ইন্ডিয়ান মেডিকেল ভিসা ইনভাইটেশন সাপোর্ট

  • Home
  • Bangladesh
  • Mymensingh
  • ইন্ডিয়ান মেডিকেল ভিসা ইনভাইটেশন সাপোর্ট

ইন্ডিয়ান মেডিকেল ভিসা ইনভাইটেশন সাপোর্ট চিকিৎসা সংক্রান্ত সহযোগিতার জন্য ইন্

During this holy month, may Allah grant all your requests,,,,
26/03/2023

During this holy month, may Allah grant all your requests,,,,

A 30 years old male patient with Acute pancreatitis and complicated due to CKD, Poor Nutrition and severe septicaemia go...
08/03/2023

A 30 years old male patient with Acute pancreatitis and complicated due to CKD, Poor Nutrition and severe septicaemia goes home after 2 months.


C M C Vellore AppermentGeneral/Private Appointment Only 5 Minutes(Lowest B2B Agent Rate Available)★★★বাংলাদেশে একমাত্র আ...
03/08/2022

C M C Vellore Apperment
General/Private Appointment Only 5 Minutes
(Lowest B2B Agent Rate Available)
★★★বাংলাদেশে একমাত্র আমরাই ভেলুর CMC হাসপাতালের এপোয়েন্টমেন্ট দ্রুততম সময়ের মাঝে বুকিং করে থাকি ★★★
জরুরী ডাক্তার এ্যপয়েন্টমেন্ট জন্য যোগাযোগ করতে পারেন
CMC
Fortis
Sankara Nethralaya
Apollo
Narayana Health
আমাদের উপলব্ধ সেবা গুলি:-
Indian Domestic Rail Tickets
Indian Air Ticket in cheap fair
International flights Air tickets
Indian Doctor Appointment
Hotel Booking
Indian Domestic Bus Ticket
24 Hours HOTLINE
Phone01511582345, 01841582345 ( WhatsApp)

✅ চিকিৎসার জন্য ভেলোর কিংবা কলকাতায় যেতে চান?     ☎  যোগাযোগ  করুন : ০১৮৪১৫৮২৩৪৫    📞 ০১৫১১৫৮২৩৪৫ ✅  চিকিৎসার জন্য ভারতে...
01/08/2022

✅ চিকিৎসার জন্য ভেলোর কিংবা কলকাতায় যেতে চান?
☎ যোগাযোগ করুন : ০১৮৪১৫৮২৩৪৫
📞 ০১৫১১৫৮২৩৪৫
✅ চিকিৎসার জন্য ভারতে ভেলোরের সি,এম,সি,পুরো নাম ক্রিস্টান মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল এবং কলকাতার যেকোন উন্নত সেবার হাসপাতালে যেতে পারেন ।
-------------------------------------------------------------------
🚐🚉 ✈️ যোগাযোগ ব্যাবস্থা :বাংলাদেশ থেকে বাস/ট্রেন/ বিমানে যাওয়া যাবে।
🩺 এপয়েন্টমেন্ট :
💊 ডাক্তারের এপয়েন্টমেন্ট দুভাবে ‍নিতে হবে :
💊 জেনারেল এপয়েন্টমেন্ট ( জুনিয়ার ডাক্তারে এর কাছে)।
💊 প্রাইভেট এপোয়েন্টমেন্ট (সিনিয়ার ডাক্তার -অধ্যাপক / সহযোগী অধ্যাপক এর কাছে)।
✅ প্রথমবার যারা ডাক্তার দেখাবে তাদের জন্য প্রাইভেট এপয়েন্টমেন্ট ই নিতে হবে তবে কিছু কিছু বিভাগের প্রাইভেট ডাক্তারের এপয়েন্টমেন্ট পাওয়া খুবই সময়সাপেক্ষ , সেক্ষেত্রে ২ থেকে ৩ মাস আগেই অ্যাপয়েন্টমেন্ট বুক করে রাখতে হবে।।
✅ এপোয়েন্টমেন্ট পদ্ধতি :
ঘরে বসেই অনলাইনে অথবা আমাদের এজেন্সির মাধ্যমে করে নিতে পারেন।
🩺 জেনারেল ডাঃ (সিএমসি-ভেলোর)
🩺 বিশেষজ্ঞ ডাঃ (সিএমসি-ভেলোর)
🩺 বিশেষজ্ঞ ডাঃ (ভারতের অন্য যে কোন হাসপাতাল)
🩺 ভিসা ইনভাইটেশন (ভারতের যে কোন হাসপাতাল)
✅ থাকার ব্যাবস্থা :
ভারতে প্রচুর হোটেল ও লজ আছে। ডাবল বা ট্রিপল বেড এর রুম ১৫০-২০০ থেকে শুরু করে ১৫০০-২০০০ টাকার মধ্যে।হোটেল বুকিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করুণ।
✅ হোটেল বুকিং ফী = ৫০০ /=টাকা
✅ বি : দ্র: ভারতের যে কোন হাসপাতালের ডাঃ এপয়েন্টমেন্ট, ভিসা ইনভাইটেশন, বিমানের টিকেট বুকিং, হোটেল ও লজ বুকিং, প্রয়োজনীয় গাইড এবং মেডিকেল ভিসা সংক্রান্ত যাবতীয় প্রসেসিং স্বল্প সময়ে নির্ভরযোগ্য ও দায়িত্বের সাথে আমরা করে থাকি। মেডিকেল ভিসা সংক্রান্ত যে কোন তথ্য বা সেবা পেতে আমাদের সাথে যোগাযোগ করুন হেল্পলাইন : ০১৫৫০০৫৯৭৫৭ ।
✅ বিমান টিকেট ফেয়ার :
✈️ ঢাকা - চেন্নাই > ৮,৫০০/= থেকে ১৫০০০/= টাকা
✈️ কোলকাতা -চেন্নাই > ৫,২০০/= থেকে ৭০০০/= টাকা
✈️ কোলকাতা –বেঙ্গালুরু ৫,৫০০/= থেকে ৭০০০/= টাকা
✈️ কোলকাতা – দিল্লি > ৫,৫০০ থেকে ৭০০০/= টাকা
✈️ কোলকাতা – মুম্বাই > ৮,০০০/= থেকে ৭০০০/= টাকা
✈️ ঢাকা – কোলকাতা > ৬,৫০০/= থেকে ৭০০০/= টাকা
✅ (উপরে উল্লেখিত মুল্যে বিমানের টিকেট ক্রয়ের ক্ষেত্রে কমপক্ষে ২৫ দিন আগে বুকিং নিশ্চিত করতে হবে । অন্যথায় বিমানের টিকেটের মূল্য সময় সাপেক্ষে কম বা বেশি হতে পারে ।)

