Rafi Air Travel

Rafi Air Travel Visa Processing | Air Ticket | Umrah Services
ভিসা প্রসেসিং,বিমান টিকেট,হজ ও উমরাহ্ সর্বোচ্চ সেবা।

আজ এবং আগামীকাল ( ২৩ ও ২৪ আগস্ট) আমাদের হেলিকপ্টার সম্পূর্ণ ফ্রীতে উদ্ধার কাজ করবে।তাই আজ ও আগামীকাল পার্সোনাল সার্ভিস দ...
23/08/2024

আজ এবং আগামীকাল ( ২৩ ও ২৪ আগস্ট) আমাদের হেলিকপ্টার সম্পূর্ণ ফ্রীতে উদ্ধার কাজ করবে।তাই আজ ও আগামীকাল পার্সোনাল সার্ভিস দেয়া পসিবল না।বন্যাদুর্গত এলাকায় আটকে পড়া মানুষের তথ্য দিন নিচের লিংকে।

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdxjuIBVeEnTeWsnFPKG-CdPQ9qn28LEnKB5WHuW_qo_2jxCw/viewform?usp=sf_link

22/08/2024

চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা নদী ভয়াবহ রূপ ধারণ করেছে। স্থানীয়দের ভাষ্যমতে ইতিমধ্যে বিভিন্ন গ্রামে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নাজিরহাট, ফটিকছড়ির অবস্থা বেশ খারাপ বলে জানা যাচ্ছে।

ফটিকছড়িতে যারা আশ্রয় নিতে চান তারা জে ইউ পার্ক কমিউনিটি সেন্টারে আশ্রয় নিতে পারবেন।
যোগাযোগ -
মামুন ০১৮১৫ ৬১ ৬৫ ০৮
মাসুদ ০১৮১৫ ৬১ ৬৫ ০৯
মারুফ ০১৮১৯ ৩৩ ৫৫ ০১

22/08/2024

সবার কাছে জরুরী সহায়তা কামনা করছি।
দয়া করে নিচে দেওয়া মহিলা মাদ্রাসাটির জন্য কোনো একটা ব্যবস্থা করা যায় কিনা সবাই একটু দেখুন। মহিলা মাদ্রাসাটিতে প্রায় ৪০০ শো এর উপরে মহিলা ছাত্রী-শিক্ষিকা রয়েছে। সবাই পানি-বন্দি। পর্দানশীন এই মা-বোনরা খুব কঠিন পরিস্থিতিতে আছেন। কারেন্ট নেই। বাহির থেকে কোনো কিছু আনার মতো পরিস্থিতিও নেই। প্রচুর খাদ্য সংকট; বিশেষ করে শুকনো খাবার আর মোমবাতি ইত্যাদি।
নিচে পরিচালকের মোবাইল নাম্বার দিয়েছি, এখন পর্যন্ত মোবাইলে তাঁকে পাবেন। তবে মোবাইলের চার্জ শেষ হলে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন।

মাদ্রাসার নাম: জামেয়া আমেনা মহিলা মাদ্রাসা,
ফেনী মহিপাল, হোসাইনিয়া মাদ্রাসা রোড।
মাদ্রাসার পরিচালকের মোবাইল নাম্বার: 01818400512

আরো কিছু তাকাজা এসেছে যা নিম্নরূপঃ

রাতের মধ্যে উদ্ধার করতে না পারলে মারা যাবে একটি পরিবার ঠিকানা: ফাজিলপুর, কাদরী হাই স্কুলের পর আব্দুল মুন্সী ঘাটের আগে, শাহ আলমের নতুন বাড়ি, দোতলা বাড়ি। ফেনী, সদর। (ফেনী থেকে চিটাগং এর দিকে মেইন রোডে ফাজিলপুর)।
Contact : 01676509058

ফেনী,ভালুকিয়া গ্রাম পুরো ডুবে আছে। সবাই ছাদে আশ্রয় নিয়েছে। পানি বেড়ে বাড়ির ছাদেও অতিক্রম করে ফেলতেছে। আজকে রাতের মধ্যে উদ্ধার করা না গেলে সবাইকে লাশ হয়েই দেখতে হবে। আমার পরিবার এবং আশেপাশের প্রতিবেশী, যে যেভাবে পারেন সাহায্য করেন, স্বেচ্ছাসেবী টিমের দৃষ্টি আকর্ষণ করছি। ফেনী,কালিদহ ইউনিয়ন ৪নং ওয়ার্ড ভালুকিয়া, ভূইয়া বাড়ি, স্বপ্ন সেতু।
০১৮২৪১৭৯৩২১, ০১৬২৪০১৭৬৭০, ০১৮৪১৫১২১৮৩

