Hajj Umrah Helpe Line - হজ্ব ওমরাহ হেল্প লাইন

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Hajj Umrah Helpe Line - হজ্ব ওমরাহ হেল্প লাইন

Hajj Umrah Helpe Line - হজ্ব ওমরাহ হেল্প লাইন হাজরে আসওয়াদে সম্ভব হলে আমরা স্পর্শ করব, যদি সম্ভব না হয় তাহলে অন্যদের প্রাধান্য দিব।

27/03/2024
27/03/2024

আপনি যখনই যোগাযোগ করবেন, তখনই আপনার উত্তরটি প্রস্তুত পাবেন এবং শীঘ্রই সহযোগিতা পেয়ে যাবেন।

26/03/2024

হে আল্লাহ! অশ্রু প্রবাহিত হয়েছে, আশাগুলো অনেক বেড়েগেছে, প্রত্যাশাগুলো বিশাল হয়েগেছে, আমাদের প্রার্থনায় সাড়া দিন, হে আল্লাহ!

26/03/2024

রমজান মাসে একটি ওমরাহই যথেষ্ট; আমরা অপরকে প্রাধান্য দেওয়ার মর্যাদা অনুভব করি এবং অন্যদের ওমরাহ করার সুযোগ করে দেই।

03/02/2024

ফেব্রুয়ারি মাসে বিশেষ ছাড়ে ওমরাহ করুন,

তীব্র ইচ্ছা ও আগ্রহ থাকা সত্ত্বেও অধিকাংশ মানুষের পক্ষে পবিত্র রমাযানুল মুবারকে ওমরাহ করা সম্ভব হয়না।
খরচ বেশী হওয়ার কারনে।

Hajj Umrah Helpe Line - হজ্ব ওমরাহ হেল্প লাইন সেসকল যাত্রীদের স্বপ্ন পূরণে স্বল্প খরচে মানসম্মত সেবা নিয়ে ওমরাহ প্যাকেজ চালু করেছে।
আগ্রহীরা যোগাযোগ করুন।

03/02/2024

🕋 আকাশ এভিয়েশন লিমিটেডের তত্ত্বাবধানে একটি দল ইনশাআল্লাহ আগামী ১২ই ফেব্রুয়ারী ওমরাহ্ পালনের উদ্দেশ্যে পবিত্র মক্কা মদিনায় গমন করবে। আরো কিছু সংখ্যক আসন খালি থাকায় ওমরাহ পালনে আগ্রহী ব্যক্তিগনকে উক্ত দলে শামিল হতে আন্তরিকভাবে আহবান জানাচ্ছি।

🕋 ওমরাহ্ঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "তোমরা হজ এবং ওমরাহ একটার পর অপরটা করতে থাকো; কারণ হজ এবং ওমরাহ ঐভাবে অভাব ও গুনাহ দূর করে দেয়; যেভাবে কামারের হাপর লোহা, সোনা ও রূপার মরিচা (জং) দূর করে। আর হজ কবুল হলে তার একমাত্র প্রতিদান জান্নাত।"
-তিরমিজি, মুসনাদে আহমদ

♦ ওমরাহ প্যাকেজঃ বুকিং চলছে!
✈️ ট্রানজিট ফ্লাইটঃ
১২ই ফেব্রুয়ারী ২০২৪ইং
🔸 ভিসা
🔸 টোটাল ট্রান্সপোর্ট
🔸 আবাসন: মক্কায় ও মদিনায় হোটেল ৮-১০ মিনিটের মধ্যে।
🔸 মক্কা ও মদিনায় ইসলামিক ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন।
🔸 পবিত্র মদিনায় রিয়াজুল জান্নাত জিয়ারাহ্।
🔸 সকালের নাস্তা সহ তিন বেলা খাবার।
🔸 অভিজ্ঞ মুয়াল্লিম এর তত্ত্বাবধান।
🔸 প্যাকেজ মূল্যঃ ১২৫০০০ টাকা মাত্র।

এছাড়া চাহিদা অনুযায়ী ওমরাহ প্যাকেজ, গ্রুপ টিকেট, সিঙ্গেল টিকেট, ভিসা-ট্রান্সপোর্ট, মক্কা-মদিনায় হোটেল, দেশি খাবার ব্যবস্থাপনা এবং হজ্ব এর প্রাক নিবন্ধন, তথ্য ও সার্বিক সহযোগিতার জন্য যোগাযোগ করতে পারেন।

উন্নত মানের সেবা প্রদানই আমাদের মূল লক্ষ্য।

আল্লাহ তাআলা সবাইকে হজ্জে মাবরুর এবং ফজিলতপূর্ণ ওমরাহ পালন সহজ করে দিন। আ-মীন। সুম্মা আ-মীন।

03/02/2024

উমরাহ পালন করবেন কিভাবে?

