anastrip.com

anastrip.com Booking Flights Made Easy: Explore the World with Any Airlines . visit now
www.anastrip.com
(1)

We are a technologically advanced travel wholesaler and our IT department works around the clock to ensure quality service. Our custom-built online booking engine offers fast, streamlined searches of all our net and commission fares. You can book tickets for your passengers while they wait with our advanced, agents-only services. For those with more travel experience, we offer Free of cost B2B age

nt Login so even small agencies can receive one of the leading B2B webs travels portal booking Engines. There are many advantages for agents operating with a booking engine, including expanded availability and fare searches, bridging our system with yours for booking and pricing, and transferring PNRs for ticketing. This feature includes our in-house quality control software that verifies time limits, class of service booked for reservations, schedule changes, waitlists, and more. The spirit of technological innovation continued throughout the years has empowered our agents to improve their sales potential.

10/04/2024

ঈদ মোবারক

কেউ টিকেট না জিতলে কি হয়েছে??
29/10/2023

কেউ টিকেট না জিতলে কি হয়েছে??

24/10/2023

আমাদের কে দুইবার ব্যাটিং করতে দেয়া হোক !!

24/10/2023

আজকে বাংলাদেশ জিতলে ৫ জন কমেন্টকারীকে ফ্রি ডোমেস্টিক টিকেট দেয়া হবে!!!

09/10/2023

كل شيء صنع في الصين °
إلا الرجولة صنعت في فلسطــ..ن°

অর্থ : সবকিছু তৈরি হয় চীনে,
কিন্তু পুরুষ তৈরি হয় ফিলিস্তিনে |🇯🇴

07/10/2023

বাংলাদেশ বিশ্বকাপ জিতলে দলের সবাইকে ঢাকা ফেরার বিজনেস ক্লাস টিকিট দিবে 😎
www.anastrip.com

30/09/2023

📣📣ঢাকায় ইত্তিহাদের ফ্লাইট বাতিল📣📣

ইত্তেহাদ এয়ারলাইন্স এর ঢাকার অধিকাংশ ফ্লাইট বতিল করেছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
অক্টোবরের প্রথম দিকের ফ্লাইট কনফার্ম আছে।
(খুব সম্ভবত ইত্তেহাদ ঢাকায় অপারেশন বন্ধ করে দিবে)
যাদের ফুল অব্যবহৃত টিকেট রয়েছে তারা সার্ভিস চার্জ বাদে সম্পূর্ণ টাকা রিফান্ড পাবেন।
যাদের ওয়ানওয়ে ব্যবহার হয়েছে তারা ব্যবহৃত এমাউন্ট কর্তন করে বাকি টাকা রিফান্ড পাবেন।

যাদের ইত্তেহাদ এয়ারের টিকেট রয়েছে তারা ট্রাভেল এজেন্সীর সাথে যোগাযোগ করুন।

বাংলাদেশ বিমানে ঢাকা থেকে টরেন্টো ১২৯,০০০বাংলাদেশ বিমানে কলকাতা থেকে ঢাকা হয়ে টরেন্টো গেলে লাগে ৯০,০০০ !!! ( For price ...
15/09/2023

বাংলাদেশ বিমানে ঢাকা থেকে টরেন্টো ১২৯,০০০

বাংলাদেশ বিমানে কলকাতা থেকে ঢাকা হয়ে টরেন্টো গেলে লাগে ৯০,০০০ !!!
( For price check our website anastrip.com )

তো কি বুঝলেন?
ইলিশ মাছ বাংলাদেশ থেকে কলকাতায় রপ্তানি করার পর তাঁরা খুচরা বিক্রি করে ৩৫০ টাকা কেজি!!
আর বাংলাদেশে বিক্রি হচ্ছে ১৭০০ থেকে ২০০০ টাকার মধ্যে।

এবার কি বুঝলেন?
আমি যা বুঝলাম --
আমরা সকলেই নিজ দেশে পরবাসী বা বাদাইম্মা 😜

10/09/2023

টাকা আপনি যতোই রোজগার করেন না কেন! শেষ হিসেবটা কিন্তু ধন-সম্পদের নয় বরং কর্মের হবে।

