Green Touch Tours & Travels

Green Touch Tours & Travels It is a tours and travel organization for the people of Bangladesh and also for those who are intere
(9)

01/04/2024

Sajek Valley

SAJEK TOUR
01/04/2024

SAJEK TOUR

আজকের ট্রিপ এ কোলকাতা এর উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার মুহুর্তে এম ভি রাজারহাট সি!  সরাসরি ঢাকা থেকে কোলকাতা ভ্রমন করুন নৌ পথে 🥰...
31/12/2023

আজকের ট্রিপ এ কোলকাতা এর উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার মুহুর্তে এম ভি রাজারহাট সি!
সরাসরি ঢাকা থেকে কোলকাতা ভ্রমন করুন নৌ পথে 🥰 সুন্দরবন এর মধ্য দিয়ে পানি পথে দীর্ঘ এই যাত্রা আপনার স্মরণীয় মুহুর্ত সৃষ্টি করবে। গত ২৯ নভেম্বর ২০২৩ সকাল ৯ টায় শুভ উদ্বোধন হয়েছে ঢাকা - কোলকাতা নৌ রুটে এম ভি রাজারহাট সি।
🛳️ ছাড়ার স্থান: কার্নিভাল ক্রুজ ফেরীঘাট, হাসনাবাদ ( পোস্তগোলা ব্রীজের নীচ থেকে)

⚓পৌছানোর স্থান: পুলিশ জেটি ঘাট, হাওড়া, কলকাতা।
চলাচল এর সময় সুচী:
ঢাকা থেকে ২৭ ডিসেম্বর, ২৫ জানুয়ারী ২০২৪, ১০ ফেব্রুয়ারী ২০২৪, ২৫ ফেব্রুয়ারী ২০২৪
♒ চলাচল এর রুট: ঢাকা (হাসনাবাদ কার্নিভাল ফেরীঘাট)- চাঁদপুর - বরিশাল - ঝালকাঠী - মোরেলগঞ্জ - মংলা (সুন্দরবন)- আংটিহারা - হেমনগর (ভারত)- বালি (সুন্দরবন)- ভগবতপুর - নামখানা - ডায়মন্ড হারবার - কোলকাতা পুলিশ জেটি।
🧑‍✈️ যাত্রী নিরাপত্তা ব্যবস্থা: পর্যাপ্ত লাইফ জ্যাকেট, লাইফ বয়া, আধুনিক অগ্নি নির্বাপন ব্যবস্থা, উন্নত প্রযুক্তি সম্পন্ন নেভিগেশন ব্যবস্থা ও দক্ষ আনসার বাহিনী।
🍝ভ্রমনকালীন সময় খাবার ব্যবস্থা: জাহাজ এ ভ্রমন কালীন সময়ে দৈনিক ৫০০/- প্যাকেজ এ একজন যাত্রী ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনার করতে পারবেন।
মেন্যু: সকাল - পরোটা, সবজি, ডাল, হালুয়া, ব্রেড, জেলী, সিদ্ধ ডিম, পানি।
দুপুর ও রাত: সাদা ভাত, মাছ, মাংস, মিক্স সবজি, ডাল, ভর্তা, সালাদ, ডেজার্ট, পানি।
এছাড়া জাহাজ এ ২ টি রেস্টুরেন্ট ও ফাস্টফুড জোন এ আলাদা ভাবে অন পে তে খাবার থাকবে।
🇮🇳 ভ্রমনকারীর প্রয়োজনীয় কাগজপত্র: ভারতীয় ভিসা সম্বলিত পাসপোর্ট (ভিসার মেয়াদ কমপক্ষে ১৫ দিন, পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ০৬ মাস), জাতীয় পরিচয় পত্রের কপি।

