TaRu CEO At Spark Link
CEO At Mesh Caffé
CEO At Mesh Online
CEO At Mesh China Shop

06/09/2024

লাথি মারে ভাঙ্গরে তালা 💗

এই গানে কি যাদু আছে জানি না।শোনা মাত্রই রক্ত গরম হয়ে যায় এবং প্রতিবাদের তীব্রতা আরও চরম আকার ধারণ করে।

31/08/2024

দুষ্ট কোকিল 🥰🥰😛😛

আমাকে যদি জিগ্যেস করা হয় তারিফ আপনার ব্যক্তিত্বের কোন বিষয়টা আপনার নিজের কাছে প্রিয়, উত্তর হবে, আমি প্রচণ্ড কঠিন মানুষ। ...
03/07/2024

আমাকে যদি জিগ্যেস করা হয় তারিফ আপনার ব্যক্তিত্বের কোন বিষয়টা আপনার নিজের কাছে প্রিয়, উত্তর হবে,
আমি প্রচণ্ড কঠিন মানুষ। আমি কখনো কারো অপেক্ষায় থাকি না , বরং আমি কারো আক্ষেপ হয়ে থাকি। আমি ভালোবাসি কিন্তু ভালবাসায় আটকে যাই না।

আমি কোন কিছুর প্রতি নেশাতুর না। যা আছে তাতেই খুশি থাকি, যা নেই তার প্রতি কোন দুঃখবোধ আমার হয় না। প্রতিটা মুহূর্ত আমি বিলাসী পারফিউমের মত উপভোগ করি। আমার প্রতিটা অনুভূতি আমার কাছে মুল্যবান। আনন্দ ভালোবাসি বলে “দুঃখ “ কে কখনো অবহেলা করি না। তাকেও ততটাই আপন করেছি যতটা “আনন্দ” আমার আপন। আমি আমার রাগটাকেও কখনো মাথায় উঠতে বাঁধা দেই না। ওরা সবাই মিলেই তো আমি।


যেদিন থেকে বুঝতে শুরু করলাম নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়, সেদিন থেকে জীবন আমাকে প্রচণ্ড টানে। চারপাশের এত জটিলতা আমাকে স্পর্শ করে না, কোন কিছুই আমাকে ভেঙে ফেলে না। আমি খুব অদ্ভুত ভাবেই বুঝে গেছি, একটা মাত্র জীবন, তাও খুব ছোট, এই তো সেদিন স্কুল মাঠটা চষে বেড়াতাম, আজকে দেখি মাঠটাই হারিয়ে গেছে !

আমার জীবন দর্শন হল, এই ছোট জীবনে অমর হয়ে লাভ নেই বরং মানবিক, ভবঘুরে, প্রচণ্ড উচ্ছ্বাসময় জীবন উপভোগ করে মরে যাওয়াতেই আনন্দ। আমি না পাওয়ার শোকে, 'কবিতায় কাতর' হতে চাই না, বরং নিয়ম এর বেরিকেট ভেঙে আছড়ে পরি প্রেমিকের বুকে। দুর্গ ভেদ করে নাক ডুবিয়ে ঘ্রান নেই ভালোবাসার।
প্রেমের উপাখ্যান উপভোগ করে একদিন ধুপ করে সবার অগোচরে মরে যেতে চাই।

আমার মৃত্যুর পরে কে আমাকে মনে রাখল তাতে আমার কি? আমি বরং প্রতিটা লোম কুপে বেঁচে থাকার নেশা করে একটা নাম না জানা, অখ্যাত মানুষ হয়ে, মরে যেতে চাই।

12/06/2024

কাপল কাউন্সিলিং এর অভিজ্ঞতা থেকে আজকে একটা অভিজ্ঞতা শেয়ার করি।

এক কাপল এসেছিলেন আমার কাছে , ওনাদের সমস্যা ছিল,
ভদ্র মহিলা মনে করেন, ওনার হাজবেন্ড এর বন্ধু, আত্মীয়রা ওনাকে যথেষ্ট সম্মান করেন না।

