23/03/2024
ঈদের ছুটিতে দার্জিলিং ও মিরিক ভ্রমণ
অভিজ্ঞ ও ফ্যামিলি ফ্রেন্ডলি ট্যুর অপারেটর View BD Tours
দার্জিলিং এর সৌন্দর্য্য নিয়ে বেশি কিছু বলার দরকার নেই, পাহাড়ী রূপ-মাধুর্য্যে মন হারিয়ে যাবার মতো সৌন্দর্য্যে ভরপুর এই দার্জিলিং।
এখানে পাহাড় আর মেঘের যেন মিতালী চলে সারাক্ষণ, প্রায় সাত হাজার ফুট উঁচুতে অবস্থিত দার্জিলিং যেন পর্যটক স্বর্গ। আর হবেই না কেন দার্জিলিং এর পাহাড়ী সৌন্দর্য্য পর্যটকদের মাতিয়ে রাখে সারাক্ষণ, সেজন্য পর্যটকরাও ছুটে আসে বার বার দার্জিলিং এর টানে।
আমাদের এই ট্যুরটি বাংলাবান্ধা / চ্যাংড়াবান্ধা বর্ডার দিয়ে করা হবে। কারো অন্য পোর্ট থাকলে সমস্যা নেই মাত্র ৩০০ টাকা দিয়ে পোর্ট এড করা যাবে (পোর্ট এড ফি আমাদের প্যাকেজের অন্তর্ভুক্ত নয়)
#দার্জিলিং নিয়ে আমাদের প্লানঃ
যাত্রা শুরুঃ
১২ এপ্রিল রাতের বাসে কল্যাণপুর থেকে।
যাত্রা শেষঃ
১৭ এপ্রিল সকালে ঢাকা এসে নামবো।
#খরচ:
> ভ্রমন খরচঃ ১৯,৯০০ টাকা জনপ্রতি (৩ জন শেয়ার ব্যাসীস)
> ভ্রমন খরচঃ ২০,৯০০ টাকা জনপ্রতি (২ জন শেয়ার ব্যাসীস)
#নোট: মৌখিক কনফার্মেশন গ্রহনযোগ্য নয়, অগ্রিম টাকা পাঠিয়ে কনফার্ম করতে হবে।
বুকিং মানি ১০০০০ টাকা (অফেরতযোগ্য) জমা দিয়ে আসন নিশ্চিত করতে হবে।
বিকাশ এর ক্ষেত্রে ১০১০০ টাকা পাঠাতে হবে।
#ট্যুর সংক্রান্ত যেকোন কিছু জানতে এবং বুকিং দিতে আমাদের ফোন করুনঃ
+8801850543180,
+8801831022199
# দার্জিলিং এ আমরা তিন-চারদিনে ঘুরবো:
১। জাপানিজ পিস টেম্পল
২। জাপানিস সিস প্যাগোডা
৩। রক গার্ডেন
৪। হিমালয়ান মাউন্টেনারিং ইন্সটিটিউট
৫। হিমালয়ান রেল স্টেশন
৬। টি গার্ডেন
৭। মিউজিয়াম
৮। চিড়িয়াখানা
৯। কাঞ্চনজঙ্ঘা (আবহাওয়া উপর নির্ভর)
১০। টয় ট্রেন (রাইড নিজ খরচে করা যাবে)
১১। টাইগার হিল
১২। বাতাসিয়া লুপ
১৩। ডালি মনেষ্ট্রি
১৪। ঘুম স্টেশন
১৫। তেনজিং রক
১৬। মিরিক লেক
# এই টাকার মধ্যে যা যা অর্ন্তুভুক্তঃ
* ঢাকা-শিলিগুড়ি-ঢাকা (এসি বাসের টিকিট)
* সব ধরনের ট্রান্সপোর্ট খরচ
* ঘুরে বেড়ানোর জন্য ট্রান্সপোর্ট
* ১৩ তারিখ সকাল থেকে ১৬ তারিখ বিকেল পর্যন্ত প্রতি দিন ৩ বেলা খাবার খরচ।
* সকল ধরনের এন্ট্রি ফি।
* হোটেল খরচ।
* একজন হোস্ট যিনি পুরো ট্যুরে সার্বক্ষনীক সাথে থাকবেন।
* গাইড খরচ।
# যা অন্তর্ভুক্ত নয়:
- যেকোন ব্যক্তিগত খরচ (লন্ড্রী, টেলিফোন বিল, মিনারেল ওয়াটার, যেকোন ধরনের হার্ড ড্রিংক্স)
- ভিসা ফি
- সরকার নির্ধারিত ট্রাভেল ট্যাক্স (১০০০ টাকা)
- ঢাকা-শিলিগুড়ি-ঢাকা বাস জার্নি ও বাস বিরতির সময় খাবার (আসার দিন রাতের খাবারও থাকবে না প্যাকেজে)
- বর্ডারে কোন ধরনের স্পিড মানি
