Sundarban Express Tourism - সুন্দরবন এক্সপ্রেস ট্যুরিজম

  • Home
  • Bangladesh
  • Khulna
  • Sundarban Express Tourism - সুন্দরবন এক্সপ্রেস ট্যুরিজম

Sundarban Express Tourism - সুন্দরবন এক্সপ্রেস ট্যুরিজম We offer Luxury and Economy tours of Sundarban. Specially for students we offer budget friendly tour
(57)

স্বল্প খরচে ঘুরে আসুন পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভফরেস্ট🌳সুন্দরবন থেকে ৩ দিন ২ রাতের জন্য.. 🌳আপনার পরিকল্পনা অনুযায়ী তার...
14/11/2024

স্বল্প খরচে ঘুরে আসুন পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ
ফরেস্ট🌳সুন্দরবন থেকে ৩ দিন ২ রাতের জন্য..

🌳আপনার পরিকল্পনা অনুযায়ী তারিখ এবং জাহাজ আজি বুকিং করুনঃ
🌳গ্রুপ ট্যুরের জন্য ০৮ জন থেকে শুরু করে সর্বোচ্চ সংখ্যাক অতিথিদের আমরা সেবা দিয়ে থাকি।

#সুন্দরবন ভ্রমনের একটি কিউট জাহাজ
"জল ফড়িং"।।
পরিবার-পরিজন, বন্ধুরা বা যে কোন গ্রুপ ট্যুর করতে পারবেন এটাতে। ৩০ জনের ক্যাপাসিটি সম্বলিত সুন্দর ডেকোরেশন ও আন্তরিক আতিথেয়তা আপনার সুন্দরবন ভ্রমনটি উপভোগ্য করে তুলবে। আছে ২৪ জনের জন্য এটাচড বাথ এবং ৬ জনের কমন বাথ কেবিনের কম্বিনেশনের বিভিন্ন টাইপের কেবিন। এছাড়াও ফটো জোন, আড্ডার যায়গা, দোলনাও আছে।

🍽️খাবার: ৬ বেলা স্নাক্স সহ ৮ বেলা ডবল মেনুর খাবার এবং থাকছে স্পেশাল বার-বি-কিউ নাইট ।
চা এবং কফির পর্যাপ্ত ব্যাবস্থা থাকবে ।

#বুকিং নভেম্বর- ডিসেম্বর এবং জানুয়ারি - ফেব্রুয়ারি থেকে মে, মাস ২০২৫।
#গ্রুপ ট্যুর।
#কর্পোরেট ট্যুর।
#ফ্যামিলি ট্যুর।
#স্টুডেন্ট ট্যুর।
#ফটোগ্রাফি ট্যুর।
#এক্সক্লুসিভ ট্যুর।
#প্যাকেজ ট্যুর।
#সকল ধরনের কাস্টমাইজ ট্যুর।

#আমাদের ট্যুর চলবে মে মাস ২০২৫ পর্যন্ত আপনার ভ্রমণের তারিখ এবং জাহজ নিশ্চিত করুন।
#সুন্দরবন ভ্রমণের জন্য সকল ধরনের সেবা দিতে প্রস্তুত।

সুন্দরবন ভ্রমন সম্পর্কে বিস্তারিত জানতেঃ
📲 01914-669688
📲 01511-669688
fb/page: Sundarban Express Tourism - সুন্দরবন এক্সপ্রেস ট্যুরিজম

স্বল্প খরচে ঘুরে আসুন পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভফরেস্ট🌳সুন্দরবন থেকে ৩ দিন ২ রাতের জন্য..♻️ তারিখ: ২২.২৩.২৪ নভেম্বর ২০২...
06/11/2024

স্বল্প খরচে ঘুরে আসুন পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ
ফরেস্ট🌳সুন্দরবন থেকে ৩ দিন ২ রাতের জন্য..

♻️ তারিখ: ২২.২৩.২৪ নভেম্বর ২০২৪
অল্প কিছু এটাষ্টবাথ বেড খালি আছে.

📞Contact- 01914 669 688

সরাসরি ঢাকা থেকে যারা সুন্দরবনের প্যাকেজ চান তারা কোনো রকম ঝামেলা ছাড়াই আমাদের সাথে জয়েন করতে পারেন নভেম্বর এর এই স্পেশা...
04/11/2024

সরাসরি ঢাকা থেকে যারা সুন্দরবনের প্যাকেজ চান তারা কোনো রকম ঝামেলা ছাড়াই আমাদের সাথে জয়েন করতে পারেন নভেম্বর এর এই স্পেশাল ট্যুর প্যাকেজ এ
M V Pirates of the Sundarban-সম্পূর্ণ এসি লাক্সারী শীপ ।