16/02/2022
ইন্ডিয়া চিকিৎসায় বেশির ভাগ ভেলরে সিএমসি হসপিটালে গিয়ে থাকেন। এই হসপিটাল তাদের সাধারণ ধারণ ক্ষমতার তিন গুন পেশেন্ট কে চি...
25/11/2021

ইন্ডিয়া চিকিৎসায় বেশির ভাগ ভেলরে সিএমসি হসপিটালে গিয়ে থাকেন। এই হসপিটাল তাদের সাধারণ ধারণ ক্ষমতার তিন গুন পেশেন্ট কে চিকিৎসা সেবা দিয়ে থাকেন তাই এই হসপিটালের সবচেয়ে বড় সমস্যা হল ডাক্তারের এপয়েন্টমেন্ট পাওয়া। বেশিরভাগ রোগি এপয়েন্টমেন্ট ছাড়াই চলে যাবার কারনে ওখানে গিয়ে ডাক্তারের এপয়েন্টমেন্ট পেতে ১৫-২০ দিন পর্যন্ত লেগে যায়। যার কারনে অল্প সময়ে ট্রিটমেন্ট শেষ করতে পারেন না।

তাই ভেলরে যাওয়ার আগে ডাক্তারের এপয়েন্টমেন্ট বুক করে যাওয়াটাই ভালো। এতে সময় ও টাকা দুটোই সাশ্রয় হয়। আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সিএমসি হসপিটালের যেকোন ডিপার্টমেন্ট এর এপয়েন্টমেন্ট এর জন্যে।

শুধু ডাক্তারের এপয়েন্টমেন্ট (সিরিয়াল) ই নয়। ভারতে যাবার ভিসা প্রসেসিং, বিমানের টিকিট, হোটেল বুকিং, সবচেয়ে কম দামে কাটতে পারবেন আমাদের মাধ্যমে। এপয়েন্টমেন্ট সংক্রান্ত যেকোন তথ্য ও সেবার জন্যে কল করুন আমাদের নম্বরে।

ইন্ডিয়ান টুরিস্ট ভিসা আবার শুরু হচ্ছে বাংলাদেশিদের পর্যটকদের জন্য.আগামী ১৫ নভেম্বর ২০২১ থেকে ইন্ডিয়া আবার টুরিস্ট ভিসা...
11/11/2021

ইন্ডিয়ান টুরিস্ট ভিসা আবার শুরু হচ্ছে বাংলাদেশিদের পর্যটকদের জন্য.

আগামী ১৫ নভেম্বর ২০২১ থেকে ইন্ডিয়া আবার টুরিস্ট ভিসা চালু করছে. তবে এখন ভিসা পাওয়া যাবে শুধু বিমানপথ এর জন্য. একটি টুরিস্ট ভিসার মেয়াদ থাকবে ৩০ দিন এবং সিঙ্গেল এন্ট্রি. অবস্থা ভাল হওয়া শুরু করলে রেল এবং বাসে যাতায়াতের পারমিশন দেয়া হবে।

#সূত্র: ৭১ নিউজ ও সময় নিউজ

13/10/2021
WE MAKE SURE YOUR MEDICAL TREATMENT IS HASSLE FREE AT CHENNAI.  is offering Indian Medical Visa and Air Tickets both in ...
29/09/2021

WE MAKE SURE YOUR MEDICAL TREATMENT IS HASSLE FREE AT CHENNAI.
is offering Indian Medical Visa and Air Tickets both in one place. Book Chennai air tickets with the best airfare & enjoy the fastest service on Indian Medical Visa processing only at FlyairBD!
For Indian Medical Visa
Call: +880 1511582345 (HOTLINE)

আপনার পরিবারের কোন সদস্য, পরিচিতজন,কিংবা অভাবগ্রস্থ  আত্মীয়-স্বজনের কেউ যদি ক্যান্সার আক্রান্ত হয়ে থাকেন, কিডনী সমস্যায় ...
20/09/2021

