Swift Tour & Trips

Swift Tour & Trips Service Provider of Bus, Train, Airlines Ticket Booking, Hotel Booking & Medical Appointment in India.

04/05/2024

ব্রেকিং নিউজ❗❗ আগামী জুলাই মাস হতে
চিত্রা এক্সপ্রেসের রুট পরিবর্তন হচ্ছে।🙂

অর্থাৎ, সুন্দরবন বেনাপোল চিত্রা এক্সপ্রেস
ঢাকা পদ্মা সেতু নড়াইল গোপালগঞ্জ রুপদিয়া
যশোর নতুন রুটে চলাচল করবে।🙂
পাবনা সিরাজগঞ্জ বাসীর জন্য সু সংবাদ 😍
চিত্রা এক্সপ্রেসের রুট পরিবর্তন করা হলে
খুব তারাতাড়ি পাবনা এক্সপ্রেস চালু হবে।
পদ্মা রেল করিডোর সম্পূর্ণ খুলছে জুলাইয়ে, চলবে ৮ জোড়া নতুন ট্রেন
---
ঢাকা-যশোর-খুলনা রুটে ট্রেন বর্তমানে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুর-কুষ্টিয়া-দর্শনা হয়ে যায়। এত ঘুরে যশোর-খুলনা পৌঁছানোয় দূরত্ব বেড়ে হয়ে যায় ৩৬৭ কিলোমিটার, আর সময়ও লাগে কমপক্ষে সাড়ে ৭ ঘণ্টা।

কিন্তু তিন মাস পরে জুলাই থেকে সোজা রুটে ট্রেন ঢাকা থেকে পদ্মা সেতু-ভাঙ্গা-মধুমতি সেতু হয়ে যশোর যাবে। ফলে এ রুটের দূরত্ব ৩৬৭ কিলোমিটার থেকে ১৯৫ কিলোমিটার কমে দাঁড়াবে মাত্র ১৭২ কিলোমিটারে।

ফলে এ রুটের যাতায়াতের সময় কমবে কমপক্ষে তিন ঘণ্টা। পরিবর্তিত সময়ে ঢাকা থেকে যশোর যেতে লাগবে সোয়া তিন ঘণ্টা এবং ঢাকা থেকে খুলনা ও ঢাকা থেকে বেনাপোল পর্যন্ত যেতে চার ঘণ্টা সময় লাগবে।

পদ্মা সেতু দিয়ে চলাচলকারী চার রুটে চলতি বছরে নতুন আট জোড়া ট্রেন চালানোর পরিকল্পনা নিয়েছে রেলওয়ে। এ চার রুট হচ্ছে- ঢাকা-যশোর-খুলনা, ঢাকা-যশোর-বেনাপোল, ঢাকা-ভাঙ্গা-গোপালগঞ্জ, ঢাকা-ফরিদপুর-দর্শনা।

রেলওয়ে সূত্র জানায়, এর মধ্যে খুলনা-ঢাকা রুটের দুটি আন্তঃনগর ট্রেন সুন্দরবন এক্সপ্রেস এক জোড়া চললেও সময় ও দূরত্ব কমে যাওয়ায় একটা রেক(ট্রেন সেট) দিয়েই দুই জোড়া ট্রেন চালানো হবে। সুন্দরবন প্রভাতী-গোধুলী নামে চলতে পারে এ দুইটি ট্রেন।

অন্যদিকে ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু হয়ে চলাচলকারী চিত্রা এক্সপ্রেস ট্রেনটিও পদ্মা সেতু দিয়ে চলবে। এ ট্রেনের এক রেক(ট্রেন সেট) দিয়েই দুই জোড়া ট্রেন প্রভাতী-গোধুলী নামে চলতে পারে।

