্রীলঙ্কা
আফ্রিকা - কাবো ভার্দে, মৌরিতানিয়া, বুরুন্ডি, কমোরোস, গিনি-বিসাউ, মাদাগাস্কার, রুয়ান্ডা, সিশেলস, সিয়েরা লিওন, সোমালিয়া
দক্ষিণ আমেরিকা - বলিভিয়া
ওশিয়ানিয়া - টুভালু
তথ্যসূত্র: visaguide.world
------------------------------
ভিসা অন-অ্যারাইভাল এমন এক ধরনের ভিসা যেটির মাধ্যমে ডেস্টিনেশনে পৌঁছানোর আগে আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে না । অর্থাৎ, আপনাকে আগে থেকে কোনো ডকুমেন্ট সংগ্রহ করার দরকার নেই। আপনি যেই দেশে যাচ্ছেন সেখানে পৌঁছে একটি অনুমোদিত পয়েন্টে প্রয়োজনীয় ফি দিয়েই আপনি আপনার ভিসাটি কালেক্ট করে নিতে পারবেন। এই সম্পূর্ণ প্রসেসটি দেশভেদে কিছুটা পরিবর্তিত হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই আপনি আপনার আবেদন জমা দেওয়ার ১০ মিনিটের মধ্যে আপনার ভিসা হাতে পেয়ে যাবেন। ভিসা অন-অ্যারাইভাল সাধারণত ট্যুরিস্টরাই ব্যবহার করে থাকেন এবং এর মেয়াদ থাকে ১৪ থেকে ৩০ দিন পর্যন্ত। তবে ভিসা অন-অ্যারাইভালের যেকোনো শর্ত উক্ত দেশগুলোর সিধান্ত অনুযায়ী চেঞ্জ হতে পারে।

বাংলাদেশী পাসপোর্ট দিয়ে ভিসা অন-অ্যারাইভালের জন্য আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন?


একটি বৈধ পাসপোর্ট
রিসেন্ট ছবি (সাধারণত ৩ মাসের বেশি পুরানো নয়)। ছবির সাইজ নির্ভর করবে যেই দেশে যাচ্ছেন সেখানকার রিকোয়ারমেন্ট অনুযায়ী
ভিসা আবেদনপত্র (Visa Application Form)
প্রয়োজনীয় ফি দিতে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড কিংবা ক্যাশ
ফ্লাইট টিকিট এবং হোটেল রিজার্ভেশনের কপি
ভ্রমণসূচী (Travel Itinerary) ইত্যাদি।
বাংলাদেশী পাসপোর্ট দিয়ে ই-ভিসায় ঘুরে আসতে পারবেন যে দেশগুলো থেকে

বর্তমান সময়ে প্রায় সব ট্রাভেলারদের মধ্যেই ই-ভিসা বেশ পরিচিত। ই-ভিসা মূলত সাধারণ ভিসার একটি ইলেক্ট্রনিক ভার্সন । এটি একটি নিয়মিত ভিসার মতোই কাজ করে তবে নিয়মিত ভিসার তুলনায় কিছু এটির সুযোগ-সুবিধা কিছুটা বেশি, কেননা ই-ভিসার আবেদনের জন্য আপনাকে এম্বাসির লম্বা লাইনে মোটেই দাঁড়িয়ে থাকতে হবে না। যেই দেশে যেতে চান, সেখানের এম্বাসির পোর্টালে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করলেই আপনার কাজ শেষ। অর্থাৎ, আপনাকে আর এম্বাসিতে সশরীরে উপস্থিত থাকতে হবে না বা ডকুমেন্টের কোনো হার্ড কপিও জমা দিতে হবে না। তাই বুঝতেই পারছেন, ই-ভিসা প্রক্রিয়াটি কতটা ঝামেলামুক্ত, সহজ এবং সময় সাশ্রয়ী!

বাংলাদেশী পাসপোর্টে ই-ভিসা অনুমোদনকারী দেশের তালিকা


এশিয়া: বাহরাইন, কাজাখস্তান, কিরগিজস্তান, মালয়েশিয়া, মায়ানমার, কাতার, তাজিকিস্তান, ভিয়েতনাম
ইউরোপ: আলবেনিয়া
আফ্রিকা: বেনিন, বটসোয়ানা, বুর্কিনা ফাসো, ক্যামেরুন, কঙ্গো জাতীয় প্রজাতন্ত্র, আইভরি কোস্ট (কোট ডিভোয়ার), জিবুটি, ইকুয়েটোরিয়াল গিনি, ইথিওপিয়া, গাবন, গিনি, কেনিয়া, মালাউই, মোজাম্বিক, নাইজেরিয়া, সাও টোমে এবং প্রিন্সিপে, দক্ষিণ সুদান, টোগো, উগান্ডা, জাম্বিয়া, জিম্বাবুয়ে
উত্তর আমেরিকা (ক্যারাইবিয়ান অঞ্চল): অ্যান্টিগুয়া এবং বারবুডা
দক্ষিণ আমেরিকা: সুরিনাম
তথ্যসূত্র: visaguide.world

-----------------------------
বাংলাদেশী পাসপোর্ট থাকলেও যেসব দেশ ভ্রমণ করতে আপনাকে ট্যুরিস্ট ভিসা নিতে হবে


