RnAvhi

RnAvhi Your trusted partner for European work visas. Expertise in Schengen Area permits. Let’s make your European aspirations a reality! 🚀🌏

14/08/2024

kosovo 📢
অবশেষে কসোভোর এম্বাসিডর বাংলাদেশে আসছে।
ডেট আগামী মাস থেকে শুরু হওয়ার সম্ভাবনা আছে।
পুরাতন মানে আগে যে পাসপোর্ট জমা দেওয়া ছিল সেগুলা ডেলিভারি-২১ তারিখ থেকে দেওয়া শরু করতে পারে (সম্ভবনা)
নাটকীয়তার আরেক নাম কসভো এমবাসি 😁
♦️শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন ধন্যবাদ।

28/07/2024

আপনারা যারা ইউরোপে যেতে চান ফাইল জমা দিয়ে বসে না থেকে কিছু কাজ শিখে রাখুন।খুব কাজে দিবে।
যেমন:
* চুল কাটা,
*শেফ এর কাজ,
*কিচেন হেল্পার,
*বারিস্তা(কফি তৈরী),
* ওয়েটার
*ড্রাইভিং
আপনি হয়ত জানবেন ইউরোপ এ চুল কাটাতে ১৫০০-২৫০০ টাকা খরচ হয়। (কোন কাজকে ছোট করে দেখলে ইউরোপে ভালো করা কঠিন হয়ে যাবে।)
ড্রাইভিং জানলে ফুড ডেলিভারিতে কাজ করতে সুবিধা হবে।
বিভিন্ন ইন্সটিটিউট আছে যেখানে এখন হোটেল ম্যানেজমেন্ট এর উপর কিছু কোর্স করায়।সে গুলি তে খোজ খবর নিয়ে কিছু দিন ট্রেনিং নিতে পারেন। খুব উপকারে আসবে।
আর,যারা বাংলাদেশে কন্সট্রাকশন কাজের সাথে জড়িত তারা রড়
বান্ডিং,টাইলস্ মিস্রি, প্লাম্বার,ওয়েল্ডিং, ইলেকট্রনিক এর কাজ জানেন তাদের কাজের অনেক সুযোগ রয়েছে।

🇭🇷 ক্রোয়েশিয়া - মধ্য ও দক্ষিণ-পূর্ব ইউরোপের অ্যাড্রিয়াটিক সাগর উপকূলে অবস্থিত দেশটি ইউরোপের সেনজেনভুক্ত ২৭ তম দেশ (২০...
02/07/2024

🇭🇷 ক্রোয়েশিয়া - মধ্য ও দক্ষিণ-পূর্ব ইউরোপের অ্যাড্রিয়াটিক সাগর উপকূলে অবস্থিত দেশটি ইউরোপের সেনজেনভুক্ত ২৭ তম দেশ (২০২৩ এর জানুয়ারী থেকে)।

পার্শ্ববর্তী দেশ :
🇭🇺 হাঙ্গেরি 🇷🇸 সার্বিয়া
🇧🇦 বসনিয়া-হার্জেগোভিনা
🇲🇪 মন্টিনিগ্রো 🇸🇮 স্লোভেনিয়া

মুদ্রা: ক্রোয়েশিয়ান কুনা
রাজধানী : জাগরেব।

💥💥🇪🇬Croatia Work Permit visa💥💥

🛠 কাজের_ক্ষেত্র :
🚵 ফুড ডেলিভারি/বাইক রাইড
🏭 মেটাল ফ্যাক্টরী
🛠️ কন্সট্রাকশন কোম্পানি
🛠️ জেনারেল ওয়ার্কার ও হেলপার
🛠️ অভিজ্ঞ/অনভিজ্ঞ

💥 সময় : প্রায় ৮-৯ মাস প্রসেসিং সময় লাগে।
🍁বেতন : ৭০০€ থেকে ১০০০€ ইউরো (বেসিক)
🍁ওভার টাইমের সুযোগ
🍁থাকা :কোম্পানী দিবে
🍁খাবার : নিজে বহন করতে হবে
🍁সপ্তাহে ৫-৬ দিন কাজ
🍁 TRC : ৩ মাসের মধ‍্যেই
🍁 PR - এর সুবিধা

🌿 প্যাকেজে যা আছে :
🌼 ফাইল সাবমিট
🌼পারমিট প্রসেসিং ও অনলাইন
🌼 ভিসা প্রসেসিং চার্জ
🌼 এয়ার টিকিট :ঢাকা- জাগ্রেব
🌼 ম্যানপাওয়ার ফি

🥀 প্যাকেজের বাইরে :
🌻★ পুলিশ ক্লিয়ারেন্স ডাবল লিগালাইজেশন চার্জ (দিল্লি + ক্রোয়েশিয়া) ১৫-২০ হাজার। এটা ফাইল জমার সাথে প্রদান করতে হবে।

🌻 ★India/ Nepal এর সকল খরচ ক্লায়েন্ট নিজে বহন করবে।
সম্ভাব্য খরচ সমূহ:
*India double entry visa cost(15-20k)
*যাওয়া -আসা খরচ(বাস/বিমান)
*বাসা/হোটেল এ থাকা +খাওয়া (১০০ দিন)
*VFS global fee(25-30 k)
*Visa ‘র মেয়াদ শেষ হলে অতিরিক্ত দিন স্টে করার জন্য জরিমানা (৩০ k +-)
এই সকল কাজে ক্লায়েন্ট কে সকল ধরনের সহযোগিতা করা হবে।

🏵️💐ডকুমেন্ট : যা যা লাগবে :
🍀পাসপোর্ট (মিনিমাম ১৮ মাস মেয়াদ)
🍀 ছবি(৩৫*৪৫ সাদা ব্যাকগ্রাউন্ড টাই ছাড়া)
🍀 পুলিশ ক্লিয়ারেন্স (নতুন)
🍀 NID/জন্মসনদ ইংরেজীতে
🍀 শিক্ষাগত যোগ্যতা (SSC)
🍀অভিজ্ঞতার সনদ (যদি থাকে)
🍀 বয়স : ২০-৪৫ বছর

🇭🇷 Croatia Visa : খরচ বিবরন :
🌎 প‍্যাকেজ এর খরচ : ১৩লক্ষ ৫০ হাজার টাকা। (india/Nepal এর খরচ ছাড়া) ( negotiatable)
💥ফাইল এর সাথে : ১ লক্ষ টাকা। + PCC double ligalization charge :15 k)
💥পারমিট আসার পর : খরচ : ২ লক্ষ টাকা।
💥বাকী টাকা : ভিসা হবার পর, ম্যানপাওয়ার হওয়ার আগে।

💥💫💫 ক্রোয়েশিয়ার ক্ষেত্রে ক্লায়েন্ট কে মানি গ্র‍্যান্টার বাবদ ( ১লক্ষ) টাকা প্রবাসী কল্যান মন্ত্রণালয় এ জামানত রাখতে হয় যা পরবর্তীতে TRC হওয়ার পর ফেরত দেওয়া হয়।

N:B: কোন কারনে ভিসা প্রোপোজাল রিজেক্ট হলে প্যাকেজ থেকে ( ৩৫০ ইউরো সমান) টাকা কর্তন করে বাকি টাকা ৩০ দিনের মধ্যে ফেরত দেওয়া হবে।

যারা দীর্ঘদিন যাবত ইতালির জন্য অপেক্ষা করেও কিছুই করতে পারছেন না,তাদের জন্য বলতে চাই আপনারা ইউরোপের অন্যান্য দেশগুলি তে ...
02/07/2024

যারা দীর্ঘদিন যাবত ইতালির জন্য অপেক্ষা করেও কিছুই করতে পারছেন না,তাদের জন্য বলতে চাই আপনারা ইউরোপের অন্যান্য দেশগুলি তে ভিসা নিয়ে সে দেশ থেকে ********* এর মাধ্যমে ইতালিতে পৌছাতে পারেন।
তাই সময় নস্ট না করে ভিসা সহজে হবে এমন দেশ এর জন্য ফাইল জমা করতে পারেন।
এক্ষেত্রে ইউরোপ এর নন সেনজেন দেশ #সার্বিয়া ভালো অপশন হতে পারে। বর্তমানে PPZ কোড এর মাধ্যমে আবেদন করা হয়।