আপনার পরিবারের কোন সদস্য, পরিচিতজন,কিংবা অভাবগ্রস্থ আত্মীয়-স্বজনের কেউ যদি ক্যান্সার আক্রান্ত হয়ে থাকেন, কিডনী সমস্যায় ডায়ালাইসিস নিতে হচ্ছে অথবা লিভার সিরোসিস রোগে দীর্ঘদিন ভুগছেন অথচ টাকার অভাবে সুচিকিৎসা করতে পারছেন না, কিছু টাকা পেলে হয়তোবা একটু উন্নতমানের চিকিৎসা করাতে পারবেন---
উপরে যেসব রোগের কথা বর্ণিত রয়েছে সেসব রোগীদের চিকিৎসার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ অধিদপ্তর থেকে সরকারিভাবে এককালীন ৫০ হাজার টাকা পাওয়ার সুযোগ রয়েছে।
★ কারা এই সহায়তা পাবেনঃ
১) ক্যান্সার আক্রান্ত রোগী
২) কিডনী রোগে আক্রান্ত
৩) লিভার সিরোসিস
★ সহায়তা পেতে কিভাবে আবেদন করতে হবে, বিস্তারিত নিম্নে আলোচনা করা হলোঃ
পোস্টের নিচের অংশে দেওয়া লিংকে গিয়ে একটি PDF ফাইল দেওয়া আছে সেটা ডাউনলোড করবেন এবং নিচের নির্দেশিকা মেনে নির্ভুলভাবে ফরমটি পূরন করবেন।
তারপর PDF ফাইলটি ওপেন করে ৬টি পৃষ্ঠা দেখতে পারবেন। প্রথমেই সেখানের ১ম পৃষ্ঠার দিক নির্দেশনাগুলো ভালোভাবে পড়ে নিবেন। তারপর বাকি ৫টি পৃষ্ঠা ডাউনলোড করে প্রিন্ট করে নিবেন।
তারপর রোগীর নাম, ঠিকানা, বয়স, জাতীয় পরিচয়পত্র নাম্বার ও অন্যান্য সকল তথ্য পূরণের পর, পরিশিষ্ট-২ (ক) পৃষ্ঠাটি সংশ্লিষ্ট ডাক্তার পূরন করবে।
এক্ষেত্রে উদাহরণ হিসেবে একজন কিডনী রোগী যে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে চিকিৎসাধীন আছেন অথবা সংশ্লিষ্ট রোগ বিষয়ে অবগত ডাক্তার দ্বারা আপনি পরিশিষ্ট-২ (ক) পেইজটি পূরন করবেন। সেখানে ডাক্তার রোগীর নাম, রোগের ধরন ইত্যাদি লিখে দিয়ে নিজের একটি স্বাক্ষরসহ সীল দিয়ে দিবে, ডাক্তারকে অবশ্যই এই সহায়তার বিষয়ে আগে বিস্তারিত জানিয়ে নিতে হবে।
তারপর পরিশিষ্ট-২ (খ) ফরমটিতে লিখে দিতে হবে এই রোগী ইতিপূর্বে কিডনি, লিভার, ক্যান্সার রোগের জন্য সরকার থেকে কোনপ্রকার সহায়তা নেননি।
★ PDF ফাইলের ১ম পৃষ্ঠার নির্দেশনা দেখে দেখে ফরমটি সঠিকভাবে পূরন করার পর সেটাকে ১ম শ্রেনীট গ্যাজেটেড কর্মকর্তার সত্যায়িত সীল নিয়ে সেটা জমা দিতে হবে জেলা অথবা উপজেলা সমাজকল্যাণ অফিসে।
★ এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে, রোগীর নিজ নামে ব্যাংক একাউন্ট থাকতে হবে, রোগী নিজ নাম বাদে অন্য কারো নামে একাউন্ট থেকে এই সহায়তার টাকা তোলা যাবে না।
★ যথাযথভাবে জমা দেয়ার সকল প্রক্রিয়া সমাপান্তে টাকা পেতে আনুমানিক ২-৩ মাসের মত সময় লাগতে পারে।
★বিদ্রঃ পিডিএফ ডাউনলোড করে ফরম পূরণ করে নিজ জেলা বা উপজেলায় আবেদনপত্র নির্ভুলভাবে জমা দিলে দ্রুততম সময়ের মধ্যে রেসপন্স পাওয়ার সম্ভাবনা থাকে।
( অনলাইনেও জমা দেওয়া যায়)
ছবি : ব্যাংক চেকটি উপকারভোগী একজন রোগীর।
#আবেদন_ফরম_লিংক:
http://www.dss.gov.bd/site/forms/2ed23ede-dfc7-45c4-a70e-
http://www.welfaregrant.gov.bd/
★ সংগৃহীত

15/09/2021

বিমানবন্দরে করোনা পরীক্ষার দায়িত্ব দেয়া হয়েছে ৭টি বেসরকারি প্রতিষ্ঠানকে; ৩-৬ দিনের মধ্যে চালু:
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়

