WORLD TOUCH INTERNATIONAL

WORLD TOUCH INTERNATIONAL We are Govt Approved travel and tourism Agent in Bangladesh. We can provide Exclusive Ticket fare
(2)

09/10/2024

৩-৫ টি দেশ ভ্রমণ করা থাকলে
🇨🇦 কানাডা ভিসা পাওয়ার জন্য আমরা দিচ্ছি A-Z সহায়তা।
১) ব্যাংক সাপোর্ট
২) ডুকুমেন্ট সাপোর্ট
৩)ভিসার পর টাকা দেওয়ার সুবিধা।
+৮৮০১৭৯৯৯২৭৭৭৯

চেষ্টা করে আপনি নিজেই প্রসেস করতে পারেন

🇨🇦কানাডার ১০ বছরের মাল্টিপল এন্ট্রি ভিজিট ভিসা আবেদন করার নিয়ম!!
কিভাবে কানাডার ভিসার জন্য আবেদন করবেন।
প্রথমে আপনাকে Immigration,Refugees and Citizenship Canada(IRCC)
ওয়েবসাইটে গিয়ে GCKey তে একাউন্ট খুলতে হবে।তারপর আপনি আপনার একাউন্টে প্রবেশ করার পর। Start an application
এ যাবেন। Apply to come to Canada
ক্লিক করবেন। অপশন দেখাবে ভিসার ক্যাটাগরি
যেমন:
1)Visitor visa,Study and/Work permit
2)Express Entry(EE)
3)International experience Canada(IEC)
আপনি যে ক্যাটাগরির ভিসার জন্য আবেদন করতে চান সেই অপশনে ক্লিক করুন।
What is your current country/territory of residence? এখানে Bangladesh সিলেক্ট করুন।
তারপর আপনাকে একটা ডকুমেন্টস রিকোয়ারমেন্ট এর তালিকা দেওয়া হবে ভিসার ক্যাটাগরী অনুযায়ী।
ঐ অনুযায়ী আপনাকে আপলোড করতে হবে।
কানাডার ভিসার ক্ষেত্রে অন্যান্য দেশের তুলনায় মোটামুটি সহজ। আবেদন ফরম ফ্যামিলি ইনফর্মেশন ফর্ম। ইলেকট্রনিক সিস্টেম। আবেদন ফরম ডাউনলোড করে। টাইপিং করে ফিলাপ করে আপলোড করে দিন।
1)Application from (IMM5257)
2)Family Information (IMM5245)
3)Schedule 1(IMM5227)
★ Required Documents:
Note It’s depends on visa catagory
1)Application from
2)Travel history visa and Immigration entry exit stamps.
3)Passport copy
4)Bank statement bank solvency.
If student Certificate of enrollment and Student ID card.
Certificate of employee.Satff ID card,NOC
5)Digital photo.
6)Purpose of Travel/flight booking,hotel reservation/Travel itinerary
If invitation or sponsorship
7)family information
8)Schedule 1 from
9)Client information/Cover lettter
সবগুলা ডকুমেন্টস।স্ক্যান কপি আপলোড করতে হবে অরজিনাল কোন ডকুমেন্টস লাগবে না। আপলোড করার পর পেমেন্ট অপশন আসবে।ক্রেডিট কার্ড অথবা ইন্টারন্যাশনাল ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
আবেদন ফি।100 CAD Biometrics fee (VFS) global 85 CAD total 185 CAD
পেমেন্ট করার পর biomimetic request
আসবে। তারপর VFS global এ ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি তুলে রাখবে।অরজিনাল পাসপোর্ট বায়োমেট্রিক্স নেওয়ার পর সাথে সাথেই রিটার্ন করবে।
প্রসেসিং টাইম।কারও ক্ষেত্রে দেখা যায় ১০ দিনের মধ্যে রেজাল্ট আবার কারো দুই মাস সময় লেগে যায়।মোটামুটি ভাবে তিন সপ্তাহের মত সময় লাগে। তবে বর্তমানে ৩-৫ মাসও সময় লাগছে//
বাংলাদেশ থেকে আবেদন করলে সিঙ্গাপুর অথবা ইন্ডিয়া থেকে ভিসা ইস্যু হয়।যদি Visa Application approved করে তাহলে পাসপোর্ট রিকুয়েস্ট করবে।তখন আবার VFS global এ পাসপোর্ট সাবমিশন করতে হবে। দশ দিন থেকে দুই সপ্তার মধ্যে হাতে ভিসা সহকারে পাসপোর্ট পাবেন।যদি কোন কারণে রিজেক্ট করা হয়।তাহলে GCkey একাউন্টে রিজেকশন লেটার দেওয়া হবে।
ওয়ার্ক পারমিট ভিসা এবং স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে মেডিকেল টেস্টের প্রয়োজন হয়।
তবে আগে থেকে করতে হয় না ircc থেকে যখন মেডিকেল রিকুয়েস্ট করবে তখনই করতে হবে।
একবার বায়োমেট্রিক্স দিলে 10 বছর মেয়াদ থাকে।কোন কারণে যদি রিজেক্ট হন। দ্বিতীয়বার অর্থাৎ reapply এর সময় বায়োমেট্রিক্স ফি দিতে হবে না।