(৩ রাত-৩ দিনের নিরাপদ এবং আনন্দদায়ক ভ্রমণ)
# Speacial Tour date:
November -7-8-9-10 November
>>> Dhaka-sundarban-Khulna
***Package Price - 17,000/- Per person

# Regular Package Tour Date- Khulna-sundarban-Khulna)
Package Price -15,000/- Per person ( 2 Night-3 Days )

Travel Date :
15-16-17 November
22-23-24 November
25-26-27 November
29-30-01 December

Call For booking-

𝟎𝟏𝟗𝟏𝟒 𝟔𝟔𝟗 𝟔𝟖𝟖 (Whats app)

 #রাশ_মেলায় সুন্দরবন ভ্রমন। ুন্দরবন সল্প খরচে ঘুরে আসুন পৃথিবীরসর্ববৃহৎ ম্যানগ্রোভ বন 🌳সুন্দরবন থেকে🌳তারিখ: 👉🏻 ১৫.১৬.১৭ ...
22/10/2024

#রাশ_মেলায় সুন্দরবন ভ্রমন।
ুন্দরবন সল্প খরচে ঘুরে আসুন পৃথিবীর
সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন 🌳সুন্দরবন থেকে🌳
তারিখ: 👉🏻 ১৫.১৬.১৭ নভেম্বর ২০২৪

এছাড়া সপ্তাহে প্রতি শুক্র শনি ও রবিবার
৩ দিন ২ রাত, খুলনা-সুন্দরবন-খুলনা
থাকা খাওয়া ফরেষ্ট পার্মিশন ও সকল প্রকার খরচ সহ,

🌀যাত্রার:-১৫ তারিখ সকাল ৭:৩০ রওনা খুলনা BiW ৪নং লঞ্চঘাট থেকে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা।

🌀ফেরার:-১৭ তারিখ বিকালে ৪টা খুলনাতে

⛴️ বিলাশ ভ্রমণ ৭৫ বেড ক্যাপাসিটি

🌀জাহাজে রুমের ধরন
👫 কাপল রুম ১০ টা এটাষ্ট'বাথ=২০ জন
👨‍👩‍👦৩ জনের রুম ২ টা এটাষ্ট'বাথ=৬ জন
👬 কমনবাথ কাপল ও টুইন বেড ১২/১৫ টা

---------------------------------------------------------
👬 টুইন শেয়ার রুম ২ টা কমন'বাথ=৪ জন
👩‍👩‍👦 ৩ জনের রুম ৪ টা কমন'বাথ=১২

❌ এটাস্ট রুমে জনপ্রতি ১.৫০০/- টাকা বাড়বে।

➡️➡️ ইভেন্ট ফি এর মধ্যে যা যা থাকছেঃ-
✅খুলনা-সুন্দরবন-খুলনা প্যাকেজের সব খরচ
✅দিনে ২বেলা নাস্তা সহ ৫ বেলা খাবার
✅লঞ্চের সুসজ্জিত রুমে ২ রাত থাকা
✅ফরেষ্টের সকল খরচ সহ জাহাজের সকল প্রকার খরচ
❎কোন প্রকার হিডেন চার্জ নাই

➡️❑ যা যা দেখবেন
🔰 আন্দার'মানিক
🔰 কটকা অফিস সাইড
🔰 কটকা জামতলা সীবিচ
🔰 হিরন পয়েন্ট
🔰 দুবলারচর
🔰 করমজল কুমির প্রজনন কেন্দ্র
🔰 ছোট খালে ক্যানেল ক্রজিং

❑ যা থাকছে নাঃ
•ব্যক্তিগত সকল খরচ।
•করমজলের ব্যক্তিগত খরচ।
•প্যাকেজে উল্লেখ নেই এমন কোন খরচ।

🌎 বুকিং পলিসিঃ

সিট খালি থাকা স্বাপেক্ষে আমাদের অফিসে এসে কিনবা ব্যাংক, বিকাশ, নগদ বুকিং কনফার্ম করতে হবে।
বুকিং কনফার্ম করতে জনপ্রতি নু্ন্যতম ৩০% টাকা জমা দিতে হবে। যারা অফিসে আসতে পারবেন না তারা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বুকিং কনফার্ম করতে পারেন।

❌ মৌখিক বুকিং গ্রহণযোগ্য নয় )❌

➡️ বিস্তারিত জানতে ও বুকিং করতে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন -

🔳 বিকাশ নাম্বারঃ 01915 357 181

⏩ কর্পোরেট/ফ্যামিলি ট্রিপের জন্য সরাসরি কল করুন
📲 01914 669 688
#জরুরী প্রয়োজনে হটলাইন নাম্বার
📲 01511 669 688
👨‍👨‍👦> ০ থেকে ২ বছর বাচ্চার ক্ষেত্রে কোন ফি লাগবে না এবং ৩ বছর থেকে ৬ বছর বয়সি বাচ্চাদের ক্ষেত্রে ৫০% খাওয়া ও ফরেষ্ট পার্মিশন খরচ, বেড নিলে ফুল হিসাবে গণনা হবে।

