The Royal Tour

The Royal Tour Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from The Royal Tour, Boat Tour Agency, A. 33. K. D. Avenue. Khulna,., Khulna.
(4)

The Royal Tour is one of the most renowned & experienced tour agency which provides the best class facilities towards the journey to world's largest mangrove forest, Sundarban.

http://theroyaltourbd.com/
01/06/2023

http://theroyaltourbd.com/

Alhamdulliah tara khub sundor program amader upohar diyeche . ami soho amader 50 jon group tour diyechi ..tara onk alpo khoroche amader group tour complete kore diyeche .

14/02/2023

Alhamdulliah tara khub sundor program amader upohar diyeche . ami soho amader 50 jon group tour diyechi ..tara onk alpo khoroche amader group tour complete kore diyeche .

 # The Royal Tour  # 31 January to 2 February Sundarban Tour # Dhaka Medical College medicine Bibhag Doctor's and with f...
06/02/2023

# The Royal Tour
# 31 January to 2 February Sundarban Tour
# Dhaka Medical College medicine Bibhag Doctor's and with family...Team,

01/02/2023
Sundarban tour. 3.4.5 January 2023
26/01/2023

Sundarban tour. 3.4.5 January 2023

M.v Royal magpie  The Royal Tour...
24/10/2022

M.v Royal magpie
The Royal Tour...

M.V ROYAL MAGPIE NEW LOOKS.
20/10/2022

M.V ROYAL MAGPIE NEW LOOKS.

অপূরূপ সুন্দর সুন্দরবন,        দ্য রয়েল টুর,এর নিজস্ব পর্যটকবাহী লাক্সারিয়াস জাহাজে সুন্দরবন ভ্রমন করুন । ভ্রমন পিপাসুদ...
04/10/2022

অপূরূপ সুন্দর সুন্দরবন,
দ্য রয়েল টুর,এর নিজস্ব পর্যটকবাহী লাক্সারিয়াস জাহাজে সুন্দরবন ভ্রমন করুন । ভ্রমন পিপাসুদের জন্য রয়েছে ৩ দিন ২ রাতের সুন্দরবন ভ্রমন প্যাকেজ। দক্ষ গাইড পর্যটকদের সুন্দরবনের ছোট খালে গা ছমছম করা পরিবেশে ছোট নৌকায় ঘুরে দেখাবেন এবং জাহাজের ছাদে রাতে বার বি কিউ আয়োজন থাকবে ।
বুকিং নাম্বারঃ- +8801711576865
+8801711295738

  ..🐅(September + October to MaY)☎️ 01711576865(WhatsApp)☎️ +880 1711-576865 . .  +8801711295738..   01816622349 : Septe...
12/08/2022

..
🐅(September + October to MaY)
☎️ 01711576865(WhatsApp)
☎️ +880 1711-576865 . . +8801711295738.. 01816622349
: September (2 - 4)2022.
🐅চলেন ঘুরে আসি সুন্দরবন 🐅

(জুন +জুলাই +আগস্ট) ৩ মাস সুন্দরবন ট্যুর বন্ধ থাকার পর আবারো শুরু হতে যাচ্ছে সেপ্টেম্বর মাস থেকে....

...🐅

🚧 The Royal Tour
🚧
🐅আমাদের সাফল্যের গল্প ৩৮ বছরের।🐅

#সুন্দরবন_ভ্রমণ🐅
🌿 সুন্দরবনে রকমারী স্বাস্থ্যসম্মত খাবার, আরামদায়ক নৌ ভ্রমণ ও প্রকৃতি উপভোগ ও উন্মুক্ত বন্য প্রাণী দেখা এবং সমূদ্র দর্শনের আমন্ত্রণ জানাচ্ছি ।

(◾খুলনা-সুন্দরবন-খুলনা ৩ দিন ২ রাতের নিরাপদ এবং আনন্দদায়ক ভ্রমণ)
#ভ্রমণ_স্পট :
🛑▪হাড়বাড়িয়া 🐅
🛑▪জামতলা সী-বীচ🐅
🛑▪কটকা অফিস পাড়🐅
🛑▪টাইগার পয়েন্ট🐅
🛑▪কচিখালি🐅
🛑▪করমজল 🐅
🛑▪ডিমের চর🐅

#খাবার: প্রতিদিন ২ বেলা স্নাক্স সহ ডবল মেনুর খাবার থাকবে। চা এবং কফির ব্যাবস্থা থাকবে পর্যাপ্ত।