09/10/2024

২০২৪ সালে নতুন ই পাসপোর্ট করতে চাইলে প্রথমে আপনাকে অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। এটি করতে আপনাকে বাংলাদেশ ই পাসপোর্ট অনলাইন পোর্টালে ভিজিট করে আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিস ও সংশ্লিষ্ট থানা সিলেক্ট করতে হবে। এর পর একটি ইমেইল এড্রেস ও অন্যান্য তথ্য দিয়ে রেজিস্টার করে সাইন ইন করতে হবে। এরপর, আবেদনকারীর তথ্য, পিতা-মাতার তথ্য ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য পূরণ করে অনলাইন আবেদন সাবমিট করতে হবে।
আবেদন সাবমিট করার পর আবেদন সামারি ও কপিটি ডাউনলোড করে এ-চালানের মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। এরপর প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আঞ্চলিক পাসপোর্ট অফিসে জমা দিয়ে বায়োমেট্রিক সম্পন্ন করতে হবে। কিছুদিন পর পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হলে আপনার পাসপোর্ট প্রস্তুত হলে তা সংগ্রহ করতে পারবেন।
ই-পাসপোর্ট করতে প্রয়োজনীয় কাগজপত্র
নতুন ই পাসপোর্ট করতে প্রয়োজনীয় কাগজপত্রগুলো হলো-
আবেদনকারীর ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন সনদ।
অনলাইন আবেদন ফরমের কপি।
আবেদনকারীর পেশাগত প্রমাণ (পেশাগত সনদ বা Employer Id)।
পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের কপি।
পূর্ববর্তী পাসপোর্ট থাকলে তার তথ্য পেজের ফটোকপি।
চেয়ারম্যান সার্টিফিকেট ও বাড়ির ইউটিলিটি বিলের কপি (পুলিশ ভেরিফিকেশনের জন্য)।
ই পাসপোর্ট ফি
ই পাসপোর্টের ফি নির্ভর করে পাসপোর্টের মেয়াদকাল, পৃষ্ঠা সংখ্যা ও ডেলিভারির ধরনের উপর। সাধারণ ফি হলো-
৫ বছরের জন্য
৪৮ পৃষ্ঠা: রেগুলার – ৪,০২৫ টাকা, এক্সপ্রেস – ৬,৩২৫ টাকা, সুপার এক্সপ্রেস – ৮,৬২৫ টাকা।
৬৪ পৃষ্ঠা: রেগুলার – ৬,৩২৫ টাকা, এক্সপ্রেস – ৮,৬২৫ টাকা, সুপার এক্সপ্রেস – ১২,০৭৫ টাকা।
১০ বছরের জন্য
৪৮ পৃষ্ঠা: রেগুলার – ৫,৭৫০ টাকা, এক্সপ্রেস – ৮,০৫০ টাকা, সুপার এক্সপ্রেস – ১০,৩৫০ টাকা।
৬৪ পৃষ্ঠা: রেগুলার – ৮,০৫০ টাকা, এক্সপ্রেস – ১০,৩৫০ টাকা, সুপার এক্সপ্রেস – ১৩,৮০০ টাকা।
অনলাইন ই-পাসপোর্ট আবেদন ফরম পূরণ
নতুন ই পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন ফরম পূরণের ধাপগুলো-
