22/08/2023
#ভূস্বর্গ কাশ্মীর ভ্রমণ-১২ (১২ রাত ১১ দিন) সম্পূর্ণ ল্যান্ড প্যাকেজ
ভ্রমণ তারিখঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৩
▶পরবর্তী ভ্রমণ তারিখঃ ২১ অক্টোবর, ২০২৩
👉ইভেন্ট ফিঃ
🔯 জনপ্রতি ৩৫,৫০০ টাকা (১ রুমে ৩/৪ জন)
🔯 জনপ্রতি ৩৯,০০০ টাকা (১ রুমে ২ জন)
▶ বুকিংয়ের শেষ সময়ঃ ১০ সেপ্টেম্বর, ২০২৩
#বাই_এয়ার_প্যাকেজ+এয়ার ফেয়ার (৫ রাত ৬ দিন)
(শ্রীনগর এয়ারপোর্ট পিকআপ ও ড্রপ)
🔯 জনপ্রতি ২৫,৫০০ টাকা (১ রুমে ৩/৪ জন)
🔯 জনপ্রতি ২৯,০০০ টাকা (১ রুমে ২ জন)
▶ভ্রমণ তারিখঃ ২৭ সেপ্টেম্বর-০২ অক্টোবর (৫ রাত ৬ দিন)
▶ বুকিংয়ের শেষ সময়ঃ ১০ সেপ্টেম্বর, ২০২৩
🔯প্যাকেজে অন্তর্ভুক্ত:
✅ঢাকা-কোলকাতা এসি বিজনেস ক্লাস বাস/ ডাইরেক্ট সৌহার্দ্য বাস
✅কোলকাতা-জাম্মু-কোলকাতা এসি স্লিপার ট্রেন সার্ভিস
✅জাম্মু-শ্রীনগর-জাম্মু রিজার্ভ গাড়ী সার্ভিস
✅প্রতিদিন সকাল ও রাতের খাবার আইটেনারি অনুযায়ী।
✅কোলকাতা ০১ রাত, জাম্মুতে ০১ রাত, কাশ্মির হাউসবোটে ০১ রাত, শ্রীনগরে ০৩ রাত, পেহেলগাম ০১ রাত যাপন মোট ৭ রাত (কাশ্মিরে ৩ স্টার ক্যাটাগরি হোটেল)
✅প্রতিদিন সাইটসিন এর জন্য রিজার্ভ গাড়ী
✅ডাল লেকে ১ ঘণ্টা শিকারা রাইড
✅সার্বক্ষণিক অভিজ্ঞ গাইড সেবা
বিঃ দ্রঃ আমাদের কোলকাতা থেকে জাম্মু যাওয়া আসা এসি স্লিপার 3AC বাজেট ৫,০০০ রুপি যদি কোন কারনে এই ক্যাটাগরি টিকিট available না হয় তাহলে যে টিকিট পাওয়া যায় তার অতিরিক্ত কম বা বেশী মূল্য গেস্টদের সাথে সমন্বয় করা হবে।
3 star category hotel:
Srinagar : Hotel Sideeq Palace/ Four Season/ The Royal Batoo or Similar Hotel
Pehelgam: Hamdard Resort/ Hotel Royalton/ Pine Cliff or Similar Hotel
❌ প্যাকেজ অন্তর্ভুক্ত নয়:
✪ ট্রাভেল ট্যাক্স : ১০০০/-
✪ বর্ডার স্পীড মানি (যদি লাগে)
✪ প্রতিদিন দুপুরের খাবার
✪ যে কোন রাইড ও এন্ট্রি টিকেট
✪ পেহেলগামের আরু ভ্যালী, বেতাব ভ্যালী ও চন্দনওয়ারীর জন্য লোকাল গাড়ী ভাড়া এবং গন্ডোলা রাইডে যাবার ইউনিয়ন কার
✪ প্যাকেজে যা অন্তর্ভুক্ত হয়নি এমন খরচ ও যদি কোন কারন বসত প্যাকেজ এর বাইরে ২/১ দিন বেশী থাকতে হয় সে সকল খরচ।
🔯 ভ্রমন বিস্তারিতঃ
🔯 ১ম দিন: ২৩-২৪ সেপ্টেম্বর, ২০২৩
ঢাকার আরামবাগ থেকে রাতে রওনা করে পরদিন দুপুরের মধ্যে কোলকাতা পৌঁছাব। তারপর কোলকাতার হোটেলে রাত্রি যাপন করব।
খাবারঃ রাতের খাবার।
🔯 ২য় দিন: ২৫ সেপ্টেম্বর, ২০২৩
কোলকাতা থেকে দুপুর ১:১০ মিনিটে সুপার ফাস্ট হামসাফার এক্সপ্রেস এসি স্লিপার ট্রেনে মাত্র ৩৪ ঘণ্টায় জাম্মুর উদ্দেশে রওনা।
খাবারঃ সকাল এবং রাতের খাবার।
🔯 ৩য় দিন: ২৬ সেপ্টেম্বর, ২০২৩
রাত ১১টায় জম্মুতে নেমে যাব। জম্মু হোটেলে রাত্রি যাপন করব।
খাবারঃ সকাল এবং রাতের খাবার।
🔯৪র্থ দিন: ২৭ সেপ্টেম্বর, ২০২৩
জাম্মু - পেহেলগাম - (প্রায় ২৩৬ কিমি/৬ ঘন্টা ড্রাইভ)
হোটেল থেকে নাস্তা করে আমরা পেহেলগামের উদ্দেশ্যে বের হবো।
জাম্মু থেকে পেহেলগাম যাবার পথে আমরা জাফরান ফিল্ডস/ ড্রাই ফুটস শপ এবং ক্রিকেট ব্যাট কারখানা, আপেল বাগান দেখে পেহেলগাম হোটেলে চলে যাবো। রাতের খাবার খেয়ে রাত্রি যাপন হোটেলে
খাবারঃ সকাল এবং রাতের খাবার।
🔯৫ম দিন: ২৮ সেপ্টেম্বর, ২০২৩
পেহেলগাম - শ্রীনগর (প্রায় ৯৮ কিমি/০৩ ঘন্টা ড্রাইভ)
হোটেলে সকালে নাস্তার পর আমরা পেহেলগামের বাইসরন/ মিনি সুইজারল্যান্ড ঘুরে এসে দুপুরের খাবার খেয়ে আরু ভ্যালী, বেতাবভ্যালী, চন্দনওয়ারী দেখে রুট দর্শনীয় স্থানের মাধ্যমে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা হবো, শ্রীনগরে হোটেলে রাত্রি যাপন করুন।
খাবারঃ সকাল এবং রাতের খাবার।
🔯৬ষ্ঠ দিন: ২৯ সেপ্টেম্বর, ২০২৩
শ্রীনগর - গুলমার্গ - শ্রীনগর (প্রায় ৫৮ কিমি/০২ ঘন্টা ড্রাইভ)
সকালের নাস্তা শেষে ১৬ শতকে কাশ্মীরি রোমান্টিক কবি দ্বারা আবিষ্কৃত "ফুলের তৃণভূমি" গুলমার্গের উদ্দেশ্যে রওনা হব, বন্য ফুলে ঢাকা ঘাসের ঢালে অনুপ্রাণিত হব। গুলমার্গে পৌঁছানোর পরে আমাদের গাড়ি পার্কিং এলাকায় বা হোটেলে দাঁড়াবে কারণ গুলমার্গে আমাদের গাড়ির ভিতরে প্রবেশের অনুমতি নেই এবং অভ্যন্তরীণ দর্শনীয় স্থানগুলি যা আপনাকে হাঁটা বা ঘোড়ায় চড়ে (আপনার নিজের খরচে) করতে হবে। শীতকালে গুলমার্গকে ভারী তুষারপাতের কারণে আরও সুন্দর দেখায় এবং ভারতের প্রধান স্কি রিসোর্টে পরিণত হয়৷ গুলমার্গে বিশ্বের সেরা স্কি ঢালগুলির মধ্যে একটি এবং ১৮টি গর্ত সহ সর্বোচ্চ গলফ কোর্স রয়েছে। গুলমার্গ থেকে কাংডুর ১ম গন্ডোলা রাইডের মাধ্যমে উপভোগ করুন ১ম ফেজ এবং ২য় ফেজ কাংডুর থেকে আফারওয়াত (আপনার নিজের খরচে) সন্ধ্যায় নিজেদের মত সময় কাটান, শ্রীনগরের হোটেলে রাত্রি যাপন।
খাবারঃ সকাল এবং রাতের খাবার।
🔯৭ম দিন : ৩০ সেপ্টেম্বর, ২০২৩
শ্রীনগর - সোনামার্গ - শ্রীনগর (প্রায় ৯০ কিমি / ০৩ ঘন্টা ড্রাইভ)
সকালের নাস্তার পর সোনামার্গের উদ্দেশ্যে একদিনের ভ্রমণের জন্য রওনা। সোনামার্গ নামটি এসেছে দুটি কাশ্মীরি শব্দ "সন" এবং "মার্গ" থেকে যার অর্থ "সোনা" এবং "মেডো", একত্রিত হলে এর অর্থ "সোনার তৃণভূমি"। সোনামার্গ খুব সুন্দর কারণ আপনি কিছু শহর এবং গ্রামের মধ্য দিয়ে যাবেন, অনেক জায়গায় আপনি একপাশে বয়ে যাওয়া নদী সহ ধানক্ষেতের দৃশ্য উপভোগ করতে পারেন। সোনামার্গে আপনি থাজওয়াস হিমবাহ পরিদর্শন করতে পারেন যা সোনামার্গ থেকে প্রায় ৪ fকিমি দূরে একটি লোকাল ট্যাক্সি বা পনি রাইড ভাড়া করতে হবে (আপনার নিজস্ব খরচে) আপনার দিন উপভোগ করার পরে সন্ধ্যায় শ্রীনগরে ফিরে যেতে হবে, শ্রীনগরের হোটেলে রাত্রি যাপন করব।
খাবারঃ সকাল এবং রাতের খাবার।
🔯৮ম দিন: ০১ অক্টোবর, ২০২৩
শ্রীনগর লোকাল সাইটসিয়িং / শিকারা রাইড (প্রায় ৪০ কিমি/ ০৫ ঘন্টা ড্রাইভ) নিন
ডাল লেকে শিকারা রাইড করে শ্রীনগরের স্থানীয় দর্শনীয় স্থান সমুহদেখব।
শ্রীনগরে হাউসবোটে/হোটেলে রাত্রিযাপন করবে।
খাবারঃ সকাল এবং রাতের খাবার।
🔯৯ম দিন : ০২ অক্টোবর, ২০২৩
শ্রীনগর থেকে জাম্মুর উদ্দেশ্যে যাত্রা
হোটেলে সকালে নাস্তার পরে মিষ্টি ছুটির স্মৃতিসহ শ্রীনগর থেকে রিজার্ভ গাড়ীতে করে জাম্মুতে চলে যাবো। রাতের ট্রেনে দিল্লির উদ্দেশ্যে যাত্রা।
খাবারঃ সকাল এবং রাতের খাবার।
🔯১০ম দিন : ০৩ অক্টোবর, ২০২৩
দিল্লি পৌছে গ্রুপ ভিত্তিক রুমে ব্যাগ ও লাগেজ রেখে নিজ খরচে দিল্লি সিটি ট্যুর করতে পারেন। দিল্লি থেকে দুপুর ১:২৫ অথবা বিকেল ৪:৩০ মিনিটের ট্রেনে কোলকাতার উদ্দেশ্যে রওনা হবো।
খাবারঃ সকাল এবং রাতের খাবার।
🔯১১তম দিন : ০৪ অক্টোবর, ২০২৩
আনুমানিক দুপুরের মধ্যেই কোলকাতা এসে পৌছাব। কোলকাতা থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়ে রাত ১২টার মধ্যে ঢাকা থাকবো। কেউ চাইলে কোলকাতা থেকে ট্যুর শেষ করতে চাইলে ১০০০ টাকা ফেরত দেয়া হবে।
খাবারঃ সকালের খাবার।
------------------------------------------
✅বুকিং পলিসি
আমাদের এখানে আপনি ২ ভাবে বুকিং দিতে পারবেন ।
বুকিং কনফার্ম এর জন্য জনপ্রতি ৭০০০/- টাকা অগ্রিম প্রদান করতে হবে।
Payment Method-(All Merchant Account)
✪ Bkash- +88 01969 195000
✪ Nagad- +88 01969 195000
✪ Rocket- +88 01969 1950007
মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করলে খরচসহ দিতে হবে।
✅ Dutch Bangla Bank Ltd
✪ Branch: Shimrail
✪ A/C Name: BD Tour International Ltd
✪ A/C No: 128-1100036117.
✅ Islami Bank Bangladesh Ltd.
✪ Branch: Kanchpur
✪ A/C Name: BD Tour International Ltd
✪ A/C No: 20502920100237618.
✅ Jamuna Bank Ltd
✪ Branch: Shimrail
✪ A/C Name: BD Tour International Ltd
✪ A/C No: 01210210002543
ট্যুরে যাওয়ার আগেই সমস্ত পেমেন্ট দিতে হবে
------------------------------------------
বিঃদ্রঃ- BD Tour International Ltd এই ভ্রমণ সংক্রান্ত যেকোন সিদ্ধান্ত গ্রহনের একক ক্ষমতা রাখে। দুর্যোগপূর্ণ আবহাওয়া /যান্ত্রিক ত্রুটি, যে কোন অনাকাঙ্ক্ষিত কারণে বাস/ট্রেন বিলম্ব বা বাতিল বা সময় মত ট্রেন/বাস স্ট্যান্ড পৌছতে না পারলে ও তার কারণে অতিরিক্ত রাত্রি যাপনের জন্য খরচ বা নতুন টিকেট ক্রয় অথবা রাস্তার যে কোন জ্যাম বা যান্ত্রিক ত্রুটির কারনে বা যে কোন কারন বসতঃ বাসের সিট আগে/পিছে হলে বা বাস পরিবর্তন হলে তারিখ পরিবর্তনের খরচ বা যে কোন পেনাল্টি সম্পূর্ণ সম্মানিত গ্রাহককে বহন করতে হবে। তাতে BD Tour International Ltd কোন ভাবেই দায়ী থাকবে না।
------------------------------------------
চাইল্ড পলিসিঃ
# ০-২ বছর পর্যন্ত কোন খরচ লাগবে না (বাবা মায়ের সাথে থাকবে, বাবা মায়ের সাথে খাবে)।
# ২ থেকে ৪ বছর বয়সের শিশুদের জন্য ৫০% খরচ বহন করতে হবে (বাবা মায়ের সাথে থাকবে এবং খাবার ও ট্রান্সপোর্ট পাবে)।
# ৪ বছরের উপরে হলে প্রাপ্ত বয়ষ্ক হিসেবে ধরা হবে।
------------------------------------------
------------------------------------------
গ্রুপ ট্যুর | কর্পোরেট ট্যুর | ফ্যামিলি ট্যুর | কাস্টমাইজড যে-কোন ট্যুর বুকিং করুন যখন তখন। বুকিং এর জন্য সরাসরি যোগাযোগঃ 01872604005
------------------------------------------
# ভিসা সংক্রান্ত তথ্যঃ
ভিসা খরচ আপনাকেই দিতে হবে।
# ভারতীয়_ভিসা করার জন্য যেসকল কাগজপত্র লাগবে:
# পাসপোর্ট এর মেয়াদ মিনিমাম ৬ মাস বাকি থাকতে হবে।
# বর্তমান বাসার বিদ্যুৎ/গ্যাস/পানি/টেলিফোন বিলের কপি।
# ব্যাংক স্টেটমেন্ট (মিনিমাম ২০,০০০ টাকা থাকতে হবে)। ব্যাংক একাউন্ট না থাকলে ডলার এন্ড্রোসমেন্ট (১৫০ ডলার)।
# চাকুরীজিবী হলে NOC, ব্যাবসায়ী হলে ট্রেড লাইসেন্স, গৃহিণী হলে স্বামীর কাগজপত্রের কপি, ষ্টুডেন্ট হলে ষ্টুডেন্ট আইডি কার্ড, সরকারি কর্মকর্তা হলে GO.
# জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের কপি।
# দুই কপি ২"/২" সাইজের সাদা ব্যাকগ্রাউন্ডের রঙ্গিন ছবি।
# পুরাতন পাসপোর্ট থাকলে সেটাও সাথে জমা দিতে হবে।
# পূরণকৃত ভিসার আবেদন ফর্ম।