17/08/2021

আকাশপথে চলাচলের নতুন বিধিনিষেধ জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ১৬আগষ্ট থেকে কার্যকর এ নির্দেশনা পরবর্তী নির্দেশ জারি না করা পর্যন্ত কার্যকর থাকবে।
নির্দেশনায় ২৭টি দেশের ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, করোনার ভ্যাকসিন (সর্ম্পূণ ডোজ) না নিলে ১১টি দেশ থেকে বাংলাদেশে আসা যাবে না। ১১ দেশ হলো, আর্জেন্টিনা, বতসোয়ানা, কিউবা, সাইপ্রাস,সোয়াজিল্যান্ড, জর্জিয়া, ইরান, লিবিয়া, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, স্পেন।
তবে এই ১১ দেশ থেকে যারা করোনার ভ্যাকসিন (সর্ম্পূণ ডোজ) নিয়ে ১৪ দিন পার করেছেন, তারা বাংলাদেশে আসতে পারবেন। তবে তাদের অবশ্যই বাড়িতে যেয়ে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।
এসব দেশে আটকে পড়া বাংলাদেশের নাগরিকরা দূতাবাসের মাধ্যমে বিশেষ অনুমতি নিয়ে দেশে ফিরতে পারবেন। সেক্ষেত্রে তাদের ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।
১৬টি দেশে থেকে করোনা ভ্যাকসিন (সর্ম্পূণ ডোজ) না নিয়ে আসলে নিজ খরচে হোটেলে ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।
১৬টি দেশ হচ্ছে, ব্রাজিল, কলম্বিয়া, কোস্টারিকা, ফ্রান্স, ইরাক, আয়ারল্যান্ড, কাজাকিস্তান, কুয়েত,কিরগিস্তান, নামিবিয়া, নেদারল্যান্ডস,পানামা, সাউথ আফ্রিকা, থাইল্যান্ড, তিউনিসিয়া ও যুক্তরাজ্য। তবে এই ১৬ দেশ থেকে যারা করোনার ভ্যাকসিন (সর্ম্পূণ ডোজ) নিয়ে ১৪ দিন পার করেছেন, তারা বাংলাদেশে আসলে হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে না। তারা বাড়িতে যেয়ে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন।
২৭ দেশের বাইরে (১১+১৬) অন্য কোন দেশ থেকে ভ্যাকসিন না নিয়েও বাংলাদেশে আসা যাবে। তবে যাত্রীদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে।
জাহাজের নাবিক বা প্রকৌশলীদের কেউ যদি নিষেধাজ্ঞার আওতাভূক্ত কোন দেশে সাইন অফ করেন, তবে তিনি যথাযথ কাগজপত্র নিয়ে বাংলাদেশে ফেরত আসতে পারবেন। এক্ষেত্রেও নাবিক ও প্রকৌশলীগণকে সরকার অনুমোদিত কোন হোটেলে নিজ খরচে বাধ্যতামূলকভাবে ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে৷
তবে বিদেশ যাওয়ার ক্ষেত্রে কোন বিধি নিষেধ আরোপ করেনি বেবিচক। যে কোন দেশে বাংলাদেশ থেকে যাওয়া যাবে। তবে ভ্যাকসিন নেওয়া থাকলেও পিসিআর পদ্ধতিতে করোনা নেগেটিভ রিপোর্ট আসলে বাংলাদেশে বিদেশ কিংবা বিদেশে থেকে বাংলাদেশে আসা যাবে।
১০ বছরে নিচের বয়সীদের করোনা টেষ্ট করার প্রয়োজন নেই। ফ্লাইটের ৭২ ঘন্টার মধ্যে করোনা টেষ্ট করতে হবে।

চিকিৎসার জন্য ভারতের ভেলোরের সি এম সি -------ভেলোরের ট্রিটমেন্ট কতটা উপযোগী ও উন্নতমানের সেটা বলার অপেক্ষা রাখে না। ওখান...
14/08/2021