রেজিস্টার করুন: https://www.epassport.gov.bd/ পোর্টালে গিয়ে Apply Online অপশনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্টার করুন।
লগইন করুন: সাইন ইন পেইজে গিয়ে ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করুন।
পাসপোর্ট টাইপ সিলেক্ট করুন: Ordinary Passport সিলেক্ট করুন।
ব্যক্তিগত তথ্য দিন: আবেদনকারীর নাম, পেশা, জন্মস্থান ইত্যাদি পূরণ করুন।
ঠিকানার তথ্য পূরণ করুন: স্থায়ী ও বর্তমান ঠিকানার তথ্য দিন।
আইডি ডকুমেন্ট সিলেক্ট করুন: NID Card বা জন্ম নিবন্ধন সনদের নম্বর দিন।
পিতা-মাতার তথ্য ও বৈবাহিক অবস্থা পূরণ করুন: পিতা-মাতার নাম, পেশা, জাতীয়তা ইত্যাদি পূরণ করুন।
জরুরী যোগাযোগের তথ্য দিন: কোনো একজনের তথ্য ও মোবাইল নাম্বার দিন।
পাসপোর্ট অপশন ও ডেলিভারি অপশন সিলেক্ট করুন: পৃষ্ঠার সংখ্যা, মেয়াদ ও ডেলিভারি অপশন সিলেক্ট করুন।
আবেদন সাবমিট ও ডাউনলোড: সকল তথ্য সঠিকভাবে পূরণ করার পর আবেদন সাবমিট করুন ও ফরম ডাউনলোড করুন।
আঞ্চলিক পাসপোর্ট অফিসে জমা দিন
অনলাইনে আবেদন সম্পন্ন করার পর প্রয়োজনীয় ডকুমেন্টস ও বায়োমেট্রিক প্রদান করতে আঞ্চলিক পাসপোর্ট অফিসে যেতে হবে। সেখান থেকে বায়োমেট্রিক সম্পন্ন করার পর আপনাকে একটি অ্যাপ্লিকেশন স্লিপ দেয়া হবে যা দিয়ে পাসপোর্ট সংগ্রহ করা যাবে।
পুলিশ ভেরিফিকেশন
পাসপোর্ট অফিসে বায়োমেট্রিক সম্পন্ন করার পর পুলিশ ভেরিফিকেশনের জন্য সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করতে হবে। সেখান থেকে পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হলে পাসপোর্ট প্রস্তুত হলে তা সংগ্রহ করা যাবে।
শেষকথা
নতুন ই পাসপোর্টের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পাসপোর্ট প্রস্তুত হলে আপনার মোবাইল নাম্বারে মেসেজের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। তারপর আপনার পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন। আশা করি এই গাইডটি আপনাকে নতুন ই পাসপোর্ট করতে সাহায্য করবে।

25/09/2024

🔷 🇲🇾 মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসা (নরমাল আবেদন):
🛬 ৬ মাস মাল্টিপল এন্ট্রি
⏳ সময়: ১ কার্যদিবস!
💸 রেট: মাত্র ৫,০০০ টাকা! 🔥