✅ অফিসঃ ৪নং BiW লঞ্চ ঘাট, খুলনা।

🕓 #অফিস টাইমঃ-
সকাল ১২ টা থেকে রাত ১০ টা পর্যন্ত।। অবশ্যই অফিসে আসার আগে কল দিয়ে আসবেন।

যা যা করা যাবে না:-🔰
🚭 জঙ্গলে নেমে উচ্চস্বরে কথা বলা যাবে না ।
🚸 আপনার দ্বারা নিজ জাহাজের বা অন্য জাহাজের কোন মানুষের সাথে ঝামেলা করা।
🚫অবশ্যই ট্যুর গাইড ও ফরেষ্ট গার্ডের কথা অমান্য করা যাবে না।
🚫খাবার টেবিলে ঝামেলা করা, অন্যকে বিরক্ত করা যাবে না।
🚸 ট্যুর কমিটির যেকোন কারো সাথে কোন প্রকার মিস বিহেইভ করা যাবে না।
🚭 ট্যুরে কেউ নেশাজাত কোন দ্রব্য বহন বা সেবন করলে তার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
🚫 আমরা যেহেতু তিন দিন দুই রাত নেটওয়ার্কের বাইরে সুন্দরবনের ভেতরে থাকবো সেহেতু খাবার পানি ও গোসলের পানি সহ কোন জিনিস অপচয় করা যাবে না।

(বিঃ দ্রঃ আবহাওয়া পরিবেশ ও প্রতিকূল দুর্যোগে লঞ্চ কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত গণ্য হবে)

বিদায় লিজেন্ড আর দেখতে পাবোনা আন্তর্জাতিক ২০ ম্যাচে 🥲
13/10/2024

বিদায় লিজেন্ড আর দেখতে পাবোনা আন্তর্জাতিক ২০ ম্যাচে 🥲

Discover the magic of the Sundarbans! 🌿🌴Embark on an unforgettable 2-night, 3-day luxury cruise with The EXPLORER . Enjo...
11/10/2024

Discover the magic of the Sundarbans! 🌿🌴
Embark on an unforgettable 2-night, 3-day luxury cruise with The EXPLORER . Enjoy breathtaking scenery, delicious cuisine, and unparalleled comfort.
Book your adventure now! 🚢
Call or message us for more details:
📞 01914669688 / 01511669688

#

𝐀𝐫𝐞 𝐲𝐨𝐮 𝐥𝐨𝐨𝐤𝐢𝐧𝐠 𝐟𝐨𝐫 𝐭𝐡𝐞 𝐦𝐨𝐬𝐭 𝐫𝐞𝐥𝐚𝐱𝐢𝐧𝐠 𝐭𝐫𝐢𝐩 𝐢𝐧 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚𝐝𝐞𝐬𝐡, 𝐰𝐡𝐞𝐫𝐞 𝐭𝐡𝐞 𝐪𝐮𝐢𝐞𝐭 𝐛𝐞𝐚𝐮𝐭𝐲 𝐨𝐟 𝐭𝐡𝐞 𝐟𝐨𝐫𝐞𝐬𝐭 𝐚𝐧𝐝 𝐭𝐡𝐞 𝐫𝐨𝐚𝐫 𝐨𝐟 𝐭𝐡𝐞 𝐬𝐞𝐚 𝐜...
11/10/2024

𝐀𝐫𝐞 𝐲𝐨𝐮 𝐥𝐨𝐨𝐤𝐢𝐧𝐠 𝐟𝐨𝐫 𝐭𝐡𝐞 𝐦𝐨𝐬𝐭 𝐫𝐞𝐥𝐚𝐱𝐢𝐧𝐠 𝐭𝐫𝐢𝐩 𝐢𝐧 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚𝐝𝐞𝐬𝐡, 𝐰𝐡𝐞𝐫𝐞 𝐭𝐡𝐞 𝐪𝐮𝐢𝐞𝐭 𝐛𝐞𝐚𝐮𝐭𝐲 𝐨𝐟 𝐭𝐡𝐞 𝐟𝐨𝐫𝐞𝐬𝐭 𝐚𝐧𝐝 𝐭𝐡𝐞 𝐫𝐨𝐚𝐫 𝐨𝐟 𝐭𝐡𝐞 𝐬𝐞𝐚 𝐜𝐚𝐧 𝐛𝐞 𝐡𝐞𝐚𝐫𝐝 𝐚𝐭 𝐭𝐡𝐞 𝐬𝐚𝐦𝐞 𝐭𝐢𝐦𝐞. 𝐓𝐡𝐞𝐧 𝐭𝐡𝐢𝐬 𝐩𝐚𝐜𝐤𝐚𝐠𝐞 𝐢𝐬 𝐟𝐨𝐫 𝐲𝐨𝐮. 𝐋𝐞𝐭'𝐬 𝐯𝐢𝐬𝐢𝐭 𝐭𝐡𝐞 𝗦𝘂𝗻𝗱𝗮𝗿𝗯𝗮𝗻.
Contact : 𝟬𝟭𝟵𝟭𝟰𝟲𝟲𝟵𝟲𝟴𝟴