- টয় ট্রেন এবং টুরিস্ট স্পটে অন্য কোনো ধরনের রাইড খরচ
- ট্যুর প্ল্যানের বাহিরে এক্সট্রা সাইটসিয়িং-এর খরচ
- প্রাকৃতিক দুর্যোগের কারনে যদি কোন খরচ বেড়ে যায়।
- এন্ট্রি ফি, ভিসা ফি
- কোন ধরনের পোর্ট এড এর খরচ
- ট্যুর ফী এর অর্ন্তুভুক্ত নয় এমন যেকোন খরচ ।
# বিস্তারিত ট্যুর প্লান:
১২/০৪/২০২৪ ইং তারিখ
রাতে কল্যানপুর/গাবতলী বাস কাউন্টার থেকে বুড়িমারি বর্ডারের উদ্দেশ্যে রওয়ানা।
Breakfast (No), Lunch (No), Dinner (No)
দিন ১ (১৩/৪/২৪)
সকালে বর্ডারে পৌছে সকালের নাস্তা সেরে নিবো। বর্ডারের সকল ফর্মালিটিজ শেষ করে শিলিগুড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু। বর্ডারে ইমিগ্রেশন এ বেশ কিছু সময় লাগবে। শিলিগুড়ি পৌছে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খাবো। খাবার শেষে টাটা সুমোতে করে দার্জিলিং এর উদ্দেশ্যে যাত্রা শুরু। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার রাস্তাটাই হবে আপনার জন্য বিস্ময়ের কিছু যা ট্যুর শেষে মনে রাখবেন। দার্জিলিং পৌছে পুর্ব নির্ধারিত হোটেলে চেক ইন। হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে রাতের খাবারের উদ্দেশ্যে বের হয়ে যাবো। রাতের খাবার শেষে আবারো হোটেলে ফিরে আসবো।
Breakfast (Yes), Lunch (Yes), Dinner (Yes)
দিন ২ (১৪/৪/২৪)
খুব ভোরে ঘুম থেকে উঠে পুর্ব নির্ধারিত গাড়িতে করে সাইট সিয়িং এ বের হবো। প্রথমে চলে যাবো জাপানিজ টেম্পল এ। সেখান থেকে চলে যাবো রক গার্ডেন এ। যাওয়ার পথটা কেমন হবে সেটা না হয় গিয়েই দেখবেন। রক গার্ডেন ঘুরে চলে আসবো শহরে। দুপুরের খাবার শেষ করে একে একে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইন্সটিটিউট, জুওলজিক্যাল পার্ক, রোপওয়ে, তেনজিং রক ঘুরে দেখবো। সন্ধ্যার মধ্যে হোটেলে ফিরবো। সন্ধ্যাটা নিজের মত কাটাবো, চাইলে নিজের মত শপিং করতে পারেন। রাতের খাবার খেয়ে দ্রুত ঘুমিয়ে পড়বো কারন খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে।
Breakfast (Yes), Lunch (Yes), Dinner (Yes)
দিন ৩ (১৫/৪/২৪)
ভোর ৪টা নাগাদ গাড়ি হোটেল এর সামনে চলে আসবে। এবারের গন্তব্য টাইগার হিল। টাইগার হিল থেকে সকালের সুর্যোদয় ও বহুল প্রতিক্ষীত কাঞ্চনজঙ্গা দেখবো। টাইগার হিল এ সবাইকে কফি দেওয়া হবে। তারপর চলে আসবো বাতাসিয়া লুপ, সেখান থেকে চলে যাবো ঘুম মন্সট্রি, ঘুম স্টেশন। টয় ট্রেন দেখে সকালের নাস্তা সেরে হোটেল এ ফিরে আসবো। বিকেলটা সবাই নিজেদের মত ঘুরে বেড়াবেন, চাইলে শপিং করতে পারেন।
Breakfast (Yes), Lunch (Yes), Dinner (Yes)
দিন ৪ (১৬/৪/২৪)