🔷 🇲🇾 মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসা (কন্ট্র্যাক্ট আবেদন):
🛫 ৬ মাস সিঙ্গেল এন্ট্রি
⏳ সময়: ২-৩ কার্যদিবস
💰 রেট: মাত্র ৩৩,০০০ টাকা! ✍️

🔷 🇻🇳 ভিয়েতনাম ভিসা অন এরাইভাল এ্যাপ্রুভাল:
⏳ সময়: ৮-১০ কার্যদিবস
💵 রেট: মাত্র ৭,৫০০ টাকা! ✈️
👉 তবে দ্রুত এপ্রুভাল প্রয়োজন হলে, কম সময়ে প্রসেসিং করাও সম্ভব, তবে খরচ কিছুটা বেশি হবে।

🔷 🇵🇰 পাকিস্তান ট্যুরিস্ট ভিসা:
🛂 ৩ মাস মাল্টিপল এন্ট্রি
⏳ সময়: ১ কার্যদিবস!
😱 রেট: মাত্র ১০০০ টাকা! 💥
+008801799927779, +008801833335466

24/09/2024

🔷 🇵🇰 পাকিস্তান ট্যুরিস্ট ভিসা:
🛂 ৩ মাস মাল্টিপল এন্ট্রি
⏳ সময়: ১ কার্যদিবস!
😱 সার্ভিস চার্জ : মাত্র ১০০০ টাকা! 💥
====
প্রয়োজনীয় ডকুমেন্টস ঃ
# পাসপোর্ট স্ক্যান কপি
# পাসপোর্ট সাইজ ছবি

জেনে রাখা ভালো : আজ ২৩শে সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিবারাত্রি সমান। আজকের পর অর্থাৎ ২৪শে সেপ্টেম্বর থেকে বাংলাদেশেসহ উত...
23/09/2024

জেনে রাখা ভালো : আজ ২৩শে সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিবারাত্রি সমান। আজকের পর অর্থাৎ ২৪শে সেপ্টেম্বর থেকে বাংলাদেশেসহ উত্তর গোলার্ধের দেশগুলোর দিনের পরিমাণ ক্রমশ কমতে থাকবে। দক্ষিণ গোলার্ধে তার বিপরীত অবস্থা বিরাজ করবে।

আলহামদুলিল্লাহ।  ভালো প্রস্তাব, যুগান্তকারী ফলাফল বয়ে নিয়ে আসবে- ইনশা আল্লাহ । এর ফলে ক্ষমতাসীন দলের একচেটিয়া আধিপত্য...
04/09/2024

আলহামদুলিল্লাহ। ভালো প্রস্তাব, যুগান্তকারী ফলাফল বয়ে নিয়ে আসবে- ইনশা আল্লাহ । এর ফলে ক্ষমতাসীন দলের একচেটিয়া আধিপত্য বন্ধ হবে এবং নিয়মিত ক্ষমতার পালাবদলে গণতন্ত্রের সর্বোচ্চ সুবিধা জনগণ ভোগ করবে ইনশাআল্লাহ।

আবুধাবির সরকার বিপ্লবী ৫৭জন রেমিট্যান্স যোদ্ধার ক্ষমা পাওয়ার কথা সবাই জানি। কিন্তু  কি কারনে দেশে ফেরত না এসে চাকুরীতে প...
04/09/2024

আবুধাবির সরকার বিপ্লবী ৫৭জন রেমিট্যান্স যোদ্ধার ক্ষমা পাওয়ার কথা সবাই জানি। কিন্তু কি কারনে দেশে ফেরত না এসে চাকুরীতে পূর্ণবহাল করা হয়েছেন।।
সেই একটি নাম আমাদের শ্রদ্ধার ড ইউনুস স্যারের মেধা।
স্যার আপনার দীর্ঘ জীবি জীবন কামনা করছি। এভাবে দেশ বিদেশে আপনার সম্মান বৃদ্ধি আমরা ধন্য।।