নো-ভিসা, ই-ভিসা এবং ভিসা অন-অ্যারাইভাল নিয়ে সব প্রয়োজনীয় তথ্য জানার পর এবার পালা ভিসাসহ ট্রাভেল নিয়ে জানার। আপনার যদি একটি বৈধ বাংলাদেশী পাসপোর্ট এবং একটি ভিসা থাকে, তাহলে আপনি ঘুরে দেখতে পারেন পৃথিবীর অনন্য ১৬১টি দেশ! প্রকৃতির ভিন্ন ভিন্ন রূপ, চোখ ধাঁধানো আর্কিটেকচারসহ বিভিন্ন জনপ্রিয় স্পটের ছবিগুলো মডার্ন ডিভাইসটিতে ক্যাপচার করতে বেশ ভালোই লাগবে! চলুন তবে জেনে নেওয়া যাক এই নিয়ে সব গুরুত্বপূর্ণ তথ্য।

বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসা আবেদনের জন্য কিছু বেসিক ডকুমেন্ট


ভিসা আবেদনপত্র (Visa Application Form)
একটি বৈধ পাসপোর্ট (অন্তত ছয় মাসের বৈধতা) যেখানে পরিদর্শনকারী দেশটির জন্য প্রয়োজনীয় কয়েকটি ফাঁকা পৃষ্ঠা রয়েছে।
পুরানো পাসপোর্ট (যদি থাকে)
রিসেন্ট ছবি (সাধারণত ৩ মাসের বেশি পুরানো নয়)। ছবির সাইজ নির্ভর করবে যেই দেশে যাচ্ছেন সেখানকার রিকোয়ারমেন্ট অনুযায়ী
ফ্লাইট টিকিট এবং হোটেল রিজার্ভেশনের কপি
ভ্রমণসূচী (Travel Itinerary) ইত্যাদি
আর্থিক স্বচ্ছলতার প্রমাণ (সাধারণত লাস্ট ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট)
ম্যারেজ সার্টিফিকেট

C

বাংলাদেশের ট্রেন সিট প্রকারভেদ, ধরণ ও মানবাংলাদেশ সব ট্রেনেই কয়েক ধরণের সিট বা কোচ ক্লাস থাকে। টিকেট কেনার সময় বিশেষ করে...
14/12/2023

বাংলাদেশের ট্রেন সিট প্রকারভেদ, ধরণ ও মান
বাংলাদেশ সব ট্রেনেই কয়েক ধরণের সিট বা কোচ ক্লাস থাকে। টিকেট কেনার সময় বিশেষ করে অনলাইনে টিকেট কেনার সময় সেখানে সিট ক্লাস পছন্দ করতে গিয়ে অনেকেই বুঝতে পারেন না কোন সিট কেমন ধরণের হয় বা ঐ সিটের বিশেষ কি সুবিধা আছে। আবার অনেকেই হয়তো জানেন না সিট ক্লাস কোডের পূর্ণ রূপ কি বা সেই সিট কেমন বা কি সুবিধা অসুবিধা আছে। তাদের জন্যে আমাদের এই আর্টিকেল। এখানে বাংলাদেশের বিভিন্ন ট্রেনে যে ধরণের সিট বা কোচ ক্লাস টাইপ থাকে তার বিস্তারিত নিচে তুলে ধরা হলো।📕📕

★SHOVAN : পুরো নাম শোভন (Shovan)। নন এসি শোভন ক্লাসের চেয়ার সিট। দেশের সকল মেইল ট্রেন ও কিছু আন্তঃনগর ট্রেনে শোভন সিট থাকে। ট্রেনের সবচেয়ে কম খরচের সিট এবং আরামদায়ক নয় এই সিট।

★S_CHAIR : পুরো নাম শোভন চেয়ার (Shovan Chair)। নন এসি এই সেকেন্ড ক্লাস শোভন চেয়ার সিট প্রায় সব আন্তঃনগর ট্রেনে থাকে। শোভন চেয়ারের ভাড়া শোভন এর চেয়ে বেশী। সিট মোটামুটি আরামদায়ক। শোভন চেয়ার, শোভন এর চেয়ে ভালো সিটের হয়ে থাকে।

★SNIGDHA : পুরো নাম স্নিগ্ধা (Snigdha)। এসি চেয়ার (AC Chair) হিসেবেও পরিচিত। এসি কোচের চেয়ার সিট। দেশের সব আন্তঃনগর ট্রেনে না থাকলেও বেশিরভাগ জনপ্রিয় গন্তব্যের ট্রেনে স্নিগ্ধা কোচ থাকে। সীট শোভন চেয়ারের চেয়ে আরামদায়ক। পুরো কোচ এসি থাকায় ভ্রমণও আরামদায়ক।

আরও পড়ুন : মোবাইলে ট্রেনের টিকেট

★F_CHAIR : পুরো নাম ফার্স্ট ক্লাস চেয়ার (First Class Chair)। নন এসি চেয়ার। শোভন চেয়ার (F_CHAIR) এর চেয়ে আরামদায়ক সিট। সব আন্তঃনগর ট্রেনে এই টাইপ থাকেনা।

