17/01/2022
Ministry of Hajj and Umrah, KSA কর্তৃক প্রকাশিত
2021-2022 সনের ওমরাহ পালনের কতিপয় গুরুত্পূর্ণ নির্দেশনা সংক্ষিপ্ত
1. বারো ( ১২ ) বছরের উর্ধে যে কেউ উমরাহ পালন করতে পারবে, তবে উমরাহ্ সর্বোচ্চ কোন বয়সসীমা নাই।
2. কোভিড (Covid Vaccine ) টিকা সনদ থাকতে হবে ।
3. উল্লেখ যে , ২য় Dose টিকা ফ্লাইটের কমপক্ষে ১৪ দিন পূর্বে নিতে হবে ।
4. ফ্লাইটের ৪৮ ঘন্টা পূর্বে Corona টেস্ট করতে হবে ।
5. একটি বাসে যাত্রী থাকবে ২৪-৩০ জন মাত্র ।
6. সম্পূর্ন প্যাকেজ উমরাহ এজেন্ট থেকে নিতে হবে।
7. ভিসা হওয়ার আগেই হোটেল এবং টিকেট কনফার্ম করতে হবে।
8. সফটওয়্যার মাধ্যমে মসজিদ আল নববীর রিয়াজুল জান্নায় সালাত , কবর জিয়ারাত, মক্কায় মসজিদ আল হারামের সালাত ও উমরাহ আদায়ের জন্য পারমিশন সিরিয়াল দিতে হবে।
9. এয়াপোর্ট ইমিগ্রেশন এর জন্য করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকতে হবে।
10. উমরাহ পালনকারী সৌদি আরবে যাওয়ার পূর্বেই , উমরাহ পালন , মদীনা জিয়ারত সহ অন্যান্য বিষয় নিদ্রিষ্ট এপ এর মাদ্ধমে শিডিউল ( উমরাহ এজেন্সী এবং তার গ্রূপের সাথে সমন্বয় করে ) নির্ধারণ করবে ।
11 . প্রত্যেক উমরাহ যাত্রী ফ্লাইটের পূর্বেই তার আইডি কার্ড ( উমরাহ এজেন্সি কর্তৃক প্রদত্ত ) গলায় ঝুলিয়ে রাখবে এবং দৃশ্যমান থাকতে হবে ।
12. সর্বোপরি উমরাহ পালনকারী সৌদিআরবে অবস্থান কালিন সময় , সৌদি সরকার কর্তৃক নির্ধারিত সকল নিয়মাবলী শতভাগ মেনে চলবেন এবং গ্রূপের অন্যান্যদের প্রতি সহনশীল থাকবেন ।
13. পাসপোর্ট ,লাগেজ ও হ্যান্ড বাগে উমরাহ কোম্পানির স্টিকার থাকতে হবে
** উল্লেখ যে, করোনা ভাইরাস চলমান থাকায়, উমরাহ ভিসা / প্যাকেজ / ট্রাভেল সংক্রান্ত নিয়মাবলী যেকোনো সময় সৌদি সরকার কর্তৃক পরিবর্তন – পরিমার্জন হইতে পারে ।