FLY ON TRAVELS

FLY ON TRAVELS এয়ার টিকেটিং, হোটেল বুকিং, ভিসা প্রসেসিং, ট্যুর প্যাকেজ, হেলিকপ্টার সার্ভিস।
(1)

01/06/2024
আলহামদুলিল্লাহ। আরও ৬ টি রোমানিয়ার ভিসা ডেলিভারি পেয়ে এয়ার টিকিট ও ম্যান পাওয়ার সহ ফ্লাইট এর জন্য প্রস্তুত করা হলো। যারা...
12/10/2023

আলহামদুলিল্লাহ।
আরও ৬ টি রোমানিয়ার ভিসা ডেলিভারি পেয়ে এয়ার টিকিট ও ম্যান পাওয়ার সহ ফ্লাইট এর জন্য প্রস্তুত করা হলো।
যারা ধৈর্য ধরে আমাদের সাথে ছিলেন আছেন থাকবেন তাদের উত্তম প্রতিদান অবশ্যই আমরা দিব। মহান আল্লাহ তা'আলা সবার রিজিকের রাস্তা প্রশস্ত করে দেক, আমিন।
ফ্লাই অন ট্রাভেলসের সাথে থাকার জন্য ধন্যবাদ।

আলহামদুলিল্লাহ। আমাদের আরও ৯ টি রোমানিয়ার ভিসা ডেলিভারি পেয়ে আগের ১১ জন সহ ২০ জনের ম্যানপাওয়ার ও এয়ার টিকেট  দিয়ে ফ্লাইট...
05/10/2023

আলহামদুলিল্লাহ।
আমাদের আরও ৯ টি রোমানিয়ার ভিসা ডেলিভারি পেয়ে আগের ১১ জন সহ ২০ জনের ম্যানপাওয়ার ও এয়ার টিকেট দিয়ে ফ্লাইট এর জন্য প্রস্তুত করা হয়েছে।
ধৈর্য ধরে ফ্লাই অন ট্রাভেলস এর সাথে থাকার জন্য ধন্যবাদ।

আলহামদুলিল্লাহ।তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্যের প্রতিযোগিতা করো এবং যুদ্ধের জন্য প্রস্তুত থাকো। আল্লাহকে ভয় করো, যাতে তোমর...
21/09/2023

আলহামদুলিল্লাহ।

তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্যের প্রতিযোগিতা করো এবং যুদ্ধের জন্য প্রস্তুত থাকো। আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফলকাম হতে পারো। (পারা: ৪, সূরা-৩ আলে ইমরান, আয়াত: ২০০)। ধৈর্য ধারণকারীর সাফল্য সুনিশ্চিত, কারণ আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীর সঙ্গে থাকেন; আর আল্লাহ রাব্বুল আলামিন যার সঙ্গে থাকবেন, তার সফলতা অবধারিত।

এতদিন ধৈর্য ধরে ফ্লাই অন ট্রাভেলসের সাথে থাকার জন্য ধন্যবাদ।

**আগামী ৭ই অক্টোবর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের মধ্য দিয়ে আরো একধাপ এগিয়ে যাবে...
14/09/2023

**আগামী ৭ই অক্টোবর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের মধ্য দিয়ে আরো একধাপ এগিয়ে যাবে বাংলাদেশ।
এরি মধ্যে তৃতীয় টার্মিনালকে কেন্দ্র করে ঢাকা থেকে বিশ্বের ৩১ টি নতুন এয়ারলাইন্স তাদের ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ।
1. Lufthansa Airlines ( Germany)
2. ITA Airways ( Italy)
3. Swiss Air ( Switzerland)
4. virgin Atlantic ( UK)
5. British Airline ( UK)
6.American Airlines ( USA)
7. Cyprus Air ( Cyprus)
8. Finn Air ( Finland)
9. Royal Brunei Air ( Brunei)
10. Japan Airlines ( Japan)
11. Korean Air ( South Korea)
12. Azur Air ( Russia)
13.Air Canada ( Canada)
14. ANA air ( Japan)
15.Qantas Airlines ( Australia)
16. Spirit of Australia Airlines ( Australia)
17.Air France ( France)
18. United Air ( USA)
20.Alaska Air ( Alaska)
European Airlines list
21. Wiss air ( Hungary)
22.KLM ( Netherlands)
23.Pegasus Airlines
24. Eurowings Airlines
25.EsyJet
26.LOT polish Airlines ( Poland)
27.Danish Air ( Denmark)
28. Greece Air ( Greece)
29. Austrian Airlines ( Austria)
30. TAROM Air ( Romania)
31.SAS Airlines ( Sweden)
বিশ্বের সকল বিমানের মিলনমেলায় পরিনত হবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।

