21/06/2024
কুরআন মাজীদে হজ্জ সম্পর্কে বিভিন্ন আয়াত রয়েছে, যা হজ্জের গুরুত্ব, বিধান ও নিয়মাবলী সম্পর্কে নির্দেশনা দেয়। নিচে হজ্জ সম্পর্কে উল্লেখযোগ্য আয়াত প্রদান করা হলো:
কুরবানির গুরুত্ব
সূরা আল-হজ্জ (২২:৩৬-৩৭):
"আর কুরবানির উটগুলোকে আমি তোমাদের জন্য আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত করেছি, এতে তোমাদের জন্য কল্যাণ আছে। অতএব, সারিবদ্ধভাবে তাদের যবেহ করার সময় তোমরা আল্লাহর নাম উচ্চারণ কর। অতঃপর যখন তারা কাত হয়ে পড়ে, তখন তা থেকে তোমরা আহার কর এবং আহার করাও প্রত্যাশী ও প্রত্যাশাহীন অভাবগ্রস্তকে। এভাবে আমি তা তোমাদের বশীভূত করেছি, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর। তাদের গোশত ও রক্ত আল্লাহর নিকট পৌঁছায় না; কিন্তু তোমাদের তাকওয়া তার কাছে পৌঁছে। এভাবেই তিনি তা তোমাদের বশীভূত করেছেন, যাতে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা কর, তিনি তোমাদের পথ প্রদর্শন করেছেন। আর তুমি সুসংবাদ দাও সৎকর্মপরায়ণদের।"