🛄🛄 ব্যাগেজ ও মালামাল পলেসি: কাস্টমস কর্তৃপক্ষ অনুমোদন সাপেক্ষে প্রতি টিকেটের সাথে সর্বোচ্চ ৪০ কেজি মালামাল বহন করিতে পারবেন। অতিরিক্ত প্রতি কেজির জন্য ১০০ টাকা হারে প্রদান করিতে হবে। (মালামালের সকল বৈধতার ও কাস্টমস চার্জ, ট্যাক্স/ভ্যাট যাত্রীকে বহন করিতে হবে)
👨‍⚕ চিকিৎসা: সার্বক্ষনিক একজন এমবিবিএস ডাক্তার ভ্রমনকালীন সময়ে জাহাজে অবস্থান করবেন।
🎯🎲বিনোদন: দাবা, ক্যারম, লুডু ও লাইভ মিউজিক, জিমনেশিয়াম।
🎫 ওয়ান ওয়ে ভাড়ার তালিকা ঃ ৪০% মূল্য ছাড়ে (সিমীত সময়ের জন্য)
ডিসকাউন্টের পর ভাড়ার তালিকা:
🎫 সিঙ্গেল স্লিপার ঃ ৬,০০০/- (১ জন)
🎫 ডাবল স্লিপার ঃ ১০,০০০/- (২ জন)
🎫 সিঙ্গেল কেবিন ঃ ১২,০০০/- (১ জন)
🎫 ডাবল কেবিন ঃ ২০,৪০০/- (২ জন)
🎫 ফ্যামিলি কেবিন ঃ ২৫,২০০/- (২ জন)
🎫 ভিআইপি কেবিন ঃ ৩০,০০০/- (২ জন)
🎫 প্রিমিয়াম ভিআইপি কেবিন ঃ ৫০,৪০০/- (২ জন)
🧑‍🍼 ফ্যামিলির কেবিনের সাথে ১০ বছরের কম বয়সের ২ জন সন্তানের টিকিট ফ্রি।
১. জাহাজ এর সকল শ্রেনীর টিকেট এর সাথে ১০০০ টাকা ট্রাভেল ট্যাক্স ইনক্লুড। অর্থাৎ আলাদা করে ট্রাভেল ট্যাক্স দেয়া লাগবে না।
২. যারা রাউন্ড টিকেট ক্রয় করবেন, জাহাজ কলকাতা তে অবস্থানকালীন সময়ে তারা রাতে জাহাজ এ অবস্থান করতে পারবে সম্পূর্ন ফ্রি তে (আলাদা কোন রাত্রি যাপন চার্জ দিতে হবে না)।
৩. আপাতত যাত্রীর পাসপোর্ট এ যে কোন পোর্ট এ ভারতীয় ভিসা থাকলেই একজন যাত্রী এই নৌ পথে ভ্রমন করতে পারবেন।
ঢাকা - কোলকাতা রুটে রিটার্ন জাহাজ টিকেট কাটলেই পাচ্ছেন ভারতীয় ভিসা দ্রুত হওয়ার ক্ষেত্রে সহযোগিতা। ভিসা সহযোগিতা প্রাপ্তি তে আপনার যা করনীয়:
১। মিনিমাম ৬ মাস মেয়াদী বৈধ বাংলাদেশী পাসপোর্ট।
২। অনলাইন এ ভারতীয় ভিসার আবেদন ও পেমেন্ট স্লিপ।
৩। ভারতীয় ভিসা আবেদন সংশ্লিষ্ট প্রয়োজনীয় সকল কাগজ পত্র।
৪। জাহাজ টিকেট রাউন্ড ট্রিপ।
সব কাগজ পত্র ঠিক থাকলে এবং এই পাসপোর্ট এ পূর্বের কোন ব্যাড রেকর্ড না থাকলে দ্রুত ভিসা পাবেন ইনশাআল্লাহ।
যা যা জাহাজ কর্তৃপক্ষ কে দিতে হবেঃ
* পাসপোর্ট এর কপি।
* ভিসা আবেদন এর এপয়েন্টমেন্ট স্লীপ।
* ভিসা ফি জমা স্লীপ।
** টিকেট কপি।
বুকিং ও তথ্য সংক্রান্ত যোগাযোগ করুন: 01671-740371 (Whats App)

Happy New Year Friends 2024.
31/12/2023

Happy New Year
Friends 2024.

29/12/2023

K koita baje uthen??

💖🇵🇸🇧🇩
19/12/2023

💖🇵🇸🇧🇩

07/12/2023

💔

07/12/2023

Winter E Ghurar mojai Alada....