★F_BERTH : পুরো নাম ফার্স্ট ক্লাস বার্থ (First Class Berth)। নন এসি কেবিন সিট। রাতের ট্রেনে এই ক্লাস পাওয়া যায়। এখানে ঘুমানোর সুযোগ রয়েছে। দিনের বেলায় এই কোচ ক্লাস F_SEAT ফার্স্ট ক্লাস সিট হিসেবে ব্যবহৃত হয়।

★F_SEAT : পুরো নাম ফার্স্ট ক্লাস সিট (First Class Seat)। দিনের ট্রেনে নন এসি কেবিন গুলো এই সিট হিসেবে ব্যবহার করা যায়। এখানে ঘুমানোর সুযোগ নেই, বসে যেতে হবে। মূলত F_BERTH কেবিন গুলোই দিনের বেলা F_SEAT সিট হিসেবে ব্যবহার হয়।

★AC_B : পুরো নাম এসি বার্থ (AC Berth)। এয়ার কন্ডিশনড কেবিন। শুধু রাতের ট্রেনে এই ক্লাস পাওয়া যায়। ২ অথবা ৪ সিটের কেবিন হয়ে থাকে। বাংলাদেশের দূরপাল্লার আন্তঃনগর রাতের ট্রেনে এই কেবিন থাকে। বাংলাদেশের ট্রেন গুলোর মধ্যে সবচেয়ে আরামদায়ক ও বেশী খরচের সিট।

★AC_S : পুরো নাম এসি সিট (AC Seat)। এয়ার কন্ডিশনড সিট। মূলত এসি বার্থ (AC_B) কেবিন গুলো দিনের বেলার যাত্রার সময় এসি সিট হিসেবে ব্যবহার করা হয়।বাংলাদেশের ট্রেন সিট প্রকারভেদ, ধরণ ও মান
বাংলাদেশ সব ট্রেনেই কয়েক ধরণের সিট বা কোচ ক্লাস থাকে। টিকেট কেনার সময় বিশেষ করে অনলাইনে টিকেট কেনার সময় সেখানে সিট ক্লাস পছন্দ করতে গিয়ে অনেকেই বুঝতে পারেন না কোন সিট কেমন ধরণের হয় বা ঐ সিটের বিশেষ কি সুবিধা আছে। আবার অনেকেই হয়তো জানেন না সিট ক্লাস কোডের পূর্ণ রূপ কি বা সেই সিট কেমন বা কি সুবিধা অসুবিধা আছে। তাদের জন্যে আমাদের এই আর্টিকেল। এখানে বাংলাদেশের বিভিন্ন ট্রেনে যে ধরণের সিট বা কোচ ক্লাস টাইপ থাকে তার বিস্তারিত নিচে তুলে ধরা হলো।

ছবিতে ৭৭২/ডাউন রংপুর এক্সপ্রেস- এসি বার্থ

23/11/2023

এক ভিসায় ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইউরোপের শেনজেন ভিসার মতো এবার নতুন ভিসা পদ্ধতি চালু হচ্ছে মধ্যপ্রাচ্যেও। সর্বসম্মতিক্রমে এ অঞ্চলের জন্য প্রস্তাবিত ‘ইউনিফায়েড ট্যুরিজম ভিসা’ বা একক ভিসা ব্যবস্থার অনুমোদন দিয়েছে গালফ কো-অপারেশন কাউন্সিল বা জিসিসিভুক্ত দেশগুলো। জিসিসিভুক্ত দেশগুলোঃ বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব, ও দুবাই। এর ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতে সূচনা হলো নতুন এক যুগের।

যে ভিসায় আরব দেশ গুলো অনেকটা সেনজেন ভিসার ন্যায় পদ্ধতি অনুসরন করছে।

ইউরোপের ২৭টি দেশে ‘শেনজেন ভিসা’ চালু রয়েছে, যার মাধ্যমে এই দলভুক্ত যেকোনো একটি দেশের ভিসা দিয়ে বাকি ২৬টি দেশে ভ্রমণ করা যায় ও যে কোনো কাজে একটি দেশে সর্বোচ্চ ৯০ দিন থাকা যায়। ইউরোপ ভ্রমণকারীদের কাছে এই ভিসা সোনার হরিণের মতো।

শেনজেনভূক্ত দেশগুলো হলো- জার্মানি, ডেনমার্ক, নেদারল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, ফ্রান্স, ফিনল্যান্ড, বেলজিয়াম, অস্ট্রিয়া, আইসল্যান্ড, ইতালি, এস্তোনিয়া, গ্রিস, চেক রিপাবলিক, মাল্টা, লুক্সেমবার্গ, লাটভিয়া, লিথুয়ানিয়া, স্পেন, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, লিচেনস্টাইন, সুইডেন, হাঙ্গেরি ও ক্রোয়েশিয়া।

28/10/2023

আগামীকাল ২৯ অক্টোবর সারাদেশে হরতাল পালিত হবে
*তাই, যাদের ২৯,৩০ অক্টোবরের ফ্লাইট আছে তারা সকল ডকুমেন্টস নিয়ে আগে থেকেই এয়ারপোর্টে হাজির থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হচ্ছে।*

সূত্র:- দ্য ডেইলি স্টার, ইত্তেফাক, সময়কাল, যুগান্তর ইত্যাদি নিউজ।

বিশ্বকাপে বাংলাদেশ এর শতক আছে ৬ টা, যার মধ্যে ৩ টাই Mahmudullah Riyad ভাইয়ের 💜
25/10/2023

