Munshi Hajj Travels

Munshi Hajj Travels HAJJ & UMRAH SERVICE

29/12/2023

শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন যে- তুমি খুশি হয়ে যাবে।
[সূরা দ্বোহাঃ ০৫]
আলহামদুলিল্লাহ।

কম টাকায় হজ্জ ও উমরাহর প্যাকেজগুরুত্বপূর্ণ কিছু কথা লিখেছেন মুহতারাম হাফেজ মুফতী ইউসুফ আহমাদ দা. বা. এ নিয়ে কিছু কথা ব...
29/12/2023

কম টাকায় হজ্জ ও উমরাহর প্যাকেজ
গুরুত্বপূর্ণ কিছু কথা

লিখেছেন মুহতারাম হাফেজ মুফতী ইউসুফ আহমাদ দা. বা.

এ নিয়ে কিছু কথা বলতেই হয়।
আমাদের দেশের হাজী সাহেব বা তাদের অভিভাবকরা উমরাহ বা হজ্জে যাওয়ার আগে সর্বপ্রথম খোঁজ নেয়, কোন্ এজেন্সি কত কমে প্যাকেজ করে। অর্থাৎ কম টাকায় কীভাবে উমরাহ বা হজ্জ করা যায়। অথচ, বিষয়টা হওয়ার দরকার ছিল এমন-

কোন্ এজেন্সি কত ভালো সার্ভিস দেয়।
তারো আগে যেটা বেশী প্রয়োজন ছিল 'কোন এজেন্সি আলেমদের মাধ্যমে হজ্জ ও উমরাহর কার্যক্রম পরিচালনা করে, এই খোঁজটা নেওয়া।
কারণ, অধিকাংশ মুআল্লিম যারা হজ্জ ও উমরাহর কাজ পরিচালনা করেন, অধিকাংশেরই হজ্জের মাসআলা জানা নেই। হজ্জের মাসায়েল না জানা থাকলে কীভাবে বুঝবেন, আপনার হজ্জ ও উমরাহ সঠিকভাবে হলো কিনা। মুআল্লিমের নিজের হজ্জের খবর নেই, তবে অন্যদেরকে কীভাবে সঠিক পদ্ধতিতে হজ্জ পালন করাবে??

এবার আসি কম রেটের বিষয়ে। হজ্জ ও উমরাহর টোটাল সার্ভিসটা টাকার উপর নির্ভরশীল। সব সেবা টাকার বিনিময়েই নিতে হয়। এখানে। মুখরোচক কথার কোনো বিনিময় নেই। টাকা খরচ করলেই সার্ভিস মিলবে। তুলনামূলক যারা কম টাকা নেওয়ার কথা বলে, তারা বিভিন্ন উপায় অবলম্বন করে।

১) আগে কম টাকার কথা বলে, পরবর্তীতে কায়দায় ফেলে টাকা আদায় করে।
২) অথবা আপনাকে বড় কোনো গ্রুপের সাথে মিলিয়ে দিবে, ফাঁকে নিজে কমিশন খাবে।
৩) থার্ট ক্লাসের বিমানে নিবে, যেগুলোর সার্ভিস একেবারেই নিম্নমানের। এসব বিমানের টিকিট প্রথম সারির বিমানগুলোর টিকেট এর তুলনায় কম। এদিক থেকে টাকা বাঁচিয়ে আপনাকে কম টাকার কথা বলবে।
৪) মক্কা-মদীনার হোটেল। নিম্নমানের আছে, মিডিয়াম ও উচ্চ মানের আছে। কাছের আছে, দূরের আছে। এভাবে হোটেলের ভাড়া অনেক প্রার্থক্য হয়ে যায়। যিনি কম ভাড়ায় নিম্নমানের হোটেলে রাখবে, তার মতো কম রেটের প্যাকেজ আপনাকে দিতে পারবে না, যিনি ভালো মানের হোটেলে কিছু টাকা বেশি খরচ করে আপনাকে রাখবে।
৫) মুআল্লিম সাথে না দিয়ে অন্য গ্রুপের সাথে আপনাকে মিলিয়ে দিয়ে মুআল্লিম-খরচ বাঁচিয়ে আপনাকে কম টাকার প্যাকেজ দিতে পারবে।

