19/09/2023
অনেকেই এপার্টমেন্ট পাওয়ার আশায় বা এপার্টমেন্ট পেয়েছেন
এখন তাদের উপরে মূল কাজ হচ্ছে ইন্ডিয়া ভিসা করা , টুরিস্ট ,মাল্টিপল ভিসা জন্য অনেকেই আবেদন ও করে ফেলেছেন ,
বা অনেকেই করবেন,
রোমানিয়া এম্বাসি ফেস করার জন্য ইন্ডিয়া যাওয়া বাধ্যতামূলক ,
এখন আর আগের সিস্টেম নাই যে ১ সাপ্তহে ভিসা পেয়ে যাবেন।
এখন ভিসা পেতে অপেক্ষা করতে হয় ৩৫থেকে ৫০দিন পযন্ত
ইন্ডিয়ান এম্বাসি যেমন লেট করে ভিসা দেয় তেমন , আগের তুলোনায় ভিসা রিজেক্ট হয় অনেক ,
তাই ইন্ডিয়া ভিসা রিজেক্ট হওয়ার মূল কারন গুলো উল্লেখ করতেছি ,
১/ ভিসা আবেদন সকল পুরাতন পাসপোর্ট জমা বাধ্যতামূলক ।
২/ পুরাতন পাসপোর্ট হারিয়ে গেলে তার জিডি কপি ইংরেজি translation করে আগের পাসপোর্ট নোটারি করে জমা করতে হবে।
৩/ ভিসা আবেদন নতুন ছবি লাগবে , আগের ছবি হলে হবে না ,
বা ইন্ডিয়ান ভিসা করা আছে আগের ছবি দিয়ে সেই ছবি দিলেও রিজেক্ট( রিসেন্ট ছবি লাগবে )
৪/ পাসপোর্ট ব্যাক্তিগত নাম্বারে মধ্যে যদি থাকে এক , আর জন্ম নিবন্ধন ,বা এন আইডি কার্ড থাকে আরেক তাহলে রিজেক্ট হওয়ার চাঞ্জ থাকে।
৫/ আবেদন ফর্মে সাথে , পাসপোর্ট বা এন আইডি মিল না থাকলে বা ব্যাংক স্টামেন্ট সাথে না মিললে।
৬/ ব্যাংক স্টামেন্ট জমা করলে তার ৬মাসের লেনদেন থাকতে হবে , ব্যাংকে মিনিমাম ৩০হাজার টাকা দেখানো লাগবে।
৬/ ট্রেড লাইসেন্স জমা করলে , ট্রেড লাইসেন্স সাথে সম্পূর্ণ পাসপোর্ট সাথে মিল থাকতে হবে।
৭/ রিজেক্ট হওয়ার আরো ইত্যাদি কারন থাকতে পারে
, পাসপোর্ট রিজেক্ট করলে ইন্ডিয়ান এম্বাসি কখনো রিজেক্ট কারন উল্লেখ করে না।
আশা করি সবাই এই বিষয় গুলো লক্ষ রেখে পাসপোর্ট জমা করবেন আপনাদের ভিসা হওয়ার চান্সশতভাগ হবে।
সবার ই মূল লক্ষ ইন্ডিয়া ভিসা লাগিয়ে দিল্লি তে রোমানিয়া এম্বাসি ফেস করার। সবার মনে আশা যেনো পূরন হয়। ধন্যবাদ
Office:
Dhopalla Tourism Travels Limited
House 65, Road 4, Secstion 12, Block B, Pallabi, Mirpur 11, Dhaka
01324-413582 what's
🤝✈✈ভ্রমণে আপনার বিশ্বস্ত সহযোগী✈✈
☎+8801324413583
✅ দোফল্লা টুরিজম ট্রাভেল্স লিমিটেড - গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক লাইসেন্সপ্রাপ্ত বৈধ ট্রাভেল এজেন্সি।