ঘুরপাক - Ghurpak

ঘুরপাক - Ghurpak Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ঘুরপাক - Ghurpak, Travel Agency, 5/3 Haritage Karim Manzil, 3 Mohonpur Road, Muhammadpur.
(1)

🛬 Air Ticket 📆 Holiday Trip
🏷️ Tour Packages
📍 Trekking & Traveling
🏨 Hotel & Resort booking

আজ চালু হলো মেট্টোরেলের নতুন দুইটি স্টেশন, ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি স্টেশন আর বিজয় সরণি স্টেশন ❤️
13/12/2023

আজ চালু হলো মেট্টোরেলের নতুন দুইটি স্টেশন, ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি স্টেশন আর বিজয় সরণি স্টেশন ❤️

13/12/2023

বৃষ্টিস্নাত সূর্যস্নান টুইন বীচ রিসোর্ট 🏝️

আপনার প্রিয়জন কিংবা পরিজনদের নিয়ে চলে আসুন প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ভ্রমণে।

যেকোনো জিজ্ঞাসা কিংবা পরামর্শ পেতে যোগাযোগ করুন :
01703-238365

ঘরে বসেই বা অফিসে এসে সেন্টমার্টিন গামী জাহাজ টিকেট বুকিং করুন ঘুরপাক - Ghurpak  থেকে। এ সময়ের চমৎকার আবহাওয়া তে প্রবাল ...
12/12/2023

ঘরে বসেই বা অফিসে এসে সেন্টমার্টিন গামী জাহাজ টিকেট বুকিং করুন ঘুরপাক - Ghurpak থেকে। এ সময়ের চমৎকার আবহাওয়া তে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ভ্রমন করুন। জাহাজ টিকেট, রিসোর্ট, বাস টিকেট, কাস্টমাইজড ভ্রমন প্যাকেজ বুকিং করতে পারবেন আমাদের কাছ থেকে ।
বিভিন্ন জাহাজ অনুযায়ী বর্তমান টিকেট মুল্য যাওয়া ও আসা :
রুট: টেকনাফ - সেন্টমার্টিন - টেকনাফ:
১। এম ভি বার আউলিয়া - রিটার্ন টিকেট - ১৪০০/- থেকে শুরু।
২। এল সিটি কাজল - রিটার্ন টিকেট - ১২০০/- থেকে শুরু।
৩। এস টি শহীদ সুকান্ত বাবু - রিটার্ন টিকেট - ৯০০/- থেকে শুরু।
৪। এম ভি আটলান্টিক ক্রুজ - রিটার্ন টিকেট - ১৪০০/- থেকে শুরু।
৫। এস টি ভাষা শহীদ সালাম - রিটার্ন টিকেট - ১০০০/- থেকে শুরু।
৬। এম ভি কেয়ারী সিনবাদ - রিটার্ন টিকেট - ১০০০/- থেকে শুরু।
৭। কেয়ারী ক্রুজ এন্ড ডাইন এসি - রিটার্ন টিকেট - ১২০০/- থেকে শুরু।
রুট: কক্সবাজার - সেন্টমার্টিন - কক্সবাজার :
এম ভি কর্নফুলী এক্সপ্রেস - রিটার্ন টিকেট - ১৮০০/- থেকে শুরু।
রুট: চট্টগ্রাম - সেন্টমার্টিন - চট্টগ্রাম:
এম ভি বে ওয়ান ক্রুজ - রিটার্ন টিকেট - ৫০০০/- থেকে শুরু।
এছাড়া ছোট ও বৃহৎ গ্রুপ (১০, ২০, ৪০, ৮০, ১০০+ জন) এর জন্য স্পেশাল ডিস্কাউন্ট এ টিকেট ক্রয় করার সুবিধা।
প্রতিটি জাহাজ এর ছবির শিরোনাম এ সে জাহাজ এর সময় সুচী ও ক্যাটাগরি অনুযায়ী ভাড়ার তালিকা পাবেন, ছবিতে ট্যাপ করলেই দেখতে পাবেন।
প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ভ্রমনে আমরা Ship Ticket BD আপনাদের কে দিচ্ছি ওয়ান স্টপ (One Stop) সলুশন!
🌀 আমাদের সেবা সমূহ:
👉 কক্সবাজার, টেকনাফ, চট্টগ্রাম থেকে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন গামী সকল জাহাজ এর টিকেট পাবেন আমাদের কাছে।
👉 ঢাকা - কক্সবাজার - টেকনাফ সহ দেশ এর ৫৪ টি রোডে চলা ৫০+ (এসি, নন এসি, স্লিপার) বাস অপারেটর এর টিকেট পাবেন আমাদের কাছে।
👉 দেশের সকল ডেস্টিনেশন এ সকল ধরনের বাজেট এর রিসোর্ট/হোটেল / কটেজ বুকিং করতে পারবেন আমাদের কাছে।
👉 সেন্টমার্টিন , কক্সবাজার, সুন্দরবন, টাঙ্গুয়ার হাওড় সহ দেশ ও দেশের বাইরে ভ্রমন প্যাকেজ বুকিং করতে পারবেন। কাপল ট্যুর, ফ্রেন্ডস & ফ্যামিলি ট্যুর, স্টাডি ট্যুর, কর্পোরেট ট্যুর, বাজেট ট্যুর সহ আমরা সকল ধরনের কাস্টমাইজড প্যাকেজ ট্যুর করে থাকি।
👉 কক্সবাজার - টেকনাফ - কক্সবাজার পিক আপ ও ড্রপ অফ সার্ভিস পাবেন নন এসি ও এসি ট্যুরিস্ট কোস্টার এ।
টিকেট বুকিং সহ অনান্য প্রয়োজন এ ফোন বাকরিম না হোয়াটসঅ্যাপে নক করুন: 01703-238365
ঢাকা অফিস: ৫/৩ ক হেরিটেজ করিম মঞ্জিল,মোহনপুর রোড শ্যামলী,ঢাকা।