আর ঢাকা-বেনাপোল রুটে পদ্মা সেতু চলা বেনাপোল এক্সপ্রেসও বর্তমান রুট পরিবর্তন করে ভাঙ্গা থেকে মধুমতী সেতু- যশোর হয়ে বেনাপোলের উদ্দেশ্যে যাতায়াত করবে। বর্তমানে বেনাপোল এক্সপ্রেসের এক রেক(ট্রেন সেট) দিয়েই দুই জোড়া ট্রেন প্রভাতী-গোধুলী নামে চলতে পারে।

অন্যদিকে ঢাকা থেকে গোপালগঞ্জ পর্যন্ত রেলরুট চালু থাকলেও এখন পর্যন্ত কোন ট্রেন চলাচল করে না। এ রুটেও এক জোড়া ট্রেন চালানোর চিন্তা করছে রেলওয়ে।

অন্যদিকে সুন্দরবন এক্সপ্রেস ও চিত্রা এক্সপ্রেস রুট পরিবর্তন করলে ঢাকা থেকে ফরিদপুর-কুষ্টিয়া-দর্শনা রুটে কোনো ট্রেন থাকছে না। এজন্য এ রুটে নতুন একটি রেক দিয়ে এক জোড়া ট্রেন চালাতে পদক্ষেপ নিচ্ছে রেলওয়ে।

এদিকে ঢাকা-কলকাতা রুটের আন্তর্জাতিক ট্রেন মৈত্রী এক্সপ্রেসও রুট পরিবর্তন করে পদ্মা সেতু হয়ে ঢাকায় চলাচল করবে।

খুব শীগ্রই ঢাকা-গোপালগঞ্জ ট্রেন চালু হচ্ছে।খুলনাবাসী পাচ্ছে অফিসগামী এবং অফিস ফেরত আন্তনগর 'চিত্রা এক্সপ্রেস' এবং একই রে...
23/04/2024

খুব শীগ্রই ঢাকা-গোপালগঞ্জ ট্রেন চালু হচ্ছে।

খুলনাবাসী পাচ্ছে অফিসগামী এবং অফিস ফেরত আন্তনগর 'চিত্রা এক্সপ্রেস' এবং একই রেকে গোপালগঞ্জবাসী পাচ্ছেন আন্তনগর 'বঙ্গবন্ধু এক্সপ্রেস।'

প্রস্তাবিত টাইমিং 'চিত্রা এক্সপ্রেস/বঙ্গবন্ধু এক্সপ্রেস'

▪️খুলনা সকাল ৬.০০ টু ঢাকা সকাল ৯.২০
▪️ঢাকা সকাল ১০.২০ টু গোপালগঞ্জ দুপুর ১.০০!!
▪️গোপালগঞ্জ দুপুর ২.০০ টু ঢাকা বিকেল ৪.৪৫
▪️ঢাকা সন্ধ্যা ৭.০০ টু খুলনা রাত ১০.৩০

এছাড়া ঢাকা- নড়াইল - বেনাপোল রুটে চলবে বেনাপোল-১ ও বেনাপোল-০২ এক্সপ্রেস (সময় নির্ধারণ করা হয় নাই এখনো)।

এটি প্রাথমিক সিদ্ধান্ত, রেলওয়ে কর্তৃপক্ষ যেকোনো সময় ট্রেনের শিডিউল পরিবর্তন করতে পারে।

09/12/2023

১লা জানুয়ারী থেকে খুলনা-মোংলা-যশোর
রুটে একটি নতুন ট্রেন চালু করবে রেলওয়ে।

সকাল ১০ টা ৪৫ (মোংলা - যশোর)
বিকাল ৪ টা ৫০ ( মোংলা - যশোর)
সকাল ৭ টা ৫৫ (যশোর - মোংলা)
দুপুর ১ টা ৫৫ (যশোর - মোংলা)

সুখবর ইন্ডিয়ান ভি.সা আপডেট 🇮🇳🇧🇩বর্তমানে ঢাকা যমুনা ফিউচার পার্ক ivac এর অবস্থা!!এপয়েন্টমেন্ট সল্ট ভোগান্তি টা অনেক টাই...
01/12/2023

