Holy Tourism Inc.

Holy Tourism Inc. Holy Tourism Inc. act as a principal guided tour organizer. Skip the hurdle and enjoy your vacation.
(3)

Our Service:
* Air Ticket
* Bus Ticket
* Worldwide Visa Processing
* Hotel Booking
* Tour package

আলহামদুলিল্লাহ,আজ ১২ই রবিউল আউয়াল,পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:)
16/09/2024

আলহামদুলিল্লাহ,
আজ ১২ই রবিউল আউয়াল,
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:)

আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ্, "তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম (تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنكُم)"আল্লাহ তা'...
09/04/2024

আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ্,
"তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম (تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنكُم)"
আল্লাহ তা'আলা আমার ও আপনাদের নেক আমল গুলো কবুল করুন আমিন।
এই পবিত্র ঈদ-উল-ফিতর বয়ে আনুক আপনার এবং আপনার প্রিয়জনদের জন্য আনন্দ, সমৃদ্ধি এবং একতা; ঈদ মোবারক 🌙

Assalamualaikum warahmatullahi wabarakatuhu!wishes all brothers and sisters a happy Ramadan, hoping that ALLAH makes it ...
11/03/2024

Assalamualaikum warahmatullahi wabarakatuhu!
wishes all brothers and sisters a happy Ramadan, hoping that ALLAH makes it easy and accepts us.

RAMADAN MUBARAK ♥️

ইত্তিহাদ এয়ারলাইন্স এর ঢাকার ফ্লাইট বাতিলইত্তেহাদ এয়ারলাইন্স এর ঢাকার অধিকাংশ ফ্লাইট বতিল করেছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। অ...
29/09/2023

ইত্তিহাদ এয়ারলাইন্স এর ঢাকার ফ্লাইট বাতিল

ইত্তেহাদ এয়ারলাইন্স এর ঢাকার অধিকাংশ ফ্লাইট বতিল করেছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
অক্টোবরের প্রথম দিকের ফ্লাইট কনফার্ম আছে।
(খুব সম্ভবত ইত্তেহাদ ঢাকায় অপারেশন বন্ধ করে দিবে)
যাদের ফুল অব্যবহৃত টিকেট রয়েছে তারা সার্ভিস চার্জ বাদে সম্পূর্ণ টাকা রিফান্ড পাবেন।
যাদের ওয়ানওয়ে ব্যবহার হয়েছে তারা ব্যবহৃত এমাউন্ট কর্তন করে বাকি টাকা রিফান্ড পাবেন।

যাদের ইত্তেহাদ এয়ারের টিকেট রয়েছে তারা ট্রাভেল এজেন্সীর সাথে যোগাযোগ করুন।

📌 Biman plans to launch flights to the United States🇧🇩 Biman Bangladesh Airlines has applied for permission to begin fli...
07/09/2023

📌 Biman plans to launch flights to the United States

🇧🇩 Biman Bangladesh Airlines has applied for permission to begin flights from Dhaka (DAC) to New York (JFK) 🇺🇲 with a stop in Izmir, Turkey (ADB) 🇹🇷. Flights are planned to operate 5x weekly using Boeing 787-9 Dreamliner. Biman last flew to the U.S. in the mid-2000s.

Biman also seeks to have authority to fly to Boston, Houston, Los Angeles, Dallas, Washington D.C., and Newark.

Potential stopovers include Abu Dhabi, Rome, Brussels, Manchester, Birmingham, Istanbul, Delhi, and Amsterdam.

However, Bangladesh still has a FAA Category 2 safety rating. The FAA and Bangladesh's CAA are working towards Category 1, which will allow Biman to operate its own aircraft in the U.S. Biman asks the DOT to review its application but waits until Category 1 for a decision.