সম্পন্ন তথ্য সুত্রঃ- কক্সবাজার রেলওয়ে সম্পর্কে। ★ ৮১৩/৮১৪ কক্সবাজার এক্সপ্রেস এর বিস্তারিত সকল তথ্য......  √ নামঃ কক্সবা...
10/12/2023

সম্পন্ন তথ্য সুত্রঃ- কক্সবাজার রেলওয়ে সম্পর্কে।

★ ৮১৩/৮১৪ কক্সবাজার এক্সপ্রেস এর বিস্তারিত সকল তথ্য......

√ নামঃ কক্সবাজার এক্সপ্রেস।
√ ট্রেন কোডঃ ৮১৩/৮১৪।
√ রুটঃ কক্সবাজার- ঢাকা।
√ সার্ভিসঃ ননস্টপ।
√ পরিসেবাঃ ব্র‍্যান্ড নিউ কোরিয়ান লাল-সবুজ রেক৷
√ সাপ্তাহিক বন্ধঃ ৮১৩ কক্সবাজার থেকে মঙ্গলবার/ ৮১৪ ঢাকা থেকে সোমবার।

√ সময়সূচিঃ

> ৮১৩ কক্সবাজার থেকে ছাড়বে দুপুর ১২.৩০ মিনিটে ➡️ চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ০৩.৪০ মিনিটে ➡️ চট্টগ্রাম ছাড়বে বিকেল ০৪.০০ মিনিট ➡️ বিমানবন্দর স্টেশন পৌঁছাবে রাত ০৮.৩০ মিনিটে ➡️ বিমানবন্দর স্টেশন ছাড়বে রাত ০৮.৩৩ মিনিটে ➡️ ঢাকা পৌঁছাবে রাত ০৯.১০ মিনিটে।

> ৮১৪ ঢাকা থেকে ছাড়বে রাত ১০.৩০ মিনিটে ➡️ বিমানবন্দর স্টেশন পৌঁছাবে রাত ১০.৫৩ মিনিটে ➡️ বিমানবন্দর স্টেশন ছাড়বে রাত ১০.৫৮ মিনিটে ➡️ চট্টগ্রাম পৌঁছাবে রাত ০৩.৪০ মিনিটে ➡️ চট্টগ্রাম ছাড়বে ভোর ০৪.০০ মিনিটে ➡️ কক্সবাজার পৌঁছাবে সকাল ০৭.২০ মিনিটে।

√ ঢাকা- কক্সবাজার রুটের চূড়ান্ত ভাড়া.....