26/09/2023

゚ ゚viralシ ゚viralシfypシ゚viralシ

Don't  Delay Travel🏄‍♀️🚣‍♂️
29/08/2023

Don't Delay Travel🏄‍♀️🚣‍♂️

পদ্মা সেতুর সোডিয়াম বাতির আলোয় উজ্জ্বল ওয়ানডে বিশ্বকাপের ট্রফি২০২৩
07/08/2023

পদ্মা সেতুর সোডিয়াম বাতির আলোয় উজ্জ্বল ওয়ানডে বিশ্বকাপের ট্রফি
২০২৩

15/07/2023

ভিসা পদ্ধতি সহজীকরণ এবং প্রার্থীদের সুবিধা প্রদান
আমাদের ভিসা পদ্ধতিকে আরও সহজ করতে এবং দীর্ঘ লাইনের কারণে ভিসা আবেদনকারীগণের অসুবিধা কমানোর লক্ষ্যে, আমরা ১১ জুলাই ২০২৩ থেকে নিম্নলিখিত ব্যবস্থাসমূহ চালু করতে যাচ্ছি:

(১) যে সকল আবেদনকারী তাঁদের ভিসা আবেদন হাই কমিশন কর্তৃক প্রক্রিয়াকরণ চলাকালে অন্য কাজে ব্যবহার করার জন্য নিজেদের পাসপোর্ট ফেরত পেতে চান, তাঁদের জন্য এখন আইভ্যাক-এ ভিসা আবেদন জমা দেওয়ার সময় পাসপোর্ট ফেরত নেওয়ার সুবিধা থাকবে। ভিসা টোকেনে প্রদর্শিত সম্ভাব্য ডেলিভারির তারিখের ০৭ দিন আগে আইভ্যাক-এ তাঁদের পাসপোর্ট পুনরায় জমা দিতে হবে।

(২) ভিসা প্রসেসিং ফি অনলাইনে পরিশোধ করার সময় আবেদনকারীগণ এখন আইভ্যাক-এ তাঁদের ভিসা আবেদন জমা দেওয়ার জন্য সুনির্দিষ্ট টাইম স্লট আগে থেকে বেছে নেওয়ার সুযোগও পাবেন। এটি আবেদনকারীগণকে আবেদন জমা দেওয়ার সময় আইভ্যাক-এ দীর্ঘসময় অপেক্ষা করা থেকে মুক্তি দেবে।

(৩) যারা ১০ই জুলাই ২০২৩ পর্যন্ত সুনির্দিষ্ট তারিখ এবং সময় বিহীন ভিসা প্রসেসিং ফি অনলাইনে জমা দিয়েছেন তাদেরকে আগামী ২০ই জুলাই ২০২৩ এরমধ্যে অতিসত্তর আইভ্যাক এ ভিসা আবেদনপত্র জমা দেয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
(৪) সুনির্দিষ্ট তারিখ এবং সময় সম্বলিত ভিসা প্রসেসিং ফি অনলাইনে জমা দেয়ার রিসিপ্ট ভিসা আবেদন এর সাথে অবশ্যই প্রিন্ট করে আনতে হবে।
(৫) আবেদনকারী যে এপয়েন্টমেন্ট তারিখ ও সময় নির্ধারণ করে ভিসা প্রসেসিং ফি অনলাইনে জমা দিয়ে যে তারিখ ও সময় পাবেন, আবেদনকারীকে অবশ্যই সেই তারিখ ও সময় অনুযায়ী আইভ্যাক এ আসতে হবে।

13/07/2023

১.হিলি বর্ডার,
হিলি স্থল বন্দর।

13/07/2023

দিনাজপুর জমিদার বাড়ির দীঘি।

12/07/2023

GANGTOK,SIKKIM,INDIA💖

12/07/2023

Gangtok,Sikkim,India 💖

🌙ঈদ মোবারক🌙تَقَبَّلَ اللّهُ مِنَّ وَ مِنْكُمْ"তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"আল্লাহ আপনাদের এবং আমাদের নেক আমলগুলো ...
29/06/2023

🌙ঈদ মোবারক🌙
تَقَبَّلَ اللّهُ مِنَّ وَ مِنْكُمْ
"তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"
আল্লাহ আপনাদের এবং আমাদের নেক আমলগুলো কবুল করুক..
আমীন।
পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন।

পরিবার কিংবা ফ্রেন্ড সার্কেল নিয়ে ঝামেলামুক্ত ট্রিপ দিতে চান? অফিসিয়াল ট্যুর বা ইউনিভার্সিটির ব্যাচ ট্যুর আয়োজনে নানা রক...
10/02/2023

পরিবার কিংবা ফ্রেন্ড সার্কেল নিয়ে ঝামেলামুক্ত ট্রিপ দিতে চান?

অফিসিয়াল ট্যুর বা ইউনিভার্সিটির ব্যাচ ট্যুর আয়োজনে নানা রকম ঝামেলার সম্মুখীন হচ্ছেন?