💥 থাইল্যান্ড ভিসা নিয়ে সতর্কীকরণ 😔বরাবরই থাইল্যান্ডের ভিসা নিয়ে আমাদের পেইজে অনেক পোস্ট দেখবেন। একটা সময় থাইল্যান্ডের...
30/08/2023

💥 থাইল্যান্ড ভিসা নিয়ে সতর্কীকরণ 😔

বরাবরই থাইল্যান্ডের ভিসা নিয়ে আমাদের পেইজে অনেক পোস্ট দেখবেন। একটা সময় থাইল্যান্ডের ভিসা পেতে, কোন সমস্যা হতো না। কিন্তুু বর্তমানে থাইল্যান্ডের ভিসা পেতে একটু সমস্যা হচ্ছে। থাইল্যান্ডের এম্বাসির নির্দিষ্ট ওয়েবসাইটে যে ডকুমেন্ট লিস্ট দেওয়া আছে, এগুলা ছাড়াও এম্বাসি চাইলে যেকোন ডকুমেন্ট যে কোন সময় দাবি করতে পারে। ভিসার প্রয়োজন হলে আপনাকে এম্বাসির চাহিদা অনুযায়ী সকল নির্ভুল ডকুমেন্ট দিতে হবে। তা না হলে ভিসা পেতে সমস্যা হতে পারে।

আগে ভিসা পেতে সময় লাগত ৫ থেকে ৭ দিন। আর এখন ভিসা পেতে সময় লাগতেছে ১০ থেকে ১৫ দিন। আমরা অনেকেই আছি যারা কিনা মনে করি এই ডকুমেন্ট ওই ডকুমেন্ট না দিয়েও ভিসা করাতে পারবো, এটা সম্পূর্ণ ভুল। ভিসা পেতে হলে সব ডকুমেন্ট নির্ভুলভাবে জমা দিতে হবে। আর নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে।

আপনার কোন ডকুমেন্ট দেখে যদি, এম্বাসির কাছে মনে হয়, যে ঐ ডকুমেন্টটা অরজিনাল না তার জন্য এম্বাসি চাইলে, আপনার ভিসা না দিয়ে পাসপোর্টে BL দিয়ে দিতে পারে।

🔥 বিঃদ্রঃ Lost passport, BL, VL, WL এসব ফাইল এখন এম্বাসি জমা নিচ্ছে না।

ভিসা সংক্রান্ত যেকোনো তথ্য ও ভিসার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া এয়ার টিকেট, কাস্টম ট্যুর প্যাকেজ, হোটেল বুকিং এর জন্য ও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

ইতালিতে "FLUSSI"🇮🇹 এর মাধ্যমে আসার আবেদনের সম্ভাব্য "ক্লিক ডে" তারিখ ঘোষনা করা হয়েছে।আগামী বছর ২০২৪ সালে ইতালিতে কর্মী ন...
08/08/2023

ইতালিতে "FLUSSI"🇮🇹 এর মাধ্যমে আসার আবেদনের সম্ভাব্য "ক্লিক ডে" তারিখ ঘোষনা করা হয়েছে।
আগামী বছর ২০২৪ সালে ইতালিতে কর্মী নেয়ার আবেদন শুরু হবে ফেব্রুয়ারি মাসে!
👉 সিজনাল বা এগ্রিকালচার ক্লিক ডে ১২ ফেব্রুয়ারী সকাল ৯ টায় থেকে সম্ভাব্য তারিখ।
👉 নন সিজনাল বা স্পন্সর ক্লিক ডে ৭ ফেব্রুয়ারী সকাল ৯ টা থেকে সম্ভাব্য তারিখ।🇮🇹

এখন থেকে রোমানিয়ার ভিসার জন্য বাংলাদেশিদের দিল্লির (ইন্ডিয়া) দূতাবাসে স্ব-শরীরে  উপস্থিত হয়ে ফিঙ্গার প্রিন্ট ও  বায়োমেট্...
24/05/2023

এখন থেকে রোমানিয়ার ভিসার জন্য বাংলাদেশিদের দিল্লির (ইন্ডিয়া) দূতাবাসে স্ব-শরীরে উপস্থিত হয়ে ফিঙ্গার প্রিন্ট ও বায়োমেট্রিক সহ আবেদনপত্র জমা করতে হবে।

