Hizzul Baite Air International

Hizzul Baite Air International Proprietor
(58)

জালিমের সহায়ক নয়, মজলুমের পক্ষের আওয়াজ হোন।
13/11/2024

জালিমের সহায়ক নয়, মজলুমের পক্ষের আওয়াজ হোন।

06/11/2024
🇯🇵জাপান ভিসা নোটিশ🎌৩ নভেম্বর ২০২৪ থেকে জাপান এম্বাসির পক্ষ থেকে ভিসা আবেদন পরিষেবা পরিচালনা করবে ভিএফএস গ্লোবাল। ২৬ ডিসে...
06/11/2024

🇯🇵জাপান ভিসা নোটিশ🎌
৩ নভেম্বর ২০২৪ থেকে জাপান এম্বাসির পক্ষ থেকে ভিসা আবেদন পরিষেবা পরিচালনা করবে ভিএফএস গ্লোবাল। ২৬ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত এম্বাসিতে পূর্বে নির্ধারিত অ্যাপয়েন্টমেন্টগুলো VFS Global এ স্থানান্তর করা যাবে। জাপান দূতাবাস এর পর সরাসরি ভিসার আবেদন গ্রহণ করবে না।

⛩️নতুন জাপান ভিসা আবেদন পদ্ধতি:
বাংলাদেশিদের জন্য ভিসা ফি লাগবেনা শুধু VFS ১৯০০/- টাকা সার্ভিস ফি নিবে। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ইন্টারভিউ ফেস করতে হবেনা এবং ভিসা ইস্যু হবে ডকুমেন্টস বেজড্।

প্রয়োজনীয় ডকুমেন্টস :
১. এপ্লিকেশন ফর্ম
২. ভেলিড পাসপোর্ট ও ফটোকপি
৩. পুরনো পাসপোর্ট ও ফটোকপি
৪. ছবি ২ কপি – ৩৫*৪৫
৫. এয়ারলাইন্স বুকিং কপি
৬. হোটেল বুকিং কপি
৭. ট্যাক্স পেমেন্ট রিসিপ্ট ( লাস্ট ৩ বছরের )
৮. ব্যাংক স্টেমেন্ট ( বিগত ছয় মাসের )
৯. ভিজিট শিডিউল
১০. এন ও সি
১১. কাভার লেটার

** এক্সট্রা বৈধ ডকুমেন্টস (যদি গ্যারান্টার থাকে)
১. ইনভাইটেশন লেটার গ্যারান্টেরের কাছ থেকে
২. গ্যারান্টারের সাথে সম্পর্কের প্রত্যয়িত বা ব্যাখ্যা করার নথি
৩. ব্যাংক স্টেটমেন্ট 6 মাসের সর্বশেষ (ব্যক্তিগত/কোম্পানী) যদি ভ্রমণ খরচ জাপানে বসবাসকারী একজন গ্যারান্টার দ্বারা বহন করা হয়
৪. গ্যারান্টি লেটার.

সুবহানাল্লাহ! আল্লাহর পরিকল্পনা কতই না নিখুঁত! অথচ আমরা অল্পতেই হতাশ হয়ে পড়ি।‘নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী’[স...
25/10/2024

সুবহানাল্লাহ! আল্লাহর পরিকল্পনা কতই না নিখুঁত! অথচ আমরা অল্পতেই হতাশ হয়ে পড়ি।

‘নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী’
[সূরা আনফাল : আয়াত : ৩০]

 #ইনশা_আল্লাহ_আমি_নিজে_যাব" ***ডাইরেক্ট ফ্লাইট এ উমরাহ কাফেলায় বুকিং চলছে  **✈ সফরের তারিখ:-  ২০  নভেম্বর  ২০২৪ ( সম্ভা...
22/10/2024