অথবা নিজের বাপের জমি বিক্রি করে কম টাকার প্যাকেজ দিতে পারবে। সর্বোপরি আপনাকে ঠকিয়ে অথবা কোনো অবলম্বন করেই আপনাকে কম টাকায় প্যাকেজ দিবে। এখন সিদ্ধান্ত আপনার। অল্প কিছু টাকা বাড়িয়ে দিয়ে গ্রহণযোগ্য মুআল্লিমের তত্ত্বাবধানে, ভালো সেবা পেয়ে সঠিক পদ্ধতিতে হজ্জ ও উমরাহ পালন করবেন, নাকি অল্প কিছু টাকা বাঁচাতে গিয়ে বিরম্বনার স্বীকার হবেন?

উমরাহ করার কথা ভাবছেন?                   দ্রুত টুরিস্ট ভিসা লাগবে?                    আমরা আছি আপনার পাশে।"Munshi Hajj  ...
14/10/2023

উমরাহ করার কথা ভাবছেন?
দ্রুত টুরিস্ট ভিসা লাগবে?
আমরা আছি আপনার পাশে।
"Munshi Hajj Travels"
দিচ্ছে সর্বনিম্ন রেটে ভিসা সার্ভিসের সুযোগ!

আমরা সব ধরনের টুরিস্ট ভিসা নিয়ে কাজ করে থাকি।

𝐂𝐚𝐥𝐥 𝐍𝐨𝐰: 01759-504144
𝐂𝐚𝐥𝐥 𝐍𝐨𝐰: 01619-504144

📞 পাশাপাশি যেকোনো এয়ার টিকিট, উমরাহ প্যাকেজ ,যেকোনো দেশের ভিসা প্রসেসিং সংক্রান্ত তথ্য জানতে যোগাযোগ করুন

অফিস এর ঠিকানাঃ
"মুন্সী হজ্ব ট্রাভেলস"
১১০,মোমিনবাগ,পাকাপুল,কামরাঙ্গীচর, ,ঢাকা১২১১।

সরকারি হজ প্যাকেজ ঘোষণা▒▒▒█সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের খরচ জনপ্রতি ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা।-ধর্ম প্রতিমন্ত্রীবাংলাদে...
01/02/2023

সরকারি হজ প্যাকেজ ঘোষণা
▒▒▒█
সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের খরচ জনপ্রতি ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা।
-ধর্ম প্রতিমন্ত্রী

বাংলাদেশ থেকে এবার হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন।
-ধর্ম মন্ত্রণালয়

17/01/2023

সম্মানিত যারা হজ্জ-২০২৩ পালন করার নিয়ত করেছেন, তারা মানুষিক শারীরিক ও আর্থিকভাবে প্রস্তুতি গ্রহণ করুন। পাসপোর্ট না থাকলে আজই প্রস্তুত করুন। খুব শীঘ্রই হজ্জ প্যাকেজ ঘোষণা হবে। আল্লাহ আমাদের সহায় হোন।

17/01/2023

আলহামদুলিল্লাহ

. #সবুজে_ছেয়ে_গিয়েছে_মক্কা_নগরী___________________________________________সৌদি আরবের পবিত্র নগরী মক্কার আশেপাশের পাহাড়গ...
08/01/2023

.
#সবুজে_ছেয়ে_গিয়েছে_মক্কা_নগরী____
_______________________________________

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার আশেপাশের পাহাড়গুলো সব সময়ই ছিল শুষ্ক।
এখানে থাকা পাহাড়গুলোর দিকে তাকালে মনে হতো পাহাড়গুলো রোদে পুড়ে চৌচির হয়ে গিয়েছে ।
কিন্তু সেই মক্কা নগরীর আশেপাশের পাহাড়গুলো যেন এক চারণভূমিতে পরিণত হয়েছে।

মক্কা নগরীতে কয়েকদিন ধরে বৃষ্টি চলছিল। বৃষ্টির প্রভাবে শুষ্ক পাহাড়গুলো এখন সবুজে পরিণত হয়েছে। দেখলে মনে হবে এ যেন মরুর দেশ মক্কা নয়। ইউরোপের কোনো এক দেশ।