04/04/2023
🇷🇴🇷🇴 রোমানিয়ার কনসুলার অফিসার মিস্টার কশমির জানিয়েছেন 🇷🇴🇧🇩সবাইকে শুভ সন্ধ্যা, আপনারা যারা জানেন না আমি কে, আমি ঢাকায় ...
23/03/2023

🇷🇴🇷🇴 রোমানিয়ার কনসুলার অফিসার মিস্টার কশমির জানিয়েছেন 🇷🇴🇧🇩

সবাইকে শুভ সন্ধ্যা, আপনারা যারা জানেন না আমি কে, আমি ঢাকায় রোমানিয়ান কনস্যুলার দলের সমন্বয়কারী কসমিন উঙ্গুরিয়েনু।
আমি যতটা সম্ভব স্বচ্ছ হতে চাই তাই আমি আপনার সকলের সাথে যোগাযোগ করে, নিয়োগকারী, এজেন্সি এবং প্রার্থীদের সাথে যোগাযোগ করে আমি যেভাবে শুরু করেছি সেভাবেই চালিয়ে যাচ্ছি।
প্রথম সপ্তাহে আমি 120 টিরও বেশি এজেন্টের সাথে অফিসে একটি মিটিং করেছি: আমি বিশেষভাবে বলেছিলাম যে আমরা এখানে ভিসা দিতে এসেছি, প্রত্যাখ্যান নয়, তবে এটি উভয় পক্ষের প্রচেষ্টায় আসে। 2 সপ্তাহ পরে মনে হয় কেউ শোনেনি।
তাই আমি স্পষ্ট করার চেষ্টা করব:
- কোন জাল কাগজপত্র!
- ইংরেজিতে কিছু প্রশ্নের উত্তর দিতে না পারলে ইন্টারভিউতে আসবেন না!
- এমনকি আমাদের অনুবাদক আছে, তারা রোমানিয়ায় প্রার্থীর সাথে যাবে না! প্রার্থীকে জানতে হবে তিনি কোথায় যাচ্ছেন কেন!
- রোমানিয়াতে একটি কোম্পানিকে প্রার্থীকে স্বাগত জানাতে হবে এবং তার ব্যবস্থা করতে হবে। শূন্য কর্মচারী সহ একটি কোম্পানি কাউকে মিটমাট করতে পারে না। আপনি অনলাইনে আপনার রোমানিয়ান কোম্পানির বিবরণ দেখতে পারেন: https://www.listafirme.ro/
- আমাকে বলবেন না আপনি বর্মন যাচ্ছেন এবং একটি ককটেল নাম বলতে পারবেন না!
- জিনিস পরিবর্তন! আমি প্রথম দিন থেকেই এটি আন্ডারলাইন করেছি। আপনার স্বপ্ন ভুয়া এজেন্টদের দ্বারা নষ্ট হতে দেবেন না!
- রোমানিয়ার প্রচুর কর্মী দরকার, পলাতক নয়!
- যারা কাজের অনুমতি নিয়ে জুলাই থেকে অপেক্ষা করছেন এবং ইংরেজি বা রোমানিয়ান ভাষায় 3টি বাক্যাংশ বলতে পারেন না তারা গুরুতর প্রার্থী নন!

সংস্থার জন্য! আমি আন্ডারলাইন করেছি যে সিরিয়াস কোম্পানির বিভিন্ন স্লট থাকবে কারণ আমি এখানে ভিসা দিতে এসেছি।
তবে আমি তাদের প্রাপ্য প্রমাণ করার জন্য সবার জন্য অ্যাপয়েন্টমেন্ট করব।
আজ 4টি এজেন্সির 75 জন, জুন পারমিট নিয়ে ইন্টারভিউতে হাজির হননি! ওই ৩টি এজেন্সি আমাদের সঙ্গে অন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট পাবে না।
আমাদের কাজকে সম্মান করুন এবং বাংলাদেশের জনগণকে সম্মান করুন যারা একটি স্বপ্নের জন্য বিপুল অর্থ প্রদান করছে! তাদের সাহায্য করুন রোমানিয়ায় কাজ করতে যেতে, সেখানে গিয়ে দৌড়াতে নয়!
অযোগ্য শ্রমিকের জন্য 550 USD এর আবাসন এবং খাবারের বেতন যথেষ্ট বেশি!

Sursă de baze de date conţinând firme româneşti ce activează în diferite domenii. Informaţii de contact, financiare, procese, datorii, apartenenţă la grupuri.