খুব সকালে জীপে করে মিরিকের উদ্দেশ্যে যাত্রা শুরু। মিরিকেই সকালের নাস্তা সেরে নিবো। মিরিক এ কিছুক্ষন কাটিয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিবো। শিলিগুড়ি পৌছে দুপুরের খাবার খেয়ে জীপে করে বর্ডারের উদ্দেশ্যে যাত্রা শুরু। বর্ডারের সকল ফর্মালিটিজ শেষ করে সন্ধ্যার বাসে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু। মূলত এখানেই ট্যুরের সমাপ্তি।
Breakfast (Yes), Lunch (Yes), Dinner (No)
১৭/৪/২০২৪ ইং তারিখে
ইনশাল্লাহ সকাল ৭টার মধ্যে ঢাকায় পৌঁছে যাবো।
Breakfast (No), Lunch (No), Dinner (No)
#আপনার প্যকেজটি তিনটি উপায়ে বুকিং কনফার্ম করতে পারেনঃ
১। সরাসরি অফিসে টাকা জমা দিয়ে বুকিং করুন :
অফিস ঠিকানাঃ
ক-৬৬/৪, ক্যামব্রিজ স্কলারস স্কুল ভবন, নূরানী মসজিদ রোড, কুড়িল চৌরাস্তা, যমুনা ফিউচার পার্কের নিকটে, ভাটার, ঢাকা- ১২২৯।
২। ব্যাংক ডিপোজিট এর মাধ্যমে বুকিং কনফার্মঃ
Bank Account:
Account Name: View BD Tours
Account No: 147.110.0027965
Branch Name: Basundhara, Dhaka
৩। বিকাশ কিংবা নগদ এর মাধ্যমে বুকিং কনফার্মঃ
01850543180 (Bkash-Personal)
01717326378 (Nagad Marchent)
ক্যান্সেলেশান পলিসিঃ
১। ট্যুর শুরুর ১৫দিন পূর্বে ক্যান্সেল করলে ফুল রিফান্ড
২। ট্যুর শুরুর ১০-১৫ দিন পূর্বে ক্যান্সেল করলে ৫০% পেমেন্ট করতে হবে।
৩। ট্যুর শুরুর ৫-১০ দিনের মধ্যে ক্যান্সেল করলে ৭৫% পেমেন্ট করতে হবে।
৪। ট্যুর শুরুর ১-৫ দিনের মধ্যে ক্যান্সেল করলে ফুল টাকা পেমেন্ট করতে হবে।
Child Policy:
1. Age above 10 Years Full Tour Fee (Food, Transport, Bus, Hotel Included)
2. Age 5-10 Years 80% Tour Fee (Food, Bus & Transport Included)
3. Age below 5 Years 25% Tour Fee (Only Bus Included)
# ভিসা:
দার্জিলিং ভ্রমনের জন্য আপনাকে অবশ্যই চ্যাংড়াবান্ধ্যা/ফুলবাড়ী/নিউ জলপাইগুড়ি বর্ডার দিয়ে ভিসা করা থাকতে হবে। যাদের এই পোর্ট এ ভিসা করা আছে তারা দ্রুত বুকিং মানি পাঠিয়ে আপনার প্যাকেজটি কনফার্ম করে ফেলুন। আর যাদের ভিসা করা নাই তাদের ভিসা প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা সহযোগীতা করবো।
# ভারতীয় ভিসা করার জন্য যেসকল কাগজপত্র লাগবেঃ
১। মিনিমাম ৬ মাস মেয়াদি পাসপোর্ট
২। বর্তমান বাসার বিদ্যুৎ বিলের কপি/গ্যাস বিলের কপি/পানি বিলের কপি
৩। ব্যাংক স্টেটমেন্ট (মিনিমাম ২০,০০০ টাকা থাকতে হবে)। ব্যাংক একাউন্ট না থাকলে ডলার এন্ড্রোসমেন্ট (১৫০ ডলার)
৪। চাকুরীজিবীদের ক্ষেত্রে NOC, ব্যাবসায়ীদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স, স্টুডেন্টদের ক্ষেত্রে স্টুডেন্ট আইডি কার্ড, সরকারি কর্মকর্তার ক্ষেত্রে GO.
