Nexus bd

Nexus bd Tour Consultancy

14/06/2023

গরমে গরম অফার
সিঙ্গাপুর -থাইল্যান্ড -মালয়েশিয়া গ্রুপ ট্যুর
৬ রাত ৭ দিন-৯৯,৯০০/- টাকা

14/06/2023

গরমে গরম অফার
সিঙ্গাপুর -থাইল্যান্ড -মালয়েশিয়া গ্রুপ ট্যুর
৬ রাত ৭ দিন-
৯৯,৯০০/- টাকা

14/06/2023
10/06/2023

আসসালামু আলাইকুম।
যেসব ভাই ঢাকা থেকে ইতালি যেতে চান, এবং টোটাল টাকা ভিসার পরে দিতে চান তারা যোগাযোগ করুন।
ইতালি ১৬ লাখ। কনফার্ম ভিসা ইনশাআল্লাহ।
সময় লাগবে ২ মাস।
লাগবে পাসপোর্ট, ছবি, এন আইডি কার্ড এর কপি।
গ্রাহক পাসপোর্ট এমবাসিতে নিজে জমা দিবেন এবং নিজেই তুলবেন।
বয়স ১৮+ হলেই চলবে। এবং মহিলারাও যেতে পারবেন।

09/06/2023

মালয়েশিয়া থেকে
সেনজেন ভুক্ত দেশ হাঙ্গেরির ট্যুরিস্ট ভিসা,
ভিসার পড়ে সম্পূর্ণ টাকা, ভিসা ফি-ও আমাদের|
List of Schengen countries

স্লোভাকিয়া
লিচেনস্টেইন
ডেনমার্ক
এস্তোনিয়া
অস্ট্রিয়া
স্লোভেনিয়া
ইতালি
ফিনল্যান্ড
বেলজিয়াম
নেদারল্যান্ডস
জার্মানি
ফ্রান্স
লিথুয়ানিয়া
চেক প্রজাতন্ত্র
হাঙ্গেরি
সুইজারল্যান্ড
লাক্সেমবার্গ
পোল্যান্ড
পর্তুগাল
স্পেন
গ্রীস
সুইডেন
আইসল্যান্ড
মাল্টা
নরওয়ে
লাটভিয়া

09/06/2023

পাসপোর্টের যেকোনো সমস্যা সমাধানে পরামর্শ করতে পারেন প্রয়োজনে 01926-301106

08/06/2023

সার্বিয়াতে খাবার ডেলিভারিম্যান
জরুরী লোক লাগবে ১৫ টা।
বেতন ৫০০ ইউরো।।
২০ দিনে পারমিট,
২ মাসে ফ্লাইট ইনশাআল্লাহ।

08/06/2023

ঢাকা থেকে কসোভো,
৩ মাসে ফ্লাইট ইনশাআল্লাহ।
পুলিশ ক্লিয়ারেন্স রেডি থাকলে কাজ জমা দিতে পারেন।

07/06/2023

কসভো নিয়ে কাজ করতেছি
নাঃগঞ্জ এর কেউ যেতে চাইলে যোগাযোগ করার অনুরোধ রইলো।
01926-301106
অফিসঃ নাঃগঞ্জ পাসপোর্ট অফিসের সাথে।

ভ্রমণ তথ্যভুটান ভিসা করার উপায়সুখী মানুষের দেশ ভুটান (Bhutan)। ছোট বড় পাহাড়, ঝর্ণা ও সবুজ অরণ্য মিলিয়ে অপূর্ব প্রাকৃতি...
28/05/2023

ভ্রমণ তথ্য
ভুটান ভিসা করার উপায়
সুখী মানুষের দেশ ভুটান (Bhutan)। ছোট বড় পাহাড়, ঝর্ণা ও সবুজ অরণ্য মিলিয়ে অপূর্ব প্রাকৃতিক নিঃস্বর্গ ছড়িয়ে আছে সমগ্র ভুটান জুড়ে। পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা ও ঠাণ্ডা হিমেল মনোমুগ্ধকর পরিবেশের কারণে পর্যটকদের মনে ভুটানের জন্য আছে বিশেষ দূর্বলতা। প্রতি বছর তাই হাজার হাজার পর্যটক পাড়ি জমায় ভুটানের রূপে বুঁদ হওয়ার উদ্দেশ্যে।

বাংলাদেশ থেকে ভূটান ভ্রমনের উপায়
ভুটান যাওয়া যায় দুইভাবে। প্রথম উপায় হচ্ছে বাংলাদেশ থেকে বিমানে সরাসরি ভুটানে। আরেকটি উপায় হচ্ছে বাই রোড বা সড়ক পথে। বাংলাদেশ এবং ভুটানের মধ্যকার দূরত্ব কম হওয়ায় সড়ক পথেও ভুটান যাওয়া যায়। তবে সড়ক পথে যেতে হলে ভারত হয়ে তারপর ভুটানে যেতে হয়। এজন্য ভারতের ট্রানজিট ভিসা সংগ্রহ করতে হয়। সড়ক পথে ঢাকা থেকে ভুটান যেতে প্রায় একদিন সময় লাগে। তবে সড়ক পথে যাওয়া আসা করলে ভ্রমণ খরচ ও কমে যায়।
ভ্রমণ তথ্য
ভুটান ভিসা করার উপায়
সুখী মানুষের দেশ ভুটান (Bhutan)। ছোট বড় পাহাড়, ঝর্ণা ও সবুজ অরণ্য মিলিয়ে অপূর্ব প্রাকৃতিক নিঃস্বর্গ ছড়িয়ে আছে সমগ্র ভুটান জুড়ে। পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা ও ঠাণ্ডা হিমেল মনোমুগ্ধকর পরিবেশের কারণে পর্যটকদের মনে ভুটানের জন্য আছে বিশেষ দূর্বলতা। প্রতি বছর তাই হাজার হাজার পর্যটক পাড়ি জমায় ভুটানের রূপে বুঁদ হওয়ার উদ্দেশ্যে।

বাংলাদেশ থেকে ভূটান ভ্রমনের উপায়
ভুটান যাওয়া যায় দুইভাবে। প্রথম উপায় হচ্ছে বাংলাদেশ থেকে বিমানে সরাসরি ভুটানে। আরেকটি উপায় হচ্ছে বাই রোড বা সড়ক পথে। বাংলাদেশ এবং ভুটানের মধ্যকার দূরত্ব কম হওয়ায় সড়ক পথেও ভুটান যাওয়া যায়। তবে সড়ক পথে যেতে হলে ভারত হয়ে তারপর ভুটানে যেতে হয়। এজন্য ভারতের ট্রানজিট ভিসা সংগ্রহ করতে হয়। সড়ক পথে ঢাকা থেকে ভুটান যেতে প্রায় একদিন সময় লাগে। তবে সড়ক পথে যাওয়া আসা করলে ভ্রমণ খরচ ও কমে যায়।
ভ্রমণ তথ্য
ভুটান ভিসা করার উপায়
সুখী মানুষের দেশ ভুটান (Bhutan)। ছোট বড় পাহাড়, ঝর্ণা ও সবুজ অরণ্য মিলিয়ে অপূর্ব প্রাকৃতিক নিঃস্বর্গ ছড়িয়ে আছে সমগ্র ভুটান জুড়ে। পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা ও ঠাণ্ডা হিমেল মনোমুগ্ধকর পরিবেশের কারণে পর্যটকদের মনে ভুটানের জন্য আছে বিশেষ দূর্বলতা। প্রতি বছর তাই হাজার হাজার পর্যটক পাড়ি জমায় ভুটানের রূপে বুঁদ হওয়ার উদ্দেশ্যে।

বাংলাদেশ থেকে ভূটান ভ্রমনের উপায়
ভুটান যাওয়া যায় দুইভাবে। প্রথম উপায় হচ্ছে বাংলাদেশ থেকে বিমানে সরাসরি ভুটানে। আরেকটি উপায় হচ্ছে বাই রোড বা সড়ক পথে। বাংলাদেশ এবং ভুটানের মধ্যকার দূরত্ব কম হওয়ায় সড়ক পথেও ভুটান যাওয়া যায়। তবে সড়ক পথে যেতে হলে ভারত হয়ে তারপর ভুটানে যেতে হয়। এজন্য ভারতের ট্রানজিট ভিসা সংগ্রহ করতে হয়। সড়ক পথে ঢাকা থেকে ভুটান যেতে প্রায় একদিন সময় লাগে। তবে সড়ক পথে যাওয়া আসা করলে ভ্রমণ খরচ ও কমে যায়।
ভ্রমণ তথ্য
ভুটান ভিসা করার উপায়
সুখী মানুষের দেশ ভুটান (Bhutan)। ছোট বড় পাহাড়, ঝর্ণা ও সবুজ অরণ্য মিলিয়ে অপূর্ব প্রাকৃতিক নিঃস্বর্গ ছড়িয়ে আছে সমগ্র ভুটান জুড়ে। পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা ও ঠাণ্ডা হিমেল মনোমুগ্ধকর পরিবেশের কারণে পর্যটকদের মনে ভুটানের জন্য আছে বিশেষ দূর্বলতা। প্রতি বছর তাই হাজার হাজার পর্যটক পাড়ি জমায় ভুটানের রূপে বুঁদ হওয়ার উদ্দেশ্যে।