Biman also plans to launch three other international routes, as specified later in its application:

▪️Dhaka (DAC) to Chennai (MAA)
▪️Dhaka (DAC) to Sydney (SYD)
▪️Dhaka (DAC) to Rome (FCO)

Source: Ishrion Aviation
https://twitter.com/IshrionA?t=YnAt0IAVjPlXk6L2TSlnjA&s=09

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েনির্ধারিত টোল ফি
07/09/2023

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে
নির্ধারিত টোল ফি

 #ভুটানের পর্যটন ফি কমল,,,পর্যটকদের আকৃষ্ট করার জন্য ভুটান তার দৈনিক পর্যটন ফি ২০০ ডলার থেকে কমিয়ে ১০০ ডলার করার সিদ্ধান...
28/08/2023

#ভুটানের পর্যটন ফি কমল,,,
পর্যটকদের আকৃষ্ট করার জন্য ভুটান তার দৈনিক পর্যটন ফি ২০০ ডলার থেকে কমিয়ে ১০০ ডলার করার সিদ্ধান্ত নিয়েছে।

 #নোটিশ নোটিশে জানানো যাচ্ছে যে নেপাল সরকার নেপাল ভ্রমণে সমস্ত আবেদনকারীদের ভিসা স্টিকার/হস্তলিখিত ভি সা র পরিবর্তে ইলেক...
28/08/2023

#নোটিশ

নোটিশে জানানো যাচ্ছে যে নেপাল সরকার নেপাল ভ্রমণে সমস্ত আবেদনকারীদের ভিসা স্টিকার/হস্তলিখিত ভি সা র পরিবর্তে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (eTA) চালু করেছে।

দূতাবাস 27 আগস্ট 2023 থেকে কার্যকর নতুন ইটিএ প্রদান শুরু করেছে। ভিসা আবেদন প্রক্রিয়া এবং শারীরিক পাসপোর্ট জমা সহ অন্যান্য প্রয়োজনীয়তা এবং অন্যান্য নথি একই থাকবে।

#নেপালের_দূতাবাস_ঢাকা

১ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ-জাপান রুটে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের সরাসরি ফ্লাইট চালু হচ্ছে
26/08/2023

১ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ-জাপান রুটে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের সরাসরি ফ্লাইট চালু হচ্ছে

যারা বেনাপোল বর্ডার ব্যবহার করে ভারতে প্রবেশ করবেন, তাদের জন্য সুখবর। আজকে থেকে অনলাইনে বেনাপোল বর্ডারের পোর্ট ফি দেয়া য...
13/06/2023

যারা বেনাপোল বর্ডার ব্যবহার করে ভারতে প্রবেশ করবেন, তাদের জন্য সুখবর।
আজকে থেকে অনলাইনে বেনাপোল বর্ডারের পোর্ট ফি দেয়া যাবে Bkash, Rocket, Nogod, visa card, Amex card ইত্যাদি ইউজ করে।
নিচের ওয়েবসাইটে গিয়ে নিজের পোর্ট ফি দিতে পারবেন ঘরে বসেই। অবশেষে আরেকধাপ ভোগান্তির অবসান।

http://blpa.ekpay.gov.bd/

যারা বেনাপোল বর্ডার ব্যবহার করে ভারতে প্রবেশ করবেন, তাদের জন্য সুখবর।
আজকে থেকে অনলাইনে বেনাপোল বর্ডারের পোর্ট ফি দেয়া যাবে Bkash, Rocket, Nogod, visa card, Amex card ইত্যাদি ইউজ করে।
নিচের ওয়েবসাইটে গিয়ে নিজের পোর্ট ফি দিতে পারবেন ঘরে বসেই। অবশেষে আরেকধাপ ভোগান্তির অবসান।
blpa.ekpay.gov.bd

http://blpa.ekpay.gov.bd/

**ডলারের মূলমান ও ট্রাভেল ট্যাক্স বৃদ্ধির ফলে মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস এবং মিতালী এক্সপ্রেস আন্তঃদেশীয় যাত্রীবা...
12/06/2023

**ডলারের মূলমান ও ট্রাভেল ট্যাক্স বৃদ্ধির ফলে মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস এবং মিতালী এক্সপ্রেস আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেনের ভাড়া পূণঃনির্ধারণ প্রসঙ্গে। (০১ জুলাই, ২০২৩ তারিখ হতে কার্যকর)**