১) উমরা শুরুর নিয়ত করবেন। আর বলবেন, لَبَّيْكَ عُمْرَةً (‘লাব্বাইকা উমরাতান’)

২) নিয়ত এর পর থেকে তালবিয়া পাঠ করবেন- (লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইকা, ইন্নাল হামদা ওয়ান নি‘মাতা লাকা ওয়াল মুল্ক, লা শারীকা লাক।)

৩) হারাম শরীফ এ প্রবেশ এর দোয়া: (আউযুবিল্লাহিল আযীম ওয়া ওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীমি মিনাশ শায়তানির রাজীম। বিসমিল্লাহ ওয়াস্সালাতু ওয়াস্সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মাগফির লি যুনুবী ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিক।)

৪) হাজরে আসওয়াদে সামনে আসতে হবে এবং হাজরে আসওয়দ চুমু দিতে হবে চুমু দিতে না পারলে হাতের ইশারা করে (বিসমিল্লাহি আল্লাহু আকবার) বলে তাওয়াফ শুরু করবেন,
৫) তাওয়াফ করতে যখন রুকন এ ইয়ামিন এর কাছে এসে পড়বে তখন করনার স্পর্শ করবেন, (যদি সম্ভব হয়)

৬) রুকন এ ইয়ামিন থেকে হাজরে আসাওয়াত পর্যন্ত যেতে যেতে নিচের দোয়া টা পড়বেন-(রববানা আতিনা ফিদ্ দুনইয়া হাসানাতাও ওয়া ফিল-আখিরাতি হাসানাতাও ওয়াকিনা ‘আযাবান নার।) [সূরা আল-বাকারাহ: ২০১]

৭) হাজরে আসওয়াদ পর্যন্ত আসলে একবার তাওয়াফ সম্পূর্ন হবে, এভাবে ৭ বার তাওয়াফ করতে হবে ছেলেদের ক্ষেত্রে প্রথম ৩ বার রমল করতে হবে, (রমল মানে দৌড়ানোর মত ভাব)
৮) সাত বার তাওয়াফ এর পর মাকামে ইব্রাহিম এর দিকে অগ্রসর হতে হবে এই সময় নির্মে আয়াত টি পড়ুন: (ওয়াত্তাখিযূ মিম মাকামি ইব্রাহীমা মুসল্লা।) এর পর মাকাম এ ইব্রাহিম এর পেছনে বা সম্ভব নাহলে মসজিদ এর যে কোন জায়গায় ২ রাকাত নামাজ পড়ে নিতে হবে,
৯) মকাম এ ইব্রাহিম নামাজ এর পর জমজম এর পানি খাবেন এবং তা মাথায় ঢেলে দিবেন,

# উমরাহ ভিসা
# উমরাহ গ্রুপ প্যাকেজ
# উমরাহ কাস্টমাইজড প্যাকেজ
# মক্কা-মদিনার হোটেল
# ট্রান্সপোর্টসহ যাবতীয় সার্ভিসের জন্য......

১০) তারপর সাফা পাহাড় এর দিকে অগ্রসর হন এবং নিচের আয়াত টি পড়ুন: (ইন্নাস্সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ।)
এর পর সাফা পাহাড় এ উঠুন এবং এই দোয়া পরুন: (আবদাউ বিমা বাদাআল্লাহু বিহী।) সাফা পাহাড় এ এতটা উঠুন যাতে করে কাবা চোখে পড়ে এবং কাবার দিকে মুখ করে তিনবার বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, তারপর নিচের দোয়া গুলো দুই হাত তুলে তিন বার বলুন: (আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা-শারীকালাহু লাহুল্ মুল্কু ওয়ালাহুল হাম্দু ইউহয়ী ওয়া ইয়ুমীতু ওয়াহুয়া আলা কুল্লি শাইয়িন কাদীর, লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা-শারীকালাহু আনজাযা ওয়াদাহু, ওয়া নাছারা আবদাহু ওয়া হাযামাল আহযাবা ওয়াহদাহ্।) তারপর নিজের ইচ্ছা মত দোয়া করুন,

১১) এর পর সাফা থেকে মারওয়া পাহাড় এর দিকে অগ্রসর হন সাফা মারওয়া মধ্যবত্তি সবুজ বাতিচিহ্নিত জায়গাটুকুতে পুরুষ হাজীগণ দৌড়ানোর মত করে দ্রুত গতিতে হেঁটে যাবেন। তবে মহিলারা এই জায়গাটুকুতেও চলার গতি স্বাভাবিক রাখবেন। সবুজ বাতি চিহ্নিত আলামতের মাঝে চলার সময় নিচের দো‘আটি পড়বেন,

(রাবিবগ্ফির্ ওয়ার্হাম্, ইন্নাকা আন্তাল আ‘য়ায্যুল আকরাম্।) এখান থেকে স্বাভাবিক গতিতে হেঁটে মারওয়া পাহাড়ে উঠবেন। মারওয়া পাহাড়ের নিকটবর্তী হলে, সাফায় পৌঁছার পূর্বে যে আয়াতটি পড়েছিলেন, তা পড়তে হবে না। মারওয়ায় উঠার পরে কা‘বাঘরের দিকে মুখ করে দুই হাত তুলে আল্লাহর একত্ববাদ, বড়ত্ব ও প্রশংসার ঘোষণাসহ সাফার মত এখানেও দো‘আ করবেন।
এরপর মারওয়া পাহাড় থেকে সাফা পাহাড় এর দিকে অগ্রসর হতে হবে এভাবেই দ্বিতীয় সাই টি সম্পর্ন হবে,

একই নিয়মে সাঈর বাকি চক্করগুলোও আদায় করবেন।
সাঈ শেষ হওয়ার পর মাথার চুল ছোট বা মুণ্ডন করে নেবেন।

Address

Dhaka

Telephone

+8801310974491

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hajj Umrah Helpe Line - হজ্ব ওমরাহ হেল্প লাইন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hajj Umrah Helpe Line - হজ্ব ওমরাহ হেল্প লাইন:

Videos

Share

Category