#ইনশা_আল্লাহ_আমি_নিজে_যাব"
***ডাইরেক্ট ফ্লাইট এ উমরাহ কাফেলায় বুকিং চলছে **
✈ সফরের তারিখ:- ২০ নভেম্বর ২০২৪ ( সম্ভাব্য ) ।
🔴এয়ার টিকেট :- সরাসরি বিমান ( US-BANGLA )
( ঢাকা থেকে জেদ্দা = জেদ্দা থেকে ঢাকা ফ্লাইট )
🟢 ইকোনমি প্যাকেজ 🟢
১২২,৫০০/ টাকা - খাবার ছাড়া ,
১৩২,৫০০/= টাকা - খাবার সহ।
🔴 ফ্রী উপহার সামগ্রী:-
(১) মহিলাদের হিজাব (২) গলায় ঝুলানো বুকের ব্যাগ (৩) পিঠের ব্যাগ (৪) জুতার ব্যাগ ।
🟢 হোটেল মক্কা : দার সেলি । পায়ে হেটে হারামাইন শরীফের দূরত্ব ২০০ / ২৫০ মিটার স্ট্যান্ডার্ড হোটেল ।
🟢 হোটেল মদিনা : বির আল ঈমান / তাজ ওয়ার্ড । পায়ে হেটে হারামাইন শরিফের দুরত্ব ২৫০ / ৩০০ মিটার মাৰ্কাজিয়া , থ্রি স্টার হোটেল।।
👉 মক্কায় ৭ দিন ও মদিনা ৬ দিন থাকার ব্যাবস্থা। ( হাসবেন্ড এবং ওয়াইফ ) এক রুমে থাকতে চাইলে জনপ্রতি অতিরিক্ত ১৫০০০/ টাকা চার্জ যুক্ত হবে।
👉 সকল ট্রান্সপোর্ট:- জেদ্দা এয়ারপোর্টে থেকে মক্কা হোটেল, মক্কা হোটেল থেকে মদিনা হোটেল , মদিনা হোটেল থেকে মদিনা এয়ারপোর্টে ট্রান্সপোর্ট (মার্সিডিজ বেঞ্জ এসি বাস)
👉 মদিনায় ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন ।
মদিনা জিয়ারাহঃ মসজিদে কুবা, মসজিদে কিবলাতাইন, ওহুদ প্রান্তর, খন্দক প্রান্তর, খেজুর বাগান, মসজিদে আবু বকর , মসজিদে আলি , মসজিদে গামামাহ, জান্নাতুল বাকি।
👉 মক্কায় ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন ।
মক্কা জিয়ারাহঃ- জাবালে ছুর, জাবালে নুর, জাবালে রহমত, মিনা, মুজদালিফা, আরাফাহ, জামারাহ, মসজিদে নামিরাহ, মসজিদে খাইফ, মসজিদে জিন, জান্নাতুল মুয়াল্লা, জাবালে আবু কুবাইস, নবিজির জন্মস্থান, আবু জেহেলের বাড়ি।
👉 বিশেষ_দ্রষ্টব্যঃ - এর বাইরে তায়েফ, জিরানা, জেদ্দাহ লোহিত সাগর, হুদাইবিয়া বদর প্রান্তর আরব সাগর ইত্যাদি যায়গায় যাওয়ার ব্যাবস্তা করে দেয়া যাবে তাদের নিজেদের খরচে যেতে হবে।
📌 _বিশেষ_দ্রষ্টব্যঃ- আমাদের সাথেই আপনি কেন যাবেন ??
👉 আমাদের রয়েছে বারংবার ভ্রমণকারী অভিজ্ঞ মোয়াল্লীম গাইড ।
👉 কোরআন ও হাদিসের বিদগ্ধ আলেমেদ্বীন।
👉 সৌদি আরবের প্রসিদ্ধ ইউনিভার্সিটি (মদিনা,উম্মুল কোরা, তাবুক, কিং সাউথ ) থেকে সর্বোচ্চ ডিগ্রিধারী মোয়াল্লিম।
👉 ৩ বেলা ঘরোয়া পরিবেশে রুচিসম্মত বাংলাদেশী খাবার।
🟢 উমরার জন্য বুকিং দিতে যোগাযোগ
📲☎ফোনঃ 01552352277
Hotline: +8801911959193
📍Hizzul Baite Air International
ঠিকানাঃ ৫৫, পুরানা পল্টন, আজাদ সেন্টার,
লেভেল -০৪/C, ঢাকা-১০০০.

16/10/2024

ঢাকা এয়ারপোর্ট টু ম্যানচেস্টার এয়ারপোর্ট, আকাশ থেকে ম্যানচেস্টার সিটি টা অপরূপ সুন্দর লাগতেছে।

✅𝐍𝐎 𝐕𝐈𝐒𝐀 𝐍𝐎 𝐅𝐄𝐄 !!❇️ সেকেন্ড টাইম চায়না ভিসা:- ৮৯৯৯/-✅ চায়না, সিঙ্গাপুর, মালয়েশিয়া, আমেরিকা, কানাডা, ইউকে, ইউরোপীয় দেশ ...
13/10/2024