সুন্দরবনে বাঘ জরিপ ২০২৪ এর ফলাফল ঘোষণা, বাঘের সংখ্যা-১২৫----------------------------------------------------------------...
08/10/2024

সুন্দরবনে বাঘ জরিপ ২০২৪ এর ফলাফল ঘোষণা, বাঘের সংখ্যা-১২৫
----------------------------------------------------------------------
*বাঘ গণনায় বিশ্বব্যাপী বিজ্ঞানসম্মত সর্বশেষ আধুনিক পদ্ধতি হলো ক্যামেরা ট্র্যাপিং। ২০১৩ সালে সর্বপ্রথম বাংলাদেশের সুন্দরবনে ইনফ্রারেড মোশন সেন্সর ফ্লাশব্যাক ডিজিটাল ক্যামেরা বসানো হয়। বাঘের চলাচলের পথে প্রতিটি গ্রিডে ১ জোড়া ক্যামেরা বসানো হয়। এই ক্যামেরার সামনে দিয়ে কোন প্রাণী গেলেই স্বয়ংক্রিয়ভাবে ছবি তোলে।
*এবারের গণনায় সুন্দরবনের সাতক্ষীরা, খুলনা, চাঁদপাই রেঞ্জের চারটি ব্লকে ৬০৫ টি গ্রিডে ক্যামেরা বসানো হয়। এবার ২,২৪০ বর্গ কি.মি এলাকায় সার্ভে করা হয়। যা পুরো সুন্দরবনের ৪৭%। এবার প্রতি ১০০ বর্গ কি.মি এলাকায় বাঘের ঘনত্ব পাওয়া যায় ২.৬৪। প্রায় দশ লক্ষ ছবির মধ্যে বাঘের ছবি পাওয়া ৭,২৯৭ টি। মানুষের যেমন ফিঙ্গার প্রিন্ট আলাদা ঠিক তেমনি বাঘের ডোরাকাটা দাগগুলোও আলাদা। তাই ক্যামেরায় ১টি বাঘের শত শত ছবি আসলেও তার ডোরাকাটা দাগ দেখে সহজেই এটিকে সনাক্ত করা যায়। ফলে এই পদ্ধতির মাধ্যমে ২০১৫ সালে সুন্দরবনে ১০৬ টি বাঘ, ২০১৮ সালে ১১৪ টি এবং আজকের অর্থাৎ ২০২৪ সালের ফলাফলে ১২৫ টি বাঘ পাওয়া যায়। বাঘ বৃদ্ধির হার ধীরগতিতে হলেও বিশেষজ্ঞরা একে সামাঞ্জস্যপূর্ণ হারে বাঘ বাড়ছে বলেছেন।
*একটি প্রজন্ম টিকে থাকে তার পরবর্তী বংশধরের উপর। আশার দিক হলো গত ২০১৩ ও ২০১৮ সালের সার্ভেতে আমরা ৫ টি করে বাঘ শাবকের ছবি পেয়েছিলাম। এবারের সার্ভেতে আমরা ২১ টি শাবকের ছবি পেয়েছি।
*বাঘের পর্যাপ্ত খাদ্য ও আবাসস্থলের নিরাপত্তা দিতে পারলেই বাঘ সুন্দরবনে স্বমহীমায় তার রাজকীয় চলন বজায় ও সুন্দরবনের খাদ্য শৃঙ্খলের ভারসাম্য রক্ষা করে সুন্দরবনের বন ও বন্যপ্রাণী তথা জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
©️

🛳️জল_ফড়িং_এর_পরবর্তী_ভ্রমন প্যাকেজ বুকিং তারিখ সমূহ:🗓 তারিখ:🍁 ০৪-০৫-০৬ অক্টোবর ২০২৪অল্প কিছু সিট খালি আছে। তাই দ্রুত বু...
29/09/2024

🛳️জল_ফড়িং_এর_পরবর্তী_ভ্রমন

প্যাকেজ বুকিং তারিখ সমূহ:

🗓 তারিখ:
🍁 ০৪-০৫-০৬ অক্টোবর ২০২৪
অল্প কিছু সিট খালি আছে। তাই দ্রুত বুকিং করুন।

বিস্তারিত জানতে কল করুন:
☎️01914-669688
☎️01511-669688

📌এছাড়া যে কোনো ডেটে কর্পোরেট ট্যুর,স্টুডেন্ট ট্যুর,গ্রুপ ট্যুর,এক্সক্লুসিভ ট্যুর এবং ফ্যামিলি গ্রুপের কাস্টমাইজ টু্র প্যাকেজ আয়োজন করা হয়।

#সুন্দরবন

আজ ২৭শে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস।এবারের স্লোগান, "Tourism & Peace"
27/09/2024

আজ ২৭শে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস।
এবারের স্লোগান, "Tourism & Peace"

🛳️জল_ফড়িং_এর_পরবর্তী_ভ্রমন প্যাকেজ বুকিং তারিখ সমূহ:🗓 তারিখ:🍁 ২৭,২৮,২৯ সেপ্টেম্বর ২০২৪অল্প কিছু সিট খালি আছে। তাই দ্রুত...
24/09/2024

🛳️জল_ফড়িং_এর_পরবর্তী_ভ্রমন

প্যাকেজ বুকিং তারিখ সমূহ:

🗓 তারিখ:
🍁 ২৭,২৮,২৯ সেপ্টেম্বর ২০২৪
অল্প কিছু সিট খালি আছে। তাই দ্রুত বুকিং করুন।

বিস্তারিত জানতে কল করুন:
☎️01914-669688
☎️01511-669688

📌এছাড়া যে কোনো ডেটে কর্পোরেট ট্যুর,স্টুডেন্ট ট্যুর,গ্রুপ ট্যুর,এক্সক্লুসিভ ট্যুর এবং ফ্যামিলি গ্রুপের কাস্টমাইজ টু্র প্যাকেজ আয়োজন করা হয়।

#সুন্দরবন

ব্যস্ত জীবনের ক্লান্তি দুর করতে যেতে পারেন আমাদের সাথে সুন্দরবন । আমাদের পরবর্তী ট্যুর 27/09/24 September   ....জল ফড়িং-...
21/09/2024

ব্যস্ত জীবনের ক্লান্তি দুর করতে যেতে পারেন আমাদের সাথে সুন্দরবন । আমাদের পরবর্তী ট্যুর
27/09/24 September
....
জল ফড়িং-Jol Foring Sundarban Cruise Ship
Express Tourism
🐅( September 2024 --March2025)
☎️ 01914669688(WhatsApp)
☎️ 01511669688
🐅চলেন ঘুরে আসি সুন্দরবন 🐅

.....

#সুন্দরবন_ভ্রমণ🐅
🌿 সুন্দরবনে রকমারী স্বাস্থ্যসম্মত খাবার, আরামদায়ক নৌ ভ্রমণ ও প্রকৃতি উপভোগ ও উন্মুক্ত বন্য প্রাণী দেখা এবং সমূদ্র দর্শনের আমন্ত্রণ জানাচ্ছি ।

(◾খুলনা-সুন্দরবন-খুলনা ৩ দিন ২ রাতের নিরাপদ এবং আনন্দদায়ক ভ্রমণ)
#ভ্রমণ_স্পট :
🛑▪হাড়বাড়িয়া/ আন্দারমানিক 🐅
🛑▪জামতলা সী-বীচ🐅
🛑▪কটকা অফিস পাড়🐅
🛑▪টাইগার পয়েন্ট🐅
🛑▪কচিখালি
🛑▪করমজল 🐅
🛑▪ডিমের চর

#খাবার: প্রতিদিন ২ বেলা স্নাক্স সহ ডবল মেনুর খাবার থাকবে। চা এবং কফির ব্যাবস্থা থাকবে পর্যাপ্ত।

িন:
সকাল ৭:৩০ খুলনা জেলখানা ঘাট থকে আমাদের গাইড আপনাকে রিসিভ করে শীপে নিয়ে যাবে। রুপসা এবং পশুর নদী ধরে খুলনা শিপইয়ার্ড,রুপসা ব্রিজ,রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং মংলা বন্দর পাশে রেখে আমাদের শীপ চলবে হাড়বাড়িয়ার উদ্দেশ্যে।
দুপুরের খাবাএ খেয়ে নামবো আন্দরমানিক /"হাড়বাড়িয়া ইকো-ট্যুরিজম কেন্দ্রে । আগে পিছে গান ম্যান রেখে সারিবদ্ধ ভাবে যাবো নির্ধারিত ফুট ট্রেইল ধরে। মিষ্টি পানির পুকুর পার হয়ে ঢুকবো গভীর বনে৷ দু,পাশে থাকবে ঘন শ্বাসমূল যুক্ত ম্যানগ্রোভ উদ্ভিদ। সুন্দরী, গোলপাতা,গেওয়া গাছ এই বনে বেশী। প্রচুর হরিণের পায়েরছাপ এবং নিশ্চুপ থাকলে হরিণের পাল দেখা যাবে। কাকড়ার পাল ছুটে লুকাবে আপনার চলার শব্দে।প্রায় ১ মাইল ট্রেইল ঘুরে পুকুরের উপর নির্মিত কাঠের রেষ্ট হাউজে বিশ্রাম নিয়ে শীপে ফিরে আসবো। শীপে ফিরে বিকালের নাস্তা খাবো।