Ha ha 😂🙂
08/09/2023

Ha ha 😂🙂

25/08/2023

> মৃত্যুর পর জান্নাত পেতে ৬টি সহজ আমল করতে পারেন প্রতিনিয়ত।

১। ঘরে প্রবেশের সময় সালাম দিবেন। তাহলে আল্লাহ নিজ জিম্মায় আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন।
(সহি ফাযায়েলে আমল-১৪১)

২। আযানের সময় কারো সাথে কথা না বলে আযানের জবাব দেবেন। যে ব্যক্তি মনোযোগী হয়ে আযানের উওর দিবে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। (আবু দাউদ-৫২৭)

৩। নিজে সঠিক ও অন্যজন অন্যায় করা সত্বেও ঝগড়া এড়িয়ে চলুন। রাসুল (স.) আপনার জন্য জান্নাতে একটি ঘরের জিম্মাদার হবেন। (আবু দাউদ-৪৮০০)

৪। আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কালেমা ত্যাইয়েবা 'লা ইলাহা ইল্লাল্লাহ'পড়লে তার জন্য জাহান্নাম হারাম। (সহি বুখারী-৬৪২৩)

৫। অযুর পর কালিমা শাহাদাত পাঠ করবেন। তাহলে আপনি ৭টির যে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন। (সুনানে ইবনে মাজাহ-৪৭০)

৬। প্রতিদিন অন্তত কয়েকবার হলেও 'সূরা ইখলাস'পাঠ করবেন। যে ব্যক্তি বেশি বেশি সূরা ইখলাস পাঠ করবে তার জন্য জান্নাত সুনিশ্চিত। (মিশকাতুল মাসাবিহ-২১৬০)

আল্লাহ সবাইকে অন্যান্য ইবাদতের পাশাপাশি এ আমলগুলো করার তৌফিক দান করুক।
আমিন।

*ওমরা প্যাকেজ বুকিং করলে কাতারের ভিসা ফ্রি !!*🕋 ওমরা প্যাকেজের সাথে কাতার ভ্রমণ করুন স্বল্প খরচে !!*ফ্রী উপহার সামগ্রী 1...
07/07/2023

*ওমরা প্যাকেজ বুকিং করলে কাতারের ভিসা ফ্রি !!*

🕋 ওমরা প্যাকেজের সাথে কাতার ভ্রমণ করুন স্বল্প খরচে !!*

ফ্রী উপহার সামগ্রী 1. মহিলাদের হিজাব 2. গলায় ঝুলানো বুকের ব্যাগ 3. পিঠের ব্যাগ 4. জুতার ব্যাগ ।

🕋 সর্বমোট ১২ দিনের স্পেশাল উমরাহ + কাতার ভ্রমণ প্যাকেজ !!!

✈️১. সফরের তারিখঃ ০২ আগস্ট ২০২৩ ।
ঢাকা আসা ১৪ আগস্ট ।

২. সফরের তারিখঃ ০৭ আগস্ট ২০২৩ ।
ঢাকা আসা ২৩ আগস্ট ।

৩. সফরের তারিখঃ ১৫ আগস্ট ২০২৩ ।
ঢাকা আসা ২৭ আগস্ট ।

৪. সফরের তারিখঃ ২২ আগস্ট ২০২৩ ।
ঢাকা আসা ৪ সেপ্টেম্বর ।

💵 প্যাকেজ মুল্য: ( ১৪৮,০০০/= টাকা - মক্কা মদিনা খাবার সহ)


📒 প্যাকেজে কি কি থাকছে :-
🏩 এটি শুধু ইকোনোমি প্যাকেজ করা হয়েছে।

👉 ৩ মাসের ওমরাহ ও এক মাসের কাতারের ভিসা!!
👉 এয়ার টিকেট – ট্রানজিট বিমানে ( ঢাকা থেকে মদীনা Gulf air– তায়েফ থেকে কাতার এবং কাতার থেকে ঢাকা Qatar airways )