✅𝐍𝐎 𝐕𝐈𝐒𝐀 𝐍𝐎 𝐅𝐄𝐄 !!
❇️ সেকেন্ড টাইম চায়না ভিসা:- ৮৯৯৯/-
✅ চায়না, সিঙ্গাপুর, মালয়েশিয়া, আমেরিকা, কানাডা, ইউকে, ইউরোপীয় দেশ "২০১৮ থেকে ২০২৪" ভিজিট করা থাকলে ইন্টারভিউ লাগবে না।
----------------------------------------------------------
❇️"চায়না বিজনেস ভিসা"❇️
নো ইন্টারভিউ‼️প্রাইজ জানতে কল করুন
𝐇𝐎𝐓𝐋𝐈𝐍𝐄 :- 𝟎𝟏𝟗𝟏𝟏𝟗𝟓𝟗𝟏𝟗𝟑 (WhatsApp)
-----------------------------------------------------------
❇️ ৬ মাসের এর ডাবল এন্ট্রী চায়না ভিসা:- ১১,০০০/- (পূর্বে ২ বার চায়না যাওয়া থাকতে হবে ) নো ইন্টারভিউ‼️

❇️ ১ বৎসর এর মাল্টীপল চায়না ভিসা:- ১৫,০০০/- (পূর্বে ২ বার চায়না ডাবল এন্ট্রী যাওয়া থাকতে হবে) নো ইন্টারভিউ‼️

❇️ ২ বৎসর এর মাল্টীপল চায়না ভিসা:- L ২০,৫০০/-
M ৩৯,৫০০/- (শুধু ভিজিটিং কার্ড ও ছবি) (পূর্বে ১ বৎসর এর মাল্টীপল ভিসা থাকতে হবে) নো ইন্টারভিউ‼️

❇️ ফার্স্ট টাইম চায়না ভিসা:- ১০,৫০০/-
(৩ দেশ যাওয়া থাকতে হবে) ইন্টারভিউ দিতে হবে।

✅ইন্টারভিও ফেইল করলে ২০০০ টাকা চার্জ দিতে হবে ইনভাইটেশন চার্জ।
✅ ইন্টারভিউতে পাশ করার পর যদি কোন কারনে চাইনিজ ভিসা না দেয় তাহলে ১০,৫০০/- টাকা থেকে শুধুমাত্র ২৪০০ টাকা ফেরত পাবে।

✈️ ⏰Processing Time: 6 working Days
=======================
🔯 *Documents Required for China Visa*

✅০১. অরজিনাল পাসপোর্ট।

✅০২. ব্যাকগ্রাউন্ড সাদা ৩৫/৪৫ ছবি।

✅০৩. ভিজিটিং কার্ড ও লেটারহেড প্যাড।

✅০৪. ট্রেড লাইসেন্স এর ফটোকপি/এনওসি/জিও।

✅০৫. অরজিনাল ব্যাংক স্টেটমেন্ট ও ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট। ব্যালেন্স ৩ লক্ষ টাকা থাকতে হবে। ব্যাংক স্টেটমেন্ট তোলার চার দিনের মধ্যে দিতে হবে।

*Please Contact us*
📲 +8801911959193
☎️+8801552352277
🏡 হিজ্জুল বাইত এয়ার ইন্টারন্যাশনাল ✈️
ঠিকানাঃ ৫৫ পুরানা পল্টন, আজাদ সেন্টার, লেভেল- ০৪/সি, ঢাকা-১০০০.
Email:[email protected]
Bangladesh Civil Aviation License No:- 0013643

10/10/2024

প্রাণ কোম্পানির, "মিঠাই সপে" পেটিস এর মধ্যে রাবার পাওয়া গিয়েছে। খুবই দুঃখজনক!!

একটি শিক্ষামূলক পোস্ট ::১. কাউকে একসঙ্গে তিনবারের বেশি ফোন কল করবেন না। যেহেতু আপনার কল রিসিভ হচ্ছে না তার মানে ব্যক্তি...
10/10/2024

একটি শিক্ষামূলক পোস্ট ::

১. কাউকে একসঙ্গে তিনবারের বেশি ফোন কল করবেন না। যেহেতু আপনার কল রিসিভ হচ্ছে না তার মানে ব্যক্তিটি আপনার ফোন কলের চেয়ে গুরুত্বপূর্ণ কোন কাজে ব্যস্ত আছে।
১০/১৫ মিনিট পর আবার চেষ্টা করতে পারেন।

২. কারো কাছ থেকে টাকা ধার/ঋণ করলে সেটা অবশ্যই ফেরত দিন। যদি ঋণদাতার মনে নাও থাকে তারপরও তাকে সময়মতো ফেরত দিন বা তাকে এমন ভাবে তা পুষিয়ে দিবেন যাতে তার মনে প্রশান্তি আসে। তার সাথে নমনীয় আচরন করুন।