চিকিৎসার জন্য ভারতের ভেলোরের সি এম সি
-------
ভেলোরের ট্রিটমেন্ট কতটা উপযোগী ও উন্নতমানের সেটা বলার অপেক্ষা রাখে না। ওখানে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, খরচ, মেডিসিন, যোগাযোগ, এপোয়েন্টমেন্টর বিস্তারিত নিয়ে লেখার চেষ্টা করবপ যাতে সকলের সাহায্য হয়। প্রসেসটা আপাত জটিল হলেও খুবই নিয়মানুযায়ী হয়।
হিন্দি বা ইংরেজীটা ঠিকঠাক জানলে সমস্যা হবার কথা নয়, তবে এখন পেশেন্টদের ৭০% ভাগই বাংলা ভাষাভাষী (বাংলাদেশ ও পশ্চিম বঙ্গের) হওয়াতে বাংলা ভাষা হলেও কাজ চলে যাবে।
এপোয়েন্টমেন্ট
এপোয়েন্ট মুলত দুই প্রকারের হয়
১. জেনারেল এপোয়েন্টমেন্ট ( জুনিয়র ডাক্তারেরা দেখেন)
২. প্রাইভেট এপোয়েন্টমেন্ট ( সিনিয়ার ডাক্তারেরা দেখেন)
এখান থেকে কেউ গেলে অবশ্যই প্রাইভেট এপোয়েন্টমেন্ট নেবেন।
এপোয়েন্টমেন্ট পদ্ধতি
সাধারনত অফলাইন ও অনলাইন দুই রকমের এপোয়েন্টমেন্ট নেওয়া যায়। যেহেতু আমরা বাংলা থেকে যাচ্ছি তাই আমাদের ওখানে কোন লোক নেই ধরে নিয়ে অনলাইন এপোয়েন্টমেন্ট করাতে হবে।
অনলাইন এপোয়েন্টমেন্ট
মোটামুটি যেই হারে রোগীদের ভীড় হয়, তাতে করে কোন ডিপার্টমেন্টের প্রাইভেট এপোয়েন্টমেন্ট পেতে আপনাকে ১৫ দিন থেকে ৩ মাস অব্দি অপেক্ষা করতে হতে পারে।
অফলাইন এপোয়েন্টমেন্ট
ভেলোর এর মেইন গেইটে ঢুকলেই আপনি দেখতে পাবেন সিলভার গেইট ফর নিউ এপয়েন্টমেন্,
আপনি আপনার সমস্যাটা ওখানে জানালেই ওরা নিদিষ্ট ডিপার্টমেন্টে এপোয়েন্টমেন্ট দিয়ে দেবে। এক্ষেত্রে আপনি ৩-৩০ দিনের মধ্যে প্রাইভেট এপোয়েন্টমেন্ট পেয়ে যাবেন একপ্রকার নিশ্চিত।
জরুরীকালীন ট্রিটমেন্ট
এর জন্য আলাদা জরুরি বিভাগ রয়েছে, সেখানে যাবেন। ওরাই সব প্রসেস আপনাকে বলে দেবে।
জেনারেল এপোয়েন্টমেন্ট অনলাইন অথবা অফলাইন এ করা যায়। ১-৩ দিন এর মধ্যে এপোয়েন্টমেন্ট পেয়ে যাবেন।
কোন ডিপার্টমেন্টে যাবেন ???
আপনি অনলাইন এ আপোয়েন্টমেন্ট নিতে গেলে কোন ডিপার্টমেন্টে নেবেন সেটা জানা জরুরী, না হলে অযথা সময় ও পয়সা নষ্টের একটা ব্যাপার থেকেই যায়।
ধরুন- কানের প্রব্লেম- ই এন টি, হরমোন প্রব্লেম- এন্ডাইক্রোনোলজি, ক্যন্সার পেশেন্ট- অঙ্কোলজি ইত্যাদি।
যদি না বুঝতে পারেন তাহলে ওদের সাইটে দেওয়া হেল্পলাইনে ফোন করে জেনে নিতে পারেন। প্রব্লেম বললেই ওরা ডিপার্টমেন্ট বলে দেবে। আপনার রোগের লক্ষন অনুযায়ী ডিপার্টমেন্টের আওতায় ক্লিনিক বাছতে হয়।
রুম একোমোডেশন অথবা বাসস্থান
এখানে রুমের চাহিদা যেমন বেশি তেমন লজ ও আছে প্রচুর। ডবল বা ট্রিপল বেড এর রুম ১৫০-২০০ থেকে শুরু করে ১৫০০-২০০০ টাকা অব্দি। আপনি সি এম সি থেকে যত দুরত্ব বাড়াবেন তত লজের রেট কমতে থাকবে।
মোটামুটি ৭-৮ মিনিট হাঁটাপথের দুরত্বে আপনি ২০০-২৫০ টাকার রুম পেয়ে যাবেন। আপনি ২৪ ঘন্টা মানে একদিনের জন্য রুম বুক করে একটু খোজাখুজি করে কম দামে ভাল রুম ও দেখতে পারেন।
খাওয়া-দাওয়া
বেশ অনেকগুলো বাঙ্গালী হোটেল আছে, আপনি ৪০-৬০ টাকা/মিল হিসাবে ভাত পেয়ে যাবেন। এছাড়া সাউথ ইন্ডিয়ান খাবার ও উপভোগ করতে পারেন তবে ৩-৪ দিনের বেশি আপনার মুখে যেমন তা রুচবে না, মধ্যবিত্ত রোগীদের জন্য তা এফোর্ট করাটাও বেশ কষ্টসাধ্য একটা বিষয়।
এক নজরে সি এম সি
সিএমসি'র মেইন বিল্ডিংতিন থেকে চারটা।
১. ওপিডি বিল্ডিং (আউটডোর পেশেন্ট) - আপনাকে ডাক্তার দেখবেন মুলত এই বিল্ডিং এ। এর ৫ টা ফ্লোর এ কাজ হয় সাধারণত।
গ্রাউন্ড ফ্লোর:- এই ফ্লোর টা সমস্ত টেস্টের জন্য বরাদ্দ। blood, x-ray,urine test সহ প্রায় সব টেস্ট এখানে হয়। ডাক্তার যে টেস্টগুলো লিখে দিয়েছে, সেই স্লিপ টা নিয়ে পেমেন্ট ক্যাশ কাউন্টারে যেতে হয়। পেমেন্ট করার জন্য ক্যাশ /এ টি এম কার্ড /ক্রিস কার্ড ব্যবহার করা হয়।
পেমেন্ট করার স্লিপে লেখা থাকবে আপনাকে কোথায় কোন রুমে যেতে হবে। ধরুন, ব্লাড টেস্টেরর জন্য - G20, XRAY- G11 এই রকম।