শীপ চলবে সাগরের মোহনায় অবস্থিত "কটকা অভয়ারণ্যে।

িন:
খুব সকালে ঘুম থেকে উঠে দেশী নৌকায় ক্যানেল ক্রুজিং এবং চুপ থেকে বনের নিস্তব্ধতা উপভোগ করবো৷ সেখান থেকে টাইগার ট্রি'র ঝোপ,হরিণের বিচরণের মাঠ এবং গভীর বন পেরিয়ে আড়াই কিলো দূরের জামতলা সী বীচে যাবো। উপভোগ করবো বাংলাদেশর দুই গর্ব "সুন্দরবন" এবং 'বঙ্গপোসাগর " এর মিলন স্থান।

এরপর শীপে ফিরে সকালের নাস্তা করে যাবো টাইগার টিলার উদ্দেশ্যে। কাঁদা,শ্বাস মূল আর ভয়ংকর গড়ান বন পেরিয়ে টাইগার টিলার অবস্থান।যাওয়ার পথে খুব কাছ থেকে হরিণের পাল দেখা যাবে।
এরপর ফিরবো শীপে৷ শীপ যাবে কচিখালির এর উদ্দেশ্যে।

কচিখালি " গা,ছমছমে ছন বনের ভিতর দিয়ে হাটবো। হরিণের পাল মাথা উচু করে আপনাকে দেখেই ছুটে পালাবে। ছমছমে ভাব নিয়েই ফিরবো শীপে। শীপে করে যাবো ডিমের চর।
মনরম সুন্দর সী বীচে থাকবো সন্ধার পর পর্যন্ত। তারপর ফিরবো শীপে। শীপ চলবে করমজলের উদ্দেশ্যে।

িনঃ
করমজলে নোনা পানির বাংলাদেশের একমাত্র কুমির প্রজনন কেন্দ্র। ছোট বড় কুমির,বিলুপ্ত প্রায় প্রজাতির কচ্ছপ,বানরের পালের বাদরামি এবং হরিণকে হাত থেকে ঘাস খাইয়ে শীপে ফিরে খুলনা/মংলার উদ্দেশ্যে যাত্রা করবো।

#নিরাপত্তা: 🐅
নিরাপত্তার ব্যাপারে আমাদের কোন আপোস নেই। আপনাদের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বাংলাদেশ বনবিভাগের দুই জন সশস্ত্র নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে VSF এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন।

#সুন্দরবন_ভ্রমণের_করনীয় :🐅
🌿উজ্জল রঙ্গের কাপড় ( যা অনেক দূর থেকে চোখে পড়ে ) পরিহার করা। হালকা রঙের এবং ঢিলে ঢালা ফুল স্লিব পোশাক পরা।
🌿কোন প্রকার সুগন্ধি ব্যবহার না করা।
🌿পিছনে বেল্ট আছে এবং পানিতে ভিজলে নষ্ট হবে না এমন সেন্ডেল / কেডস সাথে নিতে হবে। সু/ হাই হিল নিবেন না।
🌿এডভেঞ্চার ট্যুরে লাগেজের সাইজ ছোট হওয়াই ভালো।
🌿জঙ্গলে নামার পর কোন অবস্থাতে উচ্চ স্বরে কথা বলা যাবে না এবং খুব প্রয়োজন না হলে কথা না বলেই ট্রাকিং করতে হবে।
🌿যেহেতু সমস্ত প্রয়োজনীয় সব কিছু আমাদের খুলনা থেকে নিয়ে উঠতে হবে তাই পানি অপচয় না করা (নদীর পানি নোনা) এবং খাবার পানি অন্য কোন কাজে ব্যবহার না করা।
🌿জঙ্গলে নামার পর সু-শৃক্ষল ভাবে হাটতে হবে এবং কোন অবস্থাতে দল ছুট হওয়া যাবে না।
🌿গাছের ডাল, পাতা বা লতায় হাত দেওয়া বা ছেড়া যাবে না।
🌿পরিবেশের ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবে না। যেমন: পলিথিন বা প্যাকেজিং বস্তু যত্রতত্র ফেলা যাবে না।
🌿স্থানীয় এবং অন্য ভ্রমণকারী দলের সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন করা।
🌿গাইড এবং নিরাপত্তা রক্ষীদের নির্দেশনা মেনে চলা।

