27/12/2022
এই শীতে বরফের সাথে মাখা-মাখি করতে দার্জিলিং-সিকিম ট্যুর।
বাই রোডে ঢাকা থেকে শিলিগুড়ি হয়ে সিকিম আর দার্জিলিং ভ্রমণ ।
** কেউ চাইলে শুধু সিকিম ট্যুরে ও জয়েন করতে পারবেন ।
শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পরে নিন,তারপর আপনার আসন কনফার্ম করে ফেলুন, আগে আগে বুকিং করলে বাসের সিট সামনে থাকবে।
ট্রিপের সময়কালঃ
যাত্রা শুরু-২৮শে জানুয়ারি রাত ৭ : ৫০ মিনিট ট্যাকনিকাল/ কল্যাণপুর থেকে।
ফেরার তারিখঃ ৬ই ফেব্রুয়ারি ভোরে।
যা যা দেখবোঃ
• শিলিগুড়ি
• গ্যাংটক সিকিম
• নর্থ সিকিম
• lachung
• ইয়ামথাং ভ্যালি
• জিরো পয়েন্ট বিদেশিদের জন্য বন্ধ, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো কাটাও যাওয়ার তবে এর খরচ প্যাকেজ ইনক্লুড না।
• সাঙ্গু লেক
• নাগা ফলস, বাটারফ্লাই ফলস, অমিতাভবচ্চন ফলস সহ আরো বহু ঝর্না।
• দার্জিলিং
• Lamahatta
• তিন চুল্লি
• বাতাসিয়া লুপ
• জু
• মিউজিয়াম
• রোপওয়ে
✅ প্যাকেজে যা যা থাকবে :
• ঢাকা-বুড়িমারী-ঢাকা নন এসি বাস টিকিট (আগে বুক করলে সামনে সিট) এসি বাসে যেতে চাইলে এসি বাসের বাড়তি ভাড়া পেমেন্ট করতে হবে।
• ইন্ডিয়াতে ৮ দিন ঘুরাঘুরির জন্য রিজার্ভ সুমো/বোলেরো কার।
• প্রতিদিন দুই বেলা করে সকাল ও রাতের খাবার ।
(প্যাকেজে লাঞ্চ ইনক্লুড নয়)
• দার্জিলিং,গ্যাংটক এবং লাচুং এ হোটেল রুম ,
এক রুমে ৩/৪ জন শেয়ার বেসিস।
• এক রুমে দুজন থাকতে চাইলে ৬ রাতের জন্য
জনপ্রতি ১৫০০ রুপি এক্সট্রা দিতে হবে।
🚫 যা যা থাকবেনাঃ
• ট্রাভেল ট্যাক্স (৫০০ টাকা)
• বর্ডার স্পিড মানি আসা যাওয়া মিলিয়ে
(বাংলাদেশে ২৫০+১০০=৩৫০টাকা )
(ইন্ডিয়া তে ২০০+১৫০ রুপি )
• কোনো স্পটে এন্ট্রি ফি এবং এক্টিভিটি ফি।
• ব্যাক্তিগত কোনো খরচ।
• লাঞ্চ , হাইওয়ে তে খাবার এবং ফেরার দিন রাতের খাবার।
• কাটাও যাওয়ার খরচ।
বিস্তারিত প্ল্যানঃ
২৮ শে জানুয়ারি রাতে নির্ধারিত স্থান থেকে গাড়িতে উঠে বুড়িমারীর উদ্দেশ্যে রওনা দেবো।
প্রথম দিনঃ বর্ডার পার হয়ে রিজার্ভ জিপে/বাসে শিলিগুরি চলে যাবো দুপুরের খাবার খেয়ে শিলিগুরি থেকে রিজার্ভ জিপে চেপে চলে যাবো
গ্যাংটক। রাতে থাকবো সিকিমের রাজধানী গ্যাংটক।