আপনি সকাল সকাল এসে লাইনে দাঁড়িয়ে টেষ্ট গুলো করিয়ে নিন। সকাল ৬ টা থেকে কাজ শুরু হয়ে যায়। আপনাকে ৫-৫:৩০ টা থেকে লাইন এ দাড়াতে হবে তাড়াতাড়ি পেতে চাইলে।
ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড় ফ্লোরে বিভিন্ন রুমে বিভিন্ন ডিপার্টমেন্টের প্রাইভেট ও জেনারেল ডাক্তাররা দেখেন। আপনার এপোয়েন্টমেন্ট লেটারে লেখা থাকবে আপনাকে কোথায় কোন ফ্লোরে যেতে হবে।
উদাহরণ হিসেবে
>OPD Building SECOND FLOOR 210, report to MRO at 10:30am... র মানে হল আপনাকে সেকেন্ড ফ্লোর এ ২১০ নং রুম এর সামনে গিয়ে MRO COUNTER E এপোয়েন্টমেন্ট কপি টা জমা দিতে হবে সকাল ১০:৩০এর সময়। ১ ঘন্টা আগেপিছে হলেও সাধারণত সমস্যা হয়না।
> ISSCC BUILDING:- এটাও OPD BUILDING এর মত গুরুত্ব পুর্ন। এখানে যেইসব কাজ গুলো হয়, নিউ এপোয়েন্টমেন্ট, রিপিট এপোয়েন্টমেন্ট, ফার্মেসী, ক্রিস কার্ড, ক্যাশ পেমেন্ট ও অবশ্যই ডাক্তাররাও দেখেন উপরের ফ্লোরগুলিতে।
নতুন এপোয়েন্টমেন্ট
সাধারণত ৪ থেকে ১০ নাম্বার কাউন্টারে নতুন আপোয়েন্টমেন্ট, টেস্ট ও অনান্য কিছুর জন্য পেমেন্ট করা হয় নগদ টাকার মাধ্যমে।
রিপিট এপোয়েন্টমেন্ট বা পুনরায় এপোয়েন্টমেন্ট নেয়া
১১ থেকে ১৩ নাম্বার কাউন্টারে কোন ডাক্তারের পুনরায় এপোয়েন্টমেন্ট করানো হয়। এইক্ষেত্রে কাউন্টারে বললেই হবে ডাক্তার কবে দেখতে চেয়েছেন, ওরা এপোয়েন্টমেন্ট দিয়ে দেবে।
ফার্মেসী সাধারণত ৩ মাসের জন্য ওষুধ দেয় রোগীদের। ফার্মেসীতে পেমেন্ট করে ওষুধ নেবার জন্য লাইনে দাঁড়াতে হয়।
সি আর আই এস এস কার্ড
এই কার্ড টা বানিয়ে নিলে আপনার হয়রানি অনেকখানি কম হয়ে যাবে। আপানার পেশেন্ট আইডি দেখিয়ে বললেই ৪০২ নং কাউন্টার থেকে ক্রিস কার্ড বিষয়ক যাবতীয় সাহায্য করে দেবে। এই ক্রিস কার্ডে ক্যাশ বা এ টি এম ট্রান্সফারের মাধ্যমে আপনাকে অগ্রিম টাকা ভরতে হবে। তবে এ টি এম কারড ব্যবহার করাটাই তুলনামূলক ভাবে সহজ ও সময় সাশ্রয়ী।
ক্রিস কার্ডের সবচে বড় সুবিধা হলো আপনাকে দীর্ঘ সময় ধরে বড় লাইনে দাঁড়াতে হবে না পেমেন্টের জন্য কারন ক্রিস কার্ডের পেমেন্ট কাউন্টার আছে cri প্রায় সব জায়গায়।
এপোয়েন্টমেন্টের তারিখ এগিয়ে বা পিছিয়ে আনা..
আই এস এস সি সি বিল্ডিংয়ে হেল্পডেস্কে লম্বা লাইন দেবেন পেমেন্ট স্লিপ নিয়ে। অনেক ভীড় হয়। ওখানে আপনার সমস্যার কথা বললেই ওরাই আপনার তারিখ পরিবর্তনের ব্যবস্থা করে দেবে।
পি এম আর বিল্ডিং
সাধারণত ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট বলা যেতে পারে। বিভিন্ন ফিজিওথেরাপির যন্ত্রপাতি, জুতা, ডুপ্লিকেট ব্রেস্ট ( সিলিকন ব্রেস্ট) এইসব জিনিসের জন্য এই ডিপার্টমেন্টে যেতে হয়। পেমেন্ট স্লিপ অথবা এপোয়েন্টমেন্ট লেটারে পি এম আর বিল্ডিং উল্লেখ থাকবে।
ওয়ার্ড বিল্ডিং
পেশেন্টদের সার্জারি ও ট্রিটমেন্টের প্রয়োজনে এখানে পেশেন্ট দের ভর্তি করা হয়। এত পরিস্কার পরিছন্ন & জীবাণুমুক্ত জায়গা হয়ত আপনার বাড়ির রুমগুলিও নয়। ডায়াগনোসিসের উপর বেশি জোর দেয়া হয়, অনেক টেষ্ট দেয়; তারপর যখন রোগ ধরা পড়ে তখনই চিকিৎসা করে।
টেষ্ট গুলি মুলত ৩ জায়গায় করানো হয়।
ওপিডি বিল্ডিং
সাধারণত বেশীর ভাগ রোগীর টেস্ট এখানেই করানো হয়। তবে বিশেষ কিছু টেস্টের জন্য যেমন USG এর জন্য ৩-৪ দিন সময়ও লাগতে পারে। তাই যখন ডাক্তারেরর সাথে কথা বলবেন ওনাকে রিকুয়েস্ট করবেন যেন আপনার টেষ্ট গুলি ALPHA CLINIC এ পাঠিয়ে দেয়।
ওনাদের একটা কলমের খোচা দিলেই আপনার ৩-৪ দিনের কাজটি ১ দিনেই হয়ে যাবে।
ইমার্জেন্সী পেশেন্টদের জন্য ইমার্জেন্সী টেস্টের ব্যাবস্থা আছে
এই টেস্টগুলোর কোন রিপোর্ট আপনি পাবেন না, টেস্টগুলো হয়ে গেলে অটোমেটিক্যালি রিপোর্ট আপনার খাতায় চলে আসবে অর্থাৎ আপনার হস্পিটাল নাম্বার এবং যে ডাক্তারকে আপনি দেখাবেন সেই ডাক্তারের কাছেও চলে যাবে। তাই, সমস্যার কিছু নেই। রিপোর্ট পেতে হলে আলাদা ভাবে এপ্লাই করতে হয়।

