Inner View Tourism

Inner View Tourism Inner View Tourism provides all kinds of tourism services like Air ticketing , Visa processing, Fami

16/07/2024

♦️ইন্ডিয়ার ভিসা করতে যে documents লাগবে.......01790606679(WhatsApp)

১.পাসপোর্ট (৭ মাস মেয়াদ থাকতে হবে এবং Previous পাসপোর্ট সাথে দিতে হবে
২.ছবি ২ কপি ২/২ সাদা ব্যাগরাউন্ড(বল্লে হবে ইন্ডিয়া ভিসার জন্য)
৩.পাসপোর্টের ফটোকপি প্রথম ২ পাতা।
৪.জাতীয় পরিচয় পত্রের ফটোকপি অথবা জন্ম নিবন্ধনের ফটো কপি।
৫.বর্তমান ঠিকানার বিদ্যুৎ বিলের ফটোকপি লাস্ট ৩ মাসের যে কোন একটা।
৬.ব্যাংক স্টেটমেন্ট ৩ মাসের( মিনিমাম ২০ হাজার টাকা থাকতে হবে) অথবা ১৫০ ডলার ইনডোস করতে হবে।
৭.পেশার সার্টিফিকেট-
* ছাত্র হলে আইডির ফটোকপি
* চাকুরি জিবি হলে NOC
* ব্যাবসায়িক হলে ট্রেড লাইসেন্সের ফটোকপি।
৮.ইন্ডিয়ার আগের কোন ভিসা থাকলে লাস্ট ভিসার ফটোকপি দিতে হবে

♦️আমরা ফাইল রেডি করে দিলে ভিসা+প্রসেসিং ফি ২০০০/- টাকা দিতে হবেVisa expert

With Regards
Saifur Rahman 01552421076
Inner View Tourism

07/12/2023

আজ আমার বড় মেয়ের
জন্মদিন
সবাই দোয়া করবেন ।

04/03/2023
04/03/2023
15/01/2023

বঙ্গবন্ধু সাফারি পার্কে ১২৫০/-* প্যাকেজ ট্যুর! (মাসের ১ম ও ৩য় শুক্রবার)

✅ ভ্রমণ এলাকাঃ কোর সাফারি, সাফারি কিংডম (শ্রীপুর) ও সালনা পর্যটন রিসোর্ট (গাজীপুর)।
✅ ভ্রমণ মূল্যঃ শিক্ষার্থী ১২৫০/- ও অন্যান্য ১৫০০/-
✅ বাহনঃ পর্যটন এর নিজস্ব এসি ট্যুরিস্ট কোস্টার।
✅ এন্ট্রি ফি ইনক্লুডেড। লাঞ্চঃ মোরগ পোলাও, সালাদ, সফট ড্রিংক পানি। ফেরার আগে চা।