সুখবর ইন্ডিয়ান ভি.সা আপডেট 🇮🇳🇧🇩
বর্তমানে ঢাকা যমুনা ফিউচার পার্ক ivac এর অবস্থা!!
এপয়েন্টমেন্ট সল্ট ভোগান্তি টা অনেক টাই কমেছে দ্রুত সময়ে ভিসা পাওয়া যাবে!
ইন্ডিয়ান ভিসার ভিতরে নির্ভর করছে ইউরোপ যাত্রীদের ভবিষ্যৎ!
আমাদের পররাষ্ট্রমন্ত্রী ইন্ডিয়া বাংলাদেশ অনারাইবেল ভিসার যে পরিকল্পনাটি করেছে, যদি বাস্তবায়িত হয় দুই দেশের, অনেক সুযোগ সুবিধা বেড়ে যাবে, ব্যবসা-বাণিজ্য চিকিৎসা ভ্রমণ দুই দেশের নাগরিক ই সুবিধা পাবে!
সবার জন্য শুভকামনা রইল।
যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন.....
যোগাযোগ করুন
𝐕𝐢𝐬𝐢𝐭 𝐨𝐮𝐫 𝐎𝐟𝐟𝐢𝐜𝐞:
Faraji Tower, Sachibunia Bazar, Batiaghata, Khulna
Cell- 01918049933

20/10/2023

নতুন পথে কক্সবাজার ❤️

ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সময়সূচি জেনে নিন।
=========
আগামী ১ নভেম্বর থেকে ঢাকা-কক্সবাজার রুটে একটি নতুন আন্তঃনগর ট্রেন চলবে নতুন কোরিয়ান কোচ দিয়ে। ঢাকা ছাড়বে রাত ১১:১৫, কক্সবাজার পৌঁছাবে সকাল ৭:১৫।

কক্সবাজার ছাড়বে দুপুর ১টায়, ঢাকা পৌঁছাবে রাত ৯টায়। ওয়াশপিট ও অফডে সার্ভিসিং হবে কক্সবাজারে।

চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ও ঢাকাগামী তূর্ণা এক্সপ্রেস ট্রেনের রুট বর্ধিত করে কক্সবাজার-চট্টগ্রাম-ঢাকা রুটে চলবে। সকাল ৭:৪৫ এ ঢাকা ছেড়ে কক্সবাজার পৌঁছাবে বিকাল ৪টায়। ফিরতিযাত্রায় কক্সবাজার থেকে রাত ৮:৪৫ ছেড়ে ঢাকা পৌছাবে সকাল ৬টায়।

চট্টগ্রাম-কক্সবাজার রুটে একটি নতুন আন্তঃনগর ট্রেন চালু হবে চট্টলার অবমুক্ত এক রেক দিয়ে। চট্টগ্রাম ছাড়বে সকাল ৬:৩০, কক্সবাজার পৌঁছাবে ১০টায়। কক্সবাজার ছাড়বে সকাল ১০:৩০, চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ২:৩০। চট্টগ্রাম ছাড়বে দুপুর ৩:১৫, কক্সবাজার পৌঁছাবে সন্ধ্যা ৭টায়। কক্সবাজার ছাড়বে সন্ধ্যা ৭:৩০, চট্টগ্রাম পৌঁছাবে রাত ১১টায়।

ট্যুরিস্ট কোচ পাওয়া সাপেক্ষে, কক্সবাজারগামী নতুন দুটো আন্তঃনগর ট্রেনের সময়সূচী চুড়ান্ত করে রাখা হচ্ছে।

ঢাকা-কক্সবাজার এক্সপ্রেস ট্রেন, ঢাকা ছাড়বে সকাল ১০টায়, কক্সবাজার সন্ধ্যা ৬:৩০, ছাড়বে রাত ১০টায়, ঢাকা পৌছাবে সকাল ৭টায়। সিলেট-কক্সবাজার এক্সপ্রেস ট্রেন, সিলেট ছাড়বে সকাল ৭:৩০, কক্সবাজার বিকাল ৫টা, ছাড়বে রাত ৮টায়, সিলেট পৌঁছাবে সকাল ৫:৩০।