12/08/2021

করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে এবং বিদেশ ভ্রমণ করতে চাইলে, দ্রুত টিকা নিন! ভবিষ্যতে 'টিকা সনদ' ছাড়া বিদেশ ভ্রমণ প্রায় অসম্ভব হতে পারে!

10/08/2021

আমরা ফিরে আসছি!

লকডাউন বিধিনিষেধ প্রত্যাহারের পরিপ্রেক্ষিতে, আমাদের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলি ১১ আগস্ট ২০২১ থেকে আবারও চালু হবে।

১১ আগস্ট থেকে আবেদনকারীদের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে ভিসার আবেদন করার জন্য কোন অ্যাপয়েন্টমেন্ট বা অনুমতি নেওয়ার প্রয়োজন নেই।

পর্যটক ভিসা ছাড়া সব আবেদন গ্রহণ করা হচ্ছে।

We are back!

In view of the lifting of lockdown restrictions, our Application Centers will resume operations from 11 Aug 2021.

From 11/8/21, applicants do NOT need to take any appointment or permission to apply for visa at .

All applications except for tourist visa are being accepted.

04/08/2021

ভারতের সঙ্গে সীমিত পরিসরে আবার আকাশপথ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। তবে প্রাথমিক.....

08/07/2021

১ জুলাই থেকে খাবারের বিলে ভ্যাট কমেছে। প্রতি এক শ টাকার খাবারের বিলে শীতাতপনিয়ন্ত্রিত (এসি) রেস্তোরাঁয় ১৫ টাকার প....

30/06/2021

ভিসা আবেদন পত্র জমা দেয়ার পূর্ব শর্ত সমূহ :

ভিসা প্রত্যাখ্যান বা বিলম্ব এড়ানোর জন্য আবেদনপত্র জমা দেয়ার আগে অনুগ্রহ করে নিম্নলিখিত নিয়মাবলী অনুসরণ করুন ।
পাসপোর্টের বৈধতা ছয় মাসের বেশি হতে হবে।
পাসপোর্টে ন্যূনতম তিনটি খালি পৃষ্ঠা অবশিষ্ট থাকতে হবে।
আবেদনপত্রে পাসপোর্ট নম্বর সঠিকভাবে উল্লেখ করা থাকতে হবে।
মেয়াদ শেষ হওয়ার তারিখ এবং পাসপোর্ট ইস্যুর তারিখ সঠিকভাবে উল্লেখ করা থাকতে হবে।
আবেদনপত্রে নামটি সঠিক ভাবে উল্লেখ করতে হবে ।
আবেদনপত্রে অবশ্যই স্ক্যান করা ছবি থাকতে হবে।
পূর্ববর্তী পাসপোর্ট যদি থাকে তাহলে মূল পাসপোর্ট এর সাথে সংযুক্ত করতে হবে। যদি হারিয়ে যায় সেক্ষেএে জিডি কপি সংযুক্ত করতে হবে।
পূর্ববর্তী ভিসা ইস্যু করার বিবরণ খালি রাখা যাবে না ।
ভারত ও বাংলাদেশে এর রেফারেন্স খালি রাখা যাবে না ।
বর্তমান / স্থায়ী ঠিকানা ইউটিলিটি বিলের সাথে মিল থাকতে হবে ।
পেশার বিবরণ সঠিকভাবে পূরণ করতে হবে ।
জন্মের তারিখ জাতীয় পরিচয় পত্র / জন্ম সনদপত্রের সঙ্গে মিল থাকতে হবে
আবেদনপত্র পূরণ করার ৮ দিনের মধ্যে আবেদনপত্র ভিসা আবেদন কেন্দ্রে জমা দিতে হবে।
ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, যশোর, সিলেট, সাতক্ষীরার পার্শ্ববর্তী অঞ্চলের আবেদনকারীরা অনলাইন ফর্ম এ ঢাকা মিশন নির্বাচন করবে।
চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালি পার্শ্ববর্তী অঞ্চলের আবেদনকারীরা অনলাইন ফর্ম এ চট্টগ্রাম মিশন নির্বাচন করবে।
রাজশাহী, রংপুর, ঠাকুরগাঁ, বগুড়ার পার্শ্ববর্তী অঞ্চলের আবেদনকারীরা অনলাইন ফর্ম এ রাজশাহী মিশন নির্বাচন করবে।
সিলেট পার্শ্ববর্তী অঞ্চলের আবেদনকারীরা অনলাইন ফর্ম এ সিলেট মিশন নির্বাচন করবে।
আপনার ভিসা আবেদন জমাদানকারী সেন্টার এবং টাকা জমাদানকারী সেন্টার এর নাম অবশ্যই এক হতে হবে।

30/06/2021

করোনা পরবর্তী পরিস্থিতিতে পর্যটন শিল্পকে দ্রুত চাঙ্গা করতে বিশেষ উদ্যোগ নিয়েছে ভারত। দেশটির অর্থমন্ত্রী নির্ম....

30/06/2021

বিশ্বের অনেক দেশের ন্যায় করোনায় নাজেহাল ভারত। তবে ধীরে ধীরে পরিস্থিতির অনেকটাই উন্নতির দিকে। দেশের অর্থনীতির চ.....

16/03/2021

কম খরচে ডাক্তার দেখান ইন্ডিয়াতে....
আমরা ''ইন্ডিয়ান ট্রিটমেন্ট হেল্পলাইন ময়মনসিংহ'' দিচ্ছি ইন্ডিয়াতে চিকিৎসা সংক্রান্ত সকল সেবা। যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ডাক্তার দেখাতে যেতে চান, কিন্তু ভাবছেন কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোন ডাক্তার ভাল, কোন হসপিটালে যাবেন? ইত্যাদি সকল সমস্যার সর্বাধিক মানসম্পন্ন সেবা আমাদের কাছথেকে পাবেন।
কেন আসবেন ইন্ডিয়ান ট্রিটমেন্ট হেল্পলাইন ময়মনসিংহ -এ ?
(১) ইন্ডিয়ান ভিসা পাওয়া কিছুটা জটিল, এম্বাসিতে পাসপোর্ট জমাদেয়া সহ সহজে নিশ্চিত ভিসা পাওয়ার পরামর্শ আমরা দিচ্ছি।
(২) বিমান, বাস বা ট্রেনের টিকেট কাটার ঝামেলা থাকছেনা, আমাদের মাধ্যমে ঘরে বসে আপনার নিদ্রিস্ট দিনের টিকেট পাচ্ছেন।
(৩) আমাদের দেশের রোগীরা সবথেকে বেশি সমস্যায় পড়েন সঠিক ডাক্তার নির্বাচন করতে। কোন ভোগান্তি ছাড়া অল্প সময়ে ডাক্তার এর এপয়েন্ট পেতে আমাদের দক্ষ টিম কাজ করে যাচ্ছে।
(৪) বাংলাদেশিদের জন্য ইন্ডিয়াতে হোটেল ভাড়া এখন বেশ জটিল, নিজে এই কাজ করতে গেলে, আপনাকে কয়েকগুন বেশি টাকা গুনতে হবে। আমাদের মাধ্যমে আপনি পাবেন অল্প খরচে হসপিটাল এর নিকটে থাকার সুব্যাবস্থা ।
(৫) ইন্ডিয়াতে বাংলাদেশীদের জন্য খাবার একটি বড় সমস্যা, আমরা হালাল ও সকল ধরনের বাংলা খাবারের ব্যাবস্থা করে থাকি।
(৬) সর্বাধিক ক্ষেত্রে বেশি খরচে নিম্ন মানের প্যাথলজি থেকে অনেকেই টেস্ট করে প্রতারিত হন, আমরা দিচ্ছি সুলভ মুল্যে উন্নত প্যাথলজি সেবার নিশ্চয়তা ।
বিঃ দ্রঃ- আরও বিস্তারিত জানতে ফোন করুনঃ 01511582345
Email : [email protected]