বিশ্বকাপে বাংলাদেশ এর শতক আছে ৬ টা, যার মধ্যে ৩ টাই Mahmudullah Riyad ভাইয়ের 💜

Travel Air-ট্রাভেল এয়ার 01967-101101
20/10/2023

Travel Air-ট্রাভেল এয়ার
01967-101101

★★★★★ · Corporate office

বাংলাদেশী পাসপোর্টধারী নাগরিক গন 🇧🇩 - 🇮🇳 ভারতের নিম্ন লিখিত  স্থল বন্দর দিয়ে ভারতে প্রবেশ করতে পারবেন 1. বেনাপোল Land Po...
09/09/2023

বাংলাদেশী পাসপোর্টধারী নাগরিক গন 🇧🇩 - 🇮🇳 ভারতের নিম্ন লিখিত স্থল বন্দর দিয়ে ভারতে প্রবেশ করতে পারবেন

1. বেনাপোল Land Port.
BD side:বেনাপোল যশোর।
Indian side: Petrapole, Bongaon, 24-Parganas, West Bengal, India

2. বুড়িমারি Land Port.
BD side:বুড়িমারি,পাটগ্রাম, লালমনিরহাট।
Indian side: Changrabandha, Mekhaliganj, West Bengal, India

3. আখাউড়া Land Port.
BD side :.আখাউড়া ব্রাহ্মণবাড়িয়
Indian side: Ramnagar, Agartala, Tripura, India

4. ভোমরা Land Port.
BD side:ভোমরা,সাতক্ষীরা।
Indian side: Gojadanga, 24-Parganas, West Bengal, India

5. নকুগাঁও Land Port.
BD side: নালিতাবাড়ি শেরপুর।
Indian side: Dalu, Barangapara, Meghalaya, India

6. তামাবিল Land Port
BD side: তামাবিল,গোয়াইনঘাট,
সিলেট
Indian side: Dauki, Shillong, Meghalaya, India

7. দর্শনা Land Port.
BD side:দর্শনা ,চুয়াডাঙ্গা।
Indian side: Gede, Krishnanagar, West Benga, India

8. বেলনি Land Port.
BD side:বেলনি,পরশুরাম ফেনী
Indian side: Belonia, Tripura, India

9. গোবরাকুড়া Land Port.
BD side: হালুয়াঘাট ময়মনসিংহ।
Indian side: Gachhuapara, Tura, Meghalaya, India

10. রামগড় Land Port.
BD side: রামগড়, খাগড়াছড়ি
Indian side: Sabroom, Tripura, India.

11. সোনাহাট Land Port.
BD side: ভুরুঙ্গামারী কুড়িগ্রাম।
Indian side: Sonahat, Dhubri, Assam, India

12. Tegamukh. ভূষণছড়ি Land Port.
BD side: বরকল, রাঙামাটি।
Indian side: Demagri, Mizoram, India.

13. চিলাহাটি Land Port
BD side:চিলাহাটি,ডোবার নিলফামারী।
Indian side: Holdibari, Cooch Behar, West Bengal, India

14. সোনা মসজিদ Land Port.
BD side:সোনা মসজিদ,চাপাই নবাবগঞ্জ।ণ
Indian side: Mahadipur, Maldah, West Bengal, India

15. ধানুয়া Kamalpur Land Port.
BD side: বকশিগঞ্জ ,জামালপুর।
Indian side: Mohendragonj, Ampoti, Meghalaya, India

16. শিউলা Land Port.
BD side:শিউলা,বিয়ানীবাজার, সিলেট
Indian side: Sutarkandi, Karimganj, Assam

17. বেল্লা Land Port.
BD side: বেল্লা, চুনারুঘাট, হবিগঞ্জ
Indian side: Paharmura, Khoai, Tripura.

18. হিলি Land Port.
BD side: হিলি,হাকিমপুর,দিনাজপুর ।
Indian side: Hili, South Dinajpur, West Bengal, India

19. বাংলাবান্ধা Land Port.
BD side: তেতুলিয়া,পঞ্চগড়।
Indian side: Fulbari, Jalpaiguri, West Bengal, India

20. টেকনাফ Land Port.
BD side: Teknaf, Cox’s Bazar
Myanmar side: Mungdu, Myanmar

21. বিবিরবাজার Land Port.
BD side: Sadar Upazila, কুমিল্লা
Indian side: Srimantapur, Sunamura, Agartala, Tripura

22. বিরল Land Port.
BD side: বিরল,দিনাজপুর।
Indian side: Radhikapur (Goura), West Bengal, India

প্রেস রিলিজতারিখ: ০৭ আগস্ট ২০২৩খ্রি. বিশেষ ছাড়ে চীনের গুয়াংজু রুটে বিমানের টিকেট বিক্রয় শুরু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আ...
08/08/2023

প্রেস রিলিজ
তারিখ: ০৭ আগস্ট ২০২৩খ্রি.
বিশেষ ছাড়ে চীনের গুয়াংজু রুটে বিমানের টিকেট বিক্রয় শুরু