23/03/2023

REGARDING ROMANIA CONSULATE BANGLADESH 🇷🇴

সবাই রোমানিয়ার ভিসার রেসিও নিয়ে কথা বলছে। কিন্তু কেউ কথা বলছে না রোমানিয়ায় পৌঁছে কিছু মানুষ কিভাবে তাদের ভিসার মর্যাদাকে অসম্মান করছে, কেউ কথা বলছে না যারা রিজেক্ট হল তারা, দূতাবাসের এজেন্টদের সঙ্গে বৈঠকের আগেই কীভাবে এই অ্যাপয়েন্টমেন্ট গুলো পেলেন? তারা কখনই কনস্যুলেটের নিয়োগ বিধি মানে অ্যাপয়েন্টমেন্ট গুলো পাননি। কনস্যুলার এর সাথে কথা বলতে গেলেই উনার একটাই কথা আমাদের বলতে থাকেন যে তিনি 2000 টির বেশি ইমেল পেয়েছেন কিন্তু বাইরের লোকদের প্রবল চাপের কারণে তিনি এগুলো যাচাই করতে পারেননি। শুধুমাত্র যাদের জুন আর জুলাই এর ফাইল আছে তাদের কে তিনি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন সেপ্টেম্বর পর্যন্ত তাও। উনাকে যখন বলা হল তাহলে জানুয়ারির ফাইল কিভাবে ঢুকল, এর জবাবে উনি খুব আপসেট হয়ে বললেন এটি ভিন্ন ব্যাপার, আপনি আপনার আগস্ট, সেপ্টেম্বর আর অক্টোবর মাসের পারমিট এর অ্যাপয়েন্টমেন্ট এর জন্য অপেক্ষা করেন আমি অবশ্যই তা দিব। এই যে কিছু মানুষ স্বাভাবিক পদ্ধতিকে প্রভাবিত করার চেষ্টা করছেন, এর শেষ পরিণতি যদি প্রত্যাখ্যান বা রিজেক্ট হয় তাহলে এর দায়ভার কে নিবে? গত বছরও আমরা তা দেখেছি। তাই রোমানিয়ার ওয়ার্ক পারমিট ভিসার জন্য যারা কাজ করছেন তাদের সকলকে বলব অনুগ্রহ করে অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত কনস্যুলারের নীতিকে সম্মান করার চেষ্টা করুন। ওয়ার্ক পারমিট ভিসার জন্য বর্তমানে বাংলাদেশের নাগরিকের জন্য 15000 ভিসা কোটা রয়েছে। কনস্যুলারের তথ্য অনুযায়ী 2023 সাল এর এখন পর্যন্ত বাংলাদেশের তাদের কাছে 8000টি ওয়ার্ক পারমিট রয়েছে। ভিসার জন্য আমাদের কিছু শর্ত পূরণ করার কথা বলা হয়েছে। একটি ভালিড ওয়ার্ক পারমিট, পিসিসি আর ইংলিশ এ দেয়া একটি ভাল ইন্টারভিউ। এই বিষয় গুরুত্ব বুঝতে পারলে সব কিছুই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।

আলহামদুলিল্লাহ রোমানিয়ার কন্সুলার টিম এখন বাংলাদেশে অবস্থান করছে ২/৩ দিনের ভিতর তারা তাদের কাজ শুরু করবে ইনশাআল্লাহ।
05/03/2023

আলহামদুলিল্লাহ রোমানিয়ার কন্সুলার টিম এখন বাংলাদেশে অবস্থান করছে ২/৩ দিনের ভিতর তারা তাদের কাজ শুরু করবে ইনশাআল্লাহ।

রোমানিয়ার একটি কনস্যুলার প্রতিনিধিদল আগামী ৫ মার্চ ঢাকায় আসবেন। তারা মার্চ হতে সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাস ঢাকায় অবস্থান ক...
03/03/2023

রোমানিয়ার একটি কনস্যুলার প্রতিনিধিদল আগামী ৫ মার্চ ঢাকায় আসবেন। তারা মার্চ হতে সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাস ঢাকায় অবস্থান করবেন। এসময় দেশটি ১৫ হাজারেরও বেশি বাংলাদেশিকে ভিসা দেবে বলে জানা গেছে।

গতকাল বৃহস্পতিবার (০২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এক সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
গত বছর রোমানিয়া থেকে একটি কনস্যুলার প্রতিনিধিদল ঢাকায় তিন মাস অবস্থান করে প্রায় ৫ হাজার ৪০০ ভিসা দেয়। ওই মিশন সফলভাবে পরিচালিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী বরাবর পুনরায় একটি কনস্যুলার মিশন পরিচালনার জন্যে অনুরোধ করেন।