#ইন্ডিয়া #ভ্রমন #মৈত্রী_এক্সপ্রেস #বন্ধন_এক্সপ্রেস #মিতালী_এক্সপ্রেস #ইন্ডিয়ান #ভিসা #বাংলাদেশ

ইন্ডিয়া সকল ক্যাটাগরি ভিসার জন্য খুলে গেলো গেদে-দর্শনা বর্ডার।এখন থেকে ভিসা আবেদনে "বাই রোড গেদে" দিলেই পাওয়া যাবে এই পো...
06/03/2023

ইন্ডিয়া সকল ক্যাটাগরি ভিসার জন্য খুলে গেলো গেদে-দর্শনা বর্ডার।
এখন থেকে ভিসা আবেদনে "বাই রোড গেদে" দিলেই পাওয়া যাবে এই পোর্ট!

💥৪ মার্চ বেনাপোলে উদ্বোধন হয়েছে দেশের প্রথম ই-গেট,,,,,--------------------------------✅ যশোরের বেনাপোল স্থলবন্দরে ইলেকট্...
05/03/2023

💥৪ মার্চ বেনাপোলে উদ্বোধন হয়েছে দেশের প্রথম ই-গেট,,,,,
--------------------------------
✅ যশোরের বেনাপোল স্থলবন্দরে ইলেকট্রনিক গেট (ই-গেট) স্থাপন করা হয়েছে। আন্তর্জাতিক বিমানবন্দরের মতো এ গেট স্থাপন করে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতে যাতায়াতকারীদের জন্য যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে সরকার।

✅ প্রথম পর্যায়ে ছয়টি গেট করা হয়েছে। এর মধ্যে ভারতে প্রবেশের জন্য তিনটি ও ভারত থেকে আসা যাত্রীদের জন্য তিনটি গেট নির্মাণ করা হয়েছে। পর্যায়ক্রমে এ গেট বাড়ানো হবে।

✅ জানা গেছে, স্থলবন্দর হিসেবে দেশের মধ্যে এ প্রথম যশোরের বেনাপোল চেকপোস্টের ইমিগ্রেশনে উদ্বোধন করা হচ্ছে ইলেকট্রনিক গেট। ফলে ভারতে যাতায়াতকারী পাসপোর্টযাত্রীদের ভোগান্তি অনেকটাই কমে আসবে। যাত্রীরা গেটে পাসপোর্ট প্রদর্শন করলে স্বয়ংক্রিয়ভাবে গেট খুলে যাবে।

✅ প্রত্যেক যাত্রীর গেট পেরোতে সময় লাগবে মাত্র ৪০ সেকেন্ড। আগে যাত্রীদের ইমিগ্রেশন করতে কমপক্ষে পাঁচ থেকে ১০ মিনিট সময় লাগতো। পাসপোর্টবিহীন কেউ ওই গেট দিয়ে প্রবেশ করতে পারবেন না।

✅ শনিবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৩টায় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ইলেকট্রনিক গেটের উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তারপর মন্ত্রী সাড়ে ৪টায় বেনাপোল ফুটবল মাঠে সুধী সমাবেশে বক্তব্য রেখেছেন। পরে বিকেল সাড়ে ৫টায় চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে বিজিবি-বিএসএফের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি।

✅ বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব গণমাধ্যমকে জানান, দেশের প্রথম স্থলবন্দর হিসেবে বেনাপোলে ইলেকট্রনিক গেট উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। যাত্রীরা তাদের পাসপোর্ট দেখালেই অটোমেটিক গেট খুলে যাবে। একজনের পাসপোর্ট আরেকজন দেখালে গেট খুলবে না।

✅ এতে করে যাত্রীরা আরও সহজে ইমিগ্রেশনের কাজ করতে পারবেন। মাত্র ৪০ সেকেন্ড সময় লাগবে এ কাজ করতে।