ঝামেলার সম্মুখীন হওয়া তো খুবই স্বাভাবিক,ট্যুর আয়োজনে অনেকগুলো বিষয় মাথায় রেখে কাজ করতে হয়,একটু এদিক সেদিক হলেই পুরো ট্যুরটাই মাটি।

ট্যুরের গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো-
১-পারফেক্ট প্লেস ঠিক করা।
২-টিকিট কাটা।
৩-রিসোর্ট কিংবা হোটেল বুকিং।
৪-জানতে হবে কোন প্লেসে কোন রেস্টুরেন্টে কোন খাবারের টেস্ট বেস্ট।
৫-লোকাল ট্রান্সপোর্ট এরেঞ্জ।
৬-গাইড সাপোর্ট।

এতো কিছু এরেঞ্জের চিন্তায় ট্রিপের আনন্দটাই তো মাটি হয়ে যায়।তারউপর কাকে দেবেন এতো দায়িত্ব?
সবকিছুর সমাধান এক ছাদের নিচে কিংবা এক ফোন কলে 😀

অফিশিয়াল ট্যুর,ব্যাচ ট্যুর,ফ্যামিলি ট্যুর কিংবা হানিমুন ট্যুর আছে আমাদের, দেশ এবং দেশের বাইরে আছে 100+ রেডি ট্যুর প্ল্যান।আপনি বাছাই করে নিতে পারবেন আপনার পছন্দের ডেস্টিনেশন আর Green Touch Tours & Travels এর হাতে সব দায়িত্ব ছেড়ে ফুল স্পিডে এনজয় করুন আপনার ট্রিপ।

সাজেক কিংবা সুন্দরবন,কক্সবাজার
বান্দরবান , রাঙ্গামাটি, সেন্টমার্টিন, খাগড়াছড়ি, সিলেট,
সিকিম,কাশ্মীর,দার্জিলিং, নেপাল কিংবা দুবাই।
দেশ এবং দেশের বাইরে যেখানেই যেতে চান আমাদের চমৎকার ট্যুর প্ল্যান এবং দক্ষ ম্যানেজমেন্ট এর হাতে ছেড়ে দিন ট্যুরের সকল আয়োজন।
ট্যুরে যাওয়ার মূল লক্ষ্য যদি হয় একটু নির্ঝঞ্ঝাট আর চিন্তামুক্ত সময় কাটানো তবে ট্যুরের আগে এতো কিছু ম্যানেজের ঝামেলায় কেনো যাচ্ছেন?

আমরা আছি আপনাদের সাথে,দেশ বা দেশের বাইরে যেখানেই ঘুরতে যেতে চান, সিকিউরড আর চমৎকার একটা ট্যুর প্ল্যান নিয়ে হাজির হবো আমরা।

ট্রিপের চিন্তা মাথায় আসলেই কল দিন আমাদের হটলাইন নাম্বারে অথবা সরাসরি ভিসিট করুন আমাদের অফিসে।

যোগাযোগ:01778652326

27/01/2023

সেন্টমার্টিন যেতে চান?
ঘরে বসে টিকিট কাটুন ,
✓✓Green Touch Tours & Travel's এর মাধ্যমে।

টেকনাফ টু সেন্টমার্টিন নৌ রুটে শীপ টিকেটের ভাড়ার তালিকা নিম্নে দেওয়া হল,

বুকিং হটলাইন:
০১৭১২-৯০৬৬৬৩
০১৭৭৮-৬৫২৩২৬

১. কেয়ারি সিন্দবাদঃ- (যাওয়া আসা ভাড়া)
☞মেইন ডেক -১১০০/(আপ এন্ড ডাউন)
☞অপেন ডেক -১২৫০/(আপ এন্ড ডাউন)
☞ব্রিজ ডেক -১৩৫০/(আপ এন্ড ডাউন)

২.কেয়ারি ক্রুজ এন্ড ডাইনঃ- (যাওয়া আসা ভাড়া)
☞এক্সক্লুসিভ লাউঞ্জ -১৪০০/-(আপ এন্ড ডাউন)
☞কোরাল লাউঞ্জ -১৬০০/- (আপ এন্ড ডাউন)
☞পার্ল লাউঞ্জ -২০০০/- (আপ এন্ড ডাউন)

৩. এম.ভি পারিজাতঃ- (যাওয়া আসা ভাড়া)
☞মেইন ডেক -১২০০/-(আপ এন্ড ডাউন)
☞ওপেন ডেক -১৫০০/(আপ এন্ড ডাউন)
☞বিজনেস ক্লাস -১৭০০/(আপ এন্ড ডাউন)
☞কেবিন ---------৩,০০০/(আপ এন্ড ডাউন)