> শোভন চেয়ার- ৬৯৫; স্নিগ্ধা- ১৩২৫; এসি সিট- ১৫৯০; এসি বার্থ- ২৩৮০।

√ চট্টগ্রাম- কক্সবাজার রুটের চূড়ান্ত ভাড়া.....

> শোভন চেয়ার- ২৫০; স্নিগ্ধা- ৪৭০; এসি সিট- ৫৬৫; এসি বার্থ- ৮৪৫।

√ বিস্তারিত সিটপ্লানঃ

> শোভন চেয়ারে উইন্ডো নম্বর সমূহঃ ০১, ০২, ০৪, ০৫, ০৮, ০৯, ১২, ১৩, ১৬, ১৭, ২০, ২১, ২৪, ২৫, ২৮, (২৯, ৩২, ৩৩, ৩৬), ৩৭, ৩৯, ৪১, ৪৪, ৪৫, ৪৭, ৪৯, ৫১, ৫৩, ৫৬, ৫৭, ৫৯, ৬০৷ () টেবিল সিট। (ঢাকা/কক্সবাজার অভিমুখী (৩৬-৬০ সীটগুলো) (চট্রগ্রাম অভিমুখী - ১ থেকে ৩৫ নম্বর সীটগুলো)

> স্নিগ্ধা শ্রেণীর উইন্ডো নম্বর সমূহঃ ০১, ০৩, ০৪, ০৭, ০৮, ১১, ১২, ১৫, ১৬, ১৯, ২০, ২৩, (২৪, ২৭, ২৮, ৩১) ৩২, ৩৫, ৩৬, ৩৯, ৪০, ৪৩, ৪৪, ৪৭, ৪৮, ৫১, ৫২, ৫৪, ৫৫। () টেবিল সিট৷ (ঢাকা/কক্সবাজার অভিমূখী ৩১-৫৫ নম্বর সীট)

> ৮১৩ঃ কক্সবাজার- চট্টগ্রাম ৬০ থেকে ৩৬ যাত্রামুখী। চট্টগ্রাম- ঢাকা ১-৩৫ যাত্রামুখী৷
> ৮১৪ঃ ঢাকা- চট্টগ্রাম ৬০-৩৬ যাত্রামুখী। চট্টগ্রাম- কক্সবাজার ১- ৩৫ যাত্রামুখী।

√ বর্তমানে দেশে পর্যাপ্ত কোরিয়ান কেবিন না থাকার কারণে এই ট্রেনে আপাততঃ কোনো কেবিন সংযুক্ত নেই। তবে ইনশাআল্লাহ শীঘ্রই এই ট্রেনের সাথে এসি এবং ননএসি কেবিন যুক্ত হবে।

√ যেহেতু পর্যটন মৌসুম চলমান এবং মাত্র একটি ট্রেন চালু হয়েছে, তাই ভাড়া নিয়ে যতই আলোচনা/সমালোচনা থাকুক তবুও টিকেট পাওয়া যাচ্ছে না সহজে। তাই আপনাদের প্রতি অনুরোধ টিকেট কাটার সময় অবশ্যই একটু ফাস্ট হওয়ার চেষ্টা করবেন। এবং অবশ্যই কাউন্টার পরিহার করার চেষ্টা করবেন। কারণ ১০০% টিকেট অনলাইন এবং কাউন্টার এর জন্য উন্মুক্ত, তাই, সকাল আটটার সময় একজন বুকিং সহকারীর কম্পিউটার এর মাউস আর আপনার মোবাইল স্ক্রিনের ক্ষমতা সমান। তবে টিকেট কাটার সময় অবশ্যই ধৈর্য্য ধরতে হবে।