ফ্লাইট এ লাগেজ পাবেন ২৫ কেজি ও ৭ কেজি হাতে।

👉 অভিজ্ঞ মুয়াল্লিম দ্বারা গ্রুপ পরিচালিত করা হবে ।

👉 মদিনায় তিন দিন - মক্কায় সাত দিন এবং কাতারে ২ দিন থাকার ব্যাবস্থা করা হয়েছে।

( ফ্যামিলির রুমে থাকতে চাইলে, অতিরিক্ত চার্জ যুক্ত হতে পারে)
👉 সকল ট্রান্সপোর্টঃ জেদ্দা থেকে মক্কা , মক্কা থেকে মদিনা, এবং মদিনা থেকে এয়ারপোর্টে ট্রান্সপোর্ট (মার্সিডিজ বেঞ্জ এসি বাস)
👉 মক্কা হোটেলের নামঃ- তিন তারকা হোটেল ৫০০ মিটারের ভিতরে ।
👉 মদিনা হোটেলের নামঃ- তিন তারকা হোটেল ৫০০ মিটারের ভিতরে ।

এবং কাতারের ক্ষেত্রে শুধু তিন তারকা হোটেল ও এয়ার পোর্ট সার্ভিস থাকবে।

👉 মক্কায় ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন ।
👉 মক্কা জিয়ারাহঃ জাবালে ছুর, জাবালে নুর, জাবালে রহমত, মিনা, মুজদালিফা, আরাফাহ, জামারাহ, মসজিদে নামিরাহ, মসজিদে খাইফ, মসজিদে জিন, জান্নাতুল মুয়াল্লা, জাবালে আবু কুবাইস, নবিজির জন্মস্থান, আবু জেহেলের বাড়ি।
👉 মদিনায় ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন ।
👉 মদিনা জিয়ারাহ : মসজিদে কুবা, মসজিদে কিবলাতাইন, ওহুদ প্রান্তর, খন্দক প্রান্তর, খেজুর বাগান, মসজিদে আবু বকর , মসজিদে আলি , মসজিদে গামামাহ, জান্নাতুল বাকি।
👉 এর বাইরে তায়েফ, জিরানা, জেদ্দাহ লোহিত সাগর, হুদাইবিয়া বদর প্রান্তর আরব সাগর ইত্যাদি যায়গায় যাওয়ার ব্যাবস্তা করে দেয়া যাবে তাদের নিজেদের খরচে যেতে হবে।
👉 হোটেল থেকে হারামাইন শরীফে যেতে সময় লাগবে মাত্র (৭-১০)মিনিট।
👉 ৩ বেলা ঘরোয়া পরিবেশে রুচিসম্মত বাংলাদেশী খাবার। ( জনপ্রতি ৭ হাজার যোগ হবে যদি খাবার নিয়ে থাকেন)

🔴🔴ওমরার জন্য বুকিং দিতে যোগাযোগ 🔴🔴

ANAS AVIATION @ Hajj Umrah service.

( Sister concern by ADRIB HOLIDAYS)

Rahmania complex Motijhel Dhaka

wa.me/+8801755545160
wa.me/+8801755545161
wa.me/+8801755545162
wa.me/+8801755545163
wa.me/+8801755545166
wa.me/+8801755545167
wa.me/+8801755545168
wa.me/+8801755545169