উনি নানা ভাবে এই বিষয়টা হাজবেন্ড এর আত্মীয়, বন্ধুদের বোঝাবার চেষ্টা করেছেন কিন্তু কোন ফলাফল হয়নি। তাই ভদ্রমহিলা তার হাজবেন্ড এর আত্মীয় বন্ধুদের বাসায় যাওয়া বাদ দিয়েছেন, ওনাদের বাড়িতে আমন্ত্রণ করেন না। আর এই বিষয়টি নিয়ে হাজবেন্ড বিব্রত হচ্ছেন।

আমি হাজবেন্ড কে জিগ্যেস করেছিলাম উনি ওনার ওয়াইফের সাথে ওনার আপনজনদের সামনে কেমন ব্যবহার করেন ?
ওনার উত্তর থেকে জেনেছিলাম, এমনিতে স্বাভাবিক আচরণ করলেও কখনো কখনও রেগে গিয়ে রুড আচরণ করেছেন, সেই আচরণ সম্মানজনক ছিল না। মাঝে মাঝে ওয়াইফকে নিয়ে উনি ঠাট্টাও করেন, এই যেমন ওনার ওয়াইফ একা একা ট্রাভেল করতে পারে না, মার্কেট করতে গেলে ঠকে আসেন, বিয়ের আগে শুকনা ছিলেন বিয়ের পরে মোটা হয়ে গেছেন, বাচ্চা সামলাতে পারেন না, ইত্যাদি ।

আমি ওনার হাজবেন্ড কে বলেছিলাম,
The way you treat your wife in public sets the standard for how others will treat her. If you show her respect, others will follow suit. Conversely, if you disrespect her, people around you will also treat her disrespectfully

এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসি,
আমার প্রতিবেশী ছেলেটি তার ওয়াইফ এর সাথে সব সময় হাসিমুখে কথা বলে। আলাপের সময় ছেলেটা সব সময় ওয়াইফের ভাল দিকটাই বলে, স্ত্রীর প্রশংসা করে। তার স্ত্রী কতটা অসাধারণ মেয়ে, এটা সে গর্ব করেই বলে।
সে তার ওয়াইফের জন্য গতকাল যত্ন করে কেক বানিয়েছে , ফুল কিনেছে। কারণ মেয়েটি এক সপ্তাহের সামার ভ্যাকেশনে গিয়েছিল , সে বাসায় ফিরছে। বিষয়টি সুন্দর কিন্তু এর চেয়েও সুন্দর বিষয় হল ছেলেটির মা, মানে মেয়েটির শাশুড়িও মেয়েটির জন্য স্পেশাল খাবার পাঠিয়েছে। আর ছেলের বোন পাঠিয়েছে এক বোতল ওয়াইন। আমি নিজেও এক বক্স চকলেট কিনেছি ওর জন্য।

এই মেয়েটি যে চমৎকার মেয়ে, তাতে কোন সন্দেহ নেই কিন্তু তার হাজবেন্ড তাকে যেভাবে ট্রিট করে, তার চারপাশে থাকা আমরাও তাকে সেভাবেই ট্রিট করি। সম্মান করি , ভালোবাসি ।

এবার ফিরে আসি আমার সেই ক্লাইন্ট কাপল এর কাছে। ভাল বিষয় হল, ভদ্রলোক ওনার আচরণ বদলেছেন। উনি ওনার আত্মীয় বন্ধুদের সামনে ওনার স্ত্রীকে সম্মান করে কথা বলেন । প্রশংসা করেন এবং বাকিদের কোন আপত্তিকর কথায় উনি ওনার স্ত্রীর পক্ষে থাকেন। তাই ওনার আত্মীয় বন্ধুরাও ওনার স্ত্রীর প্রতি সম্মান দেখানো শুরু করেছে।
ভদ্রলোক এবং ওনার স্ত্রী বর্তমানে ভাল আছেন, ওনাদের সমস্যার সমাধান হয়েছে, আমাকে সেটাই জানিয়েছেন ।

20/05/2024

দেরিতে আসুক, বুড়া হয়ে আসুক, দাঁত পড়ে আসুক!
তবুও সঠিক মানুষ আসুক!! 🥹

11/05/2024
ভয় পাইছি রে ...... 😰😨
07/05/2024

ভয় পাইছি রে ...... 😰😨

12/04/2024

১০ পাইপ আজকে যতগুলো সুন্দ্রী আইছে ততগুলো সুন্দ্রী মিরপুর, ধানমন্ডি, বা চট্রগ্রামেও নাই 🤩🤦‍♀️😁

10/04/2024

ঘি লাগবো?

আপন কথাটার মানে নিশ্চই জান ? কিন্তু বোঝ কি ? একটা উদাহরণ দেই , এই যেমন মা  হুট করে ফোন করে যখন  প্রশ্ন করে , তোর কি মন খ...
07/04/2024

আপন কথাটার মানে নিশ্চই জান ? কিন্তু বোঝ কি ? একটা উদাহরণ দেই , এই যেমন মা হুট করে ফোন করে যখন প্রশ্ন করে , তোর কি মন খারাপ ?
তখন বুকের মধ্যে একটা অদ্ভুত আনন্দ হয় , মনে হয়, এখন মা বললে মরেও যাওয়া যায়।

এর নাম আপন। হৃদয় প্রেমে পড়ে অন্য মানুষের না, প্রেমে পড়ে এই অনুভূতিটার। আর এক সময় হৃদয় নিজেই এই অনুভূতি হয়ে যায় তখন হৃদয় আর নিজের থাকে না , অন্য কার হয়ে যায় ।

এর নাম প্রেম , সত্যি কারের প্রেম, যে প্রেমের জন্য আইফেল টাওয়ার থেকে নিচে তাকালে তোমার হাত শক্ত করে জড়িয়ে ধরতে ইচ্ছে করে আবার সে হাত ছেড়ে বাতাসে গা ভাসিয়ে মরে যাওয়া যায়। পঁ দে আর্টস এ একটা তালা ঝুলিয়ে দিতে ইচ্ছে করে তোমার নামে। মাঝ রাতে হঠাৎ মনে হয়, তোমার ঘুম ভাঙিয়ে একটা চুমু দেই। এর নাম প্রেম ।

মোহ আর প্রেম কিন্তু এক না , মাঝে মাঝে কারো সাথে থাকলে ও সময়টা আনন্দের হয়, একটা চার্ম হয়, একটু প্রেম প্রেম ভাবও হয়, নিজেকে লুকিয়ে খুব স্মার্ট হবার চেষ্টাও হয়, সেজেগুঁজে মুখোশে নিজেকে আড়াল করে তার সামনে দাঁড়ানোর নাম মোহ। জাস্ট মাঝে মাঝে করতে ভাল্লাগে , কিন্তু দিন শেষে হঠাৎ করে মনে হয় কি যেন নেই, কার সাথে যেন আজ কথা হয়নি , ফাঁকা ফাঁকা লাগছে, যার সামনে স্মার্ট হওয়া লাগে না, যার সামনে আমাকে আমি মনে হয়, এর নাম প্রেম।

পৃথিবী ধ্বংস হয়ে যাক তবু সে ভাল থাকুক, আমার থাকুক এই স্বার্থপরতার নাম প্রেম ।

27/03/2024

ওরে কেউ থামাবি?

27/03/2024

একদিন আমার অনেক টাকা হবে আর সেদিন আমি অনাথ পথ শিশুদের সাহায্য করবো!
ইনশাআল্লাহ

19/03/2024

Confirm জান্নাতী 🙄🙄🙄

Address

Narayanganj

Telephone

+8801944443637

Website

Alerts

Be the first to know and let us send you an email when TaRu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TaRu:

Videos

Share


Other Tourist Information Centers in Narayanganj

Show All