16/03/2024
ঘুরতে যাব - Ghurte Jabo
গ্রুপ এর পক্ষ থেকে স্পেশাল ইভেন্ট। (৩ রাত ২ দিন) এসি বাস, ৫বেলা খাবার সহ প্রিমিয়াম হোটেলে থাকা!
🌻 যাত্রার তারিখ:
১৪ এপ্রিল -২০২৪ রবিবার রাত ০৯.০০ টায় (সায়দাবাদ থেকে)
🌻 ফেরার তারিখঃ ১৬ এপ্রিল ২০২৪ রাত ১০ঃ০০ টায় (কক্সবাজার থেকে),
ইনশাল্লাহ ১৭ এপ্রিল সকাল ৫/৬ টায় ঢাকা থাকবো ।
💷💷 ভ্রমণ খরচঃ ৩৫০০ /- টাকা জন প্রতি ।💷💷(৪ জন শেয়ারিং
কাপল ৪০০০/-জনপ্রতি।আলাদা রুম দেয়া হবে( ২ জন শেয়ারিং)
বাচ্চাদের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে ফি নেওয়া হবে।
🌻🌻 কনফার্ম করার জন্য জনপ্রতি ১০২০/- টাকা কনফার্মেশন মানি জমা দিতে হবে
01960289232 এই নাম্বারে বিকাশ ও নগদ পার্সোনাল 01408159458 (অফেরতযোগ্য) অবশ্যই আমাদের সাথে কথা বলে টাকা পাঠাবেন
অনুগ্রহ করে ইভেন্ট ডিটেইলস ভালো করে পড়ে, তারপর ডিসিশন নিন যাবেন কিনা। আপনার উত্তর যদি হয় হ্যাঁ তাহলে দ্রত কনফার্মেশন মানি জমা দিয়ে আপনার আসন নিশ্চিত করুন। মনে রাখবেন বুকিং অনুযায়ী বাসের আসন বণ্টন হয়ে থাকে।
🌻🌻বুকিং মানি জমা দেয়ার পদ্ধতিঃ নগদ বা বিকাশে করা যাবে
⭕চাইলে সরাসরি আমাদের অফিসে এসে বুকিং করতে পারেন।
💦 আমাদের অফিস
দেওভোগ ভুইয়ারবাগ
নারায়ণগঞ্জ ১৪০০!
অথবা 01408159458 এই নাম্বারে কল দিবেন অফিসে আসার আগে 🖐️🖐️
🚎🚎 বাসের আসন বণ্টনের ক্ষেত্রে মহিলা ও সিনিয়র দেরকে অগ্রাধিকার দিয়ে বাকি আসন বুকিং ভিত্তিতে দেয়া হয়।
❑ কনফার্ম করার ডেডলাইন: আসন ফাঁকা থাকা পর্যন্ত বুকিং কনফার্ম করা যাবে।
❑ ছেলে, মেয়ে, কাপল, ফ্যামিলিসহ সকল ধরণের মানুষ অংশগ্রহণ করতে পারবেন আমাদের এই ট্যুরে।
❑ দর্শনীয় স্থান সমুহঃ
◙ লাবনী বিচ
◙ সুগন্ধা বিচ
◙ কলাতলী বিচ
◙ বার্মিজ মার্কেট
◙ হিমছড়ি
◙ ইনানি
◙ মেরিন ড্রাইভ রোড
❑ ভ্রমণের সম্ভাব্য বর্ণনাঃ
যাত্রা গুরু : ১৪ এপ্রিল -২০২৪ রবিবার রাত ০৯.০০ টায় (সায়দাবাদ থেকে) কক্সবাজারের উদ্দেশে রিজার্ভ এসি বাসে যাত্রা শুরু।
১ম দিনঃ ১৫ এপ্রিল সকালে কক্সবাজার নেমে হোটেলে চেক ইন করে সবাই ফ্রেশ হয়ে নাস্তা করে চলে যাবো সমুদ্রের জলরাশিতে নিজেকে ভিজাতে, সকালের সমুদ্রে গোসল করে লাফালাফি করে ফটোসেশন করে সেখান থেকে চলে যাবো আমরা ফ্রেশ হতে।ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে হোটেলে রেস্ট নিবো। তারপরে বিকেলে আবার আমরা হোটেল থেকে সমুদ্রের বিচে যাবো। সূর্যওয়াস্ত দেখবো। নিজেদের মতো সময় কাটাবো। রাতে বিচের পাশেই গানের আড্ডা জম্বে।আড্ডা শেষ এ রাতের খাবার খেয়ে যার যার রুমে চলে যাবো।
২য় দিনঃ ১৬ এপ্রিল ভোরে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চলে যাবো বিচে। ফটোশুট করবো তারপরে সকালের নাস্তা করে নিজেদের মতো সময় কাটাবো। সকাল ১১ টায় চেকাআউট করব। দুপুরে আমরা সবাই তাড়াতাড়ি খাবার খেয়ে চলে যাবো ইনানি এবং হিমছড়ি।সেখানে ঘুরাঘুরি করে ইনানি বিচে সূর্য ডোবা দেখে আবার চলে আসবো কলাতলী, তারপর যে যার মতো ঘুরাঘুরি এবং কেনাকাটা শেষ করে রাতের খাবার খেয়ে রাত ১০.০০ রওনা দিবো ঢাকার উদ্দেশ্যে। সাথে থাকবে সুন্দর কিছু স্মৃতি। ইনশাআল্লাহ ১৭ এপ্রিল আমরা ভোর ৬ টার মধ্যে ঢাকা থাকবো।
❑ খাবার :
১ম দিন
🍝সকালে- পরোটা, ডিম,ডালভাজি/ভুনা খিচুড়ি, মিনারেল পানি।
🍛 দুপুরে- ভাত,ভর্তা,সবজী, মুরগি/ পানি।
🍗রাতে-ভাত,সামুদ্রিক মাছ/মুরগি , সবজী থাকবে।
২য়দিন : 🍝সকালে- পরোটা, ডিম,ডালভাজি/ভুনা খিচুড়ি, মিনারেল পানি।
দুপুরে : ভাত, বর্তা/বাজি, সামুদ্রিক মাছ, ডাল, সালাদ
❑ যা যা থাকছে এর মধ্যেঃ
◙ ঢাকা -কক্সবাজার-ঢাকা এসি বাস।
◙ মানসম্মত মুল ৫ বেলা খাবার ।
◙ উন্নত মানের হোটেল শেয়ার বেসিস ।
◙ সার্বক্ষণিক অভিজ্ঞ গাইড।
❑ যা থাকছে নাঃ
❌আসা-যাওয়ার পথে বাসের যাত্রা বিরতিতে খাবার।
❌প্যকেজে উল্লেখ নাই এমন কোনো খরচ।
❌কোনো ব্যক্তিগত খরচ।
❌ ইনানি হিমছরি মেরিন ড্রাইভ রোড যাওয়া আসা খরচ
❌ আসার দিন রাতের খাবার
❑ কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো অবশ্যই বিবেচনা করতে হবেঃ
★★কোন ট্যুর অপারেটরই তাদের ট্যুরের খারাপ বা ব্যর্থতা চান না। সুতরাং রাস্তাঘাটে সমস্যা, এ্যাকসিডেন্ট, গাড়ি বিকল হয়ে যাওয়া বা কোন প্রাকৃতিক দুর্যোগের কারনে ভ্রমনে বিঘ্ন ঘটলে তার জন্য ট্যুর অপারেটর দায়ী হতে পারেনা। এসব পরিস্থিতিতে সবাই ধৈর্য্য ধরে আলাপালোচনার মাধ্যম সমস্যার সমাধান করতে হবে।
🚫🚫 আপনার দ্বারা গ্রুপের কোন মেয়ে মেম্বার হ্যারেইজমেন্ট এর স্বীকার হলে আপনাকে গ্রুপ থেকে বের করে দেওয়া হবে।
🚭🚭বাসে কেউ নেশাজাত কোন দ্রব্য বহন বা সেবন করার চেষ্টা করলে সাথে সাথে তাকে ফায়ার করে দেয়া হবে।
আমাদের বাজেট অল্প হলেও নিম্নমানের সেবা পাওয়ার কোন সম্ভাবনা নাই। প্রতিশ্রুতি অনুযায়ী অল্প বাজেটেই সেরা সার্ভিস পাবেন বলে আশা রাখি।
সাধ্যের মধ্যে সবচেয়ে ভালোটুকু দেয়ার চেষ্টা আমরা সব সময়ই করে থাকি। ট্যুর ইভেন্ট করে আনন্দ দেয়া এবং আনন্দ পাওয়াই “ঘুরতে যাব গ্রুপের" আসল উদ্দেশ্য।
ইভেন্টের বিস্তারিত পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
যেকোন প্রয়োজনে : ০১৪০৮১৫৯৪৫৮
➡️বাংলাদেশের যে কোন প্রান্তে অল্প টাকায় ট্যুর করতে আমরা অঙ্গীকারবদ্ধ। আপনাদের টাকা আর আমাদের শ্রম কোনটাই বিফলে যাবে না ইনশাআল্লাহ। এছাড়া আমরা বিভিন্ন রকমের টুর কাস্টমাইজ করে থাকি ফেমেলি টুর, কর্পোরেট টুর, স্টুডেন্ট বাজেট টুর, আপনার সুবিধা অনুযায়ী টুর কাস্টমাইজ করে অপারেট করা হবে!
⭕ভ্রমন সংক্রান্ত তথ্য ও সেবা পেতে যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ ও পেজে ।
👉★★আমাদের গ্রুপ সম্পর্কে আরো বিস্তারিত জানতে সব সময়ই এক্টিভ থাকবেন এবং সবাইকে ইনভাইট ও জয়েন করাবেন ❤️🌹
আমাদের গ্রুপ লিংক: https://facebook.com/groups/2553052961624700/