06/07/2023

*ওমরাহ প্যাকেজের সাথে কাতার ভিসা ফ্রি ।
বিস্তারিত কমেন্টে দেখুন --

01/07/2023

টিকেট বুকিং করুন আপনার ব্যবহার করা ডিভাইস থেকে
visit now
www.anastrip.com

28/06/2023

EID Mubarak 🌧️

27/06/2023

নিজের ভাষায় এভাবে দু'আ করতে পারেন, ছোট্ট একটি লিস্ট:
পুরো বছরের শ্রেষ্ঠ ১০ দিনের মাঝে শ্রেষ্ঠতম দিনটি আরাফার দিন। এবার আরাফার দিনটি একই সাথে জুমা'বার। প্রতিটি জুমা'বারে আসর থেকে মাগরিবের মাঝে এমন একটা সময় থাকে যখন বান্দা যা দু'আ করে তা কবুল হয়। আবার রোজাদারের দু'আও আল্লাহ ফিরিয়ে দেননা। অতএব সব মিলিয়ে আগামীকালের দিনটা সকল সুবর্ণ সুযোগের অপূর্ব সমাহার ! অপ্রয়োজনীয় সকল কাজ থেকে বিরত থেকে আল্লাহর ইবাদাতের জন্য সময় বের করে নি , দু'আর বই নিয়ে বা এপপ্স থেকে বা নিজ ভাষায় দু'আতে মশগুল হয়ে যাই....আরাফার দিনে আল্লাহ্‌ এতো বেশি জাহান্নামীকে মুক্তি দান করেন যে, অন্য কোনো সময়ে এতো করেন না। সুতরাং আরাফার দিনে প্রচুর দু'আ করবো।
ইয়া রহমান! ইয়া রহিম! ইয়া রব্বাল 'আলামীন!
আমি আপনাকে ডাকছি আপনার সুন্দর সুন্দর নামগুলো ধরে। আপনার যে নামগুলো আপনি প্রকাশ করেছেন, আপনার কিতাবে উল্লেখ করেছেন এবং আপনার সৃষ্টিকে শিখিয়েছেন অথবা যে নামগুলো আপনি গায়েবের জ্ঞানের মাধ্যমে অপ্রকাশিত রেখেছেন, সেই প্রতিটি নাম ধরে আজ আমি আপনার কাছে ফরিয়াদ করছি ইয়া রব!
আল্লাহুম্মা সল্লী ওয়া সাল্লিম 'আলা নাবিয়ীনা মুহাম্মদ (দরুদ পাঠ)
ইয়া রব্ব, আমাকে এই দু'আতে আন্তরিক এবং সত্য রাখুন।
আমার জিহ্বায় শাহাদাত সহকারে আমাকে মৃত্যু দিন। আমাকে সর্বাবস্থায় আপনার প্রতি সুধারণা রাখার তাওফিক দিন।
আমার জন্য কবরকে প্রসারিত করুন, আলোকিত করুন। আমার কবরের সওয়াল-জওয়াব সহজ করুন।
কিয়ামতের দিন আমাকে ভয়, উদ্বেগ ও ত্রাস থেকে মুক্ত রাখুন।
আমাকে মিজানের দাঁড়িপাল্লায় সফল করুন।
আমাকে বিদ্যুতের মতো সিরাত পাড় করিয়ে দিন।
বিচারের দিন আমার দোষ অন্যের সামনে প্রকাশ হতে দিয়েন না ইয়া আল-গফুর!
ইয়া আ'ফু, আমি যে পাপগুলির কথা ভুলে যাই এবং যে পাপগুলি আমি পাপ হিসেবে বিবেচনাও করিনা, সেই পাপগুলোর প্রত্যেকটি ক্ষমা করে দিন।
আমাকে ডানহাতে আমার হিসাবের কিতাব লাভের তাওফিক দিন।
আমাকে প্রশান্তিতে ভরপুর হৃদয় দান করুন।
আমাকে অন্যকে ক্ষমা করার ক্ষমতা দিন।
আমাকে কল্যাণকর বাক্য উচ্চারণের তাওফিক দিন। আমার জিহ্বাকে মিথ্যা, গীবত এবং অন্যকে আঘাত করা থেকে রক্ষা করুন। ইয়া রব! আমার দ্বারা যেন কখনো আপনার বান্দার হক নষ্ট না হয়।
আমাকে সুন্দর ধৈর্য (সবরুন জামীল) দান করুন।
আমাকে সহীহ আকীদাহ, সুষ্ঠ দলিলের সহিত দ্বীনের জ্ঞান দান করুক। আমার মুখস্থ করার ক্ষমতা বাড়িয়ে দিন এবং কুরআনের কথার গভীরতা উপলব্ধি ও আমলের তাওফিক দিন।
আমার আব্বু-আম্মুকে হেফাজত করুন, তাদেরকে নেক হায়াত দিন, তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন। তাদের সুস্বাস্থ্যের ব্যবস্থা করুন এবং তাদের জন্য আমাকে সুসন্তান হিসেবে সাদাকায়ে জারিয়াহ করে কবুল করুন।
আমার আপন ভাই-বোনদেরকে হেফাজত করুন। তাদেরকে দ্বীনের পথে অটল রাখুন। তাদের বৈবাহিক জীবনে আপনার রহমত এবং বারাকাহ দিন। শায়তানকে কখনো আমাদের পারিবারিক বন্ধন ভাঙতে দিয়েন না আল্লাহ।‌
আমাদেরকে নেক সন্তান দান করুন এবং তাদেরকে মুসলিম উম্মাহর বীর হিসেবে গড়ে তুলতে সাহায্য করুন, আমাদের সন্তান যেন আমাদের জন্যে সাদাকায়ে জারিয়াহ হয়।
আমার নিজস্ব ত্রুটিগুলি বুঝার এবং সংশোধনের তাওফিক দিন।