✅ তিনি আরও জানান, বেনাপোল দিয়ে স্বাভাবিক সময়ে প্রতিদিন সাত হাজার পাসপোর্টযাত্রী ভারত-বাংলাদেশে যাতায়াত করে থাকেন। এ গেট উদ্বোধন হলে আমাদের কাজও সহজ হয়ে যাবে।

সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। সকল ভাষা শহীদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা। #রাষ্ট্র  #ভাষা  #বাংলা  #বাংলাদ...
21/02/2023

সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।
সকল ভাষা শহীদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।
#রাষ্ট্র #ভাষা #বাংলা #বাংলাদেশ

26/10/2022

চীনের গুয়াংজু রুটে বৃহস্পতিবার (১৮ আগস্ট) যাত্রী পরিবহন শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-
18/08/2022

চীনের গুয়াংজু রুটে বৃহস্পতিবার (১৮ আগস্ট) যাত্রী পরিবহন শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-

চীনের গুয়াংজু রুটে বৃহস্পতিবার (১৮ আগস্ট) যাত্রী পরিবহন শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

"EID MUBARAK"
10/07/2022

"EID MUBARAK"

আল্লাহ্ তায়ালা সকল হাজীদের হজ্ব কবুল করুন এবং যারা হজ্ব করতে পারেন নাই তাদের সবাইকে হজ্ব করার তৌফিক দান করুন। আমিন
08/07/2022

আল্লাহ্ তায়ালা সকল হাজীদের হজ্ব কবুল করুন এবং যারা হজ্ব করতে পারেন নাই তাদের সবাইকে হজ্ব করার তৌফিক দান করুন। আমিন

বাংলা নববর্ষের শুভেচ্ছা!
14/04/2022

বাংলা নববর্ষের শুভেচ্ছা!

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী,,,সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি
20/02/2022

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী,,,
সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি

18/02/2022
ট্রাভেল ট্যাক্স : কি? কত, কোথায় দিবেন ও অনলাইনে দেবার উপায় জানুন...বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ভ্রমণ কর বা ট্রাভেল ট্যাক্স (T...
03/02/2022

ট্রাভেল ট্যাক্স : কি? কত, কোথায় দিবেন ও অনলাইনে দেবার উপায় জানুন...

বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ভ্রমণ কর বা ট্রাভেল ট্যাক্স (Travel Tax) পরিশোধ করা একটি গুরুত্বপূর্ণ বিষয়।

🚌 স্থল, আকাশ, ট্রেন বা নৌপথে যেভাবেই যতবারই দেশের বাইরে যান আপনাকে প্রতিবারই এই ট্যাক্স দিতে হবে।

✈️ বর্তমানে আকাশ পথে ও ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে টিকেটের সাথেই ভ্রমণ কর যুক্ত থাকে।

শুধুমাত্র স্থলপথে ভ্রমণের ক্ষেত্রে আপনাকে আলাদা করে ভ্রমণ কর দিতে হবে।
ট্রাভেল ট্যাক্স দেওয়া ছাড়া আপনি দেশের বাইরে কোথাও ভ্রমণে যেতে পারবেন না।

👉 ট্রাভেল ট্যাক্স কত?

বর্তমানে যেকোন স্থল বন্দর দিয়ে প্রতিবার বিদেশে যাওয়ার ক্ষেত্রে প্রাপ্ত বয়স্কদের (১২ বছর+) ভ্রমণ কর ৫০০ টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের (৫ – ১২ বছর) জন্যে ভ্রমণ কর ২৫০ টাকা।

👉 স্থলপথে কোন দেশে যেতে দিতে হয়?

বাংলাদেশ থেকে স্থলপথে ভারত, নেপাল, ভুটান ও মায়ানমার যাওয়া যায়।
তাই স্থলপথে ভারত ভ্রমণ বা বাকি যে কোণ দেশেই যান, আপনাকে ট্রাভেল ট্যাক্স বা ভ্রমণ কর দিতে হবে।

👉 কোথায় ট্রাভেল ট্যাক্স দেওয়া যায়?