তাই যারা সার্বিয়া হয়ে ইতালি যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন।
01725290039(WhatsApp)


#ইতালি
#সার্বিয়া
#ইউরোপ
#সেনজেন

02/07/2024

ইউরোপের বিভিন্ন দেশের VFS Global এ নিন্মোক্ত প্রশ্ন গুলিই করে থাকে। আপনারা ফাইল জমা দেওয়ার আগে ভালো ভাবে পারমিট, কন্ট্রাক্ট পেপার পড়লে এই প্রশ্ন গুলির উত্তর দিতে সহজ হবে।
তাই ভালোভাবে প্র‍্যাকটিস করবেন।

ইন্টারভিউর প্রশ্ন গুলি এমন:-

●What's your company name?
●which city is your company located?
●What is your position in the company?
●What is your salary?
●How many hours do you have to work everyday?
●How many years contract with the company?
●How many years work experience, do you have?
●Where have you worked before?

●How many members in your family?
●Which relatives do you have of Bulgaria?
●After two year's finished if your company not renew then what you will do?

#ভিএফএস প্রশ্ন

যারা ইউরোপে🇪🇺যেতে চান তাদের জন্য সুন্দর একটা পরামর্শ হলো। সার্বিয়ায়🇷🇸 ট্রাই করেন,কারন এর চারপাশের দেশগুলো এখন সেনজেন,আর ...
22/06/2024

যারা ইউরোপে🇪🇺যেতে চান তাদের জন্য সুন্দর একটা পরামর্শ হলো।

সার্বিয়ায়🇷🇸 ট্রাই করেন,কারন এর চারপাশের দেশগুলো এখন সেনজেন,আর এখন সার্বিয়ার ভিসার রেসিও অনেক ভালো আছে।(আর সার্বিয়া ১০০% মানবাধিকার দেশ।)
ক্রোয়েশিয়া বাংলাদেশ থেকে সম্ভব নয় ইন্ডিয়া বা নেপাল এম্ভাসি ফেইস করতে হবে-রোমানিয়া বাংলাদেশ থেকে সম্ভব নয় ইন্ডিয়া বা নেপাল এম্ভাসি ফেইস করতে হবে -! তবে,বর্তমানে বাংলাদেশ থেকে ভিসা হওয়ার সম্ভাবনা খুব ই কম। সে ক্ষেত্রে, মিডলইস্ট থেকে এপ্লাই করলে ভিসার সম্ভাবনা বেশি।
🇷🇸 বাংলাদেশে সম্পূর্ণ প্রসেসিং করা সম্ভব ক্যান্ডিডেট যে ইন্ডিয়া যাওয়া লাগবে না ইনশাআল্লাহ

মিডলইস্টের ভিসা গুলো তারাতারি হচ্ছে
আর বাংলাদেশ থেকে বিশেষ সুবিধা হলো ইন্ডিয়া যাওয়া লাগে না সম্পুর্ন প্রসেসিং বাংলাদেশেই হয় -

বুলগেরিয়া নিয়ে অনেক মানুষের কৌতূহল " 🇧🇬 🇪🇺আজকে আলোচনা করবো বুলগেরিয়া নিয়ে "🇪🇺🇧🇬বুলগেরিয়া হলো ইউরোপ ইউনিয়ন ভুক্ত বল...
10/06/2024

বুলগেরিয়া নিয়ে অনেক মানুষের কৌতূহল " 🇧🇬 🇪🇺
আজকে আলোচনা করবো বুলগেরিয়া নিয়ে "🇪🇺🇧🇬

বুলগেরিয়া হলো ইউরোপ ইউনিয়ন ভুক্ত বলকান দেশ" এপ্রিল মাস থেকে রোমানিয়া এবং বুলগেরিয়া সেনজেন ভুক্ত schenge🇬🇷🇴🇪🇺

সোফিয়া হল বুলগেরিয়ার রাজধানী এবং বৃহত্তম শহর। শহরটি দেশের পশ্চিমাঞ্চলে বিতোষা পর্বতের পাদদেশে অবস্থিত। এটি বাণিজ্যিক, উত্পাদন, পরিবহন এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে বলকান উপদ্বীপের কেন্দ্রে একটি কৌশলগত অবস্থান দখল করে! পাহাড় পর্বত সাগর এর সৌন্দর্য যে কোন মানুষকে মুগ্ধ করবে " 😍🇪🇺🇧🇬

বুলগেরিয়ার পার্শ্ববর্তী দেশ, তুরস্ক গ্রিস সার্বিয়া রোমানিয়া!

এখন আসি মূল কথায় : 🇪🇺🇧🇬🇧🇬

★ ভিসা প্রসেসিং সময় কত মাস লাগতে পারে?
= সাধারণত ৭থেকে ৮ মাস লেগে যায়, তবে ভাগ্য ভালো হলে অনেক ক্ষেত্রে ৬ মাসের ভিতরে হয়ে যায়!

★ ভিসা কোন দেশ থেকে হয় এবং ইন্টারভিউ দেওয়া লাগে কিনা?
= বাংলাদেশের বুলগেরিয়ার অ্যাম্বাসি নেই, অ্যাপ্লিকেশন জমা দেওয়ার জন্য ইন্ডিয়া যেতে হবে এবং ইন্টারভিউ দিতে হবে "

★ বাংলাদেশীদের ভিসা রেশিও কেমন?
= ভালো এজেন্ট এবং ভালো কোম্পানি ধরে কাজ করতে পারলে ৯০% ভিসা রেশিও আছে বর্তমানে

#বুলগেরিয়া

08/06/2024

ভি এফ এস গ্লোবাল নিয়ে আপডেট ইনফরমেশন

VFS global এ আপনার পাসপোর্ট কিভাবে জমা করবেন,
পরামর্শঃ
১ঃ 👉এপয়েন্টমেন্টের দেয়া সময়ের ৩০ মিনিট আগে উপস্থিত থাকবেন

২.👉এপ্লিকেশন ফর্মে ছোটখাটো ভূল করা যাবে না

৩👉ছবির সাইজ ৩৫*৪০ বর্ডারলেস হতে হবে, পিছন সাদা
এধরনের ছোট ভুলের জন্য, আপনি নরমালে (১৭৯৮০টাকার প্যাকেজে) জমা করতে গেলেও তারা আপনাকে VIP তে (২২৩১৫ টার প্যাকেজে) পাঠিয়ে দিবে, অবশ্য তারা আপনার ভুল ও সংশেধন করে দিবে ।
তাই জমা করার সময় ২২৫০০ টাকা সাথে রাখবেন।

৪👉নিজের বা পরিবারের ২ টা মোবাইল নাম্বার সংগ্রহ করে রাখবেন।

৫👉সেখানে গিয়ে হুড়োহুড়ি না করে মনযোগ সহকারে তাদের নির্দেশ মোতাবেক কাজ করবেন আর স্ক্রিন বোর্ডে খেয়াল রাখবেন।
ভাল লাগলে পোস্ট টি শেয়ার করুণ।

মালয়েশিয়া কুয়ালালামপুর এয়ারপোর্টের বর্তমান অবস্থা। আজকের মধ্যে যারা বের হতে পারবে না তাদের ১ তারিখ এর পর বের হতে জামেলা ...
31/05/2024

মালয়েশিয়া কুয়ালালামপুর এয়ারপোর্টের বর্তমান অবস্থা। আজকের মধ্যে যারা বের হতে পারবে না তাদের ১ তারিখ এর পর বের হতে জামেলা হতে পারে।
♦️নোট আজকে থেকে মালোশিয়ার ভিসা বন্ধ তাই নতুন করে কারো কাছে ফাইল জমা করবেন না।