মেঘনা এক্সপ্রেস ট্রেনটি রুট বর্ধিত করে চাঁদপুর-চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলবে।

চট্টগ্রাম-দোহাজারীর লোকাল ট্রেনটি শোভন শ্রেণীর কোচ দিয়ে প্রতিস্থাপিত হয়ে চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচল করবে। দোহাজারী কমিউটার কক্সবাজার থেকে ছাড়বে সকাল ৫টায়, চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৮:৫০, ছাড়বে সন্ধ্যা ৭:৩০, কক্সবাজার পৌঁছাবে রাত ১১টায়। কক্সবাজার কমিউটার চট্টগ্রাম থেকে ছাড়বে ছাড়বে সকাল ৯:৩০, কক্সবাজার পৌঁছাবে দুপুর ১টায়, ছাড়বে দেড় টায়, চট্টগ্রাম পৌছাবে বিকাল ৫টায়।

To get rail or airline tickets from Kolkata to any Indian city during the Puja holidays, contact us right once.‼️ Swift ...
12/10/2023

To get rail or airline tickets from Kolkata to any Indian city during the Puja holidays, contact us right once.‼️ Swift Tour & Trips

💢 Our Services :
🔸Domestic and International Flight Ticket✈️
🔹Indian Railway Reservation
🔸Visa Documentation Services
🔹Doctors Appointment

☑Contact :
🏛️Swift Tour & Trips
Farazi Tower, Sachibunia, Batiaghata, Khulna.
📧 Email: [email protected]

13/04/2023
01/06/2022

BBC News, বাংলা

মিতালী এক্সপ্রেস: জলপাইগুড়ি-ঢাকা রুটে নতুন আন্তর্জাতিক ট্রেনের চলাচল শুরু, কবে কখন কোথা থেকে ছাড়বে, কত সময় লাগবে, খরচ কত

১ জুন ২০২২, ১২:১১ +০৬

করোনা মহামারির কারণে বাংলাদেশ-ভারত রেল যোগাযোগ দীর্ঘদিন বন্ধ ছিল। তিন দিন আগে ঢাকা ও কোলকাতার মধ্যেকার ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।

পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি থেকে একটি যাত্রীবাহী ট্রেন বুধবার সকালে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে, যেটি উত্তরবঙ্গের নীলফামারি জেলার চিলাহাটি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে।

মিতালী এক্সপ্রেস নামের এই ট্রেনটির মাধ্যমে বহু বছর পর এই রুটে ভারত ও বাংলাদেশের ট্রেন যোগাযোগ স্থাপিত হল।

বুধবার সকালে দিল্লিতে মিতালী এক্সপ্রেস ট্রেনের ভার্চুয়াল ফ্ল্যাগ অফের পর নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ট্রেনটি ছাড়ে ঢাকায় এটির পৌঁছানোর কথা রাত দশটায়।

এর আগে করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকা ঢাকা-কোলকাতা রুটের বন্ধন এক্সপ্রেস নামের ট্রেনটিও গত ২৯শে মে পুনরায় যাত্রী নিয়ে চলাচল শুরু করে।

রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিম) অসীম কুমার তালুকদার বিবিসি বাংলাকে জানিয়েছেন যে, মিতালী এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে দু দিন উভয় প্রান্ত থেকে চলাচল করবে, মোট চারটি ট্রিপ থাকবে।

বাংলাদেশ থেকে রওনা হওয়া যাত্রীদের ঢাকায় ক্যান্টনমেন্ট স্টেশনে আর ভারত থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে যাত্রীদের ইমিগ্রেশন সম্পন্ন হবে।

দিল্লিতে ট্রেনটির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

রেলওয়ে থেকে আগেই একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিলো যে মিতালী এক্সপ্রেস চালু হলে সপ্তাহে চার দিন এটি চলাচল করবে।

নিউ জলপাইগুড়ি থেকে রবি ও বুধবার আর ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে সোম ও বৃহস্পতিবার ছেড়ে যাবে ট্রেনটি।

