20/05/2023
Public Management নিয়ে কাজ করা কি পরিমাণ কঠিন, এটা যারা ব্র্যান্ড নিয়ে কাজ করে তারাই ভালো বলতে পারবে।
লিলাক গ্রুপ প্রতিষ্ঠা করার শুরু দিকে চিন্তা করেছিলাম সবার কাছে সার্ভিস পৌছে দিবো কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম ফ্রি সার্ভিস দেয়া হলো সবচেয়ে ঝামেলার কাজ।আর কম দামের সার্ভিসে যত ঝামেলা পোহাতে হয়, বেশি দাম বা মানসম্মত সার্ভিসে তত ঝামেলা পোহাতে হয় না।
ধীরে ধীরে কোম্পানী বাড়তে থাকে, একই সাথে কোম্পানীর প্রোডাক্ট এবং সার্ভিসের মানও বাড়তে থাকে। এমন কি Content Writing by Lilac (CWBL) কোম্পানীতে শুধু প্রিমিয়াম সার্ভিস দেয়ার উপর টেস্ট চালানো হয়েছিল।যা সফলভাবে কাজ করেছে। এই পরীক্ষার ফলাফলের পর ধীরে ধীরে সব কোম্পানীকে একই ধরনের প্রিমিয়াম মডেলে নিয়ে আসা হয়।
আজ থেকে ঘোষনা দিয়েই বলছি- লিলাকে আর কোন সাধারন মানের সার্ভিস পাওয়া যাবে না। সবই প্রিমিয়াম সার্ভিস হবে। গত ২ বছর ধরে আমাদের কোন কোম্পানীতে রেজিস্ট্রেশন ছাড়া সার্ভিস নিতে পারে না, যা চলমান থাকবে।
মোট কথা লিলাক গ্রুপের ১৮ টা কোম্পানী এবং ৫৯ সাব-কোম্পানীর সবগুলো থেকে শুধু মাত্র প্রিমিয়াম সার্ভিসই পাওয়া যাবে, যেখানে সার্ভিস নিতে হলে, লিলাক গ্রুপের মেম্বার হতেই হয় এবং হবে। এমন কি লিলাকের কোন কোম্পানীতে চাকরি করতে হলে, অবশ্যই Lilac Education থেকে পাশ করে আসতে হয়। Lilac education এর ২২টি শিক্ষা ব্যবস্থাপনা আগামী কয়েক বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হবে ইনশাল্লাহ।
সম্পূর্ণ লিলাক গ্রপকে প্রিমিয়াম ব্র্যান্ডে রূপান্তর করার মিশনের নাম " Mission Flamingo"
🔰
আমি পৃথিবীতে কাউকেই আমার প্রতিযোগী মনে করি না।কারন আমি শূন্য থেকে উঠে আসা মানুষ, আবার একদিন এই মাটিতেই মিশে যাবো। আল্লাহ ছাড়া কাউকে, তেমনভাবে কাছে পাই নাই, হয়তবা চাইও নাই। আমি লিলাককে যেহেতু পুরোপুরি প্রিমিয়াম ব্যান্ড তৈরি করছি তাই এর প্রতিযোগী একটা গরীবের ব্রান্ড বানাচ্ছি।
Brand Name: Freesia
Tagline: Free but not free
লিলাক গ্রুপের বিজ্ঞাপনের জন্য আমি কি পরিমান খরচ করেছি বা করি সেটা আমিই ভালো বলতে পারবো। কিন্তু Freesia তে আমি এক পয়সাও খরচ করব না। এটি লিলাকের সব কন্সেপ্ট নিয়ে কাজ করলেও, গরীবের ব্র্যান্ড হয়েই কাজ করবে এবং এটা এক ধরনের বিজ্ঞাপনী সংস্থা হিসেবে কাজ করবে, ডাটা মার্কেট হিসেবে কাজ করবে, যেখানে ডাটা সাইন্সের কাজ থাকবে অনেক বেশি। আমি বিভিন্ন সার্ভিস আনার আগে লিলাকে অনেক পরীক্ষা নিরীক্ষা চালাতাম। এখন থেকে সব পরীক্ষা চালানো হবে Freesia এর কাস্টমারের উপর। লিলাক সকল প্রকার পরীক্ষার বাইরে থাকবে। লিলাকের সার্ভিসের মান এমন পর্যায়ে থাকবে যাতে করে মানুষের বাজে কথা বলার সুযোগই না থাকে,যদিও সেই সুযোগ অনেক আগে থেকেই বন্ধ। ফ্রিসিয়াতে ভাইরাল মার্কেটিং কন্সেপ্ট ব্যবহার করা হবে। আর মানুষ অন্যের ভুল ধরতে পছন্দ করে বেশি। তাই ফ্রিসিয়াতে সবাইকে কথা বলার সুযোগ তৈরি করে দেয়া হবে।
Freesia- Mission Free but not Free মডেলে শুরু হচ্ছে। যার পুরোটাই আমার পরীক্ষার জায়গা। আমি জানি কোন প্রতিষ্ঠানের ট্যাগ লাইন Free but not Free লিখা উচিত না, কিন্তু এটা ব্যাতিক্রম। আমার লিলাকের বাইরে ব্যান্ড তৈরি করার ইচ্ছে নাই। ফ্রিসিয়াকে না হয় আমার খেলার জায়গা হিসেবেই নিলাম। আমি যখন কাউকে ফ্রি সার্ভিস দিবো, নিশ্চই তার উপর পরীক্ষা চালানোর অধিকার আমার আসবে বলে মনে করি। সত্যি বলতে পৃথীবিতে কিছুই ফ্রি না, বিনিময়ে অবশ্যই কিছু নিয়ে নেয়া হয়। অধিকাংশ ক্ষেত্রেই তথ্য এবং অভ্যাস নিয়ে নেয়া হয়। আসলে Freesia দিয়ে আমি প্রমান করবো ফ্রি ব্যবসার মডেলের চেয়ে ভালো ব্যবসায়িক মডেল আর হতে পারে না।
আমার এক কথা মনে রাখবেন- " যখন আপনি ফ্রিতে কোন সার্ভিস নিচ্ছেন তার মানে হলো এই জায়গায় পন্য হবেন আপনি এবং ভবিষ্যতে আপনাকে বিক্রয় করা হবে।
শেষ কথা- Lilac Group মানেই DH Sakib আর DH Sakib মানেই Freesia, তারপর এক প্রতিষ্ঠান আরেক প্রতিষ্ঠানের প্রতিযোগী হিসেবে তৈরি হবে। এবার দেখার বিষয় কে জিতে প্রিমিয়াম ব্র্যান্ড "Lilac" নাকি গরীবের ব্র্যান্ড "Freesia".
জানতে চোখ রাখুন প্রতি বছরের ২১ জানুয়ারি Lilac Media তে 😛।
- CEO & Founder DH Sakib