23/06/2024
এই একটি নোটিশ দিয়ে গত ০৪/০৬/২০২৪ ইং তারিখ থেকে হটাৎ করে বিদেশগামী কর্মীদের অসত্যায়িত ভিসার ছাড়পত্র প্রদান বন্ধ করে দেয়া হয়েছে।যার কারণে অসংখ্য যাত্রীর ফ্লাইট মিস হয়েছে। এতে ক্ষতি গ্রস্ত হয়েছে অসংখ্য বিদেশ যাত্রী এবং রিক্রুটিং এজেন্সি। কে নিবে এ দ্বায়ভার।নিয়ম অনুযায়ী সরকারি কোন বিজ্ঞপ্তি /নোটিশ প্রকাশ করলে একটি নির্দিষ্ট সময় দিয়ে প্রকাশ করতে হয়।তাছাড়া বিজ্ঞপ্তির/নোটিশ এর নিচে যথাযথ কর্তৃপক্ষের স্বাক্ষর এবং তারিখ উল্লেখ থাকে। অথচ এর কিছুই লক্ষ্য করা যায় না। বিএমইটি, প্রবাসী কল্যান মন্রনালয় এবং আমাদের কিছু রাসেলস ভাইপার এই অপতৎপরতার সাথে দীর্ঘ দিন জড়িত। তারা সরকারকে ভুলভাল বুঝিয়ে নিজেদের স্বার্থ হাসিল এবং জনশক্তি রপ্তানি খাতকে ধ্বংস করে রেমিট্যান্স প্রবাহে ধ্বস নামানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।এবং বাংলাদেশের শ্রমবাজার কে আমাদের কমপিটিটর কান্ট্রি ভারত,নেপাল,পাকিস্তান,ফিলিপাইনের হাতে তুলিয়ে দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।তাই এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী বংগবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি।একমাত্র আপনার যোগ্য নেতৃত্বই পারে আমাদের এ খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে উন্নতির শিখরে আরোহন করাতে।আরো তথ্য জানতে যোগাযোগ করুন ,,,,,,+8801676621371…..+8801811188296