সবুজে ছেয়ে যাওয়া পাহাড়গুলোর ছবি অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে উচ্ছাস প্রকাশ করেছেন।

অনেকে আবার ছবি শেয়ার করে কেয়ামতের আলামত হিসেবে উল্লেখ করেছেন।
কারণ হাদিসের আলোকে কিয়ামতের যেসব আলামত ভবিষ্যতে ঘটিত হবে এর মধ্যে একটি আরব ভূমি ঝর্ণা ও সবুজ ঘাসে পূর্ণ হয়ে যাওয়ার কথা বলা হয়েছে।

হযরত আবূ হূরায়রাহ্‌ (রাঃ) থেকে বর্ণিত,
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন....
"কিয়ামাত অনুষ্ঠিত হবে না, যে পর্যন্ত সম্পদের প্রাচুর্য না আসবে। এমনকি কোনো ব্যক্তি সম্পদের যাকাত নিয়ে ঘুরবে কিন্তু নেয়ার মত লোক পাবে না। আরবের মাঠ ঘাট তখন চারণভূমি ও নদী-নালায় পরিণত হবে"।

_________ (সহিহ মুসলিম, হাদিস নং ২২২৯)।

আল্লাহ আমাদের হেফাজত করুন।
আমিন।

08/01/2023

কারো যদি উমরাহ ভিসা করা থাকে, ১০ তারিখে ২ টিকিট খালি আছে,
পানির দামে দিমু
01759504144

01/01/2023

একজন আইটি অপারেটর দরকার। হজ এর কাজ জানা আবশ্যক।
01759-504144
01619-504144

25/12/2022

মাত্র ৩০,৭৫২/- টাকা দিয়ে প্রাক-নিবন্ধন করে ২০২৪/২৫ সালে হজ্জ গমন নিশ্চিত করুন।
মোবাঃ
01759-504144
01619-504144

24/12/2022

আগামী ১০/০১/২৩ রাত ৩.৩০ টায় ওমরা গ্রুপ পবিত্র উমরাহ করতে মক্কায় যাবে ইনশাআল্লাহ, ৫ টি সিট খালি আছে, চাইলে আপনিও শরীক হতে পারেন,,!
+880 1759-504144

01/12/2022

আলহামদুলিল্লাহ
৫ তারিখের গ্রুপে ১ টি সিট খালি আছে,,
চাইলে আপনি যেতে পারেন,
01759504144

সম্মানিত হজ্বযাত্রীযারা ২০২৩ সনে হজ্জে গমণ করিতে ইচ্ছুক, তাদের নিজস্ব ব্যাংক একাউন্ট খোলার জন্য অনুরোধ করা যাচ্ছে।
03/10/2022

সম্মানিত হজ্বযাত্রী
যারা ২০২৩ সনে হজ্জে গমণ করিতে ইচ্ছুক, তাদের নিজস্ব ব্যাংক একাউন্ট খোলার জন্য অনুরোধ করা যাচ্ছে।

29/09/2022
দ্রুতগতিতে শেষ হয়ে যাচ্ছে ২০২৩-২০২৪ এর হজ্বের কোটা , আগ্রহীগন অতিসত্বর প্রি-রেজিস্ট্রেশন সম্পন্ন করে আপনার কোটা সংরক্ষন ...
24/09/2022

দ্রুতগতিতে শেষ হয়ে যাচ্ছে ২০২৩-২০২৪ এর হজ্বের কোটা , আগ্রহীগন অতিসত্বর প্রি-রেজিস্ট্রেশন সম্পন্ন করে আপনার কোটা সংরক্ষন করুন।

প্রি রেজিস্ট্রেশন করতে লাগবে-
১-আপনার জাতীয় পরিচয় পত্রের স্ক্যান কপি
২- মোবাইল নাম্বার
৩- ৩০,৭৫২/- (ত্রিশ হাজার সাতশত বায়ান্ন) টাকা।

