Sunvi Shop.Com

Sunvi Shop.Com Food
(2)

খাঁটি মসলা ।আমরা দিচ্ছি নিজস্ব তত্বাবধানে তৈরীকৃত মসলা  ।আমাদের মসলা সমূহ নিচে দেওয়া হল :-          প্রতিকেজি ও গ্রামের ...
02/10/2021

খাঁটি মসলা ।আমরা দিচ্ছি নিজস্ব তত্বাবধানে তৈরীকৃত মসলা ।
আমাদের মসলা সমূহ নিচে দেওয়া হল :- প্রতিকেজি ও গ্রামের মূল্য :-
1 . জিরার গুড়া 500- 1 kg 350-700 /-
2 . দারুচিনি গুড়া 500- 1 kg 350-700 /-
3 . হলুদ গুড়া 500- 1 kg 200-400 /-
4 . মরিচ গুড়া 500-1 kg 230-450 /-
5 . ধনিয়া গুড়া 500-1 kg 150-300 /-
6 . লবঙ্গ গুড়া 100gm 200 /-
7 . এলাচ গুড়া 100gm 550 /-
8 . তেজপাতা পাউডার 100gm 80 /-
9 . কালো গোল মরিচ গুড়া 100gm 180 /-
10. সাদা গোল মরিচ গুড়া 100gm 200 /-
11. মেীরি গুড়া 100gm 60 /-
12. পাঁচফোড়ন গুড়া 100gm 60 /-
13. জোয়ারদানা গুড়া 100gm 60 /-
14. কালো এলাচ গুড়া 100gm 300 /-
15. পিংক সল্ট 500gm- 180-300 /-
প্রয়োজনে যোগাযোগ করুন : 01712664095

♥Mixed dry fruits/মিক্সড ড্রাই ফ্রুটস♥👉উপাদানঃ →কাঠবাদাম/almond, →কাজুবাদাম/Cashews, →পেস্তাবাদাম/pistachio, →আখরোট/waln...
01/10/2021

♥Mixed dry fruits/মিক্সড ড্রাই ফ্রুটস♥
👉উপাদানঃ
→কাঠবাদাম/almond,
→কাজুবাদাম/Cashews,
→পেস্তাবাদাম/pistachio,
→আখরোট/walnuts,
→Dried prune/আলুবোখারা,
→সাদা-কালো কিসমিস/black raisins,
→pumpkin seeds (মিষ্টিকুমড়োর বীজ)
→sunflower seeds (সূর্যমুখীর বীজ)
→এপ্রিকোট/Apricots
💵মূল্য: 250 গ্রাম ৳300, ৫০০ গ্রাম ৳600!
এটি অনেক মজাদার আর পুষ্টিকরও বটে!!
সরাসরি খেতে পারবেন, ছোট্ট বাচ্চাদের সুজি বা সিরিয়ালের সাথে গুড়ো/ব্লেন্ড করে খাবার করে তুলতে পারেন আরো পুষ্টিকর!!
প্রেগন্যান্ট_মা ও যারা_ডায়েট_করছেন তাদের জন্য এটি কিন্তু সুপারফুড!! কারণ এতে পাবেন প্রচুর পুষ্টি ও ক্যালরি 😀 ( ঢাকার মধ্যে হোম ডেলিভারি ফ্রী) 01712664095

27/08/2021
27/08/2021
চিনি মসজিদ, সৈয়দপুর ১৮৬৩ সালে হাজী বাকের আলী ও হাজী মুকু শহরের ইসলামবাগ এলাকায় ছন ও বাঁশ দিয়ে একটি মসজিদ নির্মাণ করেন।...
02/11/2017

