04/03/2023
প্রথমত যারা ১৬ নভেম্বারের আগে এপ্লাই করেছেন ড্রাইভিং লাইসেন্সের জন্য তারা এই পোস্ট এরিয়ে যান কারন আপনাদের কার্ড আগের নিয়মে পাবেন সেট ২ বছর লাগুক কিংবা ২ দিন। আগের নিয়ম বলতে এনালোগ নিয়ম আগেরটা।
যার যারা ১৬ নভেম্বার ২০২২ এর পরে এপ্লাই করেছেন বা করবেন তারা আমার পোস্টটা পরেন।
নতুন নিয়মে ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম:
এখন শুধুমাত্র ঢাকায় এবং চট্টগ্রামে এটা চালু হয়েছে আমার জানা মতে
ধাপ:
১। প্রথমে লার্নার এপ্লাই করবেন টাকা পেমেন্ট করবেন যেখানে এক্সাম ডেট দিবে।
২। আগে রিটেন ভাইবা প্রেক্টিকাল ফিঙ্গারের জন্য আলাদা আলাদা অনেক বড় টাইম নিয়ে কাজটা হতো। বর্তমানে যেদিন এক্সাম ডেট পরবে সেদিন সকালে গিয়েই প্রথমে বায়োমেট্রিক দিতে হয়, দেন প্রেজেন্ট দিয়ে রিটেন এক্সামে বসতে হয়,১ থেকে ২ ঘন্টা পর রিটেনের রেজাল্ট পাব্লিশ করে দেয় অইখানেই, রিটেন পাশ করলে ভাইবা, ভাইবা পাশ করলে প্রেক্টিক্যাল। প্রেক্টিকালে পাশ করলে অইদিন ৫ টার সময় আপনার লার্নারে পাশ লিখে দিবে (যেই লার্নার প্রেক্টিকালের সময় জমা নেয় সেটাতেই সিগনেচার করে পাশ লিখে দেয়)
৩। এবার বাসায় এসে রাত ৮ টা পর্যন্ত অপেক্ষা করে নিজের DLS একাউন্টে প্রবেশ করুন যদি দেখেন কৃতকার্য দেখাচ্ছে তার মানে আপনার একাউন্ট আপডেট হয়েছে, আর কৃতকার্য বা অকৃতকার্য লেখা না থাকলে ৯ টা পর্যন্ত অয়েট করুন এসে পরবে।
৪। কৃতকার্য লেখা আসলে নেক্সট এ ক্লিক করুন। এবার যেই লার্নারে পাশ করছেন লিখে আপনাকে ব্যাক দিছে অইটা স্ক্যান করে আপলোড করুন( পাশা পাশি লার্নার এপ্লাই এর সময় মেডিকেল সার্টিফিকেট সহ অন্য যা যা আপলোড দিতে বলসিলো যদি সেগুলা না দিয়ে থাকেন তবে এখনি দিয়ে দেন না হলে এক্সেপ্ট হবে না) সব আপলোড দেয়া হয়ে গেলে ডাক যোগাযোগে কীন এড্রেসে কার্ড রিসিভ করবেন সেটা দিবেন।
৫। সব আপলোড হয়ে গেলে পেমেন্ট অপশনে গিয়ে বিকাশে টাকা পে করবেন ( অবশ্যই রাত ১০ টার আগে, কারন ১০ টার পরে পেমেন্ট নেয় না, ফলে ১০ টার বেশি বাজলে পরেরদিন পেমেন্ট করতে হবে)
৬। আপনার কাজ শেষ এবার বি আর টিএ আপনার কাগজ গুলা চেক দিবে সব ঠিক থাকলে পরের ২ দিনের মধ্যে যেকোন সময় আপনার ই লাইসেন্স এসে পরবে। এবার সেটা প্রিন্ট করে আপনি গাড়ি চালাতে পারবেন যতদিন কার্ড না আসতেছে।
৭। এবার ডি এল এস এপ ইনিস্টল করে আপনি আপনার কার্ডের স্টাটাস দেখতে পারবেন। আপনার ই লাইসেন্সের অইখানে রেফারেন্স নাম্বার থাকে অইটা আর ডেট অব বার্থ দিয়ে চেক করতে হয় এপে। ই লাইসেন্স আশার ২/৩ দিন নো ডাটা ফাউন্ড দেখাবে এপে, এর পরে দেখবেন ধাপে ধাপে সব দেখাবে।
সব কিসু ঠিক ঠাক থাকলে ১ মাসের মধ্যে কার্ড এসে পরবে আপনার ঠিকানায়।