Tamizur Rahman

Tamizur Rahman This is a entertainment Page. Please Follow us.

সোমালিয়ার ডাকাতদের হাত থেকে উদ্ধার হওয়া বাংলাদেশি জাহাজ আব্দুল্লাহর, ২৩ নাবিককে বীরের সংবর্ধনা জানালো চট্টগ্রাম বন্দর ...
14/05/2024

সোমালিয়ার ডাকাতদের হাত থেকে উদ্ধার হওয়া বাংলাদেশি জাহাজ আব্দুল্লাহর,
২৩ নাবিককে বীরের সংবর্ধনা জানালো চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
কিন্তু ওই নাবিকদের কোন ক্ষতি হলে বন্দর কর্তৃপক্ষ কি,তখন কান্নাকাটি করতো ?

আসিতেছে আসিতেছে আমেরিকার সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।এসেই তিনি নাকি সাথে করে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিয়ে...
14/05/2024

আসিতেছে আসিতেছে আমেরিকার সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।
এসেই তিনি নাকি সাথে করে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিয়ে যাবেন।

22/04/2024

যেদিন আরববিশ্ব থেকে রাজতন্ত্র বিলুপ্ত হবে সেদিন ফিলিস্তিনসহ আরববিশ্ব স্বাধীন হবে।আর আফগানিস্তানের মত আমেরিকা, ইসরাইল ঘটি-বাটি ফেলে মধ্যপ্রাচ্য থেকে পালিয়ে যাবে।

22/04/2024

আমেরিকার ভন্ডামি আর কত দেখব।একদিকে ইসরাইলকে বোমা,বিমান আর গুলি সরবরাহ করছে। অন্যদিকে ইসরাইল সেনাবাহিনীর একটি অংশকে নিষেধাজ্ঞা দেবে আমেরিকা।

22/04/2024

ফিলিস্তিনের রাফা হাসপাতালে ইসরাইলি সৈন্যদের গুলিতে নিহত অনেকের মধ্যে,গর্ভবতী এক মৃত মায়ের পেট থেকে সিজারের মাধ্যমে জীবন্ত শিশুর জন্ম। কিন্তু শিশুটির পরিবারে কেহ বেঁচে নাই

22/04/2024

যার শত শত কোটি টাকার সম্পদ এবং হাজার কোটি টাকার ব্যবসা আছে।সে ব্যক্তি ২ কোটি টাকার জন্য ৩৪ বছর ধরে সরকারের গোলামী করবে?

21/04/2024

প্রায় ২০ বছর পর আগামীকাল বাংলাদেশ সফরে আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। তাই আগামী একবছর তেল কিনতে কোন টাকা লাগবে না।

21/04/2024

ভারতীয় পণ্য বয়কট। কিন্তু এত পেঁয়াজ আর আলু কারা খায় ? দেশে ভারতীয় পণ্য বয়কট,তাই অনেকে ঈদের মার্কেট করতে কলকাতায় এগিয়ে গেছে। আবার ভারতে চিকিৎসা নেওয়া হালাল।

20/04/2024

কারেন্ট আসে।আর যায়। আসে আর যায়।
কিন্তু বসিলো না। ইংরেজিতে অনুবাদ করুন।

20/04/2024

বেইমানি করে কষ্ট দেওয়া, বিশ্বাসঘাতক মানুষগুলো ক্ষমা চাইলেও,
তাদের প্রতি আগের মত আর শ্রদ্ধাবোধ, ভালোবাসা থাকে না।

03/04/2024

ইসরাইল কর্তৃক ফিলিস্তিনিদের কে বর্বর নির্যাতনে সমর্থন করার কারণে,আমেরিকার রাষ্ট্রপতি বাইডেনের ইফতারের দাওয়াত প্রত্যাখ্যান করেছেন আমেরিকার মুসলিম সম্প্রদায়।আলহা:লিল্লাহ।

হেতে আকাশে হেলিকপ্টার ওড়াইতে না পারলেও, ঘরের ভিত রে ওড়াইতেছে।দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি।বাঙালি পারে বটে।
03/04/2024

হেতে আকাশে হেলিকপ্টার ওড়াইতে না পারলেও, ঘরের ভিত রে ওড়াইতেছে।
দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি।
বাঙালি পারে বটে।