৫। জাতীয় পরিচয়পত্র কিংবা জন্মনিবন্ধনের কপি।
৬। ২*২ সাইজের ছবি।
৭। পুরাতন পাসপোর্ট থাকলে সেটাও সাথে জমা দিতে হবে।
৮। ভিসা আবেদন ফর্ম।
# কনফার্ম করার ডেডলাইন:
কনফার্ম করার শেষ তারিখ ৩০ মার্চ (আসন খালি থাকা সাপেক্ষে), তবে যতদ্রুত কনফার্ম করা যাবে ততই ভালো।
#খাবার দাবার:
খাবারের ক্ষেত্রে হালাল খাবার এর জন্য আমরা হোটেল ইসলামিয়াতে খাওয়াবো দার্জিলিং এ।
# ট্যুর সম্পর্কিত কিছু কথা:
* আপনাকে অবশ্যই মানিয়ে চলা এবং সামাজিক মানুষ হতে হবে কারণ বন্ধুত্বপূর্ণ মনোভাব ই পারে একটি গ্রুপ ট্যুরকে প্রাণবন্ত করে তুলতে যদি আপনি মনে করেন আপনি সামাজিক নয় এবং সেক্রিফাইস মাইন্ডের নয় তাহলে ট্যুরে আসার আগে আরেকবার ভেবে নিবেন অথবা এ্যাডমিনের সাথে কথা বলে নিন।
* আমরা টাটা সুমো/মারুতি সুজোকি গাড়ী নিয়ে ঘুরবো সেক্ষেত্রে একটি টাটা সুমোতে লোকাল ১০ জন বসে কিন্তু আমরা কমফোর্টের জন্য ৭/৮ জন করে বসবো। বসার ক্ষেত্রেও সামনে পিছে সবাইকে পরিবর্তন করে বসার মানসিকতা থাকতে হবে।
* ট্যুরে থাকাকালীন সময় ঘুরোঘুরিকে সর্বোচ্চ প্রাধান্য দিতে গিয়ে অনেক সময় দুপুরের খাবার খেতে কিছুটা দেরি হয় এবং অনেক সময় সাধারণ হোটেলে খাবার দাবার সেরে নিতে হয় এই ব্যাপারটা সবাই মেনে নেওয়ার মানসিকতা রাখবেন কারণ ঘুরোঘুরি সবার আগে ।
* ট্যুরে প্রাকৃতিক দুর্যোগ, গোলাযোগ, রাস্তায় জ্যাম এসব কারণে কোন সমস্যা হলে সবাই মানিয়ে নেওয়ার মানসিকতা রাখবেন । মনে রাখবেন সবার সহযোগীতায় একটি সুন্দর ট্যুর হয়। প্রাকৃতিক দুযোর্গ, এক্সিডেন্ট বা যানজট এসবের উপরে আমাদের যেহেতু কোন হাত নেই তাই এসব ব্যাপারে অযথা দোষারোপ না করে বরং সিচুয়েশন থেকে বের হবার ব্যাপারে সবার সহযোগীতা কাম্য।
* বাসের আসন কনফার্ম করার ভিত্তিতে বন্টন করা হবে।
* এক্ষেত্রে সবার সহযোগীতা কাম্য । মনে রাখবেন আপনাকে সর্বোচ্চ ভালো ভ্রমণ অভিজ্ঞতা দিতেই আমাদের প্লানগুলো সেভাবে সাজানো হয় সেজন্য প্রয়োজনমতে প্লান কিছুটা পরিবর্ধন পরিমার্জন করা হলে সেটা পজিটিভ দৃষ্টিতে দেখার অনুরোধ থাকবে।
* বর্ডারগুলোতে অনেক সময় অতিরিক্ত সময় লাগার কারণে প্লানে কিছুটা সমস্যা হয় সেক্ষেত্রে সবার সহযোগীতা পেলে সবকিছু প্লান মতো করা সম্ভব হবে।
* কনফার্ম করার পরও কোন কারণে ভিসা না পেলে বুকিংকৃত টাকা ফেরত দেওয়া হবে।
#যেহেতু গ্রুপ ট্যুর সেক্ষেত্রে সবক্ষেত্রে মানিয়ে চলার মনমানসিকতা থাকতে হবে। সব ক্ষেত্রেই নাক সিটকানো স্বভাবের লোক এই ট্যুর থেকে দূরে থাকুন। আমরা চাই সবার সহযোগীতায় সুন্দর একটি ট্যুর করতে।
যাওয়ার পুর্বে যেগুলো নিতে হবেঃ
১। প্রথমে প্রয়োজনীয় সকল ডকুমেন্টস চেক করে নিতে হবে। (পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, পেশা প্রমাণপত্র সহ সকল প্রয়োজনীয় কাগজপত্র ৩-৪ কপি করে নিতে হবে)।