মিডিয়া ব্রিফিংয়ে জানানো হয়েছে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী বরাবর পুনরায় একটি কনস্যুলার মিশন পরিচালনার জন্য অনুরোধ করে একটি চিঠি পাঠান। তারই পরিপ্রেক্ষিতে রোমানিয়া বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদান কার্যক্রম পরিচালনার জন্য মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ঢাকায় একটি সাময়িক কনস্যুলার মিশন পরিচালনার আগ্রহ প্রকাশ করে। এসময়ের মধ্যে তারা ১৫ হাজারেরও বেশি বাংলাদেশি নাগরিককে ভিসা দেবেন।

থাইল্যান্ড ভ্রমণ ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র।
26/02/2023

থাইল্যান্ড ভ্রমণ ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র।

গৌরবের মহিমায় অর্জিত বাংলা বর্ণমালা ❤️২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ৫২'এর ভাষা আন্দোলনে সকল ভাষা শহীদদের প...
21/02/2023

গৌরবের মহিমায় অর্জিত বাংলা বর্ণমালা ❤️
২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
৫২'এর ভাষা আন্দোলনে সকল ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

শ্রদ্ধান্তে:- ফ্লাই অন ট্রাভেলস্।

আলহামদুলিল্লাহ রোমানিয়ান কনস্যুলার টিম আসবে ফেব্রুয়ারিতে 🇷🇴🇪🇺❤️
03/02/2023

আলহামদুলিল্লাহ
রোমানিয়ান কনস্যুলার টিম আসবে ফেব্রুয়ারিতে 🇷🇴🇪🇺❤️

রোমানিয়ার জন্য ফাইল জমা নেওয়া হচ্ছে, আগ্রহী প্রার্থীগন যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।যোগাযোগঃ 01735414748
02/02/2023

রোমানিয়ার জন্য ফাইল জমা নেওয়া হচ্ছে, আগ্রহী প্রার্থীগন যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

যোগাযোগঃ 01735414748

আলহামদুলিল্লাহফ্লাই অন ট্রাভেলস এর মাধ্যমে আবারও রোমানিয়ার কাজের ভিসা গুলা ডেলিভারি পেলাম।  অসংখ্য ধন্যবাদ জানাই যারা এ...
16/01/2023

আলহামদুলিল্লাহ
ফ্লাই অন ট্রাভেলস এর মাধ্যমে আবারও রোমানিয়ার কাজের ভিসা গুলা ডেলিভারি পেলাম। অসংখ্য ধন্যবাদ জানাই যারা এতদিন ধৈর্য ধরে আমাদের সাথে ছিলেন আপনাদের সহযোগিতাই আমাদের একান্ত কাম্য।

#ফ্লাই_অন_ট্রাভেলস

::: Job Opening :::Korean Embassy in Bangladesh is seeking to attract the best qualified employee for the position of Co...
19/12/2022

::: Job Opening :::

Korean Embassy in Bangladesh is seeking to attract the best qualified employee for the position of Consular Assistant. Interested applicants should review announcement thoroughly to ensure that your qualification meets all the requirements for the position.

1. Position : Consular Assistant (1)

2. Close Date of Application : January 14, 2023

If you want more information in detail, please visit the official website of Korean Embassy as follows: https://overseas.mofa.go.kr/bd-en/brd/m_2124/view.do?seq=759989

22/11/2022
আলহামদুলিল্লাহ রোমানিয়ান দিল্লি দূতাবাস আগের থেকে গতিতে কাজ করতেছে! বর্তমানে জুন জুলাইয়ের ফাইল জমা হচ্ছে এম্বাসিতে !আগ...
14/11/2022

আলহামদুলিল্লাহ রোমানিয়ান দিল্লি দূতাবাস আগের থেকে গতিতে কাজ করতেছে!
বর্তমানে জুন জুলাইয়ের ফাইল জমা হচ্ছে এম্বাসিতে !আগামী মাসে আশা করা যায় আগস্ট এবং সেপ্টেম্বর মাসের পারমিটের অ্যাপয়েন্টমেন্ট দিবে !
যারা পারমিট পেয়েছেন সবার জন্য রইল শুভকামনা 🥀💝🤝
আশা করি যারা পারমিট পেয়ে বসে আছেন খুব দ্রুত ভিসা পেয়ে যাবেন সবাই!
ইনশাল্লাহ 💝🇪🇺🇷🇴

14/10/2022

Address

Dhaka

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Saturday 10:00 - 17:00
Sunday 10:00 - 18:00

Telephone

+8801735414748

Website

Alerts

Be the first to know and let us send you an email when FLY ON TRAVELS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to FLY ON TRAVELS:

Videos

Share

Category