বাংলাদেশ থেকে ভূটান ভ্রমনের উপায়
ভুটান যাওয়া যায় দুইভাবে। প্রথম উপায় হচ্ছে বাংলাদেশ থেকে বিমানে সরাসরি ভুটানে। আরেকটি উপায় হচ্ছে বাই রোড বা সড়ক পথে। বাংলাদেশ এবং ভুটানের মধ্যকার দূরত্ব কম হওয়ায় সড়ক পথেও ভুটান যাওয়া যায়। তবে সড়ক পথে যেতে হলে ভারত হয়ে তারপর ভুটানে যেতে হয়। এজন্য ভারতের ট্রানজিট ভিসা সংগ্রহ করতে হয়। সড়ক পথে ঢাকা থেকে ভুটান যেতে প্রায় একদিন সময় লাগে। তবে সড়ক পথে যাওয়া আসা করলে ভ্রমণ খরচ ও কমে যায়।

সময়ের সেরা সুযোগ। ১ খরচে ২ দেশ ভ্রমন। মালদ্বীপ-শ্রীলঙ্কাকোন ভিসার ঝামেলা নেই।===================মালদ্বীপ-শ্রীলঙ্কা গ্রুপ...
21/05/2023

সময়ের সেরা সুযোগ। ১ খরচে ২ দেশ ভ্রমন। মালদ্বীপ-শ্রীলঙ্কা
কোন ভিসার ঝামেলা নেই।
===================
মালদ্বীপ-শ্রীলঙ্কা গ্রুপ ট্যুর----------
অন এরাইভাল ও সহজ ভিসায় মালদ্বীপ-শ্রীলঙ্কা ২ দেশ ভ্রমণ করুন জনপ্রতি মাত্র ৬৭,৯০০ টাকায়- ৪ রাত ৫ দিন
===================
যাত্রার তারিখ: ১৫ই জুন
যারা যেতে ইচ্ছুক দ্রুত বুকিং করে ফেলুন।
===================
থাকছে এয়ার টিকেট
শ্রীলঙ্কা ভিসা
৩ তারকা মানের হোটেল
সকালের নাস্তা
২ রাত মালদ্বীপ ও ২ রাত শ্রীলঙ্কায় থাকা
সকল ট্রান্সপোর্ট সুবিধা,
কলম্বো সাইটসিং সহ
===================
বিস্তারিতঃ
Nexus bd
নাঃগঞ্জ পাসপোর্ট অফিস সংলগ্ন
সাইনবোর্ড, নারায়ানগঞ্জ
01926-301073

জর্ডান ভ্রমণ প্যাকেজ========================================প্যাকেজ-(৬ রাত/৭ দিন)মাত্র ১২৫,৯০০ টাকা জনপ্রতি( দুইজন শেয়ার...
19/05/2023

জর্ডান ভ্রমণ প্যাকেজ
========================================
প্যাকেজ-(৬ রাত/৭ দিন)
মাত্র ১২৫,৯০০ টাকা জনপ্রতি
( দুইজন শেয়ারিং) এয়ার টিকিট ছাড়া।
================
পৃথিবী সৃষ্টির পর থেকে যেসব জনপদ গড়ে উঠেছে, এবং যেসব জনপদের সভ্যতার ইতিহাস খুবই সমৃদ্ধ, সেসবের সংক্ষিপ্ত তালিকায় জর্ডান।
সবুজ-শ্যামল মানুষের বসবাস উপযোগী আমাদের এই গ্রহ পৃথিবী। পৃথিবীতে যে কত ধরনের বিস্ময়কর বিষয় আছে তা জানলে পৃথিবীকেই মনে হবে একটি বিস্ময়। পাহাড়-পর্বত, বন-জঙ্গল, সাগর-মরুভূমি সহ পৃথিবীর আনাচে কানাচে লুকিয়ে আছে হাজারো বিস্ময়। এই সকল বিস্ময়কর বিষয়ের মাঝে ডেড সি বা মৃত সাগর একটি অন্যতম বিস্ময়। ডেড সি বা মৃত সাগরের বৈশিষ্ট্য হচ্ছে এই সাগরের পানিতে কেউ ডুবে না। এমন কি কেউ ডুবতে গেলেও ডুবতে পারে না।
আর ভাবা নয় আপনার সেই কল্পনাকে বাস্তব পরিনত করার ।আমরা আয়োজন করেছি জর্ডান ট্যুর ।।তাই আপনার ভ্রমন কে সহজলোভ্য ও নিরাপদ করার জন্য আমরা নিয়ে এসেছি কোনো হিডেন চার্জ ও সার্ভিস চার্জ ছাড়াই ধামাকা অফার ।
এবার বিদেশ ভ্রমণ করুন নিশ্চিন্তে ও সহজে ।একমাত্র আমরাই দিচ্ছি কম খরচে ঘুরে আসার সূবর্ণ সুযোগ ।
================
প্যাকেজ-( ৬ রাত/৭ দিন)
মাত্র ১২৫,৯০০ টাকা জনপ্রতি
এয়ার টিকিট ছাড়া।
================
★★ প্যাকেজ এর অন্তর্ভুক্তঃ
=======================
এয়ারপোর্ট পিকআপ ড্রপ ,
২ রাত আম্মান হোটেল থাকা
২ রাত পেট্রা হোটেল থাকা
২ রাত ডেড সি হোটেল থাকা
সাইটসিন
ব্রেকফাষ্ট
এন্ট্রি ভিসা জর্ডান
গাইড ।
================
★★ প্যাকেজ এর অন্তর্ভুক্ত নয়ঃ
=================
 এয়ার টিকিট
 দুপুরের ও রাতের খাবার
 ব্যক্তিগত খরচ (টিপস, পানীয়, লন্ড্রি, ইত্যাদি)
 ক্যাবল কার টিকেট
 চিকিৎসা খরচ
 গাইড চার্জ
 মনুমেন্ট জোন / দর্শনীয় স্থানগুলিতে প্রবেশ ফি
 সমস্ত খরচ যা পরিষেবাতে উল্লেখ নেই
================
 বুকিং করতে বা বিস্তারিত জানতে ফোন করুন-
01926-301106
================
বিশেষ দ্রষ্টব্যঃ
============
✿ অবশ্যই ২ জন হতে হবে
✿ উল্লেখিত প্যাকেজ মূল্য ঈদ, লম্বা ছুটি কিংবা ব্ল্যাক আউট ডেটের জন্য প্রযোজ্য নয়।
✿ আপনার কাঙ্খিত তারিখ আমাদের জানান, আমরা আমাদের বেস্ট অফারটি আপনাকে প্রদান করবো।
=============
যোগাযোগঃ
যোগাযোগঃ নাঃগঞ্জ পাসপোর্ট অফিস সংলগ্ন
সাইনবোর্ড, রঘুনাথপুর, নারায়ানগঞ্জ
01926-301106

আমাদের সকল আকর্ষণীয় হলিডে প্যাকেজ গুলো নিচে দেয়া হলো:Package ideas:1/ Dubai Group package- 77900/- ( 3 nights 4 days)2/ ...
12/05/2023

আমাদের সকল আকর্ষণীয় হলিডে প্যাকেজ গুলো নিচে দেয়া হলো:
Package ideas:
1/ Dubai Group package- 77900/- ( 3 nights 4 days)
2/ Dubai 3 nights 4 days individuals 79,900/-
3/ Dubai 4 nights 5 days group 83900/-
4/ Dubai 4 nights 5 days individual 85900/-
5/ Dubai + Srilanka 5 nights 6 days( 3+2) 99,900/-
6/ Dubai+ Maldives - 5 nights - 125000/-
7/ Dubai + Maldives + Srilanka- 6 nights 7 days 125900/-
( with visa 145900/-)
8/ maldives 2 nights 3 days by US Bangla- 45,900/-
9/ Maldives 3 nights 4 days - 48,900/-
10/ Maldive (Maafushi) 2 nights 3 days by us bangla- 49,900/-
11/ Maldives ( Maafushi) 3 nights 55,900/-
12/ Vietnam + Cambodia- 5 days 99,900/-
13/ Vietnam + Cambodia + Thailand 7 days - 125900/-
14/ Singapore + Vietnam 5 days - 99.900/-
15/ Singapore + Cambodia - 5 days- 99,900/-
16/ Singapore +. Vietnam + Cambodia- 7 days 129900/-
17/ Singapore + Malaysia -5 days 79,900/-
17/ Singapore + Lankawi + Kuala Lumpur 7 days-89,900/-
18/ Singapore + Philipine5 days - 99,900/-
19/ Singapore + Bali- 5 days - 99,900/-
20/ Singapore + Thailand -5 days - 89,900/-
11/ Thailand + Malaysia- 79,900/-
11/ Bangkok + Phuket + Kulalumpur 7 days- 95,900/-
12/ Thailand + Cambodia - 5 days 79,900/-
13/ Bangkok + Pattaya + Cambodia 7 days - 89,900/-
14/ Bangkok + Pattaya + Singapore 7 days - 89,900/-
15/ Bangkok + Phuket + Kualalumpur - 7 days - 99,900/-
16/ Bangkok + Phuket + Singapore - 7 days - 99,900/-
18/ Singapore + Srilanka 5 days - 89,900/-
19/ Singapore 3 days - 59,900/-
20/ Singapore 4 days - 65900/-
21/ Bankok 3 days 45,900/-
22/ Bangkok+ Pattaya 4 days - 49,900/-
23/ Bangkok + Pattaya + Phuket - 79,900/-
24/ Bangkok + phuket - 5 days 65,900/-