২। কাপড় যত কম নেওয়া যায় তত ভালো।
#যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবেঃ
১। স্থানিয়দের সাথে কোনভাবেই তর্কে যাওয়া যাবে না।
২। ভ্রমনের সময় কোন ধরনের মাদকদ্রব্য বহন করা যাবে না।
৩। মজা আমরা অবশ্যই করব তবে সেটা যেন সীমা অতিক্রম না করে। কোন ধরনের অশ্লীলতা বরদাস্ত করা হবে না।
৪। দলগত ভাবে ঘুরে বেড়াবো।
৫। হোটেলে শেয়ার ব্যাসিস সবাইকে মিলেনিশে থাকতে হবে। মেয়েদের জন্য আলাদা রুমের ব্যাবস্থা থাকবে। (প্রতিরুমে ৩/৪ জন)
৬। খাবারের মান যতটা ভাল করা যায় চেষ্টা করা হবে।
৭। পরিস্থিতির উপর নির্ভর করে যেকোন সিদ্ধান্ত সবার সাথে আলোচনা সাপেক্ষে নেওয়া হবে এবং সেক্ষেত্রে এডমিনের সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গন্য হবে।
৮। যত্রতত্র ময়লা না ফেলে একটা নির্দিস্ট স্থানে ফেলব।
৯। সর্বোপরি সবার সহযোগিতা ও আন্তরিকতায় ট্যুর সুন্দর ও সাফল্যমন্ডিত করা সম্ভব আশা করি সবাই করবেন।
#আমাদের সাথে কেন ভ্রমন করবেন???
আমরা অভিজ্ঞ এবং ফ্যামিলি ফ্রেন্ডলি। আর তাদের সাথে ট্যুরে গিয়ে সর্বচ্চ নিরাপত্তা অনুভব করতে পারবেন। উন্নত মানের হোটেল এবং আরামদায়ক ভ্রমণ।
#আমাদের ট্যুর কেন অন্যদের থেকে আলাদা তার কিছু কারন হলোঃ
১। ট্যুর চলাকালীন একজন হোষ্ট সার্বক্ষনীক গ্রুপের সাথে থাকেন যার ফলে কারো কোন সমস্যা হলে সাথে সাথে তার সমাধানের চেষ্টা করা হয়।
২। আমাদের প্রতিটি ট্যুর অত্যন্ত প্ল্যান মাফিক হয়ে থাকে। সবক্ষেত্রে পরিকল্পনামাফিক লোকাল ট্রান্সপোর্ট, হোটেল সবকিছুর ব্যাবস্থা আগ থেকেই রেডি করা থাকে যার কারনে কোথাও কোন ধরনের ভোগান্তি পোহাতে হয় না।
৩। ভালো মানের হোটেলের ব্যাবস্থা করা হয়ে থাকে।
৪। ট্যুর প্ল্যান এ যেসকল স্পট এর কথা উল্লেখ আছে প্রতিটা স্পট কাভার করা হয়।
৫। ট্যুর মেম্বারদের ঘুরাঘুরির ক্ষেত্রে যথেষ্ট সময় দেওয়া হয়।
৬। একটি সুন্দর ও আনন্দময় ট্যুরের জন্য আপ্রান চেষ্টা করা হয়।
৭। কোন ধরনের হিডেন চার্জ নেই।
৮। নিরাপত্তার ক্ষেত্রে ১০০% নজর দেওয়া হয়।
৯। সোজাকথা আপনি আপনার বন্ধুবান্ধব কিংবা পরিবারের সাথে ট্যুরে যেভাবে করতেন আমাদের ট্যুরগুলো সেভাবেই হয়ে থাকে।
#মনে রাখবেন সস্তা ট্যুর কখনই ভালো হয়না। আমাদের এই ট্যুর প্ল্যান আজ অবদি কোন এজেন্সী চিন্তাও করে নাই। ইনশা আল্লাহ আশা করছি এই ট্যুরটি আপনার জন্য স্মরনীয় একটি ট্যুর হবে।
লক্ষ্য করুনঃ
- আসন খালি থাকা সাপেক্ষে।
- এই ট্রিপ এ সবাই যেতে পারবেন (ছেলে/মেয়ে/ ফ্যামিলি/কাপল)।
- বুকিং সিরিয়াল অনুসারে বাস, লোকাল ট্রান্সপোর্ট ও হোটেল রুম সাজানো হবে। এই ক্ষেত্রে কোন ধরনের উজর আপত্তি চলবেনা।
View BD Tours
01850543180
01831022199
Best Wishes!!!