ধন্যবাদ সকলকে।

ছবি - আবু সাইদ

📢📢সুখবর!সুখবর!সুখবর!📢📢এখন থেকে ঢাকা-কলকাতা-ঢাকা রিটার্ন শীপ টিকিট কাটলেই ভারতের  #অনএরাইভাল ভিসা পাওয়া যাবে।দ্বিতীয় ট্রি...
06/12/2023

📢📢সুখবর!সুখবর!সুখবর!📢📢

এখন থেকে ঢাকা-কলকাতা-ঢাকা রিটার্ন শীপ টিকিট কাটলেই ভারতের #অনএরাইভাল ভিসা পাওয়া যাবে।

দ্বিতীয় ট্রিপ🖋

🕙 ঢাকা থেকে জাহাজ ছাড়ার সময়: ১৪ ডিসেম্বর ২০২৩ সকাল ১০.০০ ঘটিকা।

🛳️ ছাড়ার স্থান: কার্নিভাল ক্রুজ ফেরীঘাট, হাসনাবাদ ( পোস্তগোলা ব্রীজের নীচ থেকে)

🟢কলকাতায় জাহাজ পৌছানোর সময়: ১৬ ডিসেম্বর ২০২৩ সকাল ১০.০০ ঘটিকা। (সম্ভাব্য)

⚓পৌছানোর স্থান: পুলিশ জেটি ঘাট, হাওড়া, কলকাতা।

⬅️কলকাতা থেকে ছেড়ে আসবে: ১৯ ডিসেম্বর ২০২৩ সকাল ১০.০০ ঘটিকা ।

✅ ঢাকা পৌছানোর সময়: ২১ ডিসেম্বর ২০২৩ সকাল ১০.০০ ঘটিকা। (সম্ভাব্য)

♒রুট: ঢাকা (হাসনাবাদ কার্নিভাল ফেরীঘাট)-চাঁদপুর-বরিশাল-ঝালকাঠী- মোরেলগঞ্জ-মংলা(সুন্দরবন)-আংটিহারা-হেমনগর(ভারত)-বালি(সুন্দরবন)-ভগবতপুর-নামখানা-ডায়মন্ড হারবার-কোলকাতা পুলিশ জেটি।

🧑‍✈️ যাত্রী নিরাপত্তা ব্যবস্থা: পর্যাপ্ত লাইফ জ্যাকেট, লাইফ বয়া, আধুনিক অগ্নি নির্বাপন ব্যবস্থা, উন্নত প্রযুক্তি সম্পন্ন নেভিগেশন ব্যবস্থা ও দক্ষ আনসার বাহিনী।

🍝ভ্রমনকালীন সময় খাবার ব্যবস্থা: জাহাজে ২টি মানসম্মত ক্যান্টিন রয়েছে ভ্রমনকারীগন নিজ খরচে সেখান থেকে পছন্দমত খাবার খেতে পারবেন।

🇮🇳 ভ্রমনকারীর প্রয়োজনীয় কাগজপত্র: ভারতীয় ভিসা সম্বলিত পাসপোর্ট (ভিসার মেয়াদ কমপক্ষে ১৫ দিন, পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ০৬ মাস), জাতীয় পরিচয় পত্রের কপি।

👨‍⚕ চিকিৎসা: সার্বক্ষনিক একজন এমবিবিএস ডাক্তার ভ্রমনকালীন সময়ে জাহাজে অবস্থান করবেন।

🎯🎲বিনোদন: দাবা, ক্যারম, লুডু ও লাইভ মিউজিক।

🎫 ওয়ান ওয়ে ভাড়ার তালিকা ঃ ৪০% মূল্য ছাড়ে (সিমীত সময়ের জন্য)

ডিসকাউন্টের পর ভাড়ার তালিকা

🎫 সিঙ্গেল স্লিপার ঃ ৬,০০০/- (১ জন)
🎫 ডাবল স্লিপার ঃ ১০,০০০/- (২ জন)
🎫 সিঙ্গেল কেবিন ঃ ১২,০০০/- (১ জন)
🎫 ডাবল কেবিন ঃ ২০,৪০০/- (২ জন)
🎫 ফ্যামিলি কেবিন ঃ ২৫,২০০/- (২ জন)
🎫 ভিআইপি কেবিন ঃ ৩০,০০০/- (২ জন)
🎫 প্রিমিয়াম ভিআইপি কেবিন ঃ ৫০,৪০০/- (২ জন)