৪. এম.ভি রাজহংসঃ- (যাওয়া আসা ভাড়া)
☞বিজনেস ক্লাস - ১,৫০০/-(আপ এন্ড ডাউন)
☞ভিআইপি - ১,৭০০/-(আপ এন্ড ডাউন)
☞কেবিন -----৩,০০০/-(আপ এন্ড ডাউন)

৫. এস টি শহীদ সুকান্ত বাবুঃ- (যাওয়া আসা ভাড়া)
☞মেইন ডেক---১০০০/-(আপ এন্ড ডাউন)
☞ওপেন ডেক--- ১১০০/-(আপ এন্ড ডাউন)
☞ কেবিন---- ৩০০০/-(আপ এন্ড ডাউন)

৬. এম ভি বে ক্রুজার ০১ঃ- (যাওয়া আসা ভাড়া)
☞রজনীগন্ধা---- ১৪০০/- (আপ এন্ড ডাউন)
☞হাসনাহেনা---- ১৫০০/- (আপ এন্ড ডাউন)
☞কৃষ্ণচুড়া------ ১৮০০/- (আপ এন্ড ডাউন)

=== শিশু পলিসি ===
❐ শিশু ৫ বছরের নিচে হলে ফ্রি!!
❐ ৫ বছর উপরে থেকে এডাল্ট।

টেকনাফ - সেন্টমার্টিন - টেকনাফ  জাহাজের টিকিটের নতুন তালিকা 🛳️⛴️🌊🇧🇩 এই সিজনে কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন ও কেয়ারি সিনবাদ ...
09/01/2023

টেকনাফ - সেন্টমার্টিন - টেকনাফ জাহাজের টিকিটের নতুন তালিকা 🛳️⛴️🌊🇧🇩

এই সিজনে কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন ও কেয়ারি সিনবাদ এর টিকিটের মূল্য দেখে নিন এক নজরে:

কেয়ারি ক্রুজ এন্ড ডাইনের জাহাজের টিকিট মূল্য:
1. পার্লাউঞ্জ = 2000 ( আসা :1050, যাওয়া: 950 )
2. কুরাল লাউঞ্জ = 1600 ( আসা : 850, যাওয়া: 750 )
3. এক্সক্লুসিভ লাউঞ্জ = 1400 ( আসা :750 , যাওয়া: 650 )

কেয়ারি সিনবাদ জাহাজের টিকেট মূল্য:
1. ব্রিজ ডেক = 1350 ( আসা :725 , যাওয়া: 625 )
2. ওপেন ডেক = 1250 ( আসা : 675, যাওয়া: 775 )
3. মেইন ডেক = 1100 ( আসা :600, যাওয়া: 500 )

ইনশাল্লাহ সব কিছু ঠিক থাকলে 11 জানুয়ারি নৌ পরিবহন মন্ত্রণালয়ের সভাতে রুট পারমিটের অনুমতি দিলে আগামী 13 জানুয়ারি থেকে টেকনাফ থেকে সেন্টমার্টিন জাহাজ চলাচল শুরু করবে।
ফোন নং 01778652326.

অভিনন্দন মেসি,অভিনন্দন প্রিয়,দল আর্জেন্টিনা, সত্যিই অসাধারণ।
18/12/2022

অভিনন্দন মেসি,অভিনন্দন প্রিয়,
দল আর্জেন্টিনা, সত্যিই অসাধারণ।

13/12/2022

অভিনন্দন আর্জেন্টিনা✌️🎉🎊 সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা।❤️❤️❤️

ইনশাআল্লাহ কাতার বিশ্বকাপ টফি এইবার আর্জেন্টিনাই জিতবে, বিশ্বকাপ টফি মেসির হাতেই উঠবে ❤️❤️❤️

রোয়াংছড়ি দেবতাখুম ও রুমা বগালেকে কেউকারাডং  রিজুক ঝর্ণা  পর্যটক এলাকা ছাড়া বান্দরবানের সব এলাকা পর্যটকদের জন্য উন্মুক্ত...
18/11/2022

রোয়াংছড়ি দেবতাখুম ও রুমা বগালেকে কেউকারাডং রিজুক ঝর্ণা পর্যটক এলাকা ছাড়া বান্দরবানের সব এলাকা পর্যটকদের জন্য উন্মুক্ত।