ইউরোপ বা অনান্য দেশের আপডেট পেতে আমাদের পেইজটি ফলদিয়ে রাখুন :

31/05/2024

আমেরিকা একটি বিশাল দেশ। নিউ ইয়র্ক' মানেই " USA" না। শুধুমাত্র "নিউইয়র্ক" দিয়ে USA কে বিচার করবেন না, নতুন যারা USA আসছেন, দয়া করে New York এ স্হায়ী বসবাসের চিন্তা করবেন না। জীবনে অনেক পিছিয়ে যাবেন। সেজন্যই বলছি, সবকিছুর আগে Driving শিখুন, learn how to do parallel parking. সম্ভব বলে বাংলাদেশ থেকেই driving শিখে আসুন। driving শুধু ১ জনের শিখলে হবে না। ১৮ বৎসর বা তার উপরের পরিবারের প্রতিটি (each and everyone) সদস্যকেও গাড়ী চালানো শিখতে হবে।আমেরিকাতে যতটি মাথা, তার চেয়ে গাড়ীর সংখ্যা আরও বেশী। কারণ প্রতিটি লোকের অন্তত ১টি করে গাড়ী আছে, কারো কারো প্রতিজনের ৩/৪টি বা তারও বেশী গাড়ী রয়েছে। এখন আন্দাজ করুন গাড়ীর সংখ্যাটি কত হতে পারে। New York ছাড়া অন্য stateগুলোতে স্হায়ী বসবাসের চিন্তা করুন। আমেরিকাকে ভালভাবে চিনতে হলে New York থেকে বের হয়ে আসুন।

আরেকটি জিনিস মনে রাখবেন ঢাকা যেমন বাংলাদেশের সবচেয়ে বড় শহর এবং ঢাকাকে কেন্দ্র করেই বাংলাদেশের সবকিছু। কিন্তু আমেরিকাতে এরকম নয়। New York আমেরিকার সবচেয়ে বড় শহর, এটা সত্য কিন্তু আমেরিকার সবকিছু New York কেন্দ্রিক নয়। New York এ যেসব সুযোগ সুবিধা, আমেরিকার সব stateএই এগুলো রয়েছে (শুধুমাত্র পরিবহন ব্যবস্হা ছাড়া)। যেমন আমেরিকার ৫০টি stateএই বিশ্বমানের হাসপাতাল থেকে শুরু করে, বিশ্বমানের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালযসহ সবকিছুই রয়েছে। তাই আমেরিকার যে কেন stateএ নির্ভয়ে থাকতে পারেন। সব state এর নিরাপত্তা ব্যবস্হা একই রকম। বাংলাদেশে যেমন ভাল চিকিৎসা এবং ভাল পড়াশুনাসহ সবকিছুর জন্য ঢাকা আসতে হয়, আমেরিকাতে এগুলোর জন্য New York আসতে হবে না।সুতরাং feel free to stay anywhere in USA.

সস্তা বাড়ীঘরের জন্যঃ Ohio, Indiana, Texas, Georgia, Buffalo (New York), Minnesota, Wisconsin

মোটামুটি সস্তা বাড়ীঘরের জন্যঃ Arizona, Oregon, Michigan, North Carolina, South Carolina, Florida, Tennessee.

দামী বাড়ীঘরের জন্যঃ New York City, New Jersey, California, Seattle (Washington), Maryland, Virginia, Massachusetts, Connecticut. Total eastern side of America are expensive.

Lot of Bangladeshi people lives: New York City, Michigan, Texas, Maryland, Virginia, Florida, California,

Asheville (North Carolina) is a beautiful city but you can rarely find any Bangladeshi there. It’s scenic beauty is wonderful.

The states where only few Bangladeshis but these states are beautiful and living costs could be low:
Utah, Iowa, Montana, Idaho, Kansas, Kentucky, Arkansas, Oklahoma, North Dakota and South Dakota.

গরম আবহাওয়ার জন্যঃ Florida, Arizona, Georgia, Tennessee, Alabama, Texas, Arkansas.

ঠান্ডা আবহাওয়ার জন্যঃ Buffalo( New York), Michigan, Minnesota, New York City, New Jersey and entire eastern side of America, Chicago, Ohio, Indiana, Pennsylvania, Wisconsin, Massachusetts.

For job: Almost all states have jobs available, I know Massachusetts have a lot of jobs available. But I don’t have any clear idea about the jobs in other states. But no states are bad about jobs.

আমেরিকা খুব একটি সুন্দর দেশ, মানবাধিকারের দেশ, আইনের শাসনের দেশ, সুচিকিৎসার দেশ, ভালোমানের পড়াশুনা পরিষ্কার পরিচ্ছন্নতার দেশ, সত্য কথা বলার দেশ, প্রচুর চাকুরী পাবার দেশএবং কঠোর পরিশ্রমের দেশ।আপনি যদি সৎ থাকেন, পুরো আমেরিকা আপনার জন্য। অসৎ, অলস এবং আরামপ্রিয়দের জন্য আমেরিকাতে না আসাই ভাল। আরামপ্রিয়দের জন্য সর্বোত্তম স্হান হলো বাংলাদেশ। তবে আমেরিকাতেও কিছু দুর্নীতি আছে কিন্তু কোন রকম দুর্নীতির জন্য যদি একবার ধরা পড়েন, তাহলে জীবন শেষ।

এসব তথ্য আপনাদের উপকারে আসলে আমার লেখাটি ধন্য হবে। ছোটখাট কিছু ভুল হতে পারে, সেজন্য ক্ষমাপ্রার্থী।

ধন্যবাদ।


লেখাটি কপি করা, লেখকে আমি চিনি না বা জানি না । চিনলে মেনশন দিতাম

ধন্যবাদ

31/05/2024

যেনে রাখুন ,ইন্ডিয়ান ভিসা রিজেক্ট এর সম্ভাব্য কারণ সমূহ --------

১)"লস্ট পাসপোর্ট" , সবথেকে বেশি সমস্যা।

২)NID/ পাসপোর্ট নাম আলাদা বা বানান ভুল।

৩)সিঙ্গেল নামের পাসপোর্ট ।

৪)অন্য দেশ থেকে ডিপর্ট স্ট্যাম্প ।

৫)পূর্বে ভারতে গিয়ে "ওভার স্টে" করা।

৬)এমন কোনো তথ্য যেটা ধারণার উপর দেওয়া ।

৭)এছাড়াও কোন ডিপার্টমেন্ট জব , সেই ডিপার্টমেন্ট ছাড়পত্র দিচ্ছে কিনা।

৮)পুলিশ / আর্মি / জার্নালিস্ট প্রফেশন।

৯) এজেন্ট ব্যাংক স্টেটমেন্ট।

১০ ) অরিজিনাল প্রেসক্রিপশন ও ডাক্তারের রেকোমেন্ডেশন লেটার না দেওয়া ( মেডিক্যাল ভিসা তে প্রয়োজন হয়। )

১১) ডবল এন্ট্রি ভিসার ক্ষেত্রে , VFS Global Appointment ছাড়া সাবমিট করা।

১২) ট্রানজিট ভিসার ক্ষেত্রে হোটেল বুকিং/ অন্য কান্ট্রি কনফার্ম ভিসা / ফ্লাইট টিকিট না দেওয়া।

১৩) মেডিক্যাল ভিসায় রেস্ট্রিকশন আছে এমন স্টেট এন্ট্রি নেওয়া। ( সিকিম / অরুণাচল প্রদেশ, লাদাখ)