পথে হলদিবাড়ি ও চিলহাটি স্টেশনে ট্রেনটি থামার কথা রয়েছে।

নির্ধারিত সময়সূচী অনুযায়ী নিউজলপাইগুড়ি থেকে বেলা পৌনে বারোটায় ছেড়ে এসে ঢাকায় পৌঁছাবে রাত সাড়ে দশটায়।

অন্যদিকে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে রাত সাড়ে নয়টায় ছেড়ে জলপাইগুড়ি পৌঁছাবে সকাল সোয়া সাতটায়।

খরচ কেমন হবে, টিকেট কোথায় যাওয়া যাবে

রেল কর্তৃপক্ষের বরাত দিয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানিয়েছে, ক্যান্টনমেন্ট থেকে নিউজলপাইগুড়ি স্টেশন পর্যন্ত ট্রেনটির সর্বোচ্চ ভাড়া হবে ৫২৫৫ টাকা।এটি এসি বার্থের টিকেটের মূল্য।

তবে যারা এসি সিটে যাবেন তাদের টিকেটের জন্য জনপ্রতি ৩৪২০ টাকা দিতে হবে।

আর এসি চেয়ারে যারা যাবেন তাদের ২৭৮০ টাকা ভাড়া দিতে হবে।

এ ভাড়ার মধ্যেই ভ্রমণ কর অন্তর্ভুক্ত থাকবে বলে যাত্রীদের আর নতুন করে কোন ভ্রমণ কর দিতে হবে না।

আর পাঁচ বছর বয়সের কম যাত্রীদের ভাড়া হবে টিকেট মূল্যের অর্ধেক।

একজন প্রাপ্তবয়স্ক যাত্রী সর্বোচ্চ ৩৫ কেজি পর্যন্ত ওজনের মালামাল বিনামূল্যে বহন করতে পারবেন।

রেলওয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন আর কলকাতায় টার্মিনাল স্টেশন ও ফেয়ারলিপ্লেস রেলওয়ে বিল্ডিং থেকে মিতালী এক্সপ্রেসের টিকেট পাওয়া যাবে।

সড়ক পথের তুলনায় রেলপথে যোগাযোগ তুলনামূলক কম ব্যয়বহুল

যেসব এলাকায় ভ্রমণে সুবিধা হবে
মিতালী এক্সপ্রেস ট্রেনটি চালু হলে পশ্চিমবঙ্গের দার্জিলিং এবং সিকিমে যাওয়া বাংলাদেশি পর্যটকদের জন্য আরও সহজ হবে।

আবার সিকিম এবং পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের মানুষদেরও বাংলাদেশে যেতে সুবিধা হবে।

প্রতি বছর বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক মানুষ জলপাইগুড়ি হয়ে দার্জিলিং ভ্রমণ করে।

ট্রেনটি চালুর পর দার্জিলিং ভ্রমণ আরও স্বাচ্ছন্দ্যের ও কম খরচের হবে বলে আশা করছেন কর্মকর্তারা, কারণ জলপাইগুড়ি থেকে দার্জিলিংয়ের দূরত্ব খুবই কম।

তবে ভারতের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসাকেন্দ্র না থাকায় পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলীয় অথবা সিকিমের মানুষের জন্য এই ট্রেনসেবা কতটা কাজে লাগবে তা নিয়ে সংশয় আছে।

কারণ কলকাতায় গিয়ে ভিসা করিয়ে কেউ আবার জলপাইগুড়ি এসে ট্রেন ভ্রমণ করে বাংলাদেশে আসবেন না।

ঢাকায় রেলওয়ে কর্মকর্তারা বলছেন এসব বিষয় নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।

২৬ মাস পর চালু হচ্ছে বাংলাদেশ-ভারত ট্রেন চলাচলযুগান্তর ডেস্ক  ১৮ মে ২০২২, ০৬:১৭ পিএমকরোনার কারণে প্রায় দুই বছর বন্ধ থাকা...
19/05/2022

