28/02/2023
সুন্দরবনে কমিউনিটি ট্যুরিজম!!!
১দিন ১রাত- ( গ্রুপে কমপক্ষে আটজন হতে হবে)।
+8801747185605
জন প্রতি ১৯৯৯/-
খুলনা থেকে - জন প্রতি -২৫৯৯/-
#ফ্যামিলি, কর্পোরেট, কাস্টমাইজড,স্টুডেন্ট,বাইকার সব ধরনের টুর করা যায়।
সুন্দরবনের কোল ঘেষে কোন এক গ্রামে সম্পূর্ন ইকো সিষ্টেমে তৈরি কটেজে থেকে, প্রকৃতির অপরূপ সৌন্দর্যে হারিয়ে যাওয়া, ভয় ভয় অনুভূতি নিয়ে বনের ছোট খালে নৌকা ট্রিপ, ফিরে এসে কটেজের ফলগাছ থেকে বিভিন্ন জাতের দেশীয় ফল, পুকুরে অবাধ সাঁতার,বর্শি/জাল দিয়ে পুকুর অথবা ঘেরে মাছ ধরা, গ্রাম্য হাট, জেলে পল্লী ঘুরে সন্ধ্যায় কটেজের বীচ চেয়ারে বসে সূর্যাস্তের মনোরম দৃশ্য উপভোগ।
রাতে খোলা আকাশের নিচে তাবুতে থেকে চাঁদ তারার লুকোচুরির সাথে Bar-B-Q পার্টিটা জমবে বেশ।
আর ব্যাতীক্রমি এ কমিউনিটি ট্যুরিজমের সব সুযোগ সুবিধা গুলো সুন্দরবনে একমাত্র আমরাই দিয়ে থাকি।
স্হান : দক্ষিণ চিলা, মংলা,বাগেরহাট, সুন্দরবন।
# #প্যাকেজে যা থাকছে-
=>পায়ে হেটে সুন্দরবন দেখা।
=> সুন্দরবনে ছোট নৌকা ট্রিপ।(জোয়ারের পানির উপর নির্ভর করবে)
=>স্থানীয় জেলে পল্লী ঘুরে দেখার সুযোগ।
=>জেলে, মৌয়ালী,বাওয়ালী পরিবারের সাথে সময় কাটানো।
=>স্থানীয় সংস্কৃতির সাথে পরিচয়।
=>গ্রাম্য হাট ঘুরেদেখা।
=>সন্ধ্যায় বাদাবন ইকো কটেজের বিচ চেয়ারে বসে সূর্যাস্তের মনোরম দৃশ্য উপভোগ করা।
=>বাদাবন ইকো কটেজে প্রকৃতির সাথে রাত্রিযাপন(সাহসী পর্যটকরা তাবুতেও থাকতে পারেন)।
=>ভোরে সাইকেলে চড়ে সুন্দরবনের মনোরম দৃশ্য উপভোগ করা।
খাবার তালিকাঃ
-সকালে
খিচুড়ি, ড়িম,সালাদ,আচার,চা।
অথবা,
সাদা ভাত,ডিম, ডাল, ভর্তা,চা।
অথবা,
পরোটা, ডিম, সবজি, চা।
১১:৩০- একটি দেশী ফল,
♦দুপুরে-
সাদা ভাত, কটেজের ঘেরের বাগদা চিংড়ী, দেশী মুরগি/ হাসের মাংস, কটেজের নিজস্ব খেতের বিষ মুক্তো সবজী, ডাল,সালাদ, দধি।
♠বিকেল - গ্রাম্য হালকা নাস্তা।
♣রাতে -
মুরগি Bar-B-Q, রুটি/পরটা,ঝোল, সস্,সালাদ,7up।
প্রত্যেকটা খাবারই থাকবে গ্রামের কাঠের চুলায় রান্না এবং মানসম্মত।
♦পুকুরে সাতার কাটা ও বর্শি /জাল দ্বারা মাছ ধরার ব্যাবস্থা থাকবে।ঘেরের বাগদা চিংড়িও চাইলে ধরতে পারেন। চাইলে প্রিয়জনদের জন্যা নিতে পারেন,,সুন্দরবনের খাঁটি মধু, গোলপাতার গুড়, স্থানীয় লোকের হাতে তৈরী বিভিন্ন জিনিসপত্র, গ্রাম্য বাজার থেকে নিতে পারেন বিভিন্ন প্রজাতির চিংড়ি, কাঁকড়া, সুন্দরবন থেকে ধরে আনা সামুদ্রিক মাছ,।
প্যাকেজের বাইরে ও নিতে পারেন-
= কাঁকড়া ভুনা,
= মাছ বারবিকিউ
= পিঠা, পায়েস
= খেজুরের রস
"পরিবেশ বান্ধব পর্যটন গড়ি
সুন্দরবনকে রক্ষা করি।"
♦বি:দ্র: ভ্রমন চলাকালীন সময়ে বা কটেজে কোনো প্রকার মাদক সেবন বা বহন করা যাবে না।
♣♣আপনার ভ্রমনটি আনন্দদায়ক ও নিরাপদ করতে সার্বক্ষণিক সাথে থাকবে ইকো গাইড!!♣♣
যোগাযোগ - Travelers Link bd
চন্দ্রকমপ্লেক্স, রুপসা সেতু বাইপাস সড়ক, (সাচিবুনিয়া বিশ্বরোড মোড়) লবনচরা, খুলনা।