১৪) পুরানো ছবি দিলে ও 2 x 2 মাপের ছবি ব্যবহার না করলে।

১৫ ) সব পুরানো পাসপোর্ট ( অ্যানালগ, MRP, E-passport যুক্ত না করলে।

১৬ ) কোনো ধরনের ফেক ডকুমেন্ট ব্যবহার করলে।

১৭) বাংলাদেশের কোর্টে , ক্রিমিনাল মামলা থাকলে।

১৮ ) যে হসপিটালের নাম মেডিক্যাল ভিসায় উল্লেখ আছে FRRO চেঞ্জ অফ্ হসপিটাল না করে অন্য হসপিটালে ট্রিটমেন্ট নিলে, পাসপোর্ট ব্ল্যাক লিস্ট হবে।-সংগৃহীত

# ইন্ডিয়ান ভিসা রিজেক্ট

29/05/2024

গ্রীসে ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার প্রক্রিয়া নিম্নলিখিত ধাপগুলো অন্তর্ভুক্ত করে:

1. চাকরির প্রস্তাব: প্রথমে আপনাকে গ্রীসের একটি নিয়োগকর্তার কাছ থেকে চাকরির প্রস্তাব পেতে হবে। নিয়োগকর্তাকে আপনার কাজের চুক্তি এবং ট্যাক্স সার্টিফিকেট গ্রীসের Decentralized Administration Department-এ জমা দিতে হবে

2. ওয়ার্ক ভিসার আবেদন: চাকরির প্রস্তাব অনুমোদিত হলে, আপনাকে আপনার নিজ দেশের গ্রীসের দূতাবাসে টাইপ-D ভিসার জন্য আবেদন করতে হবে। সাধারণত প্রয়োজনীয় নথিগুলোর মধ্যে থাকে:
- পূর্ণাঙ্গ ভিসার আবেদনপত্র
- বৈধ পাসপোর্ট
- স্বাক্ষরিত চাকরির চুক্তি
- মেডিকেল ফিটনেস সার্টিফিকেট
- ট্র্যাভেল মেডিকেল ইনস্যুরেন্স
- সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ফটো
- অপরাধমূলক রেকর্ড সার্টিফিকেট

3. ভিসা প্রক্রিয়াকরণ: ওয়ার্ক ভিসা প্রসেস করতে দুই মাস পর্যন্ত সময় লাগতে পারে। ভিসা প্রাপ্তির পর, আপনাকে গ্রীসে প্রবেশ করতে হবে এবং আপনার ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে হবে

4. রেসিডেন্স পারমিট: গ্রীসে পৌঁছানোর পর, স্থানীয় Decentralized Administration অফিসে রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে হবে। প্রয়োজনীয় নথিগুলোর মধ্যে থাকে:
- আপনার ভিসা আবেদনপত্রের মূল বা নোটারি কপি
- পূর্ণাঙ্গ রেসিডেন্স পারমিট আবেদনপত্র
- গ্রীসের ঠিকানার প্রমাণ
- চাকরির বিবরণ
- বায়োমেট্রিক তথ্য (ছবি এবং আঙ্গুলের ছাপ)

5. সোশ্যাল সিকিউরিটি এবং ট্যাক্স আইডেন্টিফিকেশন: স্থানীয় অফিস থেকে একটি ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (AFM) এবং একটি সোশ্যাল সিকিউরিটি নম্বর (AMKA) সংগ্রহ করতে হবে। এগুলি গ্রীসে আপনার বৈধ বসবাস এবং চাকরির জন্য প্রয়োজনীয়

রেসিডেন্স পারমিট সাধারণত এক থেকে দুই বছরের জন্য বৈধ থাকে এবং এটি নবায়ন করা যায়। ওয়ার্ক ভিসার প্রাথমিক খরচ €১৯০-২৮৫ এবং রেসিডেন্স পারমিটের জন্য অতিরিক্ত €৩০০ খরচ হতে পারে
আপনার প্রক্রিয়াটি সর্বশেষ তথ্যের সাথে মিলিয়ে নিতে সরকারি গ্রীক সূত্র বা আইনি বিশেষজ্ঞের সাথে পরামর্শ করা উচিত

বাংলাদেশে ইতালি ওয়ার্ক ভিসা আবেদনকারীদের জন্য আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে।
28/05/2024

বাংলাদেশে ইতালি ওয়ার্ক ভিসা আবেদনকারীদের জন্য আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে।

💥ইউরোপে নতুন শ্রমবাজার সার্বিয়া💥১ লাখ বিদেশি কর্মীর ভিসা দিচ্ছে - বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার প্রক্রিয়া শুরু😲 সূত্র: বাংল...
25/05/2024

💥ইউরোপে নতুন শ্রমবাজার সার্বিয়া💥
১ লাখ বিদেশি কর্মীর ভিসা দিচ্ছে - বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার প্রক্রিয়া শুরু😲

সূত্র: বাংলাদেশ প্রতিদিন
রবিবার, ১২ মে, ২০২৪ ০০:০০

দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ সার্বিয়া। অর্থনৈতিকভাবে উচ্চ-মধ্যম আয়ের দেশ সার্বিয়ায় চলছে কর্মী সংকট। গণপরিবহন, নির্মাণ, ফ্যাক্টরি, হোটেল-রেস্তোরাঁর মতো কর্মিনির্ভর খাত ঝিমিয়ে পড়েছে। ফলে কার্যক্রম চালিয়ে রাখতে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা।

পাশাপাশি বিশাল কর্মযজ্ঞের ইউরো-এক্সপো আয়োজন করতে যাচ্ছে সার্বিয়া। এ জন্য প্রয়োজন বিশাল সংখ্যক নির্মাণকর্মী নিয়োগ। এই সংকট কাটিয়ে উঠতে বড় আকারে বিদেশি কর্মী নিয়োগের জন্য পদক্ষেপ নিয়েছে দেশটি। এত দিনের জটিল অভিবাসন নীতি অনেকাংশেই সহজ করে এনেছে তারা।

বাংলাদেশের জন্যও তৈরি হয়েছে সুযোগ। ইতোমধ্যেই বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার আগ্রহ দেখিয়ে প্রক্রিয়া শুরু করেছে সার্বিয়ার কোম্পানিগুলো। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, মধ্যপ্রাচ্য নির্ভর শ্রমবাজারের সংকট কাটাতে নতুন শ্রমবাজারে কর্মী পাঠানোর চেষ্টা করছে বাংলাদেশ। ইউরোপের বেশ কয়েকটি দেশে মৌসুমি কর্মী পাঠানোর পাশাপাশি নিয়মিত শ্রমবাজার খোঁজার চেষ্টা চলছে।
এক্ষেত্রে সার্বিয়া হতে পারে বাংলাদেশের একটি বড় শ্রমবাজার।😲 দুই বছর ধরে সার্বিয়ায় বড় সংখ্যক কর্মী পাঠানোর জন্য চেষ্টা চলছে। এখন সফলতা আসতে শুরু করেছে।
জানা যায়, গত সপ্তাহে সার্বিয়ার একটি টেক্সটাইল কোম্পানির সঙ্গে ৬০০ বাংলাদেশি কর্মী পাঠানোর চুক্তি করেছে ঢাকার এশিয়া কন্টিনেন্টাল গ্রুপ বিডি নামের একটি রিক্রুটিং এজেন্সি। চাহিদাপত্র সাপেক্ষে প্রক্রিয়াও শুরু করেছে এজেন্সিটি।

চাহিদাপত্র অনুসারে কর্মীদের মাসিক বেতন হবে ৫৫০ ইউরো। থাকা ও খাওয়া বহন করবে নিয়োগকর্তা কোম্পানি। ভিসা জটিলতা কাটাতে প্রত্যেককে দেওয়া হবে ই-ভিসা। রিক্রুটিং এজেন্সির কর্মকর্তারা জানান, নিয়োগকর্তা কোম্পানির সঙ্গে চুক্তির পর কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু করেছি। এখন দূতাবাসের সত্যায়ন ও মন্ত্রণালয়ের যথাযথ অনুমোদনের অপেক্ষায় আছি। অনুমোদন যত তাড়াতাড়ি পাওয়া যাবে তত তাড়াতাড়ি কর্মী পাঠানো সম্ভব হবে। সার্বিয়াসহ বলকান দেশগুলোর সঙ্গে সম্পর্ক দেখভাল করা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক শাহ আহমেদ শাফি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সার্বিয়ায় শ্রমবাজার বাংলাদেশের জন্য বিপুল সম্ভাবনাময়। কারণ সার্বিয়া প্রায় ১ লাখ দক্ষ বিদেশি কর্মীর ভিসা ইস্যু করতে যাচ্ছে।