িন:
সকাল ৭:৩০ খুলনা জেলখানা ঘাট থকে আমাদের গাইড আপনাকে রিসিভ করে শীপে নিয়ে যাবে। রুপসা এবং পশুর নদী ধরে খুলনা শিপইয়ার্ড,রুপসা ব্রিজ,রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং মংলা বন্দর পাশে রেখে আমাদের শীপ চলবে হাড়বাড়িয়ার উদ্দেশ্যে।
দুপুরের খাবাএ খেয়ে নামবো "হাড়বাড়িয়া ইকো-ট্যুরিজম কেন্দ্রে । আগে পিছে গান ম্যান রেখে সারিবদ্ধ ভাবে যাবো নির্ধারিত ফুট ট্রেইল ধরে। মিষ্টি পানির পুকুর পার হয়ে ঢুকবো গভীর বনে৷ দু,পাশে থাকবে ঘন শ্বাসমূল যুক্ত ম্যানগ্রোভ উদ্ভিদ। সুন্দরী, গোলপাতা,গেওয়া গাছ এই বনে বেশী। প্রচুর হরিণের পায়েরছাপ এবং নিশ্চুপ থাকলে হরিণের পাল দেখা যাবে। কাকড়ার পাল ছুটে লুকাবে আপনার চলার শব্দে।প্রায় ১ মাইল ট্রেইল ঘুরে পুকুরের উপর নির্মিত কাঠের রেষ্ট হাউজে বিশ্রাম নিয়ে শীপে ফিরে আসবো। শীপে ফিরে বিকালের নাস্তা খাবো।

শীপ চলবে সাগরের মোহনায় অবস্থিত "কটকা অভয়ারণ্যে।

িন:
খুব সকালে ঘুম থেকে উঠে দেশী নৌকায় ক্যানেল ক্রুজিং এবং চুপ থেকে বনের নিস্তব্ধতা উপভোগ করবো৷ সেখান থেকে টাইগার ট্রি'র ঝোপ,হরিণের বিচরণের মাঠ এবং গভীর বন পেরিয়ে আড়াই কিলো দূরের বাদামতলা সী বীচে যাবো। উপভোগ করবো বাংলাদেশর দুই গর্ব "সুন্দরবন" এবং 'বঙ্গপোসাগর " এর মিলন স্থান।

এরপর শীপে ফিরে সকালের নাস্তা করে যাবো টাইগার টিলার উদ্দেশ্যে। কাঁদা,শ্বাস মূল আর ভয়ংকর গড়ান বন পেরিয়ে টাইগার টিলার অবস্থান।যাওয়ার পথে খুব কাছ থেকে হরিণের পাল দেখা যাবে।
এরপর ফিরবো শীপে৷ শীপ যাবে হিরণ পয়েন্ট বা "কচিখালির" উদ্দেশ্যে।

হিরণ পয়েন্ট বা "কচিখালিতে" গা,ছমছমে ছন বনের ভিতর দিয়ে হাটবো। হরিণের পাল মাথা উচু করে আপনাকে দেখেই ছুটে পালাবে এবং আপনি বুঝবেন কেনো এখানকে বাঘের ডাইনিং বলা হয়। ছমছমে ভাব নিয়েই ফিরবো শীপে। শীপে করে যাবো দুবলার চর বা ডিমের চর
মনরম সুন্দর সী বীচে থাকবো সন্ধার পর পর্যন্ত। তারপর ফিরবো শীপে। শীপ চলবে করমজলের উদ্দেশ্যে।

িনঃ
করমজলে নোনা পানির বাংলাদেশের একমাত্র কুমির প্রজনন কেন্দ্র। ছোট বড় কুমির,বিলুপ্ত প্রায় প্রজাতির কচ্ছপ,বানরের পালের বাদরামি এবং হরিণকে হাত থেকে ঘাস খাইয়ে শীপে ফিরে খুলনা/মংলার উদ্দেশ্যে যাত্রা করবো।

#নিরাপত্তা: 🐅
নিরাপত্তার ব্যাপারে আমাদের কোন আপোস নেই। আপনাদের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বাংলাদেশ বনবিভাগের দুই জন সশস্ত্র নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে VSF এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন।

#সুন্দরবন_ভ্রমণের_করনীয় :🐅
🌿উজ্জল রঙ্গের কাপড় ( যা অনেক দূর থেকে চোখে পড়ে ) পরিহার করা। হালকা রঙের এবং ঢিলে ঢালা ফুল স্লিব পোশাক পরা।
🌿কোন প্রকার সুগন্ধি ব্যবহার না করা।
🌿পিছনে বেল্ট আছে এবং পানিতে ভিজলে নষ্ট হবে না এমন সেন্ডেল / কেডস সাথে নিতে হবে। সু/ হাই হিল নিবেন না।
🌿এডভেঞ্চার ট্যুরে লাগেজের সাইজ ছোট হওয়াই ভালো।
🌿জঙ্গলে নামার পর কোন অবস্থাতে উচ্চ স্বরে কথা বলা যাবে না এবং খুব প্রয়োজন না হলে কথা না বলেই ট্রাকিং করতে হবে।
🌿যেহেতু সমস্ত প্রয়োজনীয় সব কিছু আমাদের খুলনা থেকে নিয়ে উঠতে হবে তাই পানি অপচয় না করা (নদীর পানি নোনা) এবং খাবার পানি অন্য কোন কাজে ব্যবহার না করা।
🌿জঙ্গলে নামার পর সু-শৃক্ষল ভাবে হাটতে হবে এবং কোন অবস্থাতে দল ছুট হওয়া যাবে না।
🌿গাছের ডাল, পাতা বা লতায় হাত দেওয়া বা ছেড়া যাবে না।
🌿পরিবেশের ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবে না। যেমন: পলিথিন বা প্যাকেজিং বস্তু যত্রতত্র ফেলা যাবে না।
🌿স্থানীয় এবং অন্য ভ্রমণকারী দলের সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন করা।
🌿গাইড এবং নিরাপত্তা রক্ষীদের নির্দেশনা মেনে চলা।