চিনি মসজিদ, সৈয়দপুর

১৮৬৩ সালে হাজী বাকের আলী ও হাজী মুকু শহরের ইসলামবাগ এলাকায় ছন ও বাঁশ দিয়ে একটি মসজিদ নির্মাণ করেন। পরবর্তীতে এলাকাবাসীর সহায়তায় টিন দিয়ে এটি রূপান্তরিত করা হয়। এলাকার মানুষরা মাসিক আয়ের একটি অংশ দিয়ে মসজিদের জন্য ফাণ্ড গঠন করে। পরবর্তীতে শঙ্কু নামের এক হিন্দু ব্যক্তি দৈনিক ১০ আনা মজুরিতে মসজিদ নতুনভাবে নির্মাণ শুরু করেন। এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের মাধ্যমে তাকে সাহায্য করতে থাকেন। মসজিদের বডিতে চিনামাটির থালার ভগ্নাংশ, কাঁচের ভগ্নাংশ বসিয়ে ইট ও সুরকি দিয়ে নির্মাণ কাজ শুরু হয়। এই পদ্ধতিকে বলা হয়ে থাকে চিনি করা বা চিনি দানার কাজ করা। এ থেকেই এই মসজিদের নাম চিনি মসজিদ বা চীনা মসজিদ।বর্তমানে কিছু অংশ বর্ধিত করা হয়েছে!

এছাড়া এটা ঢুকার আগে সৈয়দপুর রেল স্টেশন সংলগ্ন বাংলাদেশের সব বড় রেল কারখানা দেখতে পারেন।

যেভাবে যাবেন : যেকোন স্থান থেকে সৈয়দপুর বাস স্ট্যান্ড এ নেমে অটোতে ১০ টাকা আর রিক্সা ১৫ টাকা ভাড়া দিলেই পৌছে যাবেন!!

11/07/2017

ইসলামে পায়ে ধরে সালাম করার কোনো বিধান নেই। এটি একেবারেই ইসলাম পরিপন্থী কাজ। সুতরাং এ বিষয়টি বোঝানোর চেষ্টা করুন। সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করুন।

15/05/2017
নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরা উপজেলার পান্থশালা-সায়দাবাদ খেঁয়াঘাটে যাত্রী পারাপারে অতিরিক্ত ভাড়া আদায়ের ফলে দূর্ভে...
01/12/2016

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরা উপজেলার পান্থশালা-সায়দাবাদ খেঁয়াঘাটে যাত্রী পারাপারে অতিরিক্ত ভাড়া আদায়ের ফলে দূর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীসাধারণ। অভিযোগের পরিপ্রেক্ষিতে নরসিংদী জেলা প্রশাসক কর্তৃক পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জানা যায়, মেঘনা নদী বেষ্টিত উপজেলার চরাঞ্চচলের ৬টি ইউনিয়ন। যেখানে তিন লক্ষাধিক লোকের বসবাস। আর বসবাসরত এ তিন লক্ষাধিক লোকের উপজেলাসহ জেলা সদরের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম পান্থশালা-সায়দাবাদ খেয়াঘাট। এই ঘাট দিয়ে প্রতিদিন ১০/১২ হাজার যাত্রী পারাপার হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় তদারকি না থাকায় যাত্রীদের কাছ থেকে আসা-যাওয়া বাবদ ৮ টাকার স্থলে আদায় করা হচ্ছে ১৮ থেকে ২০ টাকা।

ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীসাধারণ। যাত্রী সাধারনের অভিযাগের পরিপ্রেক্ষিতে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সিদ্দিকুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন নরসিংদী জেলা প্রশাসক আবু হেনা মোর্শেদ জামান। কমিটির অন্য সদস্যরা হলেন, জেলা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান, রেভিনিউ ডেপুটি কালেক্টর মাহমুদা খানম, উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী ও সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীর।জেলা পরিষদ সূত্রে জানা যায়, পান্তশালা-সায়দাবাদ খেঁয়াঘাট ইজারার জন্য প্রতি অর্থ বছরেই দরপত্র আহবান করেন জেলা পরিষদ। এরই ধারাবাহিকতায় চলতি অর্থ বছরে খেয়া ঘাটটির ইজারাদার মনোনীত করা হয় মোঃ মোশারফ হোসেন নামে একজন।