২৬ মাস পর চালু হচ্ছে বাংলাদেশ-ভারত ট্রেন চলাচল
যুগান্তর ডেস্ক
১৮ মে ২০২২, ০৬:১৭ পিএম
করোনার কারণে প্রায় দুই বছর বন্ধ থাকার পর অবশেষে চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মৈত্রী ট্রেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর এ রুটের যাত্রীবাহী ট্রেন ৩টি আবারও চলাচল করবে।

বাংলাদেশ রেলওয়ে সূত্র বলছে, ২৯ মে ঢাকা থেকে কলকাতা ছেড়ে যাবে মৈত্রী এক্সপ্রেস। একই দিনে কলকাতা থেকে খুলনা ছেড়ে আসবে বন্ধন এক্সপ্রেস। আর ১ জুন নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা ছেড়ে আসবে মিতালী এক্সপ্রেস।

বার্তা সংস্থা টিএনএনের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আগামী মাসে বাংলাদেশ সফরে আসছেন ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তার ওই সফরের সময় দুই দেশের মধ্যে মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস ও নিউ জলপাইগুড়ি-ঢাকা মিতালী এক্সপ্রেস চলাচল আবার শুরু হবে।

রেলওয়ে সূত্র জানায়, করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরিপ্রেক্ষিতে ২২ ফেব্রুয়ারি বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে চিঠি দিয়ে দুই দেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়ে ভারতীয় রেল কর্তৃপক্ষের মতামত চাওয়া হয়। জবাবে গত ১৫ মার্চ ভারতীয় রেল কর্তৃপক্ষ দুই দেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরুর বিষয়ে সম্মতি জানায়।

পাশাপাশি ভারত সরকারের কোভিড প্রোটোকলসংক্রান্ত একটি নির্দেশনা পাঠায়। এরপর ২০ মার্চ বাংলাদেশ রেলওয়ে একটি আন্তমন্ত্রণালয় সভা করে।

সভায় বাংলাদেশ রেলের পক্ষ থেকে বলা হয়, ভারতীয় সরকারের প্রোটোকল অনুসারে ভ্রমণকারীকে যাত্রার ৭২ ঘণ্টা আগে আরটিপিসিআর কোভিড টেস্ট কিংবা দুই ডোজ কোভিড টিকা গ্রহণের সনদ থাকতে হবে। ৫ বছরের কম বয়সী শিশুদের সনদের প্রয়োজন নেই। তবে ৬-১২ বছর বয়সী ভ্রমণকারীদের কোভিড প্রোটোকল সম্পর্কে স্পষ্ট করা হয়নি।

বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে কোভিড প্রটোকল ভারতের প্রটোকলের কাছাকাছি। তবে বাংলাদেশে ১২ বছরের কম বয়সী সবার টিকা কিংবা আরটিসিপিআর পরীক্ষা সনদে ছাড় দেওয়া হয়েছে।

মহামারির আগে ঢাকা-কলকাতা রুটে মৈত্রী এক্সপ্রেস সপ্তাহে পাঁচ দিন এবং খুলনা-কলকাতা রুটে বন্ধন এক্সপ্রেস দুই সপ্তাহ পরপর চলাচল করত। কিন্তু করোনার প্রকোপে বন্ধ হয়ে যায় সেগুলো।

ট্রেন দুটি চালুর সময় বাংলাদেশ ও ভারত একটি করে রেক দিয়েছিল। সবশেষ চালু হওয়া মিতালি এক্সপ্রেসের রেক দিয়েছে ভারত।

২০২১ সালের মার্চে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যৌথভাবে ঢাকা-নিউ জলপাইগুড়ি রুটের ট্রেনটি উদ্বোধন করেছিলেন।

Address

Farazi Tower, Sachibunia Bazar, Batiaghata, Khulna।
Khulna
9260

Alerts

Be the first to know and let us send you an email when Swift Tour & Trips posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Swift Tour & Trips:

Share

Category