🧑‍🍼 ফ্যামিলির কেবিনের সাথে ১০ বছরের কম বয়সের ২ জন সন্তানের টিকিট ফ্রি।

যোগাযোগ:
ঘুরপাক - Ghurpak
01703-238365

03/12/2023

What’s your life goal?

Me :

30/11/2023

Winter morning☀️

Location : Cox's Bazar Railway Station.

লুকলা এয়ারপোর্ট, নেপাল ✈     বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ এবং বিপদজনক বিমানবন্দরের মধ্যে এই লুকলা এয়ারপোর্ট অন্যতম৷ বর্তমান...
26/11/2023

লুকলা এয়ারপোর্ট, নেপাল ✈

বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ এবং বিপদজনক বিমানবন্দরের মধ্যে এই লুকলা এয়ারপোর্ট অন্যতম৷ বর্তমানে এই বিমানবন্দরটি তেনজিং-হিলারি বিমানবন্দর নামে অধিক পরিচিত।

📸 মাসুম ভাই

ডিসেম্বরে সপরিবারে দেশের বাইরে ঘুরতে যেতে চাইলে পাশের দেশ ভারত পছন্দের তালিকায় শীর্ষে। সময় নিয়ে একটু এডভেঞ্চারাস ট্রি...
26/11/2023

ডিসেম্বরে সপরিবারে দেশের বাইরে ঘুরতে যেতে চাইলে পাশের দেশ ভারত পছন্দের তালিকায় শীর্ষে। সময় নিয়ে একটু এডভেঞ্চারাস ট্রিপ করার জন্য গ্যাংটক সাথে নর্থ সিকিম হতে পারে অন্যতম পছন্দ। ভাগ্যে থাকলে স্নো ফল পাওয়া যেতেই পারে।

ইভেন্ট ফি : ১৫০০০/- রুপি (ঢাকা টু ঢাকা)

বিস্তারিত : মাত্র 14999 রুপিতে সিকিম প্রিমিয়াম ট্রিপ with Ghurpak

25/11/2023

দামী গিফটের প্রয়োজন নেই।

তুমি আমাকে ফুল দিলেই চলবে 🌸🌻🌷

আলহামদুলিল্লাহ।❤️চলে আসল পর্যটন নগরী কক্সবাজারের ট্রেনের টিকিট। আজ সকাল ৮ টা থেকে কাটতে পারবেন টিকিট।আজ ১-৩ ডিসেম্বর পর্...
23/11/2023

আলহামদুলিল্লাহ।❤️
চলে আসল পর্যটন নগরী কক্সবাজারের ট্রেনের টিকিট।
আজ সকাল ৮ টা থেকে কাটতে পারবেন টিকিট।
আজ ১-৩ ডিসেম্বর পর্যন্ত টিকিট দেওয়া হয়েছিলো যা টিকিট ছাড়ার দেড় ঘন্টার মাঝেই শেষ হয়ে গিয়েছে।
আগামীকাল দেওয়া হবে ৪ ডিসেম্বরের টিকিট।

🚉 ট্রেনের নাম: কক্সবাজার এক্সপ্রেস

💲টিকিটের দাম:
ঢাকা টু কক্সবাজার শোভন চেয়ারের ভাড়া ৬৯৫ টাকা
স্নিগ্ধতে (এসি চেয়ার) ভাড়া ১৩২৫ টাকা।🚆🏄
এবং বার্থের (স্লিপার) ভাড়া ২৩৮০ টাকা।

🕙সময়:
🚉ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে রাত ১০:৩০ মিনিটে, কক্সবাজার পৌঁছাবে পরদিন সকাল ০৭:২০ মিনিটে। ঢাকা থেকে।