১১০,পাকাপুল,কামরাঙ্গীরচর,ঢাকা -
০১৭৫৯-৫০৪১৪৪

23/09/2022
19/08/2022

"উমরাহ- শুরুতেই টিকেট নাই....
টিকেট নাই...
আপনি উমরাহ পালনে ইচ্ছুক হইলে
২ মাস পূর্বে প্রস্তুতি নিন।

12/08/2022

আপনি বা আপনার নিকটজন কেউ কি হজ্বে যেতে চান?
তাহলে আপনাকে যা করতে হবে-
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত হজ্ব এজেন্সির মাধ্যমে প্রথমে আপনাকে প্রাক-নিবন্ধন করতে হবে।

@ প্রাক-নিবন্ধন করতে কি কি প্রয়োজন।
# ন্যাশনাল আইডি কার্ড, মোবাইল নম্বর এবং ৩০,৭৫২/- টাকা জমা দিলে আমরা আপনার প্রাক-নিবন্ধন করে দিব।
মনে রাখবেন প্রাক-নিবন্ধন করতে পাসপোর্ট প্রয়োজন হয় না।
প্রাক-নিবন্ধন সম্পন্ন করার পরে পাসপোর্টের প্রক্রিয়া শুরু করলেও কোন সমস্যা নাই।

@ প্রাক-নিবন্ধন করা মানেই কি চলতি বছরে হজ্বযাত্রা নিশ্চিত?
# না, প্রাক-নিবন্ধন করলেই আপনি চলতি বছর হজ্বে যেতে পারবেন এমন কোনো নিশ্চয়তা নেই। আপনি প্রাক-নিবন্ধিত হলে আপনার মোবাইলে SMS-এর মাধ্যমে একটি সিরিয়াল নম্বর পাবেন। সৌদি সরকারের নির্ধারিত কোটা অনুযায়ী বাংলাদেশ সরকার সিরিয়ালের অগ্রভাগে থাকা প্রাক-নিবন্ধিতদের চূড়ান্ত নিবন্ধন করার জন্য আহ্বান জানাবেন।
২য় ধাপে যারা চূড়ান্ত নিবন্ধিত হবেন শুধুমাত্র তারাই চলতি বছর হজ্বে যাওয়ার সুযোগ পাবেন।

@ প্রাক-নিবন্ধন কখন করতে হবে?
# প্রাক-নিবন্ধন যে কোন সময় করা যায়। তবে আপনি যত দ্রুত প্রাক-নিবন্ধন করবেন তত আগে সিরিয়াল নম্বর পাবেন।

@ প্রাক-নিবন্ধন করে হজ্বে না গেলে তখন কি হবে?
# প্রাক-নিবন্ধিত ব্যক্তি অন্তত দু'বছর চূড়ান্ত নিবন্ধনের জন্য ডাক পাবেন। কোন কারণে আপনি হজ্বে যেতে না পারলে প্রাক-নিবন্ধনের সময় আপনার জমা দেয়া টাকা ফেরত পাবেন। তবে এখান থেকে সরকারী ও ব্যাংক সার্ভিস চার্জ বাবদ ৬,০০০/- টাকা কর্তন হবে।

তবে
ওমরাহ পালন করতে কোন নিবন্ধন প্রয়োজন হয় না।
শুধুমাত্র পাসপোর্ট, কভিট-19 ভ্যাকসিন সনদ ও প্যাকেজ মূল্য পরিশোধ করে ওমরাহ সফরে যাওয়া যাবে।

আপনার নিরাপদ ও ঝামেলামুক্ত হজ্বযাত্রা নিশ্চিত করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

”মুন্সী হজ্ব কাফেলা”
উল্লাস ট্যুরস এন্ড ট্রাভেলস
হজ্ব লাই:-1277
মোবা:-01759-504144
01619-504144

06/08/2022

সৌদি প্রবাসীদের জন্য 💝সুসংবাদ💝
ওমরাহ ভিসায় ফ্যামিলি নিয়ে ৩ মাস রাখতে পারবেন!
01759-504144

আলহামদুলিল্লাহ!মহান রাব্বি কারিম তার পবিত্র ঘরের চতুর্পাশের হাফ দেওয়াল কে উঠিয়ে নিয়ে সর্বসাধারণের জন্য কাবাঘর স্পর্শ ...
03/08/2022

আলহামদুলিল্লাহ!
মহান রাব্বি কারিম তার পবিত্র ঘরের চতুর্পাশের হাফ দেওয়াল কে উঠিয়ে নিয়ে সর্বসাধারণের জন্য কাবাঘর স্পর্শ এবং হাজরে আসওয়াদ চুম্বন করার সুযোগ করে দিয়েছেন
ছুম্মা আলহামদুলিল্লাহ!