12/05/2023

জরুরী রোমানিয়ার ভিজিট ভিসার ফাইল লাগবে, ২ মাসে ফ্লাইট।।
খরচ ৮ লাখ ৫০ হাজার সকল খরচ সহ।। ভিসার পর টাকা।।

জনপ্রতি ২৭০০ টাকায় কক্সবাজার + পতেঙ্গা ভ্রমণ- নেক্সাস বিডির সাাথে।৩ রাত ২ দিন ( যাওয়া আসা ২ রাত সহ )====================...
08/05/2023

জনপ্রতি ২৭০০ টাকায় কক্সবাজার + পতেঙ্গা ভ্রমণ- নেক্সাস বিডির সাাথে।
৩ রাত ২ দিন ( যাওয়া আসা ২ রাত সহ )
========================================
জনপ্রতি ২৭০০ টাকা ( এক রুমে ৪ জন )
জনপ্রতি ৩৫০০ টাকা ( এক রুমে ২ জন )
========================================
 বুকিং করতে বা বিস্তারিত জানতে ফোন করুন-
01926-301106
========================================
অনুগ্রহ করে আগে সম্পুর্ণ বিস্তারিত ভালোভাবে পড়ে তারপর আপনার সিদ্ধান্ত নিন।
========================================
ভ্রমণের তারিখঃ ০১/০৭/২০২৩ (কোরবানী ঈদের পরের দিবাগত রাতে) পহেলা জুলাই রাত ৯ টায় সাইনবোর্ড থেকে রওয়ানা দেওয়া হবে।
========================================
রিসোর্টঃ Hotel Marina Bay/ Hyperion Sea world/Primacy Opelia Beach Resort/ Similar
========================================
ট্যুর বিস্তারিতঃ
১ম রাতঃ রাতে ঢাকা থেকে যাত্রা শুরু।
১ম দিন- ২য় রাতঃ পরদিন সকালে কক্সবাজার হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে,হোটেল চেক-ইন করে সমুদ্রে ঝাপাঝাপি এবং দুপুরের খাবার খেয়ে রেস্ট নিয়ে বিকালে উপভোগ করব কক্সবাজারের মুগ্ধতা আর আড্ডা তো থাকছেই অতঃপর রাতের খাবার খেয়ে ঘুম।

২য় দিন-৩য় রাতঃ সকালের নাস্তা করে যার যার মতো ঘুরাঘুরি করে হোটেল দুপুরে চেক আউট করে দুপুরের খাবার খেয়ে আধুনিক সমুদ্র সৈকত পতেঙ্গার উদ্দেশ্যে রওয়ানা হবো। পতেঙ্গায় থেকে রাত ১০টায় রাতের খাবার খেয়ে (নিজ খরচে) ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবো
========================================
খাবার মেন্যুঃ
*১ম দিন
সকালের নাস্তাঃ সময়-৯:০০
২ টি পরোটা//ডিম//সবজি ভাজি//পানি
*দুপুরের খাবারঃ সময়-১:৩০
সাদা ভাত+ভর্তা +সবজি+চিকেন +ডাল+ফিরনী)
*রাতের খাবারঃ সময়-৯:০০
চিকেন বার বি কিউ+সফ্ট ড্রিংস
*২য় দিন
*সকালের নাস্তাঃ সময়-৯:০০
ডিম+খিচুড়ি
*দুপুরের খাবারঃ সময়-১:৩০
সাদা ভাত+ভর্তা +সবজি+সি ফিশ কারী +ডাল)
========================================
প্যাকেজের অন্তর্ভুক্তঃ
*নন এসি রিজার্ভ বাস সার্ভিস।
*১ রাতের হোটেল রুম।
*মোট ৫ বেলা খাবার।
*২ বেলা নাস্তা
*২ বেলা দুপুরের খাবার
*১ বেলা রাতে
========================================
প্যাকেজে অন্তর্ভুক্ত নয়ঃ
এবং প্যাকেজে উল্লেখ হয়নি এমন কোন খরচ।
========================================
বুকিং করার নিয়ম*
নূন্যতম ২,০০০/- টাকা পাঠিয়ে আপনার আসন কনফার্ম করবেন।
বিকাশে খরচ সহ দেয়ার অনুরোধ রইল।
★★ মৌখিক কোন কনফার্মেশন গ্রহনযোগ্য নয়।
======================================
c
যোগাযোগঃ নাঃগঞ্জ পাসপোর্ট অফিস সংলগ্ন
সাইনবোর্ড, রঘুনাথপুর, নারায়ানগঞ্জ
01926-301106

কসোভো ওয়ার্ক পারমিট  # পাসপোর্ট  # পুলিশ ক্লিয়ারেন্স  # ছবি  # এনআইডি কার্ড এর কপি
01/05/2023

কসোভো ওয়ার্ক পারমিট
# পাসপোর্ট
# পুলিশ ক্লিয়ারেন্স
# ছবি
# এনআইডি কার্ড এর কপি

প্যাকেজ অন্তর্ভুক্তঃ-মালদ্বীপ ২রাত + শ্রীলঙ্কা ২রাত ৫ দিন ৪ রাত রিটার্ন এয়ার টিকেট সকালের নাস্তা এয়ারপোর্ট ট্রান্সফার শ্...
30/04/2023

প্যাকেজ অন্তর্ভুক্তঃ-
মালদ্বীপ ২রাত + শ্রীলঙ্কা ২রাত
৫ দিন ৪ রাত
রিটার্ন এয়ার টিকেট
সকালের নাস্তা
এয়ারপোর্ট ট্রান্সফার
শ্রীলঙ্কার ভিসা
০১৯২৬-৩০১১০৬

ঢাকা –  সুন্দরবন – ঢাকা    ✅ প্যাকেজ মূল্যঃ ১১,০০০ টাকা (জনপ্রতি), সুপার পিক আওয়ার।✅ প্যাকেজ মেয়াদঃ ৪ রাত ৩ দিন ✅ কোডঃ R...
30/04/2023