নাটোরে মিটার চুরি করে মোবাইল নম্বর দিয়ে যায় যোগাযোগ করার জন্য।তারপর যোগাযোগ করলে ৭/৮ হাজার টাকার বিনিময়ে মিটার ফেরত দ...
02/04/2024

নাটোরে মিটার চুরি করে মোবাইল নম্বর দিয়ে যায় যোগাযোগ করার জন্য।
তারপর যোগাযোগ করলে ৭/৮ হাজার টাকার বিনিময়ে মিটার ফেরত দেয়।
কিন্তু পুলিশ নীরব।
এদিকে শহরে পল্লী বিদ্যুৎ সমিতি মাইকিং করছে আপনারা ৬ হাজার টাকা জমা দিয়ে নতুন মিটার নেন।
কেহ চুরি করা মিটার ফেরত নিবেন না।
তাহলে চোর কে ?

02/04/2024

গরিব হওয়ার বিশেষ সুবিধা হল খাসির গোশ,ইলিশ মাছ আর বাসমতি চালের দাম কমাতে আন্দোলন মিছিল মিটিং করা লাগে না।কারণ এগুলো গরিবদের বয়কটের পণ্য।

02/04/2024

অবৈধ সম্পদ ভোগ করতে পারবেন কিনা,তা অনিশ্চিত। কিন্তু সম্পদ অর্জন করতে গিয়ে যে অপকর্ম করেছেন,তার ফল ইহকাল,পরকালে ভোগ করতে হবে।তা নিশ্চিত

জ্বালাতন করিস না।সারাদিনের ধকল শেষে অফিস থেকে বাজার করে ফিরছি। নারায়ণ চন্দ্র চন্দ ভূমি মন্ত্রী হওয়ায়,ডুমুরিয়াবাসী আর...
22/02/2024

জ্বালাতন করিস না।
সারাদিনের ধকল শেষে অফিস থেকে বাজার করে ফিরছি।
নারায়ণ চন্দ্র চন্দ ভূমি মন্ত্রী হওয়ায়,
ডুমুরিয়াবাসী আর উৎকোচ দিতে চায় না।

07/02/2024

কক্সবাজারবাসীর রাগের কারণ দলছুট মায়ানমার সেনাবাহিনীর সদস্যদের বাংলাদেশের জামাই আদর।কেননা যে সেনাবাহিনীর অত্যাচার আর ধর্ষণের কারণে রোহিঙ্গারা তাদের জন্য বোঝা।

07/02/2024

যেভাবে একের পর এক ঘাঁটি দখল করে চলেছে বিদ্রোহী বাহিনীগুলো!
তাহলে কি দীর্ঘ ৫০ বছর ক্ষমতায় থাকা মায়ানমার সামরিক শাসনের অবসান হতে চলেছে ?

06/02/2024

কর্মব্যস্ত চিত্রনায়িকারা সংরক্ষিত আসনের এমপি হতে চায়।
এটা কি তাদের আরো বেশি জনপ্রিয় হওয়ার খায়েশ,নাকি অর্থ উপার্জন ?

06/02/2024

বাংলাদেশে আটককৃত মায়ানমার সেনাদের অস্ত্রগুলো কি ফেরত দেয়া লাগবে ?

06/02/2024

বিদ্রোহীদের আক্রমণে মায়ানমারের সেনা সদস্যরা ভয়ে পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নিচ্ছে। তাহলে আশ্রিত ১৬ লাখ রোহিঙ্গাকে ট্রেনিং দিয়ে স্বদেশে পুনর্বাসন করা হচ্ছে না কেন?

চাচা কয় হাচা কথা।
27/01/2024

চাচা কয় হাচা কথা।

প্রায় ২০ হাজার ভোট বেশি পেয়ে খুলনা পাঁচ আসন, ডুমুরিয়া,ফুলতলার আগামী পাঁচ বছরের মাঝি,জনাব নারায়ণ চন্দ্র চন্দ।
07/01/2024

প্রায় ২০ হাজার ভোট বেশি পেয়ে খুলনা পাঁচ আসন, ডুমুরিয়া,ফুলতলার আগামী পাঁচ বছরের মাঝি,
জনাব নারায়ণ চন্দ্র চন্দ।

23/09/2022
সাফ নারী ফুটবল চ্যাম্পিয়ন বাংলাদেশ। ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়েছে।
19/09/2022

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়ন বাংলাদেশ।

ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়েছে।

Address

Khulna

Telephone

+8801713907851

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamizur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category