আমাদের সমস্ত প্রচেষ্টা আপনাদের নিরাপত্তা এবং আনন্দদায়ক ভ্রমণের জন্য তাই আপনাদের সহযোগিতা আমাদের কাম্য।

#সাথে_কি_কি_রাখতে_হবে:
✅প্রয়োজনীয় ঔষধ।
✅টুথ ব্রাশ ও পেস্ট।
✅ক্যাপ,সান গ্লাস সানস্ক্রিন লোশন
✅ক্যামেরা,মেমরি কার্ড ও পাওয়ার ব্যাংক, টেলিটক সিম কার্ড।
✅সাবান,শ্যাম্পু
✅রেইন কোর্ট বা ছাতা
✅ব্যাক্তিগত অভ্যাসের সামগ্রী।
I,মধু, চা/কফি।
🔹বেলা ১১ টা- কেক, চা/কফি।
🔹দুপুরে: সাদা ভাত, মিক্স ভেজিটেবল, মাছের কারী, মুরগির কারী, ডাল ,সালাদ।
🔹সন্ধা:৬:০০ পুরি, চা/কফি।
🔹রাত্রে: এগ ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, , চাইনিজ ভেজিটেবল, সালাদ,সফট ড্রিংস।

⭕ িন:
🔹সকালে ৫:৩০- বিস্কিট, চা/কফি।
🔹জঙ্গল সাফারিতে আপেল এবং পানি।
🔹সকাল ৯ টা: ভুনা খিচুরি, বেগুন ভাজী, ডিমের কারি, আচার, সালাদ, চা/কফি।
🔹বেলা ১১ টা- পেয়ারা, চা/কফি।
🔹দুপুরে: সাদাভাত, চিংড়ি শাক, ফিস ,চিকেন , ডাল, সালাদ।
🔹সন্ধা ৬টা- সিংগারা , চা/কফি।
🔹রাত্রে: পোরাটা, চিকেন বারবিকিউ, ফিস বারবিকিউ, ডাল ভুনা, রাসিয়ান সালাদ, কোল্ড ড্রিংস।

⭕ িন:
🔹সকালে: সাদা ভাত, সবজী, ডিম ভাজি, ভর্তা, ডাল, চা/কফি।
🔹বেলা ১১টা- পুরি, চা/কফি।
🔹দুপুরে- পোলাও , গরু /খাসির চুই ঝালের রেজালা, মুরগির রোস্ট, বেগুন ভাজা, ডাল ভুনা, দই, সালাদ।
🔹বিকেলে- পাকুড়া, চা/কফি।

চা / কফির পর্যাপ্ত ব্যবস্থা আছে।

⭕ #বি_দ্রঃ ভেসেলে উঠার পরে কোন প্রকার কেনাকাটার সুযোগ নেই। এবং বনের গভীরে কিছু যায়গায় শুধু টেলিটক মোবাইল অপারেটরের নেটওয়ার্ক পাওয়া যাবে।
(সিজনের কারনে খাবার মেনুর সামান্য পরিবর্তন হতে পারে৷)

#ভ্রমণ খরচ:🐅
#খুলনা - সুন্দরবন - খুলনা

(ঢাকা-খুলনা-ঢাকা পরিবহন টিকিটের ব্যাপারে হেল্প করা হবে)

#বুকিং_পলিসিঃ
সিট খালি থাকা স্বাপেক্ষে আমাদের অফিসে এসে বুকিং কনফার্ম করতে পারেন । বুকিং কনফার্ম করতে জনপ্রতি নু্ন্যতম ৫০% টাকা জমা দিতে হবে। যারা অফিসে আসতে পারছেন না, তারা নিম্নোক্ত ব্যাংক একাউন্ট অথবা বিকাশ এ বুকিং দিতে পারবেন।

#যোগাযোগ:
Hm Biplob
Director,
Sundarban Express Tourism
#মোবাইল: ☎️+8801914-669688(WhatsApp)
🚏 অফিস:
৪ নং বি.আই.ডব্লিউ.টি.এ লঞ্চ ঘাট , খুলনা।

𝙰𝚜𝚜𝚊𝚕𝚊𝚖𝚞 𝙰𝚕𝚊𝚒𝚔𝚞𝚖, 𝗦𝘂𝗻𝗱𝗮𝗿𝗯𝗮𝗻𝟸𝟶𝟸4-𝟸𝟶𝟸5 𝚊𝚍𝚟𝚊𝚗𝚌𝚎 𝚋𝚘𝚘𝚔𝚒𝚗𝚐 𝚒𝚜 𝚐𝚘𝚒𝚗𝚐 𝚘𝚗. 𝚃𝚑𝚎𝚛𝚎 𝚊𝚛𝚎 𝚜𝚙𝚎𝚌𝚒𝚊𝚕 𝚍𝚒𝚜𝚌𝚘𝚞𝚗𝚝𝚜 𝚘𝚗 𝚙𝚊𝚌𝚔𝚊𝚐𝚎𝚜 𝚏𝚘𝚛 𝚝𝚑𝚎 𝚖𝚘𝚗𝚝𝚑 ...
16/09/2024