🚫কক্সবাজারগামী ট্রেনের অফ ডে সোমবার।

🚊ট্রেনটি কক্সবাজার থেকে ছাড়বে দুপুর ১২:৩০ মিনিটে, ঢাকায় পৌঁছাবে রাত ০৯:১০ মিনিটে ইনশাআল্লাহ।

🚫কক্সবাজার থেকে ঢাকাগামী ট্রেনের অফ ডে মঙ্গলবার।

📌এছাড়া কক্সবাজার এক্সপ্রেসে যাদের জানালার পাশের সীট নিয়ে সমস্যা হচ্ছে, তাদের জন্য সীট প্ল্যান দেওয়া হলো।

🌸শোভন চেয়ার/S_Chair:
ঢাকা থেকে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত ৬০-৩৩ সোজা বা যাত্রামূখী আসন এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার ও চট্টগ্রাম থেকে ঢাকা ০১-৩২ সোজা বা যাত্রামূখী আসন হবে।

🌸এসি চেয়ার/Snigdha:
ঢাকা থেকে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত ৫৫-২৮ সোজা বা যাত্রামূখী আসন এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার ও চট্টগ্রাম থেকে ঢাকা ০১-২৭ সোজা বা যাত্রামূখী আসন হবে।

আপনাদের যাত্রা নিরাপদ, সুন্দর, সুখময় উপভোগ্য হোক!

আমাদের ঘুরপাক - Ghurpak (ঘুরপাক) পরিবারে আজকে থেকে যুক্ত হলো নতুন একজন ভ্রমণপ্রেমী সজীব ❤️আপনারা সবাই দোয়া করবেন আমরা য...
13/11/2023

আমাদের ঘুরপাক - Ghurpak (ঘুরপাক) পরিবারে আজকে থেকে যুক্ত হলো নতুন একজন ভ্রমণপ্রেমী সজীব ❤️
আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন ঘুরপাক ট্রাভেল গ্রুপকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি। আপনাদের আরো অনেক বেটার সার্ভিস দেয়ার জন্য আমাদের সাথে সজীব যুক্ত হয়েছে।

অভিনন্দন Sajib Hossain Saad এডমিন সাহেব ❤️
আশা করি সারাজীবন আমাদের পরিবারকে আগলে রাখবে ইনশাআল্লাহ্।

  Special offer for one of the best places to retreat yourself at    Family Retreat, Cox's Bazar.!!! Special offer on Ro...
07/11/2023

Special offer for one of the best places to retreat yourself at Family Retreat, Cox's Bazar.

!!! Special offer on Room reservation till 30th November 2023!!!

1. Standard Couple/Twin with Buffet breakfast Tk.1800 /- ( Sun- Thursday)
Tk. 2000 /- ( Fri+ Saturday)
2. Deluxe Couple/Twin with Buffet breakfast.
Tk.2100/- ( Sun- Thursday)
Tk.2300 /- ( Fri+ Saturday)
3. Deluxe Family Suite with Buffet breakfast for 4 guests ( 2 beds in 2 rooms , 2 Washrooms & Balcony)
Tk.3200/- ( Sun- Thursday)
Tk. 3500 /- ( Fri+ Saturday)
4. Premium Family Suite with Buffet breakfast for 4 guests ( 2 beds in 2 rooms , 2 Washrooms, 2 Balcony)
Tk.3400/- ( Sun- Thursday)
Tk. 3700 /- ( Fri+ Saturday)

For any query please feel free to contact at Reservation: 01703-238365

 #ভারতীয়_ভিসাইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা করতে যা যা প্রয়োজনঃ১। ২*২ ল্যাব প্রিন্ট ছবি২। এপ্লিকেশন ফর্ম৩। এন আই ডি / স্মার্ট ক...
06/11/2023