আমাকে ধন-সম্পদ দান করুন এবং তার পুরোটাই আপনার পথে ব্যয় করার তাওফিক দিন।
ইয়া রব! কোন বান্দা যেন আমাকে অপমান, অবমাননা, নিপীড়ন এবং উপহাস করতে না পারে। আপনি অত্যাচারীকে আমার উপর সবল হতে দিয়েন না আল্লাহ!
আমাকে সাহসী, আত্মবিশ্বাসী এবং একটি প্রজ্ঞাবান মুসলিম হতে সাহায্য করুন যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে।
মুসলিম উম্মাহর মধ্যে যারা জীবিত এবং মৃত আছে, তাদের সবাইকে ক্ষমা করুন ইয়া রব। মুসলিম উম্মাহর উপর রহম করুন ইয়া আল্লাহ এবং নিপীড়িতদের বিজয় দান করুন। আমাদের সবাইকে আপনি এক করে দিন, নেক করে দিন ইয়া আল্লাহ!
আমাদের মধ্যে যারা অসুস্থ, তাদের সুস্থ করে দিন ইয়া আশ-শাফিই!
আমাদের মধ্যে যারা নিঃসন্তান, তাদের আপনি নেক সুসন্তান দিক ইয়া আল-খলিক!
আমাদের মধ্যে যারা অবিবাহিত, তাদেরকে চক্ষু শীতলতাকারী জীবন-সঙ্গী দিন ইয়া আল-ওয়াদুদ!
আমাদের মধ্যে যারা হিদায়াত থেকে অনেক দূরে, তাদের অন্তরকে আপনার হিদায়াতের আলো দিয়ে ভরিয়ে দিন ইয়া আন-নূর!
ইয়া আল্লাহ! আমাকে এমন ভাবে পরিবর্তন করে দিন, যেভাবে থাকলে আপনি আমার উপর সবচেয়ে খুশি হবেন!
ইয়া আল্লাহ তায়ালা আমার ঈমান, তাওয়াক্কুল, ইয়াকিন বাড়িয়ে দিন। ইয়া আল্লাহ আমাকে তাকওয়া, জ্ঞান এবং উত্তম আখলাকে বৃদ্ধি করুন। আমাকে নিফাকী, রিয়াহ এবং কুফর থেকে হেফাজত করুন।
ইয়া আল্লাহ আমাকে বর্তমান এবং ভবিষ্যতের পরীক্ষাগুলো ঈমানী শক্তি দিয়ে পাড় করার তাওফিক দিন,
ইয়া আল্লাহ! আমাকে আপনার বিধিবিধান এবং কদরের উপর সচেতন হৃদয় এবং সন্তুষ্টি দান করুন,
ইয়া আল্লাহ আমাকে মুহসীনীনদের মধ্যে রাখুন, মুত্তাকিন, মুখলিসীনদের অন্তর্ভুক্ত করুন।
ইয়া আল্লাহ! আমাকে উপকারী জ্ঞান এবং পবিত্র রিযিকে বৃদ্ধি করুন।
ইয়া আল্লাহ আমাকে হৃদয়ের অসুস্থতা থেকে রক্ষা করুন (হিংসা, অহংকার, লোক-দেখানো প্রবণতা, রাগ, দুনিয়ার অত্যাধিক মায়া থেকে হেফাজত করুন)
ইয়া আল্লাহ আমাকে আপনার ইবাদত করার জন্যে আপনার ঘরের মেহমান হিসেবে নিয়ে যান!
ইয়া আল্লাহ আমাকে ইয়াওমুল কিয়ামতের দিন আপনার আরশের ছায়া দান করুন।
ইয়া আল্লাহ! আমাদের স্বামী-স্ত্রীদের মধ্যেকার ভালবাসা এবং বারাকাহর সম্পর্ককে রক্ষা করুন। আমার পরিবারের সদস্যদের একে অপরের সাথে আচরণকে আরও উন্নত করুন। আমার পার্টনারকে তার প্রচেষ্টার জন্য সর্বোত্তম প্রতিদান দিন। ইয়া আল্লাহ আমাদের পরিবারকে জান্নাতুল ফিরদৌসে পরম সুখে একত্রিত করুন।
ইয়া আল্লাহ, আমাদের বাচ্চাদের জন্যে উত্তম পিতা-মাতা এবং উদাহরণ হবার তাওফিক দিন। ইয়া আল্লাহ আমাদের সন্তানদের আমাদের ভুল শিক্ষা থেকে হেফাজত করুন। ইয়া আল্লাহ আমাদের বাচ্চাদেরকে সকল ক্ষতি, অসুস্থতা, কুফরী, হারাম ও ধ্বংস হয়ে যাওয়া থেকে রক্ষা করুন।
ইয়া আল্লাহ আমার প্রিয়জনদের কে শায়তানের ওয়াসওয়াসা, মানুষ ও জ্বিনদের মধ্য থেকে সকল অশুভ শক্তি ও ক্ষতি থেকে রক্ষা করুন।
ইয়া আল্লাহ আমাদের পুরো বংশকে জান্নাতুল ফিরদৌসে এক করুন।
ইয়া আল্লাহ আমার পিতা-মাতা, আমার বোন এবং ভাই, আমার প্রবীণ এবং সমগ্র উম্মাহকে মর্যাদায় উন্নীত করুন।
ও আল্লাহ আমাকে এবং আমার প্রিয়জনদের করোনাভাইরাস, ক্যান্সার এবং দুরারোগ্য ব্যধি থেকে রক্ষা করুন। খারাপ বার্ধক্য এবং অলসতা থেকে আমাদের বাঁচান। আমাদের জমিন থেকে এই রোগ এবং আযাব উঠিয়ে নিন। অসহায় অসুস্থতা থেকে আমাদের রক্ষা করুন রব্বে কারিম।
দাজ্জাল, ইয়াজুজ ও মাজুজ এবং শেষ দিবসের ভয়ানক পরীক্ষা থেকে আমাদেরকে বাঁচান ইয়া রব!
আমাদেরকে হিদায়াত দিন, আ'ফিয়া দিন এবং সুন্দর মৃত্যু দিন (হুসনুল খাতিম)।

