12/09/2022
উমরাহ সফরে এই জিনিসগুলো নিতে অবশ্যই ভুলবেন না।
১. টাওয়েল ইহরাম: কাপড়ের ইহরামের থেকে টাওয়েল ইহরাম উত্তম; কারণ এতে শরীর দেখা যায়না, আরামদায়ক, অতি রোদের গরম থেকে দিবে আরাম আর অতি ঠান্ডায় দিবে উম।
২. বহনযোগ্য জায়নামাজ: কার্পেটের এলার্জিজনিত সমস্যা থেকে দিবে সুরক্ষা আর খালি চত্বরে সলাত আদায়ে দিবে স্বচ্ছন্দতা।
৩. ভেসলিন : মরুভূমির দেশে আদ্রতা কম থাকায় কুঁচকির প্রদাহ বা ছিলে যাওয়া থেকে দিবে সুরক্ষা। আর হ্যাঁ, ইহরাম অবস্থায় অন্তর্বাস না পরার কারণে ঘষায় ঘষায় কুঁচকি ছিলে যাবার সম্ভবনা আরো বেশি। তাই গন্ধহীন পেট্রোলিয়াম জেলি সাথে অবশই নিবেন।
৪. উমরাহ গাইড: উমরাহ একটা ইবাদত; আর তা সঠিকভাবে করার জন্য সেই সম্পর্কে বিশদ জ্ঞান অর্জন করা জরুরী । উমরাহ কীভাবে করবেন তার বিস্তারিত বিবরণসহ বই।
৫. হিসনুল মুসলিম: আপনি যেখানে যাচ্ছেন সেটা হচ্ছে দুআ কবুলের জায়গা। কাবা শরীফের সামনে দুয়া কবুল হয়, তাওয়াফের সময় দুআ কবুল হয়, সাফাতে, মারওয়াতে, হারামে, মসজিদ নববীতে দুআ কবুল হয়। কোথায়, কখন, কোন সুন্নাহ ভিত্তিক দুআ করবেন তার জন্য এই বই সবসময় সঙ্গে রাখবেন।
৬. গন্ধহীন সাবান: পরিষ্কার-পরিচ্ছন্নতার কোন নিৰ্দিষ্ট সময়-কাল নাই। মুমিন সর্ববস্থায় পরিচ্ছন্ন থাকবে। ইহরাম অবস্থায় যেহেতু সুগন্ধি ব্যবহার করা নিষেধ তাই প্রাকৃতিক গন্ধহীন সাবান সাথে নিয়ে নিবেন।
৭. মিসওয়াক: মিসওয়াক করা সুন্নাহ আর রাসূলুল্লাহ ﷺ এর সুন্নাহ হলো ওযুর আগে, ঘুম থেকে উঠে, ঘরে প্রবেশের আগে মিসওয়াক করে নেওয়া। ২ টা মিসওয়াক নিয়ে নিবেন।
৮. পারফিউম: ইহরামের আগে রাসূলুল্লাহ ﷺ শরীরে ও মাথায় (খেয়াল রাখবেন যেন ইহরামের কাপড়ে না লাগে) প্রচুর আতর মাখতেন। আর উমরাহর নিয়াত করার পর, হালাল (চুল কাটার) হবার আগে আর আতর বা সুগন্ধি ব্যবহার করতে পারবেন না। বাকি সময় নিজেকে সব সময় সুবাসিত করে রাখুন।
৮. ছোট ব্যাকপ্যাক: ছোট সাইজের মাল্টি-পকেট সহ ব্যাকপ্যাক। যাতে স্যান্ডেল, পানির বোতল, ছোট টাওয়েল, জায়নামাজ, মোবাইল চার্জার, পাওয়ার ব্যাংক সহ টুকিটাকি জিনিস সব সময় বহন করতে পারেন।
৯. পানির বোতল: সর্বদা জমজম পানি পান ও বহন করার জন্য। জম জম পান করবেন আর সব সময় বহন করবেন। মক্কা-মদিনায় থাকাকালীন জম জম ছাড়া সকল পানীয়কে 'না' বলুন।
১০. সানগ্লাস: অতি রোদ থেকে চক্ষুদ্বয়কে শীতল রাখতে রোদচশমার কোনো বিকল্প নাই। এটা নিতে ভুলবেন না।
১১. জুব্বা: জুব্বা এমন এক পোশাক যেটা দিয়ে সবথেকে উত্তম ভাবে সতর ঢাকা যায়। ১-২ জোড়া জুব্বা সাথে নিয়ে নিতে পারেন। ফুল হাতা বা হাফ হাতা যেটাতে আপনি স্বাচ্ছন্দ্যবোধ করেন।