২০২৭ সালে ইউরো এক্সপো আয়োজনের জন্য তাদের ৫ লাখ নির্মাণ শ্রমিক প্রয়োজন। এই কর্মীর চাহিদা বৈধপথে পূরণের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। সার্বিয়ায় বাংলাদেশিদের জন্য বড় শ্রমবাজার তৈরি করতে পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যেই আলোচনা চালিয়ে যাচ্ছে। আগামী মাসেও এ নিয়ে বৈঠক হবে। তিনি জানান, সার্বিয়াসহ বলকান রাষ্ট্রগুলো চায় অবৈধভাবে বসবাসকারীদের ফেরত পাঠাতে। এ বিষয়ে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে তাদের ওপর চাপ রয়েছে। এসব নিয়ে তারা আলোচনা করতে যায়। জানা যায়, প্রতি বছর ৩০ হাজার সার্ব নাগরিক বিভিন্ন দেশে পাড়ি জমান। যাদের মধ্যে বড় একটি অংশই তরুণ। এ জন্য তাদের এমনিতে কর্মী সংকট তৈরি হয়। এ জন্য নতুন করে কর্মী নেওয়ার উদ্যোগ আছে সার্বিয়ার। ২০২৩ সালে অন্তত ৫০ হাজার অভিবাসী বৈধভাবে সার্বিয়ার কাজের ভিসায় গেছে।
পরিবহন খাতে সংকট কাটাতে শ্রীলঙ্কা থেকে বাস ড্রাইভার নেওয়া হয়েছে সার্বিয়ায়। ভারত থেকে নেওয়া হয়েছে রেস্টুরেন্টের শেফ। নেপাল থেকেও কর্মী নেওয়ার আলোচনা চলছে।
সংশ্লিষ্টরা বলছেন, সার্বিয়ার শ্রমবাজার ধরতে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্টদের দ্রুত উদ্যোগী হওয়া প্রয়োজন। না হলে বিশ্বের অন্যান্য শ্রমবাজারের মতো সার্বিয়াদের নেপালী, ভারতীয় বা শ্রীলঙ্কানদের কাছে হারাতে হতে পারে সম্ভাবনাময় শ্রমবাজার।

#সার্বিয়া শ্রম বাজার খবর

২০২৪ সালে ফেব্রুয়ারী থেকে  সার্বিয়া কাজের বেশ কিছু পরিবর্তন আসছে।সার্বিয়া ১লা ফেব্রুয়ারী থেকে যে সব নতুন নিয়ম যোগ করতে য...
25/05/2024

২০২৪ সালে ফেব্রুয়ারী থেকে সার্বিয়া কাজের বেশ কিছু পরিবর্তন আসছে।

সার্বিয়া ১লা ফেব্রুয়ারী থেকে যে সব নতুন নিয়ম যোগ করতে যাচ্ছে তাদের নতুন আইনে। তার মধ্যে উল্ল্যেখযোগ্য হলো:-
১/ অস্থায়ী বসবাসের অনুমতি (টিআরপি) ১ বছর থেকে এখন ৩ বছরের করা হবে।
২/ TRP ধারিরা তাদের বর্তমান পারমিটের মেয়াদ শেষ হওয়ার তারিখ পর্যন্ত এক্সটেনশন আবেদন জমা দিতে পারবে।
৩/ TRP ধারীরা কেউ যদি একটানা তিন বছর বসবাস করে তাকে স্থায়ী ভাবে বসবাসের জন্য আবেদন এর যোগ্য বলে গন্য করা হবে।(পূর্বে যা ৫ বছর ছিল)
৪/ নিয়োগকারী কোম্পানি গুলা ইনভাইটেশন ইস্যু করতে ইমাগ্রিশন পুলিশ থেকে অনুমতি পত্র নিতে হবে আগে থেকে। কত জন কর্মী নিয়োগের অনুমতি আছে কোম্পানির।
৫/ এখন থেকে নিয়োগকারী কোম্পানি গুলা যে কোন তথ্য ইমেইলের মাধ্যমে ইমাগ্রিশন পুলিশকে জানিয়ে দিলেই হবে। পূর্বে যেমন ইমাগ্রিশন পুলিশের কাছে গিয়ে সকল তথ্য দিয়ে আসতে হত,এখন তা ইমেইল করে দিলেই কাজ হয়ে যাবে।। ভিসা এপ্রুভের সকল নথিপত্র এভাবে জমা করতে পারবে।

কর্মীবান্ধব এই দেশ গুলি দিন দিন তাদের কর্মী সংকটে সহজতর করে দিচ্ছে তাদের সিস্টেম। দিন শেষে আমরা যদি ১০০% স্কিল্ড ওয়ার্কার দিতে পারি এবং পলায়ন রোধ করতে পারি এই দেশ গুলা হবে আমাদের প্রধান শ্রম বাজার।। আদৌ কি এইটা সম্ভব আমাদের পক্ষে?
দেখা যাক আমাদের সোনার ছেলেরা কতদূর আমাদের সম্মান রাখতে পারে৷ সেজন্য এজেন্সিদের কিছু জেলা বয়কট করা উচিৎ যদি ইউরোপের শ্রম বাজার ধরে রাখার ইচ্ছা থাকে। তাদের ফাইল কেউ নেওয়া উচিৎ নয় আগামি দুই তিনটা বছর।

Copy post

সার্বিয়ার নতুন পোর্টালে শুধু ডিজাইন এর পরিবর্তন আসেনি৷ পরিবর্তন এসেছে অনেক বড় আকারে যা এখনো অনেকেই জানেন না। পূর্বে সার্...
25/05/2024

সার্বিয়ার নতুন পোর্টালে শুধু ডিজাইন এর পরিবর্তন আসেনি৷ পরিবর্তন এসেছে অনেক বড় আকারে যা এখনো অনেকেই জানেন না। পূর্বে সার্বিয়ার ফাইল অনলাইন করার পর কিছুটা এমন দেখাত Recorded এরপর সকল তথ্য দিয়ে এম্বাসিতে পেমেন্ট স্লিপ সহ মেইল করা লাগত। এরপরেও অপেক্ষা করতে হত ১/২ মাসের উপরে শুধু ফাইলটা প্রসেসে আনতে৷

বর্তমানে পোর্টাল অনুযায়ী ফাইল অনলাইন করার সময়েই আপনাকে পেমেন্ট সহ দিতে হবে। পোর্টালে যে কয়েকটা ধাপ আছে সেগুলার মধ্যে পেমেন্ট করাটাও একটা ধাপ হিসাবে থাকবে৷ ফেইক পেমেন্টের দিন শেষ এখন। এখন আর কোন ফাইল প্রসেসে যাওয়ার জন্য মাসের পর মাস অপেক্ষা করার প্রয়োজন পরবেনা৷ সকল ধাপ শেষ করে সাবমিট দিলেই এইটা প্রসেস শুরু হয়ে যাবে।।

বুঝাই যাচ্ছে কতটা ফাস্ট কাজ করবে সার্বিয়ার এম্বাসি।।

#সার্বিয়া

22/05/2024

👉বর্তমানে ইউরোপের অনেকগুলো দেশে ভিসা সহজে পাওয়া যাচ্ছে।

বাংলাদেশের অধিকাংশ মানুষ বিদেশে যাওয়ার ক্ষেত্রে ইউরোপের দেশগুলোকে প্রাধান্য দিয়ে থাকে। কারণ, ইউরোপের শেনজেনভুক্ত একটি দেশের ভিসা পেলে ২৭টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করা যাবে। এছাড়া ইউরোপের প্রায় সব দেশেই জীবনযাত্রার মান বেশ উন্নত। আবার যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়ার চেয়ে ইউরোপের দেশগুলোতে স্টুডেন্ট ভিসা ও ভিজিট ভিসা প্রাপ্তি যেমন সহজ, তেমনি খরচও অনেক কম।