ভ্রমণ সূচিঃ
▪️রির্পোটিং সময়ঃ সকাল ৮:৪৫ টা
▪️সকাল ৯টাঃ পর্যটন ভবন, আগারগাঁও এ উপস্থিতি ও সাফারি পার্ক যাত্রা।
▪️সকাল ০৯:৪৫টাঃ স্ন্যাক্স বিতরণ।
▪️সকাল ১০:৩০টাঃ সাফারী পার্কে উপস্থিতি ও প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা।
▪️সকাল ১০:৪০-১১:১৫টাঃ এসি মিনিবাসে কোর সাফারী পরিদর্শনঃ
আকর্ষণসমূহ: বাঘ, সাদা সিংহ, হরিন, সিংহ, ভাল্লুক, আফ্রিকান সাফারী ইত্যাদি প্রকৃতিক পরিবেশে বিচরণ করতে দেখতে পাবেন।
▪️সকাল ১১:১৫-১২:৫০ টা পায়ে হেঁটে সাফারী কিংডম পরিদর্শন।
আকর্ষণসমূহ: পাহাড় গেট, প্রজাপতি গার্ডেন, বিভিন্ন প্রজাতির পাখি, কুমির পার্ক, হাতি শালা, জিরাফ ফিডিং হাউজ, বন্য গরু, ঝুলন্ত ব্রিজ,পেলিকেন আইল্যান্ড ইত্যাদি প্রকৃতিক পরিবেশে বিচরণ করতে দেখতে পাবেন।
▪️দুপুর ১২:৫০-১:৪০ টাঃ জুম্মার নামাজ ও ফ্রি টাইম।
▪️দুপুর ১:৪৫- ২:০০ টাঃ পর্যটন রিসোর্ট ও পিকনিক স্পট এর উদ্দেশে যাত্রা।
▪️দুপুর ০২:০০ -২:৩০ টাঃ পর্যটন রিসোর্টে উপস্থিতি ও দুপুরের খাবার উপভোগ।
▪️বিকাল ০২:৩০-৩:৩০ টাঃ রিসোর্টে এলাকা ঘুরে দেখা ও নিজ নিজ ব্যবস্থায় খেলাধূলা।
▪️বিকাল ০৩:৩০ টাঃ ঢাকার উদ্দেশ্যে যাত্রা এবং সম্ভাব্য ৫:৩০ টায় পর্যটন ভবন, আগারগাঁও এ উপস্থিতি ও ভ্রমণ সমাপ্তি।
* স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে অধ্যয়নরতদের শিক্ষার্থী হিসেবে বোঝানো হয়েছে। শিক্ষার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত ও স্বাক্ষরিত আইডি কার্ডের কপি দিয়ে ভ্রমণ টিকেট ক্রয় করতে হবে।
** ভ্রমণকারীদের অবশ্যই ট্যুর পরিচালকের নির্দেশনা মেনে চলতে হবে।
*** সাফারি পার্কের প্রাণীদের কোনভাবেই বিরক্ত করা যাবে না।
🔺 কোলের শিশু, যাদের গাড়িতে সিট ও খাবারের প্রয়োজন হবে না তাদের জন্য ফ্রি। বাকিদের জন্য শিক্ষার্থী ফি প্রযোজ্য।

30/12/2022

Make your stay at Radisson Blu Dhaka memorable with us in new year 2023!

For further details & reservations, please call +8809666774466, +8801730089158, +8801730089159

02/12/2022

Dubai😃👌🥰

31/10/2022

Aspire Zone, Qatar 🇶🇦 FIFA WorldCup 🏆 ⚽️ 🥅

31/10/2022

Dubai ♥️💙

দীর্ঘ বন্ধের পর রিলাক্সে ঘুরে আসি পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন থেকে ।ভ্রমনের তারিখঃ   ২ রা সেপ্টেম্বর থেকে...
08/08/2022

দীর্ঘ বন্ধের পর রিলাক্সে ঘুরে আসি পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন থেকে ।

ভ্রমনের তারিখঃ ২ রা সেপ্টেম্বর থেকে ৪ ঠা সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত।

ভ্রমনের সময়: ৩ দিন ২ রাত

(খুলনা -সুন্দরবন -খুলনা)

ভ্যাসেলঃ এম.এল কটকা এক্সপ্রেস

বেড ক্যাপাসিটিঃ ৪২ জন।

কাপল এটাষ্ট বাথ জনপ্রতি ১১,৫০০ টাকা (১ রুমে ২জন)
কাপল নন এটাষ্ট (১ রুমে ২জন) জনপ্রতি ১০,০০০ টাকা,
৩ বেড রুম এটাস্ট বাথরুম জনপ্রতি ১১,৫০০ টাকা,
টুইন রুম (এক রুমে ২জন): ১০,০০০/- জনপ্রতি।
৪ বেড বাঙ্কার(১ রুমে ৪জন): ৮,০০০/- জনপ্রতি।

