Ayat Hasan Travel Agency

Ayat Hasan Travel Agency Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ayat Hasan Travel Agency, Travel Company, Biwta Launch Terminal, Khulna.

24/11/2023

"আলহামদুলিল্লাহ"
নভেম্বর ২৪, ২৫, ২৬ তারিখে এম ভি মোহাম্মদী টু ভেছেলে তিন দিন দুই রাতের প্যাকেজ প্রোগ্রামটি সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে, আমাদের পরবর্তী প্যাকেজ ডিসেম্বর ০১,০২,০৩ ও ১৫,১৬,১৭ তারিখে
যোগাযোগ :
☎️+880 1903-887529

আলহামদুলিল্লাহ,,, কুয়েট ইউনিভার্সিটি ৩২৬জন ভ্রমণ পিপাসু  শিক্ষার্থীদের নিয়ে ০৬-০৭-০৮ অক্টোবর (২০২৩)সুন্দরবনের উদ্দেশ্যে ...
06/10/2023

আলহামদুলিল্লাহ,,,
কুয়েট ইউনিভার্সিটি ৩২৬জন ভ্রমণ পিপাসু শিক্ষার্থীদের নিয়ে ০৬-০৭-০৮ অক্টোবর (২০২৩)সুন্দরবনের উদ্দেশ্যে রওনা করলাম ,,,
আয়োজনে= সুন্দরবন ট্যুরস খুলনা
ভ্রমণ তরী =এম ভি মোহাম্মাদী ২
ভ্রমন তরী=এম ভি বিলাস ভ্রমন
ভ্রমন তরী=এম ভি ভেসপার
ভ্রমন তরী=এম ভি রেইনবো
ভ্রমন তরী=এম ভি শুভ রোদেলা
ইনশাআল্লাহ পরবর্তী ট্যুর ১৩-১৪-১৫ অক্টোবর ২০২৩

সেপ্টেম্বর ২৮,২৯,৩০ তারিখে ৩ দিন সরকারি ছুটিতে সুন্দরবন প্যাকেজ প্রোগ্রামের কিছু খণ্ড চিত্র।
02/10/2023

সেপ্টেম্বর ২৮,২৯,৩০ তারিখে ৩ দিন সরকারি ছুটিতে সুন্দরবন প্যাকেজ প্রোগ্রামের কিছু খণ্ড চিত্র।

★★বিসমিল্লাহির রহমানির রহিম★★★★আলহামদুলিল্লাহ১লা সেপ্টেম্বর-২০২৩ থেকে খুলে দেওয়া হচ্ছে ""ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন"" তা...
19/08/2023

★★বিসমিল্লাহির রহমানির রহিম★★

★★আলহামদুলিল্লাহ
১লা সেপ্টেম্বর-২০২৩ থেকে খুলে দেওয়া হচ্ছে ""ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন"" তাই আর দেরি না করে,

🐅চলুন ঘুরে আসি পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট বাঘ মামার রাজ্যে সুন্দরবন থেকে🐅

#সুন্দরবন_ভ্রমণ🐅
🌿রকমারী স্বাস্থ্যসম্মত খাবার, আরামদায়ক নৌ ভ্রমণ ও প্রকৃতি উপভোগ ও উন্মুক্ত বন্য প্রাণী দেখা এবং সমূদ্র দর্শনের আমন্ত্রণ জানাচ্ছি ।

🚧 খুলনা-সুন্দরবন-খুলনা 🐅
(৩ দিন ২ রাতের নিরাপদ এবং আনন্দদায়ক ভ্রমণ)

#ভ্রমণ_স্পট :
🛑▪আন্দারমানিক 🐅
🛑▪জামতলা সী-বীচ 🐅
🛑▪কটকা অফিস পাড় 🐅
🛑▪টাইগার পয়েন্ট 🐅
🛑▪কচিখালি//হিরণপয়েন্ট🐅
🛑▪ডিমের চর//দুবলারচর🐅
🛑▪করমজল 🐅

#নিরাপত্তা: 🐅
নিরাপত্তার ব্যাপারে আমাদের কোন আপোস নেই। আপনাদের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বাংলাদেশ বনবিভাগের একজন জন স্বশস্ত্র ফরেস্ট গার্ড। আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে VHF এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন।