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ১৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখ থেকে ঢাকা থেকে চীনের গুয়াংজু রুটে পুনরায় সরাসরি ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। আগামী ১৪ সেপ্টেম্বর রাত ১০:২০টায় বিমানের ফ্লাইট বিজি৩৬৬ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের গুয়াংজুর উদ্দেশ্যে যাত্রা করবে। এ উপলক্ষ্যে ইতোমধ্যে বিশেষ ছাড়ে এ রুটের টিকেট বিক্রয় শুরু হয়েছে। সম্মানিত যাত্রীগণ বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট www.biman-airlines.com, মোবাইল অ্যাপস, বিমানের যে কোন সেলস সেন্টার, বিমান কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এ রুটের টিকেট ক্রয় করতে পারবেন। বিমানের ওয়েবসাইট ও অ্যাপস থেকে টিকেট ক্রয়ের ক্ষেত্রে প্রমোকোড NEWYEAR23 ব্যবহার করে মূল ভাড়ার উপর ৫% ডিসকাউন্ট পাওয়া যাবে।

ঢাকা-গুয়াংজু রুটে ইকোনমি ক্লাসের একমূখি সর্বনিম্ন ভাড়া জনপ্রতি সর্বমোট ৩০,৬৭০ টাকা থেকে শুরু এবং রিটার্ন টিকেটের সর্বনিম্ন ভাড়া শুরু হবে ৫০,৫৩৯ টাকা থেকে। অন্যদিকে গুয়াংজু-ঢাকা রুটে ইকোনমি ক্লাসে একমূখি সর্বনিম্ন ভাড়া শুরু হবে জনপ্রতি ২৪,১৫৭ টাকা থেকে এবং রিটার্ন টিকেটের সর্বনিম্ন মূল্য শুরু হবে ৪৮,৯১১ টাকা থেকে। আগামী ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত বিশেষ ছাড় চালু থাকবে।

ঢাকা থেকে সপ্তাহে প্রতি রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার রাত ১০:২০টায় বিমানের ফ্লাইট গুয়াংজুর উদ্দেশ্যে যাত্রা করে গুয়াংজু পৌঁছাবে পরবর্তী দিন ভোর ০৪:০০টায়। গুয়াংজু থেকে সপ্তাহে প্রতি শুক্রবার, সোমবার ও বুধবার স্থানীয় সময় ভোর ০৫:৩০ টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে ঢাকায় পৌঁছাবে সকাল ০৭:২০টায়।
Call:01967101101

The National Flag Carrier of Bangladesh.

জেনে নিন ভারতীয় ভিসা আবেদনের জন্য কি কি কাগজপত্র প্রয়োজন!
20/05/2023

জেনে নিন ভারতীয় ভিসা আবেদনের জন্য কি কি কাগজপত্র প্রয়োজন!

Travel Air01967-101101
06/04/2023

Travel Air
01967-101101

★★★★★ · Corporate office

রেজিষ্ট্রেশন বাধ্যতামুলক১ মার্চ চলে আসছে। গতকাল পর্যন্ত ভালই রেজিস্ট্রেশন হয়েছে। রেল স্টেশনের টিকিট কাউন্টারে যাত্রীর রে...
27/02/2023

রেজিষ্ট্রেশন বাধ্যতামুলক

১ মার্চ চলে আসছে। গতকাল পর্যন্ত ভালই রেজিস্ট্রেশন হয়েছে। রেল স্টেশনের টিকিট কাউন্টারে যাত্রীর রেজিস্ট্রেশন করা যাবে না। কাউন্টারে যাবেন শুধুমাত্র মোবাইল নাম্বার বলে টিকিট কাটার জন্য। কাজেই বিষয়টি ভালভাবে মনে রাখবেন প্লিজ।

দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে কাউন্টারে গিয়ে আপনাকে ফিরে আসতে হবে, রেজিস্ট্রেশন না থাকার কারণে।

অনলাইন, Rail Sheba এপস এবং এসএমএস এর মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে।

সরকার তার কাজ করছে। রেল যথাসাধ্য চেষ্টা করছে, এই কল্যাণমূলক কাজটি সফল করার জন্য। এখন দরকার যাত্রী সাধারণের সক্রিয় ভূমিকা। অনবোর্ড রেলের সারভেইলেন্স টিমের কাজকে কোন দুষ্টু চক্র বাধা দিলে, অন্যান্য যাত্রীদের উচিৎ প্রতিবাদ করা এবং এগিয়ে আসা। আর সারভেইলেন্স টিমের উল্টাপাল্টা করার কোন সুযোগ নেই। কারণ সেটা সবাই দেখবে।

একটা ভাল খবর, যেটা আপনারা সবাই চেয়েছেন, তা' অপেক্ষা করছে আপনাদের জন্য। তবে এখন বলব না। আগে সবাই মিলে ১ মার্চ থেকে শুরু হওয়া প্রক্রিয়ার সফল বাসবায়ন করুন। টিকিট কালোবাজারি জগতের কোথাও নেই। অন্তত সবার প্রচেষ্টায় এই অভিশাপ মুক্ত হই আমরা।

ধন্যবাদ বাংলাদেশ রেলওয়ে।

** প্রথম কমেন্টে রেলওয়ের ফেসবুক পেজের লিংক দিলাম। রেজিস্ট্রেশন সংক্রান্ত অনেক তথ্য আছে সেখানে। আশা করি এটা ভিজিট করলে আপনাদের উপকার হবে অনেক।