আমাদের সমস্ত প্রচেষ্টা আপনাদের নিরাপত্তা এবং আনন্দদায়ক ভ্রমণের জন্য তাই আপনাদের সহযোগিতা আমাদের কাম্য।

#সাথে_কি_কি_রাখতে_হবে:
✅প্রয়োজনীয় ঔষধ।
✅টুথ ব্রাশ ও পেস্ট।
✅ক্যাপ,সান গ্লাস সানস্ক্রিন লোশন
✅ক্যামেরা,মেমরি কার্ড ও পাওয়ার ব্যাংক, টেলিটক সিম কার্ড।
✅সাবান,শ্যাম্পু
✅রেইন কোর্ট বা ছাতা
✅ব্যাক্তিগত অভ্যাসের সামগ্রী।

#খাবার_ম্যানু:

⭕ িন:
🔹 সকাল: ব্রেড, মাখন,জেলি, ডিম, কলা,মধু, চা/কফি।
🔹বেলা ১১ টা- কেক, চা/কফি।
🔹দুপুরে: সাদা ভাত, মিক্স ভেজিটেবল, মাছের কারী, মুরগির কারী, ডাল ,সালাদ।
🔹সন্ধা:৬:০০ পুরি, চা/কফি।
🔹রাত্রে: এগ ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, , চাইনিজ ভেজিটেবল, সালাদ,সফট ড্রিংস।

⭕ িন:
🔹সকালে ৫:৩০- বিস্কিট, চা/কফি।
🔹জঙ্গল সাফারিতে আপেল এবং পানি।
🔹সকাল ৯ টা: ভুনা খিচুরি, বেগুন ভাজী, ডিমের কারি, আচার, সালাদ, চা/কফি।
🔹বেলা ১১ টা- পেয়ারা, চা/কফি।
🔹দুপুরে: সাদাভাত, চিংড়ি শাক, ফিস ,চিকেন , ডাল, সালাদ।
🔹সন্ধা ৬টা- সিংগারা , চা/কফি।
🔹রাত্রে: পোরাটা, চিকেন বারবিকিউ, ফিস বারবিকিউ, ডাল ভুনা, রাসিয়ান সালাদ, কোল্ড ড্রিংস।

⭕ িন:
🔹সকালে: সাদা ভাত, সবজী, ডিম ভাজি, ভর্তা, ডাল, চা/কফি।
🔹বেলা ১১টা- পুরি, চা/কফি।
🔹দুপুরে- পোলাও , গরু /খাসির চুই ঝালের রেজালা, মুরগির রোস্ট, বেগুন ভাজা, ডাল ভুনা, দই, সালাদ।
🔹বিকেলে- পাকুড়া, চা/কফি।

চা / কফির পর্যাপ্ত ব্যবস্থা আছে।

⭕ #বি_দ্রঃ ভেসেলে উঠার পরে কোন প্রকার কেনাকাটার সুযোগ নেই। এবং বনের গভীরে কিছু যায়গায় শুধু টেলিটক মোবাইল অপারেটরের নেটওয়ার্ক পাওয়া যাবে।
(সিজনের কারনে খাবার মেনুর সামান্য পরিবর্তন হতে পারে৷)

#ভ্রমণ_খরচ:
Per Person Attached Bath 11500 Tk.
Non Attached Bath 9500 Tk.🐅
**খুলনা - সুন্দরবন - খুলনা

(ঢাকা-খুলনা-ঢাকা পরিবহন টিকিটের ব্যাপারে হেল্প করা হবে)

#বুকিং_পলিসিঃ
সিট খালি থাকা স্বাপেক্ষে আমাদের অফিসে এসে বুকিং কনফার্ম করতে পারেন । বুকিং কনফার্ম করতে জনপ্রতি নু্ন্যতম ৫০% টাকা জমা দিতে হবে। যারা অফিসে আসতে পারছেন না, তারা নিম্নোক্ত ব্যাংক একাউন্ট অথবা বিকাশ এ বুকিং দিতে পারবেন।

আলোচনা সাপেক্ষেঃ-
যোগাযোগের ঠিকানাঃ-
The Royal Tour
125 /খানজাহান আলী রোড, রুপসা খুলনা
+8801711295738
+8801711576865

04/08/2022

Address

A. 33. K. D. Avenue. Khulna,.
Khulna
9100

Telephone

+8801711576865

Website

http://theroyaltourbd.com/

Alerts

Be the first to know and let us send you an email when The Royal Tour posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Royal Tour:

Share

Nearby travel agencies


Other Boat Tour Agencies in Khulna

Show All