ভাই কেউ আমার ফ্যামিলি টারে বাঁ'চান। মাত্র কথা বলছি খাট পর্যন্ত পানি উঠে গেছে আমার ছোট্ট একটা মেয়ে আছে কোথাও যাওয়ার রাস্তা নাই। কেউ সেচ্চাসেবী কোনো কর্মীর নাম্বার থাকলে দেন একটা আমায়। দ্রুত ওদের নিরাপদ স্থানে নিয়ে যেতে হবে প্লিজ কেউ হেল্প করেন আমায় স্থান :- ছাগলনাইয়া উপজেলা ১০নং ঘোপাল ইউনিয়ন ৪নং ওয়ার্ড দক্ষিণ পূর্ব ঘোপাল রাস্তার মাথায় বাড়ি।
যোগাযোগ: 01616967466

বিস্তারিত কমেন্টে....
02/08/2024

বিস্তারিত কমেন্টে....

14/07/2024

এবার উমরা ভিসা রিজেক্ট হচ্ছে প্রচুর। যেহেতু নন-রিফান্ডেবল সেহেতু যাত্রী ও এজেন্সি উভয়কে সোচ্চার হতে হবে।

23/07/2022
03/10/2021

আপনি এই মাসের মধ্যে ওমরাহতে গেলে মোট কেমন খরচ হতে পারে একটা ধারনা দেই, কারন অনলাইনে হেডিং এ চটকদার বিজ্ঞাপন দেখে অনেকেই প্রশ্ন করে ওমুকে দেখলাম এত কমে প্যাকেজ ঘোষণা করছে আপনারা এত বেশি চাচ্ছেন কেন??

বর্তমানে ওমরা খরচ বাড়ার সবচাইতে বড় কারণ হচ্ছে এয়ার টিকিটের দাম, গতবারের চাইতে এবছর এয়ার টিকিট প্রায় ডাবল।

ট্রান্সপোর্ট খরচ ৭/৮ গুন বাড়ছে। খাবারের খরচও দ্বিগুণ হয়েছে।

ভিসা খরচ বাড়ছে। সৌদিতে করোনা টেস্ট খরচ বাংলাদেশের থেকে তিনগুণ। এটাও একটা কারন।

হোটেলে থাকার খরচ দ্বিগুণ বাড়ছে। যেখানে এক রুমে ৪/৫ জন রাখা যেত সেখানে একই খরচে ২জনের বেশি থাকতে পারবে না।

সব মিলিয়ে আপনি যদি ১৫ দিন মক্কা মদিনায় থাকতে চান আপনাকে ১,৫০,০০০ টাকার বাজেট রাখতেই হবে। যে এজেন্সির মাধ্যমেই যান না কেন এই টাকা আপনাকে বাজেট করতে হবে।

এখন আপনি অনলাইনে কম টাকার বিজ্ঞাপন দেখে ফাঁদে পা দেওয়ার পরে হয়তো বুঝতে পারবেন কাহিনী কি!!

অক্টোবরের মাঝামাঝি আমাদের একটা গ্রুপ যাচ্ছে ইনশাআল্লাহ। আপনার বাজেট থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আশাকরি ঠকবেন না। কারন ট্রাভেল রিলেটেড যেকোনো সার্ভিসে আমরা নূন্যতম একটা প্রফিট মার্জিন রাখি।

খাবার ছাড়া ১৫ দিনের প্যাকেজটির খরচ হবে ১৪০,০০০ টাকা।

🕋 #উমরাহ_প্যাকেজ_২০২১🕋সর্বোচ্চ ভালো সার্ভিস পেতে নির্ভরযোগ্য ট্রাভেল এজেন্ট প্রয়োজন কারন বিভিন্ন বিষয়ে সার্বক্ষনিক সাহায...
04/09/2021

🕋 #উমরাহ_প্যাকেজ_২০২১🕋
সর্বোচ্চ ভালো সার্ভিস পেতে নির্ভরযোগ্য ট্রাভেল এজেন্ট প্রয়োজন কারন বিভিন্ন বিষয়ে সার্বক্ষনিক সাহায্য সহযোগীতার দরকার হয়।