আর এ ইজারাদারের অধীনে রয়েছে আরো ১০জন পার্টনার। দরপত্র অনুযায়ী খেঁয়া পারাপারে আসা-যাওয়ায় জনপ্রতি ৮টাকা ভাড়া আদায়ের নিয়ম রয়েছে। সেই সাথে যাত্রী অনুপাতে ঘাটে তাদের পর্যাপ্ত নৌকা থাকতে হবে। কিন্তু এখানে সবকিছুই হচ্ছে তার উল্টো নিয়মে। ইজারাদার কর্তৃক ঘাটে কোন নৌকা পাওয়া যায় না। তবে সচেতন মহলের চোখে যাতে ধরা না পড়ে সেই কারনে ঘাটের কোনো প্রান্তে সাজিয়ে রাখা হয় ইজাদার কর্তৃক ২/১টি নৌকা। যাকে বলে বিনা পুঁজিতে ব্যবসা।যাত্রীদের অভিযোগ, সরকারী নিয়ম নীতি তুয়াক্কা না করে ইজারাদারের লোকজন যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে। জনপ্রতি যাত্রীদের কাছ থেকে ঘাটের টোল আদায় করছে ৪ টাকা করে ৮ টাকা এবং ফাড়ি নৌকায় আরো ৫ টাকা করে ১০ টাকা ভাড়া আদায় করা হচ্ছে। একজন যাত্রী আসা-যাওয়ায় ভাড়া গুনতে হচ্ছে ১৮-২০ টাকা। আবার সন্ধা ঘনিয়ে আসলে ভাড়া হয়ে যায় দিগুন।

তাছাড়া জনসম্মুখে ভাড়ার নির্ধারিত মূল্য তালিকা অর্থ্যাৎ সিটিজেন চার্টার টানানোর কথা থাকলেও রহস্যজনক কারনে তা টানানো হয়নি। ঘাটের দুই পাশে যাত্রীদের উঠা-নামার সুবিধার্থে ঘাটলা স্থাপনের নিয়ম থাকলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন হচ্ছে না। যাত্রীরা জানান, ঘাটে ইজাদারের নৌকা থাকে না। তাই অতিরিক্ত ভাড়ায় ফাঁড়ি নৌকায় যাতায়াত করতে হচ্ছে।টোল আদায়কারী মোঃ হারুর মিয়া বলেন, আমরা জনপ্রতি ৪ টাকা করে আসা-যাওয়ায় ৮টাকা ভাড়া আদায় করছি। ঘাটের নৌকা দিয়ে যাত্রী পারাপার করলে অতিরিক্ত কোন ভাড়া দিতে হয় না।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আজান বলেন, উপজেলা প্রশাসন র্কর্তৃক অতিরিক্ত ভাড়া আদায়ে কড়া নিষেধাজ্ঞা সত্বেও অদৃশ্য ক্ষমতার বলে টোল আদায়কারীগণ তাদের মনগড়া মতো ঘাট পরিচালনা করছেন। অতিরিক্ত টোল আদায় নিয়ে খেয়া ঘাটে প্রায়ই আদায়কারী ও যাত্রীদের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটছে। আমি এর দ্রুত সমাধান কামনা করছি।উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেন, পান্তশালা-সায়দাবাদ খেঁয়াঘাটে টোল আদায়ের নামে প্রতিনিয়তই হয়রানীর শিকার হচ্ছে চরাঞ্চলের তিন লক্ষাধিক মানুষসহ যাত্রী সাধারণ। ঘাটটি যেহেতু জেলা পরিষদের অধিনস্থ, সেহেতু তাদের শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা উচিত বলে মনে করি। অন্যথায় যে কোন সময় অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে বলে ধারনা করা যাচ্ছে। এ ব্যাপারে কথা হয় নরসিংদী জেলা পরিষদ এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো: সিদ্দিকুর রহমানের সাথে।

তিনি বলেন, সর্বশেষ ২০১১ সালের টোল আদায় ধারায় জনপ্রতি চার টাকা টোল নির্ধারণ করা হয়েছিল। কিন্তু তিন বছর পর পর টোলের পরিমান পূণ:নির্ধারণ করার নিয়ম থাকলেও সেটি হয়নি। যার ফলে টোল আদায় নিয়ে একটু সমস্যার সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসক মহোদয় পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন। উক্ত কমিটি যাচাই বাছাই পূর্বক রিপোর্ট পেশ করার পর জন সাধারণের সুবিধার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আগামী ২৫, ২৬, ২৭ সে নভেম্বর ২০১৬ ইং নরসিংদী জেলা ইজতেমা। উক্ত ইজতেমাই সকল মুসলিম ভাইয়ের উপস্থিতি ও দোয়া কামনা করছি।
23/11/2016

আগামী ২৫, ২৬, ২৭ সে নভেম্বর ২০১৬ ইং নরসিংদী জেলা ইজতেমা। উক্ত ইজতেমাই সকল মুসলিম ভাইয়ের উপস্থিতি ও দোয়া কামনা করছি।