বর্তমানে ইউরোপের মোট অনেকগুলো দেশের ভিসা সহজে পাওয়া যায়। দেশগুলোর মধ্যে রয়েছে ফ্রান্স, পর্তুগাল, মাল্টা, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, হাঙ্গেরি, লিথুনিয়া, লাটভিয়া ইত্যাদি।

ফ্রান্স
ফ্রান্স অর্থনৈতিকভাবে বেশ শক্তিশালী একটি দেশ। ফ্রান্সে টুরিস্ট ভিসা পাওয়া যায় সহজেই। তবে সেক্ষেত্রে ভিসাপ্রাপ্তির ক্ষেত্রে শর্তগুলো পূরণ করতে হবে। ফ্রান্সে স্টুডেন্ট ভিসাও সহজে পাওয়া যায়। কিন্তু কাজের জন্য ভিসা পাওয়া কিছুটা কঠিন। তবে নিয়ম মেনে চেষ্টা করলে খুব সহজেই কাজের জন্য ভিসা পেয়ে যাবেন। ফ্রান্সের ইতিহাস হাজার হাজার বছরের পুরানো। এটি রোমান সাম্রাজ্যের একটি অংশ ছিল এবং পরে মধ্যযুগীয় ইউরোপের একটি শক্তিশালী শক্তি ছিল। ফ্রান্সের বিপ্লব, যা ১৭৮৯ সালে শুরু হয়েছিল, ইউরোপীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল। বিপ্লব একটি নতুন সরকারের প্রতিষ্ঠার দিকে পরিচালিত করেছিল যা মানবাধিকারের ধারণাকে সমর্থন করেছিল। ফ্রান্স তার সমৃদ্ধ সংস্কৃতির জন্য বিখ্যাত। ফরাসি ভাষা বিশ্বের সবচেয়ে কথ্য ভাষাগুলির মধ্যে একটি। ফরাসি সাহিত্য, শিল্প, সঙ্গীত এবং চলচ্চিত্র বিশ্বব্যাপী পরিচিত। ফ্রান্স তার স্যুপ, পাস্তা এবং পেস্ট্রির জন্যও বিখ্যাত।

ফ্রান্সে অনেকগুলি জনপ্রিয় পর্যটন আকর্ষণ রয়েছে। এর মধ্যে রয়েছে:
প্যারিস: ফ্রান্সের রাজধানী এবং বৃহত্তম শহর, প্যারিস তার ইতিহাস, সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত।
লুভর মিউজিয়াম: বিশ্বের সবচেয়ে বিখ্যাত শিল্প জাদুঘরগুলির মধ্যে একটি, লুভর মিউজিয়ামে মোনালিসা, ভেনুসের জন্ম এবং অন্যান্য অনেক বিখ্যাত শিল্পকর্ম রয়েছে।

প্যারিসের ক্যাথেড্রাল নটর-ডাম: একটি সুন্দর গোথিক ক্যাথেড্রাল যা ১২ শতকে নির্মিত হয়েছিল।

ভার্সাই প্রাসাদ: ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সের রাজাদের বাসস্থান ছিল।

মন্তে কার্লো: ফ্রান্সের দক্ষিণে অবস্থিত একটি বিলাসবহুল ক্যাসিনো শহর।

কনস্টানস হ্রদ: ইউরোপের বৃহত্তম হ্রদগুলির মধ্যে একটি।

ফ্রান্স ভ্রমণের জন্য এখানে কিছু টিপস রয়েছে:

ফরাসি ভাষা শিখুন বা এর কিছু মৌলিক বাক্যাংশ শিখুন।

ফ্রান্সে ভ্রমণের জন্য একটি ভিসা প্রয়োজন হতে পারে।

ফ্রান্সে মুদ্রা ইউরো।

ফ্রান্সে খাবার ব্যয়বহুল হতে পারে।

ফ্রান্সে অনেকগুলি পর্যটক আকর্ষণ রয়েছে, তাই আপনার ভ্রমণের পরিকল্পনা আগে থেকেই করুন।

ফ্রান্স একটি সুন্দর এবং বৈচিত্র্যময় দেশ যা পর্যটকদের জন্য অনেক কিছু অফার করে। আপনি যদি ইতিহাস, সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন তবে ফ্রান্স অবশ্যই আপনার জন্য একটি দুর্দান্ত গন্তব্য।

ফ্রান্সের কিছু বিশেষত্ব

ফ্রান্সকে "প্রেমের দেশ" বলা হয়। ফ্রান্সের প্রেমের সংস্কৃতি বিশ্বব্যাপী পরিচিত।

ফ্রান্সকে "বিপ্লবের দেশ" বলা হয়। ফরাসি বিপ্লব ইউরোপীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল।

ফ্রান্সকে "শিল্পের দেশ" বলা হয়। ফরাসি শিল্প, সঙ্গীত এবং চলচ্চিত্র বিশ্বব্যাপী পরিচিত।

পর্তুগাল
অভিবাসীদের স্বর্গ বলা হয় পর্তুগালকে। কারণ, পর্তুগালে নাগরিকত্ব পাওয়া সবচেয়ে সহজ। পর্তুগালে কাজের জন্য ভিসা পাওয়া বেশ সহজ। এছাড়া ভ্রমণ ও পড়াশোনার জন্য সহজেই ভিসা পাওয়া যায়। তবে স্টুডেন্ট ভিসা পেতে আইইএলটিএস স্কোর কমপক্ষে ৬.০০ থাকতে হবে। পর্তুগাল দক্ষিণ-পশ্চিম ইউরোপের একটি দেশ। এটি আইবেরীয় উপদ্বীপের পশ্চিম অংশে, স্পেনের দক্ষিণে ও পশ্চিমে অবস্থিত। আটলান্টিক মহাসাগরে দেশটির দীর্ঘ উপকূল রয়েছে। এছাড়াও দুইটি স্বায়ত্তশাসিত দ্বীপপুঞ্জ পর্তুগালের নিয়ন্ত্রণাধীন; এগুলি হল আসোরেস দ্বীপপুঞ্জ এবং মাদেইরা দ্বীপপুঞ্জ, যারা উভয়েই আটলান্টিক মহাসাগরে অবস্থিত। পর্তুগালের ইতিহাস হাজার হাজার বছরের পুরানো। এটি রোমান সাম্রাজ্যের একটি অংশ ছিল এবং পরে মধ্যযুগীয় ইউরোপের একটি শক্তিশালী শক্তি ছিল। পর্তুগাল ভৌগোলিক আবিষ্কারের যুগে বিশ্বের একটি প্রধান শক্তি হিসেবে আবির্ভূত হয়। পর্তুগিজ নাবিকরা আফ্রিকা, এশিয়া এবং আমেরিকার নতুন ভূখণ্ডগুলি অন্বেষণ করেছিলেন।

পর্তুগাল তার সমৃদ্ধ সংস্কৃতির জন্য বিখ্যাত। পর্তুগিজ ভাষা বিশ্বের চতুর্থ বৃহত্তম রোমান্স ভাষা। পর্তুগিজ সাহিত্য, শিল্প, সঙ্গীত এবং চলচ্চিত্র বিশ্বব্যাপী পরিচিত। পর্তুগাল তার ঐতিহ্যবাহী খাবার, বিশেষ করে পোর্ট ওয়াইন এবং ফিশ ফ্রাইয়ের জন্যও বিখ্যাত। পর্তুগাল তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্যও বিখ্যাত। দেশটিতে আটলান্টিক মহাসাগরের দীর্ঘ উপকূলরেখা, সবুজ পাহাড়, ঐতিহাসিক শহর এবং গ্রাম রয়েছে। পর্তুগালে অনেকগুলি সুন্দর দ্বীপপুঞ্জও রয়েছে।