𝙰𝚜𝚜𝚊𝚕𝚊𝚖𝚞 𝙰𝚕𝚊𝚒𝚔𝚞𝚖,
𝗦𝘂𝗻𝗱𝗮𝗿𝗯𝗮𝗻
𝟸𝟶𝟸4-𝟸𝟶𝟸5 𝚊𝚍𝚟𝚊𝚗𝚌𝚎 𝚋𝚘𝚘𝚔𝚒𝚗𝚐 𝚒𝚜 𝚐𝚘𝚒𝚗𝚐 𝚘𝚗.
𝚃𝚑𝚎𝚛𝚎 𝚊𝚛𝚎 𝚜𝚙𝚎𝚌𝚒𝚊𝚕 𝚍𝚒𝚜𝚌𝚘𝚞𝚗𝚝𝚜 𝚘𝚗 𝚙𝚊𝚌𝚔𝚊𝚐𝚎𝚜 𝚏𝚘𝚛 𝚝𝚑𝚎 𝚖𝚘𝚗𝚝𝚑 𝚘𝚏 𝚂𝚎𝚙𝚝𝚎𝚖𝚋𝚎𝚛.
Contact : 𝟬𝟭𝟵𝟭𝟰𝟲𝟲𝟵𝟲𝟴𝟴

কি এমন করেছেন মাহমুদুল্লাহ! কেন তাকে নিয়ে এত বন্দনা? মাহমুদুল্লাহ এমন কিছু করেছেন, যা পারেননি সাকিবাল! সাকিবাল টেস্ট ক্...
10/06/2024

কি এমন করেছেন মাহমুদুল্লাহ! কেন তাকে নিয়ে এত বন্দনা? মাহমুদুল্লাহ এমন কিছু করেছেন, যা পারেননি সাকিবাল! সাকিবাল টেস্ট ক্রিকেটের মেজাজে ১৪ বল খেলে মহামূল্যবান ৮টি রান করেছেন। তার আগে খরুচে বোলিং করে ৩ ওভারে ৩০ রান দিয়েছেন।এমন একটি ম্যাচে ২২ বল বাকি থাকতে মাঠে নেমেছেন মাহমুদুল্লাহ। জয়ের জন্য প্রয়োজন ১৬ রান।তিনি হাল ধরতে না ধরতেই অপর প্রান্তে থাকা রিশাদ ও তাসকিন আউট হয়ে গেলেন। হাতে নামে মাত্র ২ উইকেট। এমন পরিস্থিতিতেই হারটাই বাংলাদেশের নিয়তি। অতীতে এমন পরিস্থিতিতে বাংলাদেশ সব সময় হেরেছে। আজ ছিল তার ব্যতিক্রম। ব্যতিক্রমী এই কান্ডটি করেছেন মাহমুদুল্লাহ।ম্যাচ বাঁচানো ১৩ বলে ১৬ রানের জন্য বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে অনেকদিন সমুজ্জ্বল থাকবেন মাহমুদুল্লাহ।
©️

কুমির আক্রমণে প্রাণ হারালেন মোশাররেফ গাজীশনিবার সকালে মধু সংগ্রহে নামে ঢাংমারীর মৌয়াল দল। দুপুরের জোয়ারের সময় করমজল নদীত...
08/06/2024

কুমির আক্রমণে প্রাণ হারালেন মোশাররেফ গাজী

শনিবার সকালে মধু সংগ্রহে নামে ঢাংমারীর মৌয়াল দল। দুপুরের জোয়ারের সময় করমজল নদীতে আক্রমণ করে। প্রবীন মৌয়াল মোশারেফ গাজীকে টেনে নিয়ে যায় কুমির।

চেষ্টা করেও সঙ্গীরা ব্যর্থ হয়। এরপর নৌকা নিয়ে যায় এলাকাবাসী। প্রায় দুই ঘণ্টা খোঁজাখুঁজির পর পাওয়া যায় মোশাররেফ গাজীর মরদেহ।

কঠিন এক জীবন সুন্দরবন জীবন!

04/05/2024

Address

230/1, Hazi Ismail Road, Sonadanga
Khulna
9100

Telephone

+8801914669688

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sundarban Express Tourism - সুন্দরবন এক্সপ্রেস ট্যুরিজম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sundarban Express Tourism - সুন্দরবন এক্সপ্রেস ট্যুরিজম:

Videos

Share

Category


Other Travel Companies in Khulna

Show All