04/09/2024

টাকা কামাও, গরিবের মতো চলো, বিনয়ী হও, কম কথা বল এবং কাজ কর।

দেশে চুরি চামারী ঘুষ দুর্নীতি কমে গেলে আপনারা এমনেই ফকির বনে যাবেন। চলে গেলেন ভাল থাইকেন। আর কিন্তু আসার চিন্তাও কইরেন ন...
03/09/2024

দেশে চুরি চামারী ঘুষ দুর্নীতি কমে গেলে আপনারা এমনেই ফকির বনে যাবেন। চলে গেলেন ভাল থাইকেন। আর কিন্তু আসার চিন্তাও কইরেন না।।

সংযুক্ত আরব আমিরাতে কোটা আন্দোলন ইস্যুতে মিছিল করার দায়ে আটক প্রবাসীদের শাস্তি মওকুফ করে দেশে পাঠিয়ে দেয়ার নির্দেশ দেশটি...
03/09/2024

সংযুক্ত আরব আমিরাতে কোটা আন্দোলন ইস্যুতে মিছিল করার দায়ে আটক প্রবাসীদের শাস্তি মওকুফ করে দেশে পাঠিয়ে দেয়ার নির্দেশ দেশটির প্রেসিডেন্ট শেখ মুহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের

মিশর +ওমরাহ প্যাকেজ**৫দিন মিশর- ১০টি টুরিস্ট স্পট + শেয়ারিং রুম+খাবারট্যুর প্লান স্পট১. আলেস্কান্ডারিয়া বিচ2. আলেক্সন্ডা...
03/09/2024

মিশর +ওমরাহ প্যাকেজ
**৫দিন মিশর- ১০টি টুরিস্ট স্পট + শেয়ারিং রুম+খাবার
ট্যুর প্লান স্পট
১. আলেস্কান্ডারিয়া বিচ
2. আলেক্সন্ডারিয়া লাইব্রেরী
3. কায়েদ ভাই কেল্লা
4. ইজিপশিয়ান মিউজিয়াম
5. নীল নদ
6. আজাহার মসজিদ/ইউনিভারসিটি
7. হাদিকাতুল আজহার
8. পিরামিড, সাক্কারা
9. হুসাইন এর মারবাকা
10. আতাবা বাজার শপিং

**মিশর ভিসা+ওমরাহ্ ভিসা

**৫দিন মক্কা থ্রী ষ্টার হোটেল(নওশাত সামস)
মক্কায় দর্শণীয় স্থান সমুহ ভ্রমণ।

**৪দিন মদিনা মারকাজিয়া থ্রী ষ্টার হোটেল (করম গোল্ডেন)
মদিনায় দর্শণীয় স্থান সমুহ ভ্রমণ।
ফ্লাইট ০৯অক্টোবর২০২৪
এ গ্রুপে থাকছেন - ব্যাংকের শীর্ষস্থানীয় কর্মকর্তাগণ+সামরিক বাহিনীর অফিসার সহ সম্মানিত নাগরিকগণ।
বিস্তারিত
০১৭৯৯৯২৭৭৭৯
০১৬৭৬৯৪৩৩৩১

02/09/2024

M E M O R Y

02/09/2024

আওয়ামীলীগ দেশের ইন্টারনেট বন্ধ করে যেভাবে গণহত্যা চালিয়েছিল; এ যেন আর এক ১৯৭১ সাল CCTV footage

31/08/2024

অভিজ্ঞ মোয়াল্লেম এর তত্বায়ধানে একজন ওমরা র যাত্রী প্রয়োজন
২সেপ্টেম্বর ভোর ৫টায় ফ্লাইট
ফুল প্যাকেজ খরচ ১,১০০০০/-টাকা মাত্র

