420 Traveller's

420 Traveller's All Bangladesh Tour Advisor
Photographer : Rubel
Adviser : Sujan, Mamun & Jasan
Volunteer : Real, Azad, Jalal, Gazi, Apurbo, Rana
(1)

Hope u all r laughing with our traveling fan page name...we don't care anyone bcz we, every single one, member of 420 travelers are 420...It's the real fact...

পাহাড় প্রেমীদের জন্য সুখবর!!!দীর্ঘ ৮ মাস পর বান্দরবানের রুমা ও থানচিতে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।...
15/07/2023

পাহাড় প্রেমীদের জন্য সুখবর!!!

দীর্ঘ ৮ মাস পর বান্দরবানের রুমা ও থানচিতে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে জেলাটিতে পর্যটকরা স্বাভাবিকভাবেই ভ্রমন করতে পারবেন।

আপনারা ইতিমধ্যে জানেন, সড়ক পরিবহন বিধিমালা ২০২২ প্রকাশিত হয়েছে এবং বিধিমালা অনুযায়ী ফি আদায় কার্যক্রম শুরু হয়েছে।আজ...
12/06/2023

আপনারা ইতিমধ্যে জানেন, সড়ক পরিবহন বিধিমালা ২০২২ প্রকাশিত হয়েছে এবং বিধিমালা অনুযায়ী ফি আদায় কার্যক্রম শুরু হয়েছে।

আজকের বিষয় : মোটরসাইকেল এর Tax token রিনিউ করার সময় যে অতিরিক্ত ১০০০ টাকা দেয়া লাগছে, সেটার ব্যাখ্যা।

বিধিমালা ২০২২ এর অষ্টম অধ্যায় অনুযায়ী, বাংলাদেশ সরকার একটি দুর্ঘটনাজনিত তহবিল গঠনের উদ্দেশ্যে নির্ধারিত চাঁদা সংগ্রহ করছে। বিধিমালা অনুযায়ী এটা "আর্থিক সহায়তা তহবিল" নামে পরিচিত।

এই তহবিলে মোটরসাইকেল ব্যাতিত অন্যান্য বাহন নির্ধারিত হারে বাৎসরিক চাঁদা প্রদান করবে।

শুধুমাত্র মোটরসাইকেল এর জন্য এককালীন ১০০০ টাকা নির্ধারিত হয়েছে। অর্থাৎ একটি মোটরসাইকেল এর জন্য জীবনে একবারই ১০০০ টাকা দিতে হবে।

এবার আলোচনা করবো এই টাকা দিয়ে চালকরা কি পরিমাণে অনুদান প্রাপ্ত হবেন।

ক. দুর্ঘটনায় নিহত হলে অনুন্য পাঁচ লক্ষ টাকা
খ. অঙ্গহানী হলে অনুণ্য তিন লক্ষ টাকা
গ. গুরুতর আহত এবং চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভবনা না থাকলে অনূণ্য তিন লক্ষ টাকা।
ঘ. আর যদি স্বাভাবিক হওয়ার সম্ভবনা থাকে তাহলে এক লক্ষ টাকা।

সহায়তার জন্য আবেদন, অনুসন্ধান এবং প্রদান পদ্ধতি

১. দুর্ঘটনার সময় থেকে ত্রিশ দিনের মধ্যে ফরম ৩২ পূরণ করে চেয়ারম্যান ট্রাস্টি বোর্ড বরাবর আবেদন করতে হবে।
২. আবেদনের ত্রিশ দিনের মধ্যে সহায়তা প্রদানের বেবস্থা গৃহীত হবে।
৩. সহায়তা অ্যাকাউন্ট পেইই চেক এর মাধ্যমে দেয়া হবে।

সহায়তা মনঃপুত না হলে ফর্ম ৩৩ অনুযায়ী পুনর্বিবেচনার আবেদন করা যাবে।

এই আবেদনের সাত দিনের মধ্যে আবেদনকারী শুনানির নোটিস পাবেন এবং তদন্ত করে ৩০ দিনের মধ্যে ফয়সালা করা হবে।

পুনর্বিবেচনার সিদ্ধান্তেও কেউ সন্তুষ্ট না হলে, সিদ্ধান্ত প্রাপ্তির পর ৩০ দিনের মধ্যে, সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ বরাবর ফর্ম ৩৪ অনুযায়ী আপিল করতে পারবেন।

আবেদন একই ভাবে আগের মত ৭ দিন এবং ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি হবে।

এতেও অসন্তুষ্টি থাকলে ৩০ দিনের মধ্যে সালিশ নিষ্পত্তির জন্য আবেদন করতে পারবেন। যেটা ৪৫ দিনের মধ্যে নিষ্পত্তি

প্রথমত যারা ১৬ নভেম্বারের আগে এপ্লাই করেছেন ড্রাইভিং লাইসেন্সের জন্য তারা এই পোস্ট এরিয়ে যান কারন আপনাদের কার্ড আগের নিয়...
04/03/2023

প্রথমত যারা ১৬ নভেম্বারের আগে এপ্লাই করেছেন ড্রাইভিং লাইসেন্সের জন্য তারা এই পোস্ট এরিয়ে যান কারন আপনাদের কার্ড আগের নিয়মে পাবেন সেট ২ বছর লাগুক কিংবা ২ দিন। আগের নিয়ম বলতে এনালোগ নিয়ম আগেরটা।