আলহামদুলিল্লাহ মুন্সী হজ্ব কাফেলার১৩৫ জন হজ্বযাত্রী জেদ্দা এয়ারপোর্টে ,,,,!!!
27/07/2022

আলহামদুলিল্লাহ
মুন্সী হজ্ব কাফেলার
১৩৫ জন হজ্বযাত্রী জেদ্দা এয়ারপোর্টে ,,,,!!!

আলহামদুলিল্লাহ মুন্সী হজ্ব কাফেলার১৩৫ জন হজ্বযাত্রী নিয়ে মদিনা থেকে জেদ্দা এয়ারপোর্টে এসে  সবাই রেস্ট নিচ্ছে ,,,,!!!
27/07/2022

আলহামদুলিল্লাহ
মুন্সী হজ্ব কাফেলার
১৩৫ জন হজ্বযাত্রী নিয়ে মদিনা থেকে জেদ্দা এয়ারপোর্টে এসে সবাই রেস্ট নিচ্ছে ,,,,!!!

আলহামদুলিল্লাহ পবিত্র হজ্ব শেষ করে মুন্সী হজ্ব কাফেলার১৩৫ জন হজ্বযাত্রী নিয়ে মদিনা থেকে জেদ্দার উদ্দেশ্যে রওয়ানা,,,,!!!
26/07/2022

আলহামদুলিল্লাহ
পবিত্র হজ্ব শেষ করে
মুন্সী হজ্ব কাফেলার
১৩৫ জন হজ্বযাত্রী নিয়ে মদিনা থেকে জেদ্দার উদ্দেশ্যে রওয়ানা,,,,!!!

"জমজমের পানি" যে যেই উদ্দেশ্য নিয়ে পান করবে তা অবশ্যই পূরণ হবে!-ইবনে মাজাহ-৩০৬২-সুবহানআল্লাহ 🤲💝💝
25/07/2022

"জমজমের পানি" যে যেই উদ্দেশ্য নিয়ে পান করবে তা অবশ্যই পূরণ হবে!
-ইবনে মাজাহ-৩০৬২
-সুবহানআল্লাহ 🤲💝💝

আলহামদুলিল্লাহ মুন্সী হজ্ব কাফেলারহাজিদের কে নিয়ে "মদিনায়" দর্শনিয় স্থান পরিদর্শন,,,!!!! এবং অদিয়ে জ্বিন নামক স্থান পরিদ...
21/07/2022

আলহামদুলিল্লাহ
মুন্সী হজ্ব কাফেলার
হাজিদের কে নিয়ে "মদিনায়" দর্শনিয় স্থান পরিদর্শন,,,!!!!
এবং অদিয়ে জ্বিন নামক স্থান পরিদর্শন

আলহামদুলিল্লাহ মুন্সী হজ্ব কাফেলারহাজিদের কে নিয়ে মদিনায় মসজিদে" কুবাতে"
21/07/2022

আলহামদুলিল্লাহ
মুন্সী হজ্ব কাফেলার
হাজিদের কে নিয়ে মদিনায়
মসজিদে" কুবাতে"

আলহামদুলিল্লাহ মুন্সী হজ্ব কাফেলার সকল হাজিদের কে নিয়ে আজকে মসজিদে নববীতে রিয়াজুল জান্নাতে জোহরের নামাজ আদায়
20/07/2022

আলহামদুলিল্লাহ
মুন্সী হজ্ব কাফেলার
সকল হাজিদের কে নিয়ে আজকে মসজিদে নববীতে রিয়াজুল জান্নাতে জোহরের নামাজ আদায়

Address

Dhaka
1100

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801759504144

Website

Alerts

Be the first to know and let us send you an email when Munshi Hajj Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Munshi Hajj Travels:

Videos

Share

Category

Nearby travel agencies