🛑 আমাদের সমস্ত প্রচেষ্টা আপনাদের নিরাপত্তা এবং আনন্দদায়ক ভ্রমণের জন্য তাই আপনাদের সহযোগিতা আমাদের কাম্য।

🛑 বিস্তারিত জানতে ও বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন

☎️ 01408-818247
☎️ 01903887529

27/07/2023

সুন্দরবনের বাংলাদেশের অংশের আয়তন ৬০১৭ বর্গ কিঃমিঃ। এতো বড় বনে সব অংশে পর্যটক নিয়ে ভ্রমণ করা সম্ভব নয়। তাই উল্লেখযোগ্য কিছু অংশে ভ্রমণ করা হয়। এর মধ্যে অন্যতম হাড়বাড়িয়া ইকো-ট্যুরিজম কেন্দ্র।
হাড়বাড়িয়া খুলনা-মংলা হয়ে সুন্দরবন প্রবেশ করলে দ্বিতীয় ভ্রমণ স্থান । সুন্দরবনের( বাগেরহাট পাশের) প্রথম সীমানা থেকে প্রায় ২৬ কিঃমিঃ দক্ষিণে পশুর নদীর তীরে অবস্থিত ।

হাড়বাড়িয়াতে রয়েল বেঙ্গল টাইগারের আনাগোনা বেশী। তাই নিরাপত্তার জন্য গান ম্যান রেখে সারিবদ্ধ ভাবে হাটতে হবে নির্ধারিত ফুট ট্রেইল ধরে।
পল্টনে নামার পরই হয়তো আপনাকে অভ্যর্থনা জানাবে এক দল বানর । বন রক্ষীদের অফিস পার হয়ে ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে, মিষ্টি জলের পুকুর পাশে রেখে প্রবেশ করবেন গভীর বনে৷ মিষ্টি জলের জোগান দিতে ১৯৯৭-৯৮ সালে বীর শ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্মরণে খনন করা হয় এই পুকুর। ঘন সবুজ বনের মাঝে এই পুকুরে যখন লাল শাপলা ফুটে তখন অন্য রকম মুগ্ধতা ছড়ায়।
পুকুরকে বামে রেখে ইটের রাস্তা ধরে একটু এগোলেই ঘন বন। এবং তার একটু সামনেই ওয়াচ টাওয়ারের পাশ দিয়ে কাঠের ফুট ট্রেইল। দু,পাশে থাকবে ঘন শ্বাসমূল যুক্ত ম্যানগ্রোভ উদ্ভিদ আর তার মাঝে নিরাপত্তা বেষ্টনী দেওয়া সরু কাঠের ফুট ট্রেইল । সুন্দরী,গোলপাতা,গেওয়া এই বনে খুব বেশী দেখতে পাবেন। প্রচুর হরিণের পায়ের ছাপ এবং নিশ্চুপ থাকলে তাদের দেখাও মিলবে। বিরল প্রজাতির মায়া হরিণের দেখাও মেলে এই বনে। ফুট ট্রেইলের পাশ দিয়ে বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়া খুবই স্বাভাবিক ঘটনা।ধীর পায়ে হাটছেন, দু পাশে ঘন জঙ্গল, নিচে লক্ষ করলে দেখবেন কাঁকড়ার পাল ছুটে লুকাচ্ছে আপনার চলার শব্দে। মাঝে মধ্যে বড় আকারের কিং-কোবরার দেখা মেলে এই বনে। সবুজ ঘন বনে আলো আধারের যে খেলা চলে, তাতে চমৎকার ছবি তোলা যায়। আছে একটি ওয়াচ-টাওয়ার, যার উপর থেকে বনের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ফুট ট্রেইলটি পুকুরের এক পাশ থেকে যেয়ে প্রায় দেড় কিলো মিটার ঘুরে অন্য পাশ দিয়ে বের হয়েছে। তখন আপনি ক্লান্ত, তাই একটু বিশ্রামের জন্য আছে পুকুরের মাঝে গোলপাতার ছাউনি দেওয়া একটি বিশ্রামাগার। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিশুদ্ধ প্রকৃতি গায়ে মেখে এর পরের গন্তব্য "কটকা অভয়ারণ্য"।