পোস্ট - মাহবুব কবির মিলন স্যার

𝗗𝗶𝘀𝗰𝗼𝘃𝗲𝗿 𝘁𝗵𝗲 𝘀𝗰𝗲𝗻𝗶𝗰 𝗯𝗲𝗮𝘂𝘁𝘆 𝗼𝗳 𝗝𝗔𝗦𝗛𝗢𝗥𝗘-----------------------------------------𝗗𝗵𝗮𝗸𝗮 - 𝗝𝗮𝘀𝗵𝗼𝗿𝗲 (𝗗𝗮𝗶𝗹𝘆)08:45am(Dep)    09:...
12/02/2023

𝗗𝗶𝘀𝗰𝗼𝘃𝗲𝗿 𝘁𝗵𝗲 𝘀𝗰𝗲𝗻𝗶𝗰 𝗯𝗲𝗮𝘂𝘁𝘆
𝗼𝗳 𝗝𝗔𝗦𝗛𝗢𝗥𝗘
-----------------------------------------

𝗗𝗵𝗮𝗸𝗮 - 𝗝𝗮𝘀𝗵𝗼𝗿𝗲 (𝗗𝗮𝗶𝗹𝘆)
08:45am(Dep) 09:30am(Arr)
01:45pm(Dep) 02:30pm(Arr)
06:55pm(Dep) 07:40pm (Arr)

𝗝𝗮𝘀𝗵𝗼𝗿𝗲 - 𝗗𝗵𝗮𝗸𝗮 (𝗗𝗮𝗶𝗹𝘆)
10:00am(Dep) 10:40am(Arr)
03:00pm(Dep) 03:40pm(Arr)
08:10pm(Dep) 08:50pm(Arr)
------------------------------------------------------
For ticket and flight related queries please dial:
Hotline:
+88 01967-101101
+88 01615 101101

Singapore City
14/01/2023

Singapore City

Make your travel more fun!Fly directly from JASHORE to COX'S BAZAR with NOVOAIR.Fare starts from BDT 5,900!Flight schedu...
29/11/2022

Make your travel more fun!

Fly directly from JASHORE to COX'S BAZAR with NOVOAIR.

Fare starts from BDT 5,900!

Flight schedule for every Wednesday.

JASHORE COX'S BAZAR
11:45 AM 12:55 PM

Flight schedule for every Saturday

COX'S BAZAR JASHORE
09:55 AM 11:00 AM

Effective from 30th November 2022.
Call: +880 1967-101101

ঢাকা-চট্টগ্রাম রুটে সর্বনিম্ন ভাড়া ৩,৬৯৫ টাকা এবং ঢাকা-কক্সবাজার রুটে সর্বনিম্ন ভাড়া ৪,৮০০ টাকা নির্ধারণ করেছে এয়ার অ্যা...
20/11/2022

ঢাকা-চট্টগ্রাম রুটে সর্বনিম্ন ভাড়া ৩,৬৯৫ টাকা এবং ঢাকা-কক্সবাজার রুটে সর্বনিম্ন ভাড়া ৪,৮০০ টাকা নির্ধারণ করেছে এয়ার অ্যাস্ট্রা। শুরুতে ঢাকা-চট্টগ্রাম রুটে ২টি ও ঢাকা-কক্সবাজার রুটে ৩টি ফ্লাইট চালাবে নতুন এই এয়ারলাইন্সটি। ২৪ নভেম্বর সকাল ৮ টায় ঢাকা-কক্সবাজার রুটে ফ্লাইট চালুর মধ্য দিয়ে যাত্রা শুরু হচ্ছে এয়ার অ্যাস্ট্রা'র।
Call: 01967 101 101

Call For Ticket+880 1967-101101
19/11/2022

Call For Ticket
+880 1967-101101

যারা কলকাতা ট্যুরে যেতে চাচ্ছেন পোস্টটা তাদের জন্য। কিছু অভিজ্ঞতা শেয়ার করি ১. ডিরেক্ট বাস নাকি ভেঙ্গে যাবেন?- প্রথমবার ...
03/11/2022

