"আলহামদুলিল্লাহ"
নভেম্বর ২৪, ২৫, ২৬ তারিখে এম ভি মোহাম্মদী টু ভেছেলে তিন দিন দুই রাতের প্যাকেজ প্রোগ্রামটি সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে, আমাদের পরবর্তী প্যাকেজ ডিসেম্বর ০১,০২,০৩ ও ১৫,১৬,১৭ তারিখে
যোগাযোগ :
☎️+880 1903-887529
সুন্দরবনের বাংলাদেশের অংশের আয়তন ৬০১৭ বর্গ কিঃমিঃ। এতো বড় বনে সব অংশে পর্যটক নিয়ে ভ্রমণ করা সম্ভব নয়। তাই উল্লেখযোগ্য কিছু অংশে ভ্রমণ করা হয়। এর মধ্যে অন্যতম হাড়বাড়িয়া ইকো-ট্যুরিজম কেন্দ্র।
হাড়বাড়িয়া খুলনা-মংলা হয়ে সুন্দরবন প্রবেশ করলে দ্বিতীয় ভ্রমণ স্থান । সুন্দরবনের( বাগেরহাট পাশের) প্রথম সীমানা থেকে প্রায় ২৬ কিঃমিঃ দক্ষিণে পশুর নদীর তীরে অবস্থিত ।
হাড়বাড়িয়াতে রয়েল বেঙ্গল টাইগারের আনাগোনা বেশী। তাই নিরাপত্তার জন্য গান ম্যান রেখে সারিবদ্ধ ভাবে হাটতে হবে নির্ধারিত ফুট ট্রেইল ধরে।
পল্টনে নামার পরই হয়তো আপনাকে অভ্যর্থনা জানাবে এক দল বানর । বন রক্ষীদের অফিস পার হয়ে ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে, মিষ্টি জলের পুকুর পাশে রেখে প্রবেশ করবেন গভীর বনে৷ মিষ্টি জলের জোগান দিতে ১৯৯৭-৯৮ সালে বীর শ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্মরণে খনন করা হয় এই পুকুর। ঘন সবুজ বন