#ভারতীয়_ভিসা

ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা করতে যা যা প্রয়োজনঃ
১। ২*২ ল্যাব প্রিন্ট ছবি
২। এপ্লিকেশন ফর্ম
৩। এন আই ডি / স্মার্ট কার্ড / জন্ম নিবন্ধন কপি
৪। বর্তমান ঠিকানা অনুযায়ী আপডেট ইউটিলিটি বিলের কপি।
৫। লাস্ট ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট (মিনিমাম ব্যালেন্স ২০০০০৳) / ডলার এনডোর্সমেন্ট।
৬। পেশাগত প্রমাণপত্র (NOC/ট্রেড লাইসেন্স ইত্যাদি)
৭। লাস্ট ভিসা কপি (যদি থাকে)।
৮। পাসপোর্ট কপি
৯। নতুন এবং পুরাতন পাসপোর্ট (একসাথে পিনাপ করে দিবেন)
★ভিসা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুনঃ 01703-238365

এক নজরে ঢাকা এবং এর আশেপাশের এলাকার মেট্রোরেল নেটওয়ার্ক।
06/11/2023

এক নজরে ঢাকা এবং এর আশেপাশের এলাকার মেট্রোরেল নেটওয়ার্ক।

একই ফ্রেমে পঞ্চগড় তেতুলিয়া, শিলিগুড়ি, দার্জিলিং পাহাড় এবং হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা...আমাদের কাছে ৯ তারিখ রাতে কে কে যাচ্ছেন ...
05/11/2023

একই ফ্রেমে পঞ্চগড় তেতুলিয়া, শিলিগুড়ি, দার্জিলিং পাহাড় এবং হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা...

আমাদের কাছে ৯ তারিখ রাতে কে কে যাচ্ছেন কাঞ্চনজঙ্ঘার দর্শন দেখতে ??

বিস্তারিত : কাঞ্চনজঙ্ঘার খোঁজে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় with Ghurpak

বুকিং করতে ইনবক্স করুন অথবা কল করুন:
01703-238365

24/09/2023

সুখের খোঁজে বনবাসে ❤️

আমাদের গত সুন্দরবন রিলাক্স ট্রিপে ভিডিওটা করেছিলাম।
অনেকে যাইতে চাইছিলেন তাদের উদ্দেশ্যে বলছি। আমি আবার যাচ্ছি বনবাসে, আর মাত্র ২ টি রুম ফাঁকা আছে। শহর ও কোলাহল থেকে দূরে নির্জনে সময় যেতে চাইলে আপনি আমাদের সাথে যেতে পারেন, সাথে আবার আছে পূর্ণিমার রাত একাকী বসে বসে উপভোগ করতে পারবেন।
২৮ তারিখ বৃহস্পতিবার রাতে রওনা দিয়ে আমরা শনিবার রাতে ঢাকা থাকবো ইনশাআল্লাহ্।

বিস্তারিত জানতে ইনবক্স করুন অথবা ফোন করুন
01703-238365

31/08/2023

নীলাদ্রি লেক, টেকেরঘাট, সুনামগঞ্জ

26/08/2023

টাঙ্গুয়ার হাওড় ❤️

07/08/2023

অপরূপ সৌন্দর্যে ভরপুর টাঙ্গুয়ার হাওড় ❤️

07/08/2023

বলেন তো এইটা কোন ঝর্না??

হাওড়ে দুই সিজনের ভিন্নতা😍
28/07/2023

হাওড়ে দুই সিজনের ভিন্নতা😍

The majestic milkyway from Sajek Valley, BangladeshYou can book your room or get a full package for Sajek Valley from us...
27/07/2023

The majestic milkyway from Sajek Valley, Bangladesh

You can book your room or get a full package for Sajek Valley from us.
For details please contact -
01703-238365 (WhatsApp)

This amazing shot was taken by 𝑻𝒂𝒇𝒔𝒊𝒓 𝑨𝒉𝒎𝒆𝒅 just before the twilight ...

Address

5/3 Haritage Karim Manzil, 3 Mohonpur Road
Muhammadpur
1207

Telephone

+8801703238365

Website

Alerts

Be the first to know and let us send you an email when ঘুরপাক - Ghurpak posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ঘুরপাক - Ghurpak:

Videos

Share

Category

Nearby travel agencies


Other Travel Agencies in Muhammadpur

Show All

You may also like