এতদিন কেবলমাত্র জেলা ভেদে ১/২টি সোনালী ব্যাংকের নির্ধারিত শাখা ও বেশিরভাগ স্থল বন্দরে ট্রাভেল ট্যাক্স বা ভ্রমণ কর দেওয়ার সুযোগ থাকলেও

বর্তমানে অনলাইনে ভ্রমণ কর দেয়ার সুবিধা চালু করা হয়েছে। ফলে সোনালী ব্যাংকে সরাসরি উপস্থিত হয়ে কর দেয়ার পাশাপাশি
ওয়েবসাইটের মাধ্যমে যেকোন স্থান থেকে অনলাইনে ট্রাভেল ট্যাক্স পরিশোধ করা যাবে।

👉 অনলাইনে ট্রাভেল ট্যাক্স দেবার উপায় কি?

NBR ও Sonali Bank এর যৌথ উদ্যোগে ট্রাভেল ট্যাক্স অনলাইনে দেবার উপায় চালু হয়েছে।

বর্তমানে বেনাপোল, দর্শনা এবং ভোমরা স্থল বন্দর দিয়ে ভ্রমণকারীগণ অনলাইনে ট্রাভেল ট্যাক্স প্রদানের এই সেবা পাবেন।

📌পাসপোর্টের সাথে মিল রেখে ইংরেজীতে

1️⃣আপনার নাম,
2️⃣পাসপোর্টের নাম্বার,
3️⃣যাত্রীর ধরণ,**
4️⃣পরিবহনের ধরণ (By Land),
5️⃣আপনার গন্তব্য,**
6️⃣মোবাইল নাম্বার সঠিক পাবে পূরণ করুন।

পরবর্তী ধাপে আপনার পূরণকৃত তথ্য দেখাবে। কোন ভুল থাকলে এডিট অপশন থেকে ঠিক করে নিন।

📌সব ঠিক থাকলে পেমেন্ট অপশনে ক্লিক করুন। বর্তমানে অনলাইনে ট্রাভেল ট্যাক্সের অর্থ সোনালী ব্যাংক অনলাইন সিস্টেম থেকে অথবা কার্ড দিয়ে করতে চাইলে

মাস্টার কার্ড, কিউ ক্যাশ, ভিসা কার্ড এবং বিকাশের মাধ্যোমে পরিশোধের সুযোগ রয়েছে। অনলাইনে ভ্রমণ করের ৫০০ টাকার সাথে ১০ টাকা সার্ভিস চার্জ প্রদান করতে হবে।
আপনার পেমেন্ট করা হয়ে গেলে একটা ট্রাভেল ট্যাক্স পরিশোধের রিসিট পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন। সেই রশিদ প্রিন্ট করে ভ্রমণের সময় সাথে রাখতে হবে।

🗣️ সরাসরি ট্রাভেল ট্যাক্স কিভাবে জমা দিব?

স্থল বন্দরে ৩৬৫ দিন সকাল ৮:০০ থেকে সন্ধ্যা ৬:০০ পর্যন্ত ভ্রমণ কর দেয়ার সুযোগ রয়েছে।

👉তবে সময় বাঁচাতে ও জটিলতা এড়াতে সোনালি ব্যাংকের নির্ধারিত কোন শাখায় আগেই কর জমা দিয়ে দেয়া ভাল।

🇧🇩 এছাড়া সীমান্তে ভ্রমণ কর দিতে এক্সট্রা ফি গুনতে হয়। আবার ডাউকিতে ভ্রমণ কর পরিশোধের কোন ব্যবস্থা নেই।
কোন কোন ক্ষেত্রে ২০০-৩০০ টাকা অতিরিক্ত দিলে ভ্রমণ ট্যাক্স পরিশোধের রশিদ পাওয়া যায়।

👉এছাড়া আগে থেকেই ট্রাভেল ট্যাক্স পরিশোধ করে রশিদ সংগ্রহ করে রাখতে পারেন এবং এতে কোন ঝামেলা নেই কারণ এর কোন নির্দিষ্ট মেয়াদ নেই।