আল্লাহু আকবারকথা আছে হাতি বাচলে যে দাম,  মরলেও সেই দাম।।ঠিক একজন সঠিক আলেম মুক্ত অবস্থায় যা করে,  জেলেও তাই করেন।
27/08/2024

আল্লাহু আকবার
কথা আছে হাতি বাচলে যে দাম, মরলেও সেই দাম।।
ঠিক একজন সঠিক আলেম মুক্ত অবস্থায় যা করে, জেলেও তাই করেন।

27/08/2024

৪০ বছরের যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের নতুন কোন ঋণ নেই। কারণ মসজিদ মুখী ছাত্ররা দেশ চালাচ্ছে , সুযোগ এসেছে এবার বাংলাদেশেরও।

23/08/2024

কোনো মুমিন যখন বন্যার পানিতে আটকা পড়ে যান এবং স্বাভাবিক পদ্ধতিতে নামাজ আদায় করতে না পারেন তখন....

20/08/2024

রাসূল ﷺ কঠিন পরিস্থিতির মুখোমুখি হলে বলতেন— “ইয়া হাইয়ু ইয়া ক্বইয়ুম বিরহমাতিকা আস্তাগীস” অর্থ : হে চিরজীবি, হে চিরস্থায়ী! আমি তোমার রহমতের ওয়াসিলায় সাহায্য প্রার্থনা করি।

[সুনান আত তিরমিজী : ৩৫২৪]

নিখিল চন্দ্র বা প্রিয়নাথের সাথে আবেদ আলীর রসায়নটি না বুঝতে পারলে আমার আপনার সোশ্যাল মিডিয়া ব্যবহার করা উচিৎ নয়। আমাদের ই...
12/07/2024

নিখিল চন্দ্র বা প্রিয়নাথের সাথে আবেদ আলীর রসায়নটি না বুঝতে পারলে আমার আপনার সোশ্যাল মিডিয়া ব্যবহার করা উচিৎ নয়।

আমাদের ইসলামী আবেগের কোন অভাব নেই কিন্তু বুদ্ধিবৃত্তিক কর্মপরিকল্পনা ও বাস্তবায়নে আমরা অনেক অনেক পিছিয়ে।

ফলাফল?

আমার আপনার টাইমলাইনকে অন্যের এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করা অব্যাহত থাকবে। কখনো দেশের বিরুদ্ধে, কখনো দ্বীনের বিরুদ্ধে কিংবা মূল ইস্যু থেকে দৃষ্টি সরাতে। আর আমরা মনের সুখে লাইক, শেয়ার আর কাড়ি কাড়ি রিচ নিয়ে ঘুমাতে যাবো।

আপনার টাইমলাইনে ঘুরতে থাকা খবরটির মোটিভ / উদ্দেশ্য ধরতে না পারলে একটু থামুন, একটু চিন্তা করুন। এতে কার লাভ, কার ক্ষতি আগে বুঝে নিন।
দেশের সকল টপ হলুদ মিডিয়া যখন একযোগে একান্তভাবে একটি খবর প্রচার করে, আপনাকে দিয়ে প্রচার করাতে চায়, তখন তো চিন্তা করা আরও বেশী দরকার।
সন্দেহ দূর না হওয়া পর্যন্ত শেয়ার , পোস্ট করা থেকে বিরত থাকুন। কিছু লাইক, রিচ কমে হলে কবরে, হাশরে আফসোস হবে না ইনশাআল্লাহ।

09/07/2024
আসসালামু আলাইকুমযারা ইউরোপের স্বপ্ন নিয়ে দীর্ঘ দিন যাবত ঘুরে বেড়াচ্ছেন, তাদের আশার প্রথম টার্গেট হতে পারে সার্বিয়া। কারণ...
19/06/2024

