19/10/2024
পাসপোর্ট করলে কী কী সুবিধা পাবেন?
★★অনেকেই মনে করেন, "এখন তো বিদেশ যাবো না, পাসপোর্ট করে কী হবে?"
শুধুমাত্র বিদেশ যাবার প্রসেস হলেই পাসপোর্ট করবেন, এমন না।
একজন সচেতন নাগরিক হিসেবে আপনার পাসপোর্ট থাকাটা খুবই জরুরি। পাসপোর্ট থাকলে আপনি বিভিন্ন সুবিধা পাবেন, যেটা পাসপোর্ট ছাড়া সম্ভব না।
পাসপোর্ট থাকলে কী কী সুবিধা পাবেন? আসুন দেখে নিই:⤵️
১.ভিসা-ফ্রি দেশে যাবার সুবিধা:
★★বাংলাদেশী পাসপোর্ট দিয়ে প্রায় ৪০টি দেশে ভিসা-ফ্রি বা অন-এরাইভাল সুবিধা পাওয়া যায়। সেসব দেশে খুব সহজেই ভ্রমণ করতে পারবেন আপনার যদি একটা পাসপোর্ট থাকে।
★★অর্থাৎ, শুধুমাত্র লন্ডন-আমেরিকা যাবার জন্যই পাসপোর্ট না। ঐসব দেশ ছাড়াও অনেক দেশে পাসপোর্ট ছাড়া যাওয়া যায়।
২.ইমার্জেন্সি চিকিৎসা সুবিধা:
★★আপনার যদি হঠাৎ এমন কোনো অসুখ হয় যেটার চিকিৎসার জন্য বিদেশ যেতে হবে, সেক্ষেত্রে আপনার পাসপোর্ট থাকা আবশ্যক। সেই মুহূর্তে সময়ের অনেক মূল্য। ইমার্জেন্সি পাসপোর্ট করতে যতোদিন সময় লাগবে, এতোদিনে আপনার চিকিৎসা হবে না। এজন্য পাসপোর্ট থাকা দরকার।
৩.পাসপোর্ট হলো ইন্টারন্যাশনাল আইডেন্টিটি কার্ড:
★★আপনার ভোটার আইডি কার্ড বা যেটাকে ন্যাশনাল আইডি কার্ড বলা হয়, এটা দেশের মধ্যেই ব্যবহার করতে পারবেন। কিন্তু, বিদেশের কোনো কিছু করতে গেলে আপনার পাসপোর্ট লাগবে। এমনকি আপনি দেশে থেকে বিদেশে ব্যবসা করতে গেলে, অনেক কোম্পানিতে জব করতে গেলে আপনার পাসপোর্ট লাগতে পারে।
৪.স্কলারশিপের আবেদন, কনফারেন্সে যাবার সুযোগ:
★★বেশিরভাগ ভার্সিটিতে আবেদনের সময় পাসপোর্ট লাগে। শুধু তাই না, বিদেশী অনেক ভার্সিটিতে বিভিন্ন প্রোগ্রাম থাকে যেখানে ফ্রি-তে যাবার সুযোগ থাকে। অনেকসময় আপনি যে কলেজ-ভার্সিটিতে পড়েন, সেখানকার উদ্যোগেও ঐসব কনফারেন্সে যাবার সুযোগ মিলে।
এরকম শর্ট-নোটিশে যেতে চাইলে পাসপোর্ট থাকতে হয়।
অনেকেই আছে যাদের শুধুমাত্র পাসপোর্ট না থাকার কারণে অনেক কনফারেন্সে সুযোগ থাকা সত্ত্বেও তারা অংশগ্রহণ করতে পারেনি।
৫.পরীক্ষা দিতে পাসপোর্ট প্রয়োজন:
★★বাংলাদেশে থেকেও বিভিন্ন পরীক্ষা দিতে চাইলে পাসপোর্ট প্রয়োজন। যেমন: IELTS, GRE, GMAT, SAT, TOEFL ইত্যাদি।
আপনি এসব পরীক্ষা দিতে চাইলে আগে পাসপোর্ট বানিয়ে নিন। পরীক্ষার প্রস্তুতি নেবার সময় পাসপোর্ট বানাতে গেলে প্রস্তুতি বিঘ্ন ঘটবে।
👉 ৫বছর ও ১০ বছর মেয়াদী নতুন ই-পাসপোর্টের আবেদন করা হয়।
✅✅যে কোন ট্রাভেল রিলেটেড কাজে কল করুন আমাদের!!!!
📲+8801935566617
📲+8801935566618
📲+8801935566619
📲+8801935566620
📲+8801935566621
📌🏠SMART-BD TRAVEL & TOURS LIMITED.
FARMGATE BRANCH-DHAKA
Sajeda Mansion, 2nd Floor, Office #1-2
No.112, Green Road, Farmgate,
Dhaka-1215, Bangladesh.
Ⓜ️[email protected]
🌐www.smartbdtravels.com
📌Our page
https://www.facebook.com/smartbdtravels.farmgate
📌Google Map Location
https://maps.app.goo.gl/JK6idbw719PPmXDX8
✈️✈️SMART-BD TRAVEL & TOURS LTD✈️✈️
"ভ্রমণে আপনার বিশ্বস্ত সহযোগী"
📌🏠SMART-BD TRAVEL & TOURS LIMITED.
SONAPUR BRANCH-NOAKHALI
First Floor, Room No. 27 & 28
Sonapur Poura Super Market,
Zero Point, Sonapur, Sadar,
Noakhali-3802, Bangladesh.
Ⓜ️[email protected]
🌐www.smartbdtravels.com
✈️✈️SMART-BD TRAVEL & TOURS LTD✈️✈️
"ভ্রমণে আপনার বিশ্বস্ত সহযোগী"
📌Our page
https://www.facebook.com/smartbdtravels.sonapur
📌Google Map Location
https://goo.gl/maps/Sdcsw4Q19AaGhLe76