07/11/2022
সতর্ক হনঃ ভালো থাকুন
মানুষ ২০০ টাকা কম পাওয়াটাকে গুরুত্ব দেয়।
২ লাখ টাকার ফিনানশিয়ালি সিকিউরিটি এর কথা ভাবেনা।
কে ২০০ কম দিলো, সেই নেশায় ঘুরতে ঘুরতে বিকাশের দোকানদার থেকেও টিকেট কিনে।
IATA। এজেন্সির একজন অভিজ্ঞতাসম্পন্ন স্টাফকে খোচাবে, ভাই উমুক জায়গায় ২০০ টাকা কম পাচ্ছি এই সেই।
এইটা বুঝেনা, টিকেটিং এ ১০-২০ বছর অভিজ্ঞ একজনের সেবা আর ওই বিকাশের দোকানে বসে টিকেট ব্যাবসায়ী এক? যে কিনা উমুক তমুক Hub/ Halltrip/ 24TKT যাদের নামে Already কলংকের দাগ আর এইসব ঘোড়ার ডিম থেকে টিকেট করে দিবে। এই পোর্টালগুলোর ক্লায়েন্ট ৯০% ই হচ্ছে এইসব বিকাশের দোকানদাররা। বিকাশের দোকানদার ১০০ টিকেট বেচবে ১০০ টাকা লসে, সুযোগ বুঝে ১০ লাখ নিয়ে গায়েব।একজন অভিজ্ঞ IATA staff বা Consultant কখনোই এইসব থেকে টিকেট করেনা।
কেনো করবে?
এইসব ফাদপাতা পোর্টাল ইন্সট্যান্ট যেই ১০০/২০০ ছাড় দিচ্ছে তার কয়েকগুন একজন IATA staff বা অফিস Airlines /GDS + নানা মাধ্যমে Incentive পেয়ে পোষায় যায়।
বাংলাদেশের আইন এখনো শক্ত না ভাই। এইসব পোর্টাল যতটা ভাগছে, কয়টার টাকা মানুষ পাইছে?
Haltrip মানুষের কোটি টাকা মেরে দিয়ে আবার Hub নামে আসছে কম মজায়? কোন এজেন্সি জানেনা যে, ওরাই Haltrip? তাও মানুষ বাশ খাওয়ার জন্য যায়। এটাই বাংগালীর স্বভাব। আর ওরাও বাশ দিতেই বিভিন্ন নামে ফিরে লোকদেখানো কিছু এজেন্সির টাকা রিফান্ড দিয়ে।
কারন, ওরা জানে বাশ দিলে এদেশে কিছু হয়না। ( খাটি বাংলা শব্দ লিখায় দুঃখিত)
১০০ টাকার লোভ না সামলাতে পেরে ১০ লাখ হাড়িয়ে কাদে। আর অবাক হয়, ১০০ কমে আসমান থেকে টিকেট এনে দিলো নাকিরে!!!! ?
ভুলটা কার?
একজন IATA expert আপনাকে সেবা দিবে, তার সার্ভিস ভ্যালু নেই?
তার সার্ভিস ভ্যালু -কোয়ালিটি আর বিকাশের দোকানদারের কোয়ালিটি এক?
বিকাশের দোকানদার, ফাদ পেতে বসেই আছে, সে আপনাকে ১০ টা টিকেট ২০০ টাকা কমে দিবে, সুযোগ পেলে ৭ লাখ মেরে দিবে।
কেউ আমার কথায় কষ্ট পেলে দুখিত