✋বি:দ্র: বনের কোথাও আমরা ধুমপান করবো না।উচ্চস্বরে কথা বলা বা শব্দ করা থেকে বিরত থাকি।
কোনো অবস্থাতেই পরিবেশের ক্ষতি করে এমন কিছু জঙ্গলে বা নদী-খালে ফেলবো না। যেমন টিসু, খাবারের প্যাকেট বা পলিথিন জাতিয় কিছু, পানির বোতল ইত্যাদি। বন বিভাগের নির্ধারিত স্থান দেওয়া আছে ময়লা ফেলার জন্য।

★★বিসমিল্লাহির রহমানির রহিম★★★★আলহামদুলিল্লাহ১লা সেপ্টেম্বর-২০২৩ থেকে খুলে দেওয়া হচ্ছে ""ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন"" তা...
16/07/2023

★★বিসমিল্লাহির রহমানির রহিম★★

★★আলহামদুলিল্লাহ
১লা সেপ্টেম্বর-২০২৩ থেকে খুলে দেওয়া হচ্ছে ""ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন"" তাই আর দেরি না করে,

🐅চলুন ঘুরে আসি পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট বাঘ মামার রাজ্যে সুন্দরবন থেকে🐅

⏰ভ্রমণের তারিখঃ ১-২-৩/১৫-১৬-১৭/২৮-২৯-৩০ সেপ্টেম্বর-২০২৩

#সুন্দরবন_ভ্রমণ🐅
🌿রকমারী স্বাস্থ্যসম্মত খাবার, আরামদায়ক নৌ ভ্রমণ ও প্রকৃতি উপভোগ ও উন্মুক্ত বন্য প্রাণী দেখা এবং সমূদ্র দর্শনের আমন্ত্রণ জানাচ্ছি ।

🚧 খুলনা-সুন্দরবন-খুলনা 🐅
(৩ দিন ২ রাতের নিরাপদ এবং আনন্দদায়ক ভ্রমণ)

#ভ্রমণ_স্পট :
🛑▪আন্দারমানিক 🐅
🛑▪জামতলা সী-বীচ 🐅
🛑▪কটকা অফিস পাড় 🐅
🛑▪টাইগার পয়েন্ট 🐅
🛑▪কচিখালি//হিরণপয়েন্ট🐅
🛑▪ডিমের চর//দুবলারচর🐅
🛑▪করমজল 🐅

#খাবার:
প্রতিদিন ২ বেলা স্নাক্স সহ মোট ৫ বেলা ডবল মেনুর খাবার থাকবে এবং সকাল-বিকাল চা/কফির ব্যাবস্থা থাকবে।

িন:
সকাল ৬ টায় খুলনার ৪ নং BIWTA ঘাট থেকে আমাদের গাইড আপনাকে রিসিভ করে শীপে নিয়ে যাবে। রুপসা এবং পশুর নদী ধরে খুলনা শিপইয়ার্ড,রুপসা ব্রিজ,রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং মংলা বন্দর পাশে রেখে আমাদের শীপ চলবে আন্দারমানিকের উদ্দেশ্যে।
দুপুরের খাবার খেয়ে আমরা নামবো "আন্দারমানিক ইকো-ট্যুরিজম কেন্দ্রে। আগে গান ম্যান রেখে সারিবদ্ধ ভাবে যাবো নির্ধারিত ফুট ট্রেইল ধরে। ফরেস্ট অফিস পার হয়ে আমরা ঢুকবো গভীর বনে৷ দু,পাশে থাকবে ঘন শ্বাসমূল যুক্ত ম্যানগ্রোভ উদ্ভিদ। সুন্দরী, গোলপাতা,গেওয়া গাছ এই বনে বেশী। প্রচুর হরিণের পায়েরছাপ এবং নিশ্চুপ থাকলে হরিণের পাল দেখা যাবে। কাকড়ার পাল ছুটে লুকাবে আপনার চলার শব্দে। প্রায় ১ মাইল ট্রেইল ঘুরে ফরেস্ট অফিসের সামনে খাঁচায় থাকা হরিণ দেখে বিশ্রাম নিয়ে শীপে ফিরে আসবো। শীপে ফিরে বিকালের নাস্তা খাবো।