আলহামদুলিল্লাহ,উদ্ভোধনের অপেক্ষায় কক্সবাজার রেল স্টেশন।🇧🇩
21/10/2022

আলহামদুলিল্লাহ,
উদ্ভোধনের অপেক্ষায় কক্সবাজার রেল স্টেশন।🇧🇩

Bandarban
17/10/2022

Bandarban

বিসমিল্লাহির রাহমানির রাহিম, 🌊 চট্টগ্রাম টু সেন্টমার্টিন সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত বিলাশ বহুল জাহাজ বে ওয়ান ক্রুজ নভেম্...
14/10/2022

বিসমিল্লাহির রাহমানির রাহিম,

🌊 চট্টগ্রাম টু সেন্টমার্টিন সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত বিলাশ বহুল জাহাজ বে ওয়ান ক্রুজ নভেম্বর ১০তারিখ হইতে সেন্টমার্টিনের উদ্দেশ্যে চলা চল শুরু করবে।

🏝️ সেন্টমার্টিন টু চট্টগ্রাম 🏖️
⛴️সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত MV Bay One Cruise জাহাজের শুধু যাওয়া ভাড়া ( নিম্ন লিখিত মুল্যের উপর ১০% ছাড় রয়েছে ১০-১০-২২ইং হইতে ১৯-১০-২২ইং তারিখের মধ্যে ক্রয় করলে)

🎇( নিম্মে উল্লেখিত ১০% ছাড়ে সকল ভাড়া One way শুধু যাওয়া / আসা )

➤ ইকোনমি ক্লাস চেয়ার ২,৫২০ টাকা (জনপ্রতি)
৫ম ও ৬ষ্ঠ তলায় ডেক “E & F”

➤ বিজনেস ক্লাস চেয়ার ৩,৩৩০ টাকা (জনপ্রতি)
৪র্থ তলায় ডেক “D”

➤ ওপেন ডেক সোফা ৪,০৫০ টাকা (জনপ্রতি)
১ম তলায় ডেক “D”

➤ বাংকার স্লিপার বেড ৪,৫০০টাকা (জনপ্রতি)
৩য় তলায় ডেক “C”

➤ ভিআইপি প্রেসিডেনশিয়াল কেবিন ১৮,০০০ টাকা
( ২ জনের জন্য) ডেক “B” ২য় তলা

➤ ভিআইপি প্রেসিডেনশিয়াল প্লাস কেবিন
২২,৫০০ টাকা (২ জনের জন্য) ডেক “B” ২য় তলা

➤ রয়্যাল কেবিন ২০,৭০০ টাকা
( ২ জনের জন্য) ডেক “A” ১ম তলা

➤ ফ্যামিলি বাঙ্কার কেবিন ১৭,১০০ টাকা
( ০৪ জনের জন্য) ডেক “A” ১ম তলা

➤ ভি ভি আই পি কেবিন ২২,৫০০ টাকা
( ২ জনের জন্য) ডেক “A” ১ম তলা

➤ ভি ভি আই পি Emperor's কেবিন ২৫,২০০ টাকা
( ২ জনের জন্য) ডেক “A” ১ম তলা

‼️ ৫+ বছরের বাচ্চাদের ফুল টিকেট লাগবে ।

♦️♦️চট্টগ্রাম এয়ারপোর্ট রোড ১৫ নং ওয়াটার বাস টার্মিনাল থেকে ছাড়ে রাত: ১১.০০ টায়।
♦️♦️সেন্টমার্টিন থেকে ছাড়ে সকাল: ১১.০০ মিনিটে।
উভয় দিক থেকে গন্তব্যে পৌছতে সময় লাগবে ৭ ঘন্টা (+,-)

🏝️⛴️ সেন্টমার্টিন ভ্রমণ বিষয়ক সকল তথ্য ও রুম বুকিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ: 01712-906663
(Whats App/ Call) 01671-740371

নিয়মিত চলাচল শুরু হয়েছে কর্নফুলী এক্সপ্রেস।ঢাকা কক্সবাজার সেইন্টমার্টিন নিয়মিত বাস টিকেট, শীপ টিকেট, হোটেল বুকিং পাবেন আ...
12/10/2022

