Launch Tourism in Bangladesh LTB

Launch Tourism in Bangladesh LTB যারা লঞ্চ ভালোবাসেন তারা এই পেইজে লাই?

10/05/2023
01/10/2022

**জরুরী **জরুরী
আগামী কাল ২ সেপ্টেম্বর ২০২২, রোজ: রবিবার বরগুনা থেকে ঢাকাগামী লঞ্চ এমভি পুবালী ১ এর রিভার সাইটের একটি সিঙ্গেল কেবিন বিক্রয় করা হবে। ব্যক্তিগত প্রয়োজনে যাত্রা বাতিল হওয়ায় কেবিনটি বিক্রি করে দিতে হচ্ছে। যোগাযোগ: 01712697891 (জসিম ভাই)

21/06/2022

আয়লা লঞ্চঘাট থেকে

18/06/2022

ড্রোন থেকে ঢাকা সদরঘাটের দুশ্য।

21/05/2022

আজকে সকালের ভোলার নদীর ঝড়ের চিত্র।
লোকেশন: হাকিমুদ্দিন লঞ্চঘাট, বোরহানউদ্দিন উপজেলা, ভোলা জেলা।
মেঘনা নদী।

30/04/2022

ঈদ যাত্রা। সদরঘাট থেকে ফুল লোড যাত্রী নিয়ে ছেড়ে যায় লঞ্চ ।। অনেক দিন পরে ড্রোন ভিডিও নিয়ে হাজির হলাম।

30/04/2022

লঞ্চে যাত্রীদের মধ্যে যা ঘটলো || ঘাটে অতিরিক্ত যাত্রী চাপের কারণে এ ঘটনা ঘটে।

29/04/2022

একটা সিঙ্গেল কেবিন বুকিং দেয়া আছে ঢাকা-আমতলী প্রয়োজন হলে দ্রুত যোগাযোগ করুন।
১১ টায় লঞ্চ ছাড়বে
০১৬১১১২০৮৫৮

23/04/2022

বরগুনা পুরাকাটা লঞ্চঘাট থেকে সরাসরি দেখছেন Launch Tourism in Bangladesh LTB পেজে।
**আপনার ঈদ যাত্রা শুভ হোক।
**যাত্রা পথে অপরিচিত লোকের দেয়া কোন কিছু খাবেন না।

*** আজ থেকে পুনরায় মানামীর যাত্রা শুরু ***আলহামদুলিল্লাহ! আমরা আমাদের সকল সম্মানিত যাত্রীদের অবগতির জন্য জানাচ্ছি যে, আম...
15/04/2022

*** আজ থেকে পুনরায় মানামীর যাত্রা শুরু ***

আলহামদুলিল্লাহ! আমরা আমাদের সকল সম্মানিত যাত্রীদের অবগতির জন্য জানাচ্ছি যে, আমাদের পরিকল্পনা অনুযায়ী সমস্ত রক্ষণাবেক্ষণের কাজ সম্পন্ন করে আজ ১৫ এপ্রিল ২০২২ ঢাকা থেকে বরিশাল যাত্রার মাধ্যমে পুনরায় সার্ভিস শুরু করছি। আমাদের এই সাময়িক বিরতির জন্য আমরা দুঃখিত এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ।

যে কোন টিকেট বুকিং এর জন্য যোগাযোগের করুন:

বরিশাল বুকিং অফিস: ০১৩০৯০৩৩৫৮৬- ৮৮
লঞ্চ বুকিং: ০১৩০৯০৩৩৫৮৩-৮৫

অথবা অনলাইন বুকিং এর জন্য -

মানামী অ্যাপ ডাউনলোড লিংক- গুগল প্লে স্টোরঃ https://cutt.ly/eue5yWV
মানামী ওয়েবসাইট বুকিং লিংকঃ: https://booking.mvmanami.com

ধন্যবাদ
এম ভি মানামী লঞ্চ কর্তৃপক্ষ

15/03/2022

অল্পের জন্য লঞ্চের নীচে পড়েনি ছোট নৌকা।

13/03/2022

বরিশালের কীর্তনখোলা নদীর বেলতলা খেয়াঘাট এলাকায় ঢাকাগামী ওয়াটার ওয়েজ গ্রীন লাইনের ঢেউয়ে ডুবে গেছে যাত্রীবাহী একটি ট্রলার। রোববার (১৩ মার্চ) বিকেল ৩টায় ওই এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আজ রোববার বিকেল ৩টার দিকে ২৫-৩০ জন যাত্রী নিয়ে ট্রলারটি নদী পার হচ্ছিল। এ সময় বরিশাল থেকে ছেড়ে আসা গ্রীন লাইন ঢাকার উদ্দেশে যাচ্ছিল। গ্রীন লাইনের ঢেউয়ে মাঝ নদীতে যাত্রীসহ ট্রলারটি ডুবে যায়।