দ্বিতীয় দিনঃ ব্রেকফাস্ট করে লাচুং এর উদ্দেশ্যে রওনা,চমৎকার রাস্তা ধরে আমরা লাচুং পৌছাবো।কিছু সাইটসিয়িং আছে।রাস্তায় কিছু ভিউ পয়েন্ট আর ঝর্ণা দেখবো।সন্ধ্যা নাগাদ লাচুং পৌছাবো।
নাইট স্টে-লাচুং
তৃতীয় দিনঃ সকালে ৭ টায় ব্রেকফাস্ট করে বের হবো ইয়াংথাম ভ্যালির উদ্দেশ্যে,পার্মিশন পেলে সবাই জিরো পয়েন্ট ও দেখে ফেলবো।তারপর গ্যাংটক ব্যাক করবো।
আসতে আসতে সন্ধ্যা ৭/৮ টা বেজে যাবে।
নাইট স্টে-গ্যাংটক
চতুর্থ দিনঃ গ্যাংটকে আরেকটা চমৎকার সকাল দেখে আমরা ছাঙ্গু লেক দেখতে বের হবো। দুপুরের মধ্যে চলে আসবো। বাকি সময় নিজেদের মতো ঘুরাঘুরি/শপিং টা করে নিতে হবে এই দিন।
নাইট স্টে-গ্যাংটক ।
**৩ রাত গ্যাংটক ও ১ রাত লাচুং মোট চার রাত আমরা সিকিম থাকবো।
পঞ্চম দিনঃ সকালে ঘুম থেকে নাস্তা সেরে ব্যাগ গুছিয়ে আমরা দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা হবো।
** যারা শুধু সিকিম ট্যুরে জয়েন করছেন তারা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা করবে।
দুপুর নাগাদ আমরা দার্জিলিং পৌঁছে যাবো, হোটেলে চেক ইন করে ফ্রেশ তারপর লাঞ্চ করে
দার্জিলিং মল রোড ও আসে পাশে যার যার মতো করে ঘুরে দেখবো। রাতে থাকা দার্জিলিং।
ষষ্ঠ দিনঃ সকালের নাস্তা সেরে আমরা রিজার্ভ গাড়ি নিয়ে দার্জিলিং শহর ঘুরে দেখতে বের হবো।
Lamahatta ,তিন চুল্লি, বাতাসিয়া লুপ, জু, মিউজিয়াম, রোপওয়ে সহ আরো কিছু স্পট ঘুরে দেখবো সময় সাপেক্ষ ।
বিকেলে হোটেলে ব্যাক করে সবাই যার যার মতো সময় কাটাবো।
সপ্তম দিনঃ এবার ফেরার পালা,ভোরে গাড়িতে চেপে বের হয়ে, দুপুর ১২ টার মধ্যে শিলিগুড়ি থাকতে হবে। বর্ডার ক্রস করবো বিকেলের মধ্যে।
নির্ধারিত সময়ে বাসে উঠে যাবো।
অষ্টম দিনঃভোরে ইনশাআল্লাহ ঢাকা থাকবো ।
✡️যা যা অবশ্যই লাগবে ট্যুরেঃ
১-চেংড়াবান্ধা পোর্ট দিয়ে ভারতের ভিসা।
২-ভ্যাক্সিন সার্টিফিকেট (৫ কপি,দুই ডোজ)।
৩-ট্রাভেল ট্যাক্স জমাদানের কপি।
৪-এনয়াইডি কার্ডের ফটোকপি।
৫-পাসপোর্ট এবং ভিসার ফটোকপি।
৬-শীতের কাপড়।
৭-নিজের প্রয়োজনীয় সব ব্যক্তিগত জিনিসপত্র।যেমন-মোবাইল,পাওয়ার ব্যাংক,ক্যামেরা,মেডিসিন ইত্যাদি।