নিয়মিত চলাচল শুরু হয়েছে কর্নফুলী এক্সপ্রেস।ঢাকা কক্সবাজার সেইন্টমার্টিন নিয়মিত বাস টিকেট, শীপ টিকেট, হোটেল বুকিং পাবেন আমাদের কাছ থেকে।এছাড়াও যে কোন ধরনের প্যাকেজ নিতে পারবেন যে কোন দিন।আপনার সুবিধা মত প্যাকেজ নিতে যোগাযোগ করুন।

🌊🛳️ কক্সবাজার টু সেন্টমার্টিন - সেন্টমার্টিন টু কক্সবাজার 🛳️🌊
🚢 সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত Karnafuly Express এর যাত্রা সময়সূচী:

⌚কক্সবাজার এয়ারপোর্ট রোড নুনিয়াছড়া বি আই ডব্লিও টি এ ঘাট থেকে ছাড়ে সকাল: ৭.০০ টায়।
⌚সেন্টমার্টিন থেকে ছাড়ে বিকাল: ৩.৩০ মিনিটে।
উভয় দিক থেকে গন্তব্যে পৌছতে সময় লাগবে ৫ ঘন্টা (+,-) ।

🏖️ পর্যটকবাহী জাহাজের (জনপ্রতি আসা-যাওয়া) নতুন ভাড়ার তালিকা: 🏖️
==========================
💺রেগুলার ক্লাস ( Lavender) : ৩,২০০/-
💺(শোভন ক্লাস চেয়ার (Marigold) : ৩,২০০/-
💺বিজনেস ক্লাস (ডিলাক্স) চেয়ার ( Gladiolas) : ৪,০০০/-
💺ওপেন ডেক চেয়ার ( Open Deck) : ৪,০০০/-
💺লিলাক লাউঞ্জ( Lelak Lounge) : ৪,০০০/-
💺ভি আই পি লাউঞ্জ (Chrysanthemum Lounge) : ৪,৫০০/-
🛏সিঙ্গেল কেবিন( Single Cabin) : ৭,৫০০/- টাকা
(১ জন এর জন্য প্রযোজ্য)
🛌টুইন বেড কেবিন (Twin Bed Cabin) : ১২,০০০/-
(২ জন এর জন্য প্রযোজ্য)
🛌ভি আই পি কেবিন ( VIP Cabin) : ২০,০০০/-
(২ জন এর জন্য প্রযোজ্য)
🛌ভি ভি আই পি কেবিন (VVIP Cabin) : ২৮,০০০/-
(২ জন এর জন্য প্রযোজ্য)
শুধু যাওয়া বা আসা:-
==============================
💺রেগুলার ক্লাস ( Lavender) : ১,৭০০/-
💺(শোভন ক্লাস চেয়ার (Marigold) : ১,৭০০/-
💺বিজনেস ক্লাস (ডিলাক্স) চেয়ার ( Gladiolas) : ২,১০০/-
💺ওপেন ডেক চেয়ার ( Open Deck) : ২,১০০/-
💺লিলাক লাউঞ্জ( Lelak Lounge) : ২,১০০/-
💺ভি আই পি লাউঞ্জ (Chrysanthemum Lounge) : ২,৩০০/-
🛏সিঙ্গেল কেবিন( Single Cabin) : ৪,০০০/- টাকা
(১ জন এর জন্য প্রযোজ্য)
🛌টুইন বেড কেবিন (Twin Bed Cabin) : ৬,৫০০/-
(২ জন এর জন্য প্রযোজ্য)
🛌ভি আই পি কেবিন ( VIP Cabin) : ১১,৫০০/-
(২ জন এর জন্য প্রযোজ্য)
🛌ভি ভি আই পি কেবিন (VVIP Cabin) : ১৫,০০০/-
(২ জন এর জন্য প্রযোজ্য)
🚸 (প্রতিটি কেবিন ২ জন এর জন্য প্রযোজ্য, সিঙ্গেল কেবিনে ১জন প্রযোজ্য। অতিরিক্ত জনপ্রতি আলাদা টিকেট কেটে নিতে হবে)
👪 শিশু পলেসি: ৫ বছর বয়স পর্যন্ত সম্পূর্ণ ফ্রি, ৫ বছরের বড় সকলকে টিকেট কাটতে হবে।
💝 বিশেষ সুবিধা:
সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত জাহাজটিতে ভ্রমণকালীন সময়ে উভয় পথে সৌজন্যমূলক হালকা নাস্তা প্রত্যেক যাত্রীকে সরবরাহ করা হয়।
🍽️ খাবার মেনু: কুকিজ,কেক ও মিনারেল পানি

