26/05/2024
উঁচু জোয়ারে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা প্লাবিত, বিপদে বন্য প্রাণী I
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সৃষ্ট উঁচু জোয়ারে প্লাবিত হয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ বনভূমি। এতে বাঘ, হরিণসহ বিভিন্ন বন্য প্রাণীর প্রাণহানির শঙ্কা দেখা দিয়েছে। জোয়ারের সাগরের নোনাপানিতে বনভূমির সঙ্গে তলিয়ে গেছে শতাধিক মিঠাপানির পুকুর। যেখান থেকে বনের প্রাণী ও বনজীবীরা খাবার পানি পেতেন।
খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দো এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঝড়ের প্রভাবে বঙ্গোপসাগরে পানির অস্বাভাবিক চাপ তৈরি হয়েছে। রোববার দুপুরের জোয়ারের পানি সুন্দরবনের সব নদ–নদীতে কয়েক ফুট বৃদ্ধি পায়। কোনো কোনো স্থানে পানির উচ্চতা ছিল ৫ থেকে ৮ ফুট পর্যন্ত। সুন্দরবনের পূর্ব ও পশ্চিম অঞ্চলের অধিকাংশ এলাকাই এ সময় তলিয়ে যায়।
বন বিভাগের কর্মকর্তারা বলছেন, ঝড়ের প্রভাবে সৃষ্ট উঁচু জোয়ার-জলোচ্ছ্বাসের কারণে সুন্দরবনের হরিণ, বানর, বেঙ্গল টাইগারসহ বিভিন্ন প্রজাতির প্রাণীর প্রাণহানির আশঙ্কা রয়েছে। এ ছাড়া মিঠাপানির পুকুর তলিয়ে যাওয়ার কারণে বনের প্রাণিকুল ও বন–কর্মীদের বিশুদ্ধ পানির তীব্র সংকট তৈরি হতে পারে।