শীপ চলবে সাগরের মোহনায় অবস্থিত "কটকা অভয়ারণ্যের উদ্দেশ্যে।

িন:
খুব সকালে ঘুম থেকে উঠে দেশী নৌকায় ক্যানেল ক্রুজিং এবং চুপ থেকে বনের নিস্তব্ধতা উপভোগ করবো৷ সেখান থেকে টাইগার ট্রি'র ঝোপ,হরিণের বিচরণের মাঠ এবং গভীর বন পেরিয়ে আড়াই কিলো দূরের বাদামতলা সী-বীচে যাবো। উপভোগ করবো বাংলাদেশর দুই গর্ব "সুন্দরবন" এবং 'বঙ্গপোসাগর " এর মিলন স্থান।

এরপর শীপে ফিরে সকালের নাস্তা করে যাবো টাইগার টিলার উদ্দেশ্যে। কাঁদা,শ্বাস মূল আর ভয়ংকর গড়ান বন পেরিয়ে টাইগার টিলার অবস্থান।যাওয়ার পথে খুব কাছ থেকে হরিণের পাল দেখা যাবে।এরপর ফিরবো শীপে৷

শীপ যাবে "কচিখালির" উদ্দেশ্যে।

#"কচিখালিতে" গা,ছমছমে ছন বনের ভিতর দিয়ে হাটবো। হরিণের পাল মাথা উচু করে আপনাকে দেখেই ছুটে পালাবে এবং আপনি বুঝবেন কেনো এই জায়গা কে বাঘের ডাইনিং বলা হয়। ছমছমে ভাব নিয়েই ফিরবো শীপে। আবারো দেশী নৌকায় করে যাবো ডিমের চরে।
মনরম সুন্দর সী-বীচে থাকবো সন্ধার পর পর্যন্ত। তারপর ফিরবো শীপে। শীপ চলবে করমজলের উদ্দেশ্যে।

িনঃ
করমজলে নোনা পানির বাংলাদেশের একমাত্র কুমির প্রজনন কেন্দ্র। ছোট বড় কুমির,বিলুপ্ত প্রায় প্রজাতির কচ্ছপ,বানরের পালের বাদরামি এবং হরিণকে হাত থেকে ঘাস খাইয়ে শীপে ফিরে খুলনা/মংলার উদ্দেশ্যে যাত্রা করবো।

#নিরাপত্তা: 🐅
নিরাপত্তার ব্যাপারে আমাদের কোন আপোস নেই। আপনাদের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বাংলাদেশ বনবিভাগের একজন জন স্বশস্ত্র ফরেস্ট গার্ড। আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে VHF এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন।

🛑 আমাদের সমস্ত প্রচেষ্টা আপনাদের নিরাপত্তা এবং আনন্দদায়ক ভ্রমণের জন্য তাই আপনাদের সহযোগিতা আমাদের কাম্য।

#সাথে_কি_কি_রাখতে_হবে:
✅প্রয়োজনীয় ঔষধ।
✅টুথ ব্রাশ ও পেস্ট
✅পাওয়ার ব্যাংক,টেলিটক সিম কার্ড।
✅শ্যাম্পু।
✅ব্যাক্তিগত অভ্যাসের সামগ্রী।

🛑 বিস্তারিত জানতে ও বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন

☎️ 01408-818247
☎️ 01903887529

10/07/2023
সাপ্তাহিক ছুটির দিনে খুলনা রিভার ক্রুজিং পরবর্তী ইভেন্ট এর বুকিং চলিতেছে,,, 🎇প্যাকেজ মূল্যঃ- ৫৯৯  টাকা,,, 🎆সময়ঃ- প্রতি স...
07/07/2023

সাপ্তাহিক ছুটির দিনে খুলনা রিভার ক্রুজিং
পরবর্তী ইভেন্ট এর বুকিং চলিতেছে,,,

🎇প্যাকেজ মূল্যঃ- ৫৯৯ টাকা,,,
🎆সময়ঃ- প্রতি সপ্তাহের শুক্রবার,শনিবার ও ছুটির দিনে বিকাল-৪.৩০ মিনিট থেকে রাত-৯.০০ টা পর্যন্ত,,,

বি,দ্র:-বড় কোন গ্রুপ হলে সপ্তাহের যেকোনো দিন সুবিধাজনক সময় ইভেন্ট রান করা যাবে,,,
Contract Us.
+880 1903-887529

Address

Biwta Launch Terminal
Khulna
KHULNA-9100

Telephone

+8801903887529

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ayat Hasan Travel Agency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ayat Hasan Travel Agency:

Videos

Share

Category


Other Travel Companies in Khulna

Show All

You may also like