পর্তুগালে অনেকগুলি জনপ্রিয় পর্যটন আকর্ষণ রয়েছে। এর মধ্যে রয়েছে:
লিসবন: পর্তুগালের রাজধানী এবং বৃহত্তম শহর, লিসবন তার ইতিহাস, সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত।

পোর্টো: পর্তুগালের দ্বিতীয় বৃহত্তম শহর এবং পোর্ট ওয়াইনের জন্মস্থান, পোর্টো একটি ঐতিহাসিক শহর যা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত।

সিনেস: পর্তুগালের দক্ষিণ-পশ্চিম উপকূলে অবস্থিত একটি ছোট্ট শহর, সিনেস তার সুন্দর সমুদ্র সৈকত এবং ঐতিহাসিক স্থাপত্যের জন্য বিখ্যাত।

ফারো: পর্তুগালের আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ, ফারো তার সুন্দর সৈকত, সমুদ্র সৈকত এবং ঐতিহাসিক স্থাপত্যের জন্য বিখ্যাত।

পর্তুগাল ভ্রমণের জন্য টিপস:

পর্তুগিজ ভাষা শিখুন বা এর কিছু মৌলিক বাক্যাংশ শিখুন।

পর্তুগালে ভ্রমণের জন্য একটি ভিসা প্রয়োজন হতে পারে।

পর্তুগালে মুদ্রা ইউরো।

পর্তুগালে খাবার ব্যয়বহুল হতে পারে।

পর্তুগালে অনেকগুলি পর্যটক আকর্ষণ রয়েছে, তাই আপনার ভ্রমণের পরিকল্পনা আগে থেকেই করুন।

মাল্টা
মাল্টা ইউরোপের শেনজেনভুক্ত একটি দেশ। বর্তমানে প্রতিবছরই বিভিন্ন দেশ থেকে মাল্টায় কাজের উদ্দেশ্যে পাড়ি জমায়। ইউরোপের এই দেশে কাজের জন্য ভিসা পাওয়া অনেকটাই সহজ। বর্তমানে বাংলাদেশ ও ভারত থেকে কাজ নিয়ে মাল্টায় যাচ্ছেন অনেকেই। এছাড়া টুরিস্ট ও স্টুডেন্ট ভিসাপ্রাপ্তিও বেশ সহজ। ইউরোপের অন্যদেশগুলোর তুলনায় মাল্টায় যেতে খরচও বেশ কম। মাল্টা ভূমধ্যসাগরে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র। এটি তিনটি প্রধান দ্বীপ নিয়ে গঠিত: মাল্টা, গোজো এবং কমুইনো। মাল্টা ইউরোপীয় ইউনিয়নের সদস্য এবং এর রাজধানী ভ্যালেটা। মাল্টার ইতিহাস হাজার হাজার বছরের পুরানো। এটি রোমান সাম্রাজ্যের একটি অংশ ছিল এবং পরে মধ্যযুগীয় ইউরোপের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হয়ে ওঠে। মাল্টা ১৫৩০ সালে স্পেনের অধীনে আসে এবং পরে ১৭৯৮ সালে ফ্রান্সের অধীনে আসে। ১৮১৫ সালে মাল্টা ব্রিটিশদের অধীনে আসে এবং ১৯৬৪ সালে স্বাধীনতা লাভ করে। মাল্টা তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্যও বিখ্যাত। দেশটিতে সুন্দর উপকূলরেখা, সৈকত, পর্বত এবং গুহা রয়েছে। মাল্টা তার স্নরকেলিং, ডাইভিং এবং সার্ফিংয়ের জন্যও বিখ্যাত।

মাল্টায় অনেকগুলি জনপ্রিয় পর্যটন আকর্ষণ রয়েছে। এর মধ্যে রয়েছে:
ভ্যালেটা: মাল্টার রাজধানী, ভ্যালেটা তার ঐতিহাসিক কেন্দ্র এবং বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের জন্য বিখ্যাত।

মারসাস্ক্লো: মাল্টার একটি সুন্দর শহর যা তার সমুদ্র সৈকত এবং উপকূলীয় দৃশ্যের জন্য বিখ্যাত।

গোজো: মাল্টার একটি দ্বীপ যা তার প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক স্থানগুলির জন্য বিখ্যাত।

হাল-সাফলিনি: মাল্টার একটি দ্বীপ যা তার প্রাচীন মন্দিরগুলির জন্য বিখ্যাত।

মাল্টা ভ্রমণের জন্য এখানে কিছু টিপস রয়েছে:
ইংরেজি, ইতালিয়ান বা মালেটি ভাষার কিছু মৌলিক বাক্যাংশ শিখুন।

মাল্টায় ভ্রমণের জন্য একটি ভিসা প্রয়োজন হতে পারে।

মাল্টায় মুদ্রা ইউরো।

মাল্টায় খাবার তুলনামূলকভাবে ব্যয়বহুল হতে পারে।

মাল্টায় অনেকগুলি পর্যটক আকর্ষণ রয়েছে, তাই আপনার ভ্রমণের পরিকল্পনা আগে থেকেই করুন।

মাল্টা একটি সুন্দর এবং বহুমুখী দেশ যা পর্যটকদের জন্য অনেক কিছু অফার করে। আপনি যদি প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং সমৃদ্ধ ইতিহাস উপভোগ করেন তবে মাল্টা অবশ্যই আপনার জন্য একটি দুর্দান্ত গন্তব্য।

মাল্টার কিছু বিশেষত্ব

মাল্টা একটি দ্বীপরাষ্ট্র। মাল্টা ভূমধ্যসাগরে অবস্থিত তিনটি দ্বীপের একটি দ্বীপপুঞ্জ।

মাল্টা একটি ইংরেজি-ভাষী দেশ।

মাল্টায় ইংরেজি, ইতালিয়ান এবং মালেটি ভাষা প্রচলিত।

মাল্টা ইউরোপীয় ইউনিয়নের সদস্য।

মাল্টা ২০০৪ সালে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হয়।

সুইজারল্যান্ড
পর্যটনের অন্যতম দেশ সুইজারল্যান্ড। সবসময় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে যান পর্যটকরা। বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা ও টুরিস্ট ভিসা নিয়ে সুইজারল্যান্ডে যাওয়া যায়। বাংলাদেশের অধিকাংশ মানুষ টুরিস্ট ভিসা নিয়ে সুইজারল্যান্ডে যান। কারণ, সহজেই সুইজারল্যান্ডের টুরিস্ট ভিসা পাওয়া যায়। কিন্তু কাজের জন্য সুইজারল্যান্ডের ভিসা পাওয়া বেশ কঠিন। আবার পড়াশোনা জন্য ভিসাপ্রাপ্তি সহজ। সেক্ষেত্রে ভালো আইইএলটিএস স্কোর ও শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। সুইজারল্যান্ড মধ্য ইউরোপে অবস্থিত একটি দেশ। এটি চারটি দেশের সাথে সীমান্তবর্তী: ফ্রান্স, জার্মানি, ইতালি এবং অস্ট্রিয়া। সুইজারল্যান্ড একটি ফেডারেল প্রজাতন্ত্র এবং এর রাজধানী বার্ন। সুইজারল্যান্ডের ইতিহাস হাজার হাজার বছরের পুরানো। এটি রোমান সাম্রাজ্যের একটি অংশ ছিল এবং পরে মধ্যযুগীয় ইউরোপের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হয়ে ওঠে। সুইজারল্যান্ড ১২৯১ সালে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হয়। সুইজারল্যান্ড তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্যও বিখ্যাত। দেশটিতে আল্পস পর্বতমালা, সুন্দর হ্রদ, সবুজ উপত্যকা এবং ঝর্ণা রয়েছে। সুইজারল্যান্ড তার স্কিইং, হাইকিং এবং অন্যান্য আউটডোর কার্যকলাপের জন্যও বিখ্যাত।