ঢাকা – সুন্দরবন – ঢাকা
✅ প্যাকেজ মূল্যঃ ১১,০০০ টাকা (জনপ্রতি), সুপার পিক আওয়ার।
✅ প্যাকেজ মেয়াদঃ ৪ রাত ৩ দিন
✅ কোডঃ R-307
(সর্বনিম্ন ০৪ (চার) জনের গ্রুপ)।
যাত্রা শুরুঃ
★ ঢাকা (Dhaka) থেকে রাতে খুলনার উদ্দেশ্যে গাড়ি ছাড়বে। ইনশাআল্লাহ ভোঁরে পৌঁছে যাবেন খুলনা শহরের রূপসা লঞ্চ ঘাটে।
১ম দিনঃ
★ সকালে রূপসা লঞ্চ ঘাট থেকে ভ্যাসেলে উঠে রুম চেক-ইন। ফ্রেশ হয়ে নাস্তায় অংশগ্রহণ।
★ সকালের নাস্তা- জুস, রুটি, বাটার, জেলি, ডিম, কলা, মধু, চা/কফি ।
★ নাস্তা শেষে হারবারিয়ার উদ্দেশ্যে যাত্রা।
★ বেলা ১১ টার স্ন্যাক্স- সিঙ্গারা/পাকুরা/ড্রাই কেক, চা/কফি।
★ দুপুরের খাবার- সাদা ভাত, ভর্তা, মিক্স ভেজিটেবল, ভেটকি মাছ, সামুদ্রিক মাছ, মুরগির কারী, ডাল ভূনা, সালাদ।
★ বিকেলে হারবারিয়া বন এলাকা ভ্রমণ ।
★ সন্ধ্যার স্ন্যাক্স- সিঙ্গারা/পুরি, চা/কফি।
★ রাতের খাবার- এগ ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, গলদা চিংড়ি, চাইনিজ ভেজিটেবল, সপ্ট ড্রিংক।
২য় দিনঃ
★ সকালের স্ন্যাক্স ৫:৩০ মিনিটে- বিস্কুট, চা/কফি।
★ খুব ভোরে বন্যপ্রাণী দেখতে বনের ভিতরে যাওয়া।
★ সকালের নাস্তা- ভূনা খিচুরী, বেগুন ভাজি, ডিমের মালাই কারী, আঁচার, সালাদ, চা/কফি।
★ কচিখালি ,ক্যানেল ক্রুজিং ( স্ন্যাক্স - আপেল, কলা) । জামতলা বিচ ঘুরে ফিরে আসবো ভ্যাসেলে।
★ দুপুরের খাবার- সাদা ভাত, মিক্স ভেজিটেবল, ফাইস্যা মাছ, সামুদ্রিক মাছ, মুরগীর কারী, ডাল, সালাদ।
★ বিকালে সাইডসিং।
★ সন্ধ্যায় স্ন্যাক্স- নুডলস্, চা/কফি।
★ ধানমারি রাত্রীযাপন ও বার-বি-কিউ পার্টি- পরটা, মুরগীর বার-বি-কিউ, ফিশ বার-বি-কিউ, হাঁসের রেজালা, কোল্ড ড্রিংক।
৩য় দিনঃ
★ সকালের নাস্তা- পরটা, মিক্স ভেজিজটেবল, চিকেন ডাল/লটপটি, চা/কফি।
★ এরপর সাইডসিং।
★ বেলা ১১ টার স্ন্যাক্স- ড্রাই কেক, চা/কফি।
★ করমজল ও ডিমের চর ভ্রমণ।
★ দুপুরের খাবার- পোলাও/বিরিয়ানি, ফিশ ফ্রাই, বাগদা চিংড়ি, চিকেন রোস্ট, সালাদ, কোল্ড ড্রিংক।
★ বিকেলের স্ন্যাক্স- ভেজিটেবল পাকুরা, চা/কফি।
★ সন্ধ্যার মধ্যে খুলনা পৌঁছানো ও রাতের বাস এ ঢাকার উদ্দেশ্যে যাত্রা।
প্যাকেজের অন্তর্ভুক্ত
✅ ঢাকা - খুলনা - ঢাকা এ.সি বাস সার্ভিস।
✅ ২ রাত ৩ দিন ভ্যাসেলে থাকা।
✅ ৮ বেলা খাবার।
✅ ৭ বেলা স্ন্যাক্স।
✅ টলারে করে ক্যানেল ক্রুইজিং।
✅ সুন্দরবনে প্রবেশের পাস।
✅ গাইড।
✅ বন বিভাগ থেকে দুইজন সিকিউরিটি।
✅ বনের ভেতরে প্রবেশের ও ভ্রমণের জন্য ছোট নৌকা।
✅ সার্বক্ষনিক মিনারেল ওয়াটার।
✅ বার-বি-কিউ পার্টি (১বেলা)।
✅ গ্রুপ হলে বিভিন্ন খেলার আয়োজন করা।
প্যাকেজের অন্তর্ভুক্ত নয়ঃ
✅ কোন ব্যক্তিগত খরচ।
✅ কোন ঔষধ।
✅ কোন প্রকার দুর্ঘটনা জনিত বীমা।
✅ প্যাকেজে উল্লেখ করা হয়নি এমন কোন খরচ।
প্রয়োজনীয় জিনিসপত্র যা যা নিতে হবে
★ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (৩ কপি)
★ ছবি ২ কপি
★ টর্সলাইট
★ সানগ্ল্যাস
★ ক্যাপ
★ সাবান
★ শেম্পু
★ গামছা বা তোয়ালে
★ লোশন বা তেল
★ প্রয়োজনীয় ঔষধ
★ স্লিপার
★ ক্যাডস ইত্যাদি।
চাইল্ড পলিসিঃ
১। ৩ বছর পর্যন্ত বাচ্চাদের ফ্রী, ৩ থেকে ৬ বছর পর্যন্ত বাচ্চাদের ৫০% করে খরচ বহন করতে হবে, সেই ক্ষেত্রে অভিবাকদের সাথে আসন শেয়ার করবে।
কাপল পলিসিঃ
২জন/ কাপল রুম এর জন্য পিক আওয়ারে ৫০০ টাকা এবং সুপার পিক আওয়ারে ১,০০০ টাকা প্রতি রাতের জন্য অতিরিক্ত পরিশোধ করতে হবে।
বিশেষভাবে লক্ষ্যনীয়ঃ
১। একটি ভ্রমন পিপাসু মন থাকতে হবে।
২। ভ্রমনকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে।
৩। ভ্রমন সুন্দরমত পরিচালনা করার জন্য সবাই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করবেন আশা রাখি।
৪। আমরা শালীনতার মধ্য থেকে সর্বোচ্চ আনন্দ উপভোগ করব।
৫। অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে, যেটা আমরা সকলে মিলেই ঠিক করব।
৬। বাংলার অভিযাত্রী ইকো টুরিজম এ বিশ্বাসী, টুরে যেয়ে প্রকৃতির কোন রকম ক্ষতি আমরা করবনা। কোন অপচনশীল বর্জ্য যেমন প্লাস্টিক প্যাকেট, বোতল যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলব ও ক্ষেত্রবিশেষে সাথে করে নিয়ে আসব। স্থানীয় জনবসতির সাথে বন্ধুত্বপূণ আচরন করব এবং যথোপযুক্ত সস্মান প্রদর্শন করব।
৭। কোন প্রকার মাদক দ্রব্য বহন বা সেবন করা যাবে না।
আমরা সবাই প্রকৃতি মায়ের সন্তান, এর হেফাজতের দায়িত্ব আমাদের সবার।
বি.দ্রঃ উপরে উল্লেখিত মূল্যে প্যাকেজ সেবা নিতে চাইলে পিক আওয়ারে ১৫ দিন এবং সুপার পিক আওয়ারে ৩০ দিন পূর্বে বুকিং করুন। নির্ধারিত সময়ের পর বুকিং দিতে চাইলে জনপ্রতি অতিরিক্ত ৫০০ টাকা প্রদান করতে হবে।

আমরা সবাই প্রকৃতি মায়ের সন্তান, এর হেফাজতের দায়িত্ব আমাদের সবার।
সুন্দরবন(Sundarban)

ঢাকা –  সুন্দরবন – ঢাকা   ✅  প্যাকেজ মূল্যঃ ৯,০০০ টাকা (জনপ্রতি), পিক আওয়ার✅ প্যাকেজ মেয়াদঃ ৪ রাত ৩ দিন ✅ কোডঃ R-301(সর্...
30/04/2023

ঢাকা – সুন্দরবন – ঢাকা
✅ প্যাকেজ মূল্যঃ ৯,০০০ টাকা (জনপ্রতি), পিক আওয়ার
✅ প্যাকেজ মেয়াদঃ ৪ রাত ৩ দিন
✅ কোডঃ R-301
(সর্বনিম্ন ০৪ (চার) জনের গ্রুপ)।
ট্যুর প্ল্যানঃ
★ ঢাকা (Dhaka) থেকে রাতে খুলনার উদ্দেশ্যে গাড়ি ছাড়বে। ইনশাআল্লাহ ভোঁরে পৌঁছে যাবেন খুলনা শহরের রূপসা লঞ্চ ঘাটে।
১ম দিনঃ
★ সকালে রূপসা লঞ্চ ঘাট থেকে ভ্যাসেলে উঠে রুম চেক-ইন। ফ্রেশ হয়ে নাস্তায় অংশগ্রহণ।
★ সকালের নাস্তা- জুস, রুটি, বাটার, জেলি, ডিম, কলা, মধু, চা/কফি ।
★ নাস্তা শেষে হারবারিয়ার উ`দ্দেশ্যে যাত্রা।
★ বেলা ১১ টার স্ন্যাক্স- সিঙ্গারা/পাকুরা/ড্রাই কেক, চা/কফি।
★ দুপুরের খাবার- সাদা ভাত, ভর্তা, মিক্স ভেজিটেবল, ভেটকি মাছ, সামুদ্রিক মাাছ, মুরগির কারী, ডাল ভূনা, সালাদ।
★ বিকেলে হারবারিয়া বন এলাকা ভ্রমণ ।
★ সন্ধ্যার স্ন্যাক্স- সিঙ্গারা/পুরি, চা/কফি।
★ রাতের খাবার- এগ ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, গলদা চিংড়ি, চাইনিজ ভেজিটেবল, সপ্ট ড্রিংক।
২য় দিনঃ
★ সকালের স্ন্যাক্স ৫:৩০ মিনিটে- বিস্কুট, চা/কফি।
★ খুব ভোরে বন্যপ্রাণী দেখতে বনের ভিতরে যাওয়া।
★ সকালের নাস্তা- ভূনা খিচুরী, বেগুন ভাজি, ডিমের মালাই কারী, আঁচার, সালাদ, চা/কফি।
★ কচিখালি ,ক্যানেল ক্রুজিং ( স্ন্যাক্স - আপেল, কলা) । জামতলা বিচ ঘুরে ফিরে আসবো ভ্যাসেলে।
★ দুপুরের খাবার- সাদা ভাত, মিক্স ভেজিটেবল, ফাইস্যা মাছ, সামুদ্রিক মাছ, মুরগীর কারী, ডাল, সালাদ।
★ বিকালে সাইডসিং।
★ সন্ধ্যায় স্ন্যাক্স- নুডলস্, চা/কফি।
★ ধানমারি রাত্রি যাপন ও বার-বি-কিউ পার্টি- পরটা, মুরগীর বার-বি-কিউ, ফিশ বার-বি-কিউ, হাঁসের রেজালা, কোল্ড ড্রিংক।
৩য় দিনঃ
★ সকালের নাস্তা- পরটা, মিক্স ভেজিজটেবল, চিকেন ডাল/লটপটি, চা/কফি।
★ এরপর সাইডসিং।
★ বেলা ১১ টার স্ন্যাক্স- ড্রাই কেক, চা/কফি।
★ করমজল ও ডিমের চর ভ্রমণ।
★ দুপুরের খাবার- পোলাও/বিরিয়ানি, ফিশ ফ্রাই, বাগদা চিংড়ি, চিকেন রোস্ট, সালাদ, কোল্ড ড্রিংক।
★ বিকেলের স্ন্যাক্স- ভেজিটেবল পাকুরা, চা/কফি।
★ সন্ধ্যার মধ্যে খুলনা পৌঁছানো ও রাতের বাসে ঢাকার উদ্দেশ্যে যাত্রা।
প্যাকেজের অন্তর্ভুক্ত
✅ ঢাকা-খুলনা (যওয়া-আসা) নন এ.সি বাস।
✅ ২ রাত ৩ দিন ভ্যাসেলে থাকা।
✅ ৮ বেলা খাবার।
✅ ৭ বেলা স্ন্যাক্স।
✅ টলারে করে ক্যানেল ক্রুইজিং।
✅ সুন্দরবনে প্রবেশের পাস।
✅ গাইড।
✅ বন বিভাগ থেকে দুইজন সিকিউরিটি।
✅ বনের ভেতরে প্রবেশের ও ভ্রমণের জন্য ছোট নৌকা।
✅ সার্বক্ষনিক মিনারেল ওয়াটার।
✅ বার-বি-কিউ পার্টি (১ বেলা)।
✅ গ্রুপ হলে বিভিন্ন খেলার আয়োজন করা।
প্যাকেজের অন্তর্ভুক্ত নয়ঃ
✅ কোন ব্যক্তিগত খরচ।
✅ কোন ঔষধ।
✅ কোন প্রকার দুর্ঘটনা জনিত বীমা।
✅ প্যাকেজে উল্লেখ করা হয়নি এমন কোন খরচ।
প্রয়োজনীয় জিনিসপত্র যা যা নিতে হবে
★ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (৩ কপি)
★ ছবি ২ কপি
★ টর্সলাইট
★ সানগ্ল্যাস
★ ক্যাপ
★ সাবান
★ শেম্পু
★ গামছা বা তোয়ালে
★ লোশন বা তেল
★ প্রয়োজনীয় ঔষধ
★ স্লিপার
★ ক্যাডস ইত্যাদি।
চাইল্ড পলিসিঃ
৩ বছর পর্যন্ত বাচ্চাদের ফ্রী, ৩ থেকে ৬ বছর পর্যন্ত বাচ্চাদের ৫০% করে খরচ বহন করতে হবে, সেই ক্ষেত্রে অভিবাকদের সাথে আসন শেয়ার করবে।
কাপল পলিসিঃ
২জন/ কাপল রুম এর জন্য পিক আওয়ারে ৫০০ টাকা এবং সুপার পিক আওয়ারে ১,০০০ টাকা প্রতি রাতের জন্য অতিরিক্ত পরিশোধ করতে হবে।
বিশেষভাবে লক্ষ্যনীয়ঃ
১। একটি ভ্রমন পিপাসু মন থাকতে হবে।
২। ভ্রমনকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে।
৩। ভ্রমন সুন্দরমত পরিচালনা করার জন্য সবাই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করবেন আশা রাখি।
৪। আমরা শালীনতার মধ্য থেকে সর্বোচ্চ আনন্দ উপভোগ করব।
৫। অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে, যেটা আমরা সকলে মিলেই ঠিক করব।
৬। বাংলার অভিযাত্রী ইকো টুরিজম এ বিশ্বাসী, টুরে যেয়ে প্রকৃতির কোন রকম ক্ষতি আমরা করবনা। কোন অপচনশীল বর্জ্য যেমন প্লাস্টিক প্যাকেট, বোতল যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলব ও ক্ষেত্রবিশেষে সাথে করে নিয়ে আসব। স্থানীয় জনবসতির সাথে বন্ধুত্বপূণ আচরন করব এবং যথোপযুক্ত সস্মান প্রদর্শন করব।
৭। কোন প্রকার মাদক দ্রব্য বহন বা সেবন করা যাবে না।
বি.দ্রঃ উপরে উল্লেখিত মূল্যে প্যাকেজ সেবা নিতে চাইলে পিক আওয়ারে ১৫ দিন এবং সুপার পিক আওয়ারে ৩০ দিন পূর্বে বুকিং করুন। নির্ধারিত সময়ের পর বুকিং দিতে চাইলে জনপ্রতি অতিরিক্ত ৫০০ টাকা প্রদান করতে হবে।
আমরা সবাই প্রকৃতি মায়ের সন্তান, এর হেফাজতের দায়িত্ব আমাদের সবার।
সুন্দরবন(Sundarban)