যার যারা ১৬ নভেম্বার ২০২২ এর পরে এপ্লাই করেছেন বা করবেন তারা আমার পোস্টটা পরেন।

নতুন নিয়মে ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম:

এখন শুধুমাত্র ঢাকায় এবং চট্টগ্রামে এটা চালু হয়েছে আমার জানা মতে
ধাপ:

১। প্রথমে লার্নার এপ্লাই করবেন টাকা পেমেন্ট করবেন যেখানে এক্সাম ডেট দিবে।

২। আগে রিটেন ভাইবা প্রেক্টিকাল ফিঙ্গারের জন্য আলাদা আলাদা অনেক বড় টাইম নিয়ে কাজটা হতো। বর্তমানে যেদিন এক্সাম ডেট পরবে সেদিন সকালে গিয়েই প্রথমে বায়োমেট্রিক দিতে হয়, দেন প্রেজেন্ট দিয়ে রিটেন এক্সামে বসতে হয়,১ থেকে ২ ঘন্টা পর রিটেনের রেজাল্ট পাব্লিশ করে দেয় অইখানেই, রিটেন পাশ করলে ভাইবা, ভাইবা পাশ করলে প্রেক্টিক্যাল। প্রেক্টিকালে পাশ করলে অইদিন ৫ টার সময় আপনার লার্নারে পাশ লিখে দিবে (যেই লার্নার প্রেক্টিকালের সময় জমা নেয় সেটাতেই সিগনেচার করে পাশ লিখে দেয়)

৩। এবার বাসায় এসে রাত ৮ টা পর্যন্ত অপেক্ষা করে নিজের DLS একাউন্টে প্রবেশ করুন যদি দেখেন কৃতকার্য দেখাচ্ছে তার মানে আপনার একাউন্ট আপডেট হয়েছে, আর কৃতকার্য বা অকৃতকার্য লেখা না থাকলে ৯ টা পর্যন্ত অয়েট করুন এসে পরবে।

৪। কৃতকার্য লেখা আসলে নেক্সট এ ক্লিক করুন। এবার যেই লার্নারে পাশ করছেন লিখে আপনাকে ব্যাক দিছে অইটা স্ক্যান করে আপলোড করুন( পাশা পাশি লার্নার এপ্লাই এর সময় মেডিকেল সার্টিফিকেট সহ অন্য যা যা আপলোড দিতে বলসিলো যদি সেগুলা না দিয়ে থাকেন তবে এখনি দিয়ে দেন না হলে এক্সেপ্ট হবে না) সব আপলোড দেয়া হয়ে গেলে ডাক যোগাযোগে কীন এড্রেসে কার্ড রিসিভ করবেন সেটা দিবেন।

৫। সব আপলোড হয়ে গেলে পেমেন্ট অপশনে গিয়ে বিকাশে টাকা পে করবেন ( অবশ্যই রাত ১০ টার আগে, কারন ১০ টার পরে পেমেন্ট নেয় না, ফলে ১০ টার বেশি বাজলে পরেরদিন পেমেন্ট করতে হবে)

৬। আপনার কাজ শেষ এবার বি আর টিএ আপনার কাগজ গুলা চেক দিবে সব ঠিক থাকলে পরের ২ দিনের মধ্যে যেকোন সময় আপনার ই লাইসেন্স এসে পরবে। এবার সেটা প্রিন্ট করে আপনি গাড়ি চালাতে পারবেন যতদিন কার্ড না আসতেছে।

৭। এবার ডি এল এস এপ ইনিস্টল করে আপনি আপনার কার্ডের স্টাটাস দেখতে পারবেন। আপনার ই লাইসেন্সের অইখানে রেফারেন্স নাম্বার থাকে অইটা আর ডেট অব বার্থ দিয়ে চেক করতে হয় এপে। ই লাইসেন্স আশার ২/৩ দিন নো ডাটা ফাউন্ড দেখাবে এপে, এর পরে দেখবেন ধাপে ধাপে সব দেখাবে।

সব কিসু ঠিক ঠাক থাকলে ১ মাসের মধ্যে কার্ড এসে পরবে আপনার ঠিকানায়।

https://www.banglanews24.com/national/news/bd/1050856.details
08/02/2023

https://www.banglanews24.com/national/news/bd/1050856.details

ঢাকা: ঢাকা ও আশপাশের এলাকার পাসপোর্ট অফিসের অধিক্ষেত্র পুনর্নির্ধারণ করা হয়েছে। গত ৩০ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত.....

ছবির একেকটা কাতলা মাছের ওজন ২৫ থেকে ৩০ কেজি। ১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিলো স্টাফ কোয়ার্টার বনশ্রী রোডে।
02/02/2023

ছবির একেকটা কাতলা মাছের ওজন ২৫ থেকে ৩০ কেজি। ১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিলো স্টাফ কোয়ার্টার বনশ্রী রোডে।

01/02/2023
একদিন পদ্মা পারাপারে.......
04/10/2022

একদিন পদ্মা পারাপারে.......

Address

Shahbagh, Tsc
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when 420 Traveller's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby travel agencies