যারা কলকাতা ট্যুরে যেতে চাচ্ছেন পোস্টটা তাদের জন্য।
কিছু অভিজ্ঞতা শেয়ার করি
১. ডিরেক্ট বাস নাকি ভেঙ্গে যাবেন?
- প্রথমবার আর বাজেট ইস্যু না হলে ডিরেক্ট বাস ভালো অপশন। ডিরেক্ট বাস গ্রিন লাইন, শ্যামলী আর রয়েল কোচের। ভুলেও শ্যামলী না। সার্ভিস অত্যন্ত খারাপ। বেনাপোল থেকে লোকাল যাত্রী নিবে সিট ফাকা থাকলে। ভাড়া ২০০০ টাকা ঢাকা থেকে আর ১৬০০ রুপি কলকাতা থেকে।
২. থাকবেন কোথায়?
- মারকুইস স্ট্রিটের আশেপাশে মুসলিম হোটেল আছে বেশ কয়েকটা। নামার পর অসংখ্য দালাল আপনাকে ধরবে। বাজেট বেশি হলে DK, Pushpok, hotel Afsha আর বাজেট কম হলে প্লাজার ভিতরে সম্রাট অথবা ডিউক। ২ জন ১২০০ রুপি, ৩ জন ১৪০০ আর ৪ জন ১৬০০-১৮০০ টাকা। ভুলেও দালালের হাতে পরে ৮০০ টাকার রুম নিয়েন না।
৩. খাবেন কোথায়?
- খালেক এন্ড সন্স একটা হোটেল পাবেন মারকুইস স্ট্রিটের শেষ দিকে। বাজেটের মধ্যে বেস্ট। দাওয়াত, কাস্তুরি ওভাররেটেড
৪. ঘুরবেন কোথায়?
- ভিক্টোরিয়া ম্যামরিয়াল, ন্যাশনাল মিউজিয়াম, তারামন্ডল, সেন্ট পলস ক্যাথেড্রাল। এগুলা সব পাশাপাশি জায়গায়।
এরপর মেট্রো দিয়ে দমদম, গার্ডেন সিটি, হাওড়া ঘুরে আসেন রাতে।
কলকাতা গেলে মুর্শিদাবাদ মাস্ট গো প্লেইস। সেখানে মোঘল আমলের নিদর্শন গুলা হাজারদুয়ারী, কাঠগোলা বাগানবাড়ি, সিমেট্রি, জগৎশেঠের বাড়ি, মতিঝিল প্রাসাদ দেখে আসেন। কলকাতা স্টেশন থেকে ৬ঃ৫০ এ হাজারদুয়ারী এক্সপ্রেসে করে চলে যাবেন। ভাড়া ১১৫ রুপি শোভন আর স্টেন্ডিং ৪৫ রুপি। ব্যাক করতে পারেন লাল গোলা এক্সপ্রেসে ৩ঃ১০ এ অথবা ৫ঃ১৬ তে সেইম হাজারদুয়ারী এক্সপ্রেসে।
৪. কার্ড নাকি হুন্ডি?
- IFIC কার্ড বেস্ট। ৮০+ রেট পাবেন। হুন্ডি ৭৫-৭৭ টাকা
৫. ট্যাক্সি নাকি উবার?
- উবার বেস্ট। হাটার অভ্যাস থাকলে আরো ভালো। শর্ট ডিস্টেন্সে হাটবেন।
৬. ২০ কেজির বেশি লাগেজ হলে সমস্যা কিনা?
- ২ টার বেশি লাগেজ না। ট্রেনে হলে ঝামেলা করবেই। বেনাপোলে লাগেজ বেশি হলে হয়তো ধরবে।

কেবিন ক্রু ও ক্যাপ্টেন পদে নিয়োগ দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনস্।https://dailyhotjobs.com/us-bangla-airlines-job-circular/ব...
09/10/2022

কেবিন ক্রু ও ক্যাপ্টেন পদে নিয়োগ দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনস্।
https://dailyhotjobs.com/us-bangla-airlines-job-circular/
বিস্তারিত উপরের লিঙ্ক-এ

আবেদন করুন এখানে ক্লিক করে।

দেশে পৌঁছেছে চালু হতে যাওয়া নতুন বাংলাদেশী এয়ারলাইন্স এয়ার এ্যাস্ট্রা'র প্রথম উড়োজাহাজ এটিআর ৭২-৬০০ (S2-STB)। বুলগেরিয়ার...
08/10/2022

দেশে পৌঁছেছে চালু হতে যাওয়া নতুন বাংলাদেশী এয়ারলাইন্স এয়ার এ্যাস্ট্রা'র প্রথম উড়োজাহাজ এটিআর ৭২-৬০০ (S2-STB)। বুলগেরিয়ার সোফিয়া থেকে বুধবার রওনা হয়ে মিশরের কায়রো, ওমানের মাসকাট ও ভারতের আহমেদাবাদ হয়ে শুক্রবার বিকাল ৪ টায় ঢাকা পৌঁছে উড়োজাহাজটি। ছবি: রায়হান আহমেদ

A Good News for ALLNOVOAIR Jashore route’s fare has been reduced to 3,199 BDTCall: 01967 101 101 +88 01967 101 101
05/09/2022

A Good News for ALL

NOVOAIR Jashore route’s fare has been reduced to 3,199 BDT
Call: 01967 101 101
+88 01967 101 101

https://bangla.thedailystar.net/abroad/travel/news-379331 #.Yu8tUd72pgM.whatsapp
07/08/2022

https://bangla.thedailystar.net/abroad/travel/news-379331 #.Yu8tUd72pgM.whatsapp

ঢাকা থেকে পুনরায় ব্যাংকক রুটে ফ্লাইট চালু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

OFFER♦️ OFFER♦️OFFER♦️on 01 July to 10 July for the sectors:JSR-DAC - 2900  BDTBZL-DAC - 2900  BDTSPD-DAC - 2900 BDTRJH-...
20/06/2022

OFFER♦️ OFFER♦️OFFER♦️
on 01 July to 10 July for the sectors:

JSR-DAC - 2900 BDT
BZL-DAC - 2900 BDT
SPD-DAC - 2900 BDT
RJH-DAC - 2900 BDT

Call : 01967 101 101

Per adult BDT 2,900 per way
System ready and available for sale.

Happy selling!!!