৩. এখনো বিয়ে করোনি কেন কিংবা তুমি নতুন বাড়ি কিনছো না কেন? কাউকে এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা থেকে বিরত থাকুন।

৪. যদি কোন বন্ধু বা সহকর্মীর সঙ্গে রাইড শেয়ার করেন সেক্ষেত্রে আপনার বন্ধু বা সহকর্মী আজকে বিল পরিশোধ করলে কালকে আপনি বিল পরিশোধ করুন।

৫. অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন। কারো কথার মাঝখানে কথা বলবেন না। তার কথা শেষ হলে তারপর আপনি কথা বলা শুরু করুন।

৬. কারো সঙ্গে আপনি মজা করতেছেন কিন্তু সে যদি সেটা উপভোগ না করে তাহলে আপনার অবশ্যই থামা উচিত এবং কখনো এরকম আর করবেন না।

৭. কেউ যদি কোনো ছবি দেখানোর জন্য তার ফোন আপনার হাতে দেয় তাহলে নির্দিষ্ট ছবিটি দেখুন গ্যালারির এপাশ-ওপাশ করবেন না।

৮. কারো সঙ্গে কথা বলার সময় স্মার্ট ফোন টিপাটিপি করবেন না।

৯. যতক্ষণ পর্যন্ত কোন বিষয় আপনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত না হয় ততক্ষণ পর্যন্ত আপনি নিজের চরকায় তেল দিতে থাকুন।

১০. কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবেন না এবং যতক্ষণ পর্যন্ত না আপনার কাছে উপদেশ চাওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত উপদেশ দিতে যাবেন না। নিজের খেয়ে বনের মোষ তাড়াতে যাবেন না।

১১. সবাইকে সম্মান দিতে শিখুন হোক সে রিক্সাওয়ালা কিংবা আপনার অফিসের বস।

১২. কারো বেতন - চাকরি - ব্যবসা এসব নিয়ে সরাসরি প্রশ্ন করবেন না।

১৩. কেউ পাসওয়ার্ড দেওয়ার সময় ভদ্রতার সাথে চোখ অন্যদিকে ঘুরিয়ে ফেলুন।

১৪. কেউ ন্যূনতম সাহায্য করলে তাকে ধন্যবাদ দিতে শিখুন।

১৫. কারো কাছ থেকে কোনো কিছুতে উপকৃত হলে তার যথাযথ মূল্যায়ন করুন।

১৬. বন্ধুত্বের উপর সবসময় বড় আবদারের আশা করে থাকবেন না।

১৭. সবসময় কোনো কিছু ফ্রি - তে পাওয়ার আশায় থাকবেন না।

১৮. কারো দোষ জানা থাকলে তা গোপন রাখুন। অপপ্রচার করবেন না।

১৯. কারো কোনো কিছু নিয়ে হিংসা করবেন না। নিজে চেষ্টা করুন। হয়তো আপনিও পারবেন।

২০. ছোট-বড় সবার সাথে মাধুর্য্যপূর্ণ আচরন করুন। আপনার সাথে কারো মতের মিল না থাকলে তর্ক না করে তার সঙ্গ এড়িয়ে চলুন।

২১. বন্ধুত্বের মধ্যে ঝগড়া-বিবাদ হলে তার দোষ রটনা করবেন না।

২২. কাউকে খোঁটা দিবেন না।

২৩. কোনো বিষয়ে কম জানা থাকলে তা নিয়ে অন্যের সাথে তর্ক করবেন না।

২৪. ছোট-বড় কাউকে লজ্জা দিয়ে কথা বলবেন না। বিধর্মীদের তুচ্ছ করে কথা বলবেন না।

২৫. যে আপনার উপদেশ মানে না তাকে উপদেশ দিতে যাবেন না অর্থাৎ উলু বনে মুক্তা ছড়াবেন না।

ধৈর্য্য সহকারে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।,,/©

Address

Azad Center, 4/C, 55 Purana Paltan
Dhaka
1000

Opening Hours

Monday 09:45 - 20:00
Tuesday 09:45 - 20:00
Wednesday 09:45 - 20:00
Thursday 09:45 - 20:00
Saturday 09:45 - 20:00
Sunday 09:45 - 20:00

Telephone

+8801911959193

Alerts

Be the first to know and let us send you an email when Hizzul Baite Air International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hizzul Baite Air International:

Videos

Share

Category