৩ জুন ২০১৪ তারিখে দৈনিক প্রথম আলোতে প্রকাশিত হয় "নাটোররাজবাড়ি" নিয়ে এই সংবাদটি। যদি না দেখে থাকেন তাহলে এখনপড়ে নিতে পা...
20/11/2016

৩ জুন ২০১৪ তারিখে দৈনিক প্রথম আলোতে প্রকাশিত হয় "নাটোর
রাজবাড়ি" নিয়ে এই সংবাদটি। যদি না দেখে থাকেন তাহলে এখন
পড়ে নিতে পারেন। আমাদের নাটোরের পাঠকদের জন্য
আর্টিকেলটি হুবহু তুলে দেয়া হল।
----বর্ণময় নাটোর রাজবাড়ি----
ছোট্ট মফস্বল শহর নাটোর, কিন্তু বর্ণময়। সৌন্দর্য ও ইতিহাস
মিলেমিশে আছে এখানে। চলনবিল এখানকার সৌন্দর্য৷ নাটোর
রাজবাড়ি আর দিঘাপতিয়ায় উত্তরা গণভবনে রয়েছে ইতিহাসের টান।
যাত্রা হলো শুরু
বনলতা সেনের শহর নাটোর আমার খুব প্রিয়। সময়-অসময়ে নাটোর
চলে আসি। চৈত্র মাসের খাঁ খাঁ রোদের দিনে বেরিয়ে পড়লাম নাটোরের
উদ্দেশে। পঞ্জিকায় বসন্ত বিদায় নিলেও বসন্তের সুবাতাস যেন বইছে।
বাতাসে তেমন উষ্ণতা নেই। মন ভালো করা সবকিছু, তবু বঙ্গবন্ধু সেতু
পেরিয়ে মন খারাপ হয়। সেতুর ঢাল বেয়ে নামার পর পাশের রাস্তায়
কদিন আগেও সারি সারি পলাশে মন রাঙিয়েছি, এখন পলাশগাছ ফাঁকা,
কোনো ফুল নেই, কী জানি ঋতুর পালাবদলেই হয়তো!
ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি, জানি না। ঘুম ভাঙে হোটেল
ভিআইপিতে এসে। সেদিনের মতো বিশ্রামে যাই। পরদিন নয়টার
মধ্যে বন্ধু এসে হাজির। কই যাব যাব করে আমরা পচুর
হোটেলে খাওয়াদাওয়া সেরে নাটোর রাজবাড়ির পথ ধরি।
এখনকার নাটোর রাজবাড়ি
নাটোর রাজবাড়ি এখন ভঙ্গুর হলেও রাজবাড়ির বিশাল
আঙিনাজুড়ে যত সব বিস্ময় আর রহস্য পাশাপাশি লুকিয়ে। নাটোর শহর
থেকে মাদ্রাসা মোড় পেরিয়ে বগুড়া রোড ধরে যেতে হয় নাটোর
রাজবাড়ি। যেতে যেতে আপনার দৃষ্টি এড়াবে না ১৮৩৪
সালে প্রতিষ্ঠিত নাটোর মহারাজা জে এন উচ্চবিদ্যালয়টি। আমরাও
এসব দেখে দেখে জাহিদের ব্যাটারিচালিত
অটোরিকশায় চড়ে নাটোর রাজবাড়ি প্রবেশ করি। প্রত্নতত্ত্ব
অধিদপ্তরের আওতাধীন রাজবাড়িটির প্রবেশমুখে বিশাল একটি পুকুর,
সেই পুকুরের শানবাঁধানো ঘাট দেখে যে কেউ মুগ্ধ হতে বাধ্য।
পুরো রাজবাড়ি ঘিরে আছে বিশাল সব গাছ। পাশেই নবনির্মিত
কমিউনিটি সেন্টার। এখানে কমিউনিটি সেন্টার কেন, তার উত্তর
পেলাম না! কমিউনিটি সেন্টার ধরে সামনে গেলে তারকেশ্বর মন্দির।
আরেকটু সামনে এগিয়ে ডান দিকে বিশাল মাঠ।
মাঠের বিশাল প্রান্তরে দাঁড়ালেই চোখে পড়বে রাজবাড়ির
একতলা ভবনটি। এই অংশের নাম ছোট তরফ। এর ঠিক
উল্টো দিকে বড় তরফ। যমজ প্রায় বড় তরফের সামনে রয়েছে বিশাল
পরিখা এবং পুরো রাজবাড়িতে রয়েছে পাঁচটি পুকুর।