ঢাকা–সাজেকভ্যালী–ঢাকা   ✅ প্যাকেজ মূল্যঃ ৫,৫০০ টাকা (জনপ্রতি), পিক আওয়ার।✅ প্যাকেজ মেয়াদঃ ৪ রাত ৩ দিন ✅ কোডঃ (R-315){সর্...
30/04/2023

ঢাকা–সাজেকভ্যালী–ঢাকা
✅ প্যাকেজ মূল্যঃ ৫,৫০০ টাকা (জনপ্রতি), পিক আওয়ার।
✅ প্যাকেজ মেয়াদঃ ৪ রাত ৩ দিন
✅ কোডঃ (R-315)
{সর্বনিম্ন ১২ (বারো) জনের গ্রুপ}
ট্যুর প্ল্যানঃ
ঢাকা আরামবাগ থেকে রাতে খাগাড়াছড়ির উদ্দেশ্যে গাড়ি ছাড়বে। ইনশাআল্লাহ্ ভোরে পৌঁছে যাবেন খাগড়াছড়ি। সেখানে গিয়ে ফ্রেশ হয়ে চাঁদের গাড়ীযোগে সাজেকভ্যালীর উদ্দেশ্যে রওয়ানা।
১ম দিনঃ
★ হোটেল পৌঁছে চেক ইনঃ দুপুর ১২ ঘটিকায় (সাজেকভ্যালী) এরপর ফ্রি টাইম।
★ দুপুরের খাবার- ২:০০ মিনিটে- সাদা ভাত, ব্যাম্বো চিকেন, বেগুন ভর্তা, সবজি, ডাল, সালাদ।
★ রাতের খাবার-৯:০০ মিনিটে- সাদা ভাত, মুরগী ভূনা, সবজি,ডাল, সালাদ।
২য় দিনঃ
★ সকালের নাস্তাঃ পরটা, ডিম, সবজি, ডাল, চা / ভূনা খিচুরী।
★ হোটেল চেক-আউট সকাল ১১:০০ টায়। লাকেজ ব্যাগ লবিতে রেখে ফ্রি টাইম।
★ দুপুরের খাবার ১:০০ টায় - সাদা ভাত, মুরগি ভুনা, আলু ভর্তা, মিক্স ভেজিটেবল, ডাল, সালাদ।
★ দুপুরের খাবরের পরে সাজেকভ্যালী থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে চাঁদের গাড়ীতে করে রওনা।
★ খাগড়াছড়িতে পৌঁছে হোটেল চেক-ইন।
★ রাতের খাবার-৯:০০ মিনিটে- সাদা ভাত, মুরগি ভূনা, সবজি,ডাল, সালাদ।
৩য় দিনঃ
★ সকালের নাস্তা- পরটা, ডিম, সবজি/ডাল, চা/ ভূনা খিচুরী।
★ সকালে হোটেল চেক-আউট করে লাকেজ ব্যাগ হোটেল লবিতে রেখে চাঁদের গাড়ীযোগে আলু টিলা, রিসাং ঝর্ণা পরিদর্শন।
★ ফিরে এসে দুপুরের খাবার খাগড়াছড়িতে- সাদা ভাত, মুরগি ভুনা, আলু ভর্তা, মিক্স ভেজিটেবল, ডাল, সালাদ।
যাত্রা শেষঃ
খাগড়াছড়ী বাস কাউন্টার থেকে ঢাকার উদ্দেশ্যে বাস ছাড়বে রাতে।
প্যাকেজের অন্তর্ভূক্তঃ
✅ ঢাকা - খাগড়াছড়ি - ঢাকা নন এ.সি বাস সার্ভিস।
✅ খাগড়াছড়ি - সাজেক চাঁদের গাড়ী রিজার্ভ (যাওয়া+আসা)।
✅ সাজেকভ্যালী হোটেল ১ রাত, খাগড়াছড়ি হোটেল ১ রাত থাকা (২ বেডের শেয়ারিং রুম)।
✅ খাবার ৭ বেলা।
প্যাকেজের অন্তর্ভুক্ত নয়ঃ
✅ কোন ব্যক্তিগত খরচ।
✅ কোন ঔষধ।
✅ কোন স্পটে প্রবেশ ফি।
✅ কোন প্রকার দুর্ঘটনা জনিত বীমা।
✅ প্যাকেজে উল্লেখ করা হয়নি এমন কোন খরচ।
চাইল্ড পলিসিঃ
১ থেকে ৫ বছর পর্যন্ত বাচ্চার বাসের সিট, খাবার এবং হোটেল রুম বাবা-মার সাথে শেয়ার করলে কোন প্রকার চার্জ প্রযোজ্য নয়।
কাপল পলিসিঃ
২জন/ কাপল রুম এর জন্য পিক আওয়ারে ৫০০ টাকা এবং সুপার পিক আওয়ারে ১,০০০ টাকা প্রতি রাতের জন্য অতিরিক্ত পরিশোধ করতে হবে।
প্রয়োজনীয় জিনিসপত্র যা যা নিতে হবে
★ টর্সলাইট
★ সানগ্ল্যাস
★ ক্যাপ
★ সাবান
★ শেম্পু
★ গামছা বা তোয়ালে
★ লোশন বা তেল
★ প্রয়োজনীয় ঔষধ
★ স্লিপার
★ ক্যাডস ইত্যাদি।
বিশেষভাবে লক্ষ্যনীয়ঃ
১।একটি ভ্রমন পিপাসু মন থাকতে হবে।
২। ভ্রমনকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে।
৩। ভ্রমন সুন্দরমত পরিচালনা করার জন্য সবাই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করবেন আশা রাখি।
৪। আমরা শালীনতার মধ্য থেকে সর্বোচ্চ আনন্দ উপভোগ করব।
৫। অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে, যেটা আমরা সকলে মিলেই ঠিক করব।
৬। বাংলার অভিযাত্রী ইকো টুরিজম এ বিশ্বাসী, টুরে যেয়ে প্রকৃতির কোন রকম ক্ষতি আমরা করবনা। কোন অপচনশীল বর্জ্য যেমন প্লাস্টিক প্যাকেট, বোতল যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলব ও ক্ষেত্রবিশেষে সাথে করে নিয়ে আসব। স্থানীয় জনবসতির সাথে বন্ধুত্বপূণ আচরন করব এবং যথোপযুক্ত সস্মান প্রদর্শন করব।
৭।কোন প্রকার মাদক দ্রব্য বহন বা সেবন করা যাবে না।
বি.দ্রঃ উপরে উল্লেখিত মূল্যে প্যাকেজ সেবা নিতে চাইলে পিক আওয়ারে ১৫ দিন এবং সুপার পিক আওয়ারে ৩০ দিন পূর্বে বুকিং করুন। নির্ধারিত সময়ের পর বুকিং দিতে চাইলে জনপ্রতি অতিরিক্ত ৫০০ টাকা প্রদান করতে হবে।
সাজেকভ্যালী (Sajek- Vally)