আসসালামু আলাইকুম
যারা ইউরোপের স্বপ্ন নিয়ে দীর্ঘ দিন যাবত ঘুরে বেড়াচ্ছেন, তাদের আশার প্রথম টার্গেট হতে পারে সার্বিয়া। কারণ সার্বিয়ার চার পাশেই সেঞ্জেন দেশ। যদি কেউ সার্বিয়ায় ২/৩ বছর কাজ করে তবে খুব সহজেই সেঞ্জেন যাওয়া যাবে। তবে যারা প্রথম ঢুকেই পালানোর চেষ্টা করে তাদের জন্যই সবার কপাল পুড়ে। কারন কমপক্ষে ৬মাস থেকে ১(এক) বছর কাজ করার বাধ্যবাধকতা থাকে। ৬মাস থেকে ১ বছরের মধ্যে যদি কেউ পালিয়ে যায়, তবে এজেন্সীকে জরিমানা দিতে হয়। পরবর্তিতে নিয়োগকর্তা গণ আর ডিমান্ড না দিয়ে নেপাল আফ্রিকা বা অন্যান্য দেশ থেকে লোক নিয়ে নেয়।
তাই সময় বেশি লাগলেও সার্বিয়ার জন্য চেষ্টা করুন, ইউরোপের স্বপ্ন বাস্তবায়ন করুন।
যারা ইউরোপে🇪🇺যেতে চান তাদের জন্য সুন্দর একটা পরামর্শ হলো।

ইতালি কানাডা লন্ডন 🇮করে সময় নষ্ট না করে সার্বিয়া ট্রাই করেন

সার্বিয়ায়🇷🇸 ট্রাই করেন,কারন এর চারপাশের দেশগুলো এখন সেনজেন,আর এখন সার্বিয়ার ভিসার রেসিও অনেক ভালো আছে।
#ক্রোয়েশিয়া বাংলাদেশ থেকে সম্ভব নয় ইন্ডিয়া বা নেপাল এম্ভাসি ফেইস করতে হবে- #রোমানিয়া বাংলাদেশ থেকে সম্ভব নয় ইন্ডিয়া বা নেপাল এম্ভাসি ফেইস করতে হবে -!
🇷🇸 বাংলাদেশে সম্পূর্ণ প্রসেসিং করা সম্ভব ক্যান্ডিডেট যে ইন্ডিয়া যাওয়া লাগবে না ইনশাআল্লাহ
🇷🇸

মিডলইস্টের ভিসা গুলো তারাতারি হচ্ছে
আর বাংলাদেশ থেকে বিশেষ সুবিধা হলো ইন্ডিয়া যাওয়া লাগে না সম্পুর্ন প্রসেসিং বাংলাদেশেই হয় -

ইনশাআল্লাহ ইউরোপ এর ব্যাপারে আপনার সম্পূর্ণ ধারণা হয়ে যাবে ধন্যবাদ -

ঈদ মানে খুশিঈদ মানে আনন্দদেশে বিদেশে অবস্থানরত সকল প্রবাসীদের শ্রদ্ধাসহ ঈদের শুভেচ্ছাসবার মাঝে আনন্দ বিলিয়ে যারা সুখি তা...
16/06/2024

ঈদ মানে খুশি
ঈদ মানে আনন্দ
দেশে বিদেশে অবস্থানরত সকল প্রবাসীদের শ্রদ্ধাসহ ঈদের শুভেচ্ছা

সবার মাঝে আনন্দ বিলিয়ে যারা সুখি তারা হলেন প্রবাসী। কেউ কেউ হয়তোবা আজ ঈদের দিনেও কর্ম মুক্ত নয়, আমাদের হাসি খুশির জন্য অকাতরে খেটে খাওয়া সেই রেমিট্যান্স যোদ্ধাদের অভিনন্দন।।।
ঈদ মোবারক।। ঈদ মোবারক।। ঈদ মোবারক।

🔲 আরাফার দিনের রোজাটি মূলত কবে রাখতে হবে..??🔸 আরাফার রোজা সম্পর্কে হাদীসে পাকে “ইয়াওমে আরাফাহ” অর্থাৎ আরাফার দিনের কথা ব...
13/06/2024

🔲 আরাফার দিনের রোজাটি মূলত কবে রাখতে হবে..??

