Uzzal shil

Uzzal shil প্রকৃতি প্রেমিক❤️💚

30/07/2024

ফুটবলের সৌন্দর্য 🥰❤️❤️
লোকেশন : নোয়াপাড়া চা বাগান মাঠ।

গতকাল  টিম হোটেলে সবার থেকে বিদায় নিলেন এঞ্জেল ডি মারিয়া জড়িয়ে ধরলেন লিও মেসি কে ভেঙ্গে পড়েন কান্নায় 🥹😐কঠিন বাস্তবতা 😞বি...
15/07/2024

গতকাল টিম হোটেলে সবার থেকে বিদায় নিলেন এঞ্জেল ডি মারিয়া জড়িয়ে ধরলেন লিও মেসি কে ভেঙ্গে পড়েন কান্নায় 🥹😐
কঠিন বাস্তবতা 😞বিদায় খুবই হৃদয় বিদায়ক। তোমাকে নিয়ে লিখার ভাষা পাচ্ছি না প্রিয়। তোমার এই বিদায় হাজার কোটি ভক্তের হৃদয়কে ফুটু করে দিবে প্রিয় ডি-মারিয়া। আজকে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচই হয়েছে শেষ ম্যাচ আর্জেন্টিনার প্রিয় একজন খেলোয়াড় ডি-মারিয়ার শেষ ম্যাচ। তোমার জাদুকরি পায়ের খেলা দেখে যতটা আনন্দ পেয়েছি, শিরোপা জিতলে ও ততটা আনন্দ পাই না। প্রিয় এই জার্সিতে আর কোনোদিন জাদুকরি পায়ের জাদুর খেলা মাঠে খেলতে দেখবো না, এটা ভাবতেই অনেক কষ্ট হয়। প্রিয় তোমার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো।
মেসি সহ অনেকের শেষ কোপা আমেরিকা।

কোপা চ্যাম্পিয়ন হওয়াই শুভ কামনা রইল তোমার জন্য ❤️

❤️🇦🇷🇦🇷❤️

We Are Ready La Albiceleste🇦🇷💪

Vamos Argentina ✌️
⭐⭐⭐

11/07/2024

কচি পাতা রং লেগে চা বাগান হয়েছে সবুজের গালিচা ❤️❤️❤️

11/07/2024

মাধবপুর উপজেলার বহর রাবার ড্যাম পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু,সেই রাবার ড্যাম এর জোয়ারের ভয়ঙ্কর রূপ🙄🙄

28/06/2024

মোড়াকরি থেকে ধরমন্ডল বাজার সড়কের দীর্ঘ ৭/৮ কিলোমিটারের অধিকাংশ স্থানের পিচ ঢালা উঠে ছোট বড় অসংখ্য গর্তের সৃস্টি হয়েছে। গর্তে ভরা এই সড়ক দিয়ে সকল প্রকার যানবাহন চলাচল এখন অসহনীয় হয়ে পড়েছে এবং সড়ক দুর্ঘটনার আশঙ্কা রয়েছে সড়কটির বেহাল অবস্থায় ১৫ মিনিটের পথে সময় লাগছে ৪০মিনিট। মোড়াকরি টু ধরমন্ডল এই সড়ক দিয়ে যানবাহনগুলো প্রতিদিন অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করছে। সড়কে যাতায়াতকারী যাত্রীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। এলাকার জনগন এবং মালামাল পরিবহনের ধরমন্ডল সাথে যোগাযোগের একমাত্র এ সড়ক।সড়কের এই বেহাল অবস্থার কারণে যাত্রীদের ভাড়া গুনতে হচ্ছে অতিরিক্ত। এই রাস্তাটি পুনরায় সংস্কার করার জন্য উপজেলা প্রশাসনের এবং স্থানীয় নেতৃবিন্দুদের দৃষ্টি আকর্ষণ করছি 🙏🙏🙏

21/06/2024

গ্রাম বাংলার বর্ষার প্রাকৃতিক দৃশ্য 🥰🥰

15/06/2023

ঈশ্বর মাঝে মাঝে ওনার ভক্তদের পরীক্ষা নেই।।
আমরা না হয় সেই পরীক্ষাটাই দিলাম।।😢😢

14/06/2023

সহজে কোন কিছু হয়না!

যদি নিজের জীবনে বড় কিছু করতে হয়
তবে তোমাকে কষ্ট করতে হবে..!