সুইজারল্যান্ডে অনেকগুলি জনপ্রিয় পর্যটন আকর্ষণ রয়েছে। এর মধ্যে রয়েছে:
জুরিখ: সুইজারল্যান্ডের বৃহত্তম শহর, জুরিখ তার আধুনিক স্থাপত্য, শপিং এবং সংস্কৃতির জন্য বিখ্যাত।

জেনেভা: সুইজারল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর, জেনেভা তার আন্তর্জাতিক সংস্থাগুলি, শান্তি এবং মানবাধিকারের জন্য বিখ্যাত।

বার্ন: সুইজারল্যান্ডের রাজধানী, বার্ন তার মধ্যযুগীয় স্থাপত্য এবং সুন্দর নদীর জন্য বিখ্যাত।

আল্পস পর্বতমালা: সুইজারল্যান্ডের সবচেয়ে বিখ্যাত পর্যটন আকর্ষণ, আল্পস পর্বতমালা তার সুন্দর দৃশ্য, স্কিইং এবং অন্যান্য আউটডোর কার্যকলাপের জন্য বিখ্যাত।

সুইজারল্যান্ড ভ্রমণের জন্য এখানে কিছু টিপস রয়েছে:

জার্মান, ফরাসি, ইতালি বা রোমাঞ্চ ভাষার কিছু মৌলিক বাক্যাংশ শিখুন।

সুইজারল্যান্ডে ভ্রমণের জন্য একটি ভিসা প্রয়োজন হতে পারে।

সুইজারল্যান্ডে মুদ্রা সুইস ফ্রাঙ্ক। সুইজারল্যান্ড একটি ব্যয়বহুল দেশ হতে পারে।

সুইজারল্যান্ডে অনেকগুলি পর্যটক আকর্ষণ রয়েছে, তাই আপনার ভ্রমণের পরিকল্পনা আগে থেকেই করুন।

সুইজারল্যান্ডের কিছু বিশেষত্ব

সুইজারল্যান্ড একটি নিরপেক্ষ দেশ।

সুইজারল্যান্ড ১৮১৫ সালের পর থেকে কোনও যুদ্ধে জড়িত হয়নি।

সুইজারল্যান্ড একটি ধনী দেশ।

সুইজারল্যান্ডের মাথাপিছু আয় বিশ্বের অন্যতম উচ্চ।

সুইজারল্যান্ড একটি সুন্দর দেশ।

সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য বিশ্বব্যাপী পরিচিত।

হাঙ্গেরি
বাংলাদেশ থেকে হাঙ্গেরিতে পড়াশোনার জন্য ভিসাপ্রাপ্তি অনেক সহজ। এক্ষেত্রে অবশ্যই সকল শর্ত পূরণ করতে হবে। সেই শর্তগুলোও বেশ সহজ। এছাড়া হাঙ্গেরিতে কাজের জন্য ভিসা চালু করা হচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেখা গিয়েছে, ২০২১ সালে আবেদনকারীদের মধ্যে ৯৫ শতাংশ হাঙ্গেরির ভিসা পেয়েছে। বাকী ৫ শতাংশ ভিসা কাগজপত্রের গরমিলের জন্য বাতিল করা হয়। হাঙ্গেরি মধ্য ইউরোপে অবস্থিত একটি দেশ। এটি পূর্বে অস্ট্রিয়া, উত্তরে স্লোভাকিয়া, পশ্চিমে অস্ট্রিয়া, পূর্বে রোমানিয়া, দক্ষিণে সার্বি এবং ক্রোয়েশিয়া এবং দক্ষিণ-পশ্চিমে স্লোভেনিয়া দ্বারা বেষ্টিত। হাঙ্গেরি একটি প্রজাতন্ত্র এবং এর রাজধানী বুদাপেস্ট। হাঙ্গেরির ইতিহাস হাজার হাজার বছরের পুরানো। এটি রোমান সাম্রাজ্যের একটি অংশ ছিল এবং পরে মধ্যযুগীয় ইউরোপের একটি শক্তিশালী শক্তি ছিল। হাঙ্গেরি ১৫২৬ সালে অটোমান সাম্রাজ্যের অধীনে আসে এবং ১৬৮৬ সালে অস্ট্রিয়ান সাম্রাজ্যের অধীনে আসে। হাঙ্গেরি ১৯১৮ সালে স্বাধীনতা লাভ করে। হাঙ্গেরি তার সমৃদ্ধ সংস্কৃতির জন্য বিখ্যাত। দেশটিতে হাঙ্গেরীয় ভাষা প্রচলিত। হাঙ্গেরি তার শিল্প, সঙ্গীত, থিয়েটার এবং সাহিত্যের জন্যও বিখ্যাত। হাঙ্গেরি তার ঐতিহ্যবাহী খাবার, বিশেষ করে গুলáš এবং lángos-এর জন্যও বিখ্যাত। হাঙ্গেরি তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্যও বিখ্যাত। দেশটিতে দানিউব নদী, আপেল পর্বতমালা, ব্ল্যাক ওয়াটার হ্রদ এবং অনেকগুলি প্রাকৃতিক উদ্যান রয়েছে। হাঙ্গেরি তার স্কিইং, হাইকিং এবং অন্যান্য আউটডোর কার্যকলাপের জন্যও বিখ্যাত।

হাঙ্গেরিতে অনেকগুলি জনপ্রিয় পর্যটন আকর্ষণ রয়েছে। এর মধ্যে রয়েছে:
বুদাপেস্ট: হাঙ্গেরির রাজধানী এবং বৃহত্তম শহর, বুদাপেস্ট তার ঐতিহাসিক কেন্দ্র, দানিউব নদী এবং স্পা রিসর্টগুলির জন্য বিখ্যাত।

হেসগেল: হাঙ্গেরির একটি ঐতিহাসিক শহর যা তার মধ্যযুগীয় স্থাপত্য এবং তাস খেলার জন্য বিখ্যাত।

পেচ: হাঙ্গেরির একটি ঐতিহাসিক শহর যা তার বাইজেন্টাইন স্থাপত্য এবং লুথেরান ক্যাথেড্রালের জন্য বিখ্যাত।

হেভিজ: হাঙ্গেরির একটি স্পা শহর যা তার খনিজ পানি এবং থেরাপিউটিক সুবিধাগুলির জন্য বিখ্যাত।

হাঙ্গেরির কিছু বিশেষত্ব
হাঙ্গেরি একটি দানিউব নদীর দেশ। দানিউব নদী হাঙ্গেরির মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং দেশের ইতিহাস, সংস্কৃতি এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

হাঙ্গেরি একটি স্পা দেশ। হাঙ্গেরিতে অনেকগুলি প্রাকৃতিক স্পা রয়েছে যা হাজার হাজার বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে।

হাঙ্গেরি একটি খাদ্যশৈলীর দেশ। হাঙ্গেরিয়ান খাবার তার স্বাদ এবং সুগন্ধের জন্য বিখ্যাত।

নেদারল্যান্ডস
বর্তমানে নেদারল্যান্ডসের স্টুডেন্ট ভিসাও অনেক সহজ। বিগত কয়েক বছরের পরিসংখ্যান অনুযায়ী, যেসব শিক্ষার্থী নেদারল্যান্ডসে স্টুডেন্ট ভিসার আবেদন করেছে, তাদের সকলেই ভিসা পেয়েছে। কিন্তু সেক্ষেত্রে আইইএলটিএস স্কোর কমপক্ষে ৬.৫০ থাকতে হবে।

Address

Feni Sadar
Feni

Telephone

+8801918582968

Website

Alerts

Be the first to know and let us send you an email when RnAvhi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RnAvhi:

Videos

Share

Category

Nearby travel agencies


Other Tour Agencies in Feni

Show All

You may also like