20/02/2021

স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন প্রয়োজনে ভারতে চিকিৎসা এবং প্রয়োজনীয় পরামর্শ থেকে শুরু করে, মেডিকেল-ভিসা সহয়তা , ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট , যাতায়াত সুবিধা, ভারতে পৌঁছে থাকা-খাওয়া এবং আবার বাংলাদেশে ফেরত আসা পর্যন্ত সকল সমস্যা এর নিশ্চিন্ত সমাধান পেতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

বিঃ দ্রঃ- আরও বিস্তারিত জানতে ফোন করুনঃ ০১৫১১৫৮২৩৪৫
Email : flyairbd2019@gmailcom
ইন্ডিয়ান ট্রিটমেন্ট হেল্পলাইন ময়মনসিংহ

https://surokkha.gov.bd/enroll
10/02/2021

https://surokkha.gov.bd/enroll

এই পোর্টালের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র ও সঠিক মোবাইল নম্বর যাচাইপূর্বক অনলাইনে নিবন্ধন সম্পন্ন করবেন। অনলাইনে ...

কম খরচে ডাক্তার দেখান ইন্ডিয়াতে....আমরা ''ইন্ডিয়ান ট্রিটমেন্ট হেল্পলাইন ময়মনসিংহ'' দিচ্ছি ইন্ডিয়াতে চিকিৎসা সংক্রান্ত ...
22/01/2021

কম খরচে ডাক্তার দেখান ইন্ডিয়াতে....
আমরা ''ইন্ডিয়ান ট্রিটমেন্ট হেল্পলাইন ময়মনসিংহ'' দিচ্ছি ইন্ডিয়াতে চিকিৎসা সংক্রান্ত সকল সেবা। যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ডাক্তার দেখাতে যেতে চান, কিন্তু ভাবছেন কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোন ডাক্তার ভাল, কোন হসপিটালে যাবেন? ইত্যাদি সকল সমস্যার সর্বাধিক মানসম্পন্ন সেবা আমাদের কাছথেকে পাবেন।
কেন আসবেন ইন্ডিয়ান ট্রিটমেন্ট হেল্পলাইন ময়মনসিংহ -এ ?
(১) ইন্ডিয়ান ভিসা পাওয়া কিছুটা জটিল, এম্বাসিতে পাসপোর্ট জমাদেয়া সহ সহজে নিশ্চিত ভিসা পাওয়ার পরামর্শ আমরা দিচ্ছি।
(২) বিমান, বাস বা ট্রেনের টিকেট কাটার ঝামেলা থাকছেনা, আমাদের মাধ্যমে ঘরে বসে আপনার নিদ্রিস্ট দিনের টিকেট পাচ্ছেন।
(৩) আমাদের দেশের রোগীরা সবথেকে বেশি সমস্যায় পড়েন সঠিক ডাক্তার নির্বাচন করতে। কোন ভোগান্তি ছাড়া অল্প সময়ে ডাক্তার এর এপয়েন্ট পেতে আমাদের দক্ষ টিম কাজ করে যাচ্ছে।
(৪) বাংলাদেশিদের জন্য ইন্ডিয়াতে হোটেল ভাড়া এখন বেশ জটিল, নিজে এই কাজ করতে গেলে, আপনাকে কয়েকগুন বেশি টাকা গুনতে হবে। আমাদের মাধ্যমে আপনি পাবেন অল্প খরচে হসপিটাল এর নিকটে থাকার সুব্যাবস্থা ।
(৫) ইন্ডিয়াতে বাংলাদেশীদের জন্য খাবার একটি বড় সমস্যা, আমরা হালাল ও সকল ধরনের বাংলা খাবারের ব্যাবস্থা করে থাকি।
(৬) সর্বাধিক ক্ষেত্রে বেশি খরচে নিম্ন মানের প্যাথলজি থেকে অনেকেই টেস্ট করে প্রতারিত হন, আমরা দিচ্ছি সুলভ মুল্যে উন্নত প্যাথলজি সেবার নিশ্চয়তা ।
বিঃ দ্রঃ- আরও বিস্তারিত জানতে ফোন করুনঃ 📱 ০১৫১১৫৮২৩৪৫

Email : flyairbd2019@gmailcom
ইন্ডিয়ান ট্রিটমেন্ট হেল্পলাইন ময়মনসিংহ

Address

289/2 Maskanda, Opposite BACIC Silponogori Masjid
Mymensingh
2201

Alerts

Be the first to know and let us send you an email when ইন্ডিয়ান মেডিকেল ভিসা ইনভাইটেশন সাপোর্ট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইন্ডিয়ান মেডিকেল ভিসা ইনভাইটেশন সাপোর্ট:

Share


Other Tourist Information Centers in Mymensingh

Show All