আমাদের ভ্রমনের স্থানঃ
১ঃ হারবাড়িয়া।
২ঃ কটকা জামতলা সী বিচ।
৩ঃ কটকা অফিস।
৪ঃ কচিখালি।
৫ঃ করমজল।

★১ম দিন :
নির্ধারিত দিনে ঢাকা থেকে খুলনাগামী বাসে/ট্রেনে করে খুলনা শহরের রয়েল মোড়/রেল স্টেশন থেকে অটোরিক্সাতে করে ৫ মিনিটে জেলখানা ঘাটে সকাল ৭ টার মধ্যে পৌঁছানো। আপনাকে আমাদের ট্যুর গাইড রিসিভ করে ট্রলারে শীপে নিয়ে আসবে। তারপর ফ্রেশ হয়ে সকালের নাস্তা পরিবেশন। জাহাজ মংলা পোর্টে পৌঁছানোর পূর্বে রুপসা ব্রীজ, খুলনা শীপ ইর্য়াড ও রামপাল বিদ্যুৎ কেন্দ্র দেখা যাবে। দুপুর ১ টা থেকে ২:৩০ মিনিটের মধ্যে আমরা চাঁদপাই ফরেস্ট অফিস পৌছাবো। বন বিভাগের অনুমোদনপত্র ও গার্ড নিয়ে বিকাল ৩:৩০- ৪ টার মধ্যে হাড়বাড়িয়ায় পৌছানো যেখানে বন বিভাগের ইকো ট্যুরিজম স্পট দেখতে পাওয়া যাবে। এরপর বনের ভিতর দিয়ে ছোট ছোট ক্যানেল পার হয়ে কটকার উদ্দেশ্যে রওনা হয়ে রাত ১ টায় পৌছানো এবং রাতে জাহাজে অবস্থান।

★★২য় দিন :
ভোরে ট্রলারে করে কটকার আশেপাশে ক্যানেল ক্রুজিং। প্রাকৃতিক সৌন্দর্যকে গভীরভাবে উপলব্দি করার জন্যে ট্রলার বন্ধ করে বিভিন্ন প্রকার প্রানী যেমন হরিন,মাছরাঙা, বানর, বনমোরগ, হরিণ, বন্য শূকর এবং বিভিন্ন প্রজাতির পাখির কলকাকলী উপভোগ করা হবে। ওয়াচ টাওয়ার। ব্রেকফাস্ট করে কটকার অফিস পার নামবো ভাগ্য সুপ্রসন্ন হলে সেখানে প্রচুর হরিন দেখা পেতে পারি, সেখান থেকে ঘুরে আমরা লঞ্চে ফিরবো,
লাঞ্চ করে আমরা কচিখালীর দিকে রওনা করবো পূর্বে ডিমের চর ( যদি আবওহা অনুকূল থাকে ডিমের চরে যাবো) ও বিকাল ৪ টায় ভয়ংকর কিন্তু সুন্দর কচিখালীতে ঘুরাঘুরি করে বিকাল নাগাদ ট্যুরিষ্ট শীপে চলে আসব। রাতে বার-বি-কিউ ডিনার করে জাহাজে রাত্রি যাপন।

★★৩য় দিন :
সকালের নাস্তা খেয়ে করমজল ইকো ট্যুরিজম স্পট পরিদর্শন। সকালে ১০ টায় করমজলে নেমে প্রচুর বানর, হরিন, কুমিরের প্রজননকেন্দ্র দেখতে পাওয়া যাবে। দুপুরের দিকে খুলনার উদ্দেশ্যে রওনা। আনুমানিক রাত ৫/৬ টা নাগাদ খুলনা আসা এবং রাতের বাসে/ ট্রেনে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়া হবে।

সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। এখানে আপনি পাবেন এক সাথে চারটি সৌন্দর্য।
১) নৌ বিহার।
২) ওয়াইল্ড লাইফ।
৩) প্রকৃতি।
৪) সাগর
বাংলাদেশের আর কোথাও নৌযানে করে তিনদিন ভ্রমনের সুযোগ নাই একমাত্র সুন্দরবন ছাড়া, আপনি এখানে সেই সুযোগ পাচ্ছেন সাথে বোনাস হিসাবে পাচ্ছেন প্রকৃতি, ওয়াইল্ড লাইফ, সমুদ্র। এই সময় বনে পর্যটক এর সংখ্যাও থাকে কম আর সেই সুযোগে খুব কাছে থেকে বন্যপ্রানী দেখার এক অপূর্ব সুযোগ পাওয়া যায়। এমন কি এই সময় পৃথিবী বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগারও দেখা যাবার সম্ভবনা খুব বেশী।
এই সময় সমুদ্রকে পাবেন আপনার মনের মত করে।
আর হ্যাঁ সুন্দরবনে আপনাদের জন্য থাকছে বিশেষ আকর্ষণ হিসাবে বার-বি-কিউ নাইট।
আরও সাথে থাকছে অভিজ্ঞ গাইড।

বিঃ দ্রঃ যেহেতু আমরা দীর্ঘবন্ধের পর এ ট্যুর টি করবো আর সেপ্টেম্বর মাস হওয়ার কারনে আবহাওয়ার উপর নির্ভর করে ট্যুরের কিছু পরিবর্তন হতে পারে।
জোয়ার ভাটার কারনে ২/৩ ঘন্টা সময় ব্যবধান হতে পারে।

★শিশু পলিসি : ০-২ বছরের বাচ্চাদের জন্য চার্জ প্রযোজ্য নয়, ৩-৬ বছরের বাচ্চার জন্য ৩৫০০/- প্রযোজ্য।
★ বিদেশীদের জন্যে অতিরিক্ত ১০,৫০০/- টাকা ফরেষ্ট এন্ট্রি ফি দিতে হবে।
★নিরাপত্তা: নিরাপত্তার ব্যাপারে আমাদের কোন আপোষ নেই। আপনাদের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বাংলাদেশ বনবিভাগ থেকে দুই জন সশস্ত্র নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে রেডিওর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন।

★ খাবার: প্রতিদিন ২ বেলা স্ন্যাক্স সহ ৫ বেলা ডবল মেনুর খাবার। এবং পর্যাপ্ত চা/কফির ব্যবস্থা।

★প্যাকেজে যা থাকবে নাঃ
★ ব্যক্তিগত কোন ঔষধ,
★ সফট বা হার্ড ড্রিংকস,
★ক্যামেরা বা ভিডিও ক্যামেরার এন্ট্রি ফি

ভ্রমণকালীন স্বাস্থ্য বিধিঃ
📌 নির্ধারিত দিনে যাত্রার পূর্বে পুরা লঞ্চে সঠিক মাত্রার জীবাণু নাশক স্প্রে করা হবে।
📌প্রয়োজনীয় সময়ে মাক্স, হ্যান্ড গ্লোব এবং হ্যান্ড স্যানিটারি সরবারাহ করা হবে।
📌সার্ভিসে নিয়োজিত স্টাফ এবং গাইডের স্বাস্থ্যবিধি মেনে সার্ভিস নিশ্চিত করা হবে।
📌খাবারের বিশুদ্ধতার দিকে বিশেষ নজর দেওয়া হবে।