মানুষ কথা দেয়…শুধুমাত্র মুহুর্তকে সুন্দর করার জন্য!-😔🥀
13/06/2023

মানুষ কথা দেয়…

শুধুমাত্র মুহুর্তকে সুন্দর করার জন্য!-😔🥀

অন্যের ভালো দেখতে পারাটাও এক প্রকার পারিবারিক শিক্ষা, এই শিক্ষাটা বেশিরভাগের মধ্যে থাকে না।ভালো শিক্ষাগুলো গ্রহন করুন।সৎ...
10/06/2023

অন্যের ভালো দেখতে পারাটাও এক প্রকার পারিবারিক শিক্ষা, এই শিক্ষাটা বেশিরভাগের মধ্যে থাকে না।
ভালো শিক্ষাগুলো গ্রহন করুন।
সৎ পথে থাকেন একদিন আপনার ও ভালো কিছু হবে।

__জীবনে কিছু খারাপ সময় আসা দরকার এটা আপনাকে মানুষ চিনতে সহায়তা করে!__
07/06/2023

__জীবনে কিছু খারাপ সময় আসা দরকার এটা আপনাকে মানুষ চিনতে সহায়তা করে!__

খুব সুন্দর অনুভূতির জন্য আমি আজও থাকিয়ে আছি তোমার দিকে।তোমার এই চোখের মায়ায় আমি ডুবে থাকতে চাই অনন্তকাল ধরে।🥀🥀🥰🥰 (P)
02/06/2023

খুব সুন্দর অনুভূতির জন্য আমি আজও থাকিয়ে আছি তোমার দিকে।
তোমার এই চোখের মায়ায় আমি ডুবে থাকতে চাই অনন্তকাল ধরে।🥀🥀🥰🥰 (P)

31/05/2023

কিছু শূন্যতা থাকুক না অপূর্নতায়
ভাল থাকুক পৃথিবীর সকল প্রিয় মানুষ গুলো।।💔😟

30/05/2023

দিনের বেলায় ভৈরবের কি অবস্থা......!!!

24/05/2023

আপনি কাউকে কষ্ট দেওয়ার পর যদি আপনার মন অনুতপ্ত হয়। যে অপরদিকের মানুষটা কষ্ট পেয়েছে বলে আপনার ভীষন খারাপ লাগছে। তাহলে বুঝে নিবেন যে আপনাকে ঐ মানুষটার কাছে গিয়ে নিজের ভুলের জন্য ক্ষমা চাওয়া উচিৎ। সাথে সাথে ক্ষমা চেয়ে নেন। ক্ষমা চাওয়ার পর যদি আপনি শান্তি অনুভব করেন। তাহলে বুঝে নিবেন ঈশ্বর ও আপনাকে ক্ষমা করে দিয়েছেন ঐ ভুলটার জন্য।
তখন বুঝবেন আপনার মনটা অনেক বেশি সুন্দর। আপনার মনটার যত্ন নিবেন!

গ্রামের সবুজ মাঠের মনোরম পরিবেশে বার বার হারিয়ে যেতে ইচ্ছে করে।ভালো লাগেনা আর ইট পাথরের বিষাক্ত ধোঁয়ার শহরে। মন না চাইত...
23/05/2023

গ্রামের সবুজ মাঠের মনোরম পরিবেশে বার বার হারিয়ে যেতে ইচ্ছে করে।
ভালো লাগেনা আর ইট পাথরের বিষাক্ত ধোঁয়ার শহরে।
মন না চাইতেও তবুও থাকতে হয় জীবিকার তাগিদে এই ইট পাথরের শহরে। জীবনকে সুন্দর ভাবে সাঁজাতে প্রয়োজন হয় মহামূল্যবান অর্থ নামক বস্তুর যা উপার্জন করার জন্য এই ইট পাথরের শহরে কাটাতে হয় জীবনের অনেক টা সময়।😒😒

 # #আমাকে বিচার করার আগে     নিশ্চিত করুন আপনি কি নিখুঁত ..??
22/05/2023

# #আমাকে বিচার করার আগে
নিশ্চিত করুন আপনি কি নিখুঁত ..??

Address

Morakori
Habiganj Sadar
3333

Telephone

+8801739314047

Website

Alerts

Be the first to know and let us send you an email when Uzzal shil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Uzzal shil:

Videos

Share

Category

Nearby travel agencies



You may also like