✅আমদের উপর আপনি শতভাগ আস্থা রাখতে পারেন -ইন শা আল্লাহ আপনি নিরাশ হবেন না। আপনার উমরা সংক্রান্ত সকল কার্যক্রম মহান আল্লাহর উপর ভরসা করে নিশ্চিন্তে আমাদের উপর ছেড়ে দিন।

✅আমাদের প্রতিনিধি কাফেলার সাথে থেকে যাবতীয় দেখভাল করবে ইন শা আল্লাহ।
👉পবিত্র উমরাহ্ পালনের জন্য আমরা আপনাদের জন্য ২ টি প্যাকেজ প্রস্তুত করেছি -

🕋স্টান্ডার্ড প্যাকেজঃ
১০ দিনের প্যাকেজ ১,৩৫,০০০/- এবং ১৪ দিনের প্যাকেজ ১,৩৯,০০০/- (তিন তারকা হোটেল ৬০০-৭০০ মিটার দূরত্ব)

🕋প্লাটিনাম/ভিআইপি প্যাকেজঃ
১০ দিনের প্যাকেজ ২,০৫,০০০/- এবং ১৪ দিনের প্যাকেজ ২,১৯,০০০/- (পাঁচ তারকা হোটেল ০ মিটার দূরত্ব)

✅প্যাকেজের অন্তর্ভুক্তঃ
👉রিটার্ন এয়ার টিকিট (ডাইরেক্ট ফ্লাইট)
👉উমরাহ্‌ ভিসা ও হেল্থ ইনসুরেন্স
👉হোটেল রুম (২ জনের জন্য ১ রুম) ১০/১৪ দিনের
👉সৌদিতে কোভিড-১৯ (করোনা) টেস্ট
👉সকল যাতায়াত(বিমানবন্দর,মক্কা,মদিনা)
👉মক্কা মদিনার দর্শনীয় স্থান জিয়ারাহ
👉১৪ দিনের প্যাকেজে মক্কায় ৭ রাত মদিনায় ৬ রাত এবং ১০ দিনের প্যাকেজে ৫ রাত মক্কায় ৫ রাত মদিনায়।
এছাড়াও আপনার চাহিদা অনুযায়ী যেকোনো ধরনের কাস্টমাইজ প্যাকেজ রেডি করে দেওয়া যাবে।
(খাবারসহ নিলে প্রতিদিন ৭০০ টাকা করে যোগ হবে)

🕋কারা উমরাহ পালন করতে পারবেন?
✈️১৮ বছরের উপরে যেকেউ উমরাহ পালন করতে পারবেন।
✈️সৌদি গভর্নমেন্ট কর্তৃক অনুমোদিত ডাবল ডোজ সম্পাদনকারী ব্যক্তি।

✅শুধুই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য উমরাহ করুন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ
তোমরা বার বার হজ্জ ও উমরাহ আদায় কর, কেননা এ দুটো দরিদ্রতা ও গুনাহকে সে ভাবে মুছে ফেলে, যে ভাবে কর্মকারের হাওয়া দেয়ার যন্ত্র লোহার ময়লাকে দূর করে থাকে। (নাসায়ী- হাদীস সহীহ)
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন,এক উমরাহ অন্য উমরাহ পর্যন্ত মধ্যবর্তী সবকিছুর কাফফারা। আর মাবরুর হজের একমাত্র প্রতিদান হলো জান্নাত। ( বুখারী ও মুসলিম )
বিস্তারিত জানতে আমাদের অফিস ভিজিট করুনঃ

Saif Air Travel
House-10, Line-3, Road-11, Block-C,
Section-11, Mirpur , Dhaka-1216
01720012442, 01787661314

Address

House-10, Line-3, Road-11, Block-C, Section-11, Mirpur
Dhaka
1216

Opening Hours

Monday 09:00 - 22:30
Tuesday 09:00 - 22:30
Wednesday 09:00 - 22:30
Thursday 09:00 - 17:00
20:00 - 22:30
Friday 09:00 - 11:00
21:00 - 22:30
Saturday 09:00 - 22:30
Sunday 09:00 - 22:30

Alerts

Be the first to know and let us send you an email when Rafi Air Travel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rafi Air Travel:

Share

Category

Travel Agency

ভ্রমন সংক্রান্ত যে কোন সহযোগীতার জন্য একটি বিশ্বস্থ প্রতিষ্ঠান।

Nearby travel agencies