🔸 আরাফার রোজা সম্পর্কে হাদীসে পাকে “ইয়াওমে আরাফাহ” অর্থাৎ আরাফার দিনের কথা বলা হয়েছে। আর ইয়াওমে আরাফাহ হচ্ছে যিলহজ্ব মাসের ৯ তারিখ। সুতরাং বাংলাদেশ অনুযায়ী আরাফার দিনের রোজাটি রাখতে হবে যিলহজ্ব মাসের ৯ তারিখ অর্থাৎ ১৬ ই জুন রোজ রবিবার।

🔹 তবে কিছু সংখ্যক আলেমগন বলে থাকেন আরাফার দিনের রোজাটি রাখতে হবে সৌদি আরব অনুযায়ী অর্থাৎ ০৯ ই যিলহজ্ব তথা ১৫ ই জুন শনিবার। কিন্তু অধিকাংশ মুহাক্কিক আলেমগনের ফতুয়া হচ্ছে, বাংলাদেশ অনুযায়ী আরাফার দিনের রোজাটি রাখতে হবে যিলহজ্ব মাসের ৯ তারিখ [অর্থাৎ ১৬ ই জুন রবিবার, ঈদের পূর্বের দিন]।

⭕ কারন রাসূল ﷺ বলেছেন, “তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে রোজা ভঙ্গ করো অর্থাৎ ঈদ পালন করো।” [সহীহ বুখারী ১৯০৬]

🔸 তাই এক্ষেত্রে সবচেয়ে বিশুদ্ধ মত হচ্ছে, চাঁদ অনুযায়ী আরাফার রোজা রাখা। কারন আমল করার ক্ষেত্রে রাসূল ﷺ চাঁদকে অনুসরণ করতে বলেছেন, সৌদি আরবকে নয়!

🔹 সৌদি আরবও তাদের দেশের চাঁদ অনুযায়ী রোজা এবং ঈদ পালন করে থাকে, সৌদি আরব আমাদের মতো অন্য কোনো দেশকে অনুসরণ করে রোজা এবং ঈদ পালন করে থাকে না। তাই বিশুদ্ধ মত অনুসারে, বাংলাদেশে ০৯ ই যিলহজ্ব তারিখেই আরাফার রোজাটি রাখা সর্বোত্তম হবে।

🔲 তবে কেউ যদি সৌদি আরব অনুযায়ী শনিবার দিন আরাফার রোজাটি রাখতে চান, তাহলেও কোনো সমস্যা নেই, আপনার রোজাটি আরাফার রোজা হিসেবে গন্য হয়ে যাবে ইন শা আল্লাহ। আর কারো পক্ষে যদি সম্ভব হয় তাহলে তিনি ৮ এবং ৯ ই যিলহজ্ব অর্থাৎ শনি এবং রবিবার উভয় দিনই রোজা রাখার চেষ্টা করবেন ইন শা আল্লাহ।

🔸 অর্থাৎ একদিন সাধারন নফল রোজার নিয়তে রোজা রাখবেন এবং অন্যদিন আরাফার রোজার নিয়তে রোজা রাখবেন। তাহলে একদিকে যেমন আরাফার রোজা রাখার ফজিলত লাভ করবেন, ঠিক অপরদিকে দুইটি নফল রোজা রাখারও সওয়াব লাভ করবেন ইন শা আল্লাহ 💝✅

⭕ [সাহরীর শেষ সময় ৩ঃ৪০ মিনিট, ঢাকা]

Address

Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when WORLD TOUCH INTERNATIONAL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to WORLD TOUCH INTERNATIONAL:

Videos

Share

Category

Nearby travel agencies