👉এছাড়া সোনালি ব্যাংকের কিছু শাখায় চালানের মাধ্যমে ট্রাভেল ট্যাক্স জমা দেওয়া যায়।

তবে জেনে নিতে হবে আপনি যে শাখায় যেতে চাচ্ছেন এরা চালানের মাধ্যমে ভ্রমণ কর নেয় কিনা। চালানের মাধ্যমে ভ্রমণ কর জমা দিতে জোন অনুযায়ী ভ্রমণ কর কোড প্রয়োজন হয়।

সোনালী ব্যাংকের জোন অনুযায়ী একেক শাখার কোড একেক রকম। আর চালানের মাধ্যমে কর দেওয়ার ক্ষেত্রে চালানে পাসপোর্ট নাম্বার, নাম, ঠিকানা ইত্যাদি বড় হাতের ইংরেজি অক্ষরে লিখতে হয়।

ট্রাভেল ট্যাক্স দিতে কি লাগবে?

📌ভ্রমণ কর নিজের বা অন্য কারোর জন্য দিতে গেলে নিজের ও অন্যের মূল পাসপোর্ট বা ফটোকপি/স্ক্যানকপি নিয়ে যেতে হয়। আবার নিজে না গিয়ে অন্যকে দিয়ে ট্যাক্স জমা দিতে পারবেন।**

সোনালী ব্যাংকের কোথায় দেওয়া যাবে?
মনে রাখা জরুরী, সোনালী ব্যাংকের সকল শাখায় ট্রাভেল ট্যাক্স দেয়ার সুযোগ নেই।
ট্রাভেল ট্যাক্স দেয়া যাবে সোনালী ব্যাংকের এমন কয়েকটি শাখার তালিকা:

সোনালী ব্যাংকের যেসকল শাখায় ট্রাভেল ট্যাক্স দেয়া যায়
📌মনে রাখবেন, যতবার স্থলপথে বিদেশ ভ্রমণে যাবেন ঠিক ততবার ভ্রমণ কর পরিশোধ করতে হয়।

ট্রাভেল ট্যাক্সের কোন মেয়াদ দেয়া থাকে না তাই ট্যাক্সের পরিমাণ/নিয়ম যতদিন পরিবর্তিত না হবে ততদিন পর্যন্ত এটা একবার ভ্রমণের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন।
🇧🇩আর সম্ভব হলে ভ্রমণের আগেই ট্রাভেল ট্যাক্স জমা দিয়ে দিবেন। এতে ভ্রমণের সময় স্থল বন্দরে অনেকখানি ঝামেলা মুক্ত থাকতে পারবেন।

🙏পরিশেষে একটি অনুরোধ রইল।

আপনার পাসপোর্ট একান্তই আপনার নাহ এটি একটি দেশ ও জাতির সন্মান বহন করে।

আপনি যখন বাংলাদেশ ছেড়ে অন্য দেশে যান, তখন আপনার মাধ্যমেই বাংলাদেশকে চিনে অন্য দেশের মানুষজন।
নিজেকে, নিজের দেশকে সুন্দর ভাবে উপস্থাপন করুন। তাতে আপনার মর্যাদা বাড়বে, দেশের মর্যাদা বাড়বে। ধন্যবাদ
Thank you
stay safe, stay with Holy Tourism Inc.

Credit: Pinu Serker

List of BD Govt. Approved RT-PCR Laboratory
03/02/2022

List of BD Govt. Approved RT-PCR Laboratory

Address

Lake City Concord Shopping Complex, Khilkhet
Dhaka
1229

Telephone

+8801611236184

Website

Alerts

Be the first to know and let us send you an email when Holy Tourism Inc. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Holy Tourism Inc.:

Videos

Share

Category

Our Story

Our Story just started. If you are next to us, we might be able to create a good story. Your satisfaction, The main way to forward to us. আমাদের গল্প মাত্র শুরু হলো।আপনারা পাশে থাকলে হয়তো একটি ভালো গল্প তৈরী করতে পারবো।আপনাদের সন্তোষ্টি আমাদের সামনে এগিয়ে যাওয়ার মূলমন্ত্র।