13/03/2022

বরিশালের কীর্তনখোলা নদীর বেলতলা খেয়াঘাট এলাকায় ঢাকাগামী ওয়াটার ওয়েজ গ্রীন লাইনের ঢেউয়ে ডুবে গেছে যাত্রীবাহী একটি ট্রলার।

24/02/2022

সদরঘাট ত্যাগ করছে পটুয়াখালীর কিং সুন্দরবন ৯

21/02/2022

বিগত বছরে স্থলভাগে বিভিন্ন প্রকল সম্পন্ন করার পাশাপাশি আমরা দেশের যাত্রীবাহী বেশ কিছু জাহাজের ইন্টেরিয়র ডিজাইন কনসালটেন্সি করেছি। অলংকরণের এই সুদীর্ঘ যাত্রায় সর্বশেষ সম্পন্ন করা যাত্রীবাহী জাহাজের প্রোজেক্ট এমভি প্রিন্স আওলাদ-১০ আগামী ২০'শে ফেব্রুয়ারি প্রথম যাত্রা শুরু করতে যাচ্ছে। জাহাজ কর্তৃপক্ষের চাহিদা এবং যাত্রীদের পছন্দকে প্রাধান্য দিয়ে আমরা জাহাজটির ইন্টেরিয়র ডিজাইন করার স্থানগুলোকে সাজানোর নকশা প্রণয়ন করি। সাধারণ ঘরানার ডিজাইনের মাধ্যমে যাত্রীদের প্রশান্তিদায়ক যাত্রা এবং যাত্রাপথে জাহাজের আভ্যন্তরীণ চলাফেরা ও আয়েশের দিক থেকে কোনরকম প্রতিবন্ধকতা না আসে - এই বিষয়গুলো প্রাধান্য দিয়ে ইন্টেরিয়র সাজানোর চেষ্টা করি। আমরা আশা করছি প্রিন্স আওলাদ-১০ জাহাজের ইন্টেরিয়র ডিজাইন আপনাদের চাহিদার খানিকটা হলেও পূরণ করবে এবং রাতের নৌযাত্রাকে রোমাঞ্চিত করবে।

এমভি প্রিন্স আওলাদ-১০ জাহাজটির ইন্টেরিয়র ডিজাইন কনসালটেন্সির কাজে আমাদের উপর ভরসা রাখায় আমরা ধন্যবাদ জানাচ্ছি মেসার্স মিতা ওয়াটার ট্রান্সপোর্ট কোম্পানির সকলকে এবং বিশেষ করে জনাব Sishir hossain Zuboraj কে। Beryl Architects টিমের পক্ষ থেকে মেসার্স মিতা ওয়াটার ট্রান্সপোর্ট কোম্পানির সর্বাঙ্গীণ অগ্রগতি ও উন্নতি কামনা করি।

প্রোজেক্টঃ এমভি প্রিন্স আওলাদ-১০
চলাচলকারী রুটঃ ঢাকা-বরিশাল-ঢাকা
স্বত্বাধিকারীঃ মেসার্স মিতা ওয়াটার ট্রান্সপোর্ট কোং
ইন্টেরিয়র ডিজাইন কনসালটেন্টঃ Beryl Architects
প্রধান আর্কিটেক্টঃ চৌধুরী আরিফ উল আলম।

বরিশাল  ঢাকা বরিশাল নৌ রুটে  যুক্ত হলো প্রিন্স আওলাদ ১০,বরিশালবাসীকে ভালো সার্ভিস দিবে এমনটাই প্রত্যাশা আমাদের।
21/02/2022

বরিশাল ঢাকা বরিশাল নৌ রুটে যুক্ত হলো
প্রিন্স আওলাদ ১০,
বরিশালবাসীকে ভালো সার্ভিস দিবে
এমনটাই প্রত্যাশা আমাদের।

সব কিংবদন্তিরা.....
11/02/2022

সব কিংবদন্তিরা.....

দিনের শেষে।
11/02/2022

দিনের শেষে।

09/02/2022

ঘাট ছেড়ে যাচ্ছে আমতলীর কিং সুন্দরবন ৭।। Launch tourism in Bangladesh

ঘাট ছেড়ে বিদায় নিচ্ছে.........নাম কমেন্টে জানান।
09/02/2022

ঘাট ছেড়ে বিদায় নিচ্ছে.........নাম কমেন্টে জানান।

"নিশ্চয়ই তিনি জানেন যাহা-কিছু অন্তরসমূহে নিহিত রয়েছে, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।"
09/02/2022

"নিশ্চয়ই তিনি জানেন যাহা-কিছু অন্তরসমূহে নিহিত রয়েছে, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।"

15/01/2022

বরগুনা থেকে ....

Address

Dhaka Sadarghat
Gandaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Launch Tourism in Bangladesh LTB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby travel agencies



You may also like