03/06/2023

❒ বিমানে আপনি নিশ্চিন্তে বসে থাকেন যদিও পাইলটকে আপনি চিনেন না।

❒ আপনি রেলগাড়িতে আরামে বসে থাকেন যদিও রেলচালককে চিনেন না।

❒ আপনি বাসে আয়েশি করে বসে থাকেন যদিও বাস চালককে চিনেন না।

❒ তাহলে কেন আপনি আপনার জীবন নিয়ে নিশ্চিন্ত থাকছেন না,রিজিক নিয়ে এত পেরেশান কেন,কিছু পাওয়া না পাওয়া নিয়ে এতো আক্ষেপ কেন? যখন আমরা জানি আল্লাহই এর নিয়ন্ত্রক?

❒ আল্লাহর উপর ভরসা করুন। তিনিই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী

■ মহান আল্লাহ্ সুবহানাহু ওয়াতাআ'লা বলেন,
‎وَاللّٰهُ خَيۡرُ الۡمٰكِرِيۡنَ

“আর আল্লাহই উত্তম পরিকল্পনাকারী।” [আলে ইমরানঃ৫৩]

27/05/2023

ওমরাহ টিকেট মাত্র=৬১,৯০০ /=
ঢাকা জেদ্দা -মদীনা থেকে ঢাকা ।

আগস্টে আমাদের দুটো গ্রুপ রেডি হচ্ছে ।
কাতার ভ্রমণ + ওমরাহ প্যাকেজ সর্বমোট ১৩ দিনের জনপ্রতি খরচ: ১৩৮,০০০ টাকা।
( প্রথম গ্রুপ সেপ্টেম্বর ,
যা থাকছে: কাতার ভিজিট ভিসা, ওমরাহ ভিসা, রিটার্ন টিকেট, মক্কা মদিনা জিয়ারা, সকল ট্রান্সপার , কাতার সিটি টু'র, গাইড )

বিস্তারিত জানতে:

Feel free to call or message on the following numbers:

wa.me/+8801755545160
wa.me/+8801755545161
wa.me/+8801755545162
wa.me/+8801755545163
wa.me/+8801755545166
wa.me/+8801755545167
wa.me/+8801755545168
wa.me/+8801755545169