শীপ টিকিট, হোটেল এবং সেইন্টমার্টিন প্যাকেজ এর জন্য যোগাযোগ করুনঃ ০১৭১২-৯০৬৬৬৩,০১৬৭১-৭৪৯৩৭১ নাম্বারে।

মেঘের রাজ্য সাজেক ও খাগড়াছড়ি ভ্রমণ। এটি ৩ রাত ২ দিনের ট্যুর।  👉ইভেন্টঃ৬৩০০ টাকায়। 👉১ম ইভেন্টঃযাত্রা শুরু: ১৯ অক্টোবর ব...
02/10/2022

মেঘের রাজ্য সাজেক ও খাগড়াছড়ি ভ্রমণ।
এটি ৩ রাত ২ দিনের ট্যুর।

👉ইভেন্টঃ৬৩০০ টাকায়।

👉১ম ইভেন্টঃ
যাত্রা শুরু: ১৯ অক্টোবর বুধবার রাত ১০ টায় কলাবাগান অথবা আরামবাগ থেকে।

ফেরার তারিখ:
২১ অক্টোবর শুক্রবার রাতে খাগড়াছড়ি থেকে। ৮ অক্টোবর শনিবার ভোর ৫ টার মধ্যেই ইনশাআল্লাহ ঢাকায় থাকবো।

👉২য় ইভেন্টঃ
যাত্রা শুরু: ১৪ অক্টোবর কলাবাগান অথবা আরামবাগ শুক্রবার রাত ১০ টায় থেকে।

ফেরার তারিখ:
১৬ অক্টোবর রবিবার রাতে খাগড়াছড়ি থেকে। ১০ অক্টোবর সোমবার ভোর ৫ টার মধ্যেই ইনশাআল্লাহ ঢাকায় থাকবো।

💰 ইভেন্ট ফিঃ ৬৩০০ টাকা
বুকিং মানি ৩০৩০ টাকা

কাপল ফি: ৭৮৯৯ টাকা
বুকিং মানি ৪০৫০ টাকা

বিকাশ/ নগদ :
01778652326
01671740371

⭕বুকিং করার শেষ তারিখ: সিট খালি থাকা সাপেক্ষে।

🟩যা_যা_দেখবোঃ

সাজেক ভ্যালি
রুইলুই পাড়া
কংলাক পাহাড়
কংলাক পাড়া
হ্যালিপেড
সাজেক জিরো পয়েন্ট
আলুটিলা গুহা
হার্টিকালচার পার্ক
ঝুলন্ত ব্রিজ

#ইভেন্টে_যা_যা_থাকছে:
😮 ঢাকা-খাগড়াছড়ি-ঢাকা (চেয়ারকোচ আপডাউন বাস)
😮৫ বেলা মূল খাবার
😮২ দিনের সার্বক্ষনিক চাঁদের গাড়ি
😮কটেজে ১ রাত থাকা

#খাবারে_থাকবে:
🔥 সাজেকের ঐতিহ্যবাহী ব্যাম্বো চিকেন।
🔥 রাতে বার-বি-কিউ পার্টি
🔥 গরুর মাংস/হাঁসের মাংস, সবজি, ভর্তা, ডাল, ভাত
🔥 ভুনাখিচুড়ি

#প্যাকেজে যা যা থাকছে নাঃ
❌গাইড খরচ
❌ সকল স্পটের এন্ট্রি ও পার্কিং ফি
❌সাজেকের পানি

🤝যোগাযোগঃ
☎️01712906663
📱Whatsapp: 01671740371
📧E-mail: [email protected]

সুখবর সুখবর সুখবর পহেলা অক্টোবর থেকে সেন্টমার্টিন রুটে চলবে জাহাজ আপনারা জাহাজের টিকেট এবং সেন্টমার্টিন রিসোর্ট বুকিং দে...
08/09/2022

সুখবর সুখবর সুখবর
পহেলা অক্টোবর থেকে সেন্টমার্টিন রুটে চলবে জাহাজ আপনারা জাহাজের টিকেট এবং সেন্টমার্টিন রিসোর্ট বুকিং দেওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন পেইজের ইনবক্সে অথবা
ফোন নাম্বারে-
01712-906663
01671-740371

Address

Mirpur-2, Dhaka
Mirpur
1216

Opening Hours

Monday 09:00 - 23:00
Tuesday 09:00 - 23:00
Wednesday 09:00 - 23:00
Thursday 09:00 - 23:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 23:00
Sunday 09:00 - 23:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Green Touch Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category