রাজবাড়ি প্রাঙ্গণে আটটি মন্দির রয়েছে, যার প্রাণ এক বিশাল
শিবমন্দির। এখানে এখনো রীতি মেনে নিয়মিত পূজা হয়।
দৃষ্টিনন্দন মন্দিরের সৌন্দর্য সবাইকে মুগ্ধ করতে বাধ্য।
মন্দিরকে ঘিরে আছে একটি শিবমূর্তি, ফণা তোলা সাপের মূর্তি,
একজন বাউলের মূর্তিসহ নানা রকম শৈল্পিক কাজ। মন্দিরটির
দেয়ালজুড়ে টেরাকোটার শিল্পকর্ম।
আমরা মন্দিরটি দেখে রাজবাড়ি এলাকা ঘুরে দেখতে বের হই,
এখানে প্রায় সব ভবনই ভেঙে পড়েছে। প্রতিটি ভবনের পাশেই
রয়েছে লোহার তৈির ঘোরানো সিঁড়ি। এমন নকশাদার সিঁড়ি ঢাকার
আহসান মঞ্জিলে দেখেছি।
রািন মহলের কাছে এসে বিশ্রামে বসি। রািন মহলটিতে রািন ভবানী বাস
করতেন। এখন রানি মহল আছে নামমাত্র। শুধু
সাইনবোর্ডে লেখা দেখে চেনা যায়। এখানে একটি অতিথিশালা আছে,
নাম মাত্র। তবু ভগ্নপ্রায় অতিথিশালা দেখে সে সময়কার নাটোর
রাজার অতিথি সেবার কিছুটা নমুনা পাওয়া যায়।
চলতি পথে এখানে ছোট তরফের একটি ভবনের নাম দেখলাম
হ্যানি কুইন ভবন। এখন সেই ভবনে ভাগ্যবঞ্চিতদের বসবাস।
রাজবাড়িজুড়েই এমন ভাগ্যবঞ্চিতদের বাস, আর আছে দখলদারিত্বের
চিহ্ন।
জেনে নিন
ঢাকা থেকে ন্যাশনাল, শ্যামলী ও হানিফ পরিবহনের বাস দিন-রাত
চলে এই পথে। যেকোনো একটি বাসে চড়ে বসুন। পাঁচ ঘণ্টায় নাটোর
পৌঁছে যাবেন। তারপর ঘুরে দেখুন নাটোর রাজবাড়ি আর দিঘাপতিয়ায়
উত্তরা গণভবন। চাইলে পুঠিয়া রাজবাড়ি থেকেও
বেড়িয়ে আসতে পারেন। নাটোরে থাকা-খাওয়ার ভালো ব্যাবস্থা আছে।
থাকার জন্য ভালো হোটেল ভিআইপি। আগে থেকে রুম
বুকিং দিয়ে তারপর রওনা হবেন। ভিআইপি হেটেলে খাবারের
ব্যবস্থা থাকলেও আপনি খাবারের জন্য বেছে নিতে পারেন প্রচুর
হোটেল। এখানকার খাবার জিভে জল না এনে পারে না। চাইলে নয়ন
হোটেলেও খেতে পারেন। তা ছাড়া আছে নাটোরের বিখ্যাত
মিষ্টি কাঁচাগোল্লা। খেয়ে আসুন, সঙ্গে নিয়েও আসুন!

Amder next tour,,,, Nator Rajshahi,,,1.Nator rajbari...2.Uttara gonobhaban..3.Dighapatia rajbari...4.puthia rajbari.....
07/11/2016

Amder next tour,,,, Nator Rajshahi,,,
1.Nator rajbari...
2.Uttara gonobhaban..
3.Dighapatia rajbari...
4.puthia rajbari.....

02/08/2016

Address

Navana Zohura Square, Banglamotor
Dhaka
1000

Telephone

+8801712664095

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sunvi Shop.Com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sunvi Shop.Com:

Videos

Share

Nearby travel agencies



You may also like