21/04/2023

রোজার শেষ দিকে বাংলাদেশের কওমী মাদ্রাসাগুলোতে এক করুন দৃশ্য দেখা যায়। সাধারণত ২৫ রোজা থেকে মাদ্রাসা গুলো ছুটি হতে থাকে। বেশিরভাগ ছাত্র ছাত্রীর অভিভাবক এসে বাচ্চাদেরকে বাসায় নিয়ে যায়। কিন্তু একদল বাচ্চাকে নিতে কেউ আসে না। এদের কারো বাবা-মা নেই, কারো বাবা নেই মায়ের অন্যত্র বিয়ে হয়ে গেছে। অনেকের মা নেই, বাবা বাচ্চার খোজ রাখে না। খুব বেশি ভাগ্যবান হলে কারো কারো মামা খালা চাচা এসে কাউকে কাউকে নিয়ে যায়। বাকীরা সারাদিন কান্না করে। তারা জানে তাদেরকে কেউ নিতে আসবে না। তারা সারা বছর কাঁদে না। কিন্তু যখন সহপাঠীদেরকে সবাই বাসায় নিয়ে যায় অথচ তাদেরকে কেউ নিতে আসে না তখন তাদের দুঃখ শুরু হয়ে যায়। মৃত মা বাবার উপর তাদের অভিমান সৃষ্টি হয়- কেন তারা তাদেরকে দুনিয়ায় রেখে এই বয়সে মারা গেল? তারা কি আর কিছুটা দিন বেচে থাকতে পারত না? মা বাবা বেচে নাই তো কী হইছে? মামা চাচারা কেউ তাদেরকে নিতে আসল না কেন? মা বেচে থাকতে মামারা কত আদর করত! বাবা বেচে থাকতে চাচারা কত আদর করত! এই বয়সেই তারা দুনিয়ার একটা নিষ্ঠুর চেহারা দেখেছে।

একটা অনুরোধ - এই ঈদে আপনার কাছাকাছি এতিমখানায় যান। কয়জন বাচ্চা ঈদে বাড়ি যায় নি খোজ নিন। তাদের জন্য আপনার সামর্থ্য অনুযায়ী যা পারেন তা নিয়ে যান। এই গরমে তাদের আইসক্রিম খাওয়াতে পারেন। নিদেন পক্ষে একটা চকলেট খাওয়ান। মনে রাখবেন, আজ আপনি বেঁচে না থাকলে আপনার ছোট সন্তান এতিম হয়ে যাবে!

20/04/2023

মাদ্রাসা বন্ধ ঘোষণা করা হয়েছে।

অভিভাবকরা এসে শিশুদের নিয়ে গেলেও কিছু শিশুদের জন্য কেউ নিতে আসেনা। ওরা করুণ চোখে তাকিয়ে থাকে চলে যাওয়া বন্ধু ও খেলার সাথীদের দিকে।

ঠিকই ধরেছেন ওরা এতীম। এতীম মানে মা বাবা কেউ নেই এমন এতীম। ওদের চোখের জল আর নাকের পানি একাকার হয়ে যায়, কষ্টে ছোট্ট বুকটা ফেটে যায় যায় বুঝি!

এই মুখগুলোতে হাসি ফুটাতে, মাথায় হাত বুলিয়ে দিতে আপনিও এগিয়ে আসতে পারেন। আপনিও সওয়াবে অংশগ্রহণ করতে পারেন।

এরা কোথায় থাকে?

আপনার আশেপাশের কওমি মাদ্রাসাগুলোয়, এতীমখানায় এরা থাকে৷

ঈদের ব্যস্ততার ফাকে চলুন এতীমদের দেখে আসি এবং মাথায় হাত বুলিয়ে দেই। আসুননা।

07/04/2023

"স্রষ্টা বলেছেন, 'তুমি যাকে'ই আমার চেয়ে বেশি ভালোবাসবে', আমি তাকে'ই তোমার কাছ থেকে দূরে নিয়ে যাবো। এবং তোমাকে একা করে রাখব।"

তিনি আরও বলেছেন, 'কখনো বলবেনা আমি তাকে ছাড়া বাঁচবোনা।' তবে আমি তাকে ছাড়াই তোমাকে বাঁচাবো। এবং পেছনের অনুগত সব আবেগ কেড়ে নিয়ে, তোমাকে দিব্যি সামনে নিয়ে যাব!