প্রেস রিলিজতারিখ: ২৩ মে, ২০২২০১ জুন থেকে বিমানের ওয়েব চেক-ইন শুরু। সম্মানিত যাত্রীগণের সুবিধার্থে বিমান বাংলাদেশ এয়ারলাই...
23/05/2022

প্রেস রিলিজ
তারিখ: ২৩ মে, ২০২২
০১ জুন থেকে বিমানের ওয়েব চেক-ইন শুরু।

সম্মানিত যাত্রীগণের সুবিধার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ০১ জুন, ২০২২ তারিখ থেকে অভ্যন্তরীণ রুটের যাত্রীদের জন্য ওয়েব চেক-ইন সেবা চালু করতে যাচ্ছে। এর মাধ্যমে সম্মানিত যাত্রীবৃন্দ নিজেরাই তাদের পছন্দের আসনসহ ডিজিটাল বোর্ডিং পাশ বের করতে পারবেন। ফলে বিমানবন্দরে বোর্ডিং পাশ সংগ্রহের জন্য যাত্রীদের অপেক্ষার সময় কমে আসবে।

বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com-এ প্রবেশ করে ওয়েব চেক-ইন এর জন্য নির্ধারিত অপশন থেকে ফ্লাইট ছাড়ার পূর্ববর্তী সর্বোচ্চ ২৪ ঘন্টা এবং সর্বনিম্ন ৩ ঘন্টার মধ্যে ওয়েব চেক-ইন করা যাবে। তবে যদি কোন যাত্রী ২৪ ঘন্টার মধ্যে রিটার্ন ফ্লাইটে ভ্রমণ করেন সেক্ষেত্রে প্রথম যাত্রা সমাপ্তির পর রিটার্ন যাত্রার জন্য পুনরায় ওয়েব চেক-ইন করতে হবে। ওয়েবসাইট থেকে ওয়েব চেক-ইন সম্পন্নের পর প্রাপ্ত ডিজিটাল বোর্ডিং পাশ বিমানবন্দরের ওয়েব চেক-ইন কাউন্টারে দেখিয়ে অথবা প্রিন্ট করে জমা দিয়ে বোর্ডিং কার্ডের হার্ডকপি সংগ্রহ করতে হবে।

সম্মানিত যাত্রীগণকে ফ্লাইট ছাড়ার সর্বনিম্ন এক ঘন্টা পূর্বে বিমানবন্দরের ওয়েব চেক-ইন কাউন্টারে ব্যাগেজ জমা দিতে হবে এবং বোর্ডিং কার্ডের হার্ডকপি সংগ্রহ করতে হবে।
উল্লেখ্য, ওয়েব চেক-ইন এর পাশাপাশি সাধারণ চেক-ইন ব্যবস্থাও চালু থাকবে। অভ্যন্তরীণ রুটের পাশাপাশি ০১ জুলাই, ২০২২ তারিখ থেকে পর্যায়ক্রমে আন্তর্জাতিক রুটেও ওয়েব চেক-ইন ব্যবস্থা চালু করা হবে।

The National Flag Carrier of Bangladesh.

 # Quarantine_Free_Indian_Travel_Newsকরোনা শনাক্তের সংখ্যা কমতে শুরু করায় আন্তর্জাতিক ভ্রমণ বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান...
12/02/2022

# Quarantine_Free_Indian_Travel_News

করোনা শনাক্তের সংখ্যা কমতে শুরু করায় আন্তর্জাতিক ভ্রমণ বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

আজ বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে, করোনার টিকার সম্পূর্ণ ডোজ নেওয়া থাকলে বাংলাদেশ ও নেপালসহ ৮২টি দেশের মানুষ কোয়ারেন্টিন ছাড়াই ভারত ভ্রমণ করতে পারবে। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে এ নির্দেশনা কার্যকর করা হবে।

নতুন নির্দেশনায় বিমানবন্দর বা স্থলবন্দরে পৌঁছানোর পর ৭ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন বাতিল করা হয়েছে। পাশাপাশি, 'ঝুঁকিপূর্ণ' দেশ থেকে ভ্রমণকারীদের বাধ্যতামূলক অন এরাইভাল করোনা পরীক্ষার প্রয়োজন হবে না।

ডি-বোর্ডিংয়ের পরে বিমান যাত্রীদের ২ শতাংশের নমুনা সংগ্রহ করা হবে। তবে এই যাত্রীরা আরটি-পিসিআর পরীক্ষার ফলের জন্য অপেক্ষা না করে বিমানবন্দর ছেড়ে যেতে পারবেন।

যাত্রীদের আগমনের পর অষ্টম দিনে করোনা পরীক্ষা করানো বা পরীক্ষার ফল সরকারি পোর্টালে আপলোড করার নিয়মও আর থাকছে না।

যদিও ভ্রমণকারীদের যাত্রার ৭২ ঘণ্টা আগে আরটি-পিসিআরে পরীক্ষা করা করোনা নেগেটিভ রিপোর্ট আপলোড করতে হবে। বিকল্প হিসেবে করোনার টিকার সম্পূর্ণ ডোজ নেওয়ার সনদপত্রও আপলোড করা যাবে।

Address

Suite 1311, Mouchak Tower (12th Floor) , Malibagh
Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when Travel Air-ট্রাভেল এয়ার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travel Air-ট্রাভেল এয়ার:

Videos

Share

Category

TRAVEL AIR

We are trusted and reliable for tour package and all kinds of ticket and visit visa solutions

Nearby travel agencies


Other Travel Agencies in Dhaka

Show All