📌সুন্দরবন ভ্রমণের করনীয় :
🔹উজ্জল রঙের কাপড় ( যা অনেক দূর থেকে চোখে পড়ে ) পরিহার করা। হালকা রঙের এবং ঢিলে ঢালা ফুল স্লিভ পোশাক পরা।
🔹কোন প্রকার সুগন্ধি ব্যবহার না করা।
🔹পিছনে বেল্ট আছে এবং পানিতে ভিজলে নষ্ট হবে না এমন সেন্ডেল/কেডস সাথে নিতে হবে। সু/হাই হিল নিবেন না।
🔹এডভেঞ্চার ট্যুরে লাগেজের সাইজ ছোট হওয়াই ভালো।
🔹জঙ্গলে নামার পর কোন অবস্থাতে উচ্চ স্বরে কথা বলা যাবে না এবং খুব প্রয়োজন না হলে কথা না বলেই ট্রাকিং করতে হবে।
🔹যেহেতু সমস্ত প্রয়োজনীয় সব কিছু আমাদের খুলনা থেকে নিয়ে উঠতে হবে তাই পানি অপচয় না করা (নদীর পানি নোনা) এবং খাবার পানি অন্য কোন কাজে ব্যবহার না করা।
🔹জঙ্গলে নামার পর সুশৃঙ্খলভাবে হাটতে হবে এবং কোন অবস্থাতে দল ছুট হওয়া যাবে না।
🔹গাছের ডাল, পাতা বা লতায় হাত দেওয়া বা ছেড়া যাবে না।
🔹পরিবেশের ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবে না। যেমন: পলিথিন বা প্যাকেজিং বস্তু যত্রতত্র ফেলা যাবে না।
🔹স্থানীয় এবং অন্য ভ্রমণকারী দলের সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন করা।
🔹গাইড এবং নিরাপত্তা রক্ষীদের নির্দেশনা মেনে চলা।

✅আমাদের সমস্ত প্রচেষ্টা আপনাদের নিরাপত্তা এবং আনন্দদায়ক ভ্রমণের জন্য তাই আপনাদের সহযোগিতা আমাদের কাম্য।

📌সাথে কি কি নিবেন:
▪প্রয়োজনীয় ঔষধ।
▪টুথ ব্রাশ ও পেস্ট।
▪ক্যাপ,সান গ্লাস সানস্ক্রিন লোশন
▪ক্যামেরা, মেমরি কার্ড ও পাওয়ার ব্যাংক
▪ সাবান,শ্যাম্পু
▪রেইন কোর্ট বা ছাতা
▪ব্যাক্তিগত অভ্যাসের সামগ্রী।
📶 সুন্দরবনে কোন অপারেটর কাজ করে না একমাত্র টেলিটক ছাড়া।
✋বি দ্রঃ ভেসেলে উঠার পরে কোন প্রকার কেনাকাটার সুযোগ নেই।

বুকিং মানি ৫,০০০ টাকা (জনপ্রতি)
বুকিং মানি জমা দেওয়ার পদ্ধতিঃ
★ সরাসরি অফিসে এসে জমা দেও্য়া যাবে।
★বিকাশ করা যাবে।
★ ব্যাংক ডিপোজিট করে যাবে।

বিস্তারিত জানতে ফোন করুন:

♦️থাইল্যান্ড রিলাক্স ট্যুর♦️১১ থেকে ১৫ আগস্ট,৪রাত ৫দিন♦️প্যাকেজ:২৫,০০০/-টাকা প্রতিজন♦️বিস্তারিত 01790606679(WhatsApp)
27/06/2022

♦️থাইল্যান্ড রিলাক্স ট্যুর
♦️১১ থেকে ১৫ আগস্ট,৪রাত ৫দিন
♦️প্যাকেজ:২৫,০০০/-টাকা প্রতিজন
♦️বিস্তারিত 01790606679(WhatsApp)

আমার টাকায় আমার সেতু,বাংলাদেশের পদ্মা সেতু।স্বপ্নের সেতু।Inner View Tourism
25/06/2022

আমার টাকায় আমার সেতু,
বাংলাদেশের পদ্মা সেতু।
স্বপ্নের সেতু।

Inner View Tourism

Address

Green Tower, 1st Floor Room-29 15DIT Road, East Rampura Dhaka
Dhaka
1212

Telephone

+880 1552-421076

Website

Alerts

Be the first to know and let us send you an email when Inner View Tourism posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Inner View Tourism:

Videos

Share

Nearby travel agencies


Other Tourist Information Centers in Dhaka

Show All