তুমি কী দ্যাখো না? ঋতুরাও বদলাতে থাকে। ছায়া দেয়া গাছের পাতাও যায় শুকিয়ে। ধৈর্য্যে হারিয়ে যায়। কিন্তু তোমার স্রষ্টা ধৈর্যশীল ও পরম দয়ালু, সেই ঝরে যাওয়া পাতার ডাল থেকেই আবার সবুজ পাতা গজায়, তুমি কী দ্যাখো না তোমার স্রষ্টার এই নিদর্শন? যে মানুষটাকে তুমি নিজের অংশ ভাবতে, সেই মানুষটাই একদিন অচেনা হয়ে যায়। তোমার মন ভেঙে যায়!

এমনকি তোমার বন্ধুও শত্রুতে পরিণত হয় আর শত্রুও খানিক সময় পরে পরিণত হয় বন্ধুতে। যে মানুষটাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে সেও প্রতারণা করে। তবে তুমি কেন স্রষ্টা বিমুখ হয়ে মানুষকে ভরসা করো? অদ্ভুত এই পৃথিবী!

যখন তুমি ভাবো এটা হবেনা কখনো, কিন্তু পরোক্ষণে সেটাই হয়। সেটাই হবার নয় কী? তুমি বলো, 'আমি পড়বোনা' অথচ তুমি পড়ো। তুমি বলো, 'আমি বিস্মিত হবোনা!' অথচ তুমি রোজ বিস্মিত হও।

এবং সবচেয়ে বিচিত্র বিষয় হচ্ছে- তুমি বলতে থাকো 'আমি মরে গেছি' অথচ তুমি বাঁচো। অথচ তুমি বেঁচে থাকো। তোমার স্রষ্টা তোমাকে বাঁচায়, তোমার স্রষ্টা তোমাকে বাঁচিয়ে রাখে!

-মাওলানা জালালউদ্দিন মোহাম্মদ রুমি

29/03/2023

আপনি মারা গেলে অনেকেই আপনার চেহরাটা পর্যন্ত দেখবে না, রাতে ভয় পাবে বলে।

ঘরের যে স্থানে আপনার নিথর লাশটা রাখা হবে, অনেকদিন পর্যন্ত সেই রুমটিতে কোন কাজের জন্য আসতে বললেও আপনার পরিবারে অনেকেই একা একা আসবে না আপনার ভয়ে।
চলতে চলতে হঠাৎ থমকে যাবে ভয়ে, মনে হবে এই বুঝি আপনি এসে তার পিছনে দাড়িয়ে আছেন। ঘুমে চোখ দু'টি লেগে আসবে বারবার, কিন্তু বন্ধ করতে পারবেনা ভয়ে এই বুঝি আপনি এসে দাড়িয়ে আছেন তার পাশে।

অনেকেই আবার আপনার নাম দিয়ে একে অপরকে ভয় দেখাবে। একলা রুমে কেউ গেলে আপনার নামটা শুনার সাথে সাথে দৌড়ে পালিয়ে আসবে।

সমস্ত নাম বিশেষণ যোগ্যতার পরিচয়গুলি চিরতরে বিলিন হয়ে যাবে। ফিরে আসবেন আবারো আপনি সেই জন্ম হওয়ার দিনের রুপে। যাই অর্জন করেছেন সমস্ত কিছু এইপারে রেখেই ওই পারের উদ্দেশ্যে এক লম্বা সফরে রওনা দিতে হবে একাকি। মানুষের অন্তরে শুধুই রয়ে যাবে আপনার আচার ব্যবহার কর্মগুলি।

একদিন কেউ ডাকবেনা আর চিরচেনা সেই নামটি ধরে। বলবে শুধুই লাশ!! বড়ই অসহায় হবে সে দিন, যদি না থাকে নেক আমল! 😢😢😢

21/02/2023

ঐ সমস্ত স্ত্রীদের কেও ভাষা দিবসের শুভেচ্ছা -
যারা স্বামীদের মুখের ভাষা কা'ই'ড়া নিছে!
🤐

বাংলাদেশ মিউ বোর্ড
29/10/2022

বাংলাদেশ মিউ বোর্ড

07/10/2022

Address

28, 1/C Toyenbee Circular Road
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when anastrip.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to anastrip.com:

Videos

Share

Nearby travel agencies