সিলেট টুর প্যাকেজ   ✅ প্যাকেজ মূল্যঃ ২,১০০/- টাকা (জনপ্রতি), পিক আওয়ার।✅ প্যাকেজ মেয়াদঃ ২ রাত ১ দিন।✅ কোডঃ (R-270)[সর্বন...
30/04/2023

সিলেট টুর প্যাকেজ
✅ প্যাকেজ মূল্যঃ ২,১০০/- টাকা (জনপ্রতি), পিক আওয়ার।
✅ প্যাকেজ মেয়াদঃ ২ রাত ১ দিন।
✅ কোডঃ (R-270)
[সর্বনিম্ন ১২ জনের গ্রুপ]
===========================================================
ট্যুর প্ল্যানঃ
ঢাকা আরামবাগ থেকে রাতে সিলেটের উদ্দেশ্যে গাড়ী ছাড়বে (নন এসি বাস/হায়েস)। ইনশাআল্লাহ্ ভোরে পৌঁছে যাবো সিলেট।
★ সকালের নাস্তা- পরটা, ডিম মামলেট, ডাল ভাজি, চাদ/ ভূনা খিচুরী।
★ নাস্তা শেষে হাইস গাড়ীতে করে বিছানাকান্দি এর উদ্দেশ্যে রওনা।
★ দুপুরের খাবার- সাদা ভাত, মুরগি ভুনা, ভর্তা, সবজি, ডাল, সালাদ।
★ দুপুরের খাবার শেষে , চা বাগান পরিদর্শন করে শাহ্জালাল, শাহপরান মাজার ভ্রমণ।
যাত্রা শেষঃ
সিলেট বাস কাউন্টার থেকে রাতে ঢাকার উদ্দেশ্যে বাস যোগে রওনা।
প্যাকেজের অন্তর্ভূক্তঃ
✅ ঢাকা - সিলেট - ঢাকা নন এসি বাস/হায়েস সার্ভিস।
✅ সাইটসিং (বিছানাকান্দি, চা-বাগান, শাহ্জালাল, শাহ্পরান এর মাজার)।
✅ বিছানাকান্দি সাইডসিং এর জন্য ট্রলার সার্ভিস।
✅ খাবার ২ বেলা।
প্যাকেজের অন্তর্ভুক্ত নয়ঃ
✅ কোন ব্যক্তিগত খরচ।
✅ কোন ঔষধ।
✅ কোন প্রকার দুর্ঘটনা জনিত বীমা।
✅ প্যাকেজে উল্লেখ করা হয়নি এমন কোন খরচ।
চাইল্ড পলিসিঃ
১ থেকে ৫ বছরের পূর্ব পর্যন্ত শিশু বাসের সিট এবং হোটেল রুম বাবা-মার সাথে শেয়ার করলে কোন প্রকার চার্জ প্রযোজ্য নয়।
কাপল পলিসিঃ
২জন/ কাপল রুম এর জন্য পিক আওয়ারে ৫০০ টাকা এবং সুপার পিক আওয়ারে ১,০০০ টাকা প্রতি রাতের জন্য অতিরিক্ত পরিশোধ করতে হবে।
প্রয়োজনীয় জিনিসপত্র যা যা নিতে হবে:
১। টর্সলাইট, সানগ্ল্যাস, ক্যাপ, সাবান, শেম্পু, গামছা বা তোয়ালে, লোশন বা তেল, প্রয়োজনীয় ঔষধ, স্লিপার, ক্যাডস ইত্যাদি।
বিশেষভাবে লক্ষ্যনীয়ঃ
১।একটি ভ্রমন পিপাসু মন থাকতে হবে।
২।ভ্রমনকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে।
৩।ভ্রমন সুন্দরমত পরিচালনা করার জন্য সবাই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করবেন আশা রাখি।
৪।আমরা শালীনতার মধ্য থেকে সর্বোচ্চ আনন্দ উপভোগ করব।
৫।অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে, যেটা আমরা সকলে মিলেই ঠিক করব।
৬।বাংলার অভিযাত্রী ইকো টুরিজম এ বিশ্বাসী, টুরে যেয়ে প্রকৃতির কোন রকম ক্ষতি আমরা করবনা। কোন অপচনশীল বর্জ্য যেমন প্লাস্টিক প্যাকেট, বোতল যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলব ও ক্ষেত্রবিশেষে সাথে করে নিয়ে আসব। স্থানীয় জনবসতির সাথে বন্ধুত্বপূণ আচরন করব এবং যথোপযুক্ত সস্মান প্রদর্শন করব।
৭।কোন প্রকার মাদক দ্রব্য বহন বা সেবন করা যাবে না।
বি.দ্রঃ উপরে উল্লেখিত মূল্যে প্যাকেজ সেবা নিতে চাইলে পিক আওয়ারে ১৫ দিন এবং সুপার পিক আওয়ারে ৩০ দিন পূর্বে বুকিং করুন। নির্ধারিত সময়ের পর বুকিং দিতে চাইলে জনপ্রতি অতিরিক্ত ৫০০ টাকা প্রদান করতে হবে।

ঢাকা - সিলেট - ঢাকা   ✅ প্যাকেজ মূল্যঃ ৫,৫০০/- টাকা (জনপ্রতি), পিক আওয়ার।✅ প্যাকেজ মেয়াদঃ ৪  রাত ৩  দিন।✅ কোডঃ (R-262)[স...
30/04/2023

ঢাকা - সিলেট - ঢাকা
✅ প্যাকেজ মূল্যঃ ৫,৫০০/- টাকা (জনপ্রতি), পিক আওয়ার।
✅ প্যাকেজ মেয়াদঃ ৪ রাত ৩ দিন।
✅ কোডঃ (R-262)
[সর্বনিম্ন ১২ জনের গ্রুপ]
===========================================================
ট্যুর প্ল্যানঃ
ঢাকা আরামবাগ থেকে রাতে সিলেটের উদ্দেশ্যে গাড়ী ছাড়বে। ইনশাআল্লাহ্ ভোরে পৌঁছে যাবেন সিলেট সেখানে গিয়ে আপনার লাকেজ ব্যাগ লবিতে রেখে ফ্রেস হয়ে নাস্তা শেষে লেগুনা গাড়ীতে করে সাইডসিং এর উদ্দেশ্যে রওনা।
১ম দিনঃ
★ সিলেটে পৌঁছে লেগুনা গাড়ীতে করে জাফলং এর উদ্দেশ্যে রওনা।
★ দুপুরের খাবার- সাদা ভাত, মুরগি ভুনা, আলু ভর্তা, সবজি, ডাল, সালাদ।
★ দুপুরের খাবার শেষে তামাবিল , চা বাগান পরিদর্শন করে শাহপরান মাজার দেখে হোটেল চেক-ইন।
★ রাতের খারবা- সাদা ভাত, মাছ, সবজি,ডাল, সালাদ (সিলেটের ঐতিহ্যবাহী পাঁচ ভাই রেষ্টুরেন্ট)।
★ খাবার শেষে হোটেলে অবস্থান।
২য় দিনঃ
★ সকালের নাস্তাঃ সিলেট- পরটা, ডিম মামলেট, ডাল ভাজি, চা /ভূনা খিচুরী।
★ নাস্তা শেষে ভোলাগঞ্জ সাদা পাথর এর উদ্দেশ্যে রওয়ানা।
★ দুপুরের খাবার- সাদা ভাত, হাঁসের মাংস/মুরগি ভুনা, বেগুন ভর্তা,সবজি, ডাল, সালাদ।
★ দুপুরের খাবারের পরে রাতারগুলের উদ্দেশ্যে রওয়ানা।
★ রাতারগুল পরিদর্শন শেষে হযরত শাহাজালাল মাজার পরিদর্শন।
★ রাতের খারবা- সাদা ভাত, মাছ, সবজি,ডাল, সালাদ (সিলেটের ঐতিহ্যবাহী পানসী রেষ্টুরেন্ট)।
★ খাবার শেষে হোটেলে রাত্রীযাপন ।

৩য় দিনঃ
★ সকালের নাস্তা- সিলেট পরটা, ডিম মামলেট, ডাল ভাজি, চা /ভূনা খিচুরী।
★ নাস্তা শেষে হোটেল চেক-আউট করে হোটেল লবিতে লাকেজ ব্যাগ রেখে বিছানাকান্দি এর উদ্দেশ্যে রওয়ানা।
★ দুপুরের খাবার- সাদা ভাত, কোয়েল পাখির মাংস/মুরগি ভুনা, বেগুন ভর্তা,সবজি, ডাল, সালাদ।
★ যাত্রা শেষ- সিলেট বাস কাউন্টার থেকে রাতে ঢাকার উদ্দেশ্যে বাস যোগে রওনা।
প্যাকেজের অন্তর্ভূক্তঃ
✅ ঢাকা - সিলেট - ঢাকা নন এ.সি বাস সার্ভিস।
✅ দুই রাত হোটেলে থাকা (দুই বেডের শেয়ারিং রুম)।
✅ ৩ দিনের জন্য রিজার্ভ লেগুনা সার্ভিস।
✅ ইঞ্জিন চালিত নৌকা সার্ভিস (ভোলাগঞ্জ সাদাপাথর)।
✅ নৌকা সার্ভিস (রাতারগুল)।
✅ ইঞ্জিন চালিত ট্রলার সার্ভিস (বিছানাককান্দি)।
✅ সকল স্পটের এন্ট্রি ফি ও গাইড খরচ।
✅ সাইটসিং।
✅ খাবার ৭ বেলা।
প্যাকেজের অন্তর্ভুক্ত নয়ঃ
✅ কোন ব্যক্তিগত খরচ।
✅ কোন ঔষধ।
✅ কোন প্রকার দুর্ঘটনা জনিত বীমা।
✅ প্যাকেজে উল্লেখ করা হয়নি এমন কোন খরচ।
চাইল্ড পলিসিঃ
১ থেকে ৫ বছরের পূর্ব পর্যন্ত বাচ্চার বাসের সিট, খাবার এবং হোটেল রুম বাবা-মার সাথে শেয়ার করলে কোন প্রকার চার্জ প্রযোজ্য নয়।
কাপল পলিসিঃ
২জন/ কাপল রুম এর জন্য পিক আওয়ারে ৫০০ টাকা এবং সুপার পিক আওয়ারে ১,০০০ টাকা প্রতি রাতের জন্য অতিরিক্ত পরিশোধ করতে হবে।
প্রয়োজনীয় জিনিসপত্র যা যা নিতে হবে:
★ টর্সলাইট, সানগ্ল্যাস, ক্যাপ, সাবান, শেম্পু, গামছা বা তোয়ালে, লোশন বা তেল, প্রয়োজনীয় ঔষধ, স্লিপার, ক্যাডস ইত্যাদি।
বিশেষভাবে লক্ষ্যনীয়ঃ
১। একটি ভ্রমন পিপাসু মন থাকতে হবে।
২। ভ্রমনকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে।
৩। ভ্রমন সুন্দরমত পরিচালনা করার জন্য সবাই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করবেন আশা রাখি।
৪। আমরা শালীনতার মধ্য থেকে সর্বোচ্চ আনন্দ উপভোগ করব।
৫। অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে, যেটা আমরা সকলে মিলেই ঠিক করব।
৬। বাংলার অভিযাত্রী ইকো টুরিজম এ বিশ্বাসী, টুরে যেয়ে প্রকৃতির কোন রকম ক্ষতি আমরা করবনা। কোন অপচনশীল বর্জ্য যেমন প্লাস্টিক প্যাকেট, বোতল যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলব ও ক্ষেত্রবিশেষে সাথে করে নিয়ে আসব। স্থানীয় জনবসতির সাথে বন্ধুত্বপূণ আচরন করব এবং যথোপযুক্ত সস্মান প্রদর্শন করব।
৭। কোন প্রকার মাদক দ্রব্য বহন বা সেবন করা যাবে না।
বি.দ্রঃ উপরে উল্লেখিত মূল্যে প্যাকেজ সেবা নিতে চাইলে পিক আওয়ারে ১৫ দিন এবং সুপার পিক আওয়ারে ৩০ দিন পূর্বে বুকিং করুন। নির্ধারিত সময়ের পর বুকিং দিতে চাইলে জনপ্রতি অতিরিক্ত ৫০০ টাকা প্রদান করতে হবে।

Nexus bd
নাঃগঞ্জ পাসপোর্ট অফিস সংলগ্ন
নারায়ানগঞ্জ
01926-301106

ঢাকা - বান্দনরবান - ঢাকা    ✅ প্যাকেজ মূল্যঃ ৪,২৫০/- টাকা (জনপ্রতি), সুপার পিক আওয়ার।✅ প্যাকেজ মেয়াদঃ ৩ রাত ২ দিন।সর্বনি...
30/04/2023

ঢাকা - বান্দনরবান - ঢাকা
✅ প্যাকেজ মূল্যঃ ৪,২৫০/- টাকা (জনপ্রতি), সুপার পিক আওয়ার।
✅ প্যাকেজ মেয়াদঃ ৩ রাত ২ দিন।
সর্বনিম্ন 4 জনের গ্রুপ
যাত্রা শুরুঃ
ঢাকা আরামবাগ থেকে রাতে বান্দরবানের উদ্দেশ্যে গাড়ি ছাড়বে। ইনশাআল্লাহ্ ভোরে পৌঁছে যাবেন বান্দরবান সেখানে গিয়ে আপনার লাকেজ ব্যাগ লবিতে রেখে ফ্রেস হয়ে নাস্তা শেষে চাঁদের গাড়ীতে করে নীলগিড়ির উদ্দেশ্যে রওয়ানা।
১ম দিনঃ
★ সকালের নাস্তা- পরটা, ডিম, ডাল ভাজি, চা/ ভূনা খিচুরী।
★ নাস্তা শেষে চাঁদের গাড়ী করে নীলগিড়ি, চিম্বুক পহাড় এবং শৈলপ্রপাত স্থান গুলো পরিদর্শণ।
★ ফিরে এসে হোটেল চেক-ইন । ফ্রেশ হয়ে দুপুরের খাবার।
★ দুপুরের খাবার- সাদা ভাত, মুরগি ভূনা, বেগুন ভর্তা, সবজি, ডাল, সালাদ।
★ রাতের খাবার- সাদা ভাত, মাছ, সবজি,ডাল, সালাদ। খাওয়া শেষে হোটেলে অবস্থান।
২য় দিনঃ
★ সকালের নাস্তা- পরটা, ডিম, ডাল ভাজি, চা/ ভূনা খিচুরী।
★ নাস্তা শেষে হোটেল চেক-আউট করে লাকেজ ব্যাগ রিসিপশনে রেখে চাঁদের গড়ীতে করে স্বর্ণ মন্দির, মেঘলা পর্যটন কেন্দ্র এবং নীলাচল পরিদর্শন।
★ ফিরে এসে দুপুরের খাবার- সাদা ভাত, মুরগি ভূনা, বেগুন ভর্তা, সবজি, ডাল, সালাদ। এরপর ফ্রি টাইম।
যাত্রা শেষঃ
বান্দরবান বাস কাউন্টার থেকে ঢাকার উদ্দেশ্যে বাস যোগে রওনা রাতে।
প্যাকেজের অন্তর্ভূক্তঃ
✅ ঢাকা - বান্দরবান - ঢাকা নন এ.সি বাস সার্ভিস।
✅ চাঁদের গাড়ী সার্ভিস ।
✅ লাক্সারিয়াস হোটেল (বান্দরবান)।
✅ খাবার ৫ বেলা।
প্যাকেজের অন্তর্ভুক্ত নয়ঃ
✅ কোন ব্যক্তিগত খরচ।
✅ কোন ঔষধ।
✅ কোন স্পট এন্ট্রি ফি।
✅ কোন প্রকার দুর্ঘটনা জনিত বীমা।
✅ প্যাকেজে উল্লেখ করা হয়নি এমন কোন খরচ।
চাইল্ড পলিসিঃ
১ থেকে ৫ বছর পর্যন্ত বাচ্চার বাসের সিট, খাবার এবং হোটেল রুম বাবা-মার সাথে শেয়ার করলে কোন প্রকার চার্জ প্রযোজ্য নয়।
কাপল পলিসিঃ
২জন/ কাপল রুম এর জন্য পিক আওয়ারে ৫০০ টাকা এবং সুপার পিক আওয়ারে ১,০০০ টাকা প্রতি রাতের জন্য অতিরিক্ত পরিশোধ করতে হবে।
Nexus bd
নাঃগঞ্জ পাসপোর্ট অফিস সংলগ্ন
ভুইগর, নারায়ানগঞ্জ
01926-301106

ঢাকা - বান্দরবান - নাফাখুম - আমিয়াখুম- ঢাকা    ✅প্যাকেজ মূল্যঃ ৭০০০/- টাকা (জনপ্রতি), পিক আওয়ার।✅প্যাকেজ মেয়াদঃ ৫ রাত ৪ ...
29/04/2023

ঢাকা - বান্দরবান - নাফাখুম - আমিয়াখুম- ঢাকা
✅প্যাকেজ মূল্যঃ ৭০০০/- টাকা (জনপ্রতি), পিক আওয়ার।
✅প্যাকেজ মেয়াদঃ ৫ রাত ৪ দিন।
✅কোডঃ (R-344)
[সর্বনিম্ন ১৪ জনের গ্রুপ]
================
ট্যুর প্ল্যানঃ
ঢাকা আরামবাগ থেকে রাতে বান্দরবানের উদ্দেশ্যে গাড়ি ছাড়বে। ইনশাআল্লাহ্ ভোরে পৌঁছে যাবেন বান্দরবান ।
১ম দিনঃ
★ সকালে বান্দরবান হিল টাওয়ার হোটেল রেষ্টুরেন্টে এর ফ্রেশ হয়ে নাস্তা করব।
★ সকালের নাস্তা বান্দরবান- পরটা, ডিম, ডাল ভাজি, চা।
★ নাস্তা শেষে চাঁদের গাড়ী করে থানচির উদ্দেশ্যে রওনা ।
★ দুপুরের খাবার থানচি বাজার - সাদা ভাত, সাঙ্গু নদীর মাছ, সবজি, ডাল, সালাদ।
★ খাবার শেষে সরকারী অনুমোদনের সকল কার্যক্রম শেষ করব।
★ এরপর ইঞ্জিন চালিত বোটে করে রেমাক্রির উদ্দেশ্যে রওনা, প্রতিমধ্যে তিন্দু বড় পাথর, রাজা পাথর, অপূর্ব সাঙ্গু নদী দেখতে দেখতে পৌঁছে যাব রেমাক্রি জলপ্রপাত।
★ রেমাক্রিতে পৌঁছে আদীবাসীদের কটেজে চেক-ইন।
★ রাতের খাবার আদিবাসীদের পল্লীতেই- সাদা ভাত,পাহাড়ি মুরগি, আলু ভর্তা,ডাল। খাবার শেষে কটেজে রাত্রীযাপন।
২য় দিনঃ
★ সূর্য উঠার পূর্বেই কটেজ চেক-আউট করে নাফাখুম এর উদ্দেশ্যে রওনা।
★ যাত্রা পথে সকালের নাস্তা- (যদি যাত্রাপথে দোকান পাওয়া যায়) লুচি,পাহাড়ি পেঁপে,পাহাড়ি কলা, ডিম/পার্সেল খাবার।
★ ঝিঁরি ও পাহাড়ী পথ ট্রাকিং করতে করতে পৌঁছে যাবো বাংলার নায়েগ্রা খ্যাত নাফাখুম। সেখানে কিছু সময় অবস্থান।
★ নাফাখুম থেকে ট্রাকিং করে দুপুরের মধ্যে পৌঁছে যাব থুইসা পাড়া।
★ থুইসা পাড়া পৌঁছে আদিবাসীদের কটেজে চেক-ইন।
★ দুপুরের খাবার- জুম চাউলের ভাত, পাহাড়ী মুরগী, আলু ভর্তা, ডাল।
★ দুপুরের খাবার শেষে ফ্রি টাইম।
★ রাতের খাবার- সাদা ভাত, ডিম ,আলু ভর্তা, ডাল। খাবার শেষে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব যেহেতু পরের দিন ট্রাকিং করতে হবে।
৩য় দিনঃ
★ খুব ভোরে ঘুম থেকে উঠবো।
★ সকালের নাস্তা- সাদাভাত, ডিম, আলু ভর্তা, ডাল।
★ নাস্তা শেষে আমিয়াখুম এর উদ্দেশ্যে রওয়ানা। যাত্রাপথে দেবতা পাহাড় পাড়ি দিয়ে পৌঁছে যাব আমিয়াখুম।
★ আমিয়াখুম পৌঁছে প্রাকৃতিক সূন্দর্য উপভোগ করবো। কিছু সময় ঝাঁপাঝাঁপি লাফালাফি করবো।
★ দুপুরের খাবার- কাপ নুডলস্।
★ খাবার শেষে সাত ভাই খুম এর উদ্দেশ্যে রওয়ানা।
★ সাতভাই খুম পরিদর্শন শেষে ভেলাখুমে ভেলাতে চড়ে, নাইখ্যুম মুখ পরিদর্শন করে থুইসা পাড়ার উদ্দেশ্যে রওয়ানা।
★ থুইসা পাড়া পৌঁছে ফ্রেশ হয়ে রাতের খাবার শেষে কটেজে রাত্রীযাপন।
★ রাতের খাবার - সাদা ভাত,পাহাড়ি মুরগি/মাছ, আলু ভর্তা,ডাল।
৪র্থ দিনঃ
★ খুব ভোরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করব।
★ সকালের নাস্তা- সাদাভাত, ডিম, আলু ভর্তা, ডাল।
★ নাস্তা শেষে কটেজ চেক-আউট করে পদ্ম ঝিঁরি মুখ এর উদ্দেশ্যে রওয়ানা।
★ পদ্মঝিঁরি মুখ পৌঁছে ইঞ্জিন চালিত বোটে করে থানচির উদ্দেশ্যে রওয়ানা।
★ থানচি পৌঁছে দুপুরের খাবার- সাদা ভাত, সাঙ্গু নদীর মাাছ, সবজি, ডাল।
★ থানচি থেকে চাঁদের গাড়ীযোগে বান্দরবান এর উদ্দেশ্যে রওয়ানা।
যাত্রা সমাপ্তিঃ বান্দরবান থেকে রাতে ঢাকার উদ্দেশ্যে গাড়ী ছাড়বে।
প্যাকেজের অন্তর্ভূক্তঃ
✅ ঢাকা - বান্দরবান - ঢাকা এসি বাস সার্ভিস।
✅ চাঁদের গাড়ী সার্ভিস ।
✅ ইঞ্জিন চালিত বোড সার্ভিস।
✅ আদিবাসী কটেজ (রেমাক্রি ১ রাত + থুইসা পাড়া ২ রাত)।
✅ গাইড সার্ভিসঃ দুইজন
✅ ট্রলারের ড্রাইভার থাকা খাওয়ার খরচ।
✅ গাইড এর থাকা খাওয়ার খরচ।
✅ খাবার ১১ বেলা।
প্যাকেজের অন্তর্ভুক্ত নয়ঃ
✅ কোন ব্যক্তিগত খরচ।
✅ কোন ঔষধ।
✅ কোন প্রকার দুর্ঘটনা জনিত বীমা।
✅ প্যাকেজে উল্লেখ করা হয়নি এমন কোন খরচ।
কাপল পলিসিঃ
২জন/ কাপল রুম এর জন্য পিক আওয়ারে ৫০০ টাকা এবং সুপার পিক আওয়ারে ১,০০০ টাকা প্রতি রাতের জন্য অতিরিক্ত পরিশোধ করতে হবে।
প্রয়োজনীয় জিনিসপত্র যা যা নিতে হবে
১। ন্যাশনাল আইডি কার্ড /পাসপোর্ট /জন্ম নিবন্ধন/ স্টুডেন্ট আইডি কার্ড / এইগুলার যেকোনো একটির ফটোকপি ৫ কপি,
টর্সলাইট, সানগ্ল্যাস, ক্যাপ, সাবান, শেম্পু, গামছা বা তোয়ালে, লোশন বা তেল, প্রয়োজনীয় ঔষধ, স্লিপার, বড় মোজা, ক্যাডস, ইত্যাদি।
নোটঃ
ট্যুর নিশ্চিত করার পর নির্দেশনাবলী ও গাইড লাইন এর বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে।
বিশেষভাবে লক্ষ্যনীয়ঃ
১। একটি ভ্রমন পিপাসু মন থাকতে হবে।
২। ভ্রমনকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে।
৩। ভ্রমন সুন্দরমত পরিচালনা করার জন্য সবাই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করবেন আশা রাখি।
৪। আমরা শালীনতার মধ্য থেকে সর্বোচ্চ আনন্দ উপভোগ করব।
৫। অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে, যেটা আমরা সকলে মিলেই ঠিক করব।
৬। বাংলার অভিযাত্রী ইকো টুরিজম এ বিশ্বাসী, টুরে যেয়ে প্রকৃতির কোন রকম ক্ষতি আমরা করবনা। কোন অপচনশীল বর্জ্য যেমন প্লাস্টিক প্যাকেট, বোতল যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলব ও ক্ষেত্রবিশেষে সাথে করে নিয়ে আসব। স্থানীয় জনবসতির সাথে বন্ধুত্বপূর্ণ আচরন করব এবং যথোপযুক্ত সস্মান প্রদর্শন করব।
৭। কোন প্রকার মাদক দ্রব্য বহন বা সেবন করা যাবে না।
বি.দ্রঃ উপরে উল্লেখিত মূল্যে প্যাকেজ সেবা নিতে চাইলে পিক আওয়ারে ১৫ দিন এবং সুপার পিক আওয়ারে ৩০ দিন পূর্বে বুকিং করুন। নির্ধারিত সময়ের পর বুকিং দিতে চাইলে জনপ্রতি অতিরিক্ত ৫০০ টাকা প্রদান করতে হবে।

Address

Near Of Narayanganj Passport Office, Bhuigar, Fatulla
Narayanganj
1430

Alerts

Be the first to know and let us send you an email when Nexus bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category