ট্যুর চলাকালীন সময়ে প্রাকৃতিক দুর্যোগ, খারাপ আবহাওয়া এবং যেকোন দুর্ঘটনার কারনে ট্যুরের প্লান পরিবর্তন হতে পারে। কোন প্রকার প্রাকৃতিক দুর্যোগের কারনে অতিরিক্ত ১ বা ২ দিন থাকার প্রয়োজন হলে সবাইকে অতিরিক্ত দিনগুলির খরচ বহন করতে হবে।
দেশের বাইরে ট্যুর তাই যাদের গ্রুপ ট্যুরে এডযাস্ট করতে সমস্যা আছে এবং ছাড় দেয়ার মন মানসিকতা নেই তারা এই ট্যুর এভোয়েড করবেন।এবং যারা অতিরিক্ত লাক্সারি খুঁজবেন তাদের জন্যও একই পরামর্শ।
আশা করছি আপনি পুরো ইভেন্ট পরে বুঝে আমাদের কে কনফার্ম করছেন 🙂
ট্যুর সংক্রান্ত যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন (প্লাবনঃ ০১৬৭৫৩৫৪৫৬৬)
আগে তিতে পরে মিঠে 🙂
• এটি একটি কমার্শিয়াল মিড বাজেট ট্যুর ।
কোনো প্রকার ডিসকাউন্ট কিংবা প্যাকেজ প্রাইজ নিয়ে নেগোসিয়েশন না করার জন্য বিনীত অনুরোধ করা হলো।
• বর্ডারে স্পিড মানি কিংবা ঘুষ প্যাকেজের মধ্যে ইনক্লুড নয়, এইটা যার যার টা তারই দিতে হবে।
সিজন ভেদে এই খরচ আপ ডাউন করে, উপরে দেয়া Amount কম বেশি হতে পারে।
• এটি একটি সম্পূর্ণ মিড বাজেট ট্রিপ, এই বাজেটে লাক্সারি কোনো কিছু আশা করাটা আপনার বোকামি হবে। তবে আমরা কখনই আমাদের সার্ভিসের মান খুন্য হয় এমন কিছু করবো না।
• ইন্ডিয়া তে প্রবেশের পর আমাদের প্রতিদিনের জন্য ট্রান্সপোর্ট হিসেবে থাকবে Tata bolero/ somo জিপ গাড়ি, যার ক্যাপাসিটি ১০ জন, তবে আমরা সর্বোচ্চ ৮ জনের বেশি এক গাড়িতে এলাও করি না, সকলের জার্নি কমফোর্ট হোক এইটাই আমাদের কাম্য।
• গাড়ির সামনের সিট একটাই, সবারই কম বেশি সামনে বসার ইচ্ছে থাকে, এইটা আমরা আমাদের জার জার কমনসেন্স অনুযায়ী ব্যালেন্স করে নিবো।
• সিকিমে ঢোকা থেকে শুরু করে বের হওয়ার আগ পর্যন্ত প্রতিটি জায়গায়ই আমাদের পারমিশন লাগবে, কম বেশি সময় লাগবে সব জায়গায়ই,
আমাদের সাথে কো অপারেট করার অনুরোধ রইল।
আশাকরছি আপনি উপরে উল্লেখিত সকল বিষয় ভালোভাবে পড়ে বুঝে তারপর আমাদের কনফার্ম করছেন।
এই ট্যুরের খরচ জনপ্রতি ২১৫০০ ইন্ডিয়ান রুপি।
অথবা রুপির সমমান টাকা।
যারা শুধু মাত্র সিকিম ট্যুরে জয়েন করবেন তাদের জনপ্রতি খরচ ১৭৫০০রুপি।
** উল্লেখ্য রুপির মান আপ ডাউন করে তাই বাংলা টাকা দিতে চাইলে রুপির মান অনুযায়ী আপনাকে বাংলা টাকা পেমেন্ট করতে হবে।
যে কোনো প্রয